সিকির কথাটা আমিও ভেবেচি তো,বিশেষতঃ আমার যখন পড়ে যাওয়ার সুদীর্ঘ ও বৈচিত্র্যময় রেকর্ড রয়েচে।
তাই ঐ যাওয়াটা অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা কচ্চি।
kiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫০ | 59.93.167.58
ভুমিকম্প হলে কি করো? মানে বৃষ্টি হলে যেমন খিচুড়ি রাঁধা হয়। আমি শিবুদা দুঃখু পেতে পারে বলে ইলিশ মাছ ভাজার কথাটা আর বল্লুম্না।
Lama | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:৩২ | 117.194.249.5
হনুদার পোস্টগুলো কেমন এসএমএস এসএমএস লাগতেচে
Jhiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৯ | 182.253.0.98
আরে কি যে সবাই ভুমিকম্পে ভয় পায়!! আমাদের তো বছরে অন্ততঃ একটা ভুমিকম্প হয়!! তবে এ বছরেরটা এখনও বাকি আছে ঃ)
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৮ | 203.99.212.54
ekatur janyo aami lajjaa pelaam naa :-))
Netai | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৭ | 121.241.98.225
কুমুদি, সিকিদার এই নিষ্ঠুর পিজেতে আমি হাসিনি। নোট করবেন পিলিজ।
siki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৪ | 123.242.248.130
পটাশম্যাম, সাবধানে যাবেন। গিয়ে সাবধানে চলাফেরা করবেন। বাই চান্স আছাড় খেয়ে পড়ে গেলে কিন্তু সোনেপত আবার এপিসেন্টার হয়ে যাবে। জানেন তো, আমাদের ভাটে একজন আসতেন আগে, তিনি একবার আমেরিকার মিশিগান প্রদেশে আছাড় খেয়ে পড়ে গেছিলেন, সেই পতনজনিত গর্তেই তৈরি আজকের মিশিগান লেক।
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৯ | 203.99.212.54
:-))), stoic, lama :-)))
prathambaar naa bujhe hesechhi, dwiteeyabaar google -r saahaaJye ;-)
stoic | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৯ | 160.103.2.224
নেতাই ঃ-)) বড় বোন না বলে দিদি কইলেই পারতে। ঃ-)
de | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৫ | 203.197.30.2
সরি, সরি, হানু দা! :))
অবিশ্যি এখানে জ্ঞানী লোক আরো পোচ্চুর আছে!
Netai | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৪ | 121.241.98.225
হ্যালো স্যার বিদেশী স্বেচ্ছাসেবক সেনাদল X)) কেমন আছেন আপনি? কেন আপনি ইংরেজি লিখতে? এই প্রতিবাদ নতুন বড় বোনের বিরুদ্ধে ফর্ম? X-))
de | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৩ | 203.197.30.2
বোধায় লামা দুজনেরেই কইলো :)) -- হানি-দা আর স্টৈক!
kumu | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৩ | 122.160.159.184
সত্যি?পোষ্কার ইঞ্জিরী-sonepat। কাকতালীয় ঘটনা এই যে আমি এখন সেখানেই যাচ্ছি।
siki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:১০ | 123.242.248.130
সোনেপত-এর আনন্দবাজার বানান হল শোণপথ। ঃ-)))
stoic | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:০৭ | 160.103.2.224
sages homme বলতে লামা কাকে মিন করছেন? ঃ-)
Lama | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৪:০১ | 117.194.249.5
Laissez-moi rester silencieux lorsque les hommes sages parlent
stoic | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৬ | 160.103.2.224
Bonjour monsieur legionnaire ঃ-)) comment ça va? Pourquoi écrivez-vous en anglais? Est-ce une nouvelle forme de protestation contre la grande s?ur? ঃ-))
Lama | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫১ | 117.194.249.5
কাগজে পড়লাম একটা সুটকেসে দু কেজি অ্যামোনিয়াম নাইট্রেট আর পি ই টি এন পাওয়া গেছে।
একটা কথা বার বার মনে হচ্ছে- এই তো বছর বারো আগেও শয়ে শয়ে কেজি ঐ জিনিস নিয়ে ঘাঁটাঘাটি করেছি। এসব দিয়ে মানুষ মারা যায় এটা আগে মনে হয়নি কেন কে জানে (সাবধানে নাড়াচাড়া না করলে দুর্ঘটনায় মৃত্যু হতে পারে এটা জানা ছিল অবশ্য)
আগেকার বিপ্লবীদের কথা পড়েছি- পাছে নিরীহ মানুষ মারা পড়ে, সেই ঝুঁকি এড়াতে কত দেশে কত বিপ্লবী আরো বড় ঝুঁকি নিয়েছে, নিশ্চিত শিকার হাতের সামনে পেয়েও ছেড়ে দিয়েছে। নিরীহ মানুষকে মারাই কি এখনকার 'বিপ্লবী'দের ফ্যাশন হয়ে দাঁড়াল?
যারা এইসব বিস্ফোরনে মারা যায় তাদের সঙ্গে কাদের শত্রুতা ছিল কে জানে! কার কোন পাকা ধানে মই দিয়েছিল তারা?
ppn | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৭ | 216.52.215.232
কিন্তু তোমার মেশিনে অ্যাডমিন রাইট দেয় নাই নাকি?
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৬ | 203.99.212.54
because i am the only remaining legionnaire ;-)
ppn | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৪ | 216.52.215.232
না, হনু আর যাই হোক মহাস্থবির জাতক নয়। আর একটামাত্র পোস্ট দেখে কেউ ভ্যালু জাজমেন্ট করেও না।
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৪ | 203.99.212.54
Je kono self respecting media r speculation karaa uchit...;-) dd to taar baaire kisu karen ni :-))
dukhe | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১৩:০১ | 122.160.114.85
হনুর সব লেখা রোমানে আসছে কেন ?
dukhe | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৮ | 122.160.114.85
dd যে কী কন ! কাসভ এসেও যদি আফজলের ফাঁসি আটকে রাখতে পারে এই বোমাবাজেরাই কী দোষ করল ?
dd | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৬ | 124.247.203.12
ফাঁসী দেওয়া উচিৎ কি উচিৎ নয় - একটা বিশাল তর্কো। আমি করছি না। করতে চাই না। আফজল গুরু দোষী বা নির্দোষ। আরেক তর্কো। সেটাতেও আমি নেই।
কিন্তু একবার সুপ্রীম কোর্ট হ্যাঁ বলে দেওয়ার পর রাষ্ট্রপতির, ডিসিসানটিকে শুধু ঝুলিয়ে রাখাটাকেও মানতে পারছি না।
আর এই বোম ফাটিয়ে আর যাই হোক না কেনো, আফজল গুরুর ফাঁসীটাকে ডেফিনিটলি কনফার্মড করলো। এর পর সরকার কোন মুখে ফাঁসী রদ করবে?
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৩ | 203.99.212.54
Terarijam eba`m maanushher jeebanake moolya kama deoyaa ideology eba`m tactic r ekaTaa Denjaaraas dik halo, kanTi maanushher madhye ekaTaa Juddha chaalaay, asa`mkhya maanasik sibhil oyaar. eibaar taate ki hay, ei sab bhyaalu jaajamenTa karaa chaarhaa aar bisheshh kisu karaa thaake naa, anekaTaa siriyaal dekhaar mato baa shara`t baabu-r upanyaas parhaar mata, ke bhaalo ke khaaraap ke kuTil ke dushhTu ityaadi aalochanaa Taa chale, eba`m er madhyei chalate thaake. maraaliTi baada diye abashyo raajanoitik aalochanaa jeneraali mushkil, tabe kish aar maraal aalochanaa r madhye to kothaao ekaTaa paarthakya aachhe. ete bipad halo, ei aalochanaay, du ke uttejita bhaalo meye aar aamaake mahaasthabir jaatak bale mane hala, aasole laaiphe hayato aami ekajan alpei uttejita haoyaa badly behaving idiot, du hayto Je kono crisis e satyi sthitadhi. chaap halo eTaa Jaai hok naa kena, taate desher kisu ese Jaay naa, shudhu deshe jeneraali raashhTraadarshe pratihi`msaa kesa Taa ke baataas naa karaai ma`mgal eba`m paarsonaal rephaarens baada diye Jatadoor paaraa Jaay aalochanaai bhaalo, except in jest. personal is political, but political does not have to be personal;-) . ei halo aamaar mahat katipay du-payasaa, ei bishhaye.
kallol | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৫১ | 220.226.209.2
ছোটাই। তোমায় ছুঁয়ে আছি। আর কিই বা করতে পারি। আমরা সবাই সবাইকে ছুঁয়ে থাকতে পারি, আর বিড়বিড় করে বলতে পারি সৃষ্টিকর্তা তোমার কাছে চাওয়ার আছে অসংখ্য মধ্যমা ভাইয়ের কপালে বোনের কপালে প্রতিবেশীর কপালে এক আকাশ ভর্তি মানুষের কপালে ফোঁটা দিয়ে বলতে পারি যম দুয়ারে পড়লো কাঁটা
kd | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩ | 59.93.221.22
কুমুদিদি সত্যি কারণটা বলেনি। আসলে কুমুদিদির পাড়ায় দেড়োরা রাতে লুঙ্গি পরে শোয় - কুমুদিদির ঝ্যাঁটাপেটাকে ভুমিকম্পের থেকেও বেশী ভয় পায় তো, তাই বাড়ি থেকে বেরোয় নি। ঃ)
kumu | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:২৭ | 122.160.159.184
অসহায়,আমরা অসহায়। এবং অনেকক্ষেত্রে নির্লিপ্ত,যেমন এই মুহূর্ত্তে আমি আপিসের লোকজনের কথাবার্ত্তা শুনতে পাচ্ছি,সবই ভূমিকম্প নিয়ে। বিস্ফোরণ তামাদি?সেই ৮৮-বৃদ্ধ,২১-তরুণ,অন্যরা, যারা কাল সকালে বেরিয়েছিল নিজের নিজের কাজে?
দু-র ক্ষোভ বুঝি,বুঝি সিকিকেও।
কিন্তু,একবার পড়ো ছোটাইএর লেখা।
Arya | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:১৯ | 125.16.82.195
শমীকের উত্তরবঙ্গ লেখাগুলো কোথাও একসাথে আছে? কোনো লিঙ্ক ?
Du | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:১৫ | 14.99.122.11
শিবুদার ১১৩১ আর কুমুর ১১৩২ ঃ)))
ppn | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১২:১১ | 204.138.240.254
গুরুর ভাটপাতা মাঝে মাঝে সেফটি ভালভের কাজও তো করে, এই পাড়ার মানুষজন রেগে গেলে কোথায় আর প্রেসার রিলিজ করবে? দু'দিকে এত মিঠেকড়া ভাষায় ছ্যাছ্যা করার কোন মানে হয় না। সে তো আর সত্যি সত্যি আবাপ বা আজকালের পাতায় সম্পাদক সমীপেষু লিখতে যাচ্ছে না এই নিয়ে।
দু -এর মতো ভাবনা আমারো হচ্ছে! নিরুপায় অসহায়তা ছাড়া করারই বা কি আছে আমাদের মতো সাধারণ মানুষদের!
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:৪২ | 203.99.212.54
aphaTaar Daji`m a hel laTa aph probhokeshan, du aaj phaainaali antata ekabaar khub i bhul bhaala bakechhe. eiTe saadhaaraNata aamaraa Jaaraa beshi kathaa bali niyamita kare thaaki. bhebe dekho du, miDiyaa eba`m kichhu kha-sTaar santraasabaadee r ki shakti tomaakeo pratihi`msaa moolak bichalita kathaa balaachchhe.
পাই, কত্তার কথা শুনে আড়াইটে অবধি জেগে ছিলাম।ছেলের কথা শোনা সম্ভব ছিল না,কারণ অত রাত্রে নির্জন রাস্তায় একলা দাঁড়িয়ে থাকা চাপ।
আগেও লিখেছি, ভূমিকম্পের মতো তুচ্ছ কারণে আমাদের পাড়ার লোকেদের দাড়ির ডগাটুকুও কাঁপে না,জেগে ওঠা তো দূরস্থান। কিন্তু তাদের বাড়ীর পাশের জায়গাতে তুমি গাড়ী রেখেচ কী ছেলে বুড়ো সবাই লোহার রড,স্কেল,ভাঙা চেয়ার,কৃপাণ,জলের বোতল, -হাতের কাছে যা পাবে তাই নিয়ে ভীষণ গর্জনে ধেয়ে আসবে।
Sibu | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:৩১ | 68.29.162.183
হনুকে ঃ)।
আসলে হারুন-অল-রসিদ মডেল অনেক দেশেই জনপ্রিয়। আফটার অল ভগবানের মডেলও তো তাই। করুনাময়, আড়াল থেকে নজর রাখেন। পারফরম্যান্স খুবই খারাপ। কিন্তু তাতে ভক্তদের হেলদোল নাই।
Du | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:৩০ | 117.194.192.100
আরে কিছুই সমর্থন করিনা। খুঁজে দেখতে পারো যে এই আফজল গুরুর ফাঁসি না হোক এই নিয়েই আমার প্রথম টই খোলা। এখানেও লিখেছি যে ব্লাস্ট না করলে যে বেঁচে থাকার ভালো সম্ভাবনা সেইটা বোঝানোর কথা। কিন্তু ফাঁসি রদের দাবি মানে যদি হয় ভয়ংকর ব্লাস্ট করিয়ে নিরপরাধ (সন্দেহাতীতভাবে) অনেক লোককে মেরে ফেলা তাহলে কখনো একটা বললে্তই হয়, ঐ অস্ত্রটা ব্যবহার কোরো না - তাহলে উল্টো হবে। নিয়মমত হতে পারে পুলিশ দিয়ে একগাদা লোককে তুলে এনে আবার জেল ভর্তি করা , আবার তার মধ্যে একজনের ফাঁসি যে কিনা নিরপরাধ হতেও পারে, আবার তার জন্য একটা ব্লাস্ট।। এইরকম। তো আমি উল্টোটা বলেছি।। এই।
যাকগে লিখে আমার ইউরেকা মনে হয়নি, আর এই নিয়ে আর যুক্তি দেখানোর মতও কিছু নেই। নিরুপায়ের বিড়বিড় শুধু।
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:২৪ | 203.99.212.54
ekaTaa job market e traction dekhachhi, phaa`nsi ayAnDa ayAkasesari saarbhises
h | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:২০ | 203.99.212.54
shibu daar kuTil man, ei suJoge mamataa ke haasapaataale Jete baaran kachchhe, aamaader haarun al rasheed maDel aph gabharanens kintu ekhan janapriya, no chyaa`mgrhaamo.
santanu | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:২০ | 95.141.130.90
ফাঁসি দেওয়াটা একধরনের খুন ই তো? আমি খুব সমর্থন করি।
লোয়ার কোর্ট, হাই কোর্ট, সুপ্রীম কোর্ট যদি ফাঁসির শাস্তি দেয় - বিনা বাক্যব্যয় তাকে ৭ দিনের মধ্যে খুন করা উচিত।
kiki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:২০ | 59.93.213.114
একটা জিনিস না আমার খুব রাগ হয়।কিছু হলেই দেশের মন্ত্রীদের তুলোধোনা করা হয়।বুদ্ধুবাবু, দিদি, মনমোহন সিং কেউ বাদ যায় না। কিন্তু এত বড় পিলপিলে মানুষের দেশে এক পিস, দু পিস কি করতে পারে? যদি না সবাই ঝাঁপিয়ে পরে? বেশিরভাগ মানুষ সচেতন নয়।
হুঁ! আন্না! এবার আদা বিক্কিরিতে ফিরে গেলুম। শুধু খানিকক্ষন মন খারাপ থাকবে, সেটাও বেশীক্ষন নয়। আবার পুকুরে ঢিল মারলে যেমন ঢেউ মেলাতে বেশীক্ষন লাগেনা,সেরম কিছুক্ষন পরেই হ্যা হ্যা করে হাজির হয়ে যাবো।
siki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:২০ | 123.242.248.130
পটাশম্যাম, গুরুতে বসি নি, আমি ওগুলো মোবাইল থেকে টাইপিয়েছিলাম।
pi | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:১৯ | 72.83.92.218
ম্যাম কি কত্তা আর ছেলের কথা শুনলেন ?
siki | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:১৮ | 123.242.248.130
আর এই যে খবরের কাগজে টিভি চ্যানেলে এত বলছে না নিরাপত্তার কড়াকড়ি? ঘেঁচু। কিস্যু নেই। রোজ যেমন ট্রাফিক পুলিশ থাকে কিছু সিগন্যালে, ঠিক সেইটুকুই। আর কোথাও কিছু নেই।
কিছুই ছিল না রাষ্ট্রপতি ভবন, সেনা ভবন, বাকিমিনিস্ট্রিগুলোর সামনেও। একটাও এক্সট্রা পুলিশ নয়। রোজ যে কজন থাকে, ততজনই।
pi | ০৮ সেপ্টেম্বর ২০১১ ১১:১৭ | 72.83.92.218
হ্যাঁ, এই ভিআইপি রা গেলে কাজের কাজ কি আদৌ কিছু হয় ? অকাজ নিয়ে একটা আন্দাজ আছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন