এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ২৯ আগস্ট ২০১১ ২১:৪৪ | 72.83.92.218
  • তবে আরেসে এসের এই আন্নাকে ব্যবহার সত্যি চিন্তায় ফেলে দ্যায়। ক'দিন ধরে গুরুর গ্রুপে বানরসেনানীরা যা তাণ্ডবলীলা চালিয়েছে/ চালাচ্ছে আর তার মাঝে মাঝে আন্না ও ভারতমাতার র জয় হো ধ্বনি ...
  • pi | ২৯ আগস্ট ২০১১ ২১:৩৯ | 72.83.92.218
  • টইতে।
  • pi | ২৯ আগস্ট ২০১১ ২১:৩৭ | 72.83.92.218
  • তবে চারপাশের নানারকম প্রতিক্রিয়া দেখতে দেখতে এই লেখাটার কথাই বারেবারে মনে হচ্ছে।

    http://www.hindustantimes.com/editorial-views-on/editorials/Death-of-the-liberal/Article1-737686.aspx#.Tln5VDNv4j0.facebook

    লেখাটার সাথে যাকে বলে পুরো ক্ষঃ। বিশেষ করে শেষ লাইনটা

    That is why you have to either declare, 'I am Anna', or 'I am not Anna'. You cannot lampoon a bit of Anna, and be a bit of him.
  • aka | ২৯ আগস্ট ২০১১ ২১:৩৩ | 168.26.215.13
  • কোথায়?
  • pi | ২৯ আগস্ট ২০১১ ২১:৩২ | 72.83.92.218
  • কল্লোলদা বিস্তারিত লিখেছেন তো।
  • aka | ২৯ আগস্ট ২০১১ ২১:২৯ | 168.26.215.13
  • না না দ্রব্যমূল্য বৃদ্ধি কেন্দ্রীয় চক্রান্ত।
  • santanu | ২৯ আগস্ট ২০১১ ২১:২৭ | 95.141.130.90
  • তাহলে তিনলাখ লোক নিয়ে দিল্লি না গিয়ে ৩০০ লোক নিয়ে পনচায়েতে ধর্না দিলেই হয়।
  • aka | ২৯ আগস্ট ২০১১ ২১:২২ | 168.26.215.13
  • ইলেকটোরাল রিফর্মস বোলে তো?
  • pi | ২৯ আগস্ট ২০১১ ২১:২১ | 72.83.92.218
  • তবে এবার যদি ইলেক্টোরাল রিফর্‌ম্‌স নিয়ে কিছু হয়, সেটা কাজের কাজ হবে।
  • pi | ২৯ আগস্ট ২০১১ ২১:২০ | 72.83.92.218
  • দু টাকা দরে চাল দালের স্কিম তো আসছে। এলেও তা যার কাছে পৌঁছনোর দরকার পৌঁছায় না / পৌঁছাবে না। আর তার একমাত্র না হলেও একটা বড় কারণ তো দুর্নীতি।

    কালকেই গ্রামের একটি ছেলে এগুলো নিয়ে ওর অভিজ্ঞতার কথা বলছিল। বলছিল, পঞ্চায়েত হয়ে দাঁড়িয়েছে, দুর্নীতির বিকেন্দ্রীকরণ, ক্ষমতার নয়।
  • aka | ২৯ আগস্ট ২০১১ ২১:১৫ | 168.26.215.13
  • তখন ওনাকে নাম বদলে রাখতে হত আণ্না লাখে লাখে।
    (ডিঃ ইহা পিজে টইতে গেলে প্রাসঙ্গিকতা হারাতে পারে বলে এখানে দেওয়া হল)
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২০:৫৪ | 178.61.96.29
  • বৃহত্তর অর্থ ভাবলে আর একটু ভাবুনতো। লাখখানেক লোকতো জড় হয়েই গেছিল, আর লাখদুয়েক নাখেতে পাওয়া লোক জড় করে একেবারে সংসদেই ধর্ণা দেওয়া যেতেই পারতো, ''করাপশনের কথা পরে হবে এখন আমাদের খেতে দাও। ''দুবেলা দুমুঠো পেলে ছেড়ে দেব অন্য সব দাবী।'' প্রতিটা পঞ্চায়েতে শুধু মোটা চালের ভাত দেওয়ার কাউন্টার খোলা হোক। এই আন্দোলনটাকে অন্য ডাইমেনশনে তুলে দেওয়া যেতেই পারতো। হলনা।
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২০:৪৪ | 151.141.84.194
  • আহা কেসি, বৃহত্তর অর্থে ভাবুন। ঃ-)
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২০:৩২ | 178.61.96.29
  • আমারতো আর দুর্দিন আসেনি!! তাই সুদিন আসছে ক্ষী করে বলি বলুন?
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২০:৩২ | 178.61.96.29
  • আমারতো আর দুর্দিন আসেনি!! তাই সুদিন আসছে ক্ষী করে বলি বলুন?
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২০:২৯ | 178.61.96.29
  • আমাদের এবছর ঈদের ছুটিটা বেশী জুতের হলনা। শুরু হয়েছে গত বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটেয়, চলবে আগামী রবিবার সকাল সাড়ে সাতটা অবধি। তার পরে আবার পাঁচ দিন ছুটি লিয়ে লিয়েছি। এবার ত্রিপিটক নিয়ে বসলেই হয় আর ক্ষী।
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২০:২৬ | 151.141.84.194
  • এদিকে এক দুবাইবাসিনী সখী কেবল আন্না আন্না করে যাচ্ছে, চারিদিকে ঈদের উৎসব, সে বিষয়ে কিছুই বলছে না। ১০ বছর বাদে যে উজল ভারত দেখা দেবে মুকুট টুকুট পরে, সেই কথাই বলে যাচ্ছে। ওর একটা ছোট্টো মেয়ে আছে, বছর চারেকের, তাকে কার্টুন দেখতে না দিয়ে আন্না কে দেখিয়ে বলছে দ্যাখ, তোর জন্য উনি ভারত গড়ছেন।
    কেসি, আপনার কী মনে হয়? সুদিন আসছে????
  • Netai | ২৯ আগস্ট ২০১১ ২০:২৪ | 121.241.98.225
  • এই মাসে নয় নয় করে তিনটে ছুটি খেলাম। বোর হয়ে গেছি ছুটি খেতে খেতে। ঃ(
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২০:২১ | 151.141.84.194
  • ছুটির মধ্যগগন? বাহ। ঃ-)
    কীরকম লাগছে?
  • siki | ২৯ আগস্ট ২০১১ ২০:২০ | 122.162.75.228
  • আমাদের ছুটি কেবল পশশু।

    পুণেতে আবার দুদিন ছুটি। পয়লা সেপ্টেম্বর গণেশ চতুর্থী।
  • Netai | ২৯ আগস্ট ২০১১ ২০:১৯ | 121.241.98.225
  • আমাদের এখানেও ঈদের ছুটি শুরু হয়ে যাবে কাল বিকাল থেকে। পুরো একদিন ধরে ছুটি থাকবে। পরের দিন সকাল ৯ টার সময় ছুটি শেষ।
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২০:১৮ | 178.61.96.29
  • শুরু মানে? এখন ছুটির মধ্যগগন।
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২০:১৭ | 151.141.84.194
  • কেসি, আপনাদের ওখানে কি ছুটি শুরু হয়ে গেছে? ঈদের ছুটি?
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২০:১৫ | 178.61.96.29
  • দুখেকে দেখিনা কদিন। তাঁকে কি সাপে নিল নাকি বাঘে খেল?
  • Netai | ২৯ আগস্ট ২০১১ ২০:০৩ | 121.241.98.225
  • আমি প্রত্যেকদিন হাজিরা দিই তো।
    ঃ)
  • kumu | ২৯ আগস্ট ২০১১ ১৯:২৭ | 122.160.159.184
  • নেতাইকে কি অনেকদিন বাদে দেখলাম?
    কেন এমন মনে হচ্ছে?
    যাগ্গে,বাড়ী যাই।
  • Netai | ২৯ আগস্ট ২০১১ ১৯:০৬ | 121.241.98.225
  • আর্সেনালের এখন ভিখারী দশা। ফ্যাব্রিগাস আর নাসরি চলে যাওয়ার পর কিছুই বাকি নাই। আর্সেনালকে সাপোর্ট করা খুব মুশকিল হয়ে পড়ছে।
  • Netai | ২৯ আগস্ট ২০১১ ১৯:০৪ | 121.241.98.225
  • রাজদীপকে হ্যাপ্পি বার্থডে।
  • Su | ২৯ আগস্ট ২০১১ ১৮:৪৭ | 86.160.15.140
  • ডিডিদার লেখা একটা বিবেকানন্দ নিয়ে লেখা ছিলো কিন্তু সেটা টই নয় থাগলে সেখেনেই এই লিং টা দিতুম। তবে ডেইলি কাগজের লিং কিছুদিন পরেই পাল্টে যায় পুরো লেখাটা অভ্র তে লেখা তাই আবার নতুন করে লিখতে পারছিনি।
    http://bartamanpatrika.com/content/spl.htm
    লন্ডনে কিছু বাড়িতে স্বামীজি থেকেছেন- এই নিয়ে আরো অনেক কিছু বলার আছে।
    কেউ হেল্প করলে বেশ হয় আমি ঠিক অভ্র তে পোস্ট করতে পারিনা।
    সব্বাই হেব্বি খুশ থাকো। আমার পোলাপান টা ১১ বছর বয়স হলে কি হয় আর্সেন্যালের পাগলা ভক্ত। বেচারীর করুণ অবস্তা!
  • kumu | ২৯ আগস্ট ২০১১ ১৮:৩২ | 122.160.159.184
  • রাজদীপ,জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা।
  • kumu | ২৯ আগস্ট ২০১১ ১৮:২১ | 122.160.159.184
  • দুদিন বাইরে ছিলাম,তবে আইরীনের খবরে মোবা থেকে গুরুতে লেখার চেষ্টা করেছিলাম,এখন দেখলাম পোস্ট হয় নি।
    যাই হোক,নীনা,পাই,হুতো,মিতা,অরণ্য,অন্য সকলে সপরিবারে ভাল আছে নিশ্চয়ই।

    সিকি,নতুনদের উদ্দেশ্যে একটা লুটিশ লিখে দিলে হয় না,যেমন এখানে সকলেই অত্যন্ত ভাল মানুষ,কেউ কাউকে কামড়াতে/মুগুর নিয়ে মারতে যান না,
    সবারে করি আহ্বান,এসো উৎসুকচিত্ত ইঃ।

    বানানের ব্যাপারটা কদিন দেখলেই অভ্যেস হয়ে যাবে।
  • aka | ২৯ আগস্ট ২০১১ ১৮:০৩ | 168.26.215.13
  • ও সিকি মেলের কথা তো কইতেই হবে। খুবই এফেক্টিভ উপায়। এই যেমন বিগাই থ্যাংকু মেল করেছি। ঃ)

    নতুন যাঁরা আসেন একটু ঠেলে গুঁজে জায়গা করে বসে পড়তেই হবে। এই যেমন আজ যদি আমি বাংলা লাইভ বা সচলায়তন বা মুক্ত মনা তে আসর জমাতে যাই তাহলে সেখানেও সেই ভাবেই বসতে হবে। এইসব আর কি।
  • kc | ২৯ আগস্ট ২০১১ ১৭:০১ | 194.126.37.78
  • আমার কাছে পিডিএফ আছে। লামাকে পাঠ্যে দিমুনে।
  • ppn | ২৯ আগস্ট ২০১১ ১৬:৫৯ | 216.52.215.232
  • আম্মো পড়েছি। আমি কিনেছিলাম ফুটপাথ থেকে। ঃ)
  • Lama | ২৯ আগস্ট ২০১১ ১৬:৫৫ | 203.132.214.11
  • সে বই পাই কোথা?
  • kc | ২৯ আগস্ট ২০১১ ১৬:৫২ | 194.126.37.78
  • অনেকদিন পর একটা বেশ ভালো গপ্পের বই পড়লাম। লাইফ অফ পাই। সব্বাইকে রেকমেন্ডেড।
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১৬:১১ | 123.242.248.130
  • ক্যানো? যাঁদের, তাঁদের হতে পারে, কাঁদের ক্যানো হবে না? ঃ-)
  • siki | ২৯ আগস্ট ২০১১ ১৫:৫৯ | 123.242.248.130
  • আগে সরব এখন নীপা এমন কিছু লোকের কাছে এই বিষয়ে কিছু অভিযোগ পেয়েছি বটে। গুরুর ভাষা বোঝা যায় না অনেক সময়ে। এই যে ব্যঙ্গ করে ক-কে ক্ষ লেখা, ক্ষী, ক্ষেউ, ক্ষ্যামন, কিংবা ন-কে অনুস্বার লেখা, লংডং, ব্যাংডেল, কংকল, এইগুলোতে অনেকেই আসোয়াস্তি বোধ করেন।

    নবাগতদের আরেকটা প্রবলেমও হয়, এসেই দ্যাখে একজন আরেকজনকে লিখেছে, অমুক, আপনাকে মেল করেছি, দেখে নেবেন। কাল রাতে আপনারে কল করলাম, ফোন তুল্লেন না। সেই নবাগত তখন গুটিয়ে যায়, ভাবে এখানে তা হলে সবাই সবাইকে চেনে, আমায় কেউ চেনে না, আমি কীভাবে শুরু করব?

    এইসব সমস্যার ক্ষীভাবে সমাধান করা যায়?
  • pi | ২৯ আগস্ট ২০১১ ১৫:৪৯ | 72.83.92.218
  • কেঁনো নয় ? ঃ)
  • kd | ২৯ আগস্ট ২০১১ ১৫:৪৮ | 59.93.206.8
  • আজ একটা নতুন অভিজ্ঞতা হ'লো। কর্পোরেশন আপিসে গিয়েছিলুম একটা কাজে। আমাদের ওয়ার্ড যে অফিসারের আন্ডারে, তিনি আসেননি বলে কাল আবার যেতে হবে। অভিজ্ঞতা সেটা না, এমন তো প্রায়ই ঘটে। গাড়ির দিকে ফিরে আসতে আসতে দালালটা বল্লো, জানেন স্যার, এই শালার অফিসারটা না মহা ত্যাঁদোড়, রীতিমত অশান্তি করে। বলি, ব্যাটা এত সৎ হবি তো কর্পোরেশনে চাকরি করিস কেন, রামকেস্টো মিশনে যা না। স্যার, আমাদের লাইপ হেল করে দিলো স্যার!

    ভাবছি, ওই দালালটাকে 'গুরু'তে লিখতে বলবো। এতো মধুর ভাষা বহুদিন শুনি নি। ঃ)
  • ppn | ২৯ আগস্ট ২০১১ ১৫:৪৬ | 204.138.240.254
  • কাঁদের?!

    (পাই এইবার আবাপর অফার পেল বলে)
  • pi | ২৯ আগস্ট ২০১১ ১৫:৩৮ | 72.83.92.218
  • গুরুতে নতুনদের এই ক কে বোঝার সমস্যা নিয়ে ক। নাঃ, ক্কঃ।
  • pi | ২৯ আগস্ট ২০১১ ১৫:৩৬ | 72.83.92.218
  • কিন্তু হুম্ম, কাঁদের কী হবে ?
  • pi | ২৯ আগস্ট ২০১১ ১৫:৩৪ | 72.83.92.218
  • আর ডিডিদাকে থ্যাঙ্কু।
    ঐ টইতে দ্রিকে আর আলাদা করে উত্তর দিতে হবেনা ঃ)
  • kd | ২৯ আগস্ট ২০১১ ১৫:৩৩ | 59.93.206.8
  • 'হাম'এর অভিমতের সঙ্গে ক। এই যে উনি লিখলেন 'দরকার পরেনা', এর কি কোন কারেকশান দরকার আছে? আমরা সকলেই জানি 'দরকার' 'পরা'র জিনিস না, 'পড়া'র জিনিস, তাই সেই ভাবেই পরেছি (না না, পড়েছি!!)।
    আবার এই যে 'ক' লিখলুম, নতুন কেউ এ সাইটে এলে কী করে জানবে যে কবে কে যেন এখানে 'সম্মতি'র নানা লেভেল বোঝাতে শুরু করেছিলো, অন্যদের পছন্দ হওয়াতে সকলেই ব্যবহার করছে, এমনকি এখন নিউ অ্যান্ড ইমপ্রুভড 'ক্ক'ও চলে এসেছে।
    ও কিছু না, দু'চারদিন ধৈর্য ধরে থাকলেই 'গুরু'র বেশীরভাগ ইডিওসিনক্রেসিই জানা হয়ে যাবে।
    ঃ)
  • pi | ২৯ আগস্ট ২০১১ ১৫:২৮ | 72.83.92.218
  • কাব্লিদা, x-(
  • dd | ২৯ আগস্ট ২০১১ ১৫:২৩ | 124.247.203.12
  • দেখলাম রাইস অব দি প্ল্যানেট অব এপেস।
    যদি সাই ফাই খুব ভালো লাগে আর স্পেশাল এফেক্ট দেখলেই আহ্লাদে আটখানা অথবা বয়স দশের নীচে কিংবা এ সবের কিসুই নন কিন্তু উইকেন্ডে ছেন্নাইতে আছেন, তাইলে এইটা দেখতে পারেন।
  • m | ২৯ আগস্ট ২০১১ ১৪:৪৭ | 117.194.36.8
  • রাজদীপ, শুভ জন্মদিন। অনেক শুভেচ্ছা আর মোদকের জলভরাঃ)
  • Rajdeep | ২৯ আগস্ট ২০১১ ১৪:৪১ | 115.111.126.179
  • জন্মদিন শুভেচ্ছার জন্য সক্কলকে ধন্যযোগ .... ভালো থেকো সব্বাই ঃ-)
  • humm | ২৯ আগস্ট ২০১১ ১৪:১৯ | 122.167.221.74
  • টাইপো যদি বোঝা যায় তাহলে সংশোধনের দরকার পরেনা। সবাই বুঝেই নেবেন । কিন্তু ইচ্ছাকৃত ভাবে শব্দের বিকৃতি ঘটালে তখন বোঝার অসুবিধা হতেই পারে অনেকের কাছেই । এখানে অনেকেই এমন ভাবে অনেক কথা লেখেন [বিকৃত করে, হয়ত এর দ্বারা হাস্যরস উৎপাদনের বাসনা থেকে থাকতে পারে ] , তাঁদের সঠিক কি হবে , সেটাও লিখে দিলে ভালো হয় ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত