এরা এলে ভোগান্তির চূড়ান্ত হয়। একবার কালামের ঠ্যালায় খিদিরপুর হয়ে যাদবপুর যেতে হয়েছিল। উইকেন্ডে এলেই পারে।
m | ২২ আগস্ট ২০১১ ১৬:১৯ | 117.194.40.206
রাস্তার খানাখন্দ ভরে গেছে, হলো ই বা সাময়িক- পুলিশে পুলিশে ছয়লাপ- রাস্তার দুপাশে ফুটপাথ আলাদা করে বাঁশ বেঁধে দেওয়া -উঠে যাবে কি?আর গাড়ির সেকি মসৃণ গতি! পিএম আসছেন বলে কথা- শেষ বিকেলে দেখি দুটি পাইলট কার পোঁপোঁ করে যাচ্ছে- গাড়ির দল এদিক সেদিক স্তব্ধ- ফ্লাই ওভারের ওপর থেকে একদল সাদা রাজহাঁসের মত ঝাঁকে২ গাড়ি নেমে আসছে-উপর থেকে মনে হলো কোনো ইংরেজি সিনেমার শুটিং দেখছি-গুণে দেখলাম কমবেশি ৫০-৫২ টা গাড়ির কনভয়- দেখে ভয়-ভক্তি দুইই জাগলোঃ)
আহা রোজ কেন এমন হয় না!
kumu | ২২ আগস্ট ২০১১ ১৫:৫২ | 122.160.159.184
দেহিপদপল্লবমুদারম। এখন কচি বয়েস বুঝবে না,এট্টু প্রবীণ হয়ে ন্যাও।
Kaju | ২২ আগস্ট ২০১১ ১৫:৪০ | 59.163.201.173
পায়ে ধরে সাধা রা নাহি দেয় রাধা
কে হে বাওয়া তুমি, যে পায়ে ধরে সাধতে হবে? রা দিল না তো ভারি বয়ে গেল। দাদুর আর কাজ ছিল না। হ্যাঃ।
শেষে দিল রা পাগল ছাড়ো পা
যাও বা রা দিল, এমনই তার ছিরি, পাগলের পা গেল খুলে ! ছি ছি ! হাঁটবে কী করে সে বেচারা? তারপর কীসব ভুলভাল সঙ্কেত দিয়ে পাঠালো বনেবাদাড়ে গুপ্তধন খুঁজতে, আহ্লাদের শেষ নেই। সাধে কি মেয়েদের কথা শুনতে নেই !
kumu | ২২ আগস্ট ২০১১ ১৫:১৫ | 122.160.159.184
রাধা নাম নিইনি,টাইপো হয়ে গ্যাসে।
Kaju | ২২ আগস্ট ২০১১ ১৫:১২ | 121.244.209.245
কুমুদি আবার রাধা নাম নিল ? এটা কত নম্বর?
siki | ২২ আগস্ট ২০১১ ১৪:৫৭ | 122.162.75.151
লামা, পটাশম্যাম,
আমার ১ঃ২২ পিয়েমের পোস্ট দ্যাখো / দেখুন।
radhaa | ২২ আগস্ট ২০১১ ১৪:৪১ | 122.160.159.184
থাকয়ে।
----------যোগিনী পারা।
kumu | ২২ আগস্ট ২০১১ ১৪:৩৪ | 122.160.159.184
রাধার কি হৈল অন্তরের ব্যথা, বসিয়া বিরলে থাকিয়া একলে না শোনে কাহারো কথা,
সীতার সাথে নামের আমার খুব মিল কিনা। তো সেই নানাপ্রকারের হ হ পা প্রে এর বয়সে মনে মনে আমার অমনি একখান প্রেমপত্র পাবার খুব শখ জেগেছিল। ঐ শেষের দুই লাইন লেখা ঃ) তবে সে চিন্তা দীর্ঘস্থায়ী হয়নি। একখানি অতি বদখত ও জালি প্রেমপত্র পেয়ে প্রেমপত্রফোবিয়া শুরু হয়ে গেসল।
byaang | ২২ আগস্ট ২০১১ ১৪:০৫ | 122.167.85.130
* মানে মোট সাতাশ প্লাস বারো
byaang | ২২ আগস্ট ২০১১ ১৪:০৪ | 122.167.85.130
আমি মাধ্যমিকে ইতিহাস পরীক্ষা দিতে গিয়ে দেখি ক্লাস নাইনের সিলেবাস থেকে তিনটে নয়নম্বরের প্রশ্ন মানে মোট সাতাশ নম্বরের উত্তর জানি। আর এদিকে বারো নম্বরের এসে এসেছে আজাদ হিন্দ ফৌজ। তখন কী আর করব! কোন ছোটবেলায় পড়া নেতাজীর অমর চিত্র কথাটা গুছিয়ে লিখতে শুরু করলাম। সেটা লিখতে গিয়েও দেখলাম এলগিন রোডের বাড়ি থেকে কালো গাড়ি করে হাওয়া হয়ে যাওয়া অব্দি মনে পড়ছে, এমনকি কোন গাড়ি, কী মডেল সেগুলো মনে নেই। তাই তখন লিখলাম তারপরে তিনি বার্মার জঙ্গলে গিয়ে আজাদ হিন্দ ফৌজ গঠন করলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে অমর হয়ে রইলেন। মানে মোট সাতশ প্লাস বারো নম্বরের উত্তর লিখে মাধ্যমিকের ইতিহাসে চল্লিশ পেয়েছিলাম, যদিও শিওর ছিলাম আমাদের স্কুল থেকে আমিই প্রথম ছাত্রী যে কিনা ইতিহাসে ব্যাক পেতে চলেছে। তারপরে মার্কশীটে মোটে চল্লিশ দেখে বাবার কী দুঃখ, বলে - ""রিভিউ করাব। এটায় ষাট পেয়ে গেলে তো তুই স্টার পেতিস।'' কী কষ্ট করেই না বাবাকে থামাতে হয়েছিল!
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:৫৮ | 122.167.85.130
আমি দিলাম এক বস্তা সাহস। এবার বলেই ফ্যাল।
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:৫৬ | 72.83.74.17
তবে এই কথা নয়। আমার অন্য একটা কথা বলতে সাহসে কুলোচ্ছে না।
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:৫৫ | 72.83.74.17
আমি তো মাধ্যমিকের ইতিহাস পরীক্ষায় যেখানে যেমন দরকার নিজের মত ইংজিরিতে লিখে কোটেশন মার্ক দিয়ে বাঘা বাঘা ঐতিহাসিকদের নামে চালিয়ে এসেছিলুম। নে , এবার কীকরে প্রমাণ করবি কর যে ওঁরা এইসব বলেননি । ঠিক যেমন বাবরের আসল নাম বাচ্চু মিঞা (ডাক নাম) ছিল না, সেও কেউ প্রমাণ করতে পারেনি। করতেও পারেনি। আর এত্ত এত্ত কোটেশন দেখে এত্ত এত্ত নম্বর দিয়ে দিয়েছিল ।
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:৪৮ | 122.167.85.130
না হে সিকিবাবু অন্নপূর্ণা ঈশ্বরী পাটনী আমার খুব প্রিয়, এইটে নিয়ে ঘেঁটে দিতে পার্ব্বে না।
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:৪৭ | 122.167.85.130
পাই বল্লে, আমিও সাহস করে একটা কথা বলব। আচ্ছা আগে আমিই বলে ফেলি - এইচেসে বিদ্যাপতি নাকি চন্ডিদাস কার একটা কী যেন ভুলে গেছিলাম কোটেশন দিতে গিয়ে, তখন বানিয়ে বানিয়ে ছন্দ মিলিয়ে ঠিক ঐ ভাষাতেই গোটা কয়েক পদ্য লিখে এসেছিলাম, তাতেও ঐ পেপারটাতে সত্তরের উপরে পেয়েছিলাম। ধরতেই পারে নি। ঃ-)
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:৪৬ | 72.83.74.17
এ কি রামের বিলাপে নাকি !!
siki | ২২ আগস্ট ২০১১ ১৩:৪৫ | 122.162.75.151
কেন, মাঝখানের লাইনদুটো মনে পড়ে না?
কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ
কিংবা শেষের দিকে --
আমার সন্তান যেন থাকে দুধেভাতে?
এই নিয়েও তো বড় প্রশ্ন আসত!
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:৪৪ | 72.83.74.17
বলবো ? বলবো ? একটা কথা বলেই ফেলবো ?
তবে কেউ যদি না হাসে তবেই বলবো। বিশেষ করে ব্যাঙদির তো হাসতে একেবারেই মানা।
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:৪২ | 122.167.85.130
হ্যাঁ, হ্যাঁ, পাইয়েরটাই ঠিক মনে হচ্ছে। আমার ছন্দের ভাবটা মনে পড়ছিল, কিন্তু কথাগুলো মনে পড়ছিল না।
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:৪২ | 72.83.74.17
এই মণিহারা ফণী নিয়ে আবার ১০ নং এর কোশ্চেন আসতো। তখন সত্যিই বিলাপ কত্তে ইচ্ছা যেত ঃ'(
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:৪০ | 72.83.74.17
সীতা জ্ঞান সীতা ধ্যান সীতা চিন্তামণি না ?
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:৩৯ | 122.167.85.130
রামের কি হইল অন্তরে ব্যথা? বসিয়ে একলে, কাঁদে বিরলে, ভাবে শুধু সীতার কথা। । । । । সীতাই গতি, সীতা অগতি, সীতাই দিনমণি সীতা বিনা আমি যেন মনিহারা ফণি
অনেক কষ্ট করে এরকম একটা কিছু মনে করতে পারলুম।
siki | ২২ আগস্ট ২০১১ ১৩:৩৮ | 122.162.75.151
এই রাধার বিলাপ আর পূর্বরাগ, দুটোরই প্যারডি বানিয়েছিলাম স্কুলজীবনে, দুই প্রেমিকপ্রেমিকাযুগলকে মাথায় রেখে। আজও মনে আছে।
I | ২২ আগস্ট ২০১১ ১৩:৩৫ | 59.93.209.131
না না, একদম না। ললিতা লিখলেই নবোকভ নরম করে কপিরাইট চাইতে পারেন। তাছাড়া বুড়োদের ছ্যা ছ্যা ...কাজ কী?
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:৩৩ | 122.167.85.130
তবে জীবনের সবচেয়ে বিচ্ছিরি হাসিটা হেসেছিলাম চোখের ডাক্তারের কাছে চোখ দেখাতে গিয়ে। যেই না আমাকে এ বিসিডি পড়তে দিল, আর অমনি শুরু হল আমার হাসি। আর ডাক্তারটাও সেরকম ভদ্র, সে গম্ভীর হয়ে মাথা চেপে বসে থাকল কখন আমার হাসি শেষ হবে সেই আশায়। অমন অকারণের হাসি কি অত সহজে থামে!! শেষে বাবা খুব জোরে ধমক দিল, তবে কোনোরকমে একটু ভদ্রসভ্য হলুম, তবুও যেই একটা করে লেন্স পাল্টায় ডাক্তার, আমিও অম্নি ফিকফিকিয়ে উঠি।
Kaju | ২২ আগস্ট ২০১১ ১৩:৩২ | 121.244.209.245
সিকি বেশ বানাচ্ছিল, লক্ষ্মণে এসেই দম ফুরিয়ে গেল। ওটাকে ললিতা করে দাও, ব্যস। রাধা খামকা লক্ষ্মণকে বলতে যাবে কেন? বেচারা ক্রিকেট-টিকেট খেলে, এসব ঝক্কি নিয়ে ওর কি দরকার?
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:২৯ | 72.83.74.17
সিকি,হাঁয়েশ।
এই যো ব্যাংবালা, রাধার বিলাপ রিডিং পড়ো।
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:২৮ | 72.83.74.17
হয়েছে আবার কি। ছিল ই। কিন্তু আপাতত সামনের দিনগুলি ভয়ঙ্কর। একথা মনে করেই .... সব হি হি হো হো হা হা একে একে হায় হায় হয়ে যাচ্ছে ঃ(
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:২৭ | 122.167.85.130
কলেজেও তো প্রথম যে বার করে দিয়েছিল ক্লাস থেকে সেও ঐ বিচ্ছিরি হাসির জন্যই, বার করে দিয়েছিল, ক্লাস থেকে। ঐ যে অন্ন চাই, প্রাণ চাই টা রিডিং পড়তে দিয়েছিল, ব্যাস অমনি আমারও হাসি শুরু হয়ে গেল।
siki | ২২ আগস্ট ২০১১ ১৩:২৬ | 122.162.75.151
বিলাপ করেন রাধা লক্ষ্মণের আগে। ভুলিতে না পারি কানু সদা মনে জাগে।। কী করিব কোথা যাবো অনুজ লক্ষ্মণ। কোথা গেলে কানু পাবো করো নিরূপণ।।
এইরকম ছিল, না?
siki | ২২ আগস্ট ২০১১ ১৩:২৫ | 122.162.75.151
বাংলায় বলে পা-পু-ফিশু।
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:২৫ | 72.83.74.17
আর রাধার বিলাপ পড়তে গিয়েও হাসতে নাকি ? ঃ)
I | ২২ আগস্ট ২০১১ ১৩:২৪ | 59.93.209.131
একে বলে মিসফিশ্যা¾থ্রপি।
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:২৩ | 122.167.85.130
অত হাসির পরেও কখনো মনে থাকে রাম ছিল নাকি রাধা ছিল!!
আমি তখন থেকে মুগুরকে মাগুর পড়ে ভেবে যাচ্ছি আবার আলাদা করে কাঁটা লাগানোর কী দরকার রে বাবা !
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:২১ | 122.167.85.130
হ্যাঁ সু, এই ফিশ স্পা এখানেও একটা হয়েছে। তবে শুধু তো পেডিকিওর তো নয়, এখানে তো পুরো মানুষটাকেই এক গামলা জলে চুবিয়ে বসিয়ে দ্যায়, এক পাল মাছের মধ্যে। আমার খুব সন্দেহ ওগুলো নির্ঘাত রঙকরা পিরান্হা
I | ২২ আগস্ট ২০১১ ১৩:২১ | 59.93.209.131
ব্যাঙের হাসির বাঁধ ভেঙেছে
I | ২২ আগস্ট ২০১১ ১৩:২১ | 59.93.209.131
সাপের হাঁচি বেদেয় চেনে ব্যাংয়ের হাসি কে চেনে?
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:২০ | 72.83.74.17
তবে স্কুল জীবনে আমার হাসি চাপার জন্য সুনাম ছিল। আবার দুর্নামও ছিল। মানে জে দিদিমণিকে নিয়ে হাসছি, তিনি টের পেতেন না, কিন্তু আমার হাসি চাপার মুখভঙ্গিতে সামনে থাকা অন্য বন্ধুরা দুম করে ফ্যাকফ্যাকিয়ে হেসে দুমদাম বকা খেয়ে যেত ! ঃ)
byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:১৯ | 122.167.85.130
অত হাসি যে কেন পেত!! হয়তো আমাকে বলা হল চেঁচিয়ে চেঁচিয়ে পদ্য পড়তে। আমি উঠে দাঁড়িয়ে পড়তে আরম্ভ করলাম - রামের কি হইল অন্তরে হিহিহি ব্যা হিহিহি হিহিহি থা হোহোহোহোহো হ্যাহ্যাহ্যাহ্যা হোহোহোহো ধপ (গড়িয়ে পড়ে গেছি) দিদি হিহিহি হ্যাহ্যাহ্যা সরি দিদি হোহোহোহোহো পারছি না হ্যাহ্যাহ্যাহ্যা থামতে হিহিহিহি আমাকে হেহেহেহে শাস্তি দিন হিহিহিহিহি দিদি হোহোহোহো হ্যাহ্যাহ্যাহ্যাহ্যা
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:১৮ | 72.83.74.17
এইরকম বেঞ্চি থেকে গড়ানো হাসি আমি কলেজে গিয়ে হেসেছিলুম। এবং উত্তাল বকুনি খেয়েছিলুম। আমার ঐ স্ব তবে স্বল্প প্রেসি জীবনের এ এক কলঙ্ক।
Su | ২২ আগস্ট ২০১১ ১৩:১৮ | 86.160.15.140
ফিশ পেডিকিওর জিনিষটা এই প্রেথম দেখলাম, এক গামলা জলে কালো নীল লাল মাছ কিলবিল করছে, বুড়োবুড়ি ছুঁড়োছুঁড়ি পা ডুবিয়ে বসে আছে, আর মাছগুলো এসে পায়ে সুড়সুড়ি দিয়ে যাচ্ছে , নাকি খুবলে খেয়ে যাচ্ছে ডেড সেল গুলো- আর তাইতেই পা এক্কেরে ধুয়ে মুছে সাফ!!! শেষ মেষ মাছের খাদ্য পা? গুডনেস! পায়ে কাতুকুতুর কথা ভাবলেই তো -- কি কান্ডোস!
I | ২২ আগস্ট ২০১১ ১৩:১৬ | 59.93.209.131
কী অভয়টাই না দেচ্ছেন আমার হলেও-হতে -পাত্তেন দত্তকখুকীরা ! আবার মুগুর আন্তে চায়। কাঁটাওলা । নক্ষী মেয়ে সব। দত্তকযোগ্যই বটে !
pi | ২২ আগস্ট ২০১১ ১৩:১৫ | 72.83.74.17
তাঁরাই বা ফেবুর অরবিট ছেড়ে এখানে লিখবেন ক্যানো ? ঃ) আর লিখতে লিখতে বলে বলে আমার হাত ব্যথা হয়ে গেছে। গুরুতে পোস্ট করতে শেখানো তো নয় ... ঃ((
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন