এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫৩ | 117.194.192.157
  • আমি আজ সকালে কাগজে পড়লাম। আর আমি শুধু নয়, বাড়িরও কেউ টের পায় নি :O
  • kiki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৫১ | 59.93.215.172
  • ইসে, ঋভু আজ সকালে ফোনিয়েছিলো, ঠিক আছে। স্যরি কাল নিজের টেনসন সবার মধ্যে চাড়িয়ে দেছিলুম।তবে থ্যাঙ্কু, বন্ধুরা যেভাবে সাথ দিলে।

    শুধু বেচারী পটকা খুব ভয় পেয়েছিলো, রাত এগারোটা নাগাত যখন ফোনে পেলুম ,তখন ভাই এমারজেন্সি ডিউটিতে বেরিয়ে গেছে,ছবছুরে পটকা আর কিছুতেই মায়ের ভরসায় ঘুমুতে পাচ্ছে না। মিনা ও ভয় পেয়েছে, বলছে ,ও দিদি জানো!লাইটপোষ্ট গুলো ঝড়ে যেভাবে গাছ দোলে সেভাবে দুলছিলো।সবাই রাস্তায় বেরিয়ে নাকি টাল খাচ্ছিলো আর কান্নাকাটি কচ্ছিলো, সেসব দেখে পটকা ঘাবরে গেছে। আমি বললাম ,সোনা মাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পর, দেখবি সকাল হয়ে গেছে। বেচারী তাও ভয়ে উঁ উঁ করে চলেছে। এদিকে সে ছেলে মোটেও ভীতু নয়।বেশ ডানপিটে।

    হেবি তাড়ায় রয়েছি, আজকাল ভালো করে গুরু পড়ার সময় পাচ্ছিনা, এদিকে কত টইয়ে কত কি লেখার।

    বেঙী, মিষ্টি মেয়ে ।থ্যাঙ্কুরে!!
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৯ | 72.83.92.218
  • রিমিদি, এটা মানতে পারলাম না। এরকম আমি বহু ছেলেকেই বলতে দেখেছি।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৭ | 75.76.118.96
  • এমপ্যাথি দেখাতে গেলে একসঙ্গে না থাকলেও চলে। আকা তোর এই সব শ্রদ্ধাগুলো বাজে খরচ করছিস, সবকিছু না জেনে। আমার বাবা মা, বিশেষ করে বাবা, একেবারেই চায় না আমি তার পরিস্থিতিতে পড়ি। ঃ-))
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৫ | 75.76.118.96
  • আকার ৯.২৬, হ্যাঁ এতেই খুব বড়ো হয়ে গেল। মেয়ে পুরুষ উল্টে দিলেই ব্যপারটা একদম অন্যরকম হয়ে যায়।

    এছাড়া একটা উদাহরণ দে না যেখানে পুরুষ বৌএর পাশে দাঁড়িয়েছে? বাবা মার কথা তো বাদই দিলাম, জা ভাসুরের অত্যাচারেও বৌএর পাশে বর এসে দাঁড়ায় না। অন্যায় বলে জানলেও বলে না, শুধু চুপ করে থাকে। বৌকে খোলাখুলি সাপোর্ট জানানোর ক্ষমতা কার আছে? আমাদের আগের জেনারেশনে, খুব পরিচিত বাড়িতেই দেখেছিস, জা ভাসুর জ্বালিয়ে খেয়েছে, বর বৌএর হয়ে নিজের দাদাকে একটা কথাও বলে নি। মধ্যপন্থা।

    গুচর পুরুষদের যে উপদেশ দিলি, সেটা করে দেখানো অত্যন্ত কঠিন। গুচয় যারা আসে, ইনক্লুডিং তুই নিজে, পারবি না। চ্যালেঞ্জ রইল, বাবা মা বৌএর প্রতি অন্যায় দাবী জানালে, বা বাজে ব্যবহার করলে, বাবা মাকে মুখের উপরে বলা "এমন কোরো না, ভুল করছ" - কেউ পারবে না। চ্যালেঞ্জ রইল, সকলেই, যারা মনে জানবে মা বাবা ঠিক করছে না, তারা হয় চুপ করে থাকবে, নয়ত "মানিয়ে নাও, প্লিজ" বলে বৌকে আড়ালে ভোলানোর চেষ্টা করবে।

    বেরিয়ে যাওয়াই উচিত। আমরা দুই বোন ছোটোবেলা থেকেই ঠিক করে নিয়েছিলাম, বাবা মার মতন কিছুতেই থাকব না। আলাদা থাকব। সে শ্বশুর শাশুড়ি যতই দেবতুল্য হউন।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৪ | 75.76.118.96
  • আমার ছেলের ক্ষেত্রে আমার বাড়ির লোক এমন কিছু করলে আমিই বলতাম।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪৪ | 72.83.92.218
  • রিমিদির দিদার নিজের জন্য কোনটা বেটার ছিল ?
    অতি অপছন্দের জামাইয়ের সাথে দিবারাত্র থাকা না একা থাকা ?
    নাই মামার চেয়ে কানা মামাকেস নাকি দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ?

    তারপর ভাবা যাবে, ওঁর জন্য স্যক্রিফাইস করা হল কিনা।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪০ | 122.178.253.135
  • আকা, আমার ৮ঃ৫১ ও ৮ঃ৫৮র ক্ষেত্রে তুই আমার জায়গায় থাকলে কী করতিস?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৮ | 122.178.253.135
  • আকা, ভালো কথা। ভালো লাগল তোর পোস্ট পড়ে।
    কিন্তু আমার স্বভাবটাই এমন বিতিকিচ্ছিরি যে এগুলো শিখতে আমার যে আরো কত বছর লেগে যাবে কে জানে!! ঃ-(
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৬ | 122.178.253.135
  • পাই, আমার ৮ঃ৫৮টা একবার দেখিস।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৬ | 75.76.118.96
  • ব্যাং আমি কখনই উল্টো তক্কো করি না।

    শুনে রাখ, রিমির বাবা ও মায়ের প্রতি আমার অসীম শ্রদ্ধা। আমি যা যা বলি, তা অনেকটাই ওনাদের কথা মাথায় রেখেই বলা। ওনাদের এমপ্যাথি আমাকে অনেক কিছু শিখিয়েছে।

    এই যে ওনারা বৃদ্ধা মায়ের কথা চিন্তা করেন, সহ্য করেন, রাগে জ্বলেন কিন্তু দিনের শেষে দেখাশোনাও করেন এটাই মডেল। জীবনে বেঁচে থাকতে হলে হাজার বৈষম্য, অন্যায্য প্রতিদিন হজম করেই থাকতে হয়। না হয় একজন বুড়ো মানুষের অসহায়তার কথা ভেবেই কিছু শক্তিশালী লোক আরও একটু কম্প্রোমাইজ করল। আমি নিজে হলে ঐ অবস্থায় বেরিয়ে যেতাম। মাই ডিয়ার শ্বশুর মশাই (বিশেষত) এবং শ্বাশুড়ী আমাকে অন্যরকম শিখিয়েছে। মানুষের প্রতি এমপ্যাথিটাই আসল, পুরুষের প্রতি নারীর, নারীর প্রতি পুরুষের, বৃদ্ধদের প্রতি সমাজের সকলের। তাতে দু একটা অ্যাবারেশন আমি হাসি মুখে সহ্য করব, নিজের নীতির সাথে কম্প্রোমাইজ করব যেমন রিমির বাবা মা করেছেন। ওনাদের কাছেই আমার এই শেখার অনেকটা।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩২ | 122.178.253.135
  • আকা, অশান্তি হয় বলেই তো মেয়েরা বরের বাপেরবাড়িটি ছেড়ে বেরোতে চায়। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যায় এই ২০১১তেও দুজনেই অর্থনৈতিকভাবে স্বাধীন হয়েও বেরিয়ে আসা যাচ্ছে না, কারণ বরের বাড়ির লোকেরা ভারি দুঃখ পাবেন ""কেষ্টা বেটিই চোর'' রোজ বলার সুযোগটি হাতছাড়া হলে আর বাড়ির লোক দুঃখ পেলে বরটিই বা আরো অনেক বেশি দুঃখ না পেয়ে যায় কোথায়!
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৯ | 122.178.253.135
  • সত্যিই আকা, আপাতত আমাকেও এই তক্কো মুলতুবি রাখতে হবে, যথাস্থানে পৌঁছে আবার ফিরে আসছি তক্কে। অবিশ্যি আগামী আধ ঘন্টায় যে কয়েকটা পোস্ট না করেই থাকতে পারব, এমন আশাও দিচ্ছি না।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৮ | 72.83.92.218
  • ওকে। বাড়ি ছেড়ে বেরোনো হবে কি হবেনা , এই প্রশ্ন হচ্ছে ?

    হ্যাঁ, অশান্তি হলে, আর তিনি মোটামুটি একা থাকার মত সক্ষম হলে আলাদা চলে যেতাম। আলাদাভাবে দেখাশোনা করতাম। বা লোক রাখার বন্দোবস্ত কর্তাম।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৭ | 122.178.253.135
  • আকা রে, আমার ৯ঃ২২ দ্যাখ। তোর ৯ঃ২৬ পড়ে বললাম।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৬ | 72.83.92.218
  • আরে আমার তো কাল ছুটি না রে বাবা।
    এত্ত এত্ত পোস্ট পড়ছে, পড়া শেষ করতেই আরো এক প্রস্থ !

    আমার শাশুড়িরা এবং মশামেসো নায়াগ্রা ঘুরে এই ফিরলেন। অতএব আমার পক্ষে এখন লেখা সম্ভবই না।

    আর আমার উত্তর তো আমি দিয়েই দিয়েছি। মানে ঐ একটা পোস্ট পড়ে যা বুঝেছি।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৬ | 122.178.253.135
  • যা বলেছিস রিমি, আকাটা বড় বাজে তক্কো করে। বিশেষ করে, নিজে যাতে বিশ্বাস করে না, তক্কের সময়ে সেগুলোকেই উল্টে সাপোর্ট করে তক্কো করার জন্য তক্কো করে!!
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৬ | 75.76.118.96
  • তো এমন সমস্যা তো বাঙলার ঘরে ঘরে।

    অর্থনৈতিক সমস্যা, বাবা মার অসহায়তা, আত্মীয় স্বজনের চাপ, বাবা মার প্রতি দায়িত্ব কর্তব্য পালনের দায়, ভালোবাসা। শুধু এক্ষেত্রে ছেলের মা না হয়ে উনি মেয়ের মা, আর এক্ষেত্রে বউয়ের প্রতি না হয়ে স্বামীর প্রতি হচ্ছে, তাতেই শুধু স্বামীর প্রতি দাঁড়ানোটাই খুব বড় হয়ে গেল?

    তো গুচর পুরুষরা শুনুন বাড়ি থেকে বেরতে হবে না। রোজ গালি দিলে একটু পাশে দাঁড়িয়ে পড়বেন, তাহলেই চলবে। গুড খানিকটা প্রোগ্রেস।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২৩ | 75.76.118.96
  • আমার বাবা মার ক্ষেত্রে বাড়ি থেকে না বেরোনোর বিরাট কারণ ছিল অর্থনৈতিক। নয়ত আমার মাই সবচেয়ে বেশি চেয়েছিল অন্য বাড়িতে যেতে। তবে এটাও মা আমাকে বলেছে যে গেলেও অশান্তি এড়ানো যেত না। কত আর দূরে যাবে? অন্য দেশ বা অন্য রাজ্যেও চলে যাবার ক্ষমতা তাদের ছিল না। সেই জন্যেই আমার বাবা মা চেয়েছে আমরা দু বোন অর্থনৈতিক ভাবে এমন জায়গায় পৌঁছই যাতে টাকার জন্যে কোনো কম্প্রোমাইজ না করতে হয় জীবনে।

    বাজে তক্কো করে আমার সঙ্গে জেতার কোনো সম্ভাবনা নেই। কারণ আমার হল "অথেন্টিক ভয়েস"। অথেন্টিক ভয়েসের কাছে আনথেন্টিক ভয়েস আল্টিমেটলি হেরে যায়, হ্যারিয়েট লার্নার বলে গেছেন।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:২২ | 122.178.253.135
  • আকা, কী মুশকিল, এই গালি দেওয়ার স্কোপটা তো তখনো অন্য পক্ষ পাবে যখন তার বাড়িতে তার উপর নির্ভরশীল সেই মানুষটি। তো আমি বাড়ি থেকে বেরনোর অপশন নেই ধরে নিয়েই লড়ে যাব বললাম তো।
    আর আকামশাই, আপনার এই প্রশ্নটা তো আপামার ভারতবাসিনীদের। কেন তারা বরের বাপেরবাড়িটির থেকে বেরিয়ে এসে স্বাধীনভাবে থাকবে না। কেন রোজ তাদের গালি খেতে হবে অর্থনৈতিকভাবে নির্ভর হওয়ার জন্য।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৯ | 75.76.118.96
  • বিচ্ছিন্ন ঘটনা নিয়েই কথা চলছে কমরেডস। নইলে পঃবঃ বা ভারতের মেয়েদের সমস্যার কাছে তোমাদের সমস্যা শখ।

    তুই বলেছিস, উল্টে তেড়ে ঝগড়া করবি, পাই বলেছে রিমির মায়ের মতন করবে (যদিও সেটা প্রশ্ন নয়)।

    তো, এবারে প্রশ্ন বাড়ি থেকে বেরনোটা অপশন নয় কেন? (স্পেসিফিক প্রশ্নের উত্তর দিন, নইলে পরিষ্কার পরিচ্ছন্নতার নম্বর কাটা যাবে)।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৭ | 122.178.253.135
  • কেসটা
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৭ | 122.178.253.135
  • আকা, রিমির বাবা-মায়ের কেস্টা আক্ষরিক অর্থে না হলেও আমার বাবামায়ের কেস্টা অনেকটাই এরকম। আমার মাবাবার আলাপ খুব অল্পবয়সে এবং রাজনীতি করতে গিয়ে। বাবা তখন বীরভূমে গাঢাকা দিয়ে আছে, একটা সাঁওতাল গ্রামের বেসিক ইস্কুলে পড়ায়, আমার ঠাকুদ্দা তখন বয়সের ভারে ন্যুব্জ, বাবার উপরে এক দিদির বিয়ে হয় নি আর বাবার নীচে আরো তিনটে ছোট ভাইবোন, যারা কিনা তখন স্কুলে পড়ে। সেই অবস্থায় আমার মা-বাবা বিয়ে করেছিল, আমার মা-বাবার পাশে তখন সবচেয়ে বেশি দাঁড়িয়েছিলেন আমার দিদা দাদু এবং মায়ের মামাবাড়ির লোকেরা, অর্থনৈতিকভাবেও।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:১৩ | 122.178.253.135
  • আকা, তুই একটা বিচ্ছিন্ন এক্সেপশনাল কেস নিয়ে কেন লড়ছিস, তাও চল্লিশ বছর আগেকার!
    ধর আমি এখনকার কথা বলি - আমার ব্যাঙাচিটি যদি মেয়ে হত, এবং তার পছন্দের মানুষটিকে নিয়ে আমার বাড়িতে বাস করত, আমার উপর অর্থনৈতিকভাবে নির্ভর হত দুজনেই, আমি পুরো পৃথিবীর সঙ্গে লড়ে যেতাম তাদের সাপোর্ট দেওয়ার জন্য।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:১২ | 75.76.118.96
  • আকা, দেখ, তুই এসব ব্যপারে এত কম জানিস যে তোর এই নিয়ে কনক্লুশন টানার কোনো রাইট নেই।

    বহুবার বেরিয়ে যাবার কথা হয়েছিল, অশান্তি এমন চরমে উঠত। কিন্তু আলাদা থাকার কথা উঠলেই দিদার বাবা মা ভাই বোন যে যেখানে আছে সবাই এসে আমার বাবা মাকে বোঝাত, দিদা কত অসহায়। আর দিদা অসহায় ছিল তো বটেই, অর্ধশিক্ষিত মহিলা, স্বামী নেই, অর্থোপার্জনের জায়গা নেই। এছাড়া আলাদা হলে টাকা পয়সাও বেশি লাগত, বলেইছি বাবা পার্টির হোলটাইমার ছিল, টাকা পয়সা অত্যন্ত কম ছিল। আমাদের একবার ইলেক্ট্রিক বিল না দিতে পারার জন্যে তার কেটে দিয়েছিল পর্যন্ত। সেই অবস্থায় দুটো সংসার টানার ক্ষমতা ছিল না। না আলাদা হবার সেটা একটা বড় কারণ।

    যাই হোক, এগুলো একেবারেই অপ্রাসঙ্গিক। আসল কথা হল, মায়ের নিজের মায়ের অন্যায়ের প্রতিবাদ করা এবং বাবার পাশে দাঁড়ানো। এটা অত্যন্ত সাহসের পরিচয়, সে যে যাই বলুক না কেন।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৯ | 75.76.118.96
  • তা এক্ষেত্রে একই বাড়িতে থেকে যাওয়াটা কেন ঠিক? (আগেই বলেছি ইচ্ছে হলেই তারা অন্য জায়গায় চলে যেতে পারত)।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৯ | 122.178.253.135
  • পাইকে করা প্রশ্নের উত্তর আম্মি দিয়ে দে আকাকে। মশামেসোর কাছে আমার অন্ততঃ এটুকু এক্সপেক্টেশন থাকত যে তিনি কোনো পক্ষের হয়েই খেলবেন না।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৮ | 75.76.118.96
  • ওঃ তাহলে আত্মার শান্তিই সব।

    এইযে শুনলাম ছেলে মেয়ের কারুরই কারুর বাড়িতে থাকা উচিত নয়। এক্ষেত্রে প্রবল অশান্তি সঙ্কেÄও সবাই মায়ের সাথে থেকে যাবে। রাইটো? (পয়েন টু বি নোটেড মি লর্ড)।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৭ | 122.178.253.135
  • কেসি, দে না জবাব, কে মানা করেছে?
    আকা, আমি আগের পোস্টগুলোয় সেটাই তো বললাম, আমি রিমির বাবা হলে , রিমির মা কিছু করবে কিনা সে অপেক্ষা না করেই নিজেই লড়তাম, মুখ বুজে সহ্য করার কথাই উঠত না। কিন্তু রিমির মা যদি - কেঁন আঁমাঁর অঁমুককে এঁটা বঁললেঁ?'' বলতেন তাহলে চাপ খেতাম।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৬ | 75.76.118.96
  • ওয়েল তাহলে দেখা গেল কি এক্ষেত্রে কেউ একবারও বলল না, স্বামী স্ত্রীর জীবনে ''মা"" অশান্তি তৈরি করার চেষ্টা করলেও বাড়ির বাইরে কেউ বেরবে না। রাইটো।

    পাই, গালিটা তুমি খেলে এক্সপেকটেশন কি হত মশা মেসোর কাছে? (পিছলে গেলে চলবে কেন, কাল আমার ছুটি)।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৬ | 72.83.92.218
  • রিমিদির বাবার কেসে পড়লে চুপ করে থাকতাম । কারণ দেখতেই তো পেতাম, আমার জন্য একজন লড়ে যাচ্ছে। সেটাই পরম শান্তির ব্যাপার।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৫ | 75.76.118.96
  • তোমার মুন্ড। মুখ খোলে নি জানলি কি করে? প্রথমদিকে মুখ খুলত, পরে নিজেরা বোঝাপড়া করে নিয়েছিল যে একজন মুখ খুলবে না, যা বলার অন্যজন বলবে।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৪ | 122.178.253.135
  • আকার ৯ঃ০২ বুঝি নি। আরে আকা, তুই নাম করেই বল না, রিমির স্পর্শকাতরতা অনেক কম সে আমি আগেই বুঝেছি।
    তুই কি বলছিস রিমির বাবা চুপ করেছিলেন রিমির মা ঝগড়া করবেন সেজন্য?
  • kc | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৪ | 178.61.96.29
  • আজ্জো, পপুলিস্ট হইনি। রিমির কথাগুলোই মনে বাজছে। ব্যাঙএর কথায় অনেক উত্তর দেওয়া যায়। ( শত্রুপক্ষে ফাটল ধরানোর চেষ্টা বলে নো খিল্লি।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৪ | 75.76.118.96
  • সৎ লোকেদের কাছে সৎ উত্তর এক্সপেক্ট করি।

    প্রশ্নটা রিমিকেও করা হল।

    ধরা যাক স্বামী স্ত্রীর এক্ষেত্রে বাইরে বেরিয়ে আলাদা থাকার উপায় ছিল।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৩ | 72.83.92.218
  • সব গুলিয়্যে যাচ্ছে।

    ৮ঃ৩৯ এ রিমিদির পোস্ট ?

    হ্যাঁ, ঐ সিচুয়েশন হলে রিমিদির মা র মতন ই করতাম।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৩ | 75.76.118.96
  • আব্বে রিমির বাবার কেসে তুই পড়লে কি করতিস জিজ্ঞেস করছি। কোনো মানুষ কেটে খাওয়ার গপ্পো নয়।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৩ | 122.178.253.135
  • ইসে একটা কথা আকা তোর ৮ঃ৩৯ যদি ঐ নৌকায় মানুষ কেটে খাওয়ার গপ্পো হয়, তাহলে আমি খেলব না, আগেই বলে রাখলাম।
    আমাকে আগে বুঝিয়ে বলতে হবে, কেন আমাকে রোজ গালি দেবে?
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০২ | 75.76.118.96
  • এখানের উদাহরণে কিন্তু উনি একদিনও মুখ খোলেন নি। মুখ বুঁজে সহ্য করেছেন স্পাউস কিছু বলবে কিনা তারজন্য। (পয়েন্ট টু বি নোটেড)।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০১ | 75.76.118.96
  • অহো আকার কি শ্রদ্ধা আমার প্রতি দেখলি ব্যাং? আপনি আজ্ঞে ছাড়া কথা কয় না। ঃ-))
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০১ | 122.178.253.135
  • আকা, ৮ঃ৫৬
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০০ | 75.76.118.96
  • পাই রেফ -

    IP Address : 75.76.118.96 Date :19 Sep 2011 -- 08:39 AM

    এই অবস্থায় ব্যাঙ এবং পাইয়ের কি এক্সপেকটেশন হত? ধরা যাক সম্ভাবনা অসীম।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৯:০০ | 122.178.253.135
  • আকা, ৮ঃ৫৮ ইয়েস।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৯ | 75.76.118.96
  • আকার ৮.৫২, গালি এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেওয়াটা অনেক সহজ হয় যখন স্পাউস পাশে থাকে কনসিস্টেন্টলি, আর যখন নিজের একটা জগৎ থাকে, যখন গালি যে দিচ্ছে সেই ব্যক্তি আসলে যাকে গালি দিচ্ছে তার দয়ার উপরে নির্ভরশীল হয়। আশাপূর্ণা দেবীর "অন্নমাসি" বলে গল্পটা পড়ে নিস। আমার বাবার ক্ষেত্রে তাই হয়েছিল।

    কটা বাঙালী মেয়ে আমার মার মতন সাহসী স্পাউস পেয়েছে? কটা বাঙালী মেয়ের শ্বশুর শাশুড়ি বৌএর দয়ায় প্রতিপালিত?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৮ | 122.178.253.135
  • পাই, আমি এটার উত্তর দেওয়াতে কিছু আঁচল চোখে উঠেছিল। এবং সেই আঁচলগুলো চোখে ওঠায় আমি তখনো ভিলেন প্রমাণিত হয়েছিলাম কারণ তখনো আমাকে সবাই বলেছিল আমি সবার সামনে ওনাদের ভিলেন প্রমাণ করার জন্য উঠেপড়ে লেগেছি।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৮ | 75.76.118.96
  • পাই না পড়েই কথা কয়ে চলেছে?
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৮ | 75.76.118.96
  • মানে তুই সেখানে থাকতিস এবং তেড়ে ঝগড়া করতিস। রাইটো?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৭ | 72.83.92.218
  • আমি মাঝের বহু পোস্ট পড়িনি।
    রান্না করছি ঃ)

    খালি ওটা পড়ে কিছু বুঝলাম না। রোজ আমাকে গালি দিতে যাবে কেন খামোখা ?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৬ | 122.178.253.135
  • আকা, এটুকুই যে আমি তার সঙ্গে কোমর বেঁধে ঝগড়া করলে বা তাকে উল্টো গালি দিলে, বিশেষ কেউ একজন ""কেন আমার অমুককে গালি দিলে'' বলে তেড়ে আসবে না।
    মেয়েরা ন্যায্য কথা বলতে সবচেয়ে বেশি চাপ খায় ঐ মাঝের একজন এবং তাকে সাপোর্ট দিতে আসা বিশ্বভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ কিছু মানুষের জন্য।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৬ | 75.76.118.96
  • ওয়েট ম্যাম কাল আমার ছুটি। ভুলে যাবেন না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত