এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২৯ জুলাই ২০১১ ১৪:২৯ | 117.194.35.164
  • ইন্দো, জম্মোদিনের শুভেচ্ছা সঙ্গে একবাটি আলুর চপঃ)
  • Arpan | ২৯ জুলাই ২০১১ ১৪:২২ | 202.91.136.71
  • লামা ঃ)))

    না, আমার জন্য না। এক পরিচিত সুন্দরী মহিলা পাঠিয়েছেন। তাকে না বলি কী করে?

    ডিঃ মহিলাটি চাকুরীপ্রার্থী নন
  • Arpan | ২৯ জুলাই ২০১১ ১৪:২১ | 202.91.136.71
  • ওকে। আবার নিলে জানিও।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৪:২০ | 123.242.248.130
  • না অর্পণ। এখন নিচ্ছে না।
  • Lama | ২৯ জুলাই ২০১১ ১৪:১৯ | 117.194.236.195
  • তুমি ফ্রেশার বুঝি? আমি তাহলে ফ্রেশেস্ট
  • Arpan | ২৯ জুলাই ২০১১ ১৪:১৭ | 202.91.136.71
  • সিকি, তোমাদের অফিসে কি ফ্রেশার নিচ্ছে? জানিও। রেজুমে পাঠাবো।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৪:০৪ | 123.242.248.130
  • সান্দা, কলে আছি। পরে ফোং করছি।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৩:১৪ | 123.242.248.130
  • কুড়ি আজ হালকা পেঁয়াজরঙা সালোয়ার কামিজ।
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১৩:০৫ | 121.244.209.245
  • ও হ্যাঁ, শু-জ টু দা রাইটার অব "নোটেশান অফ ডেড হর্স'। ঃ-))
  • sinfaut | ২৯ জুলাই ২০১১ ১২:৪৫ | 121.241.218.132
  • শুভ জন্মদিন ইন্দোদা।
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১২:৩৩ | 121.244.209.245
  • আনন্দ অ্যাঙ্কর হান্ট। না না, কোনো নাইকা না। নাইকা হলে কি আর অমন ছড়ায়? এলিমিনেট হয়? নাইকা আর কে আছে অনু ছাড়া?
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১২:০৭ | 122.160.159.184
  • আ-অ্যা-হা কী বস্তু?পরী কে?নতুন নাইকা?
    ইয়েস,কাজু বেশ করে গার্গিল করো।

    ইন্দোর আইবিএস একদম ঠিক হয়ে যাক।
    শুভেচ্ছার সাতে বল্লুম না,যদি শুনতে অসইব্য লাগে।
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১১:৪৭ | 121.244.209.245
  • ইস কাল আ-অ্যা-হা তে পরী এলিমিনেট হয়ে গেল, বেচারি এত ছড়ালো ! সবাই পারল, তুই কেন পারলি নে? বড্ড কষ্ট পেইচি।
  • Arpan | ২৯ জুলাই ২০১১ ১১:৪৩ | 202.91.136.3
  • ইন্দোডাক্তারকে হ্যাপি বাড্ডে।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১১:৩৪ | 123.242.248.130
  • খোক্‌সের ঠান্ডা নেগেচে। গলায় মাপলার বেঁধে দাও। মাথায় হুনুমান টুপি দাও। নুন জল গরম করে গারগল করতে দাও।
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১১:২০ | 121.244.209.245
  • পিছিয়ে পড়ে আসুন কমরেড। খোক্‌স ছিল তাও সই, খোক্কস বানিয়ে দিলেন?
  • dukhe | ২৯ জুলাই ২০১১ ১১:১৬ | 122.160.114.85
  • খোক্কস আবার কেডা ?
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১১:১২ | 59.163.201.173
  • খক খক খক খক খক খক খক খক খক। খক খক খক খক খক। খক খক খক খক খক খক খক খক খক খক খক খক।

    [ডিকোড করে পড়ে নাও সবে। খোক্‌স এই ভাষাতেই কথা কয়।]
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১১:১১ | 122.160.159.184
  • ইন্দ্রনীল,জন্মদিনে অনেক শুভকামনা,হলুদ গোলাপ,গুলাব জামুন,শোনপাপড়ি।
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১০:৩৩ | 121.241.98.225
  • কাল কি খেলা হল একখান। মাঠের বেশ কিছু জায়গায় এতো জল জমেছিল যে ওখানে ফুটবল পড়লে ভাসছিল। ওয়াটার ফুটবল।
  • I | ২৯ জুলাই ২০১১ ১০:৩২ | 14.99.20.249
  • সবাইকে অজস্র ধন্যবাদ ঃ)
  • Du | ২৯ জুলাই ২০১১ ১০:২৫ | 14.99.125.209
  • না। অপ্পনের পাড়া বলেছিলাম বলে হয়ে্‌তা।
  • pi | ২৯ জুলাই ২০১১ ১০:০৯ | 72.83.100.43
  • ঃ))
    তা ডিডিদা কোন গানের সাথে নাচলেন ? খ্যাল কত্তে পার্বেন কি ?
  • byaang | ২৯ জুলাই ২০১১ ১০:০৪ | 122.172.229.74
  • হুঁ, ডিপিএস নিউটাউন টা চিনি।
    আমার কাল কেন জানি না তোমার লেখা পড়ে মনে হয়েছিল তুমি লুরুতে আছ।
  • du | ২৯ জুলাই ২০১১ ১০:০২ | 14.99.125.209
  • কালকে মৃনালিনী বা থাকলে রঞ্জনা দেখবো ঃ)
  • Du | ২৯ জুলাই ২০১১ ১০:০১ | 14.99.125.209
  • সল্লেকে আছি ব্যাং। ডিপিএস নিউটাউন। স্কুলবাসের লাস্ট / ফাস্ট স্টপেজ বলতে পারো
  • byaang | ২৯ জুলাই ২০১১ ০৯:৫৭ | 122.172.229.74
  • আজ একসঙ্গে এতগুলো সিনেমা রিলিজ করেছে লুরুতে, কোনটা কবে দেখবো সেই ভেবে পাচ্ছি না। এমনকি মৃণালিনীও এসে গেছেন পিভিআরে।
    দু কোন পাড়ায় আছ? আর কোন ইস্কুল?
  • dd | ২৯ জুলাই ২০১১ ০৯:৫৫ | 124.247.203.12
  • আমাদের বড়ো কৃপন আপিস। পার্টীতে দ্যায় রয়াল চ্যালেঞ্জ বা মেরে কেটে অ্যান্টিকুইটি।

    আরেঃ বাপ রেঃ ! গতো পর্শু দেখি ১২ বছরের ব্ল্যাক লেবেল সার্ভ করছে। সে সব ড্রিং করে খেতে গ্যালাম যখন তখন রাত সাড়ে এগারোটা- কয়েক পিস মাছ ভাজা খেয়েই ক্ষান্তো দিলাম। তার আগে অবশ্য ইতঃস্তত স্নেক খেয়েছি, মুর্গি টুর্গি ছাড়াও ফুলকফি ভাজা,পনীর। কি কোরবো ? ক্ষিদে পে' গেছিলো।

    মেনুটা ঠিক কি ছিলো খেয়াল করি নি। তবে সুইট ডিশে বিস্তর কেক টাইপের জিনিস ছিলো,ত্যারামেসো ও থাকতে পারে। একটা কালো জামুন ছিলো, আর সেই এইসক্রিম উইথ চগলেট সস আর কুচো বাদাম।

    খু-ব অল্প নাচলাম। ছেলে মানুষেরা খুব ধল্লো। মিনিট তিনেক।
  • byaang | ২৯ জুলাই ২০১১ ০৯:৫৫ | 122.172.229.74
  • বাবাগো, মাগো! আজ আমার হাসি বন্ধ হলে হয়! পাঁচ মিনিট ধরে হেসেই চলেছি ডিডিদার পোস্ট পড়ে।
  • Du | ২৯ জুলাই ২০১১ ০৯:৫২ | 14.99.125.209
  • ঃ))))) ডিডিদা
  • dd | ২৯ জুলাই ২০১১ ০৯:৪৭ | 124.247.203.12
  • আর গতোকাল আমি দেখলাম সিংগম।
    সে যে কি বিচ্ছিরি বই ভাবা যায় না। আরে ছ্যা ছ্যা।

    আসলে আমার দু চোখ জুড়িয়ে আছে রজনীকান্তের এন্থিরান আর ট্র্যান্সফর্মার টু। অজয় দেবগন তো তার কাছে নস্যি ও নয়।

    তাহোক, জেনে রাখুন আমাদের ছোটোবেলায় এমন সিনেমা ক্যামন হতো।

    এক তো ঘুঁষির আওয়াজ ছিলো পষ্টো ঢিশুম। আর এখন পুরো অর্কেস্ট্রা বাজে।

    আর আমাদের হীরোরা মাটীতে দাঁড়িয়েই ডজন খানেক ভিলেনকে মেরে ফর্দা ফাঁই করে দিতেন। আর এখন সবাই পাখীর মতন ওড়ে। ৯০% মার্পিট আকাশে উড়ে। অজয় দেবগন একটা গুন্ডোর মাথায় মরলো রাম গাঁট্টা, সে কিন্তু মুখ থুবড়ে পরলো না,স্রেফ আকাশে উড়ে শুন্যে দিগবাজী খেলো। অজয় ও আকাশে উড়ে স্লো মোশানে তাকে হুলিয়ে লাথালো।

    আর তখন মার্পিট হতো বড়ো ওয়ারহাউসে। এক এক ঘুঁষিতে (ঢিশুম) কার্টনের পাহাড় ভেঙে পরতো(ক্যার ক্যার ক্যার) অথবা প্লাস্টিকের ব্যারেল(গর্‌র গর্‌র গর্‌র)। আর এখন শুধু গাড়ী ভাঙে। একেক সিনেমায় পঞ্চাশ ষাঠটা গাড়ী অর্কেস্ট্রা সহযোগে চুর্চ্চুর হয়। অক্লেশে।

    কোনো "সোসাইটি ফর দি প্রিভেনশন অব ক্রুয়েলিটি টু অটোমোবিল" নেই বুঝি?
  • siki | ২৯ জুলাই ২০১১ ০৯:৪৪ | 123.242.248.130
  • খোক্‌স, এসিচিস?
  • siki | ২৯ জুলাই ২০১১ ০৯:৪৪ | 123.242.248.130
  • চিকিৎসককে শুজদি।

    ফরিদাকে সবুজ মেরুন সেলাম। ঃ)
  • pharida | ২৯ জুলাই ২০১১ ০৯:৩৭ | 220.227.148.193
  • ইন্ডাক্তার, শুভ জন্মদিন।

    সব্বাইকে সবুজ মেরুন শুভেচ্ছা।
  • Lama | ২৯ জুলাই ২০১১ ০৯:১০ | 117.194.227.234
  • শুভ জন্মদিন, ওহে চিকিৎসক!

    ব্যাং মেল দেখিস
  • Abhyu | ২৯ জুলাই ২০১১ ০৮:১৩ | 97.81.68.136
  • আজ্জোবাউ -
    কল তো করলেন না - যেটা বলার ছিলো সেটা হল কাল এক খোকন মিঁঞার দোকানে কাচ্চি বিরিয়ানি খেতে যাবো। খোকনবাবু নাকি মাছের ঝোল পর্যন্ত রান্না করেন। আর ভালো কোয়ালিটির মিষ্টিও। খেয়ে ফিডব্যাক দিচ্ছি।
  • Abhyu | ২৯ জুলাই ২০১১ ০৮:০৭ | 97.81.68.136
  • হ্যাবাড্ডি ডাক্তার্বাউ।
  • byaang | ২৯ জুলাই ২০১১ ০৭:৫৯ | 122.172.229.74
  • জাঁইবাবু, হ্যাপ্পি বাড্ডে,অনেক অনেক শুভেচ্ছা।
  • Nina | ২৯ জুলাই ২০১১ ০৬:৪৮ | 68.45.76.170
  • ইন্দোডাগদার,
    জন্মদিনে অনেক শুভেচ্ছা ও ভালবাসা জানাই।
    রাজগীর/সিলাও এর খাজা রেখে গেলাম --জন্মদিনে খাও ঃ-)) সঙ্গে মজঃফরপুরের লিচু আর পাটনার ল্যাঙ্গড়া আম ও রইল।
    পাটনাই শুভকামনা---
    দুধো নহাও , পুতো ফলো;-)
  • nk | ২৯ জুলাই ২০১১ ০৬:৩০ | 151.141.84.194
  • বড়াই, শু জ। ফুটকড়াই খাও। ঃ-)
  • hu | ২৯ জুলাই ২০১১ ০৬:২২ | 98.223.88.150
  • ইন্দোদাকে শুভ জন্মদিন
  • aka | ২৯ জুলাই ২০১১ ০৫:৫৮ | 24.42.203.194
  • বিগাই হ্যাবাডে
  • mita | ২৯ জুলাই ২০১১ ০৫:২৫ | 71.191.42.195
  • ইন্দোদাদা, হেপ্পি বাড্ডে!
  • pi | ২৯ জুলাই ২০১১ ০৩:২৬ | 128.231.22.99
  • তালে আর কি ! আমি সেকেন।
  • kc | ২৯ জুলাই ২০১১ ০২:৫৯ | 89.203.49.18
  • ইন্দো, হ্যাবাড্ডি। আমি ফাস।
  • Tim | ২৯ জুলাই ২০১১ ০১:০৪ | 198.82.20.198
  • একটা মারকাটারি টই শুরু হতে চলেছে মনে হচ্ছে। চন্দ্রবিন্দু সংগ্রহ ভালো আইডিয়া।
  • rpn | ২৯ জুলাই ২০১১ ০০:৩৮ | 122.252.231.10
  • অচিন্ত্যবাউকে আমারো দুকথা শোনানোর আছে। সেই টইটাতে পঃবঙ্গের নাম পাল্টানোর বিরোধীদের বক্তব্য শুনে টুনে নিজে কোথায় হাওয়া হয়ে গেলেন। ওনার নিজের বক্তব্য লেখার কথা আর মনে থাকল না। হুঃ, ভাববেন না আমাদের ভুলো মন।
  • byaang | ২৯ জুলাই ২০১১ ০০:২২ | 122.172.229.74
  • লেখাটা ফেঁদে দিয়ে আমাকে এরকম হাপিত্যেশ করে বসিয়ে রাখলে ঝোলাব না?
  • achintyarup | ২৯ জুলাই ২০১১ ০০:১১ | 121.241.214.38
  • ব্যাঙ আমাকে ঝোলাবি কেন র‌্যা?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত