এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • dukhe | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:২৪ | 122.160.114.85
  • কুড়িই নেই, দুখে থেকেই বা কী উবগার করবে ?
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৫:১৫ | 123.242.248.130
  • চলে আসুন, চলে আসুন। অ্যাগটা বাঙালি মিষ্টির দোকানও আছে। রোব্বার রোব্বার সেখানে হিংয়ের কচুরি ভাজা হয়।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৭ | 122.160.159.184
  • সিকির্পাড়ায় ঘর নেব ঠিক্করিচি,ঐ বইওলাকে বড্ড পচন্দ হোল।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪৬ | 122.160.159.184
  • দুখেকে দেখলুম তো,কাল সন্ধেবেলা, খেলার টইতে।

    রঞ্জনদা,আজ কীরকম সব হচ্চে?বেড়ানো/খাওয়া?

    এই পারমিতা কোন পারমিতা ঠাওর কর্তে পারি নি।
  • santanu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:২০ | 95.141.130.90
  • আজ গড়িয়াহাট থেকে রুবী যাবার অটো একটা করে লোক নিচ্ছে না, বলছে যেতে হলে পুরো অটো বুক করে যেতে হবে, ২০ টাকা।

    এটা কি নতুন কোনো নিয়ম হলো নাকি?
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৮ | 123.242.248.130
  • দুখে-কে দেখা যাচ্ছে না কেন কদিন ধরে?
  • P | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:১৪ | 193.28.178.61
  • আদি , রঞ্জনবাবু , শুভ জন্মদিন।

    আদির জন্মদিন কি বিদেশেই কাটল না ফিরে এসেছ ?
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৪:১২ | 123.242.248.130
  • দরিয়াগঞ্জকে দুয়ো দিতে পারে আমাদের পাড়ার মার্কেটের বইয়ের দোকান। মূলত সেকেন্ড হ্যান্ড আর পাইরেটেড বই বেচে লোকটা। পড়েও প্রচুর। চারখানা চৌকি একসাথে লাগিয়ে বই বেচে। কোনও ছাদ নেই। বৃষ্টি পড়লে পলিথিন শীট চাপিয়ে দেয়।

    রিভার অফ স্মোক ঝকঝকে প্রিন্ট পাওয়া যাচ্ছে একশো কুড়ি টাকায়। পামুকের মাই নেম ইজ রেড একশো দশ টাকায়। পাতাগুলো কেবল এবিটিএ টেস্টপেপার কোয়ালিটির, বাকি বইটা পেপারব্যাক, মলাটের কালার্ড জেরক্স করে লাগিয়ে দেওয়া।

    চেতন ভগতের বই পাওয়া যাচ্ছে কুড়ি তিরিশ টাকায়। ঃ-)))

    সাথে শারদীয়া বাংলা ম্যাগাজিনসমূহ তো আছেই।
  • saikat | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৮ | 202.54.74.119
  • হনু,

    ডুবে গেছিল। তুলে দিয়েছি।
  • h | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৩ | 203.99.212.53
  • saikat ( the second) er oi columbus Toi Taa kothaay gelo?
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৫ | 14.96.33.150
  • পামিতাদি,
    শুভ জন্মদিন !
  • til | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 165.12.252.211
  • ভাটিয়ালি page no.17218
    name: byaang mail: country:
    IP Address : 122.167.73.91 Date :31 Aug 2011 -- 10:35 AM

    প্রতিবাদ করবো না ভেবেছিলাম? কিন্তু Damned if I do, damned if I don't
    (২) কি বলতে চান আপনি? আমি কোথায়, কবে আপনাকে অসম্মান করেছি। প্রমাণ দিন, খোলাপাতায় এতবড় অভিযোগ করলেন, অপমান করলেন, প্রমাণ দেবেন না!
    (৩) আপনার লেখনীর জোর সর্বজনবিদিত। এমনকি আমার নিজেরই সন্দেহ হল আপনার সেই "বিদেশী" আমিই কিনা! ফোন কোম্পানীর ওয়েবসাইটে গিয়ে গত তিনমাসের হিসটরি চেকও করলাম, কে জানে কোথায়, কোনদিন কি ভুলভাল বোতাম টিপেছি কিনা!
    (৪) বিদেশী মার্কা পোষ্টটা পড়ে আমার কেন জানিনা মনে হচ্ছিল সন্দেহের তীরটা আমার পানে তাক করা কিনা। ভেবে দেখলেন না একবারও, আমি হঠাৎ কেনই বা আপনার প্রতি কটুক্তি করতে যাবো? SMS নাহয় খরচসাপেক্ষ,একটা ইমেল করে যাচাই করে নিতেও তো পারতেন!
    রাতারাতি আমি একটা দুষ্টলোকে পরিণত হয়ে গেলাম? এই সেদিনই তো ব্যাঙ্গালোরে নিজে থেকে ফোন করে বললেন, আপনার ছেলে আমার সাথে আলাপ করতে আগ্রহী।
    (৫) আপনার পোষ্টটি পড়ে আমি স্তম্ভিত। এমন একটি মানুষকে আমি বন্ধু হিসেবে নিয়েছিলাম! কমপক্ষে ছবার স্ট্যাম্প ভর্তি খাম পাঠাবার ট্রাবল নিয়েছি! যদিও এমন কিছু মূল্যবান জিনিষ নয় তবু, ৬x৫০ টা টিকিট কাঁচি দিয়ে কাটতেও তো কমপক্ষে ৩০০০ সেকেন্ড লাগে, পোঅষ্টাফিস যাওয়া আসা প্রতিবার আধঘন্টা ধরুন।
    অবশ্য এসব কিছুই ভেবে করিনি বা তার জন্য কৃতজ্ঞতা দাবী করিনে।
    (৬) এখানেও লিখলাম, ইমেলেও পাঠালাম আপনাকে।
    নমস্কার।
  • pharida | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১২:১৩ | 61.16.232.26
  • রঞ্জনদাকে হ্যাপ্পি বাড্ডে, পারমিতাকে হ্যাপ্পি বাড্ডে - (এই পারমিতা কি ডাবলিন নাকি "আদি" ?)

    আর সব্বাইকে অনেক অনেক ধন্যবাদ - ভাটপাতা, টই, মুখবই, মোবাইলে যাদের শুভেচ্ছা পেয়ে পেয়ে টৈ-টম্বুর হয়ে আছি ঃ))
  • de | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৯ | 59.163.30.3
  • ফরিদাকে কনগ্রাটস!

    রঞ্জনদা আর পারমিতাকে জন্মদিনের শুভেচ্ছা একমুঠো বকুলফুল সহ!
  • Tim | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১১:২১ | 173.163.204.9
  • পামিতাদি আর রঞ্জনদাকে হ্যাপি জন্মদিন। ভালো থেকো।
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১১:২০ | 121.241.98.225
  • জলবায়ু বিহারে এখোনো দেখি শুকতারা আসেনি। কাল ঘুরে এলাম। দেশ উল্টেপাল্টে সুমন মান্নার কবিতাও দেখলাম। ঃ-)
  • Netai | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১১:১৬ | 121.241.98.225
  • পারমিতাদি আর রঞ্জনদাকে হ্যাপি বার্থডে।
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১১:১৬ | 123.242.248.130
  • বরং কুড়িই আমায় ভুলে গেছে। আর আসে না। বিকেল চাট্টেয় ফেরে ক্লায়েন আপিস থেকে। পৌনে পাঁচটায় বেরিয়ে যায়। কুড়ি আর আমার মাঝে দুর্ভেদ্য দেওয়াল, কিউবিকলের প্রাচীর। দেখাও হয় না ত্যামং করে।

    জালিম আপিস।
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৪ | 122.160.159.184
  • অ সিকি,
    কুড়িকে কি গেছ ভুলে?
  • kumu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৬ | 122.160.159.184
  • পারমিতা,রঞ্জনদা,

    শুভ জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।
    অনেক আলো,হাসি,গান,ভালোবাসা নিয়ে এই দিন অনেক বার ফিরে আসুক।
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৩ | 123.242.248.130
  • পারমিতাদিরও জন্মদিন নাকি? হ্যাবাড্ডি হ্যাবাড্ডি।

    বড় খিদে পায়। ঃ)

    মামী, তোমার মেলাইডি ক্যামন করে জানা যায়?
  • m | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১০:২৪ | 117.194.35.203
  • রঞ্জনদা, জন্মদিনের অনেক শুভেচ্ছা নেবেন। খুব ভালো থাকুন। আজ এবং আগামী সারা বছর।

    শুঁটকি মাছের ভর্তা রইল। ঃ)
  • m | ০৫ সেপ্টেম্বর ২০১১ ১০:২৩ | 117.194.35.203
  • পারমিতা, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।

    সবাইকে নিয়ে খুব আনন্দে কাটাও। আমার তরফ থেকে দুটি বেলুন আর একবাটি পায়েস। ঃ)
  • siki | ০৫ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৮ | 123.242.248.130
  • রঞ্জনদাআআআ,

    হিপ্‌ হুপ্‌ হাপ্‌ হ্যাপ্‌ হ্যাপ্পি বাড্ডে ...
  • Nina | ০৫ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৬ | 68.45.76.170
  • রঞ্জনভাউ
    জনমদিন মুবারক
    সুখী জন্মদিন
    হ্যাবাড্ডে
    ইয়াব্বড় চকলেট কেক আর একটি স্পেশাল ব্ল্যাক লেবেল রেখে গেলুম---
    have a great day, month, year --life :-))
  • Abhyu | ০৫ সেপ্টেম্বর ২০১১ ০৬:০৩ | 97.81.105.220
  • রঞ্জনদা শুভ জন্মদিন।
  • aka | ০৫ সেপ্টেম্বর ২০১১ ০৫:৫৭ | 75.76.118.96
  • শুভ জন্মদিন রঞ্জন দা।
  • i | ০৫ সেপ্টেম্বর ২০১১ ০২:১৯ | 137.157.8.253
  • তাই? রঞ্জনদার জন্মদিন?
    প্রণাম রইল, রঞ্জনদা। খুব ভালো থাকুন।
  • I | ০৫ সেপ্টেম্বর ২০১১ ০১:৩৯ | 14.99.100.26
  • রঞ্জনদা, শুভ জন্মদিন !
  • kd | ০৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৬ | 59.93.197.95
  • সুরাইয়া এম দেখলুম। উঃ - বেএএএশ কিছুক্ষণ ঝিম মেরে বসে ছিলুম - এত ডিপ্রেস্‌ড অনেকদিন হই নি - গুরু পড়েও (লিখেও) কাটলো না। শেষে লাগিয়ে দিলুম 'বর আসবে এক্ষুনি'। আহা! পুরো হোমিওপ্যাথিক ওষুধ রে! ফুল রিকভারি। বাড়ি থেকে বেরিয়ে মোড়ের আড্ডায় গিয়ে কিছুক্ষণ মমতার পিন্ডি চটকিয়ে ফিরে এলুম। এখন রাবড়ি দিয়ে রুটি খেতে খেতে 'বুড্‌ঢা হোগা তেরা বাপ' দেখছি। আহা, সিনেমা হো তো অ্যায়্‌সা!

    (প্রশ্ন থাকতেই পারে, খাচ্ছি, সিনেমা দেখছি, তো গুরুতে লিখছি কি করে? সহজ উত্তর - রুটিগুলো ঠিক গরম ছিলোনা - গরমাগরম ফোলা ফোলা রুটি না হলে রাবড়ির অসম্মান হয়, তাই পারুল নতুন বানাতে গ্যাছে আর আমি সেই ফাঁকে)। ঃ)
  • ppn | ০৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৪ | 122.252.231.10
  • বসু না, কাশ্যপ (ডেভ ডি ফেম)।
  • kd | ০৪ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৭ | 59.93.197.95
  • আহা রে! হলুদ বুট নেই? কিনে নাও এক জোড়া। সক্কলের এক জোড়া হলুদ জুতো থাকা উচিৎ। আমারও আছে, বাড়ি রং করার সময় ব্যাটারা আমার এক জোড়া চটি পুরো এড়া রং করে দিয়েছে। ঃ(
  • pipi | ০৪ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৫ | 173.161.6.201
  • এই খেয়েছে! আরে না না। ও কাবলিদা, ঐ হলুদ বুটটা একটা সিনেমা। অনুরাগ বাসুর নির্দেশনা। সবে রিলিজ করেছে। আমার কোনই হলুদ জুতো নাইঃ-)
  • kd | ০৪ সেপ্টেম্বর ২০১১ ২২:২৮ | 59.93.197.95
  • That girl in yellow boots - সেটা কি পিপি at South Bend, Indiana?
  • ppn | ০৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২ | 112.133.206.18
  • http://www.benglued.com/tomato-festival-in-bangalore/

    ১। টিকিটের ক্ষী দাম! অবশ্য বাজারে টমেটোর দামই বা কম ক্ষী!

    ২। কমেন্টগুলো অবশ্যই পড়বেন। ঃ)
  • ppn | ০৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৪৮ | 112.133.206.18
  • "That girl in yellow boots" - কেউ দেখেছে?
  • siki | ০৪ সেপ্টেম্বর ২০১১ ১৬:০৯ | 122.162.75.251
  • কিন্তু সকাল থেকে পিপির সঙ্গে ক্ষেউ নেই। এ কী অন্যায়!
  • pipi | ০৪ সেপ্টেম্বর ২০১১ ০৯:২১ | 173.161.6.201
  • আমি আছি। বেঁচে আছি। যদিও পা দুইটা আছে কিনা বুঝতে পারছি না। ইনফ্যাক্ট কোমরের নীচ থেকে অসাড়! গলা দিয়ে সুর বেরোয় কিনা সে কাল বুঝব। বাপরে বাপ! মোদ্দা কথা হল ফাইটিং আইরিশ বেমালুম ফাইট কত্তে ভুলে গিয়ে বলে বলে হারল। দুই দুইবার থাণ্ডারস্টর্ম এসে খেলা হাইজ্যাক করে নিল। দু দুবার স্টেডিয়াম ইভ্যাকুয়েট কত্তে হল (ভাগ্যিস থাণ্ডারস্টর্ম এল, তাই না একটু নোৎরদেমের মুখ বাঁচল)। তুমুল বৃষ্টিতে কাকভেজা হয়ে খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ফেরা! আরো কত কিছু লেখার ছিল কিন্তু এখন বহুত ঘুম পাচ্ছে।
    আর ইয়ে, আম্রিকান ফুটবল বহুত বোরিং হ্যায়। বেঁচে থাক আমার সকার।
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৫ | 122.162.75.251
  • তাই দেখলাম। সব বাংলাদেশের সাইটে তেতো। আর সব পবঙ্গের সাইটে তেঁতো। ঃ)
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৭ | 75.76.118.96
  • আরে বলার সময়ে সবাই হাঁসিই বলে কিন্তু লেখে হাসি।
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২২:১৯ | 122.252.231.10
  • ইউনিকোডে গুগল মাডি।
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২২:১৭ | 122.162.75.251
  • যাব্বাবা। কথাটা তেঁতো নয়?

    আমি কিন্তু হাঁসি বলি না। "ছুঁটছি'ও বলি না।
  • ppn | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২২:১০ | 122.252.231.10
  • নাঃ, প্রমাণ হয়ে গেল সিকি ঘটিই। তেঁতো লিখেছে। ;-)
  • siki | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮ | 122.162.75.251
  • অনেককাল বাদে দেশ কিনে মুখটা অত্যন্ত তেঁতো হয়ে গেল। মাইরি, পা-চাটা কে পুরো শিল্পের পর্যায়ে নিয়ে গেছে দেশ।

    ফরিদার এবং অন্যান্য কবিতাগুলো ভালো লাগল। কিন্তু কবিতারও আগে ছিল "এই সময়'। বাপ রে বাপ!!! মমতা-কে মা দুর্গার সঙ্গে তুলনা করা হয়েছে। সে কী ভক্তিরস রে ভাই! কী নিপুণ পদলেহন। পয়সা দিয়ে এসব লেখা কিনতে হয়, এই মাগ্গিগণ্ডার বাজারে!
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২১:২৯ | 75.76.118.96
  • খুব খারাপ অবস্থা ছেলেটা যে এত বড় কবে হয়ে গেল টের পেলুম না। ঃ(
  • pi | ০৩ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৪ | 69.88.78.195
  • আকাদার মাসল কী বলে ?
  • kc | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৫ | 14.96.195.105
  • ফরিদার কবিতাখান ভালোই লাগল, তবে মন ভরল না। এবছর হোলির সময় লেখা ফরিদার কবিতাখানার মতন নয়। তবুও সুমন, কনগ্র্যাটস।
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৮:১৩ | 75.76.118.96
  • দেকলাম কই? গেস করলাম।
  • kumu | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৮:১০ | 122.160.159.184
  • ফরিদাকে অনেক অনেক অনেক অভিনন্দন।

    আকা আম্রিগায় বসে দেশ দেকে ফেল্ল,আর আমি দিল্লী বসে একনো দেশ পেলুম না।
  • aka | ০৩ সেপ্টেম্বর ২০১১ ১৮:০১ | 75.76.118.96
  • ফরিদার কবিতাটি আজ দেশে দেখা যাচ্ছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত