এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nk | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৫ | 151.141.84.194
  • ইন্দ্রাণীদি, এখানে পাতা ঝরে যায় নীল আকাশের নিচে, আমার কেবল মনে হয় এরাই নতুন হয়ে ফুটে উঠছে তোমার ওখানে, দক্ষিণ গোলার্ধে। কালকে ও হেনরির দ্য লাস্ট লীফ এর নাট্যরূপ দেখছিলাম ইউটিউবে, দেখতে দেখতে কেবল এই কথাই মনে পড়ছিলো। ঃ-)
    অভ্যু, অভ্যু, গানের জন্য অনেক অনেক থ্যাংকু। ঃ-)
  • Nina | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৩ | 12.149.39.84
  • আমি যদিও করিমসে খাইনি, কিন্তু প্রতি বছর ঐ পরাঠেওয়ালি গলির জলেবী, লসসি মালাই-মারকে, প্রাঠা ( বেশ কতক) আর দৌলত কা চাট খাই---শুধু জলটা খাইনা --আমার তো ওষুধ লাগেনা ( knock on wood) ঃ-))
    দু , তোমাকে আর একটা খোঁজ দিই---ঐ গলিতে দেখবে অ্যান্টিক শাড়ির পাড় বিক্রী হয়-(আগেকার খাঁটি রুপো-সোনা জলকরা) আর সেগুলো সেরদরে বিক্রী করে---দোকানটা দেখলে মনে হয় পুরোনো কাগজ বিক্রীর দোকান--ইউনিক! কেনো না কেন--একবার দেখ--সত্যি দিল্লী ক্যা চিz হ্যায়!

    পাই, দিল্লী না দেখার দুঃখ দেখলে তবেই দূর হয়।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২০:০৫ | 72.83.92.218
  • কী দেখলে দিল্লি না দেখার দুক্‌খু ভোলা যায় ?
  • aka | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৪ | 168.26.215.13
  • বোঝো, হানুদা আমার সাথে তক্কো করছে। শোনো আজ সকাল সকাল মাইগ্রেন অ্যাটাকা হয়েছে, তারফলে সব কিছুই কেমন ঝাপসা। তক্কোটা একটু রিজিউম থাক।

    আপাতত এইটা দ্যাখো আর মিডিয়াকে গালি দাও -


    না দেখে কাটিয়ে দিলে নিজেই ঠকবে।
  • ppn | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৬ | 216.52.215.232
  • হুমায়ুনের সমাধি দেখলে তাজমহল না দেখার দুক্কু ভোলা যায়।
  • Netai | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৫ | 121.241.98.225
  • উঁহু। কাঁদলাম কই। দেখিনি বলে পোষ্টার লাগিয়েছি শুধু।
  • Du | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৩ | 117.194.204.109
  • ওষুধপত্র বেরিয়েছেই তো তাই জন্য ঃ)। একে তো বাঙাল, তারপর মোগলরা আসাম থেকে পেটের গন্ডগোলের জন্য চলে এসেছিল, জানো তো, তো আমি কিনা সেই জল খেয়ে মানুষ ঃ)।
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫২ | 122.160.159.184
  • দেকিনি,দেকিনি করে কেঁদে মচ্চো ক্যানো,গিয়ে দেকে এসো।
    সব্বাইকে ঢুকতে দেয় তো।
  • Netai | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪৯ | 121.241.98.225
  • ভাবলাম আমিও দিল্লী সম্পর্কিত দু চার পয়সা দি। কিন্তু আতিপাতি করে খুঁজেও একটা নয়া পয়সা বেরোলোনা। সাত বছর হয়ে গেলো দিল্লী ও সন্নিহিত অঞ্চলে। এখোনো লাল কেল্লা দেখা হলনা। জামা মসজিদ ঘোরা হল না। যন্তর মন্তর কোথায় জানিনা। করিমসে কোনদিন খেয়ে দেখিনি ড্যাশ ড্যাশ ড্যাশ।

    আমি এখোনো তাজ মহল দেখিনি। মথুরায় তিন দফায় সাত দিন কাটিয়েছি। তাও।
  • Netai | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪৩ | 121.241.98.225
  • উঁহু। আমি বিশ্বাস করিনা।
  • ppn | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:২৯ | 204.138.240.254
  • বাজে কথা। দুদি বাঙাল।
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:২৯ | 122.160.159.184
  • দু,এদের কথা শুনে খাওয়াদাওয়া করলে সাথে ওষুধপত্রও রেখো।

    সদুপদেশ দিলাম,বন্ধু মানুষ।
  • Du | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:০১ | 117.194.204.109
  • কাবলিদা, নীনাদি, প্পন, সিকি সবাইকে থ্যাংকু। চেষ্টা করবো যতটুকু পারি দেখবার।

    সিকি, তুমি তখন থাকবে না , আমরা পুজোর মাঝখানে যাবো।
  • santanu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৭:২১ | 95.141.130.90
  • দু-চার দিন আগে পি সি সরকার ওনার পি এইচ ডি র ভাইবা দিলেন রাজাবাজার সায়েন্স কলেজ এ সাইকোলজি ডিপ এ। ব্রেস্ট ক্যানসারের রুগীদের মানসিক স্ট্রেস জাতীয় একটা টপিক।
  • de | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৫ | 203.197.30.4
  • ন্যাড়াবাবু,

    বয়সের জন্য হাসিনি -- "মায়ের ইচ্ছেয় পাথরের পি এইচ ডি" র কথা ভেবে হেসেছি -- মায়ের ইচ্ছেয় কি না হয়!
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯ | 123.242.248.130
  • দেখলাম, দুটো মেলই পেয়েছি। থ্যাঙ্কু থ্যাঙ্কু লামা।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫১ | 123.242.248.130
  • এখন আপিসে। জিমেল নাই।

    মোবাইল থেকে দেখছি।
  • Lama | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৬ | 117.194.229.59
  • সিকি জিমেল চেকহ
  • pharida | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৩ | 61.16.232.26
  • ঃ))
    যাক, তাহলে তো ঠিক হিসেবই দিয়েছে দেখছি।
  • dd | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৭ | 124.247.203.12
  • এক লিটার ইজিকাল্টু ষোলো পেগ, একুনে পঁচিশ বোতোলে ৪০০ পেগ। এগারোজনের পার হেড গিয়ে দাঁড়ালো ছত্রিশ পেগ। পাঁচ দিন মানে সাত পেগ পার ডে। মানে একবেলাই খেতে হবে।

    তা হোক, বন্ধু বান্ধবে এসে গপ্পো গাছা কর্বে, সে না হয় মানিয়ে গুছিয়ে চা কফি খেয়েই করো এক আদ বেলা।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৬ | 123.242.248.130
  • ঃ-)))

    এইটা কি ভাটেশে যাওয়া উচিত?
  • dd | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৬ | 124.247.203.12
  • আমি আর অভীক গেছি জিমি কারিয়াপ্পার কাছে। সে ৭৫-৭৬ সাল। ওড়িষ্যায়। তিন্দিন থাকবো। সে খুব ভুরু কুঁচকে টুঁচকে বল্লে "শুধু বীয়ার ই খাবেতো? বেশ। থাকবো আড়াই দিন। তার মধ্যে লম্বা জার্নি আছে কয়েকটা। তো তিনটেতেই হয়ে যাবে? কি বলো?"
    আমরা না বুঝে সম্মতি দেই।

    জিমি ড্রাইভারকে নির্দেশ দেয় "বীয়ার,তিনটে।" কিছু পরে ড্রাইভার ফিরে আসে তিন ক্রেট বিয়ার নিয়ে। বুঝলাম, জিমির বিয়ার কিনবার মিনিমাম ইউনিট হচ্ছে এক ক্রেট।

    আমার কাছে রাম ছিলো,আর গাঁজাও ছিলো। তাই ঐ "তিনটে' বিয়ার দিয়েই কোনোরকমে টানাটানির সংসাসার চালিয়েছিলাম।

    মনে হয় আগের জন্মেরও আগের জন্মের কথা। "ভরা থাক স্মৃতি সুরায় বিয়ারের পাত্র খানি"।
  • pharida | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৭ | 61.16.232.26
  • ডিডিদা, "দাদুভাই" টা বাড়াবাড়ি ভালো ছিল ঃ))

    এদিকে লুরু আর কলকাতা থেকে একদঙ্গল বন্ধু আসছে পুজোতে। কদিন কাছেপিঠে বেড়ানর প্ল্যান। সে সময়ে নবরাত্রি উপলক্ষে দোকান বন্ধ - ফ্লাইটের রিস্ক না রেখে ভাবছি কিনেই রাখি।

    একজন হিসেব দিল এগারোজনের পাঁচদিনের ট্রিপের জন্য ২৫ লিটারে মতো লাগবে। আমি কিছুতেই সেই হিসেবে থই পাচ্ছি না।
  • dd | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৫:০০ | 124.247.203.12
  • চেক ইন লাগেজে লিকুইড আনলে এয়ার লাইন্সের কোনো সমস্যা নেই। আবগাড়ী দপ্তররের আছে, কিন্তু সেই জটিল আইন, কুটিল হৃদয়ের লোক জন,নিষ্ঠুর ভাগ্য বিধাতার কথা... এতো সব ভাবলে কি আর সংসার চলে রে দাদুভাই।

    এক আদ বোতোল তো আনতে কোনো অসুবিধে দেখি না।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৯ | 123.242.248.130
  • যেখেনে যাচ্ছো সেখেনে মদ পাওয়া যায় না বুঝি?
  • pharida | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৬ | 61.16.232.26
  • সে তো ১০০ মিলির নীচে হলে কেবিনে নিতে দেয়। কিন্তু চেক ইন লাগেজে?
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫০ | 123.242.248.130
  • কেবিন লাগেজে কোনও লিকুইডই নিতে দেয় না।
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪১ | 122.160.159.184
  • ক্যাবল বিষয় নির্মাণের দক্ষতা দেকেই কেসিকে পেচডি দেয়া উচিত।
  • pharida | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩৬ | 61.16.232.26
  • ইনফো চাই - ডোমেস্টিক উড়ানে লাগেজে মদের বোতল নেওয়া যায়? কোনো সীমা আছে কি?

    কেবিন লাগেজে বোধ হয় অনুমতি দেয় না? নাকি?
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৯ | 194.126.37.78
  • আমার বিষয় হবে 'হরহরে উপন্যাসের বিনির্মান এবং আধুনিক গানে ম্যারাকাসে ধামারের বোল।''
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৮ | 122.160.159.184
  • সুলভে পি এচ ডি ডিগ্রীর জন্য সঙ্কÄর যোগাযোগ করুন।
  • kc | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৫ | 194.126.37.78
  • ন্যাড়াদা, আমিও পিএইচডি কত্তে চাই মরার আগে।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৯ | 123.242.248.130
  • দুখে, রয়ে সয়ে কথা বলুন। ঃ)) পুরুষমানুষের বয়েস নিয়ে কথা বলতে গিয়ে আজ অমর সিং তিহাড় জেলে বন্দী।
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৯ | 122.160.159.184
  • সিকি,খোকার গায়ে জোর আছে,নইলে পাড়ার লোকে কী বলবে?
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৩ | 122.160.159.184
  • কিসে?
    মাপ কর্বেন,আমার ধারণা-সঙ্গীত,সাহিত্য,ইতিহাস ইঃ-তে আপনার ও গুরুর অনেকেরই যা ফান্ডা তাতে আপ্নেরাই পেচডির গাইড হতে পারেন।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৩ | 123.242.248.130
  • অরিন্দম ঃ-))

    কিন্তু ...
    খোকার গায়ে এত কি জোর আছে?
  • nyara | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৩ | 203.110.238.17
  • দেদির এত হাসির কী হল! আমিও রিটায়ারমেন্টের পরে পিএইচডি করব ঠিক করেছি।
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৭ | 122.160.159.184
  • দুখে,ঃ-))))
    তবে আমি প্রথমে মায়ের আদেশকে মমতার আদেশ ভেবেছিলাম।
  • arindam | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৬ | 14.139.193.50
  • ভাগ্যি খোকা ছিল মায়ের সাথে...
    ঃ)
  • dukhe | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৪ | 122.160.114.85
  • হুঁ: - পুরুষমানুষের আবার বয়স !
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫১ | 122.160.159.184
  • পি এচডির এ¾ট্রান্স টেস্টের বয়সসীমা নাই?

    পার্থ থেকে পাথর?ভাগ্যে আবাপ ছিল মোদের কাছে!
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৬ | 72.83.92.218
  • ইন্টারমিশন খতম।

    এবার স্বপ্নের সেকেণ্ড হাপ দেখতে চল্লুম।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৫ | 72.83.92.218
  • নেক্ষট বার ভূমিকম্প হলে সেলটা কেমন ভাইব্রেট করে খেয়াল করতে হবে। আর অনেক কিছু খেয়াল করতে হবে। লিস্ট বানিয়ে রাখছি।
  • pi | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৪ | 72.83.92.218
  • ওটা ডিসকাউন্ট দিয়েছিলুম। পুজো উপলক্ষে।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪২ | 123.242.248.130
  • ঃ))
  • de | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪২ | 203.199.33.2
  • চাপে চাপে চিঁড়ে হয়ে গ্যালাম :(( ---

    তবুও আবাপ আছে বলে না এট্টু হাসতে পারি!

    http://www.anandabazar.in/14uttar1.html
  • kumu | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৬ | 122.160.159.184
  • অ সিকি,জনতা কইচে এই হপ্তায় নাকি আবার ভূমিকম্প হবে।তুমি টের্পেলে আমায় মিসড কল দিও,আমি টের পেলে তোমায়।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৯ | 123.242.242.16
  • তবে হ্যাঁ, কাল পাইয়ের নাকের ডগায় পিপি এতবার করে পাইরেট পাইরেট করে নেচে গেল, কিন্তু পাই একবারও পিপিখুক্সের নাম নোট করল না। ক্ষী সাঙ্ঘাতিক ডিস্ক্রিমিনেশন, আমি এটা নোট করে রাখলাম।
  • siki | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১২:২১ | 123.242.242.16
  • কোন্টে? যেটা অর্পণকে লিখে দিয়েছিলাম?
  • arindam | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১২:১৪ | 14.139.193.50
  • আমার কাছে শমীকের লেখা আছে , আমি দিল্লী গেলে(সত্যি সত্যি আর মনে মনে) ওটা সঙ্গে রাখি...
    গাইডের বাবা...
    ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত