কলিদি, এই কথাটা লিখতে যাচ্ছিলাম। মেয়েদের ম্যাসকুলিন হওয়াটা কিন্তু খোরাকের এলিমেন্ট হয়না। বরং সেটা বেশ অন্যরকম হওয়া। একজন পুরুষালি লেসবিয়ানকে একজন মেয়েলি গে র থেকে অনেক কম ঠাট্টা টিটকিরি শুনতে হয় ( আমি সামাজিক অ্যাকসেপ্টেন্সের কথা বলছি, জাস্ট আচরণের প্রতিক্রিয়ার কথা বলছি) । আর মেয়েলিপনা খোরাকযোগ্য, এটার জন্য হিন্দি ফিল্মে এগুলোকে কমেডির এলিমেন্ট করে তোলার ট্র্যাডিশ্নএর একটা অবদান অবশ্যই আছে। কিন্তু তা বাদেও যদি দ্যাখো, আমাদের নিজেদের মধ্যে প্রচলিত কথাবার্তাগুলো, যেগুলো প্রচলিত বাগধারা বলেও অত সিরিয়াসলি হয়তো নি না, মেয়েদের মত চুড়ি পড়ে বসে থাক, মেয়েদের মত করছিস ক্যানো, এগুলোকে কিন্ত একটা ডেরোগেটরি অর্থেই ব্যবহার করা হয়। উল্টোদিকে মেয়েটা টমবয়িশ, বা মেয়েকে আমি ছেলের মতন করে মানুষ করেছি, এর মধ্যে কোথাও একটা প্রচ্ছন্ন শ্লাঘাও আছে। সেটা সবসময় না থাক্লেও কোন ডেরোগেটরি অর্থ নেই। এগুলোতে আমরা অনেক স্বচ্ছন্দ বলেই হিন্দি ফিল্মে ওগুলো দেখে আমরা এন্টারটেইনড ও হই, পাবলিক এটা তো ভালো খায়ও।
aranya | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৯ | 144.160.226.53
থ্যাঙ্কস্ উমেশ, খুশীর খবর। ব্রোকব্যাক মাউন্টেন নিয়ে আলোচনা হচ্ছে দেখলাম, বড় ভাল লাগা সিনেমা।
umesh | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৩০ | 80.254.147.148
ইবে-২, প্রয়াগ-১
aranya | ২৬ সেপ্টেম্বর ২০১১ ২০:২২ | 144.160.226.53
ইবে-প্রয়াগ খেলার রেজাল্ট কি?
sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৮ | 121.241.218.132
কিংবা আমার ভীষন পছন্দের, যদিও বিষয় শুধুমাত্র রিলেশনশীপ না, My own private Idaho ও দেখতে পারেন। এই সিন্মা দেখতে গিয়ে আমার খালি কান্না পায়।
sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৪ | 121.241.218.132
মানে ১৯৯৭ এর ওং কার ওয়াই এর বানানো টা।
sinfaut | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৩ | 121.241.218.132
গে আরেকটি অসাধারন প্রেমের সিনেমা 'হ্যাপি টুগেদার' ও দেখতে পারেন।
kk | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৯ | 107.3.242.43
দুত্তোর, ধারণা **
kk | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৮ | 107.3.242.43
আহা, ব্রোকব্যাক আমার সবচেয়ে প্রিয় সিনেমা গুলোর মধ্যে একটা। এখনও (মনে আছে সিনেমাটা বেরোনোর কিছুদিন পরেই আমি আর মিতাদি ফোনে প্রায় আধ ঘন্টা ধরে এটা নিয়ে কথা বলছিলাম আর সেই সময় আমার কড়াইয়ে বসানো বেগুন ভাজা পুড়ে খাক হয়ে গেছিলো)। শেষকালে উইলি নেলসনের 'হি ওয়জ অ ফ্রেন্ড অফ মাইন' গানটা ..... ব্যথাটা আস্তে আস্তে মনের একদম গভীর স্তরে গেঁথে যায়।
কিকির এই যে ধরনাটা -- গে মানেই এঁকেবেঁকে হাঁটা আর গা জ্বালানো 'মেয়েলীপনা' এটার জন্য সবচেয়ে বেশি দায়ী আমার মতে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রী। হিন্দী ফিল্মে গে দের একটা হাসির খোরাক হিসেবে ইউজ করে যেটা আমার কাছে ভয়ানক আপত্তিকর। তার ওপরে আবার আমরা বেশির ভাগ সময়েই অচিরাচরিত কোনকিছুকেই মেনে নিতে পারিনা। লেসবিয়ান মেয়েদের মধ্যেও অনেকের ম্যাসকুলিনিটি থাকে, সেটা আমাদের চোখে লাগেনা, আমরা খেয়ালও করিনা এমনকি। কিন্তু ছেলে মানেই তাকে মাচো হতে হবে এই ধারনাটা আমাদের মাথায় গেঁথে বসে আছে। তার অন্যথা হলেই গা-পিত্তি জ্বলে বা অস্বস্তি হয়। এই মাইন্ডসেট থেকে আমরা কবে বেরোতে পারবো?
অন্য প্রসঙ্গে, অবাস্তব বাবু 'জু কীপার' অতি খাজা সিনেমা। দেখে সময় বরবাদ করবেন না।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৪ | 72.83.87.179
এটা আমারো আগে মনে হত। এ নিয়ে এখানেই তর্ক করেছিলাম, মনে আছে। সেখানে বলেছিলাম, মেয়ের অমনি করলেও তো বিশ্বন্যাকাই বলি , ঐ মুনমুন সেনের উদাদরণ এসেছিল, আর তাই নিয়ে গা পিত্তি জ্বলে, খিল্লিও করি। পরে মনে হয়েছে, ছেলেদের ক্ষেত্রে, অনেক কম কিছু করলেও, ছেলে বলেই আমাদের অনেক বেশি অড লাগে।
kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩২ | 59.93.207.1
পড়বো, থেঙ্কু।
kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩০ | 59.93.207.1
পাই, একটু একটু পড়েছিলাম তো। কিন্তু সিনিমায় দেখতে গেলেই অমনি দেখাতো।এমনকি বেশ কিছু কে আমি রাসবেহারি, নন্দনে দেখেচি। দেখলেই গা পিত্তি জ্বলে। সেটা মেয়েলি টেয়েলি বলে নয়। মেয়েরা অমনি করলেও তাই হয়।আসলে ঐ ব্যাপারটাই, কিন্তু এটাও ঠিক ওদের জন্য সেটাই হয়তো স্বাভাবিক।আসলে কেমন কৃত্রিম লাগে। আমি একজনকে রাসবিহারি মেট্রো (কালিঘাট) দেখলাম, বেরিয়েই ক্যামন এঁকে বেঁকে চললো, তারপর দাঁড়িয়ে চুলে একটা হেয়ার ব্যান্ড আটকে ফেললো।এমন ও হতে পারে তারা ওভাবেই মেসেজটা পাঠায় তার সঙ্গীকে,যেহেতু এখানে ব্যাপারটা স্বাভাবিক নয়।
রূপান্তরকামী হলে যেমন সেক্স ও জেন্ডারের মধ্যে পার্থক্যটা চরমে থাকবে, মাঝে অবস্থানকারে গে , লেসবিয়ান , এদের মধ্যে কিন্তু মাসকুলিন, ফেমিনিন দুরকম ট্রেট ই থাকে। ফেমিনিন গে হলে আমাদের ঐ অস্বস্তিগুলো হতে থাকে।
aka | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৩ | 168.26.215.13
কিকির জন্য - ।
সিঙ্গারটি একজন গে। ৮০ র দশকে নিউ ইয়র্ক এবং লণ্ডনে গে বলতে লোকে বোঝাত, একটু মাস্কুলিন, লেদার জ্যাকেট এবং সাথে একটি গোঁফ।
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৩ | 72.83.87.179
জানিনা কিকিদি গুরুর অন্য যৌনতা ইস্যু কিম্বা আমার যৌনতা চটিটা পড়েছিলে কিনা, পড়লে হয়তো সিনেমাটার মতই এদের নিয়ে অনেক ধারণা বদলে যেত।
এখানে তার কিছু ইছু লেখা আছে। সাক্ষাতকারগুলোও (কথোপকথন) দেখো, এই তথাকথিত ন্যাকামি নিয়ে কিছু প্রশ্ন উত্তর আছে।
বেঁকে বেঁকে হাঁটলে বা ন্যাকা হলেও ( ছেলেরা যেটা হলে আমাদের অস্বস্তিটা বেশি হয়, আমরা তাই নিয়ে খিল্লি করি)কিন্তু সেটা অনেকের জন স্বাভাবিক। এটা পুরো একটা স্পেক্ট্রা। একদম এক্সট্রীমে স্ট্রেট আর আরেক এক্সট্রীমে ট্রান্সজেন্ডাররা আছেন। ঐ এক্সট্রীমীর লোকজনের জন্য কিন্তু ঐ প্রচন্ড সো কলড 'মেয়েলি' আচরণ অস্বাভাবিক না। আমরা সেটা দেখতে অভ্যস্ত নই বলে আমাদের চোখে লাগে, বিরক্তিকর লাগে। আর বহু ক্ষেত্রে ( এক্ষেত্রে করা হয়েছে বলছিনা, কিন্তু বহু বহু লোকজনকে করতে দেখেছি) এ নিয়ে খিল্লি করতে দেখেছি।
kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৩ | 59.93.207.1
অ! নেতাইকে একটা থ্যাঙ্কু দেবার আছে, মৌসম দেখবো ভেবেছিলুম,ভাগ্গিস! কাটিয়ে দিইচি।পুজাসংখ্যার বাজারে কয়েকঘন্টা নষ্ট করা কোনো কাজের কতা নয়কো।
kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:৩৯ | 59.93.207.1
দু,ঃ)
আমার আগে ক্যামন ধারনা ছিলো গে মানেই এঁকে বেঁকে হাঁটে আর বিশ্বন্যাকা হয়।গা জ্বালানে টাইপ। কিন্তু এ সিন্মাটা ধারনাটা বদলে দিলো।
ব্যাংএর জন্য মহা ইম্প ইনফো। ইচ্ছে নেই বলেছিলাম , কিন্তু প্রিয়াতে সে এখনো আছে দুপুর বারোটায়।
Du | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:৩৫ | 117.194.199.35
কিকির মতো আমারও বেস্ট দেখা একটা প্রেমের গল্পের লিস্টে থাকবে এই সিনেমাটা।
kiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৪ | 59.93.207.1
ব্রুকব্যাক/ব্রোকব্যাক মাউন্টেন দেখলুম। কারোর যদি গে তে অ্যালার্জি না থাকে তো দেখতে পারেন।
ইংলিশ পেশেন্ট যদি কবিতা হয় তো এটা সলিটারি রিপারের গান।
ডিঃ এই তুলনা নিয়ে কোশ্ন করে জ্বালাবেন্না, এখন এট্টুস ভাবে আছি, কি বলছি অত ভেবে বলতে পাচ্ছিনা। সিম্পুল!
siki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪১ | 123.242.248.130
আমার কিসুই হয় নাই। গেল শনিবার ভেবে রেখেছিলাম পুজো শপিং করব, তো শালার চেন্নাই পুরো ভোগে পাঠিয়ে দিল আস্তো উইকেন্ডটা। এখন মাঝউইকে একদিন ডুব মারতে হবে শপিং করার জন্য।
Jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪০ | 182.253.0.99
তাই তো বলছি, কলকেতায় বসে হয়নি আবার কি, সেতো যে কোন মুহূর্তে "হয়েছে', "হয়েই গেছে অবশেষে' তে পরিবর্তিত হতে পারে.. এখন তো পরিবর্তনের ই যুগ ঃ)
titli | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩০ | 121.241.218.132
দিল্লীর খবর নাই ঃ-( ।
m | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৬ | 117.194.39.116
এইবার আনন্দলোকের পুজো সংখ্যায় একটা খুব ভলো লাল সাদা প্রিন্টেড সিল্কের ছবি দিয়েছে-সেটা পেলে খুব ভাল্লাগতোঃ)
m | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৩ | 117.194.39.116
তোমার তো তবু মশারি হয়েছে আমার একটা চটের ব্যাগ ছাড়া কিছুই হয় নি..
Jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৯ | 182.253.0.99
rene কি দিল্লীতে? আমার দিল্লীর দোকান চাই।
Jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৮ | 182.253.0.99
কলকাতায় বসে আবার কবে কিনব করে দুঃখু করছে ...... আমার মত পুজোতে খালি একটা মশারি হলে বুঝতে!
titli | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৭ | 121.241.218.132
আমি একখানা তসরের শাড়ি উপহার পেয়েছি কাল। ডাই করা। rene থেকে নেওয়া। ভারি পছন্দ হয়েছে আমার।
m | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৪ | 117.194.44.153
তসরের শাড়ি! সে আমাকেও কিনতে হবে। হায়, কবে যে কিনবোঃ((
Jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:১১ | 182.253.0.99
কুমু দি কাঁথা স্টিচ শাড়ী কেনা হল? আমি দিল্লী থেকে একটা তসরের শাড়ী কিনব ভাবছি, বারাখাম্বা রোডের এম্পোরিয়াম গুলো তে পেয়ে যাবো? বেশী ঘোরাঘুরি করতে পারব না ....একপিস পুট্টে থাকবে সাথ)....
Jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৭ | 182.253.0.99
ওজনের কথা তুলে লজ্জা দেবেন না!! এই সরু সরু মেয়েদের দেশে জামাকাপড় কিনতে হিমসিম খেয়ে যাই!
আর মেয়েমানুষ, বয়সের কথা আর নাই বা তুললাম ঃ)
kumu | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:০২ | 122.160.159.184
ঝিকি,আমার ওজন,বয়েস দুটোই তোমার দ্বিগুণ। ঃ-((
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৯ | 72.83.87.179
ফরিদাবাদ দূর অস্ত ?
siki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৫ | 123.242.248.130
ফরিদাবাদ বহুউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউউ দূর।
সেই ফরিদাবাদ ছাড়িয়ে যাওয়া মানে, আরওওওওওওওওওওওওওওওওওওওও দূর।
খাঁড়া থেকে শুরু করে টিএনটি নিয়ে রেডি। যে যেমন সুপারি দেবে।
Jhiki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪১ | 182.253.0.99
সে তো আমিও ফি হপ্তায় না হোক, দু-হপ্তা অন্তর ফ্যাব ইয়ার্ডে যাই, ওঁত পেতে বসে থাকা সব পাজির পাঝাড়া কনস্ট্রাকশনের লোকদের কাটিয়ে, ইয়ার্ড ভিসিট করে কাঁকড়া কিনে বাড়ী ফিরি..... আমি কি কমপ্লেন করেছি??
pi | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৯ | 72.83.87.179
কোলকতায় এয়ারপোর্ট কি ডিএলেফ কি সল্টলেক কি বইমেলা সবই আমার কাছে এক জায়গায়। পূর্ব কোলকাতায়। মানে, এবার গিয়ে বাসে বাসে ষটলে অটোতে গুচ্ছ চক্কর কাটার কাগে অব্দি তাই ভাবতাম। তাই আমার ভাবার ভরসায় বিশেষ থেকোনা। আমার কাছে তোমরা দুজনেই দিল্লি। তাই খুব ভাবতে পারছি ঃ)
siki | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৬ | 123.242.248.130
মুড়িমাখার সাথে একটু পেঁয়াজকুচি, প্লিজ।
পটাশম্যাম, ফেরার পথে সন্ঝের দিকে ফরিদার বাড়িতে রিফ্রেশমেন্ট নিয়ে ফিরে আসুন।
Netai | ২৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৬ | 121.241.98.225
হপ্তায় হপ্তায় না গিয়ে একবার গিয়েই ট্রাইনাইট্রোগ্লিসারিন মেরে দ্রাম করে প্লান্ট উড়িয়ে দিলেই তো হচ্ছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন