এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • nyara | ০৮ আগস্ট ২০১১ ২১:০১ | 122.172.37.246
  • উফ, কলকাতায় এখন দুশো মজা।

    তবে এ মাসের শেষে আমরও টেক-ওয়ান-গেট-ফাইভ ছুটি আছে। বাড়িতে বসে বিষ্টি দেখব, চা আর পকোড়া খাব, গুরুতে পায়ে পা লাগিয়ে ঝগড়া করব, মেয়েদের সঙ্গে ছবি আঁকব আর পাজল করব, রাতে খিচুড়ি খেয়ে শার্লক হোমস আর বডিলাইন দেখব, তারপরে শিরশিরে সোঁদা ঠান্ডায় গায়ে হাল্কা একটা চাপা দিয়ে ঘুমোব।

    তখন তোমরা খাবে নিমের পাঁচন ...
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২১:০০ | 72.83.100.43
  • কেসিদার কোন ডিপ ছিল ?
  • m | ০৮ আগস্ট ২০১১ ২১:০০ | 117.194.37.143
  • ওদিকে দোহারের কালিকাপ্রসাদ দিদি শুনতে চেয়েছেন বলে বাঁধ ভেঙ্গে দাও ধরেছেন- দিদি একপাশে নির্মলা মিশ্র,তারপাশে জয় গোস্বামীর স্ত্রী ও অন্যদিকে যোচো আর বিশ্বজিতের সাথে কথা বলতে বলতে খুব প্রিয় গান 'শুনছেন'ঃ)
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২০:৫৪ | 178.61.96.29
  • *আমিও।
  • m | ০৮ আগস্ট ২০১১ ২০:৫৩ | 117.194.37.143
  • আজ সকালে ভাসতে ভাসতে যাচ্ছি- বদমাশ স্কুল, পঃবঃ সরকারের ছুটির তোয়াক্কা করে না-জল পেরোচ্ছি, এফেমে ঠাকুর সঙ্গীত- দূরে দুটি চোঙ্গা থেকে ভেসে আসছে যখন পড়বে না মোর বাই হেমন্ত।রাস্তা বেশ ফাঁকা- বাইপাসে এত কম গাড়ি দেখলে কেমন ভয় ভয় লাগে। রুবির মোড়ে চোঙ্গা ফিট হয়ে গেছে, কিন্তু গান শুরু হয় নি- ফেরার সময় ই দেখি আমার মুখে ছাই দিয়ে বিরহ মধুর হলো চলছে। স্কুলের গলিতে তিন তিনটে হাসপাতাল- রোগীদের এই ঝুলমাখা মেঘলা দিনে কানের পাশে গানের গুঁতো মধুর লাগার ই কথাঃ)

    সারথি ডাল রুটি খাওয়া বিহারী, এফেমে এমাথা থেকে ও মাথা ঘুরে ক্লান্ত, দিদি সব চ্যানিল মে বাংলা কিউ- বোলিয়ে তো-বল্লাম। কি বুঝলেন জানি না,তবে সাউন্ড অসম্ভব কমে গেলো- প্রায় শোনা যায় না আর কিঃ)

    ফেরার পথে আবার এক প্রস্থ গানের গুঁতো- সঙ্গে ছেলের নবলব্ধ জ্ঞান- আজকে রবীন্দ্রনাথের ডেথ হয়েছিলো, কিন্তু শান্তিনিকেতনে নাকি সবাই ওর গান দিয়ে,পোয়েম দিয়ে,ড্রামা দিয়ে সেলিব্রেট করে-ওরা স্যাড হয় না।ওরাও তাই খাতায় এই সব লিখে সেলিব্রেট করেছে।

    বাড়িতেও দূর থেকে গানের কলি ভেসে আসছে শুনতে পাচ্ছিলাম- সন্ধ্যেবেলা রবীন্দ্রগীতিতে ক্ষান্ত দিয়ে একবার বিদায় দে মা , রানার চলেছে অবধি চলে কখন বন্ধ হয়ে গেছে খেয়াল করি নি।

    এইমাত্র টিভিতে দেখলাম,মমদি বৃষ্টিতে ভিজে ভিজে বাঁধ ভেঙ্গে দাও২ গাইছেন- সঙ্গী ব্রাত্য থেকে শুরু করে (রুমালে মাথা মুছতে মুছতে গান)অর্পিতা ঘোষ শাড়ি পরে গান, ভূমির সৌমিত্র, তাপস পাল,দেবশ্রী সবাই মিলে..
    কাল আবার সরকারি স্কুল ছুটি থাকবে।এদিকে ছেলের স্কুলের ডিরেক্টর ইমিতে অভিনয় করেন, কিন্তু রবিঠাকুরের শ্রাদ্ধে ছুটি দেন নাঃ((

    মোচ্ছব চলছে, চলবে।
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২০:৫৩ | 178.61.96.29
  • এখন ছাগলামো মনে হয়, আগে খুব ভয় লাগত। আমিকেও প্রেসীতে দশ দিন ক্লাস করেছিলাম, ঐসব কাজকম্ম আমাকেও কত্তে হয়েছিল।
  • aka | ০৮ আগস্ট ২০১১ ২০:৩৪ | 168.26.215.13
  • র‌্যাগিং ব্যপারটি নেহাতই বোকা বোকা ছাগলামো।
  • ppn | ০৮ আগস্ট ২০১১ ২০:২৯ | 204.138.240.254
  • হাল্কা আড্ডা দেওনের মুড নেই। কাছে পেলেই ঘ্যাঁক করে কামড়াতে ইচ্ছে করছে।
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২০:২৭ | 178.61.96.29
  • সব কটা টইতে কী প্যাথোলজিক্যালি প্যাথেটিক ভাবে তর্ক চলছে। একটু হাল্কা আড্ডা ক্ষেউ দেবেনা।
  • kc | ০৮ আগস্ট ২০১১ ২০:২৩ | 178.61.96.29
  • ""বেণী সহ মাথা দুলিয়ে দুলিয়ে.....'' অন্য রকম কিছু হওয়া কি সম্ভব ছিল? আপনার উত্তর 'হ্যাঁ' হলে মোবাইলে লিখুন guru H। 'না' হলে লিখুন guru N এবং পাঠিয়ে দিন ৪২০৪২০ নম্বরে।
  • ppn | ০৮ আগস্ট ২০১১ ২০:১৫ | 204.138.240.254
  • আমাদের সময়ে সেটা ছিল শেফালি খান খ্যাত "ওলে ওলে"।
  • pi | ০৮ আগস্ট ২০১১ ২০:১৩ | 72.83.100.43
  • আমাকে প্রেসির র‌্যাগিং এ রবীন্দ্রসঙ্গীতের সুরে উর্বশী উর্বশী গাইতে দেওয়া হয়েছিল।
    আমি প্রচণ্ড রাবীন্দ্রিকভাবে, দুইচোখ বুঁজে, দুই বেণী সহ মাথা দুলিয়ে দুলিয়ে Take it easy, Urvashee গেয়ে চলেছিলুম।
    কারণ ঐ একটা লাইনের কথাই মনে ছিল।
    হাতে একটা মাইক ও ধরিয়ে দিয়েছিল। চক। সেই চকটাকে অবশ্য তার কিছুক্ষণ আগেই গোলাপ ভেবে অ্যাকসেপ্ট করতে বলেছিল।
  • ppn | ০৮ আগস্ট ২০১১ ২০:১০ | 204.138.240.254
  • ইউ মিন, হাম্মা হাম্মা?
  • aka | ০৮ আগস্ট ২০১১ ১৯:৪২ | 168.26.215.13
  • আরে যেকোন রবীন্দ্র সংগীত শেখা মানুষকে (টু বি পলিটিকালি কারেক্ট) হাম্বা হাম্বা গাইতে দিলেই বোঝা যায় কি করে সমস্ত গানকে রাবীন্দ্রিক করে তুলতে হয়।
  • kiki | ০৮ আগস্ট ২০১১ ১৯:৩৭ | 59.93.194.133
  • রবীন্দ্রসঙ্গীতের বান ডাকাতে আমাচ্ছেলের নানারকম প্রশ্নের ঠ্যালায় আমি জেরবার হয়ে গেলাম। প্রথম প্রথম গাড়ী সোজা রাস্তায় চলছিলো, বসুন্ধরা মানে কি? মৃত্যু মানে তো মরে যাওয়া, সেটা নাচে কেন? এসব তবু চলছিলো, লাষ্ট প্রশ্ন যেটা দশ মিনিট আগে করা হয়েছিলো সেটা হলোঃ
    কি করে কোনো গান করে সেটাকে রবীন্দ্রসঙ্গীতে অ্যাড করা যায়?

    চিকেন চাওমিন আমার গলায় আটকে রয়েছে, আজ নামলে হয়।ঃ(

    সবচেয়ে বড় কথা আমায় মাঝসমুদ্রে ছেড়ে তিনি বাঘাবাইন গুপিগাইন দেখতে চলে গেলেন।
  • aka | ০৮ আগস্ট ২০১১ ১৯:২৪ | 168.26.215.13
  • ভবিষ্যতে আমি বিলিয়নিয়ার হব কিনা সেটা একটা পোল করলে হয় না?
  • pharida | ০৮ আগস্ট ২০১১ ১৭:২৫ | 61.16.232.26
  • আজ ভোরবেলা সেই পোলের রেজাল্ট বল্ল সপক্ষে ৯৬-৪। আমি এর আগের ঘটনা জানতাম না !!
  • m | ০৮ আগস্ট ২০১১ ১৭:২০ | 117.194.37.123
  • কাল সন্ধ্যে থেকে গভীর রাত অবধি বাদল সরকার কে নিয়ে '' মৃত্যু না হত্যা'' রহস্যের জাল, তার বুনন আর টানাপোড়েন লক্ষ্য করে গেলাম- পুরোটা সময় পারিনি- কারণ অন্যত্র নৌকাডুবি হচ্ছিলো- সেখানে রাইমা না রিয়া কে বেশি সুন্দরী, যীশুর জিবে আরো কিছুকাল সুপুরির দরকার আছে কিনা,ডাব না করে ঋ কেন নিজেই পোসেনজিতের মা র চরিত্রটা কল্লে না-সেই নিয়ে আমরা চুলচেরা বিচার কচ্ছিলাম।

    সে যাই হোক- অর্পিতা ঘোষ থেকে শুরু করে গৌহা হয়ে অরুণ মুখুজ্জে অবধি সবাই গম্ভীর ভাবে আলোচনা করে গেলেন- যিনি বাদল সরকারের দেখাশোনা করতেন সেই ভদ্রমহিলা জানিয়েছেন- বাবা একটা ডায়েরিতে কি সব লিখতেন, বলেছিলেন, এইটা থাকলে তোর টাকার অভাব হবে না- দিদি সেই ডায়েরি নিয়ে কুটিকুটি করে দমদমের দিকে ফেলে দিয়েছেন।এখানে অর্পিতা ঘোষ সেই ডায়েরি উদ্ধারের ওপর একটা সাংঘাতিক জোর দিয়ে সেটাকে নাট্য জগতের এক বিরল কাজ হবে বলে আপ্লুত হয়ে পল্লেন ।
    বাবাকে ছেলে,মেয়ে,বৌদি সবাই বলতো এইবার তুমি মরো, অনেকদিন তো হলো। বাবাকে যে ডাক্তার দেখতো তিনি বলেছিলেন বাইপাসের ধারে হাসপাতালে ভর্তি করা দরকার- ছেলে মেয়ে তাতে রাজি হয় নি। বৌদি বাবার গায়ে হাত পর্যন্ত তুলতে গিয়েছিলো- এই সব আলোচনার জেরে যা জানা গেলো বাদলবাবুর টাকাপয়সা জনিত অসুবিধে ছিলো না- চিকিৎসার জন্যে কারুর উপর নির্ভর করতে হতো না-গৌহার যদিও বিষম হাসি পাচ্ছিলো কেন ঠিক বুইতে পারিনিঃ(

    উপস্থাপক আবার মাঝে মাঝেই এসেমেস পোলে ওটি হত্যা না স্বাভাবিক এই নিয়ে দর্শকদের মতামত আহ্বান করছিলেন। স্নায়বিক পীড়নের সীমা ছাড়িয়ে যাওয়ায় অন্য জায়গা থেকে ঘুরে এসে দেখি, সবাই প্রকৃত সত্য জানতে চাইছেন- আমরাও। তবে পোলের রেজাল্ট জানা হলো না-এই যা দুঃখের।
  • sayan | ০৮ আগস্ট ২০১১ ১৭:১৯ | 160.83.97.83
  • শুভ জন্মদিন, সামরানদি'।
  • m | ০৮ আগস্ট ২০১১ ১৬:১৯ | 117.194.37.123
  • সামরানদি একটা বড়ো কেকসহ জন্মদিনের অনেক শুভেচ্ছা- সঙ্গে রবীন্দ্রসঙ্গীত ফাউঃ)
  • dukhe | ০৮ আগস্ট ২০১১ ১৬:১৮ | 122.160.114.85
  • ন্যাশনাল কি ? টি ও আইও এন আর এস লিখছে ।
  • quark | ০৮ আগস্ট ২০১১ ১৫:৫৮ | 14.139.199.1
  • এন আর এস কেন? ন্যাশনাল মেডিক্যালে দেহদান করা হয়েছিল তো!
  • dukhe | ০৮ আগস্ট ২০১১ ১৫:৪৮ | 122.160.114.85
  • বাদল সরকারের পরিচারিকা নাকি দাবি করেছেন ওনাকে বিষ (ঘুমের ওষুধ?) খাইয়ে মেরে ফেলা হয়েছে । দায়ী ওনার ছেলে, মেয়ে, ছেলের বৌ । শরীর নাকি এন আর এসে রাখা আছে । কালকের পোতিদিনে পড়লাম । তারানন্দেও কিছু দেখিয়েছে শুনলাম, সেটা অন্য কেউ আপডেট দিন ।
  • Netai | ০৮ আগস্ট ২০১১ ১৫:৪৩ | 121.241.98.225
  • হ্যাপি বার্থডে সামরানদি।
  • dd | ০৮ আগস্ট ২০১১ ১৫:৩৩ | 124.247.203.12
  • এই বাদল সরকারের কেসটা কি?
    এই খানেও দু একজন কেমন ঘাপলা করে লিখলো আর নেটেতো কোনো এজেন্সিই এ নিয়ে একটাও কথা কয় নি।

    হোয়াট ইজ দা ম্যাটার ?
  • ppn | ০৮ আগস্ট ২০১১ ১৪:৩৮ | 204.138.240.254
  • সামরানদিকে হ্যাপি বাড্ডে।
  • til | ০৮ আগস্ট ২০১১ ১৪:৩৭ | 165.12.252.211
  • সিকির বিছড়ে হুয়ে যমজ ভাইকে (albeit একটু বয়সে বড়) দেখলাম মনে হল- বালিকা বধু সিরিয়ালে, Colors TV র শো। ছোট্ট বউটির বাবা , সেই একই রকম মুখের আড়া, আমি তো থ!
    জনগণ কি কেউ ঐ সিরিয়াল দেখেছেন? (আমি মাঝে মধ্যে উলটে পালটে দেখি, সে কারণ পাবলিকলি বলা যাবে না!)
    --
  • siki | ০৮ আগস্ট ২০১১ ১৪:৩৩ | 123.242.248.130
  • তাচ্চেয়ে এই ছবিটা দ্যাখেন। নির্মল আনন্দ।

  • siki | ০৮ আগস্ট ২০১১ ১৪:৩২ | 123.242.248.130
  • ঃ)
  • kumu | ০৮ আগস্ট ২০১১ ১৪:৩২ | 122.160.159.184
  • ভাটে ছড়া লেখা নিয়ে কে যেন, কী যেন সব লিখলেন।

    তাই সিকি গুরু, কুড়ি ছাত্রী,এ নিয়ে কিছু বল্লাম না।ছবিই হোক,অ লামা,অ হুতো!!
  • dukhe | ০৮ আগস্ট ২০১১ ১৪:২৭ | 122.160.114.85
  • দু-চাট্টে গাঁট প্রশ্ন করে দেড়েলকে ক্লাসের বাইরে বের করে দিলেই তো হয় ।
  • siki | ০৮ আগস্ট ২০১১ ১৪:২৪ | 123.242.248.130
  • পাঁচদিনের ট্রেনিংয়ে ট্রেনার আমি।

    স্টুডেন্ট কুল্লে চারজন। তাদের মধ্যে একজন কুড়ি। আরেকজন দেড়েল।

    ঃ-)
  • nyara | ০৮ আগস্ট ২০১১ ১৪:০২ | 203.110.238.17
  • বোধহয় ক্যাসেটের আগে নাম হয়েছিল 'তখন পাতায় পাতায়'। পরে নাম বদলালেও ছবি বদলানোর হ্যাপা আর নেয়নি।
  • dukhe | ০৮ আগস্ট ২০১১ ১২:৫৬ | 122.160.114.85
  • 'নয়ন ছেড়ে গেলে চলে' নামের একখান ক্যাসেট ছিল । জর্জদার । ওপরে ছবি - একটা পাতার ওপর জলের ফোঁটা পড়ছে ।
  • Kaju | ০৮ আগস্ট ২০১১ ১২:৩৭ | 121.244.209.245
  • নয়ন ছেড়ে গেলে চলে, এলে সকল মাঝে
    তোমায় আমি হারাই যদি, তুমি হারাও না যে।

    ফুরায় যদি মিলনরাতি, তবু চির সাথের সাথি
    ফুরায় না তো, ফুরায় না তোমায় পাওয়া
    এসো স্বপনসাজে।

    তোমার সুধারসের ধারা গহন পথে এসে
    ব্যথারে মোর মধুর করি নয়নে যায় ভেসে
    শ্রবণে মোর নব নব শুনিয়েছিলে যে সুর তব
    বীণা থেকে বিদায় নিল তোমার বীণা থেকে
    চিত্তে আমার বাজে।
  • siki | ০৮ আগস্ট ২০১১ ১২:৩৫ | 123.242.248.130
  • এই সপ্তাহটা আমার বড় ভালো যাবে।
  • siki | ০৮ আগস্ট ২০১১ ১২:০৭ | 123.242.248.130
  • সামরানকে হ্যাবাড্ডি। ঃ)
  • kumudini | ০৮ আগস্ট ২০১১ ১১:৫০ | 122.160.159.184
  • বাইশে শ্রাবণ-

    আছে দুঃখ আছে মৃত্যু, বিরহদহন লাগে,
    তবুও শান্তি তবু আনন্দ, তবু অনন্ত জাগে-

    তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য্য চন্দ্র তারা,
    বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে,

    তরঙ্গ মিলায়ে যায় তরঙ্গ উঠে,
    কুসুম ঝরিয়া পড়ে কুসুম ফুটে,

    ---------------------

    আছে দুঃখ আছে মৃত্যু, বিরহদহন লাগে
  • dd | ০৮ আগস্ট ২০১১ ১১:৩৬ | 124.247.203.12
  • বাওয়াল=লাফরা। লাফরা মানে ক্যাঁচাল।
  • kumudini | ০৮ আগস্ট ২০১১ ১১:২৮ | 122.160.159.184
  • সামরান,জন্মদিনে অনেক ভালবাসা ও শুভেচ্ছা।প্রিয়জনদের নিয়ে খুব আনন্দে থাকো।
    বেলফুল,ও গোলাপ পাপড়ি ছড়ানো পায়েস।

    গুরুর সব বন্ধুদের জন্য আন্তরিক ভালবাসা,শুভকামনা।সকলের জীবন আনন্দময় হোক,স্বাস্থ্যে,শান্তিতে,উন্নতিতে উঙ্কÄল হোক।
    সবাইকে লাল গোলাপ,পায়েস আর মিষ্টি।
  • Jhiki | ০৮ আগস্ট ২০১১ ১১:২০ | 182.253.0.98
  • বাওয়াল =ঝামেলা
  • byaang | ০৮ আগস্ট ২০১১ ১১:১০ | 122.167.228.154
  • হ্যাপি বার্থডে সামরান। অনেক অনেক শুভেচ্ছা রইলো।
  • de | ০৮ আগস্ট ২০১১ ১১:০৮ | 203.197.30.4
  • শুভ জন্মদিন, সামরান! ইলিশ-মাছের পোলাও দিলাম থালা-ভরা!
  • lcm | ০৮ আগস্ট ২০১১ ১০:৫৭ | 69.236.187.211
  • কোশ্চেন--- বাওয়াল=ঝগড়া? না কি, বাওয়াল=বাতেলা?
  • dipu | ০৮ আগস্ট ২০১১ ১০:২০ | 42.109.184.142
  • ই মৃ নিয়ে কিছু একটা বাওয়াল হয়েছে বুঝতে পারছি, কিন্তু এই কানেকশন থেকে পিছিয়ে পড়ার সাহস পাচ্ছি না ঃ(
  • dipu | ০৮ আগস্ট ২০১১ ১০:১৮ | 42.109.184.142
  • হ্যাবাড্ডে সামরানদি ঃ)
  • pharida | ০৮ আগস্ট ২০১১ ০৯:৫০ | 61.16.232.26
  • হ্যাপ্পি বাড্ডে সামরান। খুব জবরদস্ত খ্যাঁটন হোক দিনভর !!
  • til | ০৮ আগস্ট ২০১১ ০৯:২০ | 165.12.252.211
  • * বাব্বা, এই কদিনেই সোনার দাম পার আউন্সে আড়াইশো বেড়ে গেল, মাইরি! আহা কবে যে মেয়ের বিয়েতে রূপোর গয়ণার চল হবে!
  • til | ০৮ আগস্ট ২০১১ ০৮:২২ | 165.12.252.211
  • সামরানের ঊনিশতম জন্মদিনে একটা কাঠের হাতা, একটা মুরগী জবাই করা ধারালো ছুরি, এক চামচ ভোদকা + এক গ্লাশ অরেঞ্জজুস এবং এক তিল opal সমেত একটি নাকছবি (সোনা বারে্‌থ্‌ড গার্লের, ওপালকুচি আমার*)।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত