আরে আকা এগুলো সবই জানে, শুধু আমাকে খোঁচাতে একটু বেশী ভালোবাসে ঃ-)) আকার এই সব বালখিল্যপনা আর কত যে দেখব!!
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৪ | 75.76.118.96
হায় কেসিও পপুলিস্ট হয়ে গেল, অনেক আশা ছিল।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৩ | 72.83.92.218
ব্যাংদি, এটা আমাকে কেউ বল্লে আমি তার সাথে সত্যি কথা বলা বন্ধ করতাম ।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫২ | 75.76.118.96
একটা কথা জিজ্ঞেস করি? ব্যাং তোকে যদি তোর শ্বশুড়বাড়িতে রোজ কেউ গালি দিত তোর কি এক্সপেক্টেশন হত?
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫২ | 122.178.253.135
আমার ৮ঃ৫১, *স্কিনটা
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫২ | 122.178.253.135
আকা, রিমির ৮ঃ৪৯ আর ৮ঃ৫০ দেখে নে।
kc | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫১ | 178.61.96.29
ম কে শুভ জন্মদিন।
রিমির প্রতিটা কথা আমার কিন্তু তীরের মতন ভিতর ফালাফালা করে দিছে।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫১ | 122.178.253.135
পাই আর হুচেকে একটা গপ্পো বলি। ব্যাঙাচিকে যে দেখে সেই তাকে বিভীষণের রেপ্লিকা বলে। আর ব্যাঙাচি তাতে আরো খুশি হয়ে বাবাকে জড়িয়ে জড়িয়ে ধরে, বাবার মত লম্বা হতে আর কত দেরি সেই হিসেব করে, আমাকে থ্রেট দেয় - বাবার মত গোঁফ রাখব, দাড়ি রাখব, বাবার মত গায়ে লম্বা লম্বা লোমও রাখব বলে। এবারে ব্যাঙাচি যখনই কোলকাতা যায় তার বাবার বাড়িতে, অনেক আত্মীয়স্বজন মিলে তাকে সামনেই বলে - বাবার মত চেহারা পেলি, বাবার মত গায়ের রঙটা পেতে ভুলে গেলি, সেটা মায়ের মত নিলি? ব্যাস ব্যাঙাচিরও চোখ খুলল - মা, আমি কি খুব বেশি ব্রাউন? আমার স্কিলটা লাইট করে দাও।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫০ | 75.76.118.96
ওহো, আকা কি সমাজের এক্সপেক্টেশনের উল্টোদিকে যাবার সাহসের কথা বলছিস? সেতো আমার মাই দেখিয়েছে। আমিও কি আর একটু আধটু দেখাই নি? ঃ-))
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৯ | 75.76.118.96
প্রত্যেক বাঙালী মেয়েই আমার বাবার মতন বা তার থেকে বেশি সাহস দেখিয়ে এসেছে। শুধু সেগুলো এমন স্বাভাবিক বলে ধরে নেওয়া হয় যে সাহস বলে মনে হয় না।
আকার নিজের মায়ের সাহস আমার বাবার থেকে কম কিসে?
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৮ | 75.76.118.96
তুই আমার ৮ঃ৪৩ আবার দ্যাখ।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৬ | 122.178.253.135
আকা আমার ৮ঃ৪৪ দ্যাখ। কেন রে রিমি, সেদিনই তো দু বলল যে আমার বাড়ি নয়, আমাদের বাড়ি ইত্যাদি, ছেলের এদেশে আসার পরে গায়ের রঙ নিয়ে আত্মোপলব্ধি ইত্যাদি।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৬ | 75.76.118.96
যারা ভীতু তারা সমাজের তৈরী এক্সপেক্টেশনে ভয়ই পায়। সেই জন্যেই জাতিভেদ থেকে পুরুষতন্ত্র সব এতদিন ধরে চলেছে। সেইজন্যেই সাহসের অভাব বলা হয়েছে। নয়ত আর্শোলা দেখে ভয় পাবার কথা তো আর বলা হয় নি হে বঙ্গবীরেরা?
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৪ | 75.76.118.96
কটা বাঙালী মেয়েই বা রিমির বাবার মতন সাহস দেখাতে পেরেছে? আমার দেখা কেউ নেই।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৪ | 122.178.253.135
আকা, আমি ফিসফিসানির কথা এইজন্য বললাম যে আমার বাপের বাড়িতে অলরেডি কিছু বিপ্লব আমার মা-বাবা ঘটিয়ে রেখেছিলেন এবং আমার দিদা-দাদু নিজেদের রেস্পেক্টিভ বাপেরবাড়িদের সঙ্গে ঝগড়া করে আমার মা-বাবাকে এত সাপোর্ট জুগিয়েছিলেন যে অলরেডি আত্মীয়মহলে আমরা বিদঘুটে বলে পরিচিত। তাই আমাদের ক্ষেত্রে যেটা ফিসফিসানি, অন্য অনেক বাড়িতে সেটা নিয়ে তুমুল অশান্তি হতে পারে এটা আমি মানছি।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৩ | 72.83.92.218
আর আমার পোস্টের বিপুল সম্ভাবনা দেখে ব্যাঙদি যে অপ্রেস করলো ও হাইড্রলিক প্রেস করার হুমকি দিল , সে কথা আমি জীবনে মরণে ভুলিব না।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৩ | 75.76.118.96
নাঃ ব্যাঙকে দিয়ে চলবেনি একদম ফেল। ধর বিভীষণের বাবা মাই তোর বাবা মা। মানে বলতে চাইছি, মেয়ের বাবা মা, আর ছেলের বাবা মার মধ্যে তফারেন্সটা হল সমাজের তৈরি এক্সপেকটেশনের। সেখানে দু একজনের বাবা মা কি করল না করল তাই দিয়ে কিছু যায় আসে না। সেক্ষেত্রে মেয়েটি এই অবস্থা ফেস করলে কোন যাদুবলে হেবি সাহসী স্টেপ নেবে সেটা বোঝানো হোক। এবং কেন ছেলে এবং মেয়েতে এই পার্থক্য?
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪৩ | 75.76.118.96
আরেঃ দুদি, তাহলে তুমি আমাদের দলে?? এর আগের বারে ঠিকমতন বুঝতে পারি নি ঃ-))
Du | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪১ | 117.194.192.157
আর দ্বিতীয় বক্তব্য, দুদিন আগে রামায়ণ পড়ার রিঅ্যাকশন পর্য্যন্ত পাল্টে গেল আমার মনে। এখন মনে হচ্ছে, সীতা কেন মাটিতে ঢুকলো? বেশ সুন্দর করে রামকে বোঝাতে পারতো, দ্যাখো আমি তো সেবার আগুন দিয়ে পার হয়েছিলাম, এটা তো অনেকেই দেখেছে। আর হনুমান যে ভগবানের অংশ , সে তো সবাই জানে। তাহলে তুমি রাজ্যবাসীকে বলো হনুমানের মুখে শুনে নিতে। রাম নিশ্চয়ই বুঝতেন। অযোধ্যাবাসীরাও মেনে নিত, আর কোন সমস্যাই থাক্তো না।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪১ | 122.178.253.135
সে আকা, আমার দুদিন আগের একটা পোস্ট দেখেই, এবং সেই পোস্টের পিছনে একটি মহাভারত আসার সম্ভাবনা আছে দেখেই তোরা বিশেষ করে ইন্টারনেটের ছেলেগুলো যেভাবে আমাকে অপ্রেস করে ছাড়লি!!!!
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৯ | 75.76.118.96
ব্যাং, ৮.৩১, এগজ্যাক্টলি। তাহলে আরো গপ্প বলি।
আমার মা আমার দিদার একমাত্র মেয়ে, দাদু নেই। আমার দিদাকে বিয়ের পরে আমার মা বাবাকেই দেখতে হবে, এই ব্যপারে একমত হয়ে নিজেরা বিয়ে করেছিল। আমার দিদা এদিকে প্রচন্ড, দুঃখের বিষয়, বদমেজাজী। আর প্রেম করে বিয়ে করার জন্যে, পার্টির হোলটাইমার হবার জন্যে আর কোনো টাকাপয়সা, প্রতিপত্তি না থাকার জন্যে আমার বাবাকে একেবারেই সহ্য করতে পারত। সবসময় বলত, "বাঁদরের গলায় মুক্তোর হার।" এছাড়া বাবার প্রত্যেকটা বিষয় নিয়ে, ইনক্লুডিং খাওয়া নিয়ে, বকাবকি করত। আমার মা কিন্তু প্রতি মুহুর্তে নিজের মায়ের সঙ্গে লড়াই করেছে, সব সময় বাবার পাশে দাঁড়িয়েছে সোজাসুজি। একটা দিনের জন্যেও দিদার আচরণকে সমর্থন করে নি। দিদা এই নিয়ে দুঃখ কম পায় নি।
কটা বাঙালী ছেলে এই সাহস দেখাতে পেরেছে? একটাও না।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৯ | 122.178.253.135
আমার মাবাবার মনে অন্য কিছু থাকলেও তাদের কন্যেটির সামনে তারা কিছু প্রকাশ হতে দেবেন বলে মনে হয় না, আকা।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৮ | 75.76.118.96
ওরে ব্যাং ফিসফিসাসনি। অনেক কথা বলার আছে, স্রেফ ছেড়ে যাচ্ছি (গ্রেসফুলনেস) , এত ক¾ট্রাডিকটারি কথাবার্তা তোরা বলেছিস কি বলব। মহাভারত হয়ে যাবে। এমনি এমনি বলছি না।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৭ | 122.178.253.135
এঃ, দু তো আমার আগেই লিখে ফেলল। ঃ-)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৭ | 122.178.253.135
(এটা শুধু ফিসফিস করে রিমিকেই বলছি, অন্য কেউ শুনে ফেললে গাজ্বলুনির দায়িত্ব তাদের) মাঝের জনের কথা তো ছেড়েই দে, গুরুতেই দেখলি প্রতিক্রিয়াগুলো?
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৬ | 75.76.118.96
শোনো হে মা, প্রত্যাশার চাপ না থাকলে যে কথা খুব সহজে বলা যায়, সমাজ ও মাবাবার প্রত্যাশাটাও ট্রান্সফার করো, নইলে পরীক্ষক পাঁচে এক দেবে যে।
Du | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৫ | 117.194.192.157
মাঝের লোকের কথা বাদ দাও, পাড়া , এমনকী ইন্টারনেট শুদ্ধ লোকেরও সেইরকমি মনে হয় বোধ হয়।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩২ | 75.76.118.96
ব্যাংএর ৮.২৮, একেবারে সত্যি কথা।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩১ | 122.178.253.135
আকা, উলটপুরানগুলো হলে আমি খুব খুশি হতাম। ধর, বিভীষণ আমার বাড়িতে থাকতে এল, আর আমার আত্মীয়স্বজন মহলে গুনগুনানি, ফিসফিসানি শুরু হয়ে গেল, আমি কিন্তু বিভীষণের হয়ে সবার সঙ্গে লড়ে যেতাম।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩১ | 75.76.118.96
বোঝো! ভূমিকম্পে দুদির মাথা ঘুরে গেছে, আমি শিওর।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩১ | 75.76.118.96
হ্যাঁ, হুচে, নিজের বাবা মাও অবুঝ হয় তো বটেই। সবার জন্যেই একই দাওয়াই।
আমার বিয়ের সময় আমাকে শাঁখা টাখান পরানো হবার পরে আমি বললাম, প্লেনে উঠেই শাঁখা ট্র্যাশে ফেলে দেব। শুনে আমার এক মাসির সে কি রাগ! "আর একবার একথা বললে চড় খাবি" বলে দিলেন আমাকে।
ওদিকে, আমার মা, যথেষ্ট আধুনিকা এবং কুসংস্কার বর্জিত হয়েও কিছুতেই কালো টিপ পরতে চান না। আমি বিয়ের পরে কালো টিপ পরেছি দেখে মার মনে ধাক্কা লেগেছিল, খুলতে বলেন নি, কিন্তু "শাশুড়ি বারণ করলেন না? " জানতে চেয়েছিলেন।
Du | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩০ | 117.194.192.157
অভিষেক বচ্চনকে কি ফেলুদা করা যায়। আমার তো মনে হয় খারাপ হবে না।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৯ | 122.178.253.135
সে তো আমি প্রথম থেকেই বলে আসছি আমার জীবনের যাবতীয় সমস্যার সূত্রপাত আমার নিকষা মা-টির জন্য।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৮ | 75.76.118.96
তবে আদর্শের বুকুনি লোকজনকে ঐ ইনডাইরেক্ট নো লুজ সিচুয়েশনেই বেশি করতে দেখেছি। তার বাইরে বেরনোর সাহস বাঙালী মেয়েদেরও নাই। প্রথাটা উল্টো হলে কেমন হত ভাবছি, ধর ছেলেরা মেয়ের বাড়ি গিয়ে থাকল। চিন্তা করার কথা হচ্ছিল না, নিজের বাড়ির রেসপেক্টে চিন্তা করে বলো দিকি, কি হইলে কি হইত। (৫)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৮ | 122.178.253.135
হুচে, নিজের বাবামাকে খুব সহজেই ইগনোর করা যায়, মুখঝামটা দিয়ে তাদের মুখ বন্ধ করিয়ে দেওয়া যায়। মাঝের লোকটিকেও হয়তো যায়। কিন্তু মাঝের লোকটি যদি মনে করেন মাঝের লোকটির বাবা-মার কথা না মেনে নেওয়া বা তাদের কথায় আপত্তি জানানোটা ইচ্ছে করে তাদের অপমান করার ধান্দা, তখন চাপ হয়ে যায়।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৭ | 72.83.92.218
তবে হুচের মতন আমারো প্রধান সমস্যা হলেন ... :(
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৬ | 72.83.92.218
রিমিদি, ঃ)
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৬ | 72.83.92.218
আমি কথা বলবো না, এটাকে যে ব্ল্যাকমেলিং মনে করবে, এব্যাপারে সম্পূর্ণ দোষের ভাগীদার সে ঃ) মানে, ভনভনানি থেকে উদ্ধার পাবার এমন রাস্তা যদি কেউ নিজে হাতে রুদ্ধ করে তো তাতে আমার কোন পাপ হয়না, বরং নিজে থেকে এই অফার দেওয়াতে ভনভনানির পাপস্খালন হয়। ঃ)
hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৫ | 24.13.11.220
আরে মাঝের ব্যক্তির কথা ভুলে যাও। নিজের বাপ-মাও মারাত্মক অবুঝ হয় মাঝে মাঝে। আমি তো ভেবেই পাই না একজন মানুষ অন্যের পার্সোনাল স্পেসে কেন ঢুকে পড়বে, হলেই বা নিজের সন্তান। তবে ইগনোর মারা অনেক সময় কাজ দেয়।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৪ | 75.76.118.96
কেমন হুব্বা হয়ে গেলাম, মাইরি। গুরু পড়লে কত কিই না জানা যায় এমনকি নিজের জীবন সম্পর্কেও। মামুর কলের কি মহিমা।
গুরু করুন, নিজেকে চিনুন, এগিয়ে চলুন।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৪ | 122.178.253.135
তবে আকার বুদ্ধিটি আমার মা আমাকে প্রায়ই দেন। আমার তে এঁটে স্বভাবের জন্য আমি এত ঝামেলায় জড়িয়ে পড়ি আর আমার মা জীবনটা একটা নাট্যশালা, একটুআধটু অভিনয় করতে না পারলে টিঁকে থাকা যায় না গোছের উপদেশ দেওয়ার চেষ্টা করেন। তবে আমি শাঁখাসিঁদুর পড়ি না দেখে প্রথম প্রথম সবচেয়ে বেশি চোখ গোল গোল হত আমার মামি-কাকিমা-পিসি এদের।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৩ | 75.76.118.96
আরে পাই এইটা দারুণ ব্যপার।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২২ | 75.76.118.96
উল্টো ব্ল্যাকমেলিং এ আমার নীতিগত ভাবে আপত্তি। কোনোরকম ব্ল্যাকমেলিংএর মধ্যে আমি নেই। যা বলব সোজাসুজি বলব। কিন্তু কি ভাবে বলব, কখন বলব আর কতক্ষণ ধরে বলব, ঐ কথা ছাড়াও বাকি কথা কি ভাবে বলব সেসবই আসল ট্রিক।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:২২ | 72.83.92.218
হ্যাঁ, আমি যেমন এখন আমার শাশুড়িকে গুরুর সর্ষেতে লেখা শেখাচ্ছি ঃ)
নাতি নাতনী নিয়ে চাপাচাপিটা একটু বন্ধ আছে ঃ)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৯ | 122.178.253.135
বাঃ, পাইয়ের এটা তো ভালো আইডিয়া, উল্টো ব্ল্যাকমেলিং করার। পাই আমাকে আরো এরম শিখিয়ে দিস তো! গুরু পড়লে কত কীই যে শেখা যায়!!
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৯ | 75.76.118.96
স্রেফ নিজের মতে স্টিক করে থাকো। অন্যপক্ষের মিষ্টি যুক্তির উত্তরে নিজের যুক্তি মিষ্টি করে বলে যাও। ধৈর্য্যের পরীক্ষায় জেতার জন্যে সাধনা করো। মাঝের ব্যক্তিকে "সাহস নেই, ভীতু" বলে গালি না দিয়ে তার যা কিছু কাজ প্রশংসাযোগ্য, চুটিয়ে সেসবের প্রশংসা করো। সে যদি বাপ মাকে কোনো সামান্য ব্যপারেও অপোজ করে, তাহলে প্রশংসার বন্যা ছোটাও, যত পারো বার খাওয়াও। অন্যপক্ষের ক্ষেত্রেই একই নিয়ম। একটাই কঠিন কাজ, কিছুতেই নিজের মেজাজ হারানো চলবে না।
এই পদ্ধতিতে একটু সময় লাগবে, কিন্তু কাজ হতে বাধ্য।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৯ | 72.83.92.218
তবে এটা খুবই আশ্চর্যের বিষয়, আমি কথা বলবো না, এটাকে লোকে রিলিফ হিসেবে ন্যায় না।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৮ | 122.178.253.135
হুচে, খুব দেন। প্রথমবার কোলকাতায় নামার পরে আমার কপালে সিঁদুর নেই দেখে আমার মামি আমাকে টেনে নিয়ে গিয়ে কপালে সিঁদুর দিয়ে দিলেন। মা অবিশ্যি সাহস করে নি ঐ অপচেষ্টার।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৮ | 72.83.92.218
বলতে হয়, ও দুঃখ তোমরা দু'দিনে ভুলে যাবে। এটা পড়তে হলে আমি যদি খুব দুঃখী দুঃখী হয়ে থাকি কি তোমাদের সাথে আর কথাই না বলি, তালে কি তোমাদের ভালো লাগবে ? আমি তো তাই বলি। মোটামুটি কাজ দ্যায় ঃ) বিশেষ করে কথা আর বলবইনা বলার ব্ল্যাকমেলিং টা ;-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন