এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩০ | 121.241.98.225
  • পুজোর টই দেখে মনে পড়লো। একটা পুরানো ছড়া।
    খিল্লিও চলিবেক।

    দেখতে দেখতে আবার এলো পুজো
    মনে পোড়লেই চোখদুটো আধবোঁজা
    মন পালিয়ে আবার ছেলেবেলায়
    হারিয়ে যাওয়া দিনগুলোকেই খোঁজা

    ছিলাম যখন এক্কেবারে ছোট
    দিদির সঙ্গে হুটোপুটি
    নতুন জামায় ছুটোছুটি
    জিলিপি আর বেলুন হাতে দেদার মজা লোটো

    যখন একটু বড়, স্টার্ট করেছি পড়া
    পুজো তখন পড়ার ছুটি
    বন্ধু নিয়ে একটি দুটি
    সাঁঝের বেলায় ভিড়ের মাঝে ভেড়া
    দুপুর বেলায় শরদীয়ার পাতায় পুজো মোড়া

    যখন এলাম কলেজ ঘুরে
    পুজো যেন তখন থেকেই সরলো পুজোর দুরে
    ময়ের সথে রান্নঘরে বসা
    নয় আপন মনে ছাদের কোনে
    সেমিস্টের এর হিসেব নিকেষ কষা

    পড়াশোনার পাঠ চুকেছে আজ
    ইচ্ছে করে পুরানো দিনেই ফিরি
    না পাওয়া জানি অনেক চাওয়ার মত
    এ ইচ্ছেটাও হারাবে সেই ভিড়ে

    আমার পুজো কাটবে আমার এখন
    অর পাঁচটা কাজের দিনের মতন
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৬ | 203.199.33.2
  • সুশান্ত দত্তগুপ্ত নাকি বিশ্বভারতীর উপাচার্য্য হচ্ছেন -- কলকাতার লোকজন কেউ বলতো খবরটা ঠিক কি না? আইআইএসসিআর তালে কার কাছে যাচ্ছে?
  • S | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৫ | 90.200.14.8
  • আঝহারুদ্দিন এর ছেলেটা মারা গেল।
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩ | 123.242.248.130
  • ওহো, আমি আবার গুগুল সার্চের প্রথম প্যারা দেখে লিংটা দিলাম। আসল লিংটা ক্যালকাটাটিউব, ওয়েব নয়। টিউব আমি এখান থেকে খুলতে পারছি না, তাই ভেতরে কী লেখা দেখতেও পাচ্ছি না। ঃ(

    ন্যাড়াদা, সইকত,

    টাকা রেখেছিলেন গ্রামীন ব্যাঙ্কে ঠিক আছে। আমার কোশ্চেন ছিল চেকটা কোথায় ভাঙিয়েছিলেন। সেটা মোস্ট প্রব চার্টার্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কলকাতা শাখায়। কারণ চেক এসেছিল চার্টার্ড ব্যাঙ্কেরই।
  • nyara | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৭ | 203.110.238.17
  • রবিবাবু শুনেছি সুরুলের গ্রামীন ব্যাংকে নোবেলের টাকা রেখেছিলেন, যেখান থেকে 'নাকি' রথীবাবু আর সুরেন ঠাকুর যথেচ্ছ টাকা তুলে নিতেন।
  • saikat | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৬ | 202.54.74.119
  • দে-র মেলটা আমিও পেয়েছি। উফ্‌ফ। ভয় করছে।
  • saikat | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৩ | 202.54.74.119
  • সিকির লিংকে তো দেখছি রবিবাবু এগ্রিকাল্‌চারাল ব্যাঙ্কে টাকা রেখেছিলেন যেটা আবার পরে ফেল মেরেছিল।
  • dukhe | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৮ | 122.160.114.85
  • দাদুর গান সর্বব্যাপী ।
    সেই যে বাঁদরের ওঠানামা নিয়ে ওনার বিখ্যাত গান -
    আমার যা ছিল তা গেল ঘুচে যা নেই তার ঝোঁকে
    আমার ফুরায় পুঁজি ভাবিস বুঝি মরি তারই শোকে ।

    কিংবা ভৌতিক গান -
    ছায়া দোলে তারই ছায়া দোলে
    ছায়া দোলে দিবানিশি ধরি ।

    একবার বইমেলায় স্টেট ব্যাঙ্কের স্টলে দাদু, বিদ্যাসাগর আরো অনেকের পাসবইয়ের পাতা সাজিয়ে রেখেছিল ।
  • b | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:১০ | 203.199.255.110
  • স্টেট ব্যাংক ছিলো না তখন,তিনটি প্রেসিডেন্সির জন্যে আলাদা করে Bengal Bank, Bombay Bank, আর Madras Bank। । ১৯২২ সাল নাগাদ Imperial bank হয় তিনটির মার্জারে।
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৮ | 123.242.248.130
  • যাঃ, আমি আবার শুনেছিলাম চার্টার্ড ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, যেটা আজকের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক।
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৩ | 59.163.30.4
  • দুখে, আমার এলিটত্বের মোহ নাই :))
  • dd | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫১ | 124.247.203.12
  • স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া মানে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াতে।
    সে রকমই তো শুনেছিলাম, খুব সিওর নই।
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪০ | 123.242.248.130
  • কেউ বলতে পারবে, দাদুর নোবেল পুরস্কারের চেক কোন ব্যাঙ্কে ভাঙানো হয়েছিল?
  • dd | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৭ | 124.247.203.12
  • তাই ? পনেরো দিন পরেই পুজা??

    কিন্তু গু চতে একটাও নস্টালজির টই চালু হোলো না যে বড়ো ? ইউজুয়ালি গোটা দুয়েক চালু হয়ে যায়। তবে বোধয় পুরোনোদের নস্টালজির ভাঁড়ার শুণ্য।

    নবীনরা হয়তো উশখুস করছেন।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৩ | 122.160.159.184
  • আচ্ছা,পুজোর কি মোট্টে পনেরো দিন বাকী?
    আসলে ক্লাবে কেউ এখনো রিজাইন করেনি,সেরকম ফোনাফুনিও শুরু হয় নি,তাই কেমন জমছে না!

    ঃ-((
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:১৯ | 122.160.159.184
  • অল্প লইয়া থাকি, তাই মোর যাহা যায়,তাহা যায়-

    ভাবা যায়,এই এটিএম ঘটিত গন্ডগোলের সময়েও দাদু সঙ্গে সঙ্গে রয়েচেন।
    এদিকে ওনার টাইমে এটিএম ছিল না পজ্জন্ত।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:১৪ | 122.160.159.184
  • শান্তনু,এখনো আসেনি।তবে একটা মেল এসেছে,তাতে লিখচে,"এক কথা নিয়ে রোজ একবার করে মেল/কল করবেন্না।আমরা ব্যাপারটা দেকচি"।
  • santanu | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:১০ | 95.141.130.90
  • কুমুদি আপনার এটিএম এর টাকা ফেরত এলো?
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৮ | 122.160.159.184
  • বাবারে,দে-র পাওয়া মেলটার কী অদ্ভুত ভাষা!
  • dukhe | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩ | 122.160.114.85
  • খাসা ! এই হাজতবাসের হুমকিটা বেশ নতুন । উত্তর দিয়ে জিজ্ঞেস করুন তিহারে (নাকি আবাপ মতে তিহাড়?) থাকার অপশন দেওয়া যাবে কিনা ।
  • de | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:২৬ | 203.197.30.4
  • ANTI-TERRORIST AND MONETORY CRIMES DIVISION
    FBI HEADQUARTERS WASHINGTON, D.C.
    FEDERAL BUREAU OF INVESTIGATION
    J. EDGAR HOOVER BUILDING
    935 PENNSYLVANIA AVENUE,
    NW WASHINGTON, D.C. 20535-0001
    Fax 0872 111 5935

    ATTENTION

    BANK OF NIGERIA TRANSFERRED 10,500,000.00 US DOLLARS TO BANK OF AMERICA IN YOUR
    FAVOR AS THE BENEFICIARY, BANK OF NIGERIA USED (SECRET DIPLOMATIC TRANSIT PAYMENT
    )TO WIRE THIS MONEY. SECRET DIPLOMATIC PAYMENTS ARE ONLY MADE IF ITS TERRORIST
    RELATED.WHY MUST YOUR PAYMENT BE MADE BY A SECRET TRANSFER, IF YOU ARE NOT A
    TERRORIST, THEN WHY DID YOU NOT RECEIVE THE MONEY?

    WHY DID YOU INSTRUCT THEM TO USE A CODED MEANS TO TRANSFER YOUR MONEY? WE HAVE
    INTERCEPTED THE TRANSFER OF $10,500,000.00 USD TO YOU .WE ADVICE YOU TO CONTACT US
    IMMEDIATELY FOR DIRECTIVES ON WHAT NEXT TO DO, AS YOUR MONEY IS IN A SUSPENSE
    ACCOUNT IN THE BANK OF AMERICA, PRESENT TO US YOUR DIPLOMATIC IMMUNITY SEAL OF
    TRANSFER (DIST) DOCUMENT TO PROVE THIS MONEY IS NOT TERRORIST RELATED.

    FAILURE TO PRODUCE THE DIST DOCUMENT, WE SHALL IMPOUND YOUR MONEY AND PROSECUTE YOU
    FOR CRIMINAL OFFENSE, BUT ON THE CONTRARY THE MONEY WILL BE RELEASED IMMEDIATELY WE
    RECEIVE THE DIST DOCUMENT.

    THE DIST DOCUMENT GUARANTEES THE FOLLOWING

    60T YOUR TRANSFFERED MONEY IS GENUINE

    61H YOU ARE EMPOWERED TO RECEIVE THE MONEY WITHOUT FURTHER SCRUTINY

    62J YOUR RECEIVING BANK ACCOUNT CAN EITHER BE IN USA/UK/OUTSIDE OR ANYWHERE YOU WISH

    REPLY IMMEDIATELY WITH THIS DIST DOCUMENT IF YOU WANT TO RECEIVE YOUR TRANSFERRED
    MONEYS WE INTERCEPTED

    RESPOND WITHIN 24 HRS UPON RECIEPT OF THIS MAIL

    Assistant Director in Charge
    James W. McJunkin
    for
    Robert s. Mueller, iii
    Federal bureau of investigation
    United States department of justice
    Washington, D.C. 20535

    cc Canadian police association
    cc Asia pacific group on money laundering (apg)
    cc international monetary fund (IMF)
    cc international organization of securitY commission (iosco)
    cc economic financial crime commission (efcc)

    sz

    সক্কাল-সক্কাল এসে অ্যাতো পয়হার হিসেব কত্তে হলে আর ভাটে আসা যায়! :))
  • arindam | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১৭ | 14.139.193.50
  • বরং কোন ঝিনুকে সেই মুক্তো ছিল?
    উত্তর কি জানা...?
  • arindam | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১৬ | 14.139.193.50
  • এই রে ছড়ালাম।।।
    ঝিনুকে মুক্তো...
  • arindam | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১৫ | 14.139.193.50
  • সিকি
    সেই মুক্তোর মধ্যে কী ঝিনুক ছিল?
    ঃ)
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১২ | 122.160.159.184
  • মুকুতা যেমন শুকুতির বুকে,
    তেমনি আমার তুমি,
    আমার পরাণে প্রেমের বিন্দু,
    তু-মি ইঃ
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০৬ | 69.236.168.211
  • ..মুক্তা যেমন শুক্তির বুকে, আমাতে তেমনই তুমি...
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০৫ | 123.242.248.130
  • মুক্তি কে? আমি মুক্তা নামে একটি মেয়েকে চিনতাম।
  • arindam | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০২ | 14.139.193.50
  • সিকি
    কতদিন বললাম একটু মন দিয়ে ভক্তি করতে শেখ তবে মুক্তি, তা যদি শুনলো...!
  • dd | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৬ | 124.247.203.12
  • তবে এ ও ঠিক, যে ইন্দোদার কবিতা এই ই প্রথম পড়লাম।
    কিন্তু বিদায় বিদায় অশ্রুজল সাহারা হিয়া.... এ গুলো তো দেখলাম না মোটেও।

    তাইলে বোধয় অন্য কেউ লিখেছে।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৫ | 69.236.168.211
  • সবে হরি নাম শুরু করব ভাবছি, সিকি শুরু করে দিল হনুমান!
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৫ | 123.242.248.130
  • হনুমান আমি না গাইলে কী হবে, আমার বাড়ি এখন হনুমানময়। তেনার ইস্কুলে রিহার্সাল চলছেই, রোজ সন্ধ্যেবেলায় এসে শুনতে হয়, জ্যায় দুখভঞ্জনঅ পবননন্দনঅ।

    প্রাণে ভক্তি নেই আসলে। নইলে পবননন্দন কবেই আমার দুখ ভঞ্জন করে দিতেন।
  • lcm | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৪ | 69.236.168.211
  • হরি হে মাধব
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৩ | 123.242.248.130
  • ক্ষী আর করব! উত্তরবঙ্গ আর লা-জবাব পার্ট টু লিখেই কাটিয়ে দেব না হয়। খুব বোর হয়ে গেলে আন্দামান বা কেরালায় বা লাদাখে একটু পনেরো কুড়িদিন কাটিয়ে আসব।

    আর ইয়ে, বলছিলাম কি, আপনি-টা কাটিয়ে দিলে হয় না? আমি নিতান্তই চ্যাংড়া ছোঁড়া।
  • ppn | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪১ | 204.138.240.254
  • আর আমি অবশ্যই খিল্লি করেই লিখেছি। কোন ব্যক্তিবিশেষকে উদ্দেশ্য করে অবশ্যই নয়। এরম অনেককিছু নিয়েই খিল্লি করে থাকি, যখন ইচ্ছে করে। তাই মানে এই না সেই নিয়ে কোন সিরিয়াস বক্তব্য নাই।

    (এখন আমি কাজাতে গেলাম। আবার বাড়ি ফিরে গুরু চেক করব।)
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৯ | 117.194.197.239
  • হায় কপাল। এত সব প প হলে চলবে। সরি সরি, আমি পাই ভেবে কিছু জ্ঞান দিয়ে দিলাম নাহক।
  • dukhe | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৬ | 122.160.114.85
  • কীভাবে নষ্ট করবেন তাইলে ? কুড়ির আপিসেও যাবেন না, হনুমানের ভজনও গাইবেন না, করবেনটা কী ?
  • ppn | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৬ | 204.138.240.254
  • দুদি, ওটা আমার পোস্ট!
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৫ | 123.242.248.130
  • হুঁ মোটামুটি এখনও পর্যন্ত সেটাই ফাইনাল।
  • kumu | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৪ | 122.160.159.184
  • সিকি,১১ ডিসে(রোব্বার) ফাইনাল তো?
    কাল বিকেলের পর ভাট পড়িনি অবশ্য,হয়তো এটাই ফাইনাল।
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৩ | 117.194.197.239
  • পোস্টটা করলাম তোমার (মহান) স্ট্রাগল লেখা এই ভাটের পোস্ট পড়ে। যাকগে , তুমি খিল্লি করছো না যখন, আমার বক্তব্যেরও কোন প্রয়োজন ছিল না।
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৩২ | 123.242.248.130
  • কে বলেছে ধরায় নি? সেসবও আছে। ঃ(

    বাকি জীবন এইসব নিয়ে কাটাতে হবে, ভাবলেও কেমন আতঙ্ক হচ্ছে! একটাই জীবন, এইভাবে নষ্ট করব?
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:২৫ | 72.83.92.218
  • সেই পোস্টের পরে তোমার এমন পোস্টের মানে সত্যি বুঝলাম না।
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:২৪ | 72.83.92.218
  • আর আমার পোস্টগুলো পড়ে আমাকে বল্লে তো ? নিনাদি লেখার পর আমি এও লিখেছিলাম, শব্দটার অন্য ব্যবহার, অর্থও থাকতে পারে।
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:২৩ | 117.194.197.239
  • 'ওঁদের' মানে কাদের? আপামর বাংলাদেশে বেড়ে ওঠা বাঙালীর কথা তো হচ্ছে না। যে মানুষ দাঁড়িয়ে পড়ার জন্য লড়াই করছে, কলেজ থেকে অড জব পর্য্যন্ত, তাঁর বাংলা ঠিক থাকা বেশ কঠিন। আর তুমি যদি শুধু জানতেই চেয়ে থাকো, অপব্যবহার বলে মনে না করে থাকো, আমারও কোন বক্তব্য নেই।
  • ppn | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:২৩ | 204.138.240.254
  • তাও ভালো এখনো পিপিটি আর এম্পিপি ধরায়নি। ঃ)
  • pid | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:১৮ | 72.83.92.218
  • দুদি, বুঝলাম না। মহৎ শব্দটা কী অর্থে লিখেছেন , বুঝতে অসুবিধে হয়েছে, জানতে চেয়েছি। এতে দোষের কী হল ?
    যতদূর জানি, উনি সেটা বুঝিয়ে লিখবেনও ঃ)

    আর বাংলা ভাষায় ওঁদের দখল আমাদের থেকে অনেক বেশি ঃ)
  • pi | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:১৫ | 72.83.92.218
  • কুড়ি আসবে।
    বছর কুড়ি পরে।
  • Du | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:১৫ | 117.194.197.239
  • পাই , প্রথমে ডিকেন্সকে খিল্লি করো। তারপরে ওনার উপন্যাসের ( দি গ্রেট।এক্সপেক্টেশন) নামটা অনুবাদ করে টৈতে ঠিক প্রতিশব্দটা দিয়ে দাও। বাংলায় সবার সমান তো দখল থাকে না, বিশেষ করে ওদেশে অনেককেই দেখেছি থাক্তে থাকতে কথাগুলো বদলে যায়। আর ওদেশ কেন আমার দিল্লীবাসী দাদাকেও দেখেছি 'আশি সাল হয়ে গেল' এরকম বাংলা বলতে। সেটা একটু বুঝে নিতে ক্ষতি তো নেই।
  • siki | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:১০ | 123.242.248.130
  • প্পন,

    আমার অফুরন্ত সময়? হায়! আমি ঘোড়া থেকে আস্তে আস্তে গাধায় রূপান্তরিত হতে চলেছি। দশ বছর তেড়ে কোডিং করবার পরে এখন আমার হাতে কেবলই এম এস ওয়ার্ড আর এম এস এক্সেল। চোখে জাস্ট অন্ধকার দেখছি। আমার একেবারে কাজ করতে ইচ্ছে করছে না, এদিকে হাজারখানা ডকুমেন্ট রিলিজ করা বাকি। স্রেফ কাজে ফাঁকি মেরে ভাটাচ্ছি।

    দুখে, চাইলেই যাওয়া যায় না। কুড়ির ক্লায়েন আপিস এখান থেকে বহুদূর, আমার সেখানে কোনওই কাজ নেই। আমার ক্লায়েন আপিস অ্যাকচুয়েলি পুণেতে। ঃ(

    তবে একদিন না একদিন তো আসবেই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত