এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • .. | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৯ | 86.96.226.84
  • কারুর বৌ এর ওপর অবিচার হচ্ছিল... ছেলিটি একা বা দুজন-এই প্রতিবাদ করলো ... সমস্যা না মিটলে মা বাবার সাথে আলাদা হলো... এটা ঠিক-ই আছে। কিন্তু এখানে টই-তে কেউ বল্ল যে সে বিয়ের আগেই বরের সাথে চুক্তি করে নিয়েছিল যে আলাদা থাকতে হবে। এটা একটু কেমন শোনালো। যেন আমেরিকা আর পাকিস্থান চুক্তি করে ফেল্ল কাশ্মীর নিয়ে ভারত-কে ছাড়াই ঃ)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৬ | 72.83.92.218
  • বল্লাম ই তো, যেই করুক না কেন।

    কালও আকাদাকে বলেছি। কী কী প্যারামিটার জানা নেই, বলেছি। লক্ষ্য করে দেখো, রিমিদিও কিন্তু আকাদাকে বকেছে, কম জেনে জাজমেন্ট দেবার জন্য।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৮ | 122.172.229.47
  • পাই, আকা যখন রিমির বাড়ির সিচুয়েশন দিয়ে প্রশ্নগুলো করেছিল বা ঈশান টইতে তার নিজের বাড়ির কথা দিয়ে, তখনও কি তোর মনে হয়েছিল এই প্রশ্নগুলো ভুলভাল? আর আমি এখন কোনো সিচুয়েশনে থাকলে কী করত তার উত্তর চাইছি না। শুধু এটুকুই ভেবে দেখতে বলছি, সেদিন যে এককথায় মেয়েদের অনেকরকম জেনারালাইজেশন করা হচ্ছিল, এখন যখন ছেলেরাই বলল এগুলো মানুষ টু মানুষ ভ্যারি করে, তখন কি ছেলেরা এটুকু মেনে নিচ্ছে, সেদিন একটু বেশি তাড়হুড়ো করে মেয়েদের নানারকম ট্যাগ লাগাতে গিয়ে একটু ভুল হয়ে গেছিল?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪৩ | 72.83.92.218
  • তবে, একটা কথা মনে হচ্ছে।
    আর এই ধরণের নানা সিচুয়েশনে আপনি কী করিতেন, এই প্রশ্নগুলোই ( যেই করুক না কেন) আমার কিছুটা ভুলভাল লাগে, কারণ অসম্পূর্ণ। তার কারণ, উত্তর দিতে গেলে অনেকগুলো ইকুয়েশন জানতে হবে। এত্ত এত্ত আননোন ভেরিয়েবল আছে।
    আর থিয়োরিটিক্যালি যাই বলি না কেন, প্র্যাকটিক্যাল পরিস্থিতিতে আরো কত ভেরিয়েবল আছে, এখানে ,এক জনের এক লাইনের একটা প্রশ্ন শুনে বোঝা সম্ভবই না। কাউকে নিয়েই কোন জাজমেন্ট দেওয়া সম্ভব না। মানে, উচিত না মনে হয়।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪৩ | 168.26.205.19
  • বাপরে ইশানের কি ধৈর্য্য!! সেই কোন পাতা পিছনে গিয়ে আমার মার গপ্পটা পড়ে ফেলেছে ঃ-))

    ইশান, "কোনো" পুরুষই দাঁড়ায় নি বৌএর পাশে, এটা অবশ্যই অতিকথন। আমারি এক বন্ধু আছে যার বর (সেও আমাদের বন্ধু, সিনিয়র) বিয়ে করা থেকে শুরু করে আলাদা হওয়া পর্যন্ত সব ক্ষেত্রেই ফেয়ারনেসের পরিচয় দিয়েছে, অর্থাৎ অন্যায়ের সঙ্গে আপোষ করে নি। ঐ অতিকথন কিছুটা মজা করে বলা, আর কিছুটা এই কারণেও যে ছেলেরা আমাদের সমাজে অনেক বেশি এমপাওয়ারড হলেও খুব কম ছেলেই এভাবে সাহস করে বৌএর পাশে দাঁড়াতে পারে।

    যাই হোক, তবে মেয়েদের এইসব বৈষম্যের সমাধান, পাই যেমন বলেছে, অনেক ক্ষেত্রেই ঠিকঠাক কমিউনিকেট করেই করা যায়। তার জন্যে প্রচুর ধৈর্য্য আর কিছু ট্রিক জানা দরকার। পরে কখোনো সময় হলে এক টই খুলে উপায় বাতলাবো - কি ভাবে খিস্তি না দিয়ে, বা রাগ না দেখিয়েও নিজের প্রতিবাদ জানানো যায়।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩২ | 122.172.229.47
  • আকা, আবার বলব ৪ঃ৫০ দ্যাখ।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:২৪ | 75.76.118.96
  • ব্যাঙ এ তো বটেই প্রতিটা মানুষ আলাদা, প্রতিটা পরিবার আলাদা, প্রতিটা সম্পর্কের ইকোয়েশন আলাদা। মেড ইজি কোন ফর্মূলা থাকলে কবেই বই হয়ে বেস্ট সেলার হয়ে যেত।

    কিন্তু বেসিকটা হল কনফ্লিকট রিজলভ করবি কি করে? সেটা সম্পর্কটা তলানিতে নিয়ে গিয়ে করা যায়, আবার সম্পর্কটা একটা মোটামুটি ভদ্রস্থ যায়গায় রেখেও করা যায়, পরেরটা একটু দীর্ঘ প্রসেস ধৈর্য্য লাগে। আমি দ্বিতীয় পথই নেব। সেটা নিজে হলে নিজে, অন্যে হলে অন্যে ইত্যাদি।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:২০ | 122.178.253.135
  • কনক্লুশনে সেদিন সবাই খুব তাড়াতাড়ি পৌঁছে গেছিল। আজ আমি সেই কনক্লুশন নিয়ে কিছু প্রশ্ন তুলেছি।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৭ | 122.178.253.135
  • আকা, আমার ৪ঃ৫০ দ্যাখ। কনক্লুশনে তো আমি পৌঁছব না। আমার ৪ঃ৫০এর উত্তর চাই।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৪ | 75.76.118.96
  • কথা হল রেসপন্স কেমন হবে লোক টু লোক ভ্যারি করে। তা উত্তর তো পেলি এর কনক্লুশন কি?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৮ | 122.178.253.135
  • পাই, সেটা জানি বলেই তো আবার ৫ঃ২০তে বুঝিয়ে লিখলাম এই দুইজনের থেকে ঠিক কী জানতে চেয়েছিলাম।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৫ | 75.76.118.96
  • অডিটরদের জন্য চা পান সিগ্রেটের সুবিধা রাখতে হয়।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৫ | 72.83.92.218
  • ব্যাং দি, এটাও তো তুমি প্রথমে জানতে চেয়েছিলে। সবার কাছে। গুরুর সব ছেলের কাছে।
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৩ | 117.194.32.200
  • সবাই কে ধন্যবাদঃ)
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:২২ | 216.52.215.232
  • ব্যাক টু অডিটরঃ

    এদের এখলেই (মানে যতজনকে আমার ক্ষুদ্র কর্মজীবনে সামলেছি) আগাপাশতলা চাবকাতে ইচ্ছে করে। সে তো আর পারা যায় না। গান্ধীগিরি হল গিয়ে যাকে বলে ভেরি মাচ ইন ভোগ। তাই মিষ্টি করে হেসে বলতে হয় আপনার ন্যাকামো দেখলে জানেন আমার পরাণডা এক্কেরে জুড়িয়ে যায়। নেক্ষট টাইম চা বিস্কুটের আয়োজন রাখব।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:২০ | 122.178.253.135
  • মামু আর শান্তনুদার উত্তর মোটামুটি একই এবং প্রত্যাশিতই ছিল। কিন্তু আমি তোমাদের কাছে এটা জানতে চাই নি।
    আমি যেটা জানতে চেয়েছি, সেটা ৪ঃ১৬ এবং ৪ঃ৫০এর পোস্টে লিখেছি। ঐ পোস্টগুলোর উত্তর চাইছি।
  • de | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৬ | 203.197.30.2
  • মাঝে মাঝে ঘুরে যাচ্ছি --

    সাহস যেই দেখাক গর্বের বিষয় -- আলাদা করে মেয়েদের সাহস গর্বের হবে কেন?

    আর অপছন্দের বা অপমানের কিছুর প্রতিবাদ সঙ্গে সঙ্গে করা উচিত, তবে চেঁচামেচি করে নয়, ফার্মলি!
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৩ | 72.83.92.218
  • বলবো কালো তো কালো। তাই নিয়ে আপত্তি কেন তুল্লে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:১১ | 72.83.92.218
  • তখনি বলে দেবো তো।
    নেহাত চমকে গিয়ে হতবাক হয়ে গেলে পরে দ্বিগুণ কথা শোনাবো, ঝটকা কমপেনসেট করার জন্য। মোট কথা, এ ধরণে অসভ্য অপমানকর কথা যাতে দ্বিতীয়বার শুনতে না হয় সেটার বন্দোবস্ত করবো। চেঁচামেচি না, বুঝিয়েও বলবো, কেন অভদ্র, অপমানকর মনে করছি।
    তাও যদি দেখি তারা বলবেই, তালে এধরণের লোকের সাথে কথা বলা বন্ধ করবো বলে জানিয়ে দেবো। তালে তো আর শুনতে হবেনা।
  • dukhe | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৫ | 122.160.114.85
  • ফুঃ । ছেলেদের আর মেয়েদের মানসিক গঠন ? কোন তুলনাই হয় না ।
    একদিকে পাওলি পরমবীর চক্র পেতে চলেছে । আর অন্যদিকে এই ঈশান । দাঁতে এট্টু সুড়সুড়ি খেয়ে কী কাতরানি ।
    ধু-উস ।
    সাধে কি তুতি বলত - তোরা বেটাছেলে, ষাঁড়ের নাদ ।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৪ | 117.194.32.200
  • ভেবে দেখো। পরে গিয়ে কি বলবে? আমার ছেলেকে কালো কেন বললে? নাকি আমাকে কালো কেন বললে? নাকি আমার বৌ-ছেলেকে কালো কেন বললে? নাকি তাত্বিক আলোচনা জুড়বে, যে কালো হওয়া মোটেও খারাপ না?

    যেটাই করো, সেই ঝটকাটা আসবেনা।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৪ | 72.83.92.218
  • আর রিমিদির দিদা নিজে কী চেয়েছিলেন, সেই উত্তর পাইনি কিন্তু।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:০১ | 117.194.32.200
  • আর রিমির উদাহরণের প্রসঙ্গে বলি, রিমির মা খুব ভালো কাজ করেছেন। কিন্তু কোনো পুরুষ তার বৌএর পাশে দাঁড়ায়নি এরকম রিমি কোথা থেকে জানল? আমি তো বহু পুরুষকে নানাবিধ রিমি বর্ণিত নানা চাপ সহ্য করেও এমনকি আলাদা হয়ে যেতেও দেখেছি।

    নারীরা সাহস দেখালে খুবই গর্বের কথা। কিন্তু তার জন্য পুরুষদের দরকার না পড়লেও খাটো করার ফ্যাশনটা নারীবাদীদের একচেটিয়া।
  • santanu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:০১ | 194.186.188.239
  • না এ অরাজকতা চলতে দেওয়া যায় না, এবার শুধু অডিটর বা রুট ক্যানাল (আমার ও প্লেনের সময় হয়ে এলো)

    খুব চিন্তায় চিলাম, ৯ ঘন্টা কাটবে কি করে, জয় গুরু, দিব্বি কেটে গেল।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৭:০১ | 72.83.92.218
  • কেন, কেন ? পরে প্রসঙ্গ এনে বলা যায় না কেন ?
    এটা এমন একটা কথা, যেটা জাস্ট হজম করে থাকার কোন মানেই হয়না ! নিজেরই মিষ্টি টক কি ঝাল, যেভাবে হোক বলে দেওয়া উচিত।
  • Ishan | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৮ | 117.194.32.200
  • দাঁত বড়ো কটকটায়। এই বেলা ব্যাঙের কোশ্নোটার উত্তর দিয়ে দিই।

    আমি হলে কি করতাম? যদি মাথা ঠান্ডা থাকত তো মিষ্টি হেসে বলতাম, কালো হলে হোক, তোমাদের মতো অসভ্য না হলেই হল। সেটা মাথায় না এলে অন্য কিছু একটা বলতাম।

    এরকমও হতে পারত, যে, চমকে গিয়ে বলতে পারলাম না। এটা এমন একটা কথা, যেটা তক্ষুনি বলে না ফেললে পরে আর সে প্রসঙ্গ টেনে আনা যায়না। ফলে পরের বারের জন্য তৈরি থাকতাম। এবং অতি অবশ্যই এই নিয়ে পরে বর কিছু বলবে এই আশায় থাকতাম না। এটা বরের পক্ষেও এমন একটা ইস্যু যেটা পরে তুলে ঝগড়া করা যায়না।
  • saikat | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৭ | 202.54.74.119
  • অডিটরদের কাজ অডিটররা করেছে।

    ডাক্তারনির কাজ ডাক্তারনি করেছে।

    ভাটুরেদের কাজ ভাটুরেরা করেছে।

    জগতের নিয়ম।

    কে আর এ দুনিয়ায় কার কথা ভাবে?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৬ | 72.83.92.218
  • মামু তো আর এ সদুপদেশ কিছু কানে নিল না !
    এখন ফি হপ্তায় দাড়ি চেপে উহু আহা করুক !
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৪ | 72.83.92.218
  • রুট ক্যানাল পুরো ক্যানাল কেটে কুমীর আনা। সুখে থাকতে ভূতে কিলানো। মানে করার পর আমার তাই মনে হয়েছিল।
    ছিল একটা দাঁতে ব্যথা।
    যেদিন করতে যাই তার পর থেকে আরো একটা দাঁতে যন্ত্রণা শুরু হয়।
    এক বন্ধু তারপর জানালো, ডেন্টিস্টরা ঐ যে অতক্ষণ ঠুকঠুক করেন , সে তো হল আশপাশের দাঁতগুলোকে নড়িয়ে দেবার জন্য।

    এরপর থেকে আর এই কম্মোটি করাইনি।

    যারাই বেগড়বাই করেছে, তাদের সরুটে উৎপাটন করার বন্দোবস্ত করে ফেলেছি।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৪ | 124.247.203.12
  • ভাটের পাতায় একই সাথে এতো জনে মিলে এতো ক্রস পারপাসে আপন মনে কথা বলে যাচ্ছে, এরম নিরবিছিন্ন অরাজকতা আগে কখনো চোখে পরে নি।

    অডিটর নিয়ে আমার শোকোচ্ছ্বাস বিফলে গ্যালো।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫০ | 124.247.203.12
  • আমাদের ঈশেন বোধয় দাড়ি কামিয়ে ডিসইনফেক্ট করে রুমাল নিয়ে ঘাপটি মেরে বসে আছে।
    "ক্যানাল তোদের ডাক দিয়েছে আয়রে ছুটে আয় আয় আয়"
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫০ | 122.178.253.135
  • শান্তনুদা, থ্যাংকিউ।
    এবার কী তাহলে শিক্ষিত, উপার্জন্‌ক্ষম প্রিভিলেজড মেয়েদের মানসিক গঠন ঐ একই আর্থসামাজিক বৃত্তে থাকা ছেলেদের থেকে খুব একটা আলাদা নয়, এটুকু কি মেনে নেওয়া যায়।
    অথবা, অন্তত এইটুকু, যে সেদিন টইতে এই বৃত্তের সব মেয়েদের জেনারালাইজ করা হয়েছিল? এগুলো মানুষ থেকে মানুষে ভ্যারি করে। যেভাবে আকা এবং আপনার কথা ভ্যারি করল, ঠিক সেইভাবে একটি মেয়ে কীভাবে এই সিচুয়েশন হ্যান্ডল করবে সেটাও ভ্যারি করে আরেকটির মেয়ের থেকে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৯ | 72.83.92.218
  • *বাকি
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৯ | 72.83.92.218
  • ওঃ , মি অধিকারী বাই সব দিনই একা একা নিজের কাজ নিজে করেন। তালে কোন কোশ্চেন নাই।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৬ | 72.83.92.218
  • আর তুমি
    ১। কাজ করো
    ২। কাল করো
    ৩। কাজ করো ?

    ক্ষী অন্যায় ?

    এতো রীতিমতন, ঐ কী যেন বলে, না না, অপ্রেশন নয়, ডিস্ক্রিমিনেশন !
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৪ | 122.160.159.184
  • সিকি,ধরো অলটারনেট শনিবারে,বা তিন হপ্তা বাদে।

    আচ্ছা,ঈশেন কি ঘুমিয়ে পল্ল?
  • santanu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৩ | 194.186.188.239
  • @KC উরালস্ক - মস্কো - দুবাই হয়ে কলকাতা যাওয়াটা বড্ড বাড়াবাড়ি হয়ে যেত, দুবাই থেকে শারজা যাবো। কাল হেড অফিস জয়েন করব - একে বলে কর্মবীর।

    @Byaang প্রায় বুঝেছি। অন্যের কথা কি করে বলব? তবে আমি প্রথম দিন থেকেই বউকে বলেছিলাম, যা পছন্দ হবে না নিজে বলো, আমি বলব বলে বসে থেকো না। বছর খানেক লেগেছিল।
    আমি চাইব, আমার মেয়ে যেন প্রথম দিন থেকেই বলে, অপ্রেস্‌ড তো হতেই হবে ভেবে, একদিন ও মেনে না ন্যায়। ব্যাস।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪২ | 123.242.248.130
  • মিঃ অধিকারী কি প্রত্যেক শনিবার বাড়িতে ফেরেন?
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪০ | 122.160.159.184
  • পাই,আসলে মিঃ অধিকারীকে দেখতে দেখতে কেমন একটা মেন্টাল সেট আপ তৈরী হয়ে গেছে।
    তবে ডিডিদাকে লেখা কথাটা একটু লেগপুলিং মাত্র।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৮ | 123.242.248.130
  • আজ বাংলালাইভের নতুন রূপের উদ্বোধন হল। একইসঙ্গে পার্থ চ্যাটার্জি আর চন্নোবিন্নু।

    http://www.banglalive.com/Media#!prettyPhoto

    বা-লা টিমকে শুভেচ্ছা। ঃ)
  • kumu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৬ | 122.160.159.184
  • বাঃ,খুব ভাল।মিঃ অধিকারী বাড়ি এসে
    ১।খেলা দেখেন,
    ২।খেলা দেখেন,
    ৩।খেলা দেখেন।
    কাল ভুমিকম্পের কারণে মিনিট দশেক খেলা দেখা বন্ধ ছিল।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৬ | 72.83.92.218
  • কুমুদি accept করতে পারছে না ক্যান ?
  • kd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৯ | 59.93.255.90
  • ** বর্ণপরিচয় **

    (আগের পোস্টে লেখা কন্ডিশান্‌স অ্যাপ্লাই)

    ১) নারীর কোন নিজস্ব বর্ণ নেই। বিয়ের আগে পিতার বর্ণ, বিয়ের পর স্বামীর। সুতরাং, ব্রাহ্মণের বউ সবসময়ই ব্রাহ্মণী।

    ২) বামুনের সঙ্গে নন-বামুন বাবার মেয়ের সম্প্রদান একজন বামুনকেই করতে হয়। অনেক পুরুত কিছু পয়সা রোজগারের জন্যে 'ওই বামুন দত্তক নিচ্ছে' বলে কিছু ভুড়ুং-ভাড়ুং করে। সনাতন ধর্মে মেয়েদের দত্তক নেয়া যায় না।

    ৩) শূদ্র ব্যতিত বাকি সব বর্ণের পুরুষের পৈতে হয়। ওটা আসলে গ্র্যাজুয়েশন সেরিমনি - ওই রঙবিরঙ্গি পট্টিটাই তো পৈতে! ওরা যদিও সবসময় পরে থাকে না, তবে দেখেছি কোন সেরিমনি হ'লেই পরে ম্যাস্টরেরা। যেহেতু উচ্চবর্ণের লোকেরা বিশেষ বিশেষ শিক্ষায় শিক্ষিত হয়, তাই তাদের গ্র্যাজুয়েশন। মেয়েদের পৈতের দরকার নেই কেননা তাদের কাজ গৃহকর্ম আর সেই কাজে তারা জন্ম থেকেই পারদর্শিনী (এটা মনে হয় সত্যি নয় - দিদি পৈতের জন্যে বায়না করলে বাবা দিদিকে এই বোঝাতো আর তাতে দিদি আরও ক্ষেপে যেতো)।

    আবার জানাই এ'সব সব আমার শোনা কথা,কোথাও কিছু পড়িনি। ডিডি বা অন্যেরা যারা শাস্তর-টাস্তর ঘেঁটেছো, বলো না ঠিক কী।

    তবে এই সব ব্যাপারে আমার কী মত, পরে লিখছি। আপাততঃ অনেক বড় ইস্যু সামলাই - অ্যাকোয়াগার্ড খারাপ হয়ে গেছে - কাউকে পাঠাতে হবে পিউরিট না কি কিনে আনার জন্যে।
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৮ | 124.247.203.12
  • সরল গোলগাল অডিটর কখনো হয় না।

    অডিটর ভাই বলে কাউকে কখনো সম্ভাষন করতে শুনেছেন ?
  • dd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৬ | 124.247.203.12
  • সংসারের হাজারো কাজ থাকে। নানান বিল পেমেন্ট,মাছ মাংসের বাজার,রান্না করা, কিছু দরকারী বা নিছক ফালতু কিন্তু বিধিসম্মত ফোনাফুনি করা,একটু দুরের দোকান থেকে বিয়ার কিনে আনা। কাজের শেষ নেই।

    আর অডিটরেরা যে শুধু বোকা ও সামাজিক দায়বদ্ধতায় অবিশ্বাসী তাই ই নয়, কোনো সেন্স অব হিউমার পর্যন্ত্য নেই।

    এবং সরল মনে বিশ্বাস করার ক্ষমতাটাও হারিয়ে ফেলেছে।
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:২২ | 123.242.248.130
  • ব্যাং বড় হলে উকিল হবে।
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:২১ | 194.126.37.78
  • শান্তনুদা কি দুবাই থেকে কলকাতা আসছ? নাকি ডাইরেক্ট শারজা চলে যাবে?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:২১ | 122.178.253.135
  • আরো একটা জিনিস নোট করবেন, আমি কিন্তু মাঝের মানুষটির অপেক্ষায় থাকি নি, নিজেই উত্তর দিয়েছিলাম। কিন্তু আকা পরিষ্কার লিখেছে, ও অপেক্ষা করত মাঝের মানুষটি আগে প্রতিবাদ করবে বলে। একান্তই না করলে তখন আকা প্রতিবাদ করত।
    তো এবার মেয়েদের মানসিক গঠন আর ছেলেদের মানসিক গঠনের কী কী পার্থক্য পাওয়া যাচ্ছে?
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৭ | 123.242.248.130
  • কেন? অ্যাক্সেপ্ট করা গেল না কেন? আমি নিজে গিয়ে দেখে এসেছি শনিবার ডিডিদা লুরুতে নিজের বাড়ি গিয়ে বাজার দোকান করছে!
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৬ | 122.178.253.135
  • শান্তনুকে এবার বলি, আমার ৮ঃ৫১র আর ৮ঃ৫৮র পোস্টে আমি যা লিখেছিলাম, তারপর আকাকে প্রশ্ন করেচিলাম - আকা আমার জায়গায় থাকলে কী করত। তখন আকা ওর ৯ঃ৪৪ এর পোস্টে লেখে, যেটা আমার বেশ সুবিধেবাদী অবস্থান মনে হয়। আমার ১০ঃ১৫র পোস্টে আবার আমি আকাকে প্রশ্নটা বুঝিয়ে লিখি। তার উত্তরে আকা প্রথমে ১০ঃ১৮ এবং তারপর ১০ঃ২০র পোস্টটা করে।
    তখন আমার ১০ঃ২৭এর পোস্টে আমি শান্তনুস্যার, ইশেনস্যার আর অরিন্দমস্যারের দৃষ্টি আকর্ষণ করতে চাই আকার ১০ঃ১৮ এবং বিশেষ করে ১০ঃ২০র পোস্টে। কারণ সেদিন টইতে মেয়েদের স্পষ্ট কথা না বলতে পারা, মাঝের নির্বিবাদী মানুষটার সাপোর্ট চাওয়া এগুলো মেয়েদের দুব্বলতার লক্ষণ বললেন কিনা আপনারা। তো আকার উত্তর দেখার পর, মানে আকা ঐ পরিস্থিতে থাকলে কী করত, সেটা জানার পর আপনাদের কী মন্তব্য আকার ১০ঃ২০ ব্যাপারে সেটা জানতে চেয়েছিলাম।
    আপনি যেটা লিখেছিলেন জে আপনি ঐ পরিস্থিতে থাকলে ছেড়ে কথা বলতেন না, সেটা আমি দেখেছি। আমিও এক্ষেত্রে উত্তর দিয়েছিলাম, তার ফল কী হয়েছিল, আমার ৮ঃ৫৮এয় সেটা লিখেছি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত