এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১৮ | 128.231.22.133
  • আমি ডেরাইভারি ড ও জানিনা। কিন্তু তাই বলে কি আর রিটনটা পাস করি নি ! কোশ্চেনগুলো এখন করলে সব উত্তরও ভুল হতে পারে সেটাও আলাদা কথা, কিন্তু তাই বলে কি রিটনটা পাশ করিনি ! ও, হুতো ?
  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১৪ | 198.82.25.234
  • সান্দা,
    ঃ-)
  • sayan | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১২ | 115.242.189.183
  • যাক্‌ হুতোর একটা হিল্লে হয়ে গেল। :-p
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২২:১১ | 12.149.39.84
  • হুতো কি তোর মতন একলাটি ? ওর বলে বৌ আচে মেয়ে আচে তাদেরকে আম্রিগা ঘোরাবে--ও তুই বুঝবিনা
    তিমি বিয়া করবি কবে রে?
  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২২:০৯ | 198.82.25.234
  • মাইলের পর মাইল গাড়ি চালাবে কেন? লাইসেন পেলে হুতোদা কি ইউপিএসের পোস্টম্যান হবে? ঃ-)
  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২২:০৮ | 198.82.25.234
  • হুতোদা আমারে ড্রাইভার রাখবে? তাইলে সব ছেড়ে ছুড়ে চলে যাই।
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২২:০৩ | 12.149.39.84
  • আহারে হুতো, তোর ভালর জন্যি বলা----স্তব্ধতা তেয়াগিয়া দিয়ে আয় পরীক্ষে---আর তারপর দুনিয়া তোর মুঠ-ঠি মে রে --মনের আনন্দে কবে্‌ত লিখবি আর মাইলের পর মাইল গাড়ী চালাবি---
  • r2h | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৫ | 198.175.62.19
  • (দীর্ঘশ্বাস)
  • r2h | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৫ | 198.175.62.19
  • (স্তব্ধবাক)
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৪ | 12.149.39.84
  • হুতো গাড়ী চালায় ভাল--কিন্তুক পুলুশ শুনবে নাতো---লাইসেন লাগবে বলে ঝ্যামেলা করবে
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৪২ | 12.149.39.84
  • আরে আমি বেচব ক্যান! সুতো কি করে এখন তাই চিন্তে
  • hu | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৪২ | 12.34.246.73
  • আমি অবশ্য রিটনে একশোয় একশো পেয়েছিলাম। কিন্তু আমি শিওর হুতো লাইসেন্স ছাড়াই আমার চেয়ে ভালো গাড়ি চালায় ঃ-))
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৪১ | 12.149.39.84
  • সায়ন, তাইলে কি সুপারিটা তিমিকেই দি ই--তিমিক্যালানোর?
    এই, তিমি --হলুদপাথর এক্ষুণি লিখতে বোস--
    এমা এমা তিমি পারেনা পারেনা দুয়ো দুয়ো
  • hu | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৪১ | 12.34.246.73
  • এ কিন্তু ভারি অবিচার। নায়হ ড্রাইভিং রিটনটা পাশই করতে পারেনি। তা বলে বেচে দিলে?
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৮ | 12.149.39.84
  • বেচা-হুতো ঃ-)))))))
  • hu | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৮ | 12.34.246.73
  • বেচা আবার কে? ঃ-))
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৭ | 12.149.39.84
  • তিমি তুই একটু ঐ ছোট্ট গুরু-সোহাগের কাছ থেকে সুভদ্র সুনদ্র হয়ে আয় দিকিনি---আর হুতোকে ডেরাইভারির টেস্টটা পাস করিয়ে আয়----বেচা না লিখছে কবতে না দিচ্ছে পোস্ট
  • hu | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৫ | 12.34.246.73
  • কি দিনকাল! কি দিনকাল! বুক বাজিয়ে দুর্নীতি করছে এরা!
  • sayan | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৪ | 115.184.82.143
  • নীনাদি, কেউ সুপারি নেবে না, সব ভাই-বোন দ্যাখো কেমং এক হয়ে গেছে ;-)
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৪ | 12.149.39.84
  • হুচি, তুই নে তো , লক্ষী মেয়ে।
    আহা সায়ন বড় ভাল --
    ( আবার সেও খিল্লী কল্ল কিনা তাও বুইলামনা) ঃ-(
    স্পেল চেক লাগানো হউক--মামু শুনছেন--ও মামু উ উ উ উ
  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৩ | 198.82.25.234
  • আরে সুনদ্র কবিতায় দিব্যি চলে! বিশ্বেস না হয় ডিডিদারে জিগাও। চমৎকার অন্ত্যমিল হয়।
    সুভদ্র, সুনদ্র ইত্যাদি। ঃ-)
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৩ | 72.83.87.179
  • বলতে না বলতে হুর পোস্ত ঃ)
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৩ | 72.83.87.179
  • আমাদের তো মিচ্যুয়াল ( হেন্স নিউট্রালাইজড) সুপারি নেওয়াই আছে।
  • hu | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৩ | 12.34.246.73
  • পাই যেন না নেয়। টিম পাইয়ের সুপারি নিয়েছিল। তারপর দুজনে রফা হয়ে গেছে।
  • sayan | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩২ | 115.184.82.143
  • সুন্দরের চাইতে অনেক সুনদ্র অনেক সুনদ্র। +1
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩০ | 12.149.39.84
  • টিমকে কানমলা ঃ-x
    কে নেবে সুপারি তিমিক্যালানোর?
  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২৬ | 198.82.25.234
  • আহা, বড়ো সুনদ্র হয়েছে! ঃ-)
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২৩ | 12.149.39.84
  • উফ!! ঃ-X আর পারিনা, বানাম ভুল তো ভুল !
    স্পেল চেক নেই ক্যান ??
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২২ | 12.149.39.84
  • সব গুরু-চন্দাল ভাইবোনেদের আগমনী ( বানান জানিনা) শুভেচ্ছা ও ভলবাসা জানাই।
    আমরা অলরেডি প্রেতপক্ষেই একটি অকাল বোধন করে দূগ্গাপূজো করে ফেলতে বাধ্য হয়েছি---কারণ ইশকুল হল দিতে পারে নাই এই পাড়ায় ঃ-((
    তবে সেই পুজায় আমাদের কচি গুরু সোহাগ বড়ই সুনদ্র ধৈর্য্য ও শিষ্টতার পরিচয় দিয়েছেন----সারাটিদিন ধরে এতটুকু কষ্ট দেয়নি এই ছোটে্‌ট্‌ময়ে----হুতো ও সুতোকে অভিনন্দন---তবে হুতোর ডেরাইভারির পরীক্ষেটা এবার দেয়া দরকার নইলে সুতোর ধৈর্যের সুতো ছিঁড়ে যেতে পারে----
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১৫ | 72.83.87.179
  • ধুর ! পচা প্লে লিস্ট।

    একটাই থাক ঃ

  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১৪ | 12.149.39.84
  • সিকি
    ফোঁস ! ফ্যাঁচ ! ভ্যাঁ ঃ-((
    কুমু উ উ উ উ র এখনই পাত্তা পাইনা ---বাকিরা ই বা কই?
    ভ্যাঁআআআআ
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 72.83.87.179
  • সিকি, লামাদা, ঃ)

    লতাদিদিকে হ্যাবাড্ডে ।

    একটা কোন গান তো বাছা যায়না। একটা গোটা প্লে লিস্টিই থাক ঃ

  • Tim | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১০ | 198.82.25.234
  • সিকির তরফটা কিরকম? শরিকী ব্যাপার? ঃ-)

    কুমুদিকে,
    আর্শোলার চা খেয়ে থেকে যে কি প্রচন্ড ভালো আছি কি বলবো। যেমন স্বাদ তেমনি ফ্লেভার। সেদিন তো পেরু থেকে আর্শোলা আনাবার বন্দোবস্ত করলাম। সাইজে বড়ো বুনো আর্শোলা, ওজনে আয় দ্যায়।
  • siki | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 122.177.123.43
  • নীনাদি, বোধ হয় নেই, মানে আমার তরফে ঃ((

    তবে পটাশম্যাম, সুমন আর সর্বাণী তো থাকবেই। নেতাইও আছে।
  • Nina | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৬ | 12.149.39.84
  • সিকি---দিল্লীতে ১১ ডিসেম্বর কি ভাটপুরমের অধিবেশনের ক্ষীণ আশা আছে ঃ-((
    আপিশ বড় বাজে জায়গা ভাটানোর চেয়ে কাজানোর প্রাধান্য দেয়--ঈশ্বর ক্ষমা কল্লেও আমি করবনা এই হৃদয়হীন দিগকে ঃ-X
  • Lama | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫১ | 117.194.241.255
  • ক্লয়েন না, ক্লায়েন্ট
  • sayan | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫১ | 115.184.82.143
  • চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি সিকি আর কুড়ি নাল সোয়েটার লীল জ্যাকেট পরে স্কটল্যান্ডে পাহাড়ের গায়ে গড়গড়িয়ে ইস্কি করছে। চোখে মুখে দুজনেরই থরোথরো ভাব। ওফ্‌ফ্‌।
  • Lama | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০ | 117.194.241.255
  • ইদিকে কেলো- লাইভ মিটিঙে ক্লয়েন গুরুর পাতা দেখে জিগায়েছে, ইহা কি?

    তারপর লাইভমিটিংটা বন্ধ করে দিলাম
  • aka | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮ | 168.26.215.13
  • হ্যাঁ আমি গান শুনছি।
  • Lama | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮ | 117.194.241.255
  • চোপ, ক্লায়েন কল চলছে
  • siki | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৭ | 122.177.123.43
  • ইপিস্তার খাতায় আর ক'পাতা বাকি রইল? নাকি এক পৃথিবী লিখবে বলে একটা পাতাও শেষ করো নি?
  • siki | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৬ | 122.177.123.43
  • নাআআ, ব্রাউনিয়ার নয়। আমার পছন্দের লিস্টিটা খুবই শর্ট। প্রথমে জুহি চা-ওয়ালা, তারপরে অপরাজিতা, তারপরে কুড়ি।

    সোনমের প্রতি তেমং ব্যথা দেখাই নি বটে, তবে স্কটল্যান্ডে থাগলে একবার কি শিলালিপি দর্শনে যাবো না? ;-) আচ্ছা, সোনম বাদ।

    দাও ফিরে সে কুড়ি, লও এ সোনম।
  • nk | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৪ | 151.141.84.194
  • ভাটনগরে বসতি করিব
    ভাটেই বাঁধিব ঘর
    ভাট স্বজন ভাট আপন
    তা বিনু সকলি পর।

    এটা পীরিতি নগরে বসতি করিবো র সুরে গাইতে হবে। ঃ-)
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৮ | 72.83.87.179
  • সান্দা, x-(
    খাতায় নোট করলাম।
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৭ | 72.83.87.179
  • আরে সিকির কোন অসিলেশন নেই। কুড়ির কাছে তো একবারের জন্য ফিরতে দেখলুম নি ( বছর কুড়ি পর ফেরার প্ল্যান ট্‌ল্‌য়ান আছে কিনা সে অবিশ্যি জানিনা) । অপরাজিতা, কুড়ি, সোনম কাপুর , আরো কে জানি কে, পু-উ-রো ব্রাউনিয়ান মোশন।

    সিকি ব্রাউনিয়ান মুখুজ্জে বলে ডাকবো এবার ঃ)
  • sayan | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৪ | 115.184.82.143
  • ভন্তুসি এক্কেরে বদবুদ্ধি দেবে না। প্রতিটি দূরভাষ একেকটি যন্ত্র, বুঝলে? ঃ-(
  • sayan | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৩ | 115.184.82.143
  • আহা সিকি চটিস ক্যানো, কুড়িরা হিসেবের খাতা না হলেও ঐ আর কি, কাছাকাছিই।
  • pi | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:১৬ | 72.83.87.179
  • সান্দা, বিএসএনএলের তারেদের 'একটি চিঠি' লিখে ফ্যালো ঃ)
    তার ও পাঠাতে পারো অবশ্য। ঃ)
  • siki | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:১০ | 122.177.123.43
  • কুড়িকে পড়ছিল মানে? কুড়ি কি হিসেবের খাতা না শিলালিপি? অ্যাঁ?
  • sayan | ২৮ সেপ্টেম্বর ২০১১ ২০:০৭ | 115.184.82.143
  • সিকি কদিন আগে কুড়িকে পড়ছিল। আর আজ তামিল। দুটো এক্সট্রীমের মধ্যে অসিলেট কচ্চে ঃ-p
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত