এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৩:২০ | 122.167.210.197
  • রক অন?
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৩:১৯ | 122.252.231.10
  • দুদির নতুন হেঁয়ালি?
  • Du | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৪ | 117.194.196.110
  • রোকন
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১৩:০১ | 122.167.210.197
  • ইচ্ছেটা কি এখনো চলছে? ২৪-২৫ অব্দি চলার চান্স আছে?
  • kiki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৩ | 59.93.192.170
  • ব্যাঙ,
    হে হে! আবার পয়সা নষ্ট করলে।

    ওহ! আরেকটা কথা বলার ছিলো, দেখেছ সব দরকারি কথা গুলো ভুলে যাই।

    পাওলি দামকে যতটা জঘন্ন লেগেছিলো মনের মানুষে ঠিক ততটাই সুন্দর ওর চেহারাটা।অনেক কম বাংলা নায়িকার এরকম সুন্দর চেহারা হয়।

    আর মাটির মুনিয়া কেউ নেটে পুরো দেখতে পারলে? আমার তো হস্টেলের ঐ বাচ্চাটা (নাম ভুলে গেছি) অসুস্থ হয়ে গেলো ঐ পর্যন্ত্য দেখতে পেলাম।

    গান্ডুর যে লিং টা এখানে দিয়েছিলে(কে মনে নেই) দেখে একটু ও দেখার ইচ্ছে জাগলো না।

    আর ইচ্ছে বিশাল কিছু দারুন নয়, কিন্তু পুরোটা একসাথে দেখা যাবে।আর সেটা সোহিনীর জন্যই।

    ডিঃ এগুলো আমার মতে।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৩ | 122.167.210.197
  • ও বলতে ভুলে গেছি, আম্মো পদ্মফুলের পুজোসংখ্যা সানন্দাটা পেয়ে গেছি।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:৪২ | 122.167.210.197
  • ফরিদাবাদে কি বৃষ্টি নামল?
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:৪২ | 80.239.243.254
  • কোনটা কোনটা চাই লিখে দিন, সব পাঠ্যে দিচ্চি।
  • kiki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৯ | 59.93.192.170
  • অপ্পনকে থেঙ্কু। ফেবারিটে অ্যাডালুম, পরে দেখবো।
  • kumu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৫ | 122.160.159.184
  • হে সিকি,পটাশম্যামকে নৃত্য সংবরণ করিতে অনুরোধ করিতেছ?
    তবে অবিলম্বে সবগুলি পূজাবার্ষিকী কিনিয়া হোম ডেলিভারীর ব্যবস্থা করো।
  • r2h | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৪ | 24.0.227.215
  • হাহাহা, না বিস্কুট আমার চাইনা
  • siki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২৫ | 122.173.2.190
  • পটাশম্যাম, প্লিজ নাচবেন্না। আবার ভূমিকম্প হলেই মারা যাবো।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২৪ | 72.83.92.218
  • ঃ))
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২৩ | 122.252.231.10
  • কাঠবাঙাল। তারাও তো ফুলের মত মধুর আর নিষ্পাপ।
  • sayan | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২২ | 115.242.171.249
  • কাঠচাঁপা, কাঠগোলাপ -- ফুলে এত কাঠ আসে কোদ্দিয়ে?? এরপর বলবে কাঠগোদাম, কাঠপিমড়ে -- এগুলোও ফুল।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২১ | 72.83.92.218
  • ঃ((
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২০ | 122.167.210.197
  • হুতো, কী হল রে? বিস্কুট চাই?
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২০ | 72.83.92.218
  • যদি থেকে থেকেই মনে হয় ডান কানের ভিতর কোন ফড়িং ঢুকে উচ্চ কম্পাঙ্কে ফড়ফড়িয়ে যাচ্ছে, কিন্তু আদতে কোন ফড়িং ঢোকেনি, তাহলে তার কী প্রতিকার ?
  • kiki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:২০ | 59.93.192.170
  • শরৎবাবুর উপর শিব্রামের বেজায় রাগ ছিলো।উনি ই প্রথম বোধায় শরৎচন্দ্রের লেখার নাট্যরূপ দেন। কিন্তু তার জন্য কোনো সন্মান তো তাকে দেওয়া হয় ই নি, উপরন্তু থিয়েটার, নাটকের বোধহয় একটা নিয়ম থাকে যে , যে লেখে প্রথম রাতের শো এর টাকাটা তার প্রাপ্য হয়। কিন্তু শরৎ বাবু সেই টাকাটা পুরোটাই নিয়ে যান,এই বলে, শিবরামের আবার টাকার কি দরকার?তাছাড়া শো চলেছে আমার নামে, এমনকি শিবরামকে কিছু টাকা দেওয়া হোক এই কথাটাও শোনেননি।
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:১৮ | 122.252.231.10
  • খ্যাক খ্যাক খ্যাক।

    সেই অ্যাকবার রাখির সময় মেল এসেছিল। ঃ)
  • r2h | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:১৭ | 24.0.227.215
  • ঘ্রাউ
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:১৫ | 72.83.92.218
  • যাচ্চলে, তাহলে কি দাদাকে মেইল করলুম ?
    দাদার কাছে কবিতা চাইলে কপালে দুঃখ আছে ঃ(
  • kiki | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:১৫ | 59.93.192.170
  • অপ্পন কোত্থেকে পড়লে? সমগ্রতে আছে কি?

    চুল নিয়ে আমিও বেজায় চাপে আছি। আমাচ্ছেলের দিদি দিদি মা পছন্দ নয় বলে চুল বড় কচ্ছিলাম, তেনারাও কাঁধ ছাড়িয়ে পিঠের কাছাকাছি চলে এসেছেন, এ হেন সময় কত্তামশাই বলেছেন এসেই টেনে নিয়ে গিয়ে চুল কাটিয়ে নিয়ে আসবে।ক্ষী চাপ জীবনে। এদিকে আমার ন্যাড়া হবার প্রবল সখ। ক্ষেউ আর আমায় জিগায় না আমি কি চাই। ও বলাই বাহুল্য আমার মা তার নাতির দলে হয়ে লড়ে যায়। আর ভাল্লাগেনা।
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩ | 122.252.231.10
  • পাইদিদি মেল নাহি মিলা। (ভাগ্যিস ঃ))
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩ | 122.167.210.197
  • বাবা রে, কত বানানভুল আমার ১২ঃ০৭এর পোস্টে। দুটো ঠিক করি -হেয়ারস্টাইলিং, কমপ্লিটলি
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:১০ | 122.167.210.197
  • কুমু, কবে লুরু আসবে গো? আমার চুলে বেশি না, মাত্র এক মাসের জটা রয়েছে এবারে। সবসময় মাথর উপরের দিকটা চিরুনি চালিয়ে সমান করে নিয়ে ঘাড়ের থেকে ভেজা চুলগুলো নিয়ে পেঁচিয়ে একটা খোঁপা বেঁধে নিয়ে আঁকশি আটকে নিই তো, ঐ শর্টকাট মারার স্বভাবের জন্য এখন মায়ের হাতে কী পরিমাণ লাঞ্ছিত হতে হবে ভাবলেই ...
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:০৭ | 72.83.92.218
  • ও, প্পন, মেইল দেখো।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:০৭ | 122.167.210.197
  • আমারটাও কেটেই ফেলাতে হবে মনে হচ্ছে। গতকাল হাইপারসিটিতে ফ্রি হেয়ার্স্টইলিং করছিল অ্যাফিনিটির (এখানকার বিখ্যাত সেলুন) লোকজনেরা। আমাকেও এসে ধরল। আমি মহাউৎসাহিত হয়ে ওদের দিয়েই জটাটা ঠিক করে ফেলা যাক টাইপের আনন্দ নিয়ে খোঁপার থেকে আঁকশিটা খুলে নিতেই ওরা শিউরে উঠে কমপ্লিটি্‌ল ড্যামেজড বলে চেঁচাতে লাগল, তারপরে বলল - সরি ম্যাডাম ফ্রী সেশন ইজ অনলি ফর থার্টিমিনিটস।। আপনার চুলে স্টাইলিং করা সম্ভব না, হেয়ারস্পা করাতে হবে মিনিমাম ৭টা সিটিং, প্রতিবারের খরচ আঠাশশোটাকা।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:০৬ | 72.83.92.218
  • শিব্রাম পিডিএফে চাই কারুর ? আর সন্দীপনের তৃতীয় খণ্ড ?
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:০৪ | 112.133.206.18
  • সকাল সকাল শিব্রামের "শরচ্চন্দ্রের সন্ধিভেদ' পড়ে ফেললাম। যা তা।
  • kumu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:০৩ | 122.160.159.184
  • হায়,হায়,হায়-
    ঐ জটা ছাড়ানোর কাজটা আমি কী-ই ভালো পারি,খুব অল্প তেল,মিনিমাম লস অফ চুল,
    নিজের জটা ছাড়িয়ে ছাড়িয়ে বিশাল অভিজ্ঞতা-সম্পন্ন।

    কুম্ভমেলায় হারানোর ব্যপার্টা এক্কেরে কনফার্মড।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:০২ | 72.83.92.218
  • আমি একবার রেগে গিয়ে দুটো বিনুনির আধ বরাবর কাঁচি চালিয়েছিলুম। খোলার পর সে যা দশা ! চুলের ছাঁটের আউটলাইন দেখলে মনে হচ্ছিলো ইসিজি রিপোর্ট ! ঃ(
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১২:০০ | 122.167.210.197
  • আমার চুল থেকে একসময়ে প্রবল ছাঁচি পেয়াজ, চায়ের লিকার, ভিনিগার, জবাফুল, মেথি এসবের গন্ধ পাওয়া যেত।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৮ | 72.83.92.218
  • ছোটবেলায় আমি নিজে ছাড়াতে গেলে চিরুনী ভাঙতো। ও ছিল মায়ের ডিপার্টেমেন্ট। তাই হোস্টেলে গিয়ে প্রথম কাজ হয়েছিল, তিন চতুর্থাংশ চুল বিসর্জন দিয়ে আসা। না রহেগা বাঁশ ...
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৮ | 112.133.206.18
  • চুল কেটে ফেলো।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৭ | 122.167.210.197
  • খিক খিক। ১১ঃ৫৪ র পোস্ট। ঃ-))
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৪ | 72.83.92.218
  • আর কুসুমগন্ধময় আলোচনা আমরা মোটে করিনে। ওটা আকাদা রিমিদির জন্য সংরক্ষিত।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৪ | 122.167.210.197
  • আমার চুলে প্রবল জটা বেঁধেছে, ইয়েস জটাই, জট নয়। চুলটা আঁচড়ানো দরকার। কিন্তু কী প্রচণ্ড পরিশ্রম করতে হবে ভাবলেই ল্যাদ লাগছে। অথচ মা বলে দিয়েছে প্রতিবারের মতন এবারও সাধুবাবার মতন জটা নিয়ে কোলকাতা আসা যাবে না। আমার শেষ ভরসা সুহাসিনী, যদি ফ্লাইটে বসে আমার চুলগুলো ছাড়িয়ে দেয়!
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫১ | 72.83.92.218
  • দোলনচাঁপা বলতে না বলতে দোলন হাজির।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫১ | 122.167.210.197
  • কুমু, খামখেয়ালের টইটা পড় আর লিংয়ের ছবিগুলো দেখ, অমন ইচ্ছে আর হবে না।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫০ | 72.83.92.218
  • নাচবে ? খুব ভালো হয়। মাথাটা যা ধরেছে, কেউ চুঅগুলো ধরে টানলে বড় আরাম পাই।
  • kumu | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৫০ | 122.160.159.184
  • কিছু মনে করো না কেউ,কিন্তু আমি প্রবল চাপে,আর কানের কাছে তোমাদের এই কুসুমগন্ধময় আলোচনা শুনলে খুব রাগ ধরে যাচ্চে।
    ইচ্ছে করে,এই গুরুদের গোঁফ/চুল ধরে খুব নাচি-
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৮ | 122.167.210.197
  • হুঁ দেখলাম। পাতাটা তো ঐরকমই ছিল। কিন্তু ছবিটায় ভালো বোঝা যাচ্ছে না।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৫ | 72.83.92.218
  • মা'র ছবিটাতে ছিল।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৫ | 72.83.92.218
  • যাদের মিস করি।
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৩ | 122.167.210.197
  • ঐ লিংটা খুলছে না, কিন্তু এমনি অর্কুট খুলছে। অ্যালবামের নাম কী?
  • ppn | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৩ | 122.252.231.10
  • টক মিষ্টি খেতে হয় তো মল্লিকা ভালো। এইবার সারা গরম জুড়ে খেয়ে গেলাম।

    http://en.wikipedia.org/wiki/Mallika_%28mango%29

    খামোখা আঁশওলা আম খেতে যাবো কেন?
  • byaang | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪২ | 122.167.210.197
  • লুরুতে ভর্তি কাঞ্চন গাছ আর জারুল গাছ। সবচেয়ে বেশি দেখি রিং রোডের দুইধারে। শিমুল পলাশ তো আছেই।
  • pi | ১০ সেপ্টেম্বর ২০১১ ১১:৪১ | 72.83.92.218
  • ওটা তো আমার অর্কুটের অ্যালবাম। খুলছে না ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত