এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০১:১৫ | 128.231.22.133
  • কাব্লিদা, ছোটোবেলা থেকে যাকে দেখে আসছো, তাকে সিনেমার পর্দায় খুনখারাপি ধর্ষণ করতে দেখলে ( যা নাকি অভিনেতারা রুটিনলি করে থাকেন) অস্বস্তি হবে ? ঃ)
  • pi | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০১:০৬ | 128.231.22.133
  • পিপি, ল্যাবে তো কাপ আছে, কলে গরম জলও আছে আর নুন আছে। খানিক গার্গল করে নিয়ে দেখতে পারো। আর অনেকক্ষণ ধরে গরম জল খুলে রেখে একটু ভেপার নেওয়া। আরাম পাওয়া যায়।
  • nk | ২৪ সেপ্টেম্বর ২০১১ ০০:২২ | 151.141.84.194
  • শুক্কুরের সন্ধেবেলা সব শুনশান
    কানে শুধু পিনপিন ভুতেদের গান

    ঃ-)
  • nk | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪১ | 151.141.84.194
  • ভালো কথা, ব্যাঙের কী হোলো?
  • nk | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৬ | 151.141.84.194
  • এদিকে ঘোর অপ্রেশনে টইতে "পুজোর পদ্য" হয়ে গেছে "উজোর পদ্য"। আমি তো ভাবলাম হয়তো কোনো জনজাতির পদ্য নিয়ে হয়তো মর্মস্পর্শী দার্শনিক আলোচনা। তারপরে দেখি এই অপ্রেশন!!!! প খসে গেছে!!!!
  • nk | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪ | 151.141.84.194
  • বল্লো তো রাম আছে ঘরে। কিন্তু ল্যাবে তো নাই!
    ল্যাবে শুধু গাইতে হবে, "মেরা পিয়া ঘর আয়া, হো রামজী"
    ঃ-)
  • sayan | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২২:০৯ | 115.184.27.17
  • পিপি ঠান্ডা লেগেছে ওষুধ খুঁজছিস কেন ঘরে মহৌষধি কিছু মজুত নাই!
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৫২ | 117.194.199.187
  • ওখানে থেরাফ্লু
  • pipi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৫০ | 129.74.191.152
  • কোল্ডরিন-লি এদেশে পাওয়া যায়? সত্যি সত্যি জানতে চাইলুম।
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৮ | 122.174.76.8
  • ব্যাচেলর লাইফ, খালি খাওয়া আর ঘুম। আর ক্ষী চাই?
  • m | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৪২ | 117.194.32.128
  • সবে তো সন্ধ্যে- এখন ই ঘুম!
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৪২ | 117.194.199.187
  • কোল্ডারিন লি ? ঃ) প্লাস নাক ধোও ভালো মতন জল দিয়ে।

    রাত্রে কাশি না হবার একটা গ্রাম্য ওষুধ জানলাম কার্যকরী, পিপির লাভ হবে না তাও লিখছি-- শর্ষের তেল আর নুন মিশিয়ে গলার কন্ঠীতে রেখে দাও।
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৪১ | 122.174.76.8
  • ঘুনু কত্তে যাই।
  • pipi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৬ | 129.74.191.152
  • আদা নজেন এদেশে কই পাই? রাম ঘরে আছে কিন্তুক ল্যাবে কি করে খাই? ওষুধ বাতলাও!
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৩১ | 168.26.215.13
  • সর্দ্দিতে ওষুধ খেলে এক হপ্তা না খেলে সাতদিন। রাম খেলে অবিশ্যি অন্য কথা।
  • m | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৩০ | 117.194.32.128
  • গরম জল আর আদা নজেনঃ)
  • pipi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২১:১৪ | 129.74.191.152
  • আপাতত আমার মাথা পাথরের মত ভারী, নাক ভত্তি সদ্দি আর খুকখুক কেশে যাচ্ছি। নাইকুইল খাওয়া যাবে না, ল্যাবে আছি। তালে কি খেলে রিলিফ পাই, জনতা আলোকপাত কর।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৩১ | 72.83.92.218
  • কেসিদা, মামু, দীপঙ্করদা .. এই গানগুলোর লিং কি অন্য কোন টইতে ছিল ?
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২৪ | 122.174.76.8
  • ভাবা যায়? আমি কালও আপিসে ...
  • ppn | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২৩ | 204.138.240.254
  • হুর হুর ঘ্যাটাং ঘ্যাটাং ঘ্যাটাং

    (শুক্কুরবারের দোকান বন্ধ হল)

    নমো যন্ত্র, নমো যন্ত্র, নমো যন্ত্র ....
  • m | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২০:২৩ | 117.194.39.40
  • দু দুটো ল্যাপি একই দিনে দেহত্যাগ করেছে- সঙ্গে নেট ও আসছে যাচ্ছে- এখন আবার দূরভাষ স্তব্ধ। আজ গলা ছেড়ে ঝগড়া করে শুক্কুরের সন্ধ্যে কাটাতে হবেঃ)
  • siki | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২০:১৬ | 122.174.76.8
  • ব্যস??? সারাদিনে মাত্র ছ পাতা? কী হল শুক্কুরবারের মার্কেটে?

    কেসিদা গান শোনানো শুরু করেছিলেন কবে? ঐ ইস্নিপসে একটা দুটো টুকরো ছাড়া আর গান কোথায়?
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১১ ২০:০০ | 168.26.215.13
  • উঁহু নেসেসারি কিন্তু সাফিশিয়েন্ট নয়। স্টিভ জবস কোয়ালিটি বা বিল গেটস কোয়ালিটি। গুগুলের ব্যপারটা একেবারে অন্যরকম আবার। তবে ইন জেনারাল বেশ একটা ক্যারিশমা থাকতে হয়। জুকের্বাগটা কেমন জানি।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৪ | 72.83.92.218
  • নাকি ভালো কথা বলতে জানলেই ভালো ছি ই ও হওয়া যায় ?
  • aka | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৯ | 168.26.215.13
  • ভালো ছিইও হয়ে গেলে ভালো কথা বলতে জানতেই হয় মাস্ট।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩৩ | 72.83.92.218
  • বোঝো। তাইলে তুমি টাইলেনল রেসিস্ট্যান্ট, ফুলু শট রেসিস্ট্যান্ট কোন মিউটেশন ক্যারি করো নিগ্‌ঘাত ঃ)
    এদুটো একটাই মিউটেশন কিনা স্টাডি করে দেখা যেতে পারে। যাদের যাদের টাইলেনলে কাল হয়না, শটেও হয়না কিনা ঃ)
  • pipi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৫ | 129.74.191.152
  • বছর দুই আগে একবার শট নিয়েছিলাম। নেবার এক হপ্তার ভিতরে ফুলু এসে গেল! সেই থেকে শট নেই না।
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৩ | 72.83.92.218
  • ফ্লু শট নিয়ে নাও। দ্রি যাই বলুন না কেন ঃ)
  • Du | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:২২ | 117.194.202.120
  • ভালোমতন আসে পিপি। সাবধানে থেকো।
  • pipi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৯:২০ | 129.74.191.152
  • আচ্ছা, ফুলু কি এক হপ্তার ভিতর ফের ফিরে আসতে পারে? আমার যেন কেমন কেমন লাগছে! ভেউঃ-(
  • Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৮:২১ | 121.241.98.225
  • আজ সবাই যেন ঘুমোচ্ছে। ডিডিদার পাওলি দামের পোষ্টোও দাম পেলনা এ বাজারে।

    বড়ই দুরবস্থা মশাই।
  • Sibu | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৫ | 122.175.24.231
  • http://www.alternet.org/sex/86736/

    Despite the ubiquity of "slut," where you won't hear it is in relation to men. Men can't be sluts. Sure, someone will occasionally call a guy "a dog," but men simply aren't judged like women are when it comes to sexuality. (And if they are, they're judged in a positive way!) Men who have a lot of sexual partners are studs, Casanovas, pimps, and players. Never sluts.
  • pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৫ | 72.83.92.218
  • ছেলেটির সাহস নিয়ে এই কোশ্চেনটা আমিও তুলেছিলুম তো। ডিডিদার চোখ এড়িয়ে গেছে ঃ(
  • ppn | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৯ | 204.138.240.254
  • আপিস থেকে অ্যাক্ষেস ইল্লা।
  • j | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:২১ | 125.20.13.82
  • khaali paaoli ? :-D
  • Ishan | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৬:০১ | 117.194.45.42
  • পাওলি ছাড়া বাকি টই তো ঠিকই আছে। খালি পাওলিতে লিখবেন না। ওটায় কিছু একটা বিগড়েছিল। সেজন্য একটা দুই নং বানিয়েছিলাম। সেটা একটু কেউ খুঁজে দ্যান না।

    আর টই বিগড়োলে কেউ বাপু একটু রিস্টার্ট মেরো। আমার নেটের এখন তখন অবস্থা।
  • kiki | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৮ | 59.93.204.225
  • টই পেগলে গেছে, ডিডিদাদা পাওলি দামে কি লেখেছেন দেখতে গিয়ে দেখি শেষে কেন, সে পাতার কোনখানে ডিডিদাদার দেখা নেই।ঃ(
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫২ | 124.247.203.12
  • আরে টইতে তো শুধুই নয়, সারা মেডিয়ার কথা কইছি।
    কজনে অনুব্রতের নাম মেনশন ও করেছে ? উচ্চকিত হাহাকার, চিৎকৃত হাত্তালি - বেচারা কিছুই পেলো না।
  • ppn | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৬ | 204.138.240.254
  • ডিডি, অনুব্রতকে নিয়ে তো ওই টইতে আলুচানা হয়েছে।

    তবে "উচ্চকিত' আলুচানা হয়নি। ঃ)
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৩ | 124.247.203.12
  • তো সেই অনুব্রত ক্যানো সাহসী নয়?

    মনে হয় কট্টর পুরুষবাদীদের চোখ এড়িয়ে গেছে। কেউই বললো না অনুব্রতের হাত ধরে বাংলা সিনেমা আজ লায়েক হোলো।

    পুরুষ মানে য্যানো শুধুই ব্যাটাচ্ছেলে, তার লাজ লজ্জা ফেমিলি... এ সব য্যানো কোনো ব্যাপারই না।
  • kd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৯ | 59.93.193.231
  • ডিডি, ছেলে বলতে অনুব্রতর কথা বলছেন? ছেলেটির বাবা আমার বিশেষ বন্ধু অলোক বোস মারা গেছে ৬ই জানুয়ারি, ২০০৫এ। ওর মা, রীতার সঙ্গে প্রায়ই দেখাসাক্ষাৎ হয় - আমাদের কলেজীয় আড্ডায় এখনও আসে।

    এই সিনেমাটি দেখা আমার পক্ষে বেশ অসোয়াস্তিকর। মানে যাকে ছোট্টোবেলায় খাটে হাত-পা ছুঁড়ে খেলতে দেখেছি, তাকে এই সব সীনে....
  • riddhiman | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৯ | 108.194.169.197
  • লিকুইড ফাইন্ডস ইট্‌স ওন লেভেল। আমার পোস্টের জায়গা ভাটিয়ালি। ওদিকে কোমল্গন্ধর আর নারীদেহের বাকসমনেস নিয়ে বড় টই। পাওলি দাম রোগা না হলে উনিও আসতেন ওখানে।
  • ppn | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৭ | 216.52.215.232
  • হা হা, ঋদ্ধিমান, গুরুর কোন সেন্সর বোর্ড নেই। টেকনিকাল কারণে টই আপডেট হচ্ছে না।

    এই তো, আপনার পোস্ট ভাটিয়ালিতে এসে গেছে।
  • riddhiman | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪২ | 108.194.169.197
  • http://starananda.newsbullet.in/video/kolkata/9966-2011-09-22-13-16-30

    এই টা সবাই মিলে দেখুন । এটার সাথে এটাই লিকেছিলুম যারা রিত্তিক মেলোদ্রামা আর নেকা সুপ্রিয়াকে নিয়ে মেতে আছেন, তারা নিজের রিস্কে দেখবেন। সাবধান ! যুগ আপনাদের পেছনে ফেলে এগিয়ে গেছে । সঙ্গে সঙ্গে লেখা গায়েব হয়ে গেল
    গুরুর সেন্সরবোর্ড কে একটা ব্যর্থ নমস্কার দিলাম।
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৪ | 124.247.203.12
  • আরে সেরম যুগান্তোকারী কোনো অবজার্ভেশন নয় যে নথীবন্দ করতে হবে। টাইমপাস,টাইমপাস।

    সবাই পাওলি দাম পাওলি দাম নিয়ে পাড়া মাতাচ্ছে। একটা ছেলেও তো ছিলো। তাইলে? তার কথা কেউ ভাবলো?
    তার মা বাবা? ছেলে পুলে যখন বড়ো হবে? পাড়া প্রতিবেশী? তার সাহস কম কি দেখলেন?

    এটা কি একধরনের অপ্রেশন? এই ইগ্নোর করে যাওয়া? না কি কোনো ষড়যন্ত্র?

    এই ই ছিলো আমার জিজ্ঞাসা। তো কে দিবে উত্তর?
  • ppn | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৮ | 216.52.215.232
  • ডিডিদা, এইখানে ল্যাখেন পাওলি দামেরে লইয়া।

    পরে ইউনিকোডে গিয়া কপি-পেস্ট করন যাইবো।
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৫ | 124.247.203.12
  • অনেকানেক সময়ে স্ট্রোক হলে হয়, বলে - বাঁদিকটা পরে গ্যাছে। অন্য দিক ফাসক্লাস।
    গুচতে তাই। টই পরে গ্যাছে, ভাট জ্যান্তো আছে। সব মিলিয়ে একটা কনস্টিপেটেড আবহাওয়া।
  • dd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১৩:২১ | 124.247.203.12
  • পরীক্ষা
  • dipu | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১২:১৪ | 61.12.12.83
  • হুম্ম
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত