এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 168.26.205.19
  • পাই, আমি তো আগেই বলেছি শাশুড়ির বাড়িতে বৌএর থাকাই উচিত নয়। বৌএর নিজের বাড়ি থাকবে, সেখানে সে যা খুশি তাই করবে। বরের যদি পছন্দ না হয় তাহলে বর মোজা টান মেরে ফেলে দিতে পারে। কিন্তু শাশুড়ির একেবারেই সেই অধিকার থাকা উচিত নয়।

    শাশুড়িরও নিজের বাড়ি থাকা উচিত যেখানে তিনি তাঁর নিয়মে সব কিছু চালাবেন।

    একই বাড়িতে আলাদা ঘর থাকলে বৌএর ঘরে বৌ যা খুশি করবে, তাতে শাশুড়ির নাক গলানো নিষেধ।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৭ | 72.83.92.218
  • রিমিদি,আমি তো রেখা আর রনধীর কাপুরের রোলটা রিভার্স করে বলবো ঃ)
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৫ | 168.26.205.19
  • পাই, এই নিয়ে বিস্তর কথা বলার আছে। কিন্তু সেসব এখন লিখতে বসলে আমার চাগ্রিটি যাবে। অপেক্ষা কর, পরের উইকেন্ডে লিখছি।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৫ | 72.83.92.218
  • রিমিদি, ব্যাংদি, হুচে .. এবার তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দি।
    ধরো বাড়ির বৌ হিসেবে ওক্ষেত্রে আমি কিছুই করলাম না। মোজাটা যেমন পড়ে আছে তেমন ই রইলো। আমি ফালতু এনিয়ে মাথা ঘামাতে যাবো কেন। যার মোজা সে নিজে ওখান থেকে পরের দিন নিয়ে নেবে।
    বা, আমি নিজেও মোজা ওভাবেই ফেলে রাখতে পারি।রাখিও।
    এবার শাশুড়ি হিসেবে এনিয়ে কি চেঁচাবে ? ঃ)
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৩ | 117.194.32.200
  • বোনের বর আলসেমিতে সৈকতকেও দশগোল দেবে।আর বাবার নানা উপকার করার জন্যে আড়াই আর এক বছুরে দুজন বাড়িতে মজুত আছেঃ)
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৩ | 168.26.205.19
  • এই ঘটনার রকমফের সব বাড়িতেই হয়। রেখা আর রণধীর কাপুরের সংসারের কথাই ধরলাম। রণধীর রোজ নিজের ছাড়া জামাকাপড় গেস্ট রুমের বিছানায় দলা পাকিয়ে রেখে দেয়। অনেকবার বলা স্বঙ্কেÄও পাল্টায় না, উল্টে বলে, "আমার জামাকাপড় আমার সময়মতন আমি ঠিকই রাখব।" এদিকে রেখার নান্দনিক বোধ প্রতিনিয়ত আহত হয়েই চলে। কোনো এক সোম্বার রেখা তাই ঐ দলা পাকানো জামা কাপড় নিয়ে খাটের তলায় লুকিয়ে রেখে দিয়েছে। পরের আপডেট এখনো আসে নি।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫১ | 122.167.109.118
  • তোমার বোনকে একবার আমার ৮ঃ৪৮য়ের যেকোনো অপ্‌শন ট্রাই করতে বল, গ্যারান্টি দিতে পারি, তারপর থেকে মোজা যথাস্থানে থাকবে।
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 117.194.32.200
  • ঃ)
    ব্যাং আমরা না আন্নার দেশের মানুষ!
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 72.83.92.218
  • হোলটাইমার ছেলে আর শিক্ষিকা বৌ, এরকম উদাহরণ প্রচুর আছে। ওসময়ে একটা কমন ট্রেণ্ড ছিল এটা।
    এখনকার হোলটাইমারদের মধ্যেও আছে ঃ)
  • Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 12.149.39.84
  • m আমার চয়েস ৪ ঃ-)
    অল্পে না নোয়ালে বাঁশ , বাঁশ করে ট্যাঁশ ট্যাঁশ
    ২৬ বছর বয়েসে ধেড়ে খোকাকে শাখানো আমার নসিব হয়নি--মানে আমার হাতে ২৬ বছরে এসেচে কিনা
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৯ | 72.83.92.218
  • রিমিদি, এই যে লাস্ট পয়েনটা তুল্লে, আমি এটাতে ফোকাস করতে চাইবো। এই অন্য কিছুতে ফোকাস করার সুযোগটা মেয়েদের থাকেনা, নাকি তারা সেভাবে চায়না ? সাংসারিক কূটকচা৯ নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসে।
    এই ধরো সেদিন তুমি বল্লে, ছেলেদের নিজেদের মধ্যে আলোচনা হলে উঠে আসবে রাজনীতি, অর্থনীতি, মেয়েদের মধ্যে হলে শ্বশুরবাড়ির নিন্দেমন্দ। এটা অমিও বহু সময় খেয়াল করেছি। কিন্তু এটা কেন ?
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮ | 122.167.109.118
  • মিঠু আমি আরো অপ্‌শন দেব?
    মোজাটাকে আরো ভালো করে জলে চুবিয়ে যার মোজা, তার মোবাইল ফোন/ব্ল্যাকবেরি/ল্যাপটপের কিবোর্ডের উপর রেখে দেওয়া, অথবা ভেজা মোজাটাকে আলমারী খুলে তার স্যুটের পকেটেও ঢুকিয়ে রেখে দেওয়া যায়।।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৭ | 168.26.205.19
  • আমারো চয়েস ১। তবে প্রথমবারেই নয়। প্রথম দুবার ভিজে মোজা নিজে যথাস্থানে রাখা আর ওয়ার্নিং দেওয়া। তিনবারের বার টান মেরে ফেলে দেওয়া।
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৭ | 117.194.32.200
  • তবে ছয়ের মাঝামাঝি থেকে সাতের দশকে এই ধরণের বিবাহ হতো। বিশেষ করে কমিউনিষ্ট পার্টিতে এ উদাহরণ বেশ কিছু আছে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৫ | 72.83.92.218
  • হুচে, হ্যাঁ, আমিও পাওয়ার স্ট্রাগল হিসেবেই দেখা পছন্দ করবো। কিন্তু ক'দিন ধরে এই আলোচনা হচ্ছিলো পুরুষতান্ত্রিকতার দৃষ্টিকোণ থেকেই। সেইজন্য বল্লাম।
  • Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৪ | 12.149.39.84
  • আমার বাবা মা অনেক দেরী করে বিয়ে করেছিলন---বাবা মার চাইতে অনেক বড় (১৯ বছর) মা গোঁড়া ব্রাহ্মণ পরিবর, বাবা কায়স্থ---যুদ্ধ করে ফ্যামিলির সঙ্গে তাঁরা বিয়ে করেন।
    বাবা ফুল টাইম ট্রেড ইউনিয়ন R S P পর্টি ইত্যাদিতে ব্যাস্ত, মা স্কুলে পড়াতেন---আমি হবার পর বাবা ল' প্র্যাকটিশ শুরু করেন---আগে শুধু ইউনিয়নের কেস করতেন--এবার যে আগে আসবে তার কেস--ম্যানেজমেন্ট কিম্বা ইউনিয়ন!
    দুজনেই স্পিরিচুয়াল ছিলেন, রিলিজিয়াস না--এলদম!

    আমি--ছোটবেলায় অনেকে আমার বাবাকে দেখে জিজ্ঞেস করত " তোর দাদু'? রাগ ও ধরত কান্নাও পেত--কিন্তু কিছু বলতে পারতামনা কারণ সত্যি তো ওদের দাদুর মতনই আমার বাবাকে দেখতে (He was 50, when I was born)
    এবার আমি সেই ছোট্ট থেকে পূজো করতাম--একটাই কথা
    ভগবান আমার বাবাকে ভাল রাখ (দির্ঘায়ু আর কি)

    বিয়ের বয়সে---কলেজে ছেলেগুলো কি ক্ষ্যাপাত--ছোট শহর পাটনা--বাবা তখন নামি ল'ইয়ার আমি একমাত্র সন্তান--ছেলেরা বলত
    উসসে শাদি করো ঝাড়ু সে লেকর মকান গাড়ী সব সাথ লায়েগি" (:x)
    মা কে বলে দিলাম তোমার আমার সম্বন্ধ করে বিয়ে দাও। কোনও চেনা কারুর সঙ্গে নয়---কাগজে দাও আর এমন ফ্যামিলি যারা কিচ্ছু জানেনা আমাদের কথা--

    দর্শনে জীবন দর্শন --আমার এক বন্ধুর কথা!

    অ্যাল--কত্ত বড় পোস্ত হয়ে গেল ভাটে
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৩ | 12.34.246.73
  • মিঠুদির প্রশ্নে আমার চয়েস ১ ঃ-)
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৩ | 168.26.205.19
  • হ্যাঁ রে পাই, সত্যিই, ইউনিক। এটা সম্ভব হতে পেরেছে কারণ আমার বাবার বাবা মা কেউ জীবিত ছিলেন না। আমার ঠাকুমা মারা যান বাবার যখন দু বছর বয়স। দাদু আর বিয়ে করেন নি, তিনি নিজে মারা যান যখন আমার বাবা এমএ পড়ছে। ওঁরা জীবিত থাকলে এই ব্যপারটা খুব সম্ভবত হত না।

    আরো কিছু ইউনিক দিক আছে এই গল্পের। আমার বাবা নিজেও মেয়েদের ইস্যু নিয়ে খুব সচেতন। সেইজন্যেই, কোথাও গিয়ে এই দজ্জাল শাশুড়ীর প্রতি একটা করুণার বোধ আছে। কেননা শাশুড়ীর এই দজ্জালপনার পিছনেও অনেক বঞ্চনার ইতিহাস আছে, সেসব অন্য গল্প। আর বলেইছি, বাবার নিজের একটা জগত ছিল, আছে। শাশুড়ীর বকাঝকা এড়ানোর জন্যে বাবা অনেকটা সময় বাড়ির বাইরে কাটাতেন। তাতে আমার মার বিশাল সাপোর্ট ছিল। তাই এগুলো সহ্য করা অনেক সহজ হয়েছে। এই সুযোগ কিন্তু সচরাচর বাড়ির বৌদের ক্ষেত্রে জন্যে থাকে না।
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪২ | 12.34.246.73
  • অভিযোগটা কি পুরুষতন্ত্রের বিরুদ্ধে? অভিযোগটা তো পাওয়ার স্ট্রাগল নিয়ে। সুযোগ পেলেই দুর্বলের ওপর অত্যাচার নিয়ে। এবং সেটা নিয়ে যথেষ্ট প্রতিবাদ না করা নিয়ে। আমি তো সেভাবেই দেখছি।
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪২ | 117.194.32.200
  • ডিঃ এইটা আমার ব্যক্তিগত সমস্যা নয়। বোন এইমাত্র ফোন করে অভিযোগ জানাচ্ছিলো।
  • nk | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪১ | 151.141.84.194
  • ভূমিকম্প জলোচ্ছ্বাস অগ্ন্যুৎপাত প্রভঞ্জন। ঃ-)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪০ | 72.83.92.218
  • নিশি, বন্যা নয়।
    ঐ যে মামু কাল কইলো, মহাপ্লাবন। সে কোলকাতায় না হোক, গুরুতে এসেই গেছে ঃ)
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৪০ | 117.194.32.200
  • রিমি, ঠিক ই ধরেছোঃ)

    জনতা,
    সোফার উপরে ভেজা মোজা রেখে দিলে কি করা উচিত?
    ১,টান মেরে ফেলে দেওয়া।
    ২, পরিচ্ছন্নতা সম্পর্কে জ্ঞানদান করা
    ৩, প্রচন্ড রেগে চীৎকার করা।
    ৪, একরাশ বিরক্তি নিয়ে নিজেই সেটা জায়গামত রেখে দেওয়া।
    ৫,রাখতেই পারে, তাও তো প্লেটের উপরে গুছিয়ে রাখে নি।
    সব চে ভালো সমাধান অবশ্যই সুবিধেমত অবস্থানের কারণে ওখানে রাখাই শ্রেয় ভেবে নিজেরটাও ওখানে রাখা।

    কোন পক্ষপাত না করে উত্তর দিনঃ)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৭ | 72.83.92.218
  • এটা কিন্তু পুরুষতান্ত্রিকতার বুরুদ্ধে অভিযোগটাকে অনেক ডাইল্যুট করে দিচ্ছে। দেখা যাচ্ছে, এই সমাজেই একই সমস্যা হতে পারে, নারী-পুরুষ নির্বিশেষে।
  • nk | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৫ | 151.141.84.194
  • তাই তো বলি! কী অবস্থা! পাতার পর পাতা ভাট আর ভাট, বন্যা! ঃ-)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৩ | 72.83.92.218
  • ঃ))
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৩২ | 75.76.118.96
  • একে বলে সেমসাইডাল এক্সাম্পল। আমি অনেকবার ছেড়ে দিয়েও শেষ অবধি আর পারলাম না।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৩১ | 72.83.92.218
  • রিমিদি, তোমার মায়ের কেসটা আমার বেশ ইউনিক লাগে। র‌্যাদার বাবার কেসটা।
    সচরাচর বৌ-শাশুড়ির যে সমস্যাটা হয় আর ক'দিনের আলোচনায় উঠেও আসছে, এখানে শাশুড়ি-জামাই কেস। এবং, জামাই ডিপেন্ডেন্ট।
    পুরুষতান্ত্রিকতার আলোচনায় এটা পুরো ই একটা এক্ষেপশনাল কেস। ছেলের বাড়ি গিয়ে থাকতে বাধ্য হওয়া, তার বাড়ির সাথে মানিয়ে নেওয়া, বৌ-শাশুড়ির ঝামেলার মধ্যে পুরুষটির কিছু বলা বা না বলা - এনিয়ে যে আপত্তি গুলো উঠে আসছিলো, এক্ষেত্রে সেগুলো সবই রিভার্স হয়ে যাচ্ছে।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:২২ | 168.26.205.19
  • ম, সৈকত মানে ইশান তো? এবারে বুঝলাম ইশানকে কেন আমার এত্ত পছন্দ হয়, সেই ছোটোবেলা থেকেই (মানে ২০০৫) ঃ-)))
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:০৭ | 12.34.246.73
  • অর্পণ, অপরাজিত আমার সবচেয়ে পছন্দের বই ঃ-)
    সিনেমাগুলো অত ভালো লাগে না।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:০৫ | 72.83.92.218
  • ওটা আমারো পছন্দের সিন। ঃ)
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:০৫ | 216.52.215.232
  • এই বলে বাড়ি যাচ্ছি। ফেড কাপ থেকে ঘটিবিদায় কি আজই হবে? ন্যাড়াদা কি আবার লিখবে বঙ্গের আকাশে কালো দিন আবার ঘনিয়ে এল?

    জানতে হলে সঙ্গে থাকুন।
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:০৩ | 216.52.215.232
  • হুচি, অপরাজিত দেখে নিও আবার একবার। ওই যেখানে অপু মায়ের মিনতি না মেনে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বেশ পছন্দের জায়গা ওটা আমার। ঃ)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:০৩ | 72.83.92.218
  • তবে ব্যাঙদি এখনো আমাকে আমার গল্পটা বলতে দ্যায়নি, এ আমি ভুলবোনা ! x-(
  • siki | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫১ | 217.212.230.40
  • :-))
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫০ | 117.194.32.200
  • রিমি, তুমি আর সৈকত নির্ঘাত মেলায় হারিয়ে যাওয়া মাসতুতো/ খুড়তুতো ভাইবোন ঃ)) এমন মিল সচরাচর দেখা যায় না।
    পার্টির হোলটাইমার বাবা থেকে শুরু করে স্কুল শিক্ষিকা মা অবধি হুবহু মিলে গেছে। আমার শাশুড়ি বাড়ির অমতে বিয়ে করেছিলেন- অন্যদিকে দিদিশাশুড়ি গোঁড়া বামুনের অল্পবয়সী বিধবা ছিলেন, আচার বিচার নিয়ে কায়স্থ বাড়ির মেয়েকে মেনে নিতে পারেন নি- তোমার গল্প টা ওর ও জীবনের গপ্পোঃ)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৭ | 72.83.92.218
  • নেতাইবাবু, বিদায়।

    দু ফোঁটা জলও ফেলে দিলাম।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৬ | 72.83.92.218
  • হুচে, সেম হিয়ার ঃ)

    লামাদা, মেইল।
  • Netai | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৪ | 121.241.98.225
  • ইস্টবেঙ্গল জিতে গেছে ২-১ এ। মোহনবাগান লড়ে যাচ্ছে। ৪২ মিনিটের শেষে কোন পক্ষই কোন গোল করতে পারেনি। খেলার ফলাফল যা ছিল তাই অর্থাৎ ০-০। এই কথা জানিয়ে এখনকার মত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৩ | 12.34.246.73
  • আরে খুশিটুশি করা নিয়ে চিন্তা না। শরীর নিয়ে চিন্তা। তবে এখন আমিও যেটা নিজের করতে ইচ্ছে হয় সেটাই করি। আর মাও বুঝেছে এতোদিনেও যখন মেয়ের ধর্মে মতি হল না তখন ওটা আর হবেও না। তবু যখন এসেছে তারামার ছবি দিয়ে গেছে একটা। নিজে যতদিন ছিল পুজো করল। তারপর আমি সেটা ক্লোসেটে ঢুকিয়ে দিয়েছি।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩৪ | 122.167.76.234
  • হুচে, পাই এই সমস্যা আমিও ফেস করেছি এবং আমার ধারণা কমবেশি প্রায় সব ভারতীয় ছেলেমেয়েকেই ফেস করতে হয়। এবং পাইয়ের মতন আমারও উপলব্ধি (অনেক ঘা খাওয়ার পরে অবিশ্যি) মাকে খুশি না করার চেষ্টা করে যদি নিজের খুশিমতন চলার সাহস থাকত ষোলবছর বয়সে!!
  • Sankha | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৮ | 198.45.19.50
  • ওয়াল স্ট্রিটে গুচ্ছের বিক্ষোভকারী দেখলুম। টিন বাজিয়ে, হুইসিল মেরে পোস্টার নিয়ে বেশ হইচই জুড়ে দিয়েছে। তবে ডিপিদের কোন ঝামেলা নেই, একটু ঘুরে যাওয়া ছাড়া। শুনলুম এরা নাকি শনিবার থেকে ধর্ণায় বসেছে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৭ | 72.83.92.218
  • হুচে, এই সমস্যা আমিও ফেস করেছি।
    এখন মনে হয়, এগুলোতে বোঝাতে বসা মানে সময় নষ্ট। নিজের যা করার করে নেওয়াই ভাল। তাতে ইনিশিয়ালি কষ্ট পেলেও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর ঐ ইনিশিয়াল কষ্ট দেবার জন্য অপরাধবোধে ভুগেও খুব লাভ কিছু নেই।
    আরেকটা কথা। মেনে চলতে পারলে বোধহয় খুব সুবিধা ও ভাল হয়। তবে কঠিন।
    সবাইকে সব দিক দিয়ে খুশি করে চলা যাবেনা। তার দায়ও আমার উপর বর্তায় না।
    তার চেয়ে নিজের খুশি মতন চলাই ভাল। ( অন্যকে খুশি করে নয় মানে তার ক্ষতি করেও নয় অবশ্য )
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:২০ | 12.34.246.73
  • এতো কাছের সম্পর্কে প্রতিবাদটা কি ভাবে করা হবে সেটা ঠিক করা বেশ চাপের। ছেলে-মেয়ে অপ্রেশনের প্রসঙ্গ নয়, অন্য একটা ঘটনা বলি।
    আমার ক্লাস ইলেভেনে মা আমার জন্য অ্যামেথিস্ট, চুনি, মুক্তো আরো কিসব যেন নিয়ে এল ধারন করার জন্য। আমি তো সেই মণি-রত্ন শোভিত তাবিজ ছুঁড়ে ফেলে দিলাম মেঝেতে। সোজা কথা। কদিন আগে 'বিজ্ঞান ও কুসংস্কার' প্রবন্ধ প্রতিযোগিতায় ফার্স্ট প্রাইজ পেয়েছি। তখন আমাকে নিয়ে অনেক নাচানাচি করেছ। এখন তুমি আমাকে এগুলো পরাতে পারো না।
    কিন্তু মুক্তি মিলল কি? মেয়ে কলকাতায় একা একা থাকছে। মায়ের রাতে ঘুম হয় না। ঐ তাবিজ পরলেই মেয়ে প্রোটেক্টেড থাকবে। রাতের পর রাত মা দুঃস্বপ্ন দেখার পর মেয়ে মেনে নিল। হোস্টেলে এসেও খুলে ফেলেনি। যখন পরেই নিয়েছে তখন আর মানুষটার চোখের আড়ালে তাকে ঠকানোর কথা মনে পড়ে নি। আরেকটা মজার কথা হল, মেয়ে কিন্তু কলকাতায় আসতে চায়নি। মফস্বলের স্কুলে পছন্দের দিদিমণিদের কাছে পছন্দের সাবজেক্ট নিয়ে পড়তে পারলে হায়ার সেকেন্ডারীর রেজাল্টটা ভালো হত এটা এখনও তার মনে হয়। মা নিজেই ঠেলেঠুলে পাঠিয়ে দুঃস্বপ্ন দেখতে শুরু করল। আর মেয়ে মাসুল দিল ভীষন ভাবে আদর্শবিরোধী একটা কাজ করে।
    এখানে কি করা উচিত ছিল? ধৈর্য ধরে বুঝিয়ে কারোর রাতের ঘুম স্বাভাবিক করা যায়?
  • Netai | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৬ | 121.241.98.225
  • টিভিতে মনেহয় আসছেনা। আমি কিছু খুঁজে পেলাম না। লিএ কমেϾট্র আসছে-http://www.kolkatafootball.com/
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৪ | 122.167.76.234
  • পাই, এক্ষেত্রে আমি প্রতিবাদ করেছিলাম, এবং অন্য কেউ প্রতিবাদ করবে সেই আশা না রেখেই। এবং করে যে নি, তার জন্য আমার দুঃখ নেই, শুধু করুণা আছে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১২ | 72.83.92.218
  • এখানে ভারত কে ? ঃ)

    বাবা মা ?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১১ | 72.83.92.218
  • তবে যাই হোক, ঐ নিয়ে মতামত যখন দিয়েইছিলাম, তখন পুরোটা দিয়ে দি। আমি নিজে যেমন প্রতিবাদ করতাম ( বা, বোঝাতাম .. এটা সিচ্যুয়েশন ও অন্য প্যারামিটারের উপর ডিপেন করছে), সেটা করলেও আর সেটা এনাফ হলেও অন্যজন যদি এনিয়ে কিছু না বলতো,বা, তার এটা অন্যায় মনে হয়েছে, আর বলা দরকার, আমার কি তার কি দুজনেরই , এটুকু অন্তত অ্যাকনলেজ না করতো, তাহলে খারাপ লাগতো। তাই নিয়ে আবার পোতিবাদ করতাম ঃ) ( কিম্বা বোঝাতাম ঃ))

    তবে ঐ, রিমিদিও যেটা বল্লে, খারাপ লাগাটা 'কম্যুনিকেট' করতামই।
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১০ | 204.138.240.254
  • জানি না। খোঁজ পেলে জানিও।
  • Netai | ১৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৯ | 121.241.98.225
  • ফেড কাপ কি টিভিতে দেখাচ্ছে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত