এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৩ আগস্ট ২০১১ ১৬:৩৩ | 123.242.248.130
  • ঃ)
  • pi | ০৩ আগস্ট ২০১১ ১৬:১৯ | 72.83.100.43
  • এতো পুরো স্পয়লার দেওয়া হয়ে গেল !

    যাহোক, প্রিয়াংশু কে আমার দারুণ লাগলো।

    কঁকনাকেও অন্য ছবির তুলনায় অনেক সুন্দর লেগেহে্‌চ। অনেক রোগা হয়েহে্‌চ মনে হল।

    সিনেমাটোগ্রাফিটা বেশ ভালো লাগলো।
  • Kaju | ০৩ আগস্ট ২০১১ ১৬:১০ | 121.244.209.245
  • সিঠুকে আবার কে ডিসটাপ কল্ল অ্যাঁ? দে-দি কুড়ি-ভুঁড়ি মিল হয় কিনা বল্ল, তাই একটা উদা দিলাম মাত্তর।

    মাইমা কী লম্বা লম্বা এন্টার মাচ্চে, বাপরে !
  • m | ০৩ আগস্ট ২০১১ ১৬:১০ | 117.194.32.3
  • এই কদিন আগে বল্লে, ঐ নাকি কুঁড়ির বর!
  • m | ০৩ আগস্ট ২০১১ ১৬:০৩ | 117.194.32.3
  • ইতি মৃণালিনী দেখুন ও দেখান-

    ১)কানাডাতে কোলকাতার হাসপাতালের লোগো লাগানো গাউন পরানো হয়।

    ২)দেশকালসময়ের সীমানা ছাড়িয়ে ঘটনাবলীর সঙ্গে একটা ভয়াবহ ডিজাস্টারের স্মৃতি লেপটে থাকে- যুগান্ততে তেলচুপচুপে মরা পাখি ভেসে আসে- এখানে কণিষ্ক বিমানে নায়িকার মেয়ে মারা যায়।

    ৩)জাগ্রত বিবেকের খোঁচা খেতে খেতে আমরা জীবনের বানীগুলির দিকে চোখে চোখ রেখে তাকাতে থাকি। কৌশিক সেন ওরফে চিন্তন 'আমার জীবন ই আমার বানী' ট্যাগ লাগিয়ে চোখে আঙ্গুল দাদা হয়ে ছবিতে বিরাজমান।

    এছাড়া মার্কিন উচ্চারণ , বদমাশ ডিরেক্টারের অসভ্যতা, দু নৌকোয় পা দিয়ে চলা,অপোন্নার জামাই এর হাতির মত চেহারা,মা মেয়ের সৌন্দর্যের তুলনা,তদুপরি আলুভাজার নুনের পরিমাণ- এগুলি ফাউ, আপনার কপাল- পেতেও পারেন ,নাও পারেন।

    তবুও দেখুন, শুরুতে সাহেব ভট্টাচার্য ছাড়া সকলের অভিনয় দিব্য-ওহো প্রিয়াংশুকেও খুব একটা ভাল্লাগে নি আমার- তা বাদে সবাই ভালোঃ))
  • Netai | ০৩ আগস্ট ২০১১ ১৬:০৩ | 121.241.98.225
  • কুড়িকে নিয়ে কাজুর এক কুড়ি কবতে লেখা হয়ে গেলো!!
  • siki | ০৩ আগস্ট ২০১১ ১৬:০৩ | 123.242.248.130
  • কাজু চোপরাও। কুড়ির টিমের সাথে আরেকটা লাঞ্চ পার্টির ব্যবস্থা করতে হচ্ছে সামনের সপ্তাহে। আমাকে ডিসটাপ কোরো না।
  • siki | ০৩ আগস্ট ২০১১ ১৬:০১ | 123.242.248.130
  • ক্যানে, ইনকনসিস্টেন্সি কী দেখলে মামী? দেড়েল কুড়ির সম্পক্কে?
  • Kaju | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩৯ | 121.244.209.245
  • তোর লাগি মন করে আনচান
    মিনিটে মিনিটে কুড়ি
    মাঝে শুধু বাদ সেধে যায় এসে
    দেড়েলের ঢাক ভুঁড়ি
  • m | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩৮ | 117.194.32.3
  • একি!!!
  • m | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩৭ | 117.194.32.3
  • ওরে বাবা, অবাস্তব আজ আর কোনো সমিস্যে দেবেন না যেন-
    কালোজাম এখনো হজম হয় নিঃ((
  • de | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩৪ | 59.163.30.3
  • এ কাহানী কি ছাপা গুরুতে বেরোবে?
  • de | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩৩ | 59.163.30.3
  • পদ্দে কুড়ির সাথে ভুঁড়ির মিল কি ব্যকরণসম্মত?
  • m | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩২ | 117.194.32.3
  • না না শমীক,চিন্তা কিসের- শুদু একটা পরামর্শ,কুঁড়ি 'কাহিনী'তে মাঝে২ একটু চোখ বুলিয়ে নিও- নইলে খেই হারিয়ে যাচ্ছেঃ(
  • abastab | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩১ | 61.95.189.252
  • ওগুলো বুঝি মানুষের আবিষ্কার নয়?
  • de | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩১ | 59.163.30.3
  • ডিডিদা, কুড়িকে এক্কেরে কুরি বানিয়ে দিলেন!
  • Kaju | ০৩ আগস্ট ২০১১ ১৫:৩১ | 59.163.201.173
  • কতশত চাপ আছিল জীবনে
    তাহারি মাঝারে কুড়ি
    আসিয়া বসিলি মগজের ফাঁকে
    ভুলাইলি জারিজুরি
  • Kaju | ০৩ আগস্ট ২০১১ ১৫:২৭ | 59.163.201.173
  • যাঁদের (পুংগণ) সময় আছে, চেষ্টা চালিয়ে যান। পোচোন্ডো গরম, চুল কাটার খচ্চা বেঁচে যাবে।
  • siki | ০৩ আগস্ট ২০১১ ১৫:২৫ | 123.242.248.130
  • কতশত চাপ!!
  • kumu | ০৩ আগস্ট ২০১১ ১৫:১৭ | 122.160.159.184
  • তিলস্যার,এমনিতেই যথেষ্ট চাপের জীবন,তার ওপর এইসব ধাঁধাটাঁধা না দিলেই কী নয়?
  • nyara | ০৩ আগস্ট ২০১১ ১৪:৫৪ | 203.110.238.17
  • দুকুরদিকে একটাই কথা বলার ছিল যে এ ব্যাপারে আপনার সঙ্গে গভীর দ্বিমত পোষণ করা ছাড়া আর কিছু আমার বলার নাই।
  • pharida | ০৩ আগস্ট ২০১১ ১৪:৩১ | 61.16.232.26
  • অবাস্তব হয়নি !!!

    ("কেউ" বলতে পারলে পেরাইজ ছিল)
  • abastab | ০৩ আগস্ট ২০১১ ১৪:৩০ | 61.95.189.252
  • ঐ সব ছারপোকা মারা কল টল
  • dukhe | ০৩ আগস্ট ২০১১ ১৪:২৮ | 122.160.114.85
  • মানুষের আবিষ্কার ? ইতি মৃণালিনী, ইন্দো ডাগদার, সিনেমা, রিভিউ - সব ?
  • abastab | ০৩ আগস্ট ২০১১ ১৪:১৮ | 61.95.189.252
  • ওগুলো সব কটাই মানুষের আবিষ্কার।
  • kc | ০৩ আগস্ট ২০১১ ১৪:০৬ | 194.126.37.78
  • ইতি মৃণালিনী দেখুন। ডাক্তার ভাল সিনেমার রিভিউ লেখেনা। সুতরাং দেখেই ফেলুন।
  • dukhe | ০৩ আগস্ট ২০১১ ১৪:০১ | 122.160.114.85
  • সে তো দেখবই না । কিন্তু রিভিউ পড়তে কোন দোষ নাই । ডাগদার কোথায় ?
  • sinfaut | ০৩ আগস্ট ২০১১ ১৩:৫০ | 121.241.218.132
  • ইতি মৃণালিনী দেখবেন না।

    ডিঃ বিধিসম্মত সতর্কীকরণ।
  • Netai | ০৩ আগস্ট ২০১১ ১৩:৪৯ | 121.241.98.225
  • জয় হিন্দ শো।
    কেবলমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য।

  • Netai | ০৩ আগস্ট ২০১১ ১৩:৪৩ | 121.241.98.225
  • আপনারা বরম এক গভীর প্রেমের গল্প পড়ুন।
  • Netai | ০৩ আগস্ট ২০১১ ১৩:৪১ | 121.241.98.225
  • ওহ। কালোজাম নিয়ে এমনিতেই লোকজন ব্যার্থ প্রসববেদনায় যথেষ্ট কাতর হয়েছে। এর উপরে আবার ছারপোকা ধরার কল আর টারবাইন। আমি সিঙ্গল মল্ট খাওয়া ছেড়ে দিছি।
  • Kaju | ০৩ আগস্ট ২০১১ ১৩:০২ | 121.244.209.245
  • এটা ধাঁধার টইয়ে ফেলে দিন। লোকে খানিক মাথার চুল ছিঁড়ুক।
  • til | ০৩ আগস্ট ২০১১ ১২:৪১ | 165.12.252.211
  • ছারপোকা, ছারপোকা!
  • til | ০৩ আগস্ট ২০১১ ১২:৪১ | 165.12.252.211
  • চারপোকা, অপারেটেড টারবাইন, আপলিফট *
  • til | ০৩ আগস্ট ২০১১ ১২:৩৯ | 165.12.252.211
  • LNG অফশোর প্ল্যাটফর্ম, রিক্লাইনিং চেয়ার, চারপোকা ধরা কল, জিও থার্মাল এনার্জি ওপারেটেড তারবাইন, আপলিফট ব্রা এবং বনশাই এর মধ্যে কমন কি যদি কেউ বলতে পারেন তো এক শিশি সিঙ্গল মল্ট পুরষ্কার।
  • pharida | ০৩ আগস্ট ২০১১ ১১:৩৭ | 61.16.232.26
  • ধন্যবাদ de,
    আমরা দূরে বসে দুর্ভাবনা করে যাচ্ছি। ওরা কলকাতা থেকে যোগাযোগ চালাচ্ছে। এখান থেকে পাওয়া যাবতীয় তথাদি যদি একটুও কাজে লাগে সেই ভরসায়।

    ভরসা থাকুক, তোমাদের সবার কাছ থেকে এইসব প্রাপ্তি সেই দুর্ভাবনা বেশ কিছুটা লাঘব করছে এটা সত্যি।
  • de | ০৩ আগস্ট ২০১১ ১১:২৪ | 59.163.30.2
  • ফরিদা,

    টিএমসির এই সাইটে গিয়ে নিউ পেশেন্ট বলে রেজিস্ট্রেশন করান --

    http://tmc.gov.in/patienservices/Patient%20Services%20Index.asp

    আরো অনেক ডিটেল পাবেন এখানে

    http://tmc.gov.in/misc/aboutus.htm#top

    আজকাল বেশীর ভাগ কন্ট্যাক্টই আসার আগে থেকেই করে ফেলা যায়, সমস্ত ডিটেল দিয়ে নির্দিষ্ট ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে কথা বলে তবেই আসা উচিত। থাকার ব্যাপারে টিএমসির নিজস্ব গেস্ট-হাউস পেলে সবচেয়ে সুবিধা হয়। আগে থেকে ফোন করে অ্যাপ্ল্যাই করুন। ভাসি থেকে যাতায়াতের মোটেও সুবিধে নেই, নির্দিষ্ট সময়ে ছাড়া বাস নেই, ভারত সেবাশ্রম সংঘ থেকে অনেক দূর টিএমসি। বর্ষাকালে প্রচ্‌ন্‌ড ট্রাফিক জ্যাম, ট্যাক্সি পাওয়া খুব মুশকিল, পেলেও অন্তত দেড়-দু ঘন্টার আগে উইকডেতে ওয়ার্কিং আওয়ারে পৌঁছানো যাবে না। বার-বার ডাক্তারের কাছে দেখানো, বিভিন্ন টেস্টের নানা টাইমিং এইসবকিছু এতো দূর থেকে করা প্রায় অসম্ভব। এছাড়াও টিএমসির নিজস্ব সার্ভিস আছে, ওদের নিজস্ব গেস্ট হাউস যদি ফুল থাকে, ওদের সোস্যাল ওয়েল-ফেয়ার কর্মীরা হেল্প করেন কাছাকাছি অ্যাফোর্ডেবল প্রাইসে হোটেল খুঁজে দিতে। এগুলো আগে থেকেই নেটে যোগাযোগ করে ঠিক করা যায়।
  • siki | ০৩ আগস্ট ২০১১ ১১:১০ | 123.242.248.130
  • ঃ-)

    দেড়েল কুড়ির কলীগ।
  • k | ০৩ আগস্ট ২০১১ ১১:০৩ | 61.12.12.83
  • ঃ-B
  • dd | ০৩ আগস্ট ২০১১ ১১:০৩ | 124.247.203.12
  • দেড়েল বালকটি কুরির বড় ছেলে।

    কুরি প্লাস্টিক সার্জারী,বোটোক্স ও গাধার দুধে ছান করার সুফল। প্লাস সিকির উঠতি বয়স ও চালসের কাছাকাছি।

    এই সব যোগ করে দুই দিয়ে ভাগ করে দেখুন,অংক একেবারে মিলে গেছে।
  • Du | ০৩ আগস্ট ২০১১ ১০:৫৮ | 14.96.18.221
  • ধুত্তেরি ফ্ল্যাট ফিঙ্গার , কুড়ি
  • Du | ০৩ আগস্ট ২০১১ ১০:৫৭ | 14.96.18.221
  • কুর্গিকে বরং পরী বলে ডাকো স্ত্র বাদ দিয়ে :P
  • kumu | ০৩ আগস্ট ২০১১ ১০:৫৫ | 122.160.159.184
  • মিঠু, ডেকেছিলে কাল,সাড়া দিতে পারিনি,সরি।

    এট্টু বেস্ত থাকায় সোম্বার থেকে ভাটে আসিনি।

    সিকি,৮-৫২-দেড়েল কুড়ির ভাই/দাদা?
  • Kaju | ০৩ আগস্ট ২০১১ ১০:৪৭ | 121.244.209.245
  • বক্ষোমাঝে গিরিপথে ছড়িয়ে ছিটিয়ে ছিল অজস্র পাথর
    সব ছেড়ে অবশেষে সিকি কেন হলে হায় পরস্ত্রীকাতর ?
  • abastab | ০৩ আগস্ট ২০১১ ১০:৩৭ | 61.95.189.252
  • এরে কয় thought restructuring
  • abastab | ০৩ আগস্ট ২০১১ ১০:৩৬ | 61.95.189.252
  • বিয়ে করেছে ভাবতে কষ্ট বেশি নয় কি? আমি তো সেই জন্যই ওয়ে আউট বের করলাম।
  • siki | ০৩ আগস্ট ২০১১ ১০:২৫ | 123.242.248.130
  • আহা, এমন নরমসরম মিষ্টি মেয়েটা কোর্টে গেছিল, ভাবতেও কষ্ট হয়। ঃ-( না না, হতেই পারে না।

    (অবিশ্যি বিয়ে করেছে ভাবতেও কষ্ট কম হয় না)
  • abastab | ০৩ আগস্ট ২০১১ ১০:২০ | 61.95.189.252
  • বিয়ে না করে কোর্টে গিয়ে ও পদবী পাল্টানো যায়।
  • dukhe | ০৩ আগস্ট ২০১১ ০৯:৫৬ | 122.160.114.85
  • সিকি কুড়ির কানে কানে
    কবে কথা গানে গানে
    দ্যাখো বাপু তুমি বিনে
    বাঁচি-ই-নে বাঁচি--ই-ই-নে
  • siki | ০৩ আগস্ট ২০১১ ০৯:৫১ | 123.242.248.130
  • অল্টারনেটিভটা কী ছিল? আমি কুড়িকে গিয়ে প্রপোজ করব ইত্যাদি?

    ক্ষি ক্ষি ক্ষি ....
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত