এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৪:১০ | 122.167.79.200
  • হুঁ, আমিও তো ভাবছি তাই
    কখন যে আর আসবে পাই!!
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৪:০৯ | 122.167.79.200
  • আমি কিন্তু আছি।
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৪:০৯ | 97.81.100.52
  • কিন্তু পাই না থাকলে ভূতের গল্প হতেই পারে না। আজকেই হয় তো রাতের বেলা ভূতে ওর কানটা একটু চুলকে দেবে ঃ)
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫৭ | 122.167.79.200
  • আমি বাপু সব্বাইকেই মিস করি। সব্বাই না থাকলে কি ভূতের গপ্পো জমে!
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫৫ | 97.81.100.52
  • ব্রতীনের কেসটা আনফরচুনেট।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫১ | 122.167.79.200
  • ব্রতীনও আসা ছেড়ে দিয়েছে!
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫০ | 122.167.79.200
  • আমারো আমারো আমারো
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫০ | 97.81.100.52
  • আর স্যানও কি আসা পুরো বন্ধ করে দিয়েছে?
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৫০ | 97.81.100.52
  • আজকে গ্যাংলিডারের কী খবর?
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৯ | 97.81.100.52
  • শীতে আসারই তো প্ল্যান। পৃথিবীর অনেক ভালো লোকের মতো আমারো জন্মদিন ডিসেম্বরে কি না।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৬ | 122.167.79.200
  • নাঃ, আমাকে কেউ কক্ষনো মুগুর কিনে দেয় নি। অথচ আমার কব্বে থেকে একটা মুগুরের শখ! ঃ-(
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৬ | 122.167.79.200
  • ঃ-(
    পুজোয় আসছিস? নাকি শীতে?
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৬ | 97.81.100.52
  • তুমি কখনো মুগুর দিয়ে বালিশ পিটিয়েছো?
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৫ | 97.81.100.52
  • বোস্টেলে ছিল না, নরেন্দ্রপুরের হোস্টেলে ছিল। কিন্তু সে লম্বা গল্প - এখন কাজাচ্ছি ঃ(

    তাছাড়া দেশে যাবার টিকিটের দাম বলছিল ১৭০০ টাকা।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৫ | 122.167.79.200
  • না হে অভ্যু, একগাদা কাজ জমে আছে, সেইসব কচ্ছি, আর যাতে কাজ কত্তে কত্তে ঘুম না পেয়ে যায়, তাই ভাটাচ্ছি।
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৩ | 97.81.100.52
  • তো ফ্রগ-সিস্টার, পৌনে চারটে তো বাজে? ভয়ে ঘুম হচ্ছে না?
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪২ | 122.167.79.200
  • অভ্যু, বোস্টেলে কোনো ভূত ছিল না?
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪১ | 122.167.79.200
  • আমি আগে থেকেই জানি, অভ্যু ছেলেটার মন যেমনি ভালো, তেমনি ওর সাহস। মোটেই ভয় পায় নি।
  • Abhyu | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৩৯ | 97.81.100.52
  • ক্ষ্যিং
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০৩:৩৮ | 122.167.79.200
  • বাসড্রাইভারের সঙ্গে ভাটুরেরাও কি অজ্ঞান হয়ে গেছে? কী হল রে বাবা সব্বার!!
    অ নিশি! অ তিমি! সব কোথায়?
    আকা? কেকে? পাই? নীনাদি?
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৮ | 122.167.79.200
  • তারপর পুলিশরা এসে নিশচয়ই দুটো মাংসবিহীন কঙ্কাল পেয়েছিল। একটা প্যাসেঞ্জারের আর অন্যটা বাসড্রাইভারের।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৫৫ | 198.82.20.144
  • হুঁ গল্পটা।
    বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর কন্ডাক্টর বুঝলেন যে এবার দুজনের মধ্যে একজনের নামার জায়গা আসছে। তিনি টর্চটা নিয়ে উঠলেন। বাসের দুলুনি উপেক্ষা করে হাতল ধরে ধরে শেষের দিকে এগিয়ে চললেন। আর সেইসাথে আলতো করে ডাকতে থাকলেন। কয়েকবার ডাকার পর খেয়াল হলো দুজনের একজন একটু নড়ছে। অন্যজন একেবারে স্থির। কি ঘুম রে বাবা! এই ভেবে টর্চের আলো ফেলতেই তাঁর চক্ষিস্থির! দেখা গেল দুজনের একজনের মাথা নেই। টাটকা রক্তে সিট ভেসে যাচ্ছে। অন্যজনের একহাতে সেই মাথাটা, আর অন্যহাতে একটা মাংস কাটার রক্তমাখা ছুরি। সে সেইটা দিয়ে একটু একটু করে মৃত সহযাত্রীর মাংস কেটে খাচ্ছে। এরপর আর কিছু মনে নেই কন্ডাক্টরের। বাসের ড্রাইভার চিৎকার শুনে চমকে উঠে গাছে ধাক্কা মেরেছিলো। অজ্ঞান হওয়ার আগে কোনমতে সে নাইন ওয়ান ওয়ান কল করে দ্যায়।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৯ | 122.167.79.200
  • নিশিকান্ত আমার ২ঃ৪৫টা ক্যামন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। কয়েকটা স্মাইলি ছিটিয়ে গেলাম।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৬ | 122.167.79.200
  • তিমি, গল্পটা?
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৫ | 122.167.79.200
  • নিশি, সে আর বলতে! আমি জানি তো।
    তবে কিনা আমার জন্য তোমার এই পরিশ্রমটুকু দেখে মন ভরে গেল, বুঝলে? তাই, আমিও ফিনিশিং টাচটুকু দিয়ে এলাম।
  • nk | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৪২ | 151.141.84.194
  • আরে ব্যাঙ, তোমার কান্নাকাটি দেখে তাড়াতাড়ি প্লেন ছেড়ে ইউনিতে গিয়ে তোমার গপ্পোটা তুলে দিলাম। ঃ-)
    আসলে আমার লক্ষ্য ছিলো ওখানে শুরু করে দেওয়া, বাকীরা বাকী সব খুটিয়ে খুটিয়ে তুলবে। তাই।
    ঃ-)
    আর হ্যাঁ, নিশিকান্ত একেবারেই পছন্দ করে না তোমায়, ঠিক ধরেছ। ঃ-)
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৭ | 168.26.215.13
  • চড়তে দেখি নি খুব একটা। সাম্পানকে না নিয়ে উনি চড়েন না।
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৬ | 168.26.215.13
  • আমার বউই তো অনেকটা ঐরকম রাইডের টিকিট কাটা পর্য্যন্ত।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৫ | 198.82.20.144
  • পামিতাদি, ক্যানো ক্যানো? কম্পিটিশন?
  • Paramita | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৪ | 198.95.226.40
  • গু-চ-তে "আউটডোর গাই/গাল" কোই হ্যায়? মানে স্কাইডাইভিং করতে পিছপা হবে না, রোলার কোস্টার রাইড জলভাত, ট্রেকিং হাইকিং করে হেদিয়ে মরে।
  • nk | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৩ | 151.141.84.194
  • আর ছিলো ইয়া বড়ো বড়ো ঠ্যাঙ-ওলা একরকমের স্পেশাল ভুত। তারা পথের দুধারের গাছে এক এক ঠ্যাং দিয়ে রোডস দ্বীপের কলোসাসের মতন দাঁড়িয়ে থাকতো। যেই পথ দিয়ে কেউ যেতো অমনি ঝ্যাঁক ক্যাঁক!
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩৩ | 198.82.20.144
  • না না, সেরম কাটা হাত না। নায়কের কাটাহাত ভার্টিকাল। আমার দেখা টা হরিজন্টাল। এক না একাধিক মনে নেই। যাহোক, গপ্পের বাকিটা কি বলবো?
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১ | 198.82.20.144
  • পামিতাদিকে খাওয়ার গল্প বলি। ভয় পালাবে।
    কিছুদিন আগে একটা রোমাঞ্চকর কাহিনী শোনা গেল। গভীর রাতের এক দূরপাল্লার বাসে কন্ডাকটরের কাছে শুনেছিলাম। তিনি একবার মিনেসোটা বা নর্থ ডাকোটার দিকে একটা ট্রিপ করছিলেন। বাসের সবাই প্রায় নেমে গ্যাছে, মোটে দুজন বাকি। দুজনই একেবারে শেষের দিকে বসে। কনডাক্টর সামনে, ড্রাইভারের পাশে বসে ঘুম তাড়াতে আজেবাজে বকছে। হঠৎ কেমন মনটা ছ্যাঁৎ করে উঠলো। পেছনে ফিরে দেখলেন, একেবারে শেষের সিটে দুজন যাত্রী দিব্যি বসে আছে। অল্প দুলছে বাসের দুলুনিতে। প্রায় অন্ধকার বাস, কারো মুখ দেখা যাচ্ছে না।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১ | 122.167.79.200
  • দেখেছ নিশি কী ভীষণ পক্ষপাতিত্ব করল!!
    আমাকে পছন্দ করে না বলে সবারগুলো তুলল, এমনকি তিমিরটাও। কিন্তু আমার অমন হ্যাপি এন্ডিংওয়ালা গপ্পোটা তুলল না। নাঃ আর এক মুহুর্তও এখানে নয়।
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১ | 12.149.39.84
  • বাড়ী যাই----সময় পেলে পামিতার টইকে টইটুম্বুর করে দেব
  • nk | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:৩১ | 151.141.84.194
  • আমার মায়েদের ছোটোবেলা ছিলো কন্ধকাটা। অন্ধকারে মাঠেঝোপে তাদের দেখা যেতো। তাদের মাথা নেই, পেটে চোখমুখ।
  • nk | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৯ | 151.141.84.194
  • বাকীগুলো অন্যেরা করুক ওখানে কাপিপেস্ট। আমি ইউনিকোড ছেড়ে বাংলাপ্লেনে এখন।
    ঃ-)
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৭ | 12.149.39.84
  • আমি এত ভুত দেখতে চাই কিন্তু কিছুতেই আমাকে দেখা দেয়না ঃ-(
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৬ | 122.167.79.200
  • তিমি, একগাদা কাটা হাত তো নায়কে ছিল।
  • Paramita | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৫ | 198.95.226.40
  • নিশিকান্ত।
    নামটাই কেমন গা ছমছমে।
  • Tim | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৫ | 198.82.20.144
  • বিকেলে ভোরের ফুলই কি সেই সিনেমা, যেখানে একগাদা কাটা হাত আয় আয় আয় বলে ডাকছিলো? ঐ দৃশ্য আমি বহুদিন ভুলি নাই।
    আমাদের বাড়ির পাশে একটা মাঠ ছিলো। সেখানে একটা আবছায়া মত বটগাছের পাশ থেকে একদিন অন্ধকারে অবিকল ঐরকম দেখেছি। অবশ্যই কল্পনায়। উফ্‌ফ ভাবলে এখনও গায়ে কাঁটা দেয়।
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৩ | 12.149.39.84
  • ভুত কিন্তু কখনো মানুষের ক্ষতি করেনা। পামিতা গপ্প কর না ঐ অন্য সোফার---সঙ্গে---
  • nk | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২২ | 151.141.84.194
  • পামিতা, ও কিছু না, ভূমিকম্প।
  • aka | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২২ | 168.26.215.13
  • জানি না বলে কিছু হয় না খুব সোজা শিখিয়ে দিচ্ছি।

    ইউনিকোডে গিয়ে কপি অ্যান্ড পেস্ট ইন্টু এ নোটপ্যাড। ইউনিকোডে ক্লিক অন 'মতামত' দেন কপি অ্যান্ড পেস্ট ফ্রম নোটপ্যাড। দেন সাবমিট।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২১ | 122.167.79.200
  • পামিতা, এক কাজ কর, তুমি অন্য সোফাটাতেই চেপে বস। তাহলেই আর ওটা নড়তে পারবে না, কোথাও যেতেও পারবে না।
  • Nina | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২১ | 12.149.39.84
  • এটাও ডাক্তার মানে I ডাক্তার জানে --কাটা সাঁটা র ব্যাপার যে
  • Paramita | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২০ | 198.95.226.40
  • তোমরা এ কি করলে? আমি একটা সোফাতে বসে, পরিষ্কার দেখলাম, অন্য সোফাটা যার ওপর কেউ বসে নেই একা একা এগিয়ে গেল খানিকটা।
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২০ | 122.167.79.200
  • নীনাদির হাতটা কি সেই বিকেলে ভোরের ফুলের হাতটা?
    আমি খুব ভয় পেয়েছিলাম বিকেলে ভোরের ফুল দেখে।
  • nk | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:২০ | 151.141.84.194
  • নিনার গল্পের শেষটুকু তো বললোই না।

    বরফের মতন ঠান্ডা কী যেন ডাক্তারের গলায় চেপে বসছে, বসছে, বসছে, গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে গড়িয়ে পড়ছে পড়ছে পড়ছে----
  • byaang | ২১ সেপ্টেম্বর ২০১১ ০২:১৯ | 122.167.79.200
  • আমি ভাট থেকে টইয়ে কপিপেস্ট করে পোস্ট করতে জানি না। পাই আর সিকি জানে। আরো অনেকেও জানে। কিন্তু আমি জানি না। তুমি কি জান?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত