অত যে খুঁজতে চাইবে, খুঁজুক না। সে তো অর্কুটে অ্যানোনিমাস প্রোফাইলকেও ট্র্যাক করা যায়। সাধারণভাবে না হলেই হল। অনেকেই এটাকে প্রাইভেসি নষ্ট হওয়া মনে করেন।
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২৫ | 128.231.22.133
কেসিদা, সেটা তো ভালো। এরকম কোন বাওয়াল হলে নিজে বুঝে যাওয়া। এতে আইপি র উদ্দেশ্যও সিদ্ধ হল। লোকে ভেক ধরে এসব করার আগে ভাববে। কিন্তু পুরো আইপি দিয়ে খামোখা অফিস টফিস সমস্ত কিছু সব সময় ডিসপ্লে করে রাখারও তো মানে হয়না।
sys guru | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২৪ | 168.26.205.19
আইপি যে ভাবে ডিস্ট্রিবিউট করা হয়, বিশেষত কোনো অর্গানাইজেশনে, তাতে আইপির শেষ দুটো তিনটে ডিজিট ছাড়াই দিব্বি বের করে ফেলা যায় কোথাকার আইপি। উদাহরণস্বরূপ, একটি বিশেষ ওয়েবসাইটে ১৬৮.০.০.০ দিলেই বেরিয়ে আসে ইহা কোন অর্গানাইজেশন।
kc | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২১ | 178.61.96.29
আইপির লাস্ট ডিজিট তুলে দিলে যদিও সিস্টেম অ্যাডমিনের কাছেই যদি ট্র্যাক করার জন্য যেতে হয়, তাইলে আড়ালহীন কমিউনিটির ব্যাপারটা ধাক্কা খাবে। একটু একজাম্পল দেই, ক্ষেউ একজন আমাকে অচানক অন্য নাম নিয়ে আক্রমণ করলেন, আমি তখন করলাম কি? যাঁদের কে সন্দেহ হল তাঁদেরকে একটা নির্দোষ মেল পাঠালাম, যেকটা থেকে উত্তর এল সেই কটা মেলের আইপি অ্যাড্রেস দেখে আমি নিজে নিজেই বুঝে গেলাম কে আমার উপর ঝাল ঝারলেন। এটা কিন্তু সত্যি সত্যি অভিজ্ঞতা।
তাই পুরো আইপি থাকাটাই ভাল। ঃ-)
sayan | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:২১ | 115.242.213.193
আমারো তাই মনে হয়। বাওয়াল হলেই আইপি দেখিয়ে দেওয়া হবে, সেটা কোথাও লিখে দেওয়া হোক। আর শেষ দুটো ডিজিট তুলে দিলে মনে হায় সব হাঁড়ির খবর বেরিয়ে পড়বে না। এটা তো এখনি টেস্ট করে দেখা যায়। আকাদা, দ্যাখো না ?
Ishan | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৪ | 117.194.34.149
মনে আবার নেই? ঃ)
শেষ সংখ্যাটা তুলে দিলে সাপও মরে লাঠিও ভাঙে কিনা এই বিষয়ে মতামত চাইছি আর কি।
aka | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৪ | 168.26.215.13
শেষ দুটো ডিজিট তুললে কি আমার কোম্পানির নাম দেখাবে? ঠিক জানি না।
আরে আইপি না দেখানো হলেও কালের খাতায় সবই উঠছে। বাওয়াল হলেই আইপি প্রকাশিত হয়ে যাবে।
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১৩ | 128.231.22.133
ওঃ, মামু লিখেছে।
হ্যাঁ, শেষ একটা কি দুটো ডিজিট।
সিস্টেম অ্যাডমিনের কাছে তো পুরোটাই থাকবে। কোন পোস্ট নিয়ে ঝামেলা হলে ট্র্যাক করাই যাবে।
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১২ | 128.231.22.133
এই আইপি দিয়ে নাড়িনক্ষত্র ডিসক্লোজ হয়ে যাওয়ার জন্যও বহু লোকজন লেখেন না বলে জানিয়েছেন।
আর হ্যাঁ, ইমেইল দেওয়াটা যে বাধ্যতামূলক নয় সেটা , আর দিলে যে ডিসপ্লে হয়ে যায় এটাও অনেকেরই না পসন্দ। এটা তো বোধহয় সহজেই বদলে দেওয়া যায়।
kc | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১১ | 178.61.96.29
আইপি থাকতেই হবে। পুরোটাই থাকতে হবে। আগেকার দিনের বাওয়াল গুলো মনে নাই?
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:১০ | 128.231.22.133
আইপি পুরো না তুলে শেষ দুটো ডিজিট তুলে দেওয়া যায় তো।
Ishan | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৮ | 117.194.34.149
আইপি তুলে দিলে কেলোর কীর্তি হবে।
আরেকটা অপশন আছে। শেষ ডিজিটটা তুলে স্টার মেরে দেওয়া। এ বিষয়ে জনতার কি মতামত?
System guru | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৭ | 168.26.205.19
অ্যাইত্তো, টিম ঠিক ধরেচে একটা পয়েন্ট।
সরলমতি বালিকা পাই, লগইন ফ্র্যাঙ্কেনস্টাইন হবে না, গুরু হবে। হয়ে ইশানকে ঘ্যাঁক করে কামড়ে দেবে। ইশানের তখন কম্পাতংক হবে (মানে কম্পিউটারে আতংক)। ইহা জলাতংকের চেয়েও ভয়ংকর, কেননা ইহাতে মানুষ মরে না, কিন্তু চাকুরি হারায়।
aka | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৭ | 168.26.215.13
একটা জিনিষ বহুত না পসন্দ এই আইপি দেখানোটা। এতে আপিস থেকে টাইম চুরি করছি তার একটা অপিসিয়াল প্রমাণ থেকে যায়।
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৬ | 128.231.22.133
গোকুল থেকে হামলাকারী এলে ?
Ishan | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 117.194.34.149
লগিন হল শুঁয়োপোকা। ফ্রাঙ্কেনস্টাইন হল প্রজাপতি।
আর ফ্রাঙ্কেনস্টাইন প্রজাপতি হতে পারলে ইশেনের কংস হতে অসুবিধে কোথায়? তখন অবশ্য ভাটপাড়ার নাম হবে মথুরা।
aka | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 168.26.215.13
ভালই তো চিহ্ন থাকবে না। মতান্তরে আত্মোপলব্ধি। ;)
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০৪ | 128.231.22.133
তখন সবাই সেই মিথ্যাচারের সাক্ষী থাকবে ঃ)
Tim | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০১ | 198.82.19.132
ইয়ে,পোস্ট ডিলিট করার ব্যবস্থাটা আমার পছন্দ না। আজ একটা কথা বলে কাল যদি মুছে দিয়ে বলি, আমি তো এমন বলি নাই। তকন?
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২২:০১ | 128.231.22.133
লগিন কেন ও কীকরে ফ্র্যাঙ্কেনস্টাইন হবে ?
sys admin | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৯ | 168.26.205.19
খবর্দার ইশেন, লগইনের ব্যবস্থা করিও না। তোমার তৈরী ফ্র্যাঙ্কেনস্টাইন শেষে তোমাকেই বধ করবে ঃ0
Tim | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮ | 198.82.19.132
মামী, বাইপাস দিয়ে অজেয় সংহতি আসার একটাই উপাঅয়, যাদবপুর থানার পাশ দিয়ে যে কানেক্টর আছে সেখান দিয়ে আসা। তারপর আনোয়ার শাহ রোড মোড় থেকে বাঁদিকে ঘুরে, টালিগঞ্জ মেট্রো ( মঃ উকু স্টেশন)হয়ে টালিগঞ্জ করুণাময়ী পেরিয়ে হরিদেবপুর। অল্টারনেট রুট হলো বেহালার দিক থেকে আসা। যদি গাড়ি নিয়ে আসো তাহলে ট্রামডিপো আর করুণাময়ীতে গুচ্ছ জ্যাম পাবে। ইন ফ্যাক্ট সন্ধ্যের পর করুনাময়ী থেকে হরিদেবপুর অবধি পুরোটাই জ্যামজমাট থাকার সম্ভাবনা। যদি মেট্রো ধরে আসো তো একটা উপায় হ্যাজ। লাগলে বোলো, সেই টোটকাও লিখে দেবো।
সৃষ্টি বেহালার দিকে, যতদূর মনে পড়ছে। আমি কখনও যাইনি।
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৪ | 128.231.22.133
না না, যা হয়েছে তা অনেক, সে নিয়ে কোন সন্দেহ নাই, এটার জন্য অনেকে ইচ্ছে হলেও লিখতে ভয় পান, ফেসবুক গ্রুপ হবার পর একথাটা ওখানে অনেকবার উঠে এসেছে, তাই জানালাম। অনেকের কাছে আরেকটা অসুবিধা হল, পোস্টটা কোথায় গেল বুঝতে না পারা। কোন টইয়ের লিং দিলে এক তো কমেন্ট করার জায়গা খুঁজে পেতে অসুবিধে হয় ( অনেকের কাছে), কিন্তু আরো মুশকিলের হল পোস্টটা ঠিক কোথায় গেল , সেটা ঠাহর করতে না পারা। টইপত্তরের লিংকে ক্লিক করে সব দেখতে হবে, হাতে ধরে না দেখালে অনেকেই ঠাহর করতে পারেন না (সাইটে সময় দিলে তো শিকেই যাবেন, কিন্তু সময় দেবার মত যে আরো কিছু আছে, সেটাই বুঝতে পারেন না)। আরেক মুশকিল হল, টই ডুবে যাওয়া। বিশেষ করে পুরানো কোন টই হলে। তাকে তো প্রথম পাতাতেও আর পাওয়া যায়না। গুরুতে বহুদিন ধরে লেখা লোকজনেরও এই অসুবিধা হয়। তবে মামুর নতুন ভার্শনে আশা করি অনেক মুশকিলই আসান হয়ে যাবে।
kc | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৫ | 178.61.96.29
তিনশো এম্বি জায়গা নিয়ে অত কিছু হয়কি রে ভাই? এই হয়েছে তাই কাফি।
Ishan | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৪ | 117.194.34.149
পোস্ট ডিলিটের অপশন করতে হলে লগ ইনের ব্যবস্থা করতে হবে। সে বড়ো ঝকমারি।
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৩ | 128.231.22.133
এতে তিমি না আমি, কার খুশি হওয়া উচিত, বুঝতে পারছিনা ঃ(
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৪২ | 128.231.22.133
মামু, এই নিজের পোস্ট নিজে ডিলিটের অপশনটা কি করা যায়না ? বিশেষ করে ফেসবুকে , অর্কুটে অভ্যস্ত জনগণ গুরুতে এটা আনার কথা খুব বলেন। এক দু'বার পোস্ট করতে গিয়ে বা টই খুলতে গিয়ে ছড়িয়ে যাওয়ার ডিলিট করতে না পেরে আর ভয়ে কেয় লেখেনই না। আর ডিলিট করে দেবার জন্য যে কতজন বলেন !
পিএম এর এখন যা দশা হয়েছে, তাতে ওনাকে পিটি করাই যায়।
nk | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১২ | 151.141.84.194
পিটি আর পিএম, এনারা কি একই না আলাদা????
m | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১২ | 117.194.34.149
ভরা সংসার- বাপ এক ঝলমলে হাউজকোট পরে,মা আর ছোট ছেলেসহ ঢাউস সোফায় বসে প্যাঁচ কষছে- বড়ো ছেলে ক্যামেরার দিকে মুখ করে '' আমার বিয়ে করা বৌ এর সাথে আমি যা খুশি করবো বলে ডায়লগ দিচ্ছে- এই বড়ো ছেলেকে আমি পুং সিংহ হিসেব মনোনীত কল্লামঃ)
সুযোগ পেলেই স্টারজলসায় চোখ বুলিয়ে নিন।
Sankha | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৭ | 198.45.19.95
আকা,
এ এক কেলো বস। কেসি যা বললেন, সবই ক®¾ট্রাল সি ক®¾ট্রাল ভি, বা ঘুরিয়ে বললে মায়া। কোথাকার জল কোথায় গড়ালো, খোদায় মালুম। এদিকে আমাকে আর ঐ টইয়ে দন্তস্ফুট করে নিজের পাপ স্খালন করতে দিচ্ছে না যে একটু বুঝিয়ে বলি।
তাই, ঐ 7:55 এ ভাটিয়ালিতে মাফ চেয়েছি।
আচ্ছা, নিজের পোস্ট নিজে ডিলিট করার অপশন থাকলে দিব্যি হত কিন্তু। তাই না?
সাবমিট মারতেই কেমন ভয় লাগছে। গা ছমছম করছে।
m | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৪ | 117.194.34.149
তিমি,লিখে দাও। অজেয় সংহতি,সৃষ্টি- এইগুলো সব লিখে দওঃ)
sr | ২৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৭ | 130.91.112.231
ঈস্ট কোস্টে র কেউ ডি সি কালি টেম্পল এ দুর্গা পূজা দেখেছেন কেমন হয়? সপ্তাহান্তে যবো ভাবছিলাম।
সবাই কি 'সাধ না মিটিল' ভুলে গেল? 'পৃথিবীর কেহ ভালো তো বাসে না ----- যেথা আছে শুধু ---'
Sankha | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৫ | 198.45.19.50
ভুল করে কোন এক টইতে কমেন্ট পড়ে গেছে। এজন্য ক্ষমাপ্রার্থী।
titli | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:২৯ | 121.241.218.132
উমম। হক কথা। কিন্তু আমি প্রত্যক্ষদর্শী নই। ছবি দেখেছিলুম শুধু। ঃ-(
pi | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৮ | 72.83.87.179
তিতলি, ভরা সংসারের আরো একটু বন্নোনা চাই। এই মানে কে কোন দায়িত্বে । ইস্পিশালি শিবের রোল টা জানতে ইচ্ছুক। তারপর ঠিক করা যাবে খন ঠিকঠাক 'সংসার' হয়েছে কিনা ঃ)
titli | ২৯ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৯ | 121.241.218.132
পাই,রেঁধেছিলেন তো ঠাকুর। কোন একবার যেন বাবুবাগান -এর পুজোতে। সে এক ভরা সংসার।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন