বামদিক থেকে থ্রু বল। বল পেয়ে গিয়েছেন সুযোগসন্ধানী মেহতাব। বলটিকে নিজের নিয়ন্ত্রনে এনে সুন্দর ডজ করলেন মেহতাব। চকিতে টার্ন নিয়ে আউটস্টেপে শট মেরেছেন মেহতাব। দুরপাল্লার জোরালো শট। কিন্তু হলে কি হবে। এ শটে না ছিল লক্ষ্য না ছিল নিশানা। যা হবার তাই হল। অনেকটা দুর দিয়ে বল চলে গেল মাঠের বাইরে। গোলকিক।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৭ | 202.91.136.3
পাই, অফিসের নেটওয়ার্ক থেকে কোনভাবেই সম্ভব না।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৭ | 202.91.136.3
রিস্টার্ট মারাটা হেবি ঝামের কাজ। ব্যাকাপ নাও, পুটি খোলো, এটওটা ট্রাই মারো। তারপরে হলেও হতে পারে।
অফিসে থাকলে তো আরো সম্ভব না।
সিকি, একটা টুল বানানো যায় না, রিস্টার্ট মারার সব কাজগুলো একসাথে করে দেবে (ইনক্লুডিং ব্যাকাপ নেওয়া)?
pi | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৫ | 72.83.92.218
প্প্ন, আপডেট নিয়ে করে দিতে পারবেনা ?
saikat | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:২৩ | 202.54.74.119
মৃত ঠিক বলা যায় না। শীত আসছে কিনা, তাই হাইবারনেশনে গেছে।
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৯ | 123.242.248.130
টই সকাল থেকেই মৃত। কেউ রিস্টার্ট মারে নি।
Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:১৪ | 121.241.98.225
শ্রীলেখার এসেমেস কই শুনিনি তো
Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:১২ | 121.241.98.225
ইস্টবেঙ্গলের খেলা তো? চলছে। এখন ০-০।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:১০ | 202.91.136.3
গ্যাস? ;-)
Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:১০ | 121.241.98.225
আম্মো মীরাক্কেল দেখি। ঃ-)
টই ওঠানামা বন্ধকরে দিয়েছে। স্পন্দনহীন। স্থবির।
saikat | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯ | 202.54.74.119
শ্রীলেখা এসএমএস করে কী মর্মান্তিক খবর মীরকে দিয়েছিল শুনেছো তো?
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯ | 123.242.248.130
কুড়িকে মোংবাতির সঙ্গে তুলনা করার তীব্র পিতিবাদ জানালাম।
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৮ | 123.242.248.130
হুম্ম্ম্।
আমিও একদিন বেড়াতে যাবো। কাউক্কে সঙ্গে নেবো না। হুঁঃ।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৮ | 202.91.136.3
ঃ)
নেতাই, আজ খেলা ক'টা থেকে? মাঝেমধ্যে আপডেট দিও। ওই সাইটটা ক্লায়েন্টে মেশিনে ব্লক করে দিয়েছে।
Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৫ | 121.241.98.225
কুড়িখানা মোমবাতি নিয়ে আয়নার সামনে
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৬:০১ | 202.91.136.3
বালাই ষাট তুমি কেন বুড়ি হবে? বুড়ির সাথে তো আমার আজ কংকল আছে।
মীরাক্কেলে একটা চমৎকার পিজে শুনলাম কাল। এক মহিলা চল্লিশ বছরের জন্মদিন পালন করবেন। এদিকে তিনি কোন মতেই চল্লিশখানা মোংবাতির অর্ডার দিতে রাজি নন। অতঃপর কী উপায়?
kumu | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫৬ | 122.160.159.184
সবাই বেড়ানোর প্ল্যান করচে,তা বেশ। বুড়ীমানুষের খোঁজ কেউ নেয় না।
ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম নিয়ে যেও সব।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৮ | 202.91.136.3
বটে! তালে দেকচি একটা ড্রাইভিং স্কুল থেকে গাড়ি ভাড়া নিতে হয়। ঃ)
sayan | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৬ | 160.83.96.83
ওক্কে, স্টিয়ারিং আমার রেস্পন্সিবিলিটি। তুমি গ্যাস ব্রেক ক্লাচ আর গিয়ার ঠেলো। ;-)
আইটি-নারী একটা বানিয়েছিলাম। খুঁজেপেতে দিচ্ছি।
kallol | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৬ | 220.226.209.2
টই আপডেটেড হচ্ছে না। আমি ইয়া ইয়া দুটো লিং দিয়েছিলাম, তাতে কি এই গ্যাঁড়া হলো?
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩০ | 204.138.240.254
তুই বা অন্য কেউ হাফ ড্রাইভ করতে রাজি থাকলে আমি আছি।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৯ | 216.52.215.232
সান্দা, একটা ড্রাফট আইটিনারারি বানিয়ে দিবি ভাই?
সৈকত, মুন্নার কোদাই আর থেকাডি একসাথে প্ল্যান করতে পারো। কুর্গ অন্যদিকে।
sayan | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৯ | 160.83.96.83
তবে ট্রেনে গেলে ইলিউসিভ ঘাট সেকশনে ড্রাইভিং এক্ষপিরিয়েন্সটা অধুরা রয়ে যাবে।
sayan | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫২ | 160.83.96.83
প্পন্দা ম্যাঙ্গালোর যাচ্ছো? ট্রেনে যাও। দিনের বেলায়। ওরকম ট্রেন রুট খুব কম আছে। আর হ্যাঁ, হাতে সময় নিয়ে যাও। ডিডিদার কথামত গোকর্ণ মাস্ট। আর দুধসাগর অবশ্যই যেও। ক্যাসলরক নামে একটা ছোট্টো স্টেশন। পিকচার পোস্টকার্ড। ঃ-)
sayan | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪১ | 160.83.96.83
মুন্নার আর কোডাই একসাথে করা যাবে। কূর্গ অন্যদিকে। এই বর্ষায় পাহাড় একটু রিস্কি কিন্তু বৃষ্টিতে কোডাই অসাধারণ। লেক'টা উপচে রাস্তায় উঠে আসে, আর মেঘগুলো পাহাড় থেকে নেমে লেকের জলে। ঘোড়ায় চড়ে না ঘুরে সাইকেল ভাড়ায় নিয়ে নিন। নইলে এমনি হেঁটে ঘুরুন। সঙ্গে মিনারেলের বোতল আর কিছু জেনেরিক ওষুধ মাস্ট। বেয়ার শোলা ফল্স যান, কোকার্স ওয়াক'এ গিয়ে টেলিস্কোপে দূরের পাহাড় আর ঝর্না দেখুন, নেপচুন ফল্সে এক হাঁটু জলে নেমে পা অসাড় করে উঠে আসুন, সন্ধ্যেবেলা ঝুমঝুম বৃষ্টিতে ভিজতে ভিজতে শিমলা মির্চি ভাজা আর মশলা চা পান করুন, একগাদা অর্কিড কিনে বাড়ি ফিরুন। কূর্গ নিয়ে কেউ নিশ্চই লিখে দিয়েছে।
saikat | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৫ | 202.54.74.119
হ্যাঁ , এই মুন্নার আর কোডাই নিয়ে একটু বল তো দেখি। আর কুর্গ।
ট্রেন জার্নিটা না করলেও হয়ত চলবে। অনেক দিন থেকেই ইচ্ছে ছিল টয় ট্রেনে চড়ার। তো কালকা থেকে সিমলা গেছিলাম বাসের মত এক কামরার টয় ট্রেনে বছর কয়েক আগেই।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৪:১১ | 204.138.240.254
থ্যাংকু, ডিডিদা, আমার এমনিতে পছন্দ ছিল রুশিকোন্ডা। কিন্তু এইটাও সিরিয়াসলি ভাবছি।
dd | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৮ | 124.247.203.12
@অপ্পন, হ্যাঁ তা যেও। ম্যাংগালুরে এক আদ দিন কাটিয়ে সোজা গোকর্ণ। সাথে নিও সান ব্লকার আর প্রচুর ফেয়ার অ্যান্ড লাউলি, অতো সী বীচে বীচে ঘুড়বে। স্ট্র হ্যাট,রোদ চশমা,প্লাস্টিকের ছোটো বালতি কোদাল,হাওয়াই চপ্পল - এ সব ও চাই।
ম্যাঙ্গালুরু থেকে গোকর্ণ চলে যাই তালে। কোঙ্কণ রেলওয়েটাও এক্সপেরিয়েন্স করা হয়ে যাবে।
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৯ | 204.138.240.254
লুরু টু মাইসোর - ২.৫ ঘন্টা/ পথে শ্রীরঙ্গপত্তনমে থামলে আরো বেশি। চমৎকার রাস্তা।
মাইসোর টু বন্দিপুর - ঘন্টা তিনেক (রাস্তা খারাপ)।
বন্দিপুর টু উটি - ঘন্টা চারেক।
তবে আমার অ্যাডভাইস হল ডোন্ট মিস দ্য মেটুপালায়াম টু উটি ট্রেন জার্নি। যাবার সময় না হলেও ফেরো ওই ট্রেনে। সেখান থেকে কোয়েম্বাটুরে ট্রেন পাল্টে চেন্নাই। চেন্নাই থেকে ফ্লাইটে কলকাতা।
dd | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৭ | 124.247.203.12
ম্যাংগালুরু গেছি তো। যাবার রাস্তা খুব খারাপ। সেটা খ্যাল রেখো যদি নিজেই ড্রাইভ করতে চাও।
আদারোয়াইস পাতি একটা বীচ। গোয়ার খুব কাছে। প্রচুর শুঁটকি মাছের গন্ধো। খুব রাফ সী,জলে নামা কঠিন। সী বীচ পছন্দ না হলে গিয়ে লাভ নেই। বরং ট্রাই গোকর্ণ। আমি যাই নি, কিন্তু ভালো রিভিউ শুনেছি। একটা হোঁৎকা শিব মন্দিরও আছে,অসাড়ে পুণ্যিও হয়ে যাবে কিন্তু সেই বীচটা আগাগোড়া ভেজেটারিয়ান।
সব দিকেই তো নজর দিতে হবে। ফুত্তি চাই,পুণ্য চাই,বাচ্ছদের হুটোপুটির যায়গা চাই, বউএর টুকটাক শপিং,আর সাঁঝের ব্যালা ইসে চাই, সকালে ডিম দুকুরে মাংস ভাত সবই দরকার।
saikat | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৪ | 202.54.74.119
আচ্ছা অর্পণ, একটা জিনিস কও তো -
লুরু টু মাইসোর, মাইসোর টু বান্দিপুর, বাদিপুর টু ঊটি -- এইগুলো কীরকম কী সময় লাগে? আর উটি থেকে আরামে চট করে কল্কেতায় বা কীভাবে ফিরব?
de | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৩ | 59.163.30.4
অপ্পন :))
de | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫১ | 59.163.30.4
মুম্বইতে ন্যাচারালস এর আইসক্রীম খাওয়ার পর আমি দুনিয়ার সব আইসক্রীম ছেড়ে দিয়েছি -- পুরো ফ্রুট দিয়ে তৈরী, বিভিন্ন সিজনাল ফ্রুট, আতা, লিচু, কাঁঠাল, স্ট্রবেরী (এগুলো শুধু সেইসব সিজনে পাওয়া যায়) ইত্যাদী তো আছেই, এছাড়াও আমার ভীষণ পছন্দ টেন্ডার কোকোনাট বা ডাবের, আলফানসো আমের, রোস্টেড আমন্ড ইত্যাদীর আইস্ক্রীম! এমন স্বাদ আমি দেশে বা বিদেশে কোথাও পাইনি!
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৯ | 204.138.240.254
* চার
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৯ | 204.138.240.254
ডিডিদা, ম্যাঙ্গালুরু গ্যাসেন? আশেপাশে আর ক্ষী আছে? এই চর-পাঁচদিনের ট্যুর হবে।
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৫ | 123.242.248.130
ঃ)
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৩ | 204.138.240.254
সিকিকে বললাম। এখন দেখি দে-র জন্যও কথাটা খেটে যায়। ঃ)
ppn | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪২ | 204.138.240.254
মেলাবেন তিনি মেলাবেন। ;-)
dd | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪০ | 124.247.203.12
অরুণের নিজস্ব পার্লার আছে অনেকানেক। মলে ও সাক্ষাত পাবে অরুনের। তুলনায় জামাই বেসিক্যালি ঠ্যালাগাড়ী ভিত্তিক।
ইইস, সেন্নাই নিয়ে আমি,কত্তো কত্তো জানি।
de | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৯ | 59.163.30.4
থ্যাংকু, অপ্পন, ডিডি-দা!
আমার তো পুরোপুরি কোচির চারপাশে ঘোরার ইচ্ছেই ছিলো, কিন্তু বাবা-মার তো ঐ তীর্থ-দর্শনই ইচ্ছে, তাই দেখছি ঐ দুটো জায়গা ঘুরে তারপর কোচি আসতে পারি কিনা!
Netai | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৯ | 121.241.98.225
এই রিস্টার্টের ফান্ডাটা আমি এতোদিনেও বুঝি নাই। যে কেউ রিস্টার্ট করলেই কি হয়?
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৭ | 123.242.248.130
কিন্তু টই আপডেট হচ্ছে না। আমি চেন্নাইয়ের টইতে লিখছিলাম, সেটা দেখাচ্ছে না।
কে আছো জোয়ান হও আগুয়ান করে ফ্যালো রিস্টার্ট।
siki | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩৬ | 123.242.248.130
অরুণ জানি না। "জামাই' নামে একটা আইসক্রিম খুব চলে চেন্নাইতে। মজার ব্যাপার, এই জামাই আইসক্রিম আমি আন্দামানে গিয়েও খেয়ে এসেছি।
titli | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩২ | 121.241.218.132
শুধু ঐ আইসক্রীম টুকু ই ভাল লাগত। বাকী সবই মনে না রাখাই ভাল।
dd | ২১ সেপ্টেম্বর ২০১১ ১৩:৩১ | 124.247.203.12
সিকি সুদূর ঝেন্নাইতে বসে একাকী বিরহ ব্যাথা রসমের বাটীতে ডুবাবে (মানে drown his sorrow in a bowl of rasam)আর পদ্য আউড়াবে ভ্রুপল্লবে ডাক দিলে দ্যাখা হবে কারি পাতা বনে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন