এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১১:৫৪ | 198.95.226.40
  • আর ভাটাবো না। খেয়েদেয়ে বাড়ির কাছে সে¾ট্রাল মলে চলিনু।
  • Du | ১২ আগস্ট ২০১১ ১১:৫৪ | 14.96.0.133
  • আরে না না, দিন মানে নানা রঙের দিনগুলি ঃ)

    কাঠের রংবেরঙের চুড়ি আর পরা হইলো না এজন্মে ঃ(
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১১:৫২ | 198.95.226.40
  • সে তো জানি, সুযোগ পেলেই কে কলকাতায় ফুড়ুৎ হয়!
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৫২ | 122.178.249.57
  • দু, বেলা বারোটায় দিন শেষ কেন?
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৫১ | 122.178.249.57
  • আমি, আমি , আমি
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১১:৪৯ | 198.95.226.40
  • দিনশেষ কেনে?
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১১:৪৯ | 198.95.226.40
  • পুজোয় কে কে কলকাতায়?
  • Du | ১২ আগস্ট ২০১১ ১১:৪৭ | 14.96.0.133
  • সবই হলো কিন্তু যখন আমার দিন শেষ
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:৪১ | 122.178.249.57
  • ডিডিদা ঃ-))
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১১:৪১ | 198.95.226.40
  • কুমুদি কি আমারও দিদি হবেক? আমি প্রচুর প্রাচীনা।
    পাই, কাঠের চুড়ি লুরুতে চলবে তবে কনকাভরম ক্রাউডকে ক্রেতা হিসেবে পাবে না। টিন এজার কি মলবিহারিণী আধুনিকাদের জন্য ঠিক আছে।
    তবে কলকাতায় কাঠের গয়না এখন হুহা চলছে। যারাই আসে ব্যাগ খুলে রঙবেরঙ ম্যাচিয়ে সাজগোজ করে। ফ্যাবইন্ডিয়াতে দারুন সব চৌকো সিঁড়ি ডিজাইনের কাঠের বালা দেখি, প্রথমটা বড়, তারপর একটু ছোটো, তারপর আরেকটু এই রকম। বেশ লাগে।
  • Kaju | ১২ আগস্ট ২০১১ ১১:৪১ | 59.93.165.206
  • কুড়ি অ্যাদ্দিন কুঁড়ি, কুরি হচ্চিল। এবার কুঁরি।
  • dd | ১২ আগস্ট ২০১১ ১১:৩৭ | 124.247.203.12
  • বিজ্ঞাপন ;

    "ক্যানো বাজাও কাঁকন, ঠকো ঠকো,অ্যাতো ছল ভরে'.... আর ঐ ন্যাকা ন্যাকা কনো কনো ঠনো ঠনো আওয়াজ নেই। আপনের পরনে জীন্স বা চুরিদার কিন্তু হাতে শোভিছে কাঠের চুরি। হাত নাড়ালেই ঠকা ঠক। লাইফ ইজ ঝকাঝক।

    বসন্তের বাতাসে হাতে হাতে কেঠো চুরির ঘর্ষনে ফুটে উঠুক স্ফুলিংগ। ভাঙ্‌বার ভয় নেই,কেটে যাবার আতংক নেই। শুধু কাঠ ঠোকরা পাখীর থেকে এট্টু সাবধানে থাকতে হবে,এই যা।

    উই পোকা প্রুফ আমাদের কেঠো চুরি পরুন ও পরান। জীবনে ফুটে উঠুক হাজার কুঁরি।
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১১:৩৭ | 204.138.240.254
  • আরে, বড় না হলে আর বর দেবে কী করে? ঃ))

    সান্দার ট্রিপের দিকে খুব নজর দিলুম। সাবধানে ড্রাইভ করিস ভাইটি।
  • Kaju | ১২ আগস্ট ২০১১ ১১:৩৫ | 59.93.165.206
  • যা, https দিলে তাহলে লিং আসে না? পোচ্চুর bug
  • pi | ১২ আগস্ট ২০১১ ১১:৩০ | 72.83.100.43
  • জানিনা, ঐগুলো কেন অন্যরকম লাগলো। আসলে আমার দেখা বেশিরভাগ কাটের চুড়ি ই একরঙ্গা। তাতে আর আঁকিবুঁকি কিছু নেই।
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১১:২৬ | 122.160.159.184
  • পাই,না ঐভাবে হচ্ছেনা।
    হলুদ সবুজ চুড়িগুলো তো খুব নতুন কিছু নয়,আগেও অনেকের হাতে দেখেছি।
  • pi | ১২ আগস্ট ২০১১ ১১:১৮ | 72.83.100.43
  • কুমুদি, ওটারে কপি করে নতুন ট্যাব খুলে পেস্টাও।

    আর ঐ বিজিনেসের পেলান তো পামিতাদির। কিন্তু আমারো মনে ধরেছে। ইঃমৃ র হলদে সবুজ চিত্রবিচিত্র চুড়িগুলো দেখে।
  • kumudini | ১২ আগস্ট ২০১১ ১১:১৮ | 122.160.159.184
  • ব্যাঙ,পারমিতার সাথে বেরিয়ে পড়তে ক্কিই ইচ্চে করচে।

    যাগ্গে,দুজনে কুমুদির নামে আইসক্রীম খেও,payable when able
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১১:১৬ | 122.160.159.184
  • কাল ছুটি নাই।

    বাড়ীর কাছে একটা মল খুলেছে,সেথায় চমৎকার মাছ,মাংস পাওয়া যায়-ভাল খবর বলতে এইটুকু।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১১:১১ | 122.178.249.57
  • হুঁ ঋতুর অনেক কিছু থেকেই সরে আসার একটা বলা যাবে না টাইপ কারণ আমি অনেকদিন থেকেই শুনছি। কিন্তু অঞ্জনের ব্যাপারটা বুঝলাম না।
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১১:১০ | 122.160.159.184
  • লামার ছবির লিংটা ঠিক্করে দিন্না কেউ,পিলিজ।

    পাই কি কাঠের চুড়ির বিজিনেস কর্বে?আমিও জয়েনাই?
  • pi | ১২ আগস্ট ২০১১ ১১:০৯ | 72.83.100.43
  • আর ব্যাংদিকে বলা হয়নি। সৃজিতের বাইশে শ্রাবণ সিনেমা নিয়ে নাটকটার কথা। ওটার চিত্রনাট্য নাকি একজন সাংবাদিক, নামটা ভুলে যাচ্ছি, ম দিয়ে নাম, নিজের লেখা বলে ক্লেইম করেন। তাই নিয়ে বিস্তর জল ঘোলা হয়। সেজন্য ঋতুপর্ণ আর অঞ্জন ( নাকি অন্য কেউ? ভুলে গেছি )সিনেমা থেকে সরে আসেন।
    তবে এই আবার শুনলাম, অনেক লোকজনকে মোড়ল মেনে দুটো স্ক্রিপ্টই পড়ে শোনানো হয়। বিচারে সৃজিত নির্দোষ সাব্যস্ত হল ইত্যাদি।
    ঋতুপর্ণরা সরে গিয়েছেন নাকি অন্য, কিন্তু বলা যাবে না টাইপের কোন কারণে।

    এই প্লট নিয়েই একটা সিনিমা হলে পারে তো।
  • pi | ১২ আগস্ট ২০১১ ১১:০২ | 72.83.100.43
  • পামিতাদি, লুরুতে কাঠের চুড়ির বিজিনেস সম্ভাবনা কেমন ?
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১০:৫৯ | 122.172.42.15
  • হ্যাঁ, নিয়ে নেবো, থ্যাংকু।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:৫৭ | 122.178.249.57
  • ওঃ ভালো কথা মনে পড়ে গেছে, বইখাতাগুলো সেই কবে থেকে গাড়িতে রেখে দিয়েছি, ভুলেই যাই। মনে করে নিয়ে নিও।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:৫৬ | 122.178.249.57
  • ঠিক হ্যায়
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১০:৫৫ | 122.172.42.15
  • ঠিকাছে তোমায় ফোন করবো।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:৫২ | 122.178.249.57
  • বাসভানাগুডি। আমি চাইলে সাড়ে তিনটে-চারটে নাগাদ পৌঁছে যেতেই পারি।
  • siki | ১২ আগস্ট ২০১১ ১০:৫০ | 123.242.248.130
  • আমার আবার আজ দুপুরে জম্পেশ আপিসপার্টি। কাছের একটা হোটেলে বেরিয়ে যাব বেলা বারোটায়। এসেই দুটো ইন্টারভিউ নিয়ে সোজা ঘর। রোববার আমার পরাধীনতা দিবস, পাকিস্তানের স্বাধীনতা দিবসের সঙ্গে ম্যাচ করে। সেদিন গেঁড়ির এক বান্ধবী আমাদের নেমপত্ত করেছে গৃহপ্রবেশ উপলক্ষ্যে। অবশ্য, ভেজ খাওয়াবে, তবুও ভদ্রতা রক্ষার খাতিরে যেতেই হবে দুপুরে, রাতে পুষিয়ে নেব।
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১০:৪৯ | 122.172.42.15
  • তুমি কোথায় এখন?
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১০:৪৯ | 122.172.42.15
  • ভাবছি কখন যাই - দুপুরে বেরোলে ফেরার তাড়া কারণ বাচ্চাদের আনতে যেতে হবে তিনটের মধ্যে। মানে ক স্ট্রী থেকে দেড়টার মধ্যে বেরোতে হবে। তাচ্চেয়ে চারটেয় বেরোলে বিকেল সন্ধেটা বেশ ওপেন এন্ডেড। তুমি কখন যাবে ভাবছো?
  • sayan | ১২ আগস্ট ২০১১ ১০:৪৭ | 160.83.97.83
  • আজ রাতে ম্যাঙ্গালোর চললাম। উদ্দাম বর্ষার ম্যাঙ্গালোর। টোটাল সাড়ে ন'শো কিমি ড্রাইভ। ফেরার পথে উডুপি।

    জলদি আপিস কাটতে হবে আজ।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:৪৪ | 122.178.249.57
  • কখন যাবে? আমিও সুড়ুৎ করে দুপুরের দিকে কেটে পড়বো ভাবছিলাম।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:৪২ | 122.178.249.57
  • ঃ-)) পামিতার ১০ঃ৩৯য়ের চার নম্বর সেন্টেন্সটাকে সুপারডুপার লাইকিয়ে গেলাম।
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১০:৩৯ | 122.172.42.15
  • গত এক মাসে এই নিয়ে চারবার যাওয়া হবে। ভিজিটারদের কাছে খুব হিট। আজ আমি একা যাবো। শপিং-এ গিয়ে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলা নাম-বলা-বারণ কেউ থাকবে না। হুহুহাহা।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:৩৩ | 122.178.249.57
  • আজকে কমার্শিয়াল স্ট্রিটে যাচ্ছ? খুব নজর দিলুম। এখন থেকেই পুজোর বাজার শুরু?
    আমাকে আবার আজ সন্ধ্যেয় উইনি দ্য পু দেখতে যেতে হবে। ভাবতেই ...
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১০:৩১ | 122.172.42.15
  • ভাবছি একটু কমাশ্‌শ্যাল স্ট্রিটে ঘুরে আসি।
  • Paramita | ১২ আগস্ট ২০১১ ১০:২৯ | 122.172.42.15
  • আমার কোং-এর GPTW র‌্যাংক-এ দশের মধ্যে স্থানাধিকার করার ছুটি।
    কোথাও যাচ্ছি না। কাল কি করছো তোমরা?
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:২৭ | 122.178.249.57
  • *নেমন্তন্ন উফ্‌ফ
  • nyara | ১২ আগস্ট ২০১১ ১০:২৬ | 203.110.238.17
  • ন্যাড়াদার আবার কী! ন্যাড়দা তো আপিসে।

    মাসের শেষে অবশ্য একটা টেক-ওয়ান-গেট-ফাইভ ছুটি ছিল। কিন্তু যাওয়া হবে না কোথাও।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:২২ | 122.178.249.57
  • *আগেরবারও করেছিলেন।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:২১ | 122.178.249.57
  • আমাকে আবার সামনের ফ্ল্যাটের মাসীমা আজ বরলক্ষ্মীপুজোর পাঁচ এয়োর এক এয়ো ট্যাগ করে নেমন্‌ত্‌তন্ন করে গেছেন। আগেরবারেরো করেছিলেন। আর অনেক কিছু টুকিটাকি গিফ্‌ট করেছিলেন এয়োর ডালায়।
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১০:১৮ | 68.29.240.128
  • বড়া-ই তো বর। আহা, ভাল নরকেলের বড়া কদ্দিন খাই না।
  • sayan | ১২ আগস্ট ২০১১ ১০:১৬ | 160.83.97.83
  • ওরে বড়া নয়, বরামহালক্ষ্মী (বরা > বর, আশীর্ব্বাদ অর্থে)।

    অরেঞ্জ জ্যুস, সিরিয়াল, স্ক্র্যাম্বলড এগ আর টোস্ট। তাও খিদে খিদে পাচ্ছে।
  • byaang | ১২ আগস্ট ২০১১ ১০:১৫ | 122.178.249.57
  • অপ্পন, ওটা বরলক্ষ্মী পুজো। মানে যে লক্ষ্মী বর (ভুতের রাজার বর) দেন।
  • Du | ১২ আগস্ট ২০১১ ১০:১২ | 14.96.0.133
  • পেঙ্গুইনের ভুতের গল্পের কালেকশনে একটা গল্প পড়লাম লেখক O V Vijayan চরিত্রের নাম নগন্দি অপ্পন ঃ)
  • Sibu | ১২ আগস্ট ২০১১ ১০:০১ | 68.29.240.128
  • একটা নতুন কথা শিখলাম - শ্রাদ্ধজন্মশতবর্ষ।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত