এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৩ | 122.172.163.63
  • ঘুড়ি উড়িয়েছেন কমরেড জার্মান। এখন লাটাই ছাড়া হচ্ছে সবে।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৯ | 198.82.17.74
  • হুঁ দেখলাম ওয়াঁদের ওয়েবছাইটে।
    এক পয়েনেও দিব্যি সাতকাহন করে ভিডিও আপলোড করা হয়েছে। ঃ-)
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৮ | 112.133.206.22
  • তিমি, ওঁয়ারা অবশেষে এক পয়েন্ট পেয়ে অভিযান শেষ করেছেন। ঃ)
  • I | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৭ | 14.96.157.53
  • আমার তো সেদিন পুরো বমি করতে করতে পিত্তি উঠে যাবার যোগাড়। কোনো কোনো ছেলের দেখি কিছুই হল না। ঐ যেদিন ফরেনসিক মেডিসিনের ক্লাস করতে ইয়েতে ( নাম বলা বারণ ) গেলাম। আজো মনে পড়লেই নাকে এসে লাগে ভক করে।

    না, না, এর বেশী কিছু আমাকে মেরে ফেললেও বলবো না।
  • siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৬ | 80.239.243.185
  • গুন্নাইট। কাল আবার চেন্নাই থেকে কথা হবে
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৬ | 198.82.17.74
  • পিত্তিরক্ষাটাই তো শাক দিয়ে মাছ ঢাকা।

    পিপিকে, শাক আম্মো খুবই পছুন্দ করি। প্রবল শ্রদ্ধাসহকারে খেয়ে থাকি। তবে তারপর চাট্টি আমিষ খেতে হয়, মুখশুদ্ধি হিসেবে।
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৪ | 112.133.206.22
  • শাক দিয়ে মাছটা ঢেকে রেখেছিলে তো? তালেই হবে। ঃ)
  • m | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩২ | 117.194.41.138
  • পিপি, শাকে মাছ দিয়ে কোনোমতে পিত্তিরক্ষা করলামঃ)
  • m | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩০ | 117.194.41.138
  • দু, এখন আমরা বন্ধুঃ)
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:২৩ | 72.83.92.218
  • পিপি, এরা লোক মোটে সুবিধের নয়। ঐ ঘরে পা রাখবো না বল্লে এখানেই শুরু করবে। তার থেকে বাবা ওখানে গিয়ে একটা দুটো পোস্ট করে আসা বেটার।
  • I | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:১৫ | 14.96.157.53
  • এহেহে, তাহলে তো দেখছি এন আর এসের মর্গের গল্পটা আর বলা হবে না। ডিসেকশন রুমের পেছনে ছিল মর্গ। বেলেঘাটা যাওয়ার রাস্তার ধারে। মাঝখানে শুধু উঁচু পাঁচিল। যারা যারা বেলেঘাটা গেছো, গন্ধ পাও নি? রাত্রে কিছু দেখো নি ? বাসের জানলা থেকে? ওহো, গল্প বলা তো আবার বারণ !

    থাক গে , গল্প তেমন ভালোও না। খুব বাজে গন্ধ।
  • pipi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:০৫ | 173.161.6.201
  • ঐ সুতোর শিরোনাম দেখেই আমার হয়ে গেছে। ও ঘরে আর পা রাখি নি।
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 112.133.206.22
  • তেনাদের নিয়ে মিষ্টিমধুর প্রেমের গল্প চলতে পারে বোধহয়। ঃ)
  • pipi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:০৩ | 173.161.6.201
  • নীনাদি, গলদঘর্ম হয়েও সে রেসিপি শেষমেষ খুঁজে বের করেছি। এই সপ্তাহান্তে নামাবো।
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:০৩ | 112.133.206.22
  • হ্যাঁ, তিমি আজ আবার ওইসব তেনাদের নিয়ে বীভৎস রসের আমদানি কোরো না যেন আবার।
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ২২:০১ | 12.149.39.84
  • ইস্‌স!পিপি ক্ষিদে পেয়ে গেল ঃ-( যাই চাড্ডি ঘাসপাতা খেয়ে নি ই
    ঃ-(((((
  • pipi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৯ | 173.161.6.201
  • তিমি, বাঙ্গালী ঘরের শাক চচ্চড়িকে ঘাসপাতা বলে অচ্ছেদা করছিস!! ভাব, ভেবে দেখ - ছোলা দিয়ে কচু শাক, কুচো চিংড়ি দিয়ে পুঁই শাক, পোস্তো দানা ছড়ানো কল্মী শাক ভাজা, কাসুন্দী দিয়ে লাল শাক, আলু বড়ি দিয়ে নটে শাক, ঝাল ঝাল সর্ষে শাক, গিমে শাকের বড়া, তেঁতুল দেওয়া পালং ডাল - ওরে দুই থালা ভাত উড়ে যাবে তো শুধু শাক দিয়েই!
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮ | 198.82.17.74
  • ইপিস্তো কিসের কথা বলছে? কি শুরু করার কথা? :P
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৭ | 12.149.39.84
  • সেকি রে পিপি, কেন??
    কিকিয়াটা বলেছিল সর্ষেতে লিখে দিতে--আর হয়ে ওঠেনি।
    কিকিয়াটা আজকাল ক্ষি ঝটপট ঘুমোতে চলে যায় ;-)
    পাই, কয়েকখান মশা ছেড়ে দিলে ভুতের বাবাও পালাবে রে--তোর কিসের ভয়---
  • pipi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫১ | 173.161.6.201
  • নীনাদি, বাটি চচ্চড়ির রেসিপি খুঁজে পেতে গিয়ে আমি-ই ফ্রায়েড অ্যাণ্ড রোস্টেড হয়ে যেতে বসেছিলাম!
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫১ | 72.83.92.218
  • নিনাদি, টইতে আর বল্লুম না। কিন্তু তোমাকে আর বাকি সবাইকে সাবধান করে গেলুম। খবরদার আজ যদি আবার শুরু করেছো ! x-(
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৫০ | 198.82.17.74
  • পিপি , ওটা হট অ্যান্ড সুইট সসই হবে তো। সরি সরি।
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৮ | 12.149.39.84
  • ও মিঠু, জম্মদিনে কি কল্লে?

    দু, দিল্লী কতদূর গো?
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৭ | 12.149.39.84
  • এ দেক! পিপি, অমি তো সোজা সাপ্টা বাটি চচ্চড়ি ও কয়েছিলাম, সবশুদ্ধ মেখে বসিয়ে দিতে, ঝাল ঝাল ঃ-০ সঙ্গে গরম ভাত !
  • pipi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৬ | 173.161.6.201
  • নিনাদির মতে মুরগী বানাতে গিয়ে খ্যাল হল ঘরে ফয়েল বা বেকিং ডিশ কিসুই নাই। তখন তিমির মুর্গী বানিয়ে ফেললাম। খেতে খারাপ হয় নি কিন্তু টমেটো স্যসের কল্যাণে কেমন মিষ্টি মিষ্টি হয়ে গেল! অথচ এই ভয়ে ম্যাগীর হট অ্যাণ্ড সুউট টমেটো স্যস না এনে জৈন এর স্যস কিনলাম (অবশ্য এই দুটি ছাড়া দোকানে আর কিছু ছিলও না)। তিমিটা কি টমেটো স্যস ব্যবহার করে কি জানি। ভাবছি নেক্সট টাইম সালসা স্যস দিয়ে টেরাই করব তবে আমার হাতে পড়লে যেকোন ট্রায়েড অ্যাণ্ড টেস্টেড রেসিপিরই যে গঙ্গাপ্রাপ্তি সুনিশ্চিত এ ব্যাপারে আমি নিশ্চিত। প্রাপ্তি বলতে কর্নিশ হেনের বদলে আমিশ চিকেন। দেখলাম, মানে চেখে বুঝলাম গলা দিয়ে নামানো যায়।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৪ | 198.82.17.74
  • পিপিকে অক্টোবরফেস্টের কথা মনে করিয়ে দিতে এলুম। ঐসব মনে করে লিচ্চয় ঘাসপাতা অম্মেতর মত লাগবে। :P
  • pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:২৭ | 72.83.92.218
  • পিপি, মুরগী কি এখনো মুরগী করে চলেছে ? নাকি নিনাদির রেসিপিতে তাকে জব্দ করলে ?
  • pipi | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:২২ | 129.74.191.152
  • এ বাবা! মামীটা যে কি বলে না! সারা দুনিয়া বলে জপমন্ত্র জপে চলেছে গো গ্রীন! ঘাসপাতা খাও, এভারগ্রীন বন যাও, আমি তো লকলকে লাউশাকের মত তকতকে চিরসবুজ মামীর কথা ভেবেই চোদ্দো শাকের ধামা ধরে দিলাম! পছন্দ হল না? আচ্ছা সেই সাথে কিছু কুচো চিংড়ি, কুচো মাছ, আমসি আর কাসুন্দিও নিবেদন কল্লাম। এইবারে লিচ্চয় শাকপাতা মুখে রুচবেঃ-)
  • Du | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:২১ | 117.194.202.34
  • মিঠু , ওর্কুটে রিকোয়েস্ট পাঠিয়েছি , দেখেছো?
    নাহলে ব্রতীনের কাছেও পাবে আমার যোগাযোগ
  • m | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭ | 117.194.41.138
  • পিপি, হেব্বি দুঃখ পেলাম- জম্মদিনে শুদু ঘাসপাতা!!
  • kc | ২১ সেপ্টেম্বর ২০১১ ২১:০৪ | 178.61.96.29
  • ভূমিকম্পের কনস্পিরেসি অ্যাঙ্গেল নিয়ে পড়াশোনা করতে চাইলে আগে কার্বন ট্রেডিং ও তার চোরাবাজারি, জালিগিরি আর কিওটো প্রোটোকল নিয়ে গাঁতান। তারপরে ম্যাপে পয়েন্টিং করুন, "এই হল ভূমিকম্পের কেন্দ্র, এই হল অ্যামেরিকা, এইখানে হল শেলের নয়তো শেভরনের ড্রিলিং এর জায়গা। এই হল এই দেশের কার্বন এমিশন রেটিং,.....'' আইডিয়া চলে আসবে।
  • nk | ২১ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 151.141.84.194
  • দ্রি, ভূমিকম্প নিয়ে কোচ্চেন ছিলো। ঃ-)
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১১ ২০:০৯ | 168.26.215.13
  • সত্যি এই খেলাগুলোর কোন খবরই রাখি না। কোথায় খেলা চলছে।
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ২০:০২ | 204.138.240.254
  • ও কিছু না। অষ্টম বামফ্রন্ট গঠন হওয়া অব্দি অমনটাই চলবে। ময়দানের পোড় খাওয়া মোবা সমর্থক জানিয়েছেন।
  • Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৭ | 121.241.98.225
  • দুটো গোল ঢুকিয়েও দিয়েছে।
    ঃ)))
  • Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩৩ | 121.241.98.225
  • মোহনবাগান আবার গোল খেয়েছে। ঃ(
  • Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৭ | 121.241.98.225
  • দুপুরে টইতে একটা মাঝারি মতন পোষ্ট ফেলে চুপচাপ বসে ছিলাম। টই উঠছিলনা কিন্তু পোষ্ট টা দেখাচ্ছিল। ভেবেছিলাম সময়ে আপডেট হয়ে যাবে।
    উহুঁহুঁ। উড়ে গেছে।
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৮:১০ | 202.91.136.3
  • যাক, বাংলার সম্মানটা রইল। বাকিদের অবস্থা তো কহতব্য নয়। ঃ)
  • de | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৯ | 59.163.30.6
  • ইয়াহু!
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৬ | 202.91.136.3
  • জিতে গেছি। থ্যাংকু নেতাই। ঃ)
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৮ | 202.91.136.3
  • আর আট মিনিট। ঃ X
  • Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৩ | 121.241.98.225
  • East Bengal (Robin Singh 69') 1 - 0 Dempo ( YBK - 79' )

    ঃ((
  • saikat | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৭:৩৫ | 202.54.74.119
  • ঘটক মশাইকে নিয়ে আরও কত্ত ভাল ভাল লেখা পাচ্ছিল। টই নড়ে না বলে আর লিখলাম না।

    বেঁচে গেলে(ন) সবাই।
  • ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫২ | 216.52.215.232
  • তুই কি মীরাক্কেল দেখিস যে তুই কার গ্যাস জানবি?
  • sayan | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৫ | 160.83.96.83
  • প্পন্দা উচ্ছন্নে গেছে। বং-অ্যাম হয়েও গ্যাস চিনল না।
  • sayan | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪৩ | 160.83.96.83
  • দাঁড়কাকেরা হঠাৎ প্রচন্ড ভয় পেয়ে গেলে ওরম হয়।
  • de | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৪২ | 203.197.30.2
  • কিকি :))
  • Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৮ | 121.241.98.225
  • নয় নয় নয় নয় করে ছত্রিশ মিনিটের খেলা হয়ে গেলো। এখোনো ফলাফল গোলশুন্য।
  • siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৮ | 123.242.248.130
  • ঃ))
  • kiki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৬ | 59.93.169.197
  • আমাচ্ছেলে কাল থেকে আমায় হতভম্ব করে চলেছে, কাল ক্যাম্প থেকে ফিরে নানান গপ্প চলছিলো বাপের সাথে, তো আমি হঠাৎ শুনতে পেলুম ওর রুমমেট যে ছিলো(সে আবার তার প্রিয় বন্ধু ও বটে)সে নাকি তার গার্লফ্রেন্ডকে ফোনাচ্ছিলো(সবাই নাকি ফোন নিয়ে গেছে, আমি ই শুধু দিই নি,বেচারী ভারীদুঃখু পেয়েছে, আর আমার জেঠানি ও ফেসবুকে ভারী বকে দিয়েছে)আর হেডফোনের একটা তার কানে আরেকটি আমার শ্রীমান কানে দিয়ে শুনছিলেন।তো তার বাবা যখন জিগালো, এইরে কিছু বলে ফেলিসনিতো কথার মাঝে, বলে কিনা আমি তো মুখে সেলোটেপ লাগিয়েছিলুম , প্রায় একঘন্টা।কি বাঁদর ছেলে পিলের দল।তারপর আবার মুখ টুখ কেমন করে একটা অদ্ভুত ভয়েসে বলছিলো, সে নাকি এমনি করে জিগাচ্ছিলোঃ তুমি কেমন আছো ঋদ্ধিমান? তারপর বাপ বেটাতে হু হা হাসি।ধরে পাছুতে ঠকাস ঠকাস করে দিতে ইচ্ছে হচ্ছিলো, নেহাত বড় হয়ে গেছে বলে কিছু বললুম না। অথচ আমি যখ্‌ন চেপে ধরে জিগালাম আর কি বলছিলো রে? তখন ভুলে গেছি বলে কেটে পরলো:X

    আর আজ স্কুলে যাবার সময় বললো সে নাকি ধবধবে কালো দাঁড় কাক দেখেছে সেখানে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত