এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ২৪ আগস্ট ২০১১ ১৩:৫৯ | 194.126.37.78
  • ঝিকির মামাদের পদবী কি চ্যাটার্জী?
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৫৩ | 123.242.248.130
  • তা হবে। অত বোঝার মত বড় ছিলাম না।

    হিন্দু মুসলমানের বেশ ভালোমত মিশ্রণ। কিন্তু কোনওদিন কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
  • Jhiki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৫৩ | 182.253.0.98
  • হুমমম
  • kc | ২৪ আগস্ট ২০১১ ১৩:৫০ | 194.126.37.78
  • আমার বাড়ি বাগানবাড়িতে। আর মামার বাড়ি জঙ্গীপুর কলেজের পিছনেই।
  • Jhiki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৫০ | 182.253.0.98
  • না সিকি ওটা স্বর্গ নয়, নরকের কাছাকাছি, বড্ড কাঁচা পয়সা, ছোট ছোট ছেলেরাও কোন ও না কোন ও চোরাচালানের সাথে যুক্ত। বোধহয় সব বর্ডার এলাকাই তাই।
  • dukhe | ২৪ আগস্ট ২০১১ ১৩:৫০ | 122.160.114.85
  • না না, আমি ও তল্লাট মাড়াইনি ।
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৪৮ | 123.242.248.130
  • কেসি, রঘুনাথগঞ্জের কোন জায়গায় বাড়ি আপনার?
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৪৭ | 123.242.248.130
  • তখন আমরা নৌকো করে যেতাম। ব্রিজ ছিল না।

    দুখেও কি রঘুনাথগঞ্জ চেনেন নাকি?
  • kc | ২৪ আগস্ট ২০১১ ১৩:৪৫ | 194.126.37.78
  • রঘুনাথগঞ্জে আমার আদি বাড়ি। জঙ্গীপুরে আমারও মামার বাড়ি। এখন ভাগিরথীর ওপর ব্রিজ হয়ে যাওয়াতে জায়গাটার সৌন্দর্য কমে গেছে।

    ঝিকি লিচ্চয়ই আমার কোনও এক মামাতো বহিন হবেন।
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৪৫ | 123.242.248.130
  • ঐ রঘুনাথগঞ্জ কোর্টের ঠিক সামনেই ছিল আমাদের কোয়ার্টার। হরিদাসনগর। কোর্টের সামনে বিশাআআল বড় বটগাছ। তার সামনেই লাইন দিয়ে সাত আটখানা পিডব্লুডির কোয়ার্টার, তার একটাতে আমরা থাকতাম।
  • dukhe | ২৪ আগস্ট ২০১১ ১৩:৪৪ | 122.160.114.85
  • আর সদরঘাটে বসে বসে যে গঙ্গার ইলিশ ধরতেন তার সোয়াদও কি ভোলার ?
  • Jhiki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৪৩ | 182.253.0.98
  • হ্যাঁ, জঙ্গীপুর-রঘুনাথগঞ্জ 'twin-town',রঘুনাথগঞ্জে কোর্ট, সরকারী অফিস, জঙ্গীপুরে স্কুল-কলেজ। জঙ্গীপুরের ঘাট থেকে ১৫০-২০০ মিটারের মধ্যে আমার মামার বাড়ী। একবার মামাতো দাদার সাথে সাইকেল চালিয়ে মিঠিপুরে পদ্মাও দেখে এসেছিলাম, তখন শীতকাল ছিল, শুধু বালি আর বালি।
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৪১ | 123.242.248.130
  • জীবনের মাত্র তিনটে বছর ঐ স্বর্গে কাটিয়েছিলাম।

    পেটি পেটি আম আসত, সব খেয়ে উঠতে পারতাম না, পচে যেত তার আগেই। আম। লিচু। কাঁঠাল। একটাও কিনতে হত না।

    শীতকালে পিকনিক যাওয়া হত বাবার অফিসের কলিগদের সঙ্গে। হাজারদুয়ারী, গৌড়, খোসবাগ, পলাশী। আমবাগানে বসে পিকনিক, সবে মাংসভাত সার্ভ করা হয়েছে, এমন সময়ে চড়বড় করে বিষ্টি। খাবারদাবার ফেলে হুড়মুড়দুড়, থামা হল খাগড়ার দিকে এক ধাবায়। খিদেয় তখন আকাশ খাই পাতাল খাই দশা, মাংসভাত পাওয়া যাবে? ধাবার মালিক বলল, আধঘণ্টা বসুন, মুরগি কেটে বানিয়ে দিচ্ছি।

    সবাই উঠে পড়েছিল। মালিক নিজের হাতের ঘড়িটা খুলে বাবার কোলে ফেলে দিল, ঘড়িটা রাখেন। আধঘণ্টায় যদি আপনাকে মাংসভাত খাওয়াতে না পারি, এই ঘড়ি নিয়ে আপনি চলে যাবেন। আমি কিছু বলব না।

    ধাবার উঠোনে পোষা মুরগি চড়ে বেড়াচ্ছিল, তাকে ধরা হল, কাটা হল, রান্না হল, সার্ভ করা হল ঠিক একত্রিশ মিনিটের মাথায়।

    কেমন পূর্বজন্মের ঘটনা লাগে এখন। বিশ্বাসই হতে চায় না, কখনও ওখানে ছিলাম।
  • dukhe | ২৪ আগস্ট ২০১১ ১৩:৩৯ | 122.160.114.85
  • আরে ছোট চুল করতে যাবেন কেন? ধোনিকেই দেখুন । বড় চুলে দিব্বি জিতছিল । খামোখা ন্যাড়া হতে গিয়ে মাথায় ঘোল ঢালার ব্যবস্থাও করে ফেলল ।
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৩৫ | 123.242.248.130
  • দ্যাখো কাণ্ড, রঘুনাথগঞ্জ তো জঙ্গীপুর মহকুমাতেই পড়ে, জঙ্গীপুর রোড স্টেশনেই নামতে হয়। জঙ্গীপুর তো আমি পোচ্চুরবার গেছি। এদিকে সদরঘাটে গঙ্গার ধারে বসে থেকেছি বহুদিন।
  • Jhiki | ২৪ আগস্ট ২০১১ ১৩:৩১ | 182.253.0.98
  • পদ্মার ইলিশ আম্মো খেয়েছি, ঐ রঘুনাথগঞ্জের অপর পাড়ে জঙ্গীপুর, হেথায় আমার মামার বাড়ি! জঙ্গীপুরে বসে খেয়েছি, আমাদের বর্ধমানের বাড়ীতে বসেও, প্রতি বছর ইলিশের সিজনে কেউ না কেউ তাজা ইলিশ কেটেকুটে, নুন-হলুদ মখিয়ে টিফিনবক্সে করে নিয়ে আসত। এখনও আসে বোধহয়, আমি জেনে দুঃখ পাবো বলে মা জানায় না!!
  • I | ২৪ আগস্ট ২০১১ ১৩:০৫ | 14.96.138.10
  • আকাদা, রিপ্লাই দিয়া দিসি।
  • kumu | ২৪ আগস্ট ২০১১ ১২:৪২ | 122.160.159.184
  • থাগ্গে,ছোট চুলে হয়তো আরো মোটা দেখাবে।
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১২:৩৭ | 123.242.248.130
  • ঃ))

    সঙ্গে নিয়ে তো লিফটেও চাপি নি। পরিস্থিতির শিকার হয়ে গেছিলাম, এইমাত্র। সিঁড়ি দিয়ে সঙ্গে করে নামব কী করে?

    পটাশম্যাম, খোঁপা পছন্দ করে না কে বল্লো এখেনে? তবে কিনা, খোলা চুলের ইয়েই আলাদা।
  • pharida | ২৪ আগস্ট ২০১১ ১২:২৯ | 61.16.232.26
  • দুখে ঃ))
  • dukhe | ২৪ আগস্ট ২০১১ ১২:২৬ | 122.160.114.85
  • সিকি কুড়িকে নিয়ে হেঁটে নামেন না কেন ? এত কুঁড়েমি করলে কুড়িপর্ব কুঁড়িতেই ঝরে যাবে ।
  • kumu | ২৪ আগস্ট ২০১১ ১২:২৬ | 122.160.159.184
  • আর ডেরেস?
    কুড়ি ও সেই মহিলার?
    আর গুরুরা কি খোঁপা পচন্দ করেন্না?তাইলে পরের ভাটের আগে চুল ছোট করে নিই।
    তবে কিনা, এই বয়েসে!!
  • S | ২৪ আগস্ট ২০১১ ১২:২৩ | 90.200.14.85
  • খেতে ভালো লাগে না ব্যাস লাগে না। আড় ভাঙেনি এসব কি কথা শুনি ?
  • S | ২৪ আগস্ট ২০১১ ১২:২০ | 90.200.14.85
  • না না খয়রা তো ভারী ভালো খেতে সরষে দিয়ে বা কুড়্‌মুড় ভাজা। আর চাপিলা মাছ তো আলাদা আর সত্যি কি বাজে খেতে কি বাজে খেতে রে বাবা
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১২:২০ | 123.242.248.130
  • সিকিনী টিপিন তো দিচ্চে। কিন্তু লানচের এখনও বেশ দেরি। এদিকে খিদের চোটে বাঁইবাঁই করে মাথা ঘুচ্চে।

    কুড়ি রোজ সকাল দশটায় ক্লায়েন আপিস চলে যায়, ফেরে সেই বিকেল চাট্টেয়। কাল এক লিফটে নিচে নামলাম, বিরোধীদের এমনই চক্কান্ত, লিফটা মাঝরাস্তায় একবারও খারাপ হল না। তিন সেকেন্ডে নেমে চলে এলাম। ঃ(
  • kc | ২৪ আগস্ট ২০১১ ১২:১৯ | 194.126.37.78
  • দেশী মাছেরই কত্ত ভ্যারাইটি। আদ্ধেকের বেশী মাছের নামই জানিনা। এদিকে আকবা!!
  • Netai | ২৪ আগস্ট ২০১১ ১২:১৬ | 121.241.98.225
  • কাল আমিও ইলিশ খেলাম। অল্প ডিমওলা ইলিশ।
  • Jhiki | ২৪ আগস্ট ২০১১ ১২:১২ | 182.253.0.98
  • কেউ চাপিলা মাছের বদনাম করল তাই খয়রা মাছের কথা লিখলাম। আমার ইলিশবিহীন জীবনে খয়রা মাছ ই আছে, তাই এর বদনাম করার বিরুদ্ধে তিব্বো পোতিবাদ করলাম।
  • kumu | ২৪ আগস্ট ২০১১ ১২:০৬ | 122.160.159.184
  • সিকিনী কি আজকাল টিপিন দিচ্চে না?
    কুড়ির কী খপোর?
    আর পাইএর হাতে টান লাগার বিষয়ে ফরিদা যা লিখেচে,তার পোতিবাদ।
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১২:০২ | 123.242.248.130
  • অত্যন্ত খিদে পেয়ে গেছে। ক্যান্টিনে ভেজ প্যাটিস আর লে'জ ছাড়া কিসুই নাই। ঃ(
  • pharida | ২৪ আগস্ট ২০১১ ১১:৫৮ | 61.16.232.26
  • জীবনের পোথম চাকরির পোথম চেক ভাঙিয়ে মাণিকতলা বাজর থেকে দুটো ইলিশ কিনেছিলাম - আহা।
  • Kaju | ২৪ আগস্ট ২০১১ ১১:৫৭ | 121.244.209.245
  • পিছিয়ে পড়িনি, ভালো লাগেনা নিশ্চয়ই ২২/৭দি বলেচে।
  • kc | ২৪ আগস্ট ২০১১ ১১:৫৪ | 194.126.37.78
  • সেতো কিছু কিছু লোকের কাছে আঙুরও টক লাগে। তাদেরও জিভের আড় ভাঙেনি মনে হয়। ঃ)
  • quark | ২৪ আগস্ট ২০১১ ১১:৫১ | 14.139.199.1
  • যাঁরা বলছেন ইলিশ ভালো লাগে না, তাঁদের বোধ করি জিভের আড় ভাঙে নি - এইটে বলতে থাকুন

    "the sixth sick sheik's sixth sheep's sick"
  • Kaju | ২৪ আগস্ট ২০১১ ১১:৫১ | 121.244.209.245
  • ওঃ যা মজা পাচ্ছি না ! আর মায়ের হাতে, সে তো অমৃত !
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১১:৪৯ | 123.242.248.130
  • কাজুকে ফেনী বানিয়ে খেতে ইচ্ছে করছে।
  • Kaju | ২৪ আগস্ট ২০১১ ১১:৪৯ | 121.244.209.245
  • ইলিশের জন্যে লোকে কী কান্নাকাটি কচ্চে, আহা আহা ! আর আমি আজই সকালে ইলিশের ঝাল খেয়ে এলুম, রাতেও আবার হবে। তোমাদের জন্যে বড় দুখ্যু হচ্চে।
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১১:৪৫ | 123.242.248.130
  • ওডাফা কী ... মাছ না ফুটবল প্লেয়ার?
  • kumu | ২৪ আগস্ট ২০১১ ১১:৪৪ | 122.160.159.184
  • সিকি,থাংকু।
    বিবেকানন্দর ইলিশ মাছ খাওয়া ও সেদিন রাত্রেই মৃত্যু নিয়ে একটা কথা অনেকদিন ধরে ভেবেছি,আজ এইখানে বলে যাই,
    হয়তো ওঁর ইলিশ মাছে অ্যালার্জি ছিল এবং মাছ খাওয়ার কারণে ঐ অ্যালার্জি-জনিত হাঁপানির টান বেড়ে গিয়েছিল।অভিজ্ঞ হাঁপানিওয়ালারা জানেন এই সমস্যা অনেক সময় হঠাৎ ভীষণ তীব্র হয়ে ওঠে।
    তবে ওঁর যে সব জীবনী পড়েছি,তাতে এই ধরণের কোন সমস্যার উল্লেখ নেই।
    যতদূর মনে পড়ছে,শেষ সময়ে হাত থেকে বই গড়িয়ে পড়ে যায় ও অস্ফূট কাতর ধ্বনি শোনা যায়।
  • pharida | ২৪ আগস্ট ২০১১ ১১:৪২ | 61.16.232.26
  • ডমরুঢক্কা.... - আহা কতদিন পর - ওডাফাও টিমে চলে এসেছে - আর কি চাই ঃ))

    শুধু ইলিশ ৩০০ র নিচে নামলেই হয় !!
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১১:৪১ | 123.242.248.130
  • সবই মনে লয় পূর্বজন্মের কথা।

    পদ্মার ইলিশ এককালে আমিও খেয়েছিলাম। এন্তার। দেদার।

    তখন বাবার পোস্টিং রঘুনাথগঞ্জে। মুর্শিদাবাদ। অফিসের কাজে প্রায়ই যেতে হয় বহরমপুর, ধূলিয়ান, ফারাক্কা। রাত নটায় দশটায় বাবা ফিরত খোকা ইলিশ আর মা ইলিশ নিয়ে।

    বেশ কয়েকবার আমরাও গেছি। ধূলিয়ানের বাজারে সদ্য ধরা ইলিশ। নিয়ে আসা বরফ চাপা দিয়ে। পরের কয়েকদিন ধরে ইলিশ মহোৎসব।

    আবছা আবছা মনে পড়ে। কেমন স্বপ্ন স্বপ্ন লাগে।
  • kumu | ২৪ আগস্ট ২০১১ ১১:১৯ | 122.160.159.184
  • আবাপর সুনীলের লেখার লিং দেন কেউ,পিলিজ।
  • til | ২৪ আগস্ট ২০১১ ১১:০১ | 165.12.252.211
  • খয়রা মাছের কে নাম করলো? আহা, কতদিন খইনি। খাল বিলের ইলিষ যাকে কয়!
    আচ্ছা কেউ ভের্শো মাছের নাম শুনেছো, কই মাছের মত দেখতে কিন্তু খেতে ভ্যাসকা, সেইজন্যেই বুঝি ঐ নাম।
    --
    কিকিদিম্মনি,
    খারকোল কে আমাদের দেশে ঘ্যাঁটকোল বলে, stingy স্বাদ ওর পাতা বাটায়! ঐসব ছেড়ে কিনা oyester মাশরুম খাচ্ছি!
  • DamaruDhakkapaTkaananda | ২৪ আগস্ট ২০১১ ১০:৫০ | 123.242.248.130
  • হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌
  • abastab | ২৪ আগস্ট ২০১১ ১০:৪৮ | 61.95.189.252
  • *ঘটান
  • abastab | ২৪ আগস্ট ২০১১ ১০:৪৮ | 61.95.189.252
  • আর কি তাহলে আনন্দের সাথে অন্যের মাঝেও ঐ সব ভারী ভারী গুণের উন্মীলন ঘাটান।
  • kc | ২৪ আগস্ট ২০১১ ১০:৪১ | 178.61.96.29
  • ব্যাঙের 7:52AM এর পোস্টের জবাবে অনেক কিছুই লেখা যায়। কিন্তু সকালে উঠে আবিস্কার করেছি আমার মধ্যে নিম্নলিখিত জিনিসগুলির উন্মীলন ঘটছে। তাই ছেড়ে দিলাম। আজ্জো, তুমিও কিছু কয়োনা।

    ? an innate love and compassion for all humanity
    ? a genuine love and affection for children
    ? moral integrity and righteousness
    ? dedication to the all - round development of the community
    ? self - restraint of behaviour and temper
    ? discipline , punctuality and dutifulness
    ? strong character
    ? inspiring personality
    ? leadership ability
    ? good judgement and balanced mind
    ? academically qualified
    ? free from the influence of political or other vested interests
    ? possessing a spirit of selfless service to the society


    ঃ-))
  • siki | ২৪ আগস্ট ২০১১ ১০:৩৮ | 123.242.248.130
  • এই প্রশ্নটা আমারো মনে এসেছিল, কিন্তু পাইদিদি সেন্টি খাবে কিনা ভেবে আর করতে পাল্লাম না।

    ভূমিকম্প হয়েছিল আমাদের দিল্লিতে। কোন সাল ভুলে গ্যালাম। ২০০৬ নাকি ৭? নতলার ওপরে বসে ধাঁ-ধাঁ করে মাথা টলছিল, সে এমন দুলুনি।
  • pharida | ২৪ আগস্ট ২০১১ ১০:২৯ | 61.16.232.26
  • পাইদিদি, হ্যান্ডুকপ আর হাতে হ্যাঁচকার মধ্যে কি কোনো কার্যকারণ সম্বন্ধ আছে? ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত