এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Arpan | ২২ জুলাই ২০১১ ২২:০৫ | 112.133.206.18
  • এইখানে ক্ষী শীত। মোটা কম্বল বার করতে হল ডিভানের তলা থেকে!
  • amit | ২২ জুলাই ২০১১ ২২:০৩ | 128.103.93.206
  • নিনাদি, অনুভব করলাম তেমন গরম কিছু না। এইমাত্র বিড়ি ফুঁকে এলাম বাইরে থেকে। কানপুরের গরম এর কাছে এই গরম নস্যি। হে হে!!
  • amit | ২২ জুলাই ২০১১ ২২:০১ | 128.103.93.206
  • টুম্পার দুটো clarification version ছিল।

    যারা বলত, তাদের মতেঃ Typical Uncivilized Midnapurian Association

    যাদের বলা হত, তাদের মতেঃTalented United Midnapurian Association

    আমাদের হস্টেলও এই দুটো ভার্সান শোনা যেত।
  • Netai | ২২ জুলাই ২০১১ ২১:৫২ | 182.64.70.130
  • bb ডাহা ফেল। ২৫% নয়। ০% মিলিয়েছেন।
    সিকিদাও ভুল করে বারবার। কতবার বলেছি সিকিদাকে আমি নিতাই সেনাপতি না। নেতাই আমার নাম নয়। নিতাইদা শেষ খবর পেয়েছিলাম গুরগাও, গোল্ডস্টারে ছিল। ফেবু দেখাচ্ছে এখন নিতাইদা দুবাইতে।

    sda অপ্রিয় টুম্পা নাম আমাকে মাস খানেক ই শুনতে হয়েছিল। ঃ-)
  • Nina | ২২ জুলাই ২০১১ ২১:৫০ | 12.149.39.84
  • আরে সারা ইস্ট কোস্টে হিট ওয়েভ চলছে । এখানকার রোদের বড্ড তেজ, কেমন যেন গা পুড়ে যয়।
    আর কোল্ড ডিংকস নয় বরং গ্রীন টি ভাল --সোডা তে আরাম নেই--আর সবচেয়ে ভাল ঠান্ডা জল! আহ! দুপুরে একেদম বেরোব না--
  • amit | ২২ জুলাই ২০১১ ২১:৪৬ | 128.103.93.206
  • নাহ!! এখন ও পদবীর কোন পার্সেণ্টের ধরে কাছেও আসেনি।হে হে!

    নিনাদি, আপিসে এসি তে বসে থাকো আর কোল্ডড্রিংক পান কর!
  • bb | ২২ জুলাই ২০১১ ২১:৪৬ | 117.195.182.151
  • ধন্যবাদ নিনা। গত এক সপ্তাহ ধরে টেক্সাসে শুনলাম হিট ওয়েভ চলছে?
  • Nina | ২২ জুলাই ২০১১ ২১:৪৩ | 12.149.39.84
  • নোবেল জনিনা কিন্তু গুরুর গোবেল তো বিবি, আপনার পাওয়া নিশ্চই উচিৎ!
  • Nina | ২২ জুলাই ২০১১ ২১:৪১ | 12.149.39.84
  • অমদের নাকি আজ ১০৭ হবে--১৯৫৭ এর রেকর্ড ব্রেক করে!! বাপরে!
  • bb | ২২ জুলাই ২০১১ ২১:৪০ | 117.195.182.151
  • আমি পদবীর কথা বলিনি তার ২৫% এর কথা (চক্রবর্তী !!) বলেছি। দেখুন শতকরাও জানি কিন্তু কোন অহংকার নেই, এর পরও আমাকে নোবেল না দেওয়া কি অনুচিত নয়, অনেকটা কেন্দ্র রাজ্য সম্পর্কের মতো?
  • amit | ২২ জুলাই ২০১১ ২১:৩৭ | 128.103.93.206
  • ভুলভাল গরম। বাইরে বেরোতেই ইচ্ছা করছে না! ৯৭ ফারেনহাইট।
  • Nina | ২২ জুলাই ২০১১ ২১:৩৫ | 12.149.39.84
  • অমিত ই বোস্টন-মিত? কেমন আছ? গরমে আজ সেদ্ধ হচ্ছ?
  • amit | ২২ জুলাই ২০১১ ২১:৩৪ | 128.103.93.206
  • কাজেই নোনোবেল।ঃ)
  • Nina | ২২ জুলাই ২০১১ ২১:৩৪ | 12.149.39.84
  • আরিব্বাস সিকি--রহস্যঘন " তি" তাইলে কি মোহান তি ঃ-)
  • amit | ২২ জুলাই ২০১১ ২১:৩৩ | 128.103.93.206
  • না না পদবী মেলে নাই।
  • bb | ২২ জুলাই ২০১১ ২১:৩১ | 117.195.182.151
  • আমাকে দেখুন, Statistics এর ছাত্র নই, পড়াশুনা বেশী করি নি, অথচ দীঘার কাছে ঘর শুনেই আমি ধাঁ করে নিতাইয়ের পদবীর ২৫% মিলিয়ে দিলাম। এরপরেও নোবেল প্রাইজের জন্য আমার নাম বিবেচিত হবে না? এ ভারী অন্যায় ঃ(
  • siki | ২২ জুলাই ২০১১ ২১:২৫ | 122.162.75.8
  • নেতাইয়ের পদবি মাইতি নয় বটে, তবে পদবি "তি' দিয়েই শেষ।

    কীবে নেতাই, কুথাকে পালিয়ে গিলি বে ... হেথাকে আসবিনি?
  • nk | ২২ জুলাই ২০১১ ২১:২২ | 151.141.84.194
  • নিনা, ঃ-)
    সেকালের কোনো জয় গোঁসাই হয়তো আবার কাব্য লিখবে "পাতার পোশাক"।
  • Nina | ২২ জুলাই ২০১১ ২১:২১ | 12.149.39.84
  • সবই তো ঘুরে আসে রে নিশি, হয়ত আবার তখন গাছের পাতা পড়েই থাকবে --go green ঃ-))
  • nk | ২২ জুলাই ২০১১ ২১:০৮ | 151.141.84.194
  • আজ থেকে একশোবছর বাদে লোকে কীরকম পোষাক পড়বে??? (ভাবিত হবার ইমো )
  • nk | ২২ জুলাই ২০১১ ২১:০৫ | 151.141.84.194
  • জামা ই বা আজকাল কজন পরে? প্রায় সবাই পরে টিশার্ট! ঃ-)
  • Tim | ২২ জুলাই ২০১১ ২১:০৫ | 198.82.19.6
  • এ আর বেশি কথা কি, রং করে করে পরলেই হয়।
  • Tim | ২২ জুলাই ২০১১ ২১:০৩ | 198.82.19.6
  • সেদিন ইন্দোদা তো গোলাপী জামা পরে সিকিকে এফ সি দিলো। এর থেকে নিতাইদা যে ক্ষি ক্ষি জেনে যাবে ভেবে গাহিম হয়ে যাচ্ছে।
  • nk | ২২ জুলাই ২০১১ ২১:০২ | 151.141.84.194
  • আর, একই রঙের জামা আর লোকে কদিন পরে? গোটা কয় জামা কিনলে নানা রঙের ও ডিজাইনের কেনাই তো দস্তুর! ঃ-)
  • Tim | ২২ জুলাই ২০১১ ২১:০২ | 198.82.19.6
  • আরে ক্ষি মুশকিল! তাইই তো। কিন্তু আমার লেট সকাল ভারি মনোরম হয়। প্রাক রাত্তির এট্টু ফর্সা গোছের, মিড রাত্তির ঘোরকালো। শেষরাতের দিকে রোদটোদ উঠে একসা হয়।
  • Tim | ২২ জুলাই ২০১১ ২১:০০ | 198.82.19.6
  • আকাদা,
    জামার রঙ না বললেও অন্য অনেক কিছু কিন্তু বলেছো। এই ধরো, মিছিলের সময়টময়, লেটুসপাতা চিবোনোর নির্ঘন্ট, ফিরি ফ্ল্যাটের মনোবাসনা, ঝিম্পাওয়ার সমস্যা ইত্যাদি। এর থেকে তোমার এসেসেন আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর তো পাওয়াই যায়।
  • nk | ২২ জুলাই ২০১১ ২০:৫৮ | 151.141.84.194
  • টিম, তাই কও। আমি ভাবলাম বিকাল কে বুঝি মিড সকাল আর সন্ধ্যাকে লেট সকাল বলো। ঃ-)
  • Tim | ২২ জুলাই ২০১১ ২০:৫৬ | 198.82.19.6
  • নিশি পুউরো বুউকা। আরে দুপুরের পর থেকে তো সমস্তই নিয়ম মেনে হয়। কিচ্ছু মিস করিনা। শুদু সকালটাই ওরম।
  • nk | ২২ জুলাই ২০১১ ২০:৫৬ | 151.141.84.194
  • লামা, "পুরু" ও তো আছে! নকুল নামটাও কেমন নরমসরম, ডাকনামের মত।
  • sda | ২২ জুলাই ২০১১ ২০:৫৫ | 117.194.193.19
  • নেতাইদাকে নিশ্চয়ই ছাত্রজীবনে অনিচ্ছা সত্বেও "টুম্পা" উপাধি পেতে হয়েছে। (রাগ করবেন না , আমিও সমব্যথী। ঃ( )
  • Lama | ২২ জুলাই ২০১১ ২০:৫৪ | 117.194.228.47
  • মহাভারতের নামগুলো সব ভালো নাম হবার যোগ্য। একমাত্র যে নামটা ডাকনাম হতে পারে, সেটা হল "কুরু'
  • Lama | ২২ জুলাই ২০১১ ২০:৫২ | 117.194.228.47
  • "সাধু কালাচাঁদের স্কুল ফাইনাল' গল্পের একটা লাইন মনে পড়ল- "কালাচাঁদ ক্লাস এইটের ছেলেদের পড়ে শোনাচ্ছিল- মেদিনীপুরের প্রথম বীর গুলচাঁদ ন্যাড়ার জীবনী, মেদিনীপুরাণ থেকে। পর্দার আড়াল থেকে সে গল্প শুনে হেডস্যার ভবভূতিবাবু মুগ্‌ধ।'
  • nk | ২২ জুলাই ২০১১ ২০:৫২ | 151.141.84.194
  • এদিকে পাই মহাভারতে ডাকনাম খোঁজে! এমনি ভালো নামের চোটেই তো মাথা ঘোরে! অর্জুনের কত নাম-পার্থ,কৌন্তেয়, ধনঞ্জয়,পরন্তপ, গুড়াকেশ.... ওরে বাবা!
    ভাবা যায় একশো ছেলের যদি একেকজনের এতগুলো করে নাম থাকতো, তাইলে বেচারা ধৃতরাষ্ট্র পটল তুলতো নাম মনে রাখার টাস্ক পেলে। কেস ডিসমিস, যুদ্ধু টুদ্ধু আর হতো না, যে যার সম্পত্তি টান দিয়ে বুঝে নিয়ে পালাতো। ঃ-)
  • nk | ২২ জুলাই ২০১১ ২০:৪৭ | 151.141.84.194
  • বিবি, শুধু মাইতি কেন, মহান্তিও তো আরেকটা সম্ভাবিলিটি। ঃ-)
  • nk | ২২ জুলাই ২০১১ ২০:৪৬ | 151.141.84.194
  • বাঃ, টিম, কায়দাটি বেশ। কিন্তু দুপুর যখন ভরদুপুর হয় যখন কিনা ভুতেরা ঢেলা মারে, বিকেল যখন কিনা বৈকাল হ্রদে যেতে ইচ্ছে করে, সন্ধ্যে যখন কিনা জোড়াদিঘির মাঠে আসে পালকি,মিটমিট জোনাক জ্বলতে শুরু করে---এইসব কাব্যগুলো মিস করো না? নাকি কায়াবেটিস এর ভয় পাও? ঃ-)
  • aka | ২২ জুলাই ২০১১ ২০:৪৩ | 168.26.215.13
  • বোঝো! ভাগ্যিস আমার জামার রঙটা বলি নি, তাইলে বিবি হয়ত আমার ডাকনামটাও বলে দিতে পারতেন। (ডিঃ মঃ)
  • Tim | ২২ জুলাই ২০১১ ২০:৪২ | 198.82.19.6
  • কবি বলেছেন, আমার সকাল নিয়ে বসে আছি....। বুদ্ধি হ্যাজ।
  • Tim | ২২ জুলাই ২০১১ ২০:৪০ | 198.82.19.6
  • আমার সবই সকাল। সকালের বিভিন্ন ফ্লেভারে বাস করি। এই এখন হলো আর্লি সকাল, এরপরে মিড এবং লেট সকাল আসছে।
    এইরকম ভাবলে দুপুরের আগেই ছুটি হয়। ঃ-)
  • bb | ২২ জুলাই ২০১১ ২০:৩৯ | 117.195.182.151
  • দীঘা থেকে ৮ কিমি দুরে বাড়ি, নিতাইয়ের উপাধি কি মাইতি? ঃ)
    ডিঃ ইহা নিতান্তই অনুসন্ধিৎসা
  • nk | ২২ জুলাই ২০১১ ২০:৩৬ | 151.141.84.194
  • আরে সকাল কী হে? ভরদুপুর হয়ে গেল তো! ঃ-)
  • Tim | ২২ জুলাই ২০১১ ২০:৩৫ | 198.82.19.6
  • আহা সাধু কালাচাঁদ। সক্কাল সক্কাল নামটা মনে করিয়ে দেওয়ার জন্য নিতাইদাকে ধইন্যবাদ। কালাচাঁদের গল্প প্রথম পড়ি শারদীয়া সকাল পত্রিকায়। অজকালের পত্রিকা ছিলো, বেশ ভালো মানের লেখাপত্তর বেরোতো। উঠে গ্যালো অল্পদিনেই।
    শ্যামলবাবু আরো কিছু গল্প লিখে গেলে ভালো হতো। বড়ো কম লিখেছেন কালাচাঁদের কথা।
  • amit | ২২ জুলাই ২০১১ ২০:২৫ | 128.103.93.206
  • সিকির Date :22 Jul 2011 -- 09:36 AM এর পোস্টের কোন উত্তর পাওয়া গেল?
  • nk | ২২ জুলাই ২০১১ ১৯:৪৯ | 151.141.84.194
  • নেতাই ভেবে দেখুন সেই কালাচাঁদের কোনো অসুবিধাই হতো না এই নতুন সরকারের মতন সরকার থাকলে। ক্লাস এইট অবধি পাশফেল থাকতোই না। ঃ-)
  • nk | ২২ জুলাই ২০১১ ১৯:৪০ | 151.141.84.194
  • দ্রি এর প্রায়ই খোঁজ করি, উনি আসেন না কেন? এদিকে কত কন্সপিরেসি কত ফাজিনেস কত কী ঘটে যাচ্ছে!!!!
  • Netai | ২২ জুলাই ২০১১ ১৯:৩০ | 121.241.98.225
  • ক্লাস এইটের ফেল কালাচাঁদ বাড়ি থেকে পালিয়ে যায় পুরির উদ্দেশ্যে। পথে ঘটনার ঘনঘটায় ফেক পরিচয় দিয়ে একটা স্কুলে মাস্টারি করতে ঢোকে। সবাই জানতে পেরে যায় ওর দেওয়া পরিচয় জাল। বিদায় নেবে ঠিক করে কালাচাঁদ। যাবার দিনে ক্লাসরুমে গল্পটা বলে। গল্প নয় গুল্প। সব জেনেও সবাই মোহিত হয়ে যায়। গল্পের শেষে সবার চোখে জল। সাধু কালাচাঁদ থেকে যায় ঐ স্কুলে।
  • nk | ২২ জুলাই ২০১১ ১৯:২৪ | 151.141.84.194
  • কী বৃষ্টি ই না হলো সেই রাতে! ছাতা ছিলো না। গাছের নিচে দিব্যি ছাতার মতন লাগছিলো, কিন্তু তারপরে বিন্দু বিন্দু জল পড়তে লাগলো বৃষ্টি মুষল হয়ে ওঠায়, উল্টোদিকে আরেক গাছের নিচে একটা সবুজমাথা সাদা হাঁসও ভিজছিলো। ঃ-)
  • Arpan | ২২ জুলাই ২০১১ ১৯:২২ | 112.133.206.22
  • বোঝো! সমুদ্র আর ইতিহাস চাই? ঘরের কাছে কোচিনই তো আছে।
  • nk | ২২ জুলাই ২০১১ ১৯:২১ | 151.141.84.194
  • আহা দীঘল মুনি! না জানি সে কেমন! ঃ-)
  • Netai | ২২ জুলাই ২০১১ ১৯:১১ | 121.241.98.225
  • আমার ঘরের কাছে দীঘা।একদম কাছে। ৮ কিমি। ঃ)

    কিন্তু দীঘার ইতিহাস কি জানিনা। সাধু কালাচাঁদের গল্পে পাওয়া যায় ওখানে দীঘল মুনির আশ্রম ছিল। ওখান থেকেই নাম দীঘা। শ্যামল বাবুর ঐ গল্পের এই মশলাটা সত্যি কিনা জানিনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত