একটা জঘন্য মাছ রেঁধেছি, কি বাজে গন্ধ বেরচ্ছে কি বলব। মেকাপ দেবার জন্য বাঙাল মতে একগাদা নংকা ঢেলে দিলুম।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৭:১৯ | 75.76.118.96
এককালে মেয়েদের নাকি পৈতে হত। পুরুষরা তুলে দিয়েছে।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৭:১৯ | 75.76.118.96
পৈতে খুব ভালো ব্যপার অনেক খাওয়া যায় আর অনেক উপহার পাওয়া যায়। একাদশী ব্যপারটা ঘ্যাম। সকালে এক ধামা নুচি, রাতে অমৃত সম ফলার। ভাবছি আর একবার পৈতে নেব কিনা। মাকে একবার জিজ্ঞেস করে দেখি।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৭:১৮ | 72.83.92.218
হ্যাঁ, ইরেস্পেক্টিভ অব কোনো স্পেসিফিক আত্মীয় বা আত্মীয়ের সেট বাদ যাওয়া, যেকোন অব্রাহ্মণের বাদ যাওয়া কি ব্রাহ্মণের স্পেশাল ট্রিটমেন্ট পাওয়া , অ্যাজ আ হোল পুরো ব্যাপারটাই দৃষ্টিকটু।
আর ইয়ে, ব্রাহ্মণ মেয়েদের জন্য যে এরকম কিছু নেই, সেই পুরুষতান্ত্রিকতাটাও ঃ)।
hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৫৫ | 24.13.11.220
পাই, হেলদোল নেই মানে প্রণাম না করার ব্যাপারটা খুব একটা পাত্তা পায় না। মাথা ন্যাড়া করা যেমন একটা নিয়ম, অব্রাহ্মণকে প্রণাম না করাও তেমনই একটা নিয়মের মত। ব্রাহ্মণদেরও লজ্জা নেই, অব্রাহ্মণটিও কিছু মনে করেন না। এই আর কি। (এটা যেমন দেখেছি তেমন বললাম। এটা হওয়া উচিত কিনা তা বলছি না কিন্তু)।
মিঠুদিকে শুভ জন্মদিন।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪৭ | 122.178.253.135
মামীকে হ্যাবাড্ডি। একবাটি ট্যাংরামাছের ঝালঝাল ঝোল রেখে গেলাম। ঃ-)
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪৬ | 122.178.253.135
পাই, আমার পুরো পৈতে ব্যাপারটাই খুব খারাপ লাগে।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪৫ | 75.76.118.96
আর পোস্টের ঘনঘটা দেখেই বুইতে পারছেন নিশ্চয়ই আমাদের বাড়িতে কে অপ্রেসড। উফ বাই, যাই ওষুধ নিয়ে আসি এখনও এক পাঁজা বাসন মাজতে দিতে হবে, লন্ড্রী করতে হবে।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪৪ | 72.83.92.218
যেকোনো পৈতেতেই কেবল কিছু লোককে প্রণাম করা দেখতে বিচ্ছিরি লাগে নাকি ? হুচেকেও সেটাই বলার ছিলো। যাইহোক কাটি এবার।
মিঠুদিকে জন্মদিনের শুভেচ্ছা।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪৪ | 75.76.118.96
ম, হ্যাবাডে, অনেক শুভেচ্ছা আর এক বাটি রসগোল্লার কালিয়া, কাঁচা নংকা সমেত রইল।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪২ | 122.178.253.135
মিঠু হ্যাপ্পি বাড্ডে। অনেক অনেক শুভেচ্ছা নিও।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৪১ | 122.178.253.135
এই সম্প্রদান প্রথার সবচেয়ে বিছিরি দিকটা দেখা যায় রিমি, যখন অব্রাহ্মণ মেয়ের ব্রাহ্মণবাড়িতে বিয়ে হয়। সম্প্রদানের আগের মুহুর্ত অব্দি মেয়েটিকে অমুক দাসী বলে উল্লেখ করা হায় আর সম্প্রদানের পরের মুহুর্ত থেকে অমুক দেবী হয় যায় সে। এত বিচ্ছিরি লাগে আমার ব্যাপারটা!
পাই, হ্যাঁ সে তো বটেই। কিন্তু সেই নিয়মগুলোকে "পুরুষতান্ত্রিক" লেবেলটা দেওয়া যায় কি? আমার কাছে পুরুষতান্ত্রিক হল সেইসব নিয়ম যেগুলো মেয়েদের স্বাভাবিক মানবিক অধিকার কেড়ে নেয়, পুরুষদের সুবিধার জন্যে। সম্প্রদান প্রথা এই বেসিক অ্যাটিচিউডের করোলারি একখানা ঃ-))
দেখ,ধাক্কা দিলেও যে কাজ হয় তা নয়। ধরা যাক, এখানে মেয়েটিকে বলা হল উচিত না। কিন্তু তার বাবা মা তাকে শিখিয়েছে এটাই উচিত। পারিবারিক শিক্ষা যা মানুষ ছোটো থেকে পেয়ে আসে তাকে ঠিক এইরকম ধাক্কা দিয়ে বদলানো যায় না। বরং প্রাথমিক শিক্ষাস্তরের পাঠ্যক্রমে শেখালে অনেক বেশি কাজ হয়। কিন্তু জাতিভেদ বা পুরুষতন্ত্রের ক্ষতিকর দিকগুলো কোনোটাই (একমাত্র সতীদাহ,বহুবিবাহ, বাল্যবিবাহ ইত্যাদি মেজর কিছু ছাড়া) এখনো আমাদের শিক্ষাব্যবস্থায় সেভাবে জোর দিয়ে শেখানো হয় না। বরং বিভিন্ন গল্পে উদাহরণে পুরোনো সমাজের চালু নিয়মগুলৈ অনেক সময়ে ফুটে বেরোয়।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৫ | 122.178.253.135
ছি ছি ছি, ফিলিং হবে, ফ্লিং কিছুতেই হবে না।
byaang | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৪ | 122.178.253.135
হুচের ৫ঃ১০এর পোস্টের অভিজ্ঞতা আমারও আছে। আমার বড়পিসি কায়স্থকন্যা, বিয়ে করেছিল ব্রাহ্মণকে। তো আমার খুব ছোটবেলায় দেখা - আমার পিসতুতো দাদা পৈতের পরে বিজয়ার সময় নিজের বাবার দিকের সব আত্মীয়দের প্রণাম করত, কিন্তু তার নিজের মায়ের দিকের যেসব আত্মীয় আছেন, তাদের প্রণাম করত না। ব্যাপারটা ঐ বয়সেই আমার এত বিচ্ছিরি লেগেছিল যে আর কখনো ঐ দাদার সঙ্গে আমার কোনো রকম স্নেহের, বন্ধুত্বের সম্পর্কই গড়ে উঠল না। অথচ এখন বুঝি, ওরই বা কি দোষ ছিল! নয় বছরের ছেলেকে যেমন শেখানো হয়েছে, সে তাই করেছে। ইসে, পাই, আমার পোস্ট নিয়েও প্রশ্ন করা যাবে। বরং না করলেই খুব অপমানিত, একঘরে টাইপের ফ্লিং হবে।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৪ | 72.83.92.218
হেলদোল নেই টা কী নিয়ে বলছিলে ? ওখানে সবাইকে করছে, তোমার মা কে প্রণাম করছে না, ব্রাহ্মণত্ব চলে গেছে বলে, এই জন্য ?
hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:২৬ | 24.13.11.220
হ্যাঁ, বলো।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:১০ | 72.83.92.218
পুরুষতান্ত্রিকতার উদাহরণ দিতে বলনি সেটা বুঝেছি তো, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজে বহু নিয়ম পুরুষ নারী নির্বিশেষে অপমানজনক, সেটাই বলার ছিল।
হুচে, তোমার পোস্ট নিয়ে কথা বলা যাবে তো ? নইলে আগের পোস্ট ডিসমিস ঃ) । আর বলা গেলে আরেকটা কথা বলার ছিলো ঃ)
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:০৬ | 72.83.92.218
কাব্লিদা, এক্ষেত্রে মেয়েটিকে যদি মুখের উপর বলা হয়, এভাবে জাতের ভিত্তিতে একজনকে প্রণাম না করা অপমানজনক, ঠিক না , তাহলে এই ধাক্কা দেওয়া নিয়ে কি তোমার আপত্তি আছে নাকি?
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৬:০৩ | 72.83.92.218
হুঁ ঃ)
উঠে যাওয়া উচিত এনিয়ে বোধহয় কেউই দ্বিমত হবেনা। অন্তত এখানে। যেখানে হবে, সেখানে ধাক্কা দেওয়া উচিত ঃ)
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৫:৫৮ | 75.76.118.96
পাই, আমি পুরুষতান্ত্রিকতার উদাহরণ দেবার জন্যে ঘটনাটা বলিনি, জাতিভেদের উদাহরণ এটা, এমন একটা প্রথা যা সেভাবে সতীদাহ বা বহুবিবাহের মতন ক্ষতিকর নয়, কিন্তু অপমানজনক। অতএব উঠে যাওয়া উচিত। উঠে যাচ্ছে কি যাচ্ছে না তা নিয়ে বক্তব্য নেই, কিন্তু উঠে যাওয়া উচিত সেটাই বক্তব্য ঃ-))
আর হ্যাঁ, সমাধানের ব্যপারে তো আগেই বলেছি, সবসময় সবাইকে ওভাবে ধাক্কা দেওয়া যায় না, সবাই ধাক্কা দিতে পারেও না। কিন্তু ধাক্কা দিলে অন্যের বিশ্বাসে আঘাত লাগবে তো, যেটা কেডিদা বল্লেন করা উচিত না। সেই জন্যেই এই উদাঃ দিলাম।
আমাকে তুই যতখুশি প্রশ্ন করতে পারিস।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৫:২৯ | 72.83.92.218
আমাদের বাড়িতে যিনি কাজ করতেন, বিজয়ার পর তাঁকে প্রণাম করতে যাওয়াতে সবাই অস্বস্তিতে পড়েছিল, তিনি নিজে সবচে বেশি। কিন্তু সেটা ঐ প্রথমবারই। পরের বার থেকে ওটাই অনেক স্বাভাবিক হয়ে গিয়েছিল।
pia | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৫:২৭ | 72.83.92.218
অভ্যু কি আমাকে বল্লে ? করো।
হুচে, কিন্তু তোমার মা বাবা তো বদলেছেন। তুমি, তোমার ভাই ওভাবে আর ভাবোনা। সেটা কি এগোনো নয় ?
আর, পৈতে ইটসেল্ফই তো একটা রিগ্রেসিভ নিয়ম। ব্রাহ্মণরা আলাদা , তাদের শ্রেষ্ঠত্ব এসব তো পোতে ইটসেল্ফ অনুষ্ঠানটাঅর মধ্যে দিয়েই জাহির করে দেওয়া হচ্ছে। অব্রাহ্মণকে প্রণাম না করা তার করোলারি মাত্র।
hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৫:১০ | 24.13.11.220
পাই, ব্রাহ্মণ কন্যা অব্রাহ্মণকে বিয়ে করলে ব্রাহ্মণত্ব হারায়। আমাদের দিদার বাড়ির দিকে পৈতে হলে নব্য ব্রাহ্মণরা মাকে প্রণাম করে না। এ নিয়ে অবশ্য কারোরই খুব একটা হেলদোল দেখি না। অনেক জায়গাতেই সমাজটা শরৎচন্দ্রের যুগেই পড়ে আছে।
hu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৫:০৪ | 24.13.11.220
রিমিদির পোস্ট পড়ে আমার একটা ঘটনার কথা মনে পড়ে গেল। আমারও মা ব্রাহ্মণ, বাবা কায়স্থ। ঘটনাটা ঘটে আমার দিদার বাড়িতে আমার ভায়ের সাথে। ও তখন খুবই ছোট। চার-পাঁচ বছরের হবে। আমাদের তখন শেখানো হয়েছে বাড়িতে বড় কেউ আসলে তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয়। আমার দাদুর কাছে দাদুর অফিসের এক ভদ্রলোক এসেছেন। ভাই দিদার বাড়ি ছিল তখন। ও ভদ্রলোককে পা ছুঁয়ে প্রণাম করেছে। ভদ্রলোক চলে যাওয়ার পর দাদু দিদাকে ভীষণ বকুনি দিলেন ভাইকে ঐ ঘরে পাঠানোর জন্য। অফিসের ঐ ভদ্রলোক নাকি খুবই নিচু জাতের। তাঁর পা ছোঁয়া মহা অপরাধ হয়েছে। মা-বাবার ইন্টারকাস্ট ম্যারেজের সময়েও খুবই জলঘোলা হয়েছিল। তারপর ওনারা বাবাকে এবং আমাদের মেনে নিয়েছিলেন। কিন্তু নিজেরা যে বিশেষ বদলান নি তাতো বোঝাই যাচ্ছে।
Abhyu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:৪৭ | 97.81.72.210
আমার একটা কোশ্নো আছিল। করি?
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:৪৬ | 72.83.92.218
*আকাদা
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:৪৪ | 72.83.92.218
আমিও এবার বলি, কী মুশকিল। আমি কি শেয়ার করতে বারণ করেছি নাকি ? কিন্তু তাই নিয়ে কিছু প্রশ্ন ও করতে পারবো না নাকি ?
নাকি, ব্যক্তিগত ঘটনা শেয়ার করলে সেগুলো খালি শুনে যাওয়াই নিয়ম। তাই নিয়ে কোনো কথা বলা যাবে না ? আমার তো ধারণা ছিল, আলোচনার জন্য শেয়ার করা।
সেটা না হয়ে থাকলে দুঃখিত। আমার সব পোস্ট ও প্রশ্ন প্রত্যাহৃত।
আর আকাদার যেটার উদাহরণ দেওয়া হয়েছে বলে জানালো, সেটা কীভাবে ঐ উদাহরণ হয় বুঝতে পারিনি বলে শেষের পোস্টের প্রশ্নটা আকাদার উদ্দেশ্যে ছিল।
Abhyu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:৩৭ | 97.81.72.210
কি মুশকিল রে বাবা, সবার বাবা মা (বা আমরা নিজেরাও) তো আর আঘাত হানার জন্যে মুখিয়ে থাকে না। তা বলে কেউ সে ঘটনাটা শেয়ার করতেও পারবে না?
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:২১ | 72.83.92.218
হ্যাঁ, সেটাই তো জিগাচ্ছি। ঐ নিয়ম বদলানোর জন্য তখন তাহলে কী আঘাত হানা হয়েছিল , বা তার পরে ?
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:২০ | 72.83.92.218
কাস্টিজমের উদাহরণ তো বটেই। কিন্তু তার আগের পোস্টে পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম আর তাতে আঘাত পাওয়ার কথা হচ্ছিলো বলে বল্লাম। পুরুষতান্ত্রিক সমাজে নিয়ম মানেই পুরুষের সুবিধা করার জন্য এমন না। নানারকমের নিয়ম তৈরি হয়ে বসে আছে তো।
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:১৫ | 72.83.92.218
মানে, আমার বক্তব্য, শুধু খারাপ লেগেই কী এই পরিবর্তন হবে ? যেখানে যখন হচ্ছে, তখন বলাটা, বা অন্যদের, যারা অ্যাফেক্টেড হচ্ছে, তাদের বলতে বলাটা অনেক বেশি এফেক্টিভ। আমার মতে। ওখানে তোমার মা যদি বলতেন বা বাবা প্রণাম না নিতেন, মেয়েটি ধাক্কা খেত। মানে, সে নিজেও হয়তো বুঝতেই পারেনি এটা একটা অপমানজনক কাজ করছে।
aka | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:১৫ | 75.76.118.96
আব্বে কে কোথায় আছিস এক গেলাস জল দিয়ে যা।
(গ্যাং লিডারের বর, মনে করিয়ে দিলাম)
ওটা হল নিয়ম বদলাতে হলে আঘাত হানার উদাহরণ।
Abhyu | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:১২ | 97.81.72.210
গ্যাংলিডার সম্ভবত পুরুষতান্ত্রিকতা নয়, কাস্টিজমের উদাহরণ হিসেবে ঘটনাটা বলেছে। কাস্টিজিম ছেলেমেয়ে দ্যাখে না রে বাবা !
Tim | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:১০ | 173.163.204.9
কি মুশকিল, ওটা পুরুষতান্ত্রিক সমাজের নিয়ম হবে ক্যানো?
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:০৯ | 72.83.92.218
নিশি, ভূমিকাটার পিডিএফ পাঠানোর জন্য অনেক অনেক ধন্যবাদ !
pi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৪:০৮ | 72.83.92.218
হ্যাঁ, এরকম হলে খারাপ লাগে, কিন্তু এধরণের ঘটনা কি কমে যাচ্ছে না রিমিদি ?
আমার মা ব্রাহ্মণ, বাবা কায়স্থ, বাড়ি থেকে একপ্রকার পালিয়ে গিয়ে অনেক ঝামেলা টামেলা করে বিয়ে। এই ঝামেলাটা আমাদের ইন্টার কাস্ট বিয়ের সময় একেবারেই কিছু হলনা। আমাদের পরের জেনেরেশন হয়তো ব্রাহ্মণ কায়স্থ কিছু মনেই রাখবে না।
আর কায়স্থ বাবাকে বা আমাকে শ্বশুরবাড়িতে এরকম কোন কিছুর সম্মুখীনও কোনোদিন হতে হয়নি। তবে হলে খারাপ লাগতো, আর সেটা জানাতামও। এরকম ক্ষেত্রে আমার মা বা বর আলাদা করে প্রণামটা নিত না , এটুকু ভরসা আছে।
আর একটা কথা। এই উদাহরণটাতে পুরুষতান্ত্রিক সমাজের ডিস্ক্রিমিনেশন কোথায় ? তোমার বাবা কায়স্থ হলে প্রণামটা তিনি পেতেন না, তাই না ?
গ্যাঙ্গলিডার খুবই যুক্তিপূর্ণ পোস্ট করছে। তালব্য-শ দিলাম। ফণ্ট সাইজ ২৪।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪৬ | 75.76.118.96
"ক্ষতি করে না" শুধুমাত্র এটাই একটা নিয়মকে টিঁকিয়ে রাখার পক্ষে যথেষ্ট যুক্তি নয়। প্রথমত, ক্ষতির পরিমাপ কে কি ভাবে করবে? দ্বিতীয়ত, সেভাবে চোখে পড়ার মত ক্ষতি হয়ত করে না, কিন্তু কোনো ভালো করে কি? কোনো সুন্দর অর্থ বহন করে কি? কোথাও গিয়ে কারুর অবমাননা করে কি না?
সম্প্রদান প্রথার কথা বাদই দিলাম। আমার ছোটোবেলায় একটা ছোট্টো ঘটনা ঘটেছিল, যেটা এই বহুদিনের চলে আসা প্রথা সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গী পাল্টে দিয়েছিল। পাড়ার একটি মেয়ে যে আমার মার স্কুলে পড়ত, মাধ্যমিক পাশ করে এসে আমাদের বাড়িতে মিষ্টি দিয়ে গেল। আর মিষ্টি দিয়ে আমার বাবাকে প্রণাম করল, কিন্তু মাকে নয়। কেন? প্রশ্ন করে জানলাম যে বাবা ব্রাহ্মণ, আর মা কায়স্থ, ওদিকে মেয়েটি নিজে ব্রাহ্মণ পরিবারের। ওদের পরিবারের নিয়ম হল কায়স্থের পা ছোঁয়া যাবে না, এমনকি টিচার হলেও না।
এই নিয়ম কারুর ক্ষতি করে না। আমার মাকে প্রণাম না করলেও মার কিছু এসে যায় নি। মেয়েটিরও কোনো দোষ নেই। কিন্তু ঘটনাটির মধ্যে দিয়ে সমাজের যে অ্যাটিচিউড প্রকাশ পায় তা কি সাধারণ মানুষের প্রতি অবমাননাকর নয়? কি বলেন কেডিদা? আমার মাকে প্রণাম না করায় আমার এত খারাপ লেগেছিল যে এখনো মনে আছে ঘটনাটা, আমি তখন দশ বছরের ছিলাম।
rimi | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০৩:২৮ | 75.76.118.96
কিন্তু কেডিদা জীবন যদি এমন সহজ সরল ভাবে চলত, তাহলে তো কোনো গোল ছিল না। বিয়ে শুধু দুজন মানুষ নিয়ে নয়, অন্তত আমাদের দেশে, অনেক মানুষ জড়িত থাকেন, আর সমস্যা হয় যখন সংশ্লিষ্ট মানুষদের বিশ্বাস একে অপরের সঙ্গে মেলে না।
যেমন ধরুন, মেয়ের বাড়ির লোক চায় পাতি সিভিল ম্যারেজ হোক, অন্যদিকে ছেলের বাড়ির লোক চায় খাঁটি হিন্দুমত। দুই বাড়িরই মন রাখতে দুরকম ভাবেই বিয়ে হল, কিন্তু তাতে সম্প্রদান ব্যপারটা রইল, যেটা মেয়েটির বিশ্বাস এবং আত্মমর্যাদায় কিছুটা হলেও আঘাত করল। উল্টোটাও হতে পারে, শুধু সিভিল ম্যারেজ হল, তাতে ছেলের বাড়ির আত্মীয় মহলে ছি ছি পড়ে গেল, আর ছেলের বাবা মাকে অনেক রকম কথা শুনতে হল নিজেদের আত্মীয়দের থেকে।
যে যাই বলুক,প্রাচীনকাল থেকে চলে আসা অধিকাংশ প্রথাই এমন যে তা আজকের শিক্ষিত আত্মমর্যাদাসম্পন্ন মেয়েদের মর্যাদায় আঘাত করে। খুব স্বাভাবিক, কেননা নিয়মগুলো পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের সুবিধার জন্যেই তৈরী। জাতের বিচার থেকে উদ্ভূত কিছু নিয়ম আছে যেগুলো নারী পুরুষ নির্বিশেষে মানুষের মর্যাদায় আঘাত করে।
এগুলো দূর হওয়া উচিত। ধীরে ধীরে হচ্ছেও। কিন্তু পরিবর্তন আনতে হলে অনেক সময় অন্যের বিশ্বাসে আঘাত করেই আনতে হয়।
Netai | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০২:৫১ | 122.161.5.241
বইটার নাম আমিও শুনেছি। কোনো একটা সাইটের লিস্টিতে বইটা থেকেও ছিলনা। তখন খোঁজাখুজি করেছিলাম আরো পাইনি। বইটা পেলে আমারে বলিও প্লিজ। বাংলাটা।
nk | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০২:৪০ | 151.141.84.221
কেডি, ঠিকই। বিশ্বাসের উপরে তো আর কথা চলে না। যাঁরা মানবেন, তাঁরা মানবেন খুশীমনেই।( খুশী মনে না হলে বিশ্বাসটাই বা কেন, তাই না? ) আমি এখনকার ছেলেমেয়েদের কথা বলছিলাম, এঁরা তো নতুন মানুষ। অবশ্য বিকল্প ব্যবস্থা তো আছেই। কারুর কোনো বিশ্বাসে আঘাত দেওয়া আমার উদ্দেশ্য ছিলো না একেবারেই।
kd | ১৯ সেপ্টেম্বর ২০১১ ০১:৩১ | 59.93.247.117
নিশি, কন্যা-সম্প্রদান সনাতন-ধর্মীয় একটি প্রথা। কারুর ভালো লাগে, কারুর নয়। প্রথাটি তো কারুর কোন ক্ষতি করে না। যার এই প্রথা অনুচিত মনে হয়, তাদের কি কেউ জোর করে? অনেক অন্য প্রথা আছে - মুসলমানী 'কবুল', খ্রিষ্টীয় 'আই ডু, আই ডু', এমনকি গান্ধর্বমতে সোজা খাটে উঠে মালা বদল করা। আর কোনটাই পছন্দ না হ'লে জাস্ট সিভিল ম্যারেজ তো আছেই। যেটা উচিত মনে হয়, সেটা মানলেই তো হয়। কোন একটা প্রথায় কী হওয়া উচিত, কী হওয়া উচিত নয়, বলে যারা এই প্রথায় বিশ্বাস করে, তাদের বিশ্বাসের অপমান করা ছাড়া অন্য কোন লাভ আছে কি?।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন