sinfaut | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১২:০৪ | 121.241.218.132
q কে? ভালো আছি এবং ভালো নেই। চাকুরি নিয়ে বিরক্ত, এমনিতে ভালো।
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৫১ | 121.241.98.225
হাসিটা দেখে বিভ্রান্ত হয়েন না। টই বিগড়ানোর আনন্দে ও হাসি হাসি নি। এমনি্ক টই বিগড়েছে বলে আনন্দও হয় নি। হাসিটা ডিডিদার পোষ্টের জন্য।
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৯ | 121.241.98.225
ঃ-) টইটা আবার বিগড়েছে।
q | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৭ | 61.12.12.83
এইযো সিংফট, আছো কেমন?
q | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৬ | 61.12.12.83
আমিও! x-(
dd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৯ | 124.247.203.12
টইতে ল্যাখলাম, পাওনি দাম এর টইতে। বোতাম টিপলাম ,একটু থতমত খেয়ে দিব্যি চলে গ্যালো। তারপরে টইএর ঘরে গিয়ে দেখি পাওনি দামের টইতে dd ঝকঝক করছে,কিন্তু এতো স্বত্তেও মেসেজটা ছাপা হলো না। খুব অপ্রেস্ড ফীল করছি।
dd | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:৩১ | 124.247.203.12
আসলে মানুষে বদলে যায়।
আমাকে দেখুন। বিয়ের আগে হাইট ছিলো ছ ফিটের উপর, এই বড়ো বড়ো মাস্কেল, প্রাণেশ্বরী বলে ডাক দিলে পাড়া কেঁপে যেতো।
এখন দেখলে চিন্তে পার্বেন? একটি ধুসর চিমেড়ানো বাঁটকুল চ্যাহারা, কথা সর্বদাই ফিস ফিস করে, গলায় সুর নেই। হাঁটু দুটো ও ক্যামন ব্যাঁকা ত্যাড়া হয়ে গ্যাছে। সারা গায়ে কারি পাতার গন্ধো।
ভুতেরা পর্যন্ত্য কেমন এড়িয়ে চলে রেতের বেলা।
sinfaut | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:১৭ | 121.241.218.132
হ্যাঁ কেসি কেমন হয়ে গেছে।
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১১:১১ | 121.241.98.225
কেসিদাটা কেমন যেন হয়ে যাচ্ছে। মনের সেই স্ফুর্তি নাই। মুখে সেই হাসি নাই। এমনকি, এমনকি, গান শোনানোও ছেড়ে দিয়েছে।
i | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১০:১৪ | 124.169.24.119
ঃ)))
kc | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১০:১৩ | 178.61.96.29
''প্রখ্যাত সমালোচক বিষ্ণু আখাম্বা যাকে বলেছেন "ভূমার যূথবদ্ধতা" বা মাইকেল সলিলোস্কির ভাষায় যা " irreversibility of the outlier ", আমাদের আলোচ্য বিষয়ে তারই নিদর্শন দেখা যায় বার বার। ইদ্রিন নাটবোল্টের 'হ্যামলেট' প্রযোজনা দেখে সফি মহম্মদ গুলের যেমন মনে হয়েছিল, 'আলোকবর্তিকার সঞ্চারমান পদধ্বনি', তেমনই আমরা তো এও জানি যে ঠিক ঐ একই প্রযোজনা দেখে লিন টাও কোনভাবেই বিষয়ের সামগ্রিকতায় আকৃষ্ট হননি। আসলে দৃষ্টিভঙ্গির সঙ্গে আঙ্গিকের এক স্বতঃউচ্চারিত বিবর্তনের আকাঙ্খা আছে। কোথাও স্বোচ্চার, আবার কোথাও নিরুচ্চার। শব্দ দিয়ে দৃশ্যাবলীর জন্ম ও দৃশ্য দিয়ে কাব্যসৃষ্টি - মুহূর্মুহূ বিষয়টির গভীরে, আরও গভীরে আমাদের নিক্ষেপ করে। আদ্রিয়ান ডাঁ শাঁ বোধহয় একেই the grand narrative of the ablutive present বলে অভিহিত করেছেন। জীবনের পাঠ এখানেই। লেখার আঙ্গিকও।""
kc | ২৩ সেপ্টেম্বর ২০১১ ১০:১১ | 178.61.96.29
তবে ন্যাড়াদার দেওয়া বেস্ট ভাটটি ছিল বছর দুয়েক আগে, যেটা আমি এর পরের পোস্টে টুকে দেব।
nyara | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৪ | 203.110.238.17
শান্তিপ্রিয় বন্দোপাধ্যায়ের কোন জুড়ি নেই। পেলে সম্বন্ধে লেখা (হুবহু নয়,, তবে এই ধরণের) -
most probably ইডেনে খেলা হচ্ছে, রমন লাম্বা ব্যাট করছে আর বল করছে প্যাট্রিক প্যটারসন (যে আবার ওয়ান ডে খেলায় পুরো রান আপে বল করত না, এক একটা ডেলীভারি তে প্রচুর সময় চলে যেতো বলে)
তো যাহক, দেখা গেল রমন লাম্বা বোল্ড, অথচ তাকে ব্যাট টা নাড়াতে অবধি দেখা যায় নি, যেরকম স্টান্স নিয়ে দাঁড়িয়েছিল সেরকমই আছে.... বেচারা ব্যাপক করুণ মুখে প্যাভিলিয়নের দিকে হাঁটা দিল
আর ইদিকে আমি ইয়াঃ বলে খুশীতে চিৎকার করে উঠেছি... ফলত বাবা অত্যন্ত বিরক্ত হয়ে গুচ্ছের বকাবকি করে টিভি টাই বন্ধ করে দিল
Tim | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫০ | 198.82.25.116
অস্ত্রই*
Tim | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৫০ | 198.82.25.116
শিবরামকৃষ্ণানের কথা না বললে অন্যায় হবে। প্রবল প্রতিভাবান লেগস্পিনার। সমস্ত অস্ত্রি হাতে মজুত। দেশের আনাচে কানাচে ফিসফাস, যাক আবার আগামী কয়েক দশক খাটাল পিচ বানিয়ে টেস্ট জিতবো। ওমা কোথায় কি! ছেলে প্র্যাক্টিসেই আসেনা। শেষে এমন অবস্থা হলো যে টিমে রাখা দায়। শোনা যায় সে সময় কাগজে বিজ্ঞাপন দেওয়া হয়েছিলো, যে শিবাকে রোজ প্র্যাক্টিসে আসতে বাধ্য করতে পারবে তাকেই ভারতীয় দলের কোচ করা হবে। বলা বাহুল্য একটাও আবেদন জমা পড়েনি।
nk | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৯ | 151.141.84.194
বড়াইয়ের বার্তাকু বাটা বর্তক বিহঙ্গের বড়া ঃ-)
pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৭ | 128.231.22.133
টালিগঞ্জে এখন কোয়ায়েট ফ্লোজ পাওলি ? গুচর একটি এক্ষক্লুসিভ বাংলা সিনিমা বিভাগ চালু হোক। পাওলি পারের বিত্তান্ত।
Tim | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৪৩ | 198.82.25.116
এমন দিনে বাংলার ক্রিকেটারদের কথাও বলতে হয়। বাংলার লাল, মানে কিনা অরুণ, সাকুল্যে দুজন। একজন তো টালিগঞ্জ ট্রামডিপোর মোড়ে দাঁড়িয়ে আছেন প্রস্তরবৎ, পায়ের তলা দিয়ে কত জল, থুড়ি পাওলি বয়ে গ্যালো। অন্যজন সলিড টেস্ট ব্যাট। অরুণলাল একমাত্র ক্রিকেটার, যে শুধু জল খেয়ে খেয়ে একটা ম্যাচ ড্র করে দিতে পারতেন। ড্রিংকস ব্রেকে সবাই যাচ্ছে, অরুণলাল প্রথমে ধীরে ধীরে হেলমেট, চেস্টগার্ড, গ্লাভস, থাইপ্যাড এইসব খুলে রেখে অলসভঙ্গীতে বসলেন। হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে করতে দু ঢোঁক জলপান। ড্রিংকস ব্রেক শেষ, প্লেয়াররা গড়িমসি করছে, এ ওর প্যান্ট টেনে দিচ্ছে মজা করে, এমন সময় অরুণলালের হ্যামস্ট্রিং এ টান ধরতো। তখন প্যাড খুলবেন তিনি, অতি ধীরে, প্রায় বেতালের মত নিঃশব্দে। অতঃপর আরো মিনিট কয়েকের চেষ্টার পর মুখচোখ প্রচন্ড কুঁচকে আম্পায়ারকে ডাকবেন। ফিজিও চাই। এরপর আগে থেকে শিখিয়ে রাখা ফিজিও আসবে, বিশাল ভুঁড়ি নিয়ে দৌড়োনোর প্রাণপণ চেষ্টা করে। স্প্রে হবে। কিন্তু কাজ হবে না। তখন রানার চাওয়া হবে, অন্যদলের ক্যাপ্টেনের সাথে কথা কাটাকাটি হবে, আম্পায়ারের মধ্যস্থতায় আবার খেলা শুরু হবে। এরপর অসুস্থতার হেতু অরুণলাল প্রতি পনেরো মিনিট অন্তর জল খাবেন, ব্যাট বদলাবেন, গ্লাভস বদলাবেন ( ইডেনে বড্ড ঘাম হয়) এবং অল্প আলোর জন্য কিছু ওভার পরেই খেলা ফের বন্ধ হয়ে যাবে। নিশ্চিত হার থেকে ড্র। বিদেশীদের মধ্যে দেখান দিকি একজন এইরকম মাথা।
pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৯ | 128.231.22.133
ম্যাককাকুও মনে হয়না বারণ করেন।
nk | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৬ | 151.141.84.194
পিসে কিন্তু বারং করেন না। ঃ-)
Tim | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:২১ | 198.82.25.116
পাইকে, ম্যাজিকের রহস্য বলে দিতে নেই। পিসি সরকার বারং করেছেন।
aka | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:১৪ | 168.26.215.13
তাহলে সন্দীপ পাতিলের গপ্পোটা শোনো। ভারত অস্ট্রেলিয়া গেছে, পাতিল প্রথম ইনিংসে প্রথম বল হেলমেটে খেল, সে বরফ ঘষে, ইঞ্জেকশন নিয়ে, হসপিটালে এক্সরে টেক্সরে করিয়ে একসা অবস্থা। বোলার ছিল লিলি। তারপর ঘন্টা তিনেক পরে পাতিল ব্যাট ঘোরাতে ঘোরাতে মাঠে নামল - প্রথম বলেই বোল্ড, বোলার সেই লিলি। দ্বিতীয় ইনিংসে পাতিল আবার নেমেছে, বোলার আবার লিলি। লিলি রডনি মার্শকে বলল - ""মাইট ওর হাজব্যান্ড কি গ্যালারিতে বসে খেলা দেখছে? তাহলে ওকে একটু সহানুভূতি জানিয়ে এসো""। ফল হল পাতিল পেঁদিয়ে বলের চামড়া খুলে দিল - ১৪৬ বা ঐরকম কিছু করেছিল। এরপর ড্রেসিং রুমে ফিরে পাতিল বউকে বলল দেখো তোমাকে নিয়ে অসব্য কথা বলছিল আমি পেঁদিয়ে বলের চামড়া তুলে দিয়েছি। পাতিলের বউ চেঁচিয়ে বলল - ''কি লিলির চামড়ার বদলে বলের চামড়া তুলেছ, আচ্ছা স্পাইনলেস তো""। ব্যাস বউ ছেড়ে গেল আর পাতিলও বল পেঁদানো ছেড়ে দিল।
nk | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:১২ | 151.141.84.194
গু চ কি মারিয়ার তপ্ত নিঃশ্বাসে বাঁচে নাকি??? অ্যাঁ? মারিয়া মারিয়া প্রমাণ করিলো যে সে মারে নাই। ঃ-)
I | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:০৯ | 14.96.11.41
আর গু চ? সে তালে তপ্ত নিঃশ্বাসের অভাবে মারা যাক, না ? সত্যি , অকৃতজ্ঞতা আর কাকে বলে ! যার শিল যার নোড়া ....
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:০৫ | 122.176.171.212
লেন হাটনের গল্পটায় হাটনের প্রথম ম্যাচের সারসংক্ষেপ দেওয়া ছিল। হাটন চান্স যখন পেয়েছেন তখন তিনি রীতিমত প্রতিশ্রুতিমান। তাও লোকজন কানাকানি করছে। এত কম বয়সে টেস্ট খেলানো কি ঠিক হচ্ছে? ফাস ক্লাসে খেলছে এই কি বড় নয়। তারপর তো প্রথম ইনিংসেই হাটন জিরো রানে আউট। লোকে ছ্যা চ্যা করছে। লজ্জায় হাটনের মাথা হেঁট। মন খারাপ কমাতে হাটন সিনেমা হলে গেছে সিনেমা দেখতে। সেখানূ লোকে উত্তাল টিটকিরি দিল। হাটন দৌড়ে পালিয়ে এলো ঘরে। আর চোয়ালটা শক্ত করল। আম আদমির মত ভেঙে না পড়ে। পরের ইনিংসে যা হল। একেবারে ধুন্ধুমার কান্ড। যাই বল পাচ্ছে প্যাট প্যাট করে ক্যালাচ্ছে। পেঁদিয়ে ছাল চামড়া তুলে যাকে বলে বাংলায় ঠিক তাই। চোয়াল একটু হালকা করতে যখন আউট হল ততক্ষনে দুশ রান হয়ে গেছে।
pipi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:০৪ | 129.74.191.152
মারিয়ার ঠিকানা দাও। আমার কাছে একখানা নাইকুইল এখনো আছে। বাঁচিয়ে রেখেছিলাম ভবিষ্যতের কথা ভেবে। তা দয়ার শরীর আমার, মারিয়া কষ্ট পাচ্ছে, ওকে দানই করে দেই। কপালে থাকলে অমন নাইকুইল আমার অনেক জুটবে। আপাতত মারিয়া সেরে উঠুক।
I | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০১:০১ | 14.96.11.41
বেচারী মারিয়া ! নাইকুইল পান নাই। ঃ(
pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৮ | 128.231.22.133
গত হপ্তায় গুচর সংগ্রহে ছিল তপ্ত তর্কাতর্কি, এ হপ্তার সংগ্রহ বিশুদ্ধ ভাট। যেন ভোরের বাতাস। সেই ভোর । যে ভোরে গুচ এককালে সংগ্রহ করতেন মারিয়ার তপ্ত নিঃশ্বাস।
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৫ | 122.176.171.212
ঃ)
pi | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৫ | 128.231.22.133
ঃ)
i | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৫০ | 137.157.8.253
এইরকম ভাষা ছিল সেইকালে। এখনকার ছেলেপিলে মানেই বুঝতে পারে না...
aka | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৪২ | 168.26.215.13
আঃ তপ্ত নিশ্বাস।
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৪১ | 122.176.171.212
ভোর হওয়াটাতো নয় বোঝা গেল কিন্তু গুচ সাহেব কি সংগ্রহ কচ্চেন বোঝা গেল না। ঃ)
i | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৫ | 137.157.8.253
ভোর হয়ে আসছে লিখতে চাইলাম...
i | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৪ | 137.157.8.253
মজার। কিন্তু সত্যি কি? একটা লেখায় , মনে আছে-শুরুটা এরকম-তখন ভোত হয়ে আসছে-গ্রাহাম গুচ সংগ্রহ করে নিচ্ছেন (এইখানে বৌএর নাম-আমি ভুলে গেছি এখন-ধরো মারিয়া)মারিয়ার তপ্ত নিঃশ্বাস...ঃ))) কথা হোলো, শান্তিবাবু কি হোটেলের দেওয়ালের টিকটিকি?
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৩ | 122.176.171.212
ঃ)
dri | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:৩১ | 117.194.239.50
চেতন শর্মা।
কলকাতায় টেস্ট খেলা। বিকেলবেলা। আমরা খেলা দেখব না খেলতে যাব ভাবছি। টিভি চালিয়ে দেখি চেতন শর্মা বল করতে আসছে।
নো বল।
চেতন শর্মা বিরক্ত। আম্পায়ারের দিকে তাকিয়ে কাঁধ ঝাঁকালো। একটু তর্ক করল।আম্পায়ারকে বুঝিয়ে দিল পাটা কোথায় পড়েছিল। তারপর পরের বল করল।
বোঝো! ইন্দোদা আমার নামে টইতে কিসব লিখে এল! ইটিনেরারি পড়ে প্রবল হিংসে দিয়েছি তো। সেই কবে বাবা-মা বাংলাদেশ গেছিল, মা রাত্তিরবেলা ঘুম থেকে উঠে দেখে আশেপাশে লোকজনের প্রবল হল্লা, মায়েদের বাসসহ আরো খানপাঁচেক বাস নিয়ে এক বিশাল বার্জ পদ্মা পেরোচ্ছে। সেই থেকে দারুন ইচ্ছে ঐরকম ভাবে একবার নদী পেরোবার। আর ওখানকার মানুষও ভীষন অতিথিবৎসল শুনেছি। লোক খাইয়ে খুব তৃপ্তি পান। সব মিলিয়েই হিংসে করার মত ইটিনেরারি।
Netai | ২৩ সেপ্টেম্বর ২০১১ ০০:২১ | 122.176.171.212
থেমে গেল? আমি একটা দি?
গুল্প না। সত্যি সত্যি। নিজের কানে শোনা। গাভাসকার কত বড় ব্যাটসম্যান বোঝানো জন্য কেউ একজন বলছিল। ভারত পাকিস্তান টেস্ট শুরু হবে। ম্যাচের আগে প্রবল উত্তেজনা। গাভাসকার বলে রেখেছে এই ম্যাচে সেন্চুরি সে করবেই করবে। আর ইমরান খান বলে রেখেছে গাভাসকারকে আউট করা তারকাছে জলভাত।
প্রথম ওভারেই ইমরান বল করছে। গুডলেন্থে বল। অফস্ট্যাম্প, অফস্ট্যাম্পের চার ইন্চ বাইরে বল পড়লো। গাভাসকার ব্যাটটা উপরে তুললো। আর নাবালোই না। বুঝে গেছে বল বাইরে দিয়ে যাবে। হলও তাই। সিঙ্গাপুরি কলার মত বেঁকে বল চলে গেল কিপারের গ্লাভসে। নিখুত আউটসুইঙ্গার। তার পরের বলেও একই অ্যাকসন রিপ্লে। তৃতীয় বলেও। চতুর্থ বলও ইমরান সেই একই জায়গায় ফেলেছে। এবার কিন্তু গাভাসকার মিডলস্ট্যাম্প কভার করে ব্যাট নামালো। বুঝে ফেলেছে এটা ইনসুং করবে। বলটা গোঁত্তা খেয়ে ভেতরে ঢুকে ব্যাটে ধাক্কা খেলো তারপর গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। চার রান।
আমার তো রিটায়ার ফিটায়ারের প্রশ্ন ওঠে না। আর কয়েকটা মশা মেরেই ভ্যাকসিনওয়ালাদের মানুষ মারার কনস্পিরেসির মুখোশ উন্মোচন করতে ফিল্ডে নামবো। উন্মোচন। খুলে দেখি সময়ের মুখোশ।
Tim | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩১ | 128.173.176.151
সে বল্লে চেতন শর্মাকে নিয়ে দুপয়সা দিতে হয়। কপিলের কোমরের থেকে একটু লম্বা ফাস্ট বোলার। চিতাবাঘের থেকেও ক্ষিপ্র আর প্রবল ফাইটিং স্পিরিট। আর তার থেকেও বেশি বিশ্বাসী। শোনা যায় কপিলের কথায় চেতন শর্মা একবার এক বিলিতি সাংবাদিকের হাতে কামড়ে দিয়েছিলো। সে যাহোক, চেতন শর্মা পপিং ক্রিজের কাছে এসে একতা ম্যাজিক করতো। হাতদুটো বারকতক বাঁইবাই করে ঘুরিয়ে লাফিয়ে উঠে অদ্ভুৎ ডেলিভারি ( লাফের ফলে উচ্চতা হতো সাড়ে পাঁচ ফুটের একটু বেশি)। কিন্তু এত জোরে বল যে দেখাই যেতনা। হাইস্পিড ক্যামেরা লাগিয়েও কিস্যু হয়নি। পরের ফ্রেমেই দেখা যেত বল বাউন্ডারির বাইরে, বলবয়ের হাতে।
I | ২২ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩১ | 14.96.11.41
কিন্তু জেনে রাখবেন কমরেডস্, মেহনতী মানুষেরও দিন আসবে। মহীন্দ্র অমরনাথও হল অব ফেমে গ্যাটগ্যাট করে ঢুকে পড়বেন। রুশী চাষার বলশেভিক ব্যাটাও শেক্ষপীর পড়বে। সর্বোপরি ইন্দোদাও একদিন রিটায়ার করে কনস্পিরেসি ইকোনমিস্ট হয়ে ছাড়বে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন