এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • til | ১৮ আগস্ট ২০১১ ১১:৩৫ | 165.12.252.211
  • সিকি, কুমুবেন, এলি্‌সয়েম, অরিন্দম সক্কলকে ধন্যবাদ।
    পিপিয়েন,
    JU নাকি JNU বললেন?
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১১:২৬ | 216.52.215.232
  • ওকে। তালে তো JU মনে হয় ঠিক আছে।
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১১:২১ | 123.242.248.130
  • ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বোধ হয় ডিইউতে পড়তে আসে না।

    তবে জেএনইউ ইত্যাদি হলে চাপ নেই। সেখানে গুচ্ছের বিদেশী ছাত্রছাত্রী আছে। তবে, জে এন ইউ-র এ¾ট্রান্স টেস্ট, মূলত মাস কম বা জার্নালিজম কিন্তু অত্যন্ত অত্যন্ত টাফ। চান্স পাওয়া খুব কঠিন। বাকি বিদেশের কোটায় কতটা কী হয় আমি জানি না।
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১১:১৫ | 216.52.215.232
  • লামাকে হ্যাপি বাড্ডে।

    জয় বাবা লামানাথ!
  • ppn | ১৮ আগস্ট ২০১১ ১১:১৫ | 216.52.215.232
  • দিল্লিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা কী করে?
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১১:০৮ | 123.242.248.130
  • হিন্দি না জানলে দিল্লিতে চাপ আছে।
  • kumu | ১৮ আগস্ট ২০১১ ১১:০০ | 122.160.159.184
  • Delhi University
  • kumu | ১৮ আগস্ট ২০১১ ১০:৫৮ | 122.160.159.184
  • লামাকো শুভ জন্মদিন বোলকে যাতা হ্যায়,পায়েস অওর রংতুলি সাথ মে হ্যায়।

    তিলস্যার, দিল্লী ও jnu-র website দেখতে বলুন মেয়েকে।
  • lcm | ১৮ আগস্ট ২০১১ ১০:৫১ | 69.236.169.127
  • MBA marketing

    বা, কিছুই করার দরকার নেই, যা আছে তাতেই ভাল চাকরি পেয়ে যাবে।
  • arindam | ১৮ আগস্ট ২০১১ ১০:৪৯ | 14.139.193.50
  • সাংবাদিকতার জন্য চেষ্টা করতে পারে, CUতে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে ভর্তি হয়...
  • til | ১৮ আগস্ট ২০১১ ১০:২৯ | 165.12.252.211
  • একটু সাজেশন চাই।
    পাতি বি এ পাশ, অষ্ট্রেলিয়াতে, গালভরা নাম B.A (Communication) (Public Relation) উইথ মেজর ইন মার্কেটিং। সরকারী চাকরী থেকে এক দু বছরের ছুটি নিয়ে দেশে যেতে চায়। উদ্দেশ্য টু গো ব্যাক টু ইন্ডিয়া - এটা ত্রায়াল।
    সেখানে পড়াশুনা করবে, ইন ক্যাম্পাস হোস্টেল হওয়া চাই (রাস্তাঘাটে যাতায়াত করতে পারবে না, অভ্যেসই নেই); ওদিকে অঙ্ক বা স্ট্যাটসে কোন ফান্ডা নেই, তবে essay প্রজেক্ট, অ্যাসাইনমেন্ট ইত্যাদিতে বেশ ভালই সড়গড়, ইংরেজীর জ্ঞান ভালই, পাবলিক অ্যাফেয়ার্সে চাকরী করে, অতএব অভিজ্ঞতা আছে।
    জনগণ কিছু কোর্স, কলেজের সাজেশন দিন। ঐ সব CAT ফ্যাট দিলে পার্বে না, কম্পিটিটিভ পরীক্ষা দেবার অভ্যেসই নেই!
    বাঙ্‌লা বলতে বুঝতে পারে, হিন্দী নিল; অবশ্যই ইংরেজী বলতে লিখতে পড়তে পারে।
    constraints তো অনেক।
    ছেলে মেয়ে মানুষ করার টইতে পোস্ট করতে পারেন। এখানে লিখলাম অনেকের চোখে পড়বে, তাই।
    ওহ, ছাত্রটি আমার কন্যা।
  • siki | ১৮ আগস্ট ২০১১ ১০:১৫ | 123.242.248.130
  • বাহা বাহা ফরিদা।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ১০:১৪ | 122.167.108.6
  • বাঃ কবিতাটা খাসা হয়েছে ফরিদা!
  • pharida | ১৮ আগস্ট ২০১১ ১০:০৫ | 61.16.232.26
  • সব রঙীন
    লিখছে সে
    এ দিন রাত

    খুঁজছে তার
    ছোট্টোবেলা
    ধরছে হাত

    যার লেখায়
    জ্যান্ত হয়
    সব কমিকস

    যার কলম
    মনখারাপ
    করছে fix

    জন্মদিন
    পাক সে জন
    যা প্রাণ চায়-

    সেই লেখা
    লিখতে থাক
    সেই লামায়।
  • siki | ১৮ আগস্ট ২০১১ ০৮:৫৬ | 123.242.248.130
  • আমার কুম্ভমেলায় হারিয়ে যাওয়া ভাই,

    সন্ধ্যের দিকে আরেকবার ধইন্যবাদ জানিয়ে যেও। কারণ এখন আমি তোমায় হ্যাবাড্ডি জানাব। ঃ)

    ভালো থেকো, ভালো এঁকো, ভালো লিখো।
  • Tim | ১৮ আগস্ট ২০১১ ০৮:৩৯ | 173.163.204.9
  • হুতোদাকে কি ঘুরিয়ে আম্রিকান বলা হলো? একটা খসড়া প্রতিবাদ লেখা হোক। লেখার ফি ২০০ ডলার, পড়ে দেওয়ার ফি ১০০ ডলার, ডাক খরচ ৫০। জলদি করুন!! আধঘন্টার মধ্যে অর্ডার করলে ১০ সেন্ট ডিসকাউন্ট!!
  • Nina | ১৮ আগস্ট ২০১১ ০৮:০৫ | 68.45.76.170
  • আরে লামাবাবু
    সুখি জন্মদিনঃ-)

    তা জম্মদিনে তোমার প্রিয় 'ল্যাদ' না খেয়ে কিসব ট্রেনিং খাচ্ছ খামোখা??

    বার বার দিন য়ে আয়ে
    বার বার দিল য়ে গায়ে
    তু লিখে হাজারো বাত
    হ্যায় মেরি য়ে আর্জু
    হ্যাবাড্ডে টু ইউ
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৭:৫০ | 122.167.108.6
  • ঃ-D
  • aka | ১৮ আগস্ট ২০১১ ০৭:৪৯ | 75.76.118.96
  • বোঝো লামা ট্রেনিং নিয়ে ব্যস্ত কবে শুনব লামা ল্যাদ খেতেও ব্যস্ত, হে লামা বড় হোন,ট্রেনিংয়ে ঘুমোনো প্র্যাকটিস করুন।
  • aka | ১৮ আগস্ট ২০১১ ০৭:৪৮ | 75.76.118.96
  • ব্যাং খামোকা ফ্যা ফ্যা করিস নাতো, দেখছিস না পঃবঃয়ের ভাগ্য নির্ভর করছে হুইস্কির মানের ওপর। দুঃখের বিষয় হল আজ শুক্কুরবার নয়। ঃ(
  • Lama | ১৮ আগস্ট ২০১১ ০৭:৪৫ | 117.194.229.189
  • সবাইকে ধইন্যবাদ

    বোলে তো...তিন দিনকা ট্রেনিং চলতা হ্যায়। ইস লিয়ে থোড়া ব্যাস্ত হ্যায়।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৭:৪২ | 122.167.108.6
  • হ্যাঁ রে হুতো! তোদের দেশে লেটুসপাতার দর কত করে?
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৭:৩৮ | 122.167.108.6
  • আম্মো এই প্রথমবার পিসেমশাইকে অ্যাত্তো ভয় খাচ্ছি। তেড়িয়া হয়ে ক্যামোন ব্যাঁকা ব্যাঁকা মানে ধরছে সব কথার! হুইস্কি নাহোক খানিক বরফজল খেলেও এমনাবস্থায় উপকার দ্যায়।
  • r2h | ১৮ আগস্ট ২০১১ ০৭:২৫ | 68.46.95.10
  • টইতে লিখলাম না, এমনিতেই উত্তপ্ত আবহাওয়া, কেহ অপমান না করিয়া বসে।

    হুইস্কি খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এই নিয়ে হাসি ঠাট্টা মোটে বর্দাস্ত করা হবে না। খসড়া বিষয়ে আমি কিছু না জনলেও হুইস্কি বিষয়ে আমার অনেক চর্চা আছে। হুইস্কি প্রসঙ্গে আমার একটি কাব্যও আছে, কিন্তু সেটি অনেকবার উদ্ধৃত করার পরেও কেউ কোনদিন দুটি প্রশংসাবাক্য উচ্চারন করেননি, তাই উলুবনে আর মুক্তো ছড়ালাম না।
    পীড় সহায়।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৫:৫৬ | 128.231.22.133
  • নাঃ। আমাদের বাড়িতে প্রায় কিছুই করতে দিত না। মনে পড়ছে । স্কুলে কয়েক মাস ধরে ক্লাসে বসে বসে ওয়াল হ্যাংগিং বানালাম। একদম শেষে বাড়ি নিয়ে যেতে দিল। ইতি উতি লেস বসিয়ে কি কিছুমিছু কারুকার্য করে ফাইনাল টাচ দেওয়া। সেও সেই এক বার ই দিয়েছিল। নইলে এ ব্যাপারে বড় সড় নো -নো। একজন কারচুপি করে একবার বাড়ি বিয়ে গিয়ে ধরা পড়ে সে কী শাস্তি !
    বাড়ির লোকজন করে দিতে পারে, এই ভয়েই নিতে দিত না। নইলে কি আর কর্মশিক্ষায় আমার অমনি ফেল করি করি দশা হত ? ঃ(
    অবশ্য নিতে দিলে আরো চাপ হত। মা'র সামনে বসে করতে হত আর ভুলের জন্য আরো অনেক বেশি বেশি বকুনি খেতে হত।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৫:৩২ | 122.167.108.6
  • আর ওকেই বা করতে বলি কোন মুখে। আমার নিজের কাজগুলো তো অন্যরা করে দিত। টুপি বানিয়ে দিল সামনের বাড়ির মাসিমণি। মোজা বানিয়ে দিল আমার নিজের ছোটোমাসি, মা বানিয়ে দিয়েছিল গুজরাটি স্টিচের টেবিলক্লথ, দিদা বানিয়ে দিয়েছিল ফুলহাতা সোয়েটার।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৫:২৮ | 122.167.108.6
  • আর বাড়িতে শেখাতে তো বলে না। ক্লাসে তো বলেই দেয় কীভাবে কোনটা কী করতে হবে। শিখিয়েই তো দ্যায়। এগুলো তো হোমওয়ার্ক। ঃ-)
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৫:২৭ | 128.231.22.133
  • এই এত্ত এত্ত চাপের পরেও ঐ সজীব বস্তু ঐ ইস্কুল ছাড়তে চান না ? ঃ((

    এক কাজ করলে পারো। একবার ওকে রাত জেগে এই সব করতে দাও। নিজেই তারপর স্কুলের উপর খচে গিয়ে স্কুল বদলে রাজি হয়ে যাবে।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৫:২১ | 122.167.108.6
  • কাগের ঠ্যাঙ, বগের ঠ্যাঙের কথা নয়। অন্যান্য হোমওয়ার্ক এত বেশি থাকে, যে তার উপরে এই করতে হলে ওকেও রাত্তির জাগিয়ে রাখতে হয়। আগে থেকে যদি জানা থাকত, অমুক দিনে খাতা জমা দিতে হবে, তবে অতটা চাপ পড়তো না।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৫:১৯ | 128.231.22.133
  • স্কুলে কোন হাতের কাজ না শিখিয়ে বাড়িতে শেখাতে বলে ? :o
    আর বাড়িতে এই একদিনে বাচ্চাদের দিয়ে পুরো ফার্স্ট টার্মিনালের জন্য খাতা বানাতে বলে ? :o

    কিন্তু ও যা পারে, তাই করতে দাও না ক্যানো ? ক্লাস থ্রি র বাচ্চারা কেমন করতে পারে সে নিয়ে নিশ্চয় স্কুলের টিচারদের আইডিয়া আছে। কাগের ঠ্যাং বগের ঠ্যাং ময়ূর হলে কি ফেল করিয়ে দেবে নাকি ?
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৫:০৭ | 122.167.108.6
  • বাড়িতেও বাচ্চাদের দিয়েই করাতে বলে। আমি আর করাই না।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৫:০২ | 122.167.108.6
  • হুঁ ঃ-(
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৫:০২ | 128.231.22.133
  • আর প্র্যাকটিকাল বাড়িতে ?
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৫:০১ | 122.167.108.6
  • আরে না না, ক্লাসে থিওরি লেখায় -
    মানে ওরিগামির উদ্ভাবন কোন দেশে, কেন, কীভাবে, মোজেইক কাজ কোন দেশে শুরু হয়, কোন কোন বিখ্যাত স্থাপত্যে মোজেইক কাজের উদাহরণ আছে ইত্যাদি লেখায়।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:৫৭ | 128.231.22.133
  • হাতের কাজের ক্লাসে লেখায় ? ঃ(
    মানে হাতের লেখাটাই হাতের কাজ ? ঃ)

    এতো দেখি শিবঠাকুরের আপন ইস্কুল।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:৫৫ | 122.167.108.6
  • ক্লাসে পাতার পর পাতা শুধু লেখায়। বোঝে কি বোঝে না, তাও দেখে না।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:৫৪ | 128.231.22.133
  • পুরো ফার্স্ট টার্মিনালের হাতের কাজের নম্বর যার উপর, তা করার জন্য একটা মাত্র দিন সময় !!! তাও আবার বাড়িতে !!!

    ক্লাস থ্রি র হাতের কাজের লিস্টি নাহয় ছেড়েই দিলাম।

    স্কুলে ক্লাসে কী করায় ??
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:৫২ | 122.167.108.6
  • জুলাই ২২ থেকে জুলাই ২৯ অব্দি হল ফার্স্ট টার্ম ইউনিট টেস্ট। সব সাবজেক্ট ৫০নম্বরের করে পরীক্ষা। এবার ২২সে অগস্ট থেকে ৯ই সেপ্টেম্বর অব্দি চলবে গ্রেডেড এক্স্যাম। আর ১২ই সেপ্টেম্বর থেকে শুরু হবে হাফ ইয়ার্লি, সব সাবজেক্ট ১০০নম্বরের করে পরীক্ষা।
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:৪৭ | 122.167.108.6
  • ফার্স্ট টার্মিনালে হাতের কাজে ফেল করাবে। ঐ স্ক্র্যাপবুকের উপরেই নম্বর এই টার্মে।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:৪২ | 128.231.22.133
  • জমা না দিলে কী হবে ?
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:৪২ | 128.231.22.133
  • স্কুলটা কী পাগলাগারদ ?
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:৩৭ | 122.167.108.6
  • কাল = বৃহস্পতিবার
    আজ = বুধবার
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:৩০ | 122.167.108.6
  • *পাউডার
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:৩০ | 122.167.108.6
  • আর কীসের! হাতের কাজের! কোলাজের হাতি, মুসুর,মুগ, অড়হর, সবুজ আর কালো কলাই দিয়ে আলপনা, গ্লিটার পাঔডার দিয়া ইয়াব্বড় পেখম তোলা ময়ুর, কালো কলাই দাল দিয়ে এক্‌পাল কালো ডেঁয়ো পিঁপড়ে, ফলের খোসা দিয়ে জাঙ্গল বয়, আরো অনেক কিছু বানিয়ে স্ক্র্যাপবুকে লাগিয়ে কালই জমা দিতে হবে। সেটা জানা গেছে আজ।
  • achintyarup | ১৮ আগস্ট ২০১১ ০৪:২৮ | 59.93.246.56
  • ব্যাঙের কি নাইট ডিউটি?
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:২৩ | 128.231.22.133
  • নাইট আউট মেরে কী স্ক্র্যাপবুক বানাও ?
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:২০ | 122.167.108.6
  • এখনো অব্দি তিনটে কিনেছি বাজার, মেলা আর পত্রিকা। একটাও ভালো করে পড়ে দেখার সময় পাই নি।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:১৯ | 128.231.22.133
  • কীসের ?

    কোন পূজাবার্ষিকী ভাল হয়েছে ? চটপট জানাও। সামনের হপ্তায় সেটা আমার হাতেও চলে আসবে ঃ)
  • byaang | ১৮ আগস্ট ২০১১ ০৪:১৭ | 122.167.108.6
  • নাঃ, স্ক্র্যাপবুক বানাচ্ছি।
  • pi | ১৮ আগস্ট ২০১১ ০৪:১৫ | 128.231.22.133
  • *করছ ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত