এদিকে ব্যাগ পাইপার বাঁশি বাজাচ্ছে আর শ্রেক, ফিয়োনা আর সব ওর্গরা নেচে আকুল হয়ে যাচ্ছে।সাথে সাথে ঋভু হেসে আকুল হচ্ছে।এখন দেখি খাট থেকে দমাস করে পরে গেলো আর হাত পা ছুঁড়ে হেসে চলেছে।
ঠিক বাপের মতো হাসতে ভালোবাসে, সে বিয়ের পর পর চাচী চারশো বিশ দেখতে গেসলুম, তো ঋভুর ড্যাড এত হা হা করে হাসছিলো যে শেষে দেখি সব হলের লোক চোখ গরম করে আমাদের দিকে তাকিয়ে আছে।
pipi | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৯ | 129.74.191.152
নিনাদি, চিকেনের কারিকুরি আজ রাতে হবে। বিটিডব্লিউ, কর্ণিশ হেন পাই নাই। অরগ্যানিক চিকেনও নাই মার্টিনসে। দেখলাম, আমিশ কাϾট্র চিকেন বলে কি একটা ব্যাপার বেশ দাম সহযোগে বিক্কিরি হচ্ছে। জয় মা বলে তাই নিয়ে এসেছি। আজ একদম এসপার কি ওসপার হয়ে যাবে। হা হা হা হা (যাত্রা স্টাইলে অট্টহাস্য)।
Nina | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৩ | 12.149.39.84
পিপি হে, তা সেদিন চিকেন কি রকম নেমেছিল? মানে গলা দিয়ে??!!
nyara | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:৩১ | 203.83.248.37
গুড ওয়ান, টিম।
Nina | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২৯ | 12.149.39.84
এট্টুস উঁকি মাল্লুম--আর তাই বলে যাই--- আমি কম্পুতে কুটকুট করছি, মুখবইতে সিকির ছবি--অমিত হঠাৎ এসে, দেখে, বল্ল " তুমি আজকাল স্কুলের ছেলেদের ও ফ্রেন্ড করছ বুঝি? ঃ-))))
Tim | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:২৬ | 198.82.24.108
সিকি বাচ্চা হলে কি হবে, কুড়ির থেকে বড়ো। সিকি কিনা। দেড়েল অবশ্য আরো কচি, নামেই প্রকাশ।
santanu | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১৯ | 95.141.130.90
এই তো, এই রকম একটা CAG থাকলেই দেশে আর আন্না টান্না দরকার নেই।
এইবার আদবানি একটু হল্লা করে শালাদের তিহারে পাঠাক।
pipi | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭ | 129.74.191.152
ঐ হোলো। মোদ্দ কথা ভাগলবা হয়ে গেল।
pi | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:০৯ | 72.83.92.218
নাকি খসে পড়লো ?
Kaju | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২১:০৮ | 59.93.204.63
সে তো আমার কবে থেকেই মনে হয় ! যবে থেকে ছবি দেকিচি। টিভিতে দেখে আরো মনে হইচিল।
byaang | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 122.172.247.125
আমি এক্ষুনি ঋভুকে সিকির ফেসবুকের বালিঘষা ছবিটা দেখিয়ে বললাম, ""এই দেখ, এই মামাটা ব্যাঙ্গালোরে এসেছিল মনে আছে? খেতে গিয়ে দেখা হল! একে সবাই বাচ্চা ছেলে বলেছে।'' ঋভু ছবিটা দেখে বললো, ""না আমি একে কক্ষনো দেখি নি, এতো সত্যিই একটা বয়, মিডল স্কুল বা সিনিয়র স্কুলের! রুদ্রদাদার মতন!''
pi | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 72.83.92.218
টিমকে ক ঃ)
Tim | ০৮ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৩ | 198.82.24.108
সিকিকে ঘুরিয়ে বাচ্চা ছেলে বলার জন্য আম্মো প্রতিবাদ কচ্ছি। সোজাসুজিই বলা উচিত। এইরকমঃ সিকি একটা বাচ্চা ছেলে। ঃ-)
তবে উপরের ইন্ধন না থালেও এমনিতেই বিএসএনএল যথেষ্টই সিক। ঃ)
Du | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৮:০২ | 117.194.196.235
বি এস এন এল এ ফিসফাস শুনি ওপর থেকে বাজে সার্ভিস দিয়ে সিক করিয়ে দেবার ধান্দা
Du | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৮ | 117.194.196.235
এমনকী ইন্টারনেটও চলেনা ঠিকঠাক ঃ(
aka | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:৫৬ | 168.26.215.13
Anatidaephobia is the fear that somewhere in the world, there is a duck watching you.
হাঁস নিয়ে কথা হচ্ছিল না।
Ishan | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৫ | 117.194.36.25
ভারতবর্ষে তো উপর উপর সব ঠিকই আছে। গণতন্ত্র আছে, পুলিশ আছে, মানবাধিকার কমিশন আছে, কোর্ট আছে, গোয়েন্দা আছে।
শুধু কোনোটাই ঠিকঠাক চলেনা।
Lama | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪২ | 117.194.241.239
আর নিজের একটা কাঁকড়াও হল না।
Lama | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪১ | 117.194.241.239
এঃ। জীবনের দুই তৃতীয়াংশ কেটে গেল, এখনও নিজের একটা পাড়া হল না ঃ(
kiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৯ | 59.93.240.74
পাড়ার
kiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৮ | 59.93.240.74
অবিশ্যি এও হতে পারে, সেই অর্থে আমি জিপসি টাইপের কিনা! যখন যেখানে পারি ঢুকে পরি, কোনো পারার ই ঠিক নই, তাই হয়তো ঠিক সেন্টিমেন্ট টা ধরতে পাচ্ছি না।
কেউ দুঃখু টুঃখু পেয়োনা আবার।
kiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:২৩ | 59.93.240.74
আর সিকিটা যে বড় হবে কবে!
এসব কানে নাও কেন?
তবে এও ঠিক , লোকে যে এত রাগ কিভাবে পুষে রাখে কে জানে!
আমার আর মানকের নিত্য ক্যালাকেলি হয়, আবার কিছু ঘটলে শোনানোর জন্য কি তেল মাখানোর ঘটা, তারপর আবার সি শোনা নিয়ে গুড়ুম, দমাস।মিটে গেলো। রাগ হয়েছে, ঝেড়ে দাও, ভুলে যাও।
তা নয় ধেরে হয়েও লোকের খোকামো যায় না।
ব্যাস কেমন শুরু করিয়ে দিলুম, এবার চিল্লাও । আমি চল্লাম ফুচকা খেতে।
kiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৯ | 59.93.240.74
ডিডিদাদার কন্সপিরেসি দেখে আমি হাঁ বন্ধ করতেও ভুলে গেলুম!
এমনকি কাঁকড়ার অবমাননা দেখে দুঃখু পেতেও!
ভাবা যায়!
(খ্যাল করবেন বিষ্ময়ের শেষ রাখিনি)
Lama | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৭:০০ | 117.194.241.239
কি আশ্চর্য সমাপতন! আমাদের বাড়ির কেয়ারটেকারের দেশের বাড়ি থেকে কাঁকড়া এসেছে- আমাদের দুটো উপহার দিয়ে গেল একটু আগে।
pharida | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৬:০০ | 61.16.232.26
হুম্ম্ম্ম - জানি। কলহ বললে খ থেকে লেখা শুরু করতে হয়।
siki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫১ | 123.242.248.130
খুবই অনুচিত কাজ হচ্ছে জানি, তবু এটা এখানে পেস্ট করার লোভ সামলাতে পারলাম না। এটা বেরিয়েছে বালা-র মজলিশেঃ
শিবাংশুর লেখা আমি পড়ি না। বড্ড ভারি ভারি শব্দ, কঠিন রচনার মত লেখা। আমারি খামতি, আমি ওনার লেখায় রস পাই না। ওনাকে লেখ অনেকগুলো পোস্ত পড়ে আজ লেখাটা পড়েই নিলাম। প্রথমেই বলি, সাধু। লেখাটা মন ছুঁয়ে গেল। আপনার মত সবাই ভাবতে পারলে ভালো হত। আশা করি আপনার এ লেখাটি মানুষের শুভবুদ্ধিতে নাড়া দেবে। একটাই প্রতিবাদ। ওপাড়া বলতে যাদের বোঝালেন আমি বুঝলাম। জ্ঞকলহঞ্চ শব্দটা ওপাড়ার লোকের চেয়ে ভালো কে জানে। "কলহ', ব্যাঙ্গ, কটাক্ষ, ব্যক্তি-আক্রমন, সর্বজান্তা ভাব, সব ব্যাপারে লাস্ট কথা বলা, মুখে মারিতং জগতম কত বিশেষণ যে ওনাদের দেওয়া যায় । তারা যদি এপাড়ার লোকেদের সম্বন্ধে "কলহ' বিশেষণ ব্যবহার করে, হাসি পায়। আমাদের মজলিশে যতই "কলহ' হোক, প্রানের টান আছে। সেটা বোঝবার কথা ওদের নয় । ওপাড়ার লোক এ পাড়ায় না এসে পড়লেই বাঁচি।
Archisman|-|-
:))
dd | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৫১ | 124.247.203.12
ঈঁঃ। ম্যা গো।
কাঁকড়া আমি রাঁধি না। স্যুপ ছাড়া খেতেও তেমন ভাল্লাগে না। লুরুতে একবার কাঁকড়ার ছাড়ানো মাংস এক প্যাকেট কিনে এনেছিলাম, মাংসের মতই রাঁধলাম, কিন্তু ত্যামোন জমলো না।
ঠাকুর ঠিকই কয়েছিলেন, মনে শ্রদ্ধা না থাকলে ভক্তি না থাকলে, শতো প্যাঁজ রসুনেও রান্না জম্বে নারে পোদো।
pharida | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৯ | 61.16.232.26
ভাবছি কাঁকড় রান্না করে আকার বসালে কি প্রকার খেতে হইবে ঃ))
ডিঃ ফুক্কুড়ি করে গেলুম। মুন্ডু জবজব ঘিন্টু ঘিন্টু করিতেছে।
de | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৪৮ | 59.163.30.3
১) জ্যান্ত কাঁকড়া ঘরে এলো ২) বাথটবে গিয়ে স্নান সারলো, সাবাং মেখে ৩) তেল গরম করলো ৪) ট্রিপল জাম্প দিলো -- নুনের কৌটোয়, হলুদের কৌটোয় আর তাপ্পরেই গরম তেলে! ৫) বাকীটা খুব সোজা -- ঐ আলু-টালু, প্যাঁজ, রসুং, লংকা দিয়ে তাকে ঝাল রাঁধো -- ওটা যে কেউ পারে -- প্রথম চারটে স্টেপ যদি তিনি নিজেই করে দেন তাহলে --
Jhiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৯ | 182.253.0.98
ডিডি দা আছেন, একটা কাঁকড়া রান্নার রেসিপি দিন দেখি। একদম জ্যান্ত কাঁকড়া ঘরে এল থেকে রেসিপি শুরু করতে হবে......
আর একবার আমরা নীচে ড্রাইভারের জন্য অপেক্ষা করছিলাম, তখন ভুমিকম্প হয়, কিচ্ছুই টের পাইনি, পরে বাবা-মার ফোনে জেনেছিলাম যে ভুমিকম্প হয়েছে! আর মনে পড়ছে নাঃ)
Jhiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৪ | 182.253.0.98
দুটো ভুমিকম্পের সময় ঘুমোচ্ছিলাম, টের পেয়ে পাশ ফিরে শুলাম, বেশ দোল দোল দুলুনি....... তা লোকে ফোন করে করে সেই সব আমেজের বারোটা বাজিয়েছিল আর কি! আর একবার অফিসে ছিলাম, বসের সাথে ড্রয়িং চেক করছিলাম, তো দেখি সে হঠাৎ বলে উঠল "quake", আমার আবার ভার্টিগো আছে, মাথা এমনিই ঘোরে, তাই জানালার ব্লাইন্ডের দিকে তাকালাম, দেখলাম দুলছে, বললাম lets go, খালি পাশের কিউবিকল থেকে ঘরের মানুষটাকে টেনে নিয়ে গেলাম, সে কিছু না বুঝে ঘাবড়ে আমাদের পিছু নিল, তাড়াহুড়ো আর চুপি চুপি যাওয়ার একটাই উদ্দ্যেশ্য ছিল লিফটে নিচে নামা, তখনও লোকজন বিশেষ বুঝে উঠতে পারে নি, নইলে ২৭ তলা থেকে সিঁড়ি ভাঙ্গা, বড্ড চাপ....... তা সে উদ্দ্যেশ্য সফল হল, নীচে নেমে যখন তিনজনে ভাটাচ্ছি তখন দেখি দলে দলে লোক নেমে আসছে!
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন