এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৬ | 115.184.23.204
  • ম্যানিফেস্টেশন'এর চলিত কিছু মনে পড়ছে না, সাধুগুলোর মধ্যে উদ্ভাস, উন্মেষ, পরিস্ফুরণ কি চলেব্‌ল? পুরো সেন্টেন্সটা দিলে আরেকবার ট্রাই করতে পারি।
  • nyara | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৭ | 122.172.214.128
  • আমি PyDev ব্যবহার করছি Aptana Studio দিয়ে। দেখলাম Django সাপোর্ট করে।

    স্কুলের রি-ইউনিয়ানে যাচ্চিস?
  • a | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৮ | 122.172.179.73
  • অয়নই। সেই দ্বিচারিতা-প্রেমী ঃ)

    django জিনিসটা ট্রাই করতে পারো, র‌্যাপিড ওয়েব ডেভেলপমেন্টের জন্যে খাসা চিজ।

    পাইথন আমার ভালৈ লাগে, খুব ক্লিন লেখা ঃ) আর বহু বহু প্যাকেজ আছে মার্কেটে, একটু খুজে দেখলে নানা রতন মিলে ঃ)
  • Netai | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৯ | 180.149.52.43
  • প্রতিকৃতি????
  • nyara | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৭ | 122.172.214.128
  • a কি অয়ন? যেই হোন, থ্যাংকু।

    আসলে আমি চালু একটা ল্যাঙ্গুয়েজ খুঁজছি যাতে খুব তাড়াতাড়ি কোড বা অ্যালগো টেস্ট করা যায়। সি, সি++ বা জাভার অনেক ওভারহেড। পার্ল আমার একেবারে না-পসন্দ (অসম্ভব আনরিডেবল বলে)। পিএইচপি চলতে পারে। সবাই পাইথন নিয়ে গাগা বলে ওটা দেখছি। বছর চারেক আগে কিছু পাইথন করেছিলাম, কিন্তু ভাল লাগাতে পারিনি। এখন আবার চেষ্টা করছি ভাল লাগাতে। নইলে রুবি দেখব। এখন আর টিকল/টিকে শিখে লাভ নেই।

    আরেকটা সফট রিকোয়ারমেন্ট হল যদি তাতে ইউআই আর ওয়েব ডেভেলপমেন্টও করা যায়।
  • tiklut | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১২:২২ | 24.7.46.251
  • আচ্ছা, "ম্যানিফেস্টেশন" কে বাংলায় কি লেখা যায়, সাজেশন দেবেন কেউ?
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১১:০৫ | 173.163.204.9
  • কি সব মাল! ঃ-)
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১১:০০ | 72.83.92.218
  • ঃ)
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৮ | 97.81.69.155
  • চিনবো না? ওর হোস্টেলের নিকনেম ছিল 'মাল' ঃ)
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৭ | 72.83.92.218
  • তোমার জুনিয়র হবে।
    শান্তনু।
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৬ | 97.81.69.155
  • কি নাম? বলে ফ্যালো ঃ)
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৪ | 72.83.92.218
  • এই মক্কেল বাঙালী।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৫২ | 72.83.92.218
  • তবে isi র এক জনতার এই কেসটা নিজ চোখে দেখা। তখন সে টি আয় এফ আরে। তো, সে মক্কেল মোটামিটি সব সময়ই টলমল করতো। ফ্লাইট ধরার দিনও করছিল। বন্ধুরা বেগতিক দেখে এয়ারপোর্টে একটা হুইলচেয়ার নিল। ওকে বসিয়ে বোঝানোর অনেক চেষ্টা করলো, বেচারা অসুস্থ। তা, দেখা গেল, মুম্বই এয়ারপোর্টের লোকজন কেউই ঘাসে মুখ দিয়ে চলে না। অতএব ফ্লাইটে উঠতে দিল না, তার্পর তো আরো কত কাণ্ড !
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৫১ | 97.81.69.155
  • কে জানে বাবা। বোর্ডিং পাস স্ক্যান করার সময়ও কি করে ধরা পড়ল না? কিন্তু ঘটনাটা সত্যি। ছেলেটার নাম I-Tang Yu
  • dukhe | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৭ | 14.96.125.68
  • অভ্যুর প্রথম লাইনটা হুমকি কি না সেটাই কিলিয়ার নয় ।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৬ | 72.83.92.218
  • এয়ারপোর্টের লোকজনও কি টলমল করছিল ?
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৩ | 97.81.69.155
  • দুখেদা তো আমাদের থেকে পাঁচ ছ বছরের বড়ো - তবু ওর কিছু কিছু গল্প আমাদের সময় পর্যন্ত শোনা যেত ঃ)

    তা, ঐ ছেলেটার আর একটা গল্প বলি। ব্যাটা শুক্রবার বিকেল থেকে সোমবার সকাল পর্যন্ত টলমল করত। এক উইকএণ্ডে সে এক বন্ধুর বাড়ি যাবে কোথায় একটা। রাতের ফ্লাইট। প্লেনে উঠে দ্যাখে তার সিটে কে একটা বসে আছে। আচ্ছাসে ধমক দিল। মাতালকে কেউ ঘাঁটায় না। লোকটা নির্বিবাদে উঠে গ্যালো। ছেলেটাও সিটে বসেই ঘুমিয়ে পড়ল। প্লেন নামলে পরে ঘুম থেকে উঠে এয়ারপোর্টের বাইরে এসে বন্ধুকে ফোন করল। বন্ধু বলল বেরিয়ে আয় আমি দাঁড়িয়ে আছি। সে বলল - কই আমি তো দেখতে পাচ্ছি না। খানিকক্ষণ পরে বোঝা গেল ছেলেটা অন্য একটা প্লেনে চড়ে অন্য একটা শহরে হাজির হয়েছে !!!
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৪১ | 72.83.92.218
  • হাঁউ মাঁউ খাঁউ
    অভ্যুঁর গন্ধঁ পাউ

    যা খিদে পেয়েছে না !
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৬ | 97.81.69.155
  • আচ্ছা পাইটা কেমন রাক্ষুসে টাইপের হয়ে গেছে না? একবার বলল সিকিকে ভোজন করতে চায় 18 Sep 2011 -- 10:17 AM আবার বলল আগে ইঁদুরের রক্ত খেতো 18 Sep 2011 -- 10:25 AM

    ম্যা গো
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৫ | 75.76.118.96
  • নাঃ গুন্নাইট সকলকে। কেমন জানি চতুর্দিক কাঁপছে, ভূমিকম্প হল বুঝি। বাই।
  • dukhe | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৪ | 14.96.125.68
  • অভ্যুর গপ্পোটা আমাদের হস্টেলেও ছোট স্কেলে হয়েছিল । একজনের রুম বদলানোর সময় বিছানা তোষক ঝেড়ে বিস্তর খুচরো বেরোল । নিপাট ভালো ছেলে শুদ্ধসঙ্কÄকে গিয়ে বলা হল - বারো টাকা ধার হবে ? সে তো সঙ্গে সঙ্গে উদারহস্তে বের করে দিল । অতঃপর -
    - কখন শোধ দিলে তোমার সুবিধে হয় ?
    - যখন পারবি দিবি ।
    - এখন নেবে ?
    - এখন ? আচ্ছা বেশ ।
    একশোটা দশ পয়সা আর চল্লিশটা পাঁচ পয়সা তার বিছানায় উপুড় করে দিয়ে আমরা বেরিয়ে এলাম ।
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৩ | 97.81.69.155
  • আর তিমিকে তিমাই?
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩১ | 128.173.38.195
  • এদেশে নির্ঘাৎ জিলিপাই বলবে।
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩১ | 75.76.118.96
  • নাঃ, শরীরটা কেমন জানি করছে, ডানদিকে শোয়ার ঘর না বামদিকে সেটাই গুলিয়ে গেল গিয়ে।
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩০ | 194.126.37.78
  • 10.10 টাইমটা সবসময়ই ভুতুরে। ওরকম হয়েই থাকে।
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:৩০ | 97.81.69.155
  • তাহলে পাই জিলিপি খাও (একটা দেখলেই পেট ভরে যাবে)।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২৯ | 72.83.92.218
  • শুভ্রদার মনে হয় মোবাইল ভূত।
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২৭ | 97.81.69.155
  • আমার এক বন্ধুকে অ্যাপার্টমেন্ট ছাড়ার সময় জর্জিয়া টেক ত্রিশ ডলার ফাইন করেছিল (অন ক্যাম্পাস থাকত)। সে ব্যাটা ব্যাঙ্কে গিয়ে ৩০০০ এক পয়সা নিয়ে এসে ফাইন দিয়েছিল।
  • kc | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২৬ | 194.126.37.78
  • ব্যাঙ, ইঁদুর এরা সব নিরীহ প্রাণী। এদের ভয় পাওয়ার কিছু নেই। পাই তুমি নিশ্চিন্তে পাশের ঘরে যাও।
  • dukhe | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২৫ | 14.96.125.68
  • শ্রীশুভ্রবাবুকে পু-উ-রো ক । টইতে ঢোকার সাহস নেই বলে এখানেই দিলাম ।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২৫ | 72.83.92.218
  • ইঁদুরের ভূত হলে আরো ভয়ঙ্কর। তারা আমাকে ছেড়ে কথা কইবেনা। কচকচিয়ে তাদের চামড়া কেটে তারপর হৃদয় এফোঁড় ওফোঁড় করে একসময় রক্ত চুষেছি। তার আগে তাদের ম্যালেরিয়ায় হি হি করে কাঁপিয়েছি। সেই রক্তের বদলে আজ কী ডিমান্ড করে বসবে কে জানে ।
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২২ | 97.81.69.155
  • আরো বাই দ্য ওয়ে, ব্রতীনদা আর আসো না কেন? এখানে গোলমাল হয় আবার মিটেও যায়। চলে এসো, নইলে ভাট হবে কীকরে?
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২১ | 75.76.118.96
  • ভালো তো, নোংরা হওয়ার ভয় নেই। তবে ইঁদুর না হয়ে আরশোলা হলে অ্যাপার্টমেন্ট ছাড়ার সময় ১০০ ডলারের ধাক্কা।
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২১ | 97.81.69.155
  • না না, যাস্ট ইঁদুর। আমি জানি।
    বাই দ্য ওয়ে, শ্রীশুভ্রবাবু টইতে ঐটা কী করে লিখলেন?
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২১ | 72.83.92.218
  • হ্যাঁ, হ্যাঁ, আমি তো সিমুলেশনের আশীব্বাদই করেছিলুম।
    লাভ, গেম সবই সিমুলেটেড হউক।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:২০ | 173.163.204.9
  • যদি ইঁদুরের ভূত হয়?
  • Abhyu | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১৯ | 97.81.69.155
  • ভুত না, ওটা ইঁদুরের খচরমচর। নিশ্চিন্তে যাও।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১৭ | 72.83.92.218
  • ওদিকে আমার খুব খারাপ অবস্থা। বাড়িতে একা। কিন্তু একটু আগে ওদিকের ঘর থেকে খচর মচর শব্দ এলো। এখন ঐ ঘরে যেতেও পারছিনা। মানে, এ ঘর ছেড়েই বেরোতে পারছিনা। তো, রান্নাঘরেই বা যাবো কীকরে আর খাবোই বা কীকরে ? ঃ(

    পায়েসের সাথে ডাবলস খেলাই দেখি। দেখাতে কি আর সিকি ভোজনম হবে না ?
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১৪ | 173.163.204.9
  • দেখেছি। ঃ-)

    আজ্জোদা,
    বচ্ছরকার দিন, একটু ঢেলে সিমুলেশন চলুক না।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১২ | 72.83.92.218
  • উত্তরিলাম।
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১১ | 75.76.118.96
  • পায়েস আর আমি দুই বাডি ডবল খেলছি রাতের সিঙ্গলস, নীলচে আলোয় ফরাসী 'মোদো' নয়ত বাহাত্তরের হাতছানি, এই তো কয়েক মুহূর্ত বই নয়, তার জন্য ডেবিট ক্রেডিট কতই না বায়নাক্কা, ভাল্লাগে?
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১০ | 72.83.92.218
  • তো, পায়েস খেতে খেতে কি মনে পড়ে গ্যালো, একদিন বাঙালী ছিলাম রে ?

    ঃ)
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:১০ | 173.163.204.9
  • পাই মেইল দেখো
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:০৪ | 75.76.118.96
  • দুটোই। পায়েসের জন্য আমি আর আমার জন্য পায়েস।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:০৩ | 72.83.92.218
  • কে ? তুমি না পায়েস ?
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:০২ | 75.76.118.96
  • মিল্ক মেইড, সাথে ঘন সর, আহা বড় ভালো হয়েছে, এই এখনও খাচ্ছি। সকাল অবধি টিঁকলে হয়।
  • Tim | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:০২ | 173.163.204.9
  • ঃ-)
    ঝালঝাল, ভাজা শুকনোলঙ্কা দিয়ে মাখা আলুসেদ্দ দিয়ে খে নাও।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ১০:০১ | 72.83.92.218
  • তাইলে কি দুখেদার কথাই ফল্লো ? চিনির বদলে নংকা ?
  • aka | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৯ | 75.76.118.96
  • চিনি কম? চিনি নেইই।
  • pi | ১৮ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৭ | 72.83.92.218
  • হাঁয়েস! ডায়েস।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত