এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৭ | 168.26.205.19
  • আরে আমি কি তোর কথা বলেছি নাকি? রেখা আর রনধীর কাপুরের কথা বলেছি তো, আর স্থান কাল পাত্র কিঞ্চিত বদলে দিয়েছি। ঃ-))

    আর আমি তো বলেইছি আমাদের অভ্যেস খুব খারাপ ছিল। আমরাও পাইএর মতন হোস্টেলে থাকতাম। সেখানে একবার আকার ঘর কেমন গুছিয়ে দিয়েছিলাম সেসব বৃত্তান্ত না তোলাই ভালো। ঃ-(
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৬ | 122.167.105.214
  • ও সরি। খচছিস কেন? দোষ তো আমার। রণধীর কাপুরটা যে তুই নস আগেই বোঝা উচিৎ ছিল।
  • Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৬ | 12.149.39.84
  • বেচারি ভদ্রমহিলাই বা করেন কি---চোখের ওপর দেখতেও পাচ্ছেননা--আবার নিজেকে করতেই হচ্ছে--তাই ওটা আর্তনাদ ঃ-)
    ওটা নিজেকেই বলেন--তোকে নয়

    তবে গজগজ করার একটা আনন্দ আছে---জানিনা ঠিক কি সেটা---ঃ-)হাতে পায়ে কাজ করতে করতে মুখটাও চলে বলে কি ব্যালান্স আসে--এটা আমার কোশ্নো ঃ-০
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৩ | 75.76.118.96
  • আমাদের খাটের কোন তলা নেই। আমি আমার জামাকাপড় (অফিসিয়াল) লন্ড্রিতে দেই, বাকি হাবিজাবি নিজে কাচি। মাইরি রিমি এবারে আমাকে বহুত টেমপটেড করছে। রিমির ক্লোজেটে ঢোকা যেত না কেন? জিজ্ঞেস করে দেখ বে। ঃXX
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫২ | 122.167.105.214
  • আরে ব্যাংক অ্যাকাউন্ট ছাড়। খাটের তলা থেকে দলাপাকানো জামাকাপড়গুলো বার কর নীচু হয়ে। তারপর ওগুলো ওয়াশিং মেশিনে ঢোকা। কদ্দিনের ছাড়া জামাকাপড়?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫০ | 72.83.92.218
  • নিনাদি, যায়না। করার চেষ্টাও বৃথা তাই ঃ)

    আমার মা যদি এই সারসত্যটা একটু আগে বুঝতো তবে জীবনে নিজেও অনেক শান্তি পেতো, আমিও পেতুম ঃ(

    এদিকে ছোটোবেলায় নিজেই সমানে বকাবকি করতো যার বারোতে হয়না, তার বাহান্নতেও না। তো, বারো অব্দি আমিও অল্পসল্প কিছু সিরিয়াস ট্রাই দিয়ে হাল ছেড়ে দিয়ে বারো পেরুনুর অপেক্ষা করতে থাকলুম। ওমা, বারো পেরোনোর পরও দেখি ভদ্রমহিলা সেই একইরকম পিটপিট খিচিরমিচির করেই চলেছেন ! বহুত না ইনসাফি।
  • aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৫০ | 75.76.118.96
  • শ্লা কি বড় বড় কথা। কেউ তো আর করুণ ইতিহাস ও বর্তমানের কথা জানবে না। সে সবই লেখা আছে করুণ ব্যাংক অ্যাকাউন্টে। এই শালা এক অ্যাপার্টমেন্টের পেছনে কত যে খরচ হল আর কেনই বা হল সে খতিয়ান রাখে শুধু এক ডিপ্রেসড পুরুষ।
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৯ | 122.252.231.10
  • * আত্মশুদ্ধি
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৭ | 122.252.231.10
  • মামী, রোজ সবক'টা মোজা নিয়ে জলে ভিজিয়ে সোফায় মেলে রাখলে আশা করি চিত্তের আত্মাশুদ্ধি ঘটবে অচিরেই। বিশেষ করে অফিস বেরোনোর সময় মোজার যখন খোঁজ পড়বে। ঃ)
  • Nina | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৪২ | 12.149.39.84
  • ধুর বাবা, ঠিক করে আসতেই পারছিনা--পাতার পর পাতা এগিয়ে যাচ্ছে ঃ-((
    বাড়ীতে যে যার মতন থাকবে---আমার সাম্পানের ধরণটা হেব্বি ভাল লাগল--ব্যাস নো প্রবলেম।
    রিমির লেখার সাগ্রহে অপেক্ষা করব---অব্যেস বদলে দেয়া যায় ??!! নাহ! আমি সে বয়েস পেরিয়ে গেছি--নানারকম ট্রাই করে হাল ছেড়ে দিয়ে আমি এখন একেবারে সাম্পান---
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৮ | 72.83.92.218
  • হোস্টেল লাইফ কাটিয়ে এলে এগুলোতে তো খুব কিছু অসুবিধা হবার কথা নয়। একটা রুমে চার পাঁচ গুঁতোগুঁতি করেও , একেকজনের একেক রকমের অভ্যেস নিয়ে বিন্দাস থাকা যায়। ( অবশ্যই আমি অসুবিধা সৃষ্টিকারী ইচ্ছাকৃত উৎপাতের কথা বলছিনা)
    সংসার জীবনে ঢুকলে আমরা হয়ত অনেক কিছু নিয়ে অনেক বেশি খুঁতখুঁতেও হয়ে যাই।
    একটা আধভিজে গামছা মাটিতে কি সোফায় কি বিছানায় একদিন পড়ে থাকলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যায় ?
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৮ | 117.194.32.200
  • অপ্পন, দাও না, কে বারণ করছেঃ)

    মাথায় রেখো ঘট বং নির্বিশেষে কাজ করে এমন কিছু দেবে- বাবাই ঘটিঃ)
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:২৮ | 122.252.231.10
  • ন্যাড়াদা, জার্মানরা বর্তমানে বাঁচে। অমন "সুরজিৎ' জার্মানদের ক্লাবে আগেও এসেছে, ভবিষ্যতেও আসবে।

    খালি ঘট্‌সরাই বরদলুইয়ের কথা মনে রেখে দেবে। ঃ)
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:২৬ | 122.252.231.10
  • ধুর, মামীর ৫ টা অপশনের একটাও কাজ করবে না। তাণ্ডব করে কোন পার্মানেন্ট সলুশন পাওয়া যাবে না।

    বললাম না, যুগটা গান্ধিগিরির। যদি শুধাও, তালে উপায় বাতলাতে পারি। ঃ)
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:২৪ | 12.34.246.73
  • আমি ক্রমশই সাম্পানের দারুন ফ্যান হয়ে উঠছি ঃ-)
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:২২ | 72.83.92.218
  • রিমিদি, বাচ্চাকাচ্ছাতে এইজন্য আমার এত্ত ভয় ঃ))
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:২১ | 168.26.205.19
  • হুএর ৯.১১ তে প্রচন্ড একমত হলাম।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:২০ | 72.83.92.218
  • অপ্পন, লেদারের জিনিসে ওটুকু জল পড়লে ভোগে যায় নাকি ? বড়জোড় দাগ হতে পারে। সেটাকে ডিজাইন ভেবে নিলেই হয়। দরকার হলে সোফার অন্যদিকেও এরকম একটা দাগের ব্যবস্থা করে দেওয়া যায়। যাতে দেখতে 'নান্দনিক' লাগে। বেশ বুটিকের সোফা মনে হবে।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৮ | 72.83.92.218
  • হুচে, সেটাই টইতে লিখেছিলাম। দুজনের মধ্যে এই 'দরকার' এর বোধগুলো খুব আলাদা না হলে খুব সমস্যা হয়না। বাইরের লোকজন হয়তো সংসারটাকে পারফেক্ট মনে করবে না।
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৮ | 117.194.32.200
  • লেদারের হলেই বা কি? তাপ্পি মেরে আধুনিক ডিজাইন করা যেতে পারেঃ)
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭ | 168.26.205.19
  • ব্যাং, ঃ-))
    আমাদের বাড়ি মানে অ্যাপার্টমেন্ট এতদিন নরকের কুন্ড হয়েই ছিল। কিন্তু আমেরিকানদের বাজে স্বভাব হল সবার ব্যপারে নাক গলানো আর দাদাগিরি করা। আমার অ্যাপার্টমেন্টের "পুওর কন্ডিশন" দেখে তারা আমাদের গুচ্ছ টাকা চার্জ করেছে। (ভারতীয় বাড়ির তুলনায় আমাদের ফ্ল্যাট কিন্তু অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন)। যাই হোক, সেই এক ধাক্কায় আমাদের পরিষ্কার পরিছন্নতার বোধ তুঙ্গে উঠেছে। এর মধ্যেও অবশ্য কিছুটা বেশি কম আছে।
    যেমন বাড়ির মধ্যে সবচেয়ে পরিষ্কারের বাতিক হয়েছে সাম্পানের, আর সবচেয়ে কম হয়েছে, বলা বাহুল্য আকার। মাঝে মাঝেই আকা জুতো জায়গায় রাখতে ভুলে গেলে সাম্পান নিজে জুতো জোড়া জায়গায় রেখে দেয়, আর লায়নকে বলে, "পরের বার মনে রাখিস, জুতো এখানে রাখবি।" ওদিকে নিজের ঘরে নিজের জুতো জামা যেখানকার যা, সব ঠিক জায়গায় রাখে, আমরা কেউ নিজেদের জিনিষ ওর ঘরে ভুলে ফেলে গেলে সেগুলো আমাদের ঘরে দিয়ে আসে, আর মিষ্টি করে বলে দেয়, "আই ওয়ান্ট টু কিপ মাই রুম ক্লিন।"
  • nyara | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭ | 122.172.214.128
  • বরদলৈকে অমন হেলাফেলা কোরোনা। সেই কবে দশ হাত বাই চার হাত মাঠে বরদলৈ ফাইনালে সুরজিত নাকি জার্মানদের হয়ে জিরো ডিগ্রিতে গোল মেরেছিল (আসলে পেনাল্টি বক্সের কোণ থেকে প্রায়), সে শোনাতে শোনাতে জার্মানদের একথালা ভাত উঠে যেত। মনে নেই?
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭ | 72.83.92.218
  • আর রিমিদি, 'বদ' অভ্যেস বলা নিয়েও যেমন আপত্তি আছে, অভ্যেস বদলানোর চেষ্টা করা নিয়েও।
  • prateek | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৬ | 122.179.59.246
  • ওফ,ন্যাড়াদা ঃ)
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৬ | 12.34.246.73
  • সে তো উৎপাতটা যার হচ্ছে সে বলবে ঃ-)
    আমি যদি ভাবি বড্ড শীত পড়েছে, সামনের চারমাস আর চানটান করে কাজ নেই। অফিসের সহকর্মীরা কি সুগন্ধটা হাসিমুখে মেনে নেবেন?
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৫ | 122.252.231.10
  • সোফাটা কি লেদারের? তালে জল লেগে লেদার ভোগে যেতে পারে।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৫ | 122.172.248.92
  • নাঃ, পাইয়ের মতন এরম ইথেরিয়াল স্তরে এখনও পৌঁছতে পারি নি। তবে সৎসঙ্গ করি তো, একদিন ঠিক পারব।
    পাই, ঘরটা ভ্যাকুয়াম যে করে, দোষ তার।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৪ | 72.83.92.218
  • নাঃ হুচি, ভেবে দ্যাখো, এটা ঠিক কানের গোড়ায় পটকা ফাটানোর মত কোন উৎপাত নয়।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩ | 72.83.92.218
  • ন্যাড়াদা ঃ))
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩ | 122.252.231.10
  • আরে ন্যাড়াদা, এইবার বরদলুই টরদলুই যাচ্ছ নাকি? অথবা সিকিম গোল্ড কাপ? অনেক সময় আছে এখন।

    ত্রিমুকুটটা করতে হবে তো!
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১২ | 72.83.92.218
  • বদ অভ্যেস ?

    আরে আমি তো এটাকে 'বদ' অভ্যেস মনেই করিনা ঃ)

    সেটাই তো পয়েন।

    আমার শাশুড়িরা এসে এবার আমার খাটের তলা থেকে এরকম অনেক কুর্তি উদ্ধার করেছেন, যেগুলো আমি ভেবেছিলুম এবার কোলকাতা গিয়ে বোধহয় ফেলেই এসেছি ঃ)
    আর কতকগুলোর কথা ভুলেই গেছিলুম।
    এখন ভারি আনন্দ । প্রচুর নতুন জামা ঃ)
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১২ | 117.194.32.200
  • ভাবছি বোনকে সুপরামর্শ দেবো, রাতে আর বাথরুমে যাবি না, বিছানাতেই হিসু করবি।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১২ | 122.172.248.92
  • ন্যাড়া ঃ-)))))
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১১ | 12.34.246.73
  • পাই, সেই যুক্তিতে তো পাড়ায় সারা রাত ধরে মাইক বাজলে কানে ইয়ার বাড লাগিয়েই ঘুমোনোর চেষ্টা করা উচিত, কোন অভিযোগ না করে। আমার মনে হয় সহাবস্থানের জন্য একটা ন্যূনতম অ্যাডজাস্টমেন্ট করাই বাঞ্ছনীয়। তবে কোথায় গিয়ে অ্যাডজাস্টমেন্টটা কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে সেটা খুবই কেস স্পেসিফিক। কোন থাম্ব রুল দেওয়া যায় না।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:১০ | 122.172.248.92
  • পাই, ৯ঃ০৭টা আমি আজকাল অ্যাপ্লাই করি। যে যেটা যেখানে রাখছে, সেখানেই থাকে, ফিরেও তাকাই না, বরং গুরুতে পোস্ট করি। তো বাড়িটা অ্যাত্তোদিনে একটি ঘন্ট বা নরকের কুন্ড হয়ে উঠেছে। তো তাতে আমারই বা কী! যার নরকে থাকতে ভালো লাগবে না, সে অন্য ব্যবস্থার কথা ভাববে, এই বিশ্বাস নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি।
  • nyara | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৯ | 122.172.214.128
  • মোহনবাগান টিমের কে একটা খেলতে নাবার আগে টই আর এই ভাটে ঢুকেছিল একবার। গিয়ে টিমমেটদের গল্প করেছে। শুনে সব শালার বি* টাকে উঠে গেছে। খেলবে কি!

    জার্মানদের বারণ কর যেন ফেড চলাকালীন খবরদার এদিকপানে না আসে।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৮ | 122.172.248.92
  • রিমির ৯ঃ০৫ আমি অ্যাত্তো ভালো করে উপলব্ধি করেছি, তাই আমিও আর গজগজানিতে আয়ুক্ষয় করি না। ঐ প্ল্যান/ট্রিক/শিক্ষে এসবের উপরে বেশি যত্ন নিই।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৭ | 72.83.92.218
  • হুচে, ধরো একজনের পছন্দ , একজনের অপছন্দ।
    যার ওভাবে রাখাই পছন্দ , সে সেটা তুল্লো না বলে দোষ দেওয়া যায় কি ?
    যার অপছন্দ সে তুলে নিতেই পারে, কিন্তু কোন অভিযোগ ছাড়া। কারণ সে তার নিজের পছন্দের জন্য এটা করছে। ওভাবে থাকলে তার নিজের অসুবিধে।
    বল্লাম এই কারণেই যে , এইজন্য বহু ক্ষেত্রেই কথা শোনানো হয় আর বলা হয় খাটতে খাটতে মরে গেলুম, অন্যজনের আলসেমির জন্য।
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৫ | 168.26.205.19
  • ওরে বাচ্চা মেয়ে পাই, সংসার এত সহজ হিসেবে চলে না। এই নিয়ে আমার দিস্তে দিস্তে লেখার আছে। ঐভাবে ঠিক ভুল ঠিক বলা যায় না। তবে এটুকু বলা যায় যে গজগজিয়ে কিম্বা রাগ দেখিয়ে কিম্বা সমানে ক্রিটিসাইজ করে কারুর বদভ্যাস বদলানো যায় না। তার জন্যে অনেক প্ল্যান, অনেক ট্রিকের দরকার। এই নিয়ে আমি এত পড়াশুনো করেছি (সব আমেরিকান বই) যে আরেকটু উস্কে দিলেই রাশি রাশি লিখে ফেলব হয়ত। কিন্তু তাতে আমার চাকরিটি যাবে ঃ-( অপেক্ষা কর বালিকা।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৫ | 122.172.248.92
  • মিঠু, ৯ঃ০০টা ঃ-))))
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০৩ | 12.34.246.73
  • রিমিদি তো লিখেই দিয়েছে ৮।৫৯ এ। একমত।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০২ | 122.172.248.92
  • রিমির ৮ঃ৫৯য়ে ক্ক।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০২ | 72.83.92.218
  • রিমিদি, হ্যাঁ, এবার। এটাকে বর বৌ তে নিয়ে আসা যাক।আগের পোস্টে যা বল্লাম।
    এক জনের যা ইচ্ছে তাই করছে। মানে ইচ্ছে করেনি, তাই কাজটা করেনি। এতে অন্যের তেমন কোন ক্ষতিও হচ্ছে না। এবার এই কাজটা সে করেনি বলে অন্যজনকে করতে হল, কেন করতে হল এই গজগজানি , অভিযোগ করা কি ঠিক ?
  • rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০২ | 168.26.205.19
  • ম ঃ-)))))) এক্ষেত্রেও ব্যপারটা কিছুটা সেরকমি হবে বলে মনে হয়।
  • hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০১ | 12.34.246.73
  • পাই, একবাড়িতে দুটো মানুষ থাকতে গেলে একটু অ্যাডজাস্ট করতেই হয়। যদি দুজনেরই ভিজে মোজা সোফাতে শুকোলে কোন সমস্যা না থাকে তাহলে তো মিটেই গেল। আর সংসার যদি শুধু দুজনের হয় তাহলে সেক্ষেত্রে শাশুড়ির কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বার করে দেওয়া যাবে। যদি শাশুড়িও বাড়ির সদস্য হন তাহলে তাঁর পছন্দ মেনে নিয়ে একটু অ্যাডজাস্ট করতে হবে। হল?
  • m | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০০ | 117.194.32.200
  • ঃ))))রিমি
    কোনো কোনো রেখার বর ঐ জামাকাপড়ের কথা জাস্ট ভুলে মেরে দেবে। রেখা যদি কখনো কিছুদিন পর ঐ জামাটার কথা বলে রণো আকাশ থেকে পড়তে পারে বা পড়বে- কিম্বা মহিলাদের কুচক্রী মন নিয়ে নাতিদীর্ঘ বক্তৃতা দেবে। আর যদি মাসদুই বাদে সেই জামা হাতে আসে, তাইলে এই নতুন জামাটা কবে এলো ভেবে বিষ্মিত হয়ে সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেঃ)
  • ppn | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২১:০০ | 112.133.206.18
  • ঘটিবিদায় সম্পূর্ণ।

    খুক খুক খ্যাক খ্যাক খ্যক।
  • pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 72.83.92.218
  • এই প্রশ্নটাও তুল্লাম ঐ টইয়ের পোস্টের পরিপ্রেক্ষিতেই।

    ঐ কোনটা একজনের 'দরকার' মনে করা হবে, অন্যজনের নয়। আর তার জন্য অন্য পক্ষকে অভিযুক্ত করাটা কতটা যুক্তিযুক্ত হবে , টইয়ের সেই পুরানো প্রশ্ন ঃ)

    ও , নিনাদিকেও প্রশ্নটা করলাম।
  • Du | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 117.194.208.8
  • ছেলেরা সাধারন অফিসে বৌয়ের খরচ করার হ্যাবিট নিয়েও বলে ( রোজগার ভালো হলে জোক করে) আর আমেরিকাতে অসংখ্য মাদার ইন ল জোকস আছে কারণ এক জেনারেশন আগেও মায়েরা অনেক সময়ই বৃদ্ধাবস্থায় মেয়ের বাড়িতে থাকতেন। ব্যপারটা সিগনিফিক্যান্ট হলেই লোকে বলে। মেয়েরা একটা নিকৃষ্ট প্রজাতি বলে নয়।
    মেয়েরা ছেলেমেয়েদের কথাও বেশি গল্প করে তুলনামূলকভাবে সোশ্যাল আড্ডায়। নেচার তো আলাদা বটেই খানিকটা সাধারনভাবে।
  • byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯ | 122.167.109.118
  • রেখার শাশুড়ি এক্ষেত্রে কী করবে আমার জানা নেই পাই। তবে আমি রেখার শাশুড়ি হলে মোটেও চেঁচাতুম না, সেকথা আমি জানি।
    শাশুড়িরাও ভ্যারিয়েবল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত