এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • হরিদাস পাল  অন্যান্য  শোনা কথা

  • সংগঠিত হচ্ছেন অ্যাপ - বেসড বাইক অপারেটররা 

    Koushik Chatterjee লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | শোনা কথা | ২৪ আগস্ট ২০২৫ | ৮৮ বার পঠিত
  •  
     
    বেশ কয়েক বছর আগে থেকেই কলকাতা ও তার আশেপাশের শহর গুলি বাইকে ছেয়ে গেছে। এঁরা মূলত জোমাটো, সুইগি, ব্লিঙ্কিট এর মত food বা গ্রসারি ডেলিভারি করেন বা রাপিডো, উবের, ওলা, ইনড্রাইভ এর মত বাইক ট্যাক্সি চালান। ১৯৯০ এর পর বিশ্বায়ন এর প্রভাবে এই সব পেশার সৃষ্টি হয়েছে। পুরানো কল- কারখানা গুলোর স্মৃতি রয়ে গেছে শুধুমাত্র জায়গা গুলির নামের মধ্যে বা বাস-অটোর স্টপেজের মধ্যে ---- কাঁচকল, সুলেখা বা প্রবর্তক জুটমিল ইত্যাদি। এখন স্মার্ট ভারত আর তার হাউজিং সোসাইটিতে থাকা স্মার্ট নাগরিক যাঁরা কিনা ৫০ গ্রাম পোস্তও অ্যাপে অর্ডার করেন বা সিগারেটের দামও অনলাইনে স্ক্যান করে মেটান। এঁদের কাছে এসব কিছুই ভিডিও গেমসের মতো। টুক করে স্মার্ট ফোন থেকে ওলা বুক করে দিলাম বা সাধারণ ডাল ভাত খেয়ে অরুচি হয়ে গেছে সুইগি তে অফার চলছে বিরিয়ানির, অর্ডার করে দিলাম আর প্রায় সঙ্গে সঙ্গেই গাড়ি(ওলা) ও বিরিয়ানি (সুইগি) চলে এলো। বেশ মজা তো। কিন্ত এই মজার পেছনে এদেশের ৭৫ লক্ষ শিক্ষিত মানুষ ২৪x৭ কাজ করে চলেছেন নিজেদের জীবন হাতে নিয়ে। বাইরের সাজসজ্জা বা বাইকের ব্র্যান্ড দেখে যতোই ভালো অবস্থা মনে হোক না কেন আসলে তাঁরা এই নব্য উদারবাদী অর্থনীতির নয়া শ্রমিক শ্রেণী। কলকাতা ও তার আশে পাশের জেলাগুলিতে এরকম কাজ করা মানুষের সংখ্যা প্রায় ৩০ হাজারেরও বেশী। অথচ এঁদের না আছে ESI, Provident fund বা Medical benefit না আছে কাজের Guarantee। আমার কাছে সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত এক সংগঠন গড়ে তোলার লক্ষ্যে একটি আহ্বানপত্র এসে পৌঁছেছে। আমি তার বয়ান নিচে দিয়ে দিচ্ছি। আশাকরি গুরুর পাঠকেরা বা তাঁদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দের কাছে এটি দ্রুত পৌঁছে যাবে।
     
    অল বেঙ্গল অ্যাপ - বেসড বাইক  অপারেটরস্ ফোরাম 
    সাথী,
    আমরা শিক্ষিত যুবেকেরা কোনও সরকারি ও কর্পোরেট সংস্থায় স্থায়ী চাকরির সুযোগ না পেয়ে স্বাধীনভাবে জীবনের ঝুঁকি নিয়ে কঠোর পরিশ্রম করে বাইক নির্ভর বিভিন্ন অ্যাপ যেমন ডেলিভারি, ফুড ডেলিভারি ও বাইক ট্যাক্সি এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হয়ে জীবিকা নির্বাহ করছি। আপাত দৃষ্টিতে স্বাধীন পেশা মনে হলেও আসলে এগুলি বড় বড় অ্যাপ - বেসড দেশি - বিদেশি কোম্পানির বাঁধা মজুরের মত বা কার্যত দাসত্ব করা। বিগত বেশ কিছুদিন ধরেই সরকার ও অ্যাপ - বেসড কোম্পানি উভয়ই আমাদের উপর খড়গহস্ত। অথচ, আমরাই রাতে বেরাতে কি খবর হোক বা জরুরি ব্যবহার্য জিনিসপত্র বা রাতে সুরক্ষিতভাবে মহিলা পুরুষ নির্বিশেষে যাত্রীদেরও আমরা পরিষেবা দিয়ে আসছি। তা স্বত্ত্বেও সরকার নতুন নিয়ম চালু করেছেন ১লা এপ্রিল,২০২৫ থেকে সমস্ত অ্যাপ - বেসড বাইক অপারেটরদের ব্যক্তিগত বাইকের বদলে বাণিজ্যিক রেজিস্ট্রেশন করা বাইক দিয়েই পরিষেবা দিতে হবে। ফলে আমাদের মত সাধারণ গরীব শ্রমজীবী মানুষদের উপর আর একদফা অর্থনেতিক আঘাত এসে পড়েছে। এরফলে, পারমিট ফি হিসেবে বছরে প্রায় ১ হাজার টাকা দিতে হবে। এছাড়াও বাণিজ্যিক মোটর বাইক বিমাও করতে হবে যা বর্তমান বিমার প্রিমিয়ামের থেকে প্রায় চারগুণ বেশি। এই অতিরিক্ত খরচের দায়ভার সরকার বা কোম্পানিগুলো নিতে রাজি নয়। ফলে টা আমাদেরই ঘাড়ে এসে পড়ছে। এর সঙ্গে রয়েছে কেন্দ্রীয় সরকারের ট্র্যাফিক আইন ভাঙার জরিমানা ব্যাপক বৃদ্ধি। আগে যেখানে সাধারণ ট্র্যাফিক আইন ভাঙলে ১০০/ টাকা জরিমানা হত, এখন সেটাই বেড়ে ৫০০/ টাকা হয়েছে। এর উপর রয়েছে ট্র্যাফিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ারদের অযৌক্তিক ভাবে জরিমানা করার প্রবণতা। সরকার এদের হাতের স্মার্ট ফোনে জরিমানা করার এক অ্যাপ পাইকারি হারে বিলি করেছে। যা বাইক চালকদের বিরুদ্ধে যখন তখন রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলে সঙ্গে সঙ্গে কেস দেওয়া। এর বিরুদ্ধে অভিযোগ জানানোর বা সুবিচার পাওয়ার কোনও নির্দিষ্ট সরকারি ফোরাম নেই। গোদের উপর বিষ ফোঁড়ার মত রয়েছে নিত্যদিন ট্র্যাফিক পুলিশ ,সিভিক ও হোমগার্ডদের চরম দুর্ব্যবহার (তুই তোকারি, দু অক্ষর, চার অক্ষরে বাপ বাপান্ত করা)। এর পাশাপাশি কোম্পানিগুলোও শুধুমাত্র গ্রাহকদের তথাকথিত দুর্ব্যবহারের অভিযোগে যখন তখন আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই হামেশাই আইডি সাসপেন্ড করা হচ্ছে। অনেক সময় দেখা যায় অ্যাপ-বেসড বাইক অপারেটরের প্রায় কোনও দোষই নেই, উল্টে কাস্টমার/ যাত্রী সামান্য খুচরো বা অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়েও কোম্পানিকে মেল করে আইডি সাসপেন্ড করে দিচ্ছেন বা করার ভয় দেখাচ্ছেন ---- এই প্রবণতা ক্রমশ বাড়ছে। উল্টোদিকে, আমরাই রাতে একা মহিলাকে তাঁকে তাঁর গন্তব্যে সুরক্ষিতভাবে পৌঁছে দিচ্ছি। অনেক সময়ই দেখা যায় বড় হাউজিং কমপ্লেক্সগুলোতে বাইক অপারেটররা ডেলিভারি করতে গেলে নিরাপত্তারক্ষীরা জঙ্গিদের মতো তল্লাশি চালায় ও জিজ্ঞাসাবাদ করে। যা বেশির ভাগ ক্ষেত্রেই অহেতুক সময় নষ্ট করে কাস্টমারের কাছে শুধু শুধুই কথা শুনতে হয় বা ইমেল করে কোম্পানিকে রিপোর্ট করে দেয়।
     এমতবস্থায় সারা বাংলার বিশেষ করে কলকাতা ও শহরতলির অ্যাপ-বেসড  বাইক অপারেটরদের সংগঠিত হওয়ার প্রয়োজন রয়েছে। আমরা যদি আমাদের অবস্থার প্রতি এখনই নজর না দিই তাহলে পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। চরম স্বেচ্ছাচারিতার পথ গ্রহণ করবে সরকার ও সংশ্লিষ্ট কোম্পানিগুলো। ফলে, আমাদের এই মুহূর্তে প্রয়োজন নিজেদের নিজেরাই সংগঠিত করা একটি নির্দিষ্ট সংগঠনের মধ্যে যা হবে আমাদের দাবি-দাওয়া, সমস্যা তুলে ধরার ক্ষেত্রে এক শক্তিশালী হাতিয়ার। যদিও তা হতে হবে অবশ্যই সম্পূর্ণ দলীয় প্রভাবমুক্ত।
      উপরোক্ত বয়ানের সঙ্গে যাঁরা সহমত হবেন তাঁরা বিলম্ব না করে দ্রুত প্রথমে এই বক্তব্য সামাজিক মাধ্যমে, যেমন হোযাটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম ইত্যাদিতে যত বেশি সম্ভব সহকর্মী সাথীদের কাছে ছড়িয়ে দিন। সংগঠিত হবার জন্য সবার কাছে নিজের দৈনন্দিন তিক্ত অভিজ্ঞতা ভাগ করে, আগামী দিনে সংগঠিত হওয়ার প্রস্তুতি নিন। আসুন, আমরা একে অপরের বিপদে পাশে দাঁড়ানোর জন্য একটি হোযাটসঅ্যাপ গ্রুপ গড়ে তুলি -- যা আগামী দিনে সংগঠনের ভ্রূণ হিসেবে কাজ করবে। আমরা হোযাটসঅ্যাপ গ্রুপে আলোচনার মাধ্যমে একটি কনভেনশনে করে সংগঠিত হবো।
     
    অভিনন্দন সহ 
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • অন্যান্য | ২৪ আগস্ট ২০২৫ | ৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সুকুমার মিত্র | 2409:4060:2ec2:9d65::67ca:***:*** | ২৪ আগস্ট ২০২৫ ১৮:৫১733610
  • এই অ্যাপ বেসড কর্মীদের সঙ্গে একদিকে কোম্পানি অন্যদিকে পুলিশ প্রশাসন যেভাবে হেনস্থা করে তাতে এই রাজ্যে প্রায় ৬০-৭০ হাজার ও গোটা দেশে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতী নিজেরাই নিজেদের কর্মসংস্থানের পথ জীবনে ঝুঁকি নিয়ে বেছে নিয়েছেন। এদের উপর প্রত্যক্ষ ভাবে নির্ভরশীল প্রায় দেশের তিন কোটি মানুষ। আর পরোক্ষে আরো এক কোটি মানুষ নানা পরিষেবার সঙ্গে যুক্ত যারা নির্ভরশীল এই অ্যাপ বেসড ডেলিভারি কর্মীদের উপর। আশা করি, এই প্রতিবেদন এই ক্ষেত্রের কর্মীদের সংঘটিত হওয়ার ক্ষেত্রে একধাপ এগিয়ে দিল এটা নিঃসন্দেহে বলা যায়। এই কর্মীদের পাশে সকল গ্ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানো উচিত।
  • Koushik Chatterjee | ২৪ আগস্ট ২০২৫ ১৯:০৮733611
  • অনেক ধন্যবাদ সুকুমারদা। এই উদার অর্থনীতির যুগে শ্রমিকদের দীর্ঘ দিনের লড়াইয়ে অর্জিত শ্রম অধিকার গুলি একটা একটা করে সব গুলিই প্রায় গেছে। শ্রমিকরা তাঁদের নেতাদেরও পরখ করে নিয়েছেন। যদি এই নতুন সংগঠন গড়ে ওঠে, তাহলে তা সমস্ত শুভ বুদ্ধিসম্পন্ন মানুষের আশার কারণ হয়ে উঠবে এই আশাই রাখি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন