এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২৬ জুলাই ২০১১ ১৬:৫৯ | 117.194.33.105
  • কদিন ধরে জ্বরে কাবু।এখন আবার কাঁসর ঘন্টা বাজছে-শরীর যে মন্দির বেশ টের পাচ্ছিঃ(
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১৬:৫৫ | 121.244.209.245
  • সিকির এখন এমন অবস্থা, মনে হচ্ছে, বাড়িতে যদি মুড়ি খেতে দেয় গিন্নী, হয়ত আনমনে সেই 'তার' কথা ভাবতে ভাবতে বলে বসবে, 'একি আবার কুড়ি কেন?' তখনি গিন্নী ঠিক আঁচ করে ফেলবে কী ব্যাপার। আচ্ছা স্বপ্নে এখনো সিকি কুড়ির নাম ধরে ডাকেনি? 'কুড়ি...কেন অন্য সিটে চলে গেলে?'
  • kc | ২৬ জুলাই ২০১১ ১৬:৪৯ | 194.126.37.78
  • মামীর জ্বর আসছে নাকি?
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
  • দুখে, এটা কি লক্ষণের শক্তিশেল থেকে?
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১৬:৪৮ | 121.244.209.245
  • সে তো আমারও লাগছে, জোরসে এসি চালিয়েছে ব্যাটারা !
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৬:৪৮ | 123.242.248.130
  • কুড়ি আজ বড্ড তাড়াতাড়ি চলে গেল।
  • m | ২৬ জুলাই ২০১১ ১৬:৪৪ | 117.194.33.105
  • দেখুন,বার বার আপনারা দেড়েল দেড়েল করবেন না-হিহিকম্প লাগছে।

    ধন্যবাদ দাড়ি
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১৬:৪২ | 121.244.209.245
  • ওঃ, খাসা খাসা !
  • dukhe | ২৬ জুলাই ২০১১ ১৬:৩৭ | 122.160.114.85
  • সিকি যখন প্যারডি ভালবাসে -

    আয় তো রে দাড়ি নেড়ে
    ছুটে এসে তেড়েমেড়ে
    সিকিকে ঘুঁষি ঝেড়ে
    কর কুপোকাত

    খানকয় গদা - আ-আ-আ-আ-আন
    ধাঁইধাঁই ধপাধপ লাগা দিনরাত
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৬:৩২ | 123.242.248.130
  • দাঁড়ে দাঁড়ে দ্রুম!
    দেড়েল দেড়েল দেড়ে।
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১৬:১৫ | 121.244.209.245
  • ইস, দেড়েল যদি এই সাইটের হদিশ জানত !
    আর যদি পুরো পেজটা হিন্দীতে বা পাঞ্জাবীতে ট্রানস্লেট হয়ে যেত !
  • Netai | ২৬ জুলাই ২০১১ ১৫:৩০ | 121.241.98.225
  • বিনুনি ঢাকে খোঁপার পাকে আঁধার কালো চুল
    সাজন চলে শ্বশুরালে শ্বশুরাল গেন্দা ফুল
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৫:২৮ | 123.242.248.130
  • আমি আবার কপিমাস্টার। প্যারডি করতে পেলে বর্তে যাই।

    তাই প্যারডি। (ঘুমটা কাটছে এতক্ষণে)

          সিকির ক্ষী হইল অন্তরে ব্যথা
    বসিয়া টেবিলে         থাকয়ে একলে
          না শুনে কাহারও কথা।
    কটাক্ষ হানে        কুড়িটির পানে
          না চলে কীবোর্ড ভাই।
    বিরতি বাহারে        ছেঁড়া শার্ট পরে
          যেমত আইটি গাই।

    এর পর ভুলে গেছি।
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৫:২৪ | 123.242.248.130
  • যদিও প্রথম লাইনটাই তেমন জুতসই হয় নি। কবিতা তো বুঝি না, নইলে বুঝিয়ে দিতাম, মাত্রাবিত্তো নাকি অর্ধবিত্তো, কী কম পড়েছে। তবু লড়ে যাই।

    বিনুনীনাচে, খোঁপার পাকে জটিল হল খেলা
    ঢেউ বয়েছে সিকির মনে, মেঘে বয়েছে বেলা
    কুড়ির ঠোঁটের রুদ্ধ ভাষা --
    ভ্রূভঙ্গিমায় সর্বনাশা
    আমন্ত্রণের হাতছানিতে সাঙ্গ আপিস-মেলা।
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৫:১৯ | 123.242.248.130
  • শিখুন, শিখুন। ডিডিদার থেগে পদ্য লেখা শিখুন। এরেই বলে পোতিভা।
  • kumu | ২৬ জুলাই ২০১১ ১৫:১৮ | 122.160.159.184
  • ডিডিদা,ঃ-)))))))))))
    সাধু,সাধু।
  • kumudini | ২৬ জুলাই ২০১১ ১৫:১৬ | 122.160.159.184
  • বিনুনী,খোঁপা-সমস্ত রয়েচে,তাও কুড়ি কই বলে চেল্লাচ্চে।
    এর চেয়ে পষ্টো হলে সে আর কবিতা থাগবে?ভাটপোস্তো হয়ে যাবে-
  • dd | ২৬ জুলাই ২০১১ ১৫:১৪ | 124.247.203.12
  • খোপার খাঁচা,বিনুনী প্যাঁচা,খিমচে ধরে নাকে
    পেয়েছে যাকে এক কোয়ার্টার পাশ টেবিলে থাকে
    লেখক? না কি বড়ো সায়েব। একাই শুধু পুড়ি
    ভ্রুভংগটি ইগ্নরিলো,দেখলো কাঁচের চুরি

    আরে,কাঁচ দিয়ে তো কনুই ঢাকি,মন রাখবো কিসে
    পিৎজা এনো নীল হলাহল, কোকো যেনো এক ইসে
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৫:০৯ | 123.242.248.130
  • এ কপিতায় আমি কোথায়? কুড়িই বা কোথায়?

    হাল্কা করে ঘুম দিয়ে উঠলাম। এখনো ঘুম্পাচ্ছে।
  • kumu | ২৬ জুলাই ২০১১ ১৫:০৫ | 122.160.159.184
  • আপনাগো রোমান্স নাই?অ্যাক্কেবারেই নাই?

    বিনুনীনাচে,খোঁপার পাকে জটিলায়িত খেলা,
    বৃষ্টিরোদে,আলোছায়ায় গভীর মায়াবেলা।
  • dd | ২৬ জুলাই ২০১১ ১৫:০৪ | 124.247.203.12
  • আপিস ভর্ত্তি লোক একটা ট্রেইনিং নিচ্ছে। আমি ফুড়ুৎ করে পেইলে এসেছি।

    ইন্দোদার ল্যাখা বাঁকড়ো ভ্রমনটা আবার পড়ছিলাম। সেই যে চমৎকার ফুট কাটলো পার্লিন। আফশোষালো দৃ আর মাঝে মাঝেই হেঁকে উঠছিলো অচিন্তো, "ডাগদারের ন্যাজ আছে"। সেইটা।

    আচ্ছা, ইন্দোদার গন্ধোমাদন বনভ্রমন থেকে ফিরে আসবার কথা তো?

    তাইলে সেই ডায়ারী কই?
  • dd | ২৬ জুলাই ২০১১ ১৫:০০ | 124.247.203.12
  • বিনুনিগাছে খোঁপার প্যাঁচে কুটিল হলো খেলা
    ওলো,ক্রিমের পর ক্রিম বসেছে, সনেও মারে ঠ্যালা
    লালচ বড়ো লালচে ঠেকে,দেড়েল এসেছিলো
    ঘোড়েল লোক,গরল প্রেম ,লীলায় শুধু ঢিলা
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১৪:৫৫ | 121.244.209.245
  • সিকির শিকে ছিঁড়ল না তো, কুড়ির অবহেলা
  • Netai | ২৬ জুলাই ২০১১ ১৪:৫২ | 121.241.98.225
  • কুমুদি কি একটা শক্ত মতন কবিতা কষতে দিলে। কসাই না হলে এমন শক্ত মতন কবিতা কষাই যায়না।
  • quark | ২৬ জুলাই ২০১১ ১৪:৫১ | 14.139.199.1
  • নেচে ধিন্‌তাক, খেয়ে ঘুরপাক, সিকির গেল বেলা।

    এটা ঐ পরের ছত্র
  • quark | ২৬ জুলাই ২০১১ ১৪:৪৯ | 14.139.199.1
  • সবচেয়ে খাপে খাপ গানটাতো কেউ বললই না -

    আলগা কর গো খোঁপার বাঁধন
    দিল ও(?)হি মেরা ফাঁস গয়ি

    * জিজ্ঞাসা চিহ্নটা দিলুম, কারণ উরুশ্চারণটা ঠিক হ'ল কিনা জানি না
  • kumu | ২৬ জুলাই ২০১১ ১৪:৩৭ | 122.160.159.184
  • এখানে কারো কোন কাজকম্মো নাই?

    যাগ্গে,এটার পরের ছত্রটা ল্যাখেন দেখি-

    বিনুনীনাচে,খোঁপার পাকে জটিল হোল খেলা-
  • siki | ২৬ জুলাই ২০১১ ১৩:৪৬ | 123.242.248.130
  • কাজুকে ক্যালাবোই ক্যালাবো
    সে তুমি মুখে যাই বলো না
    ঠেঙিয়ে আমি বিষ ঝাড়াবো
    যতই ছড়া তুমি কাটো না ...
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১৩:১২ | 121.244.209.245
  • ওতে কী হয়? ওটা সহযোগে রাম্পান কল্লে কি ঘুমের সাম্পানে চেপে গাঢ় অন্ধকার অতল মহাসাগরে ভেসে যায় লোকে?

    সিকির কুড়ি হদ্দ বুড়ি
    টপ্পা শুনে দিচ্ছে তুড়ি
  • siki | ২৬ জুলাই ২০১১ ১২:৫৬ | 123.242.248.130
  • বাজে কেস।

    চিকেন চেট্টিনাড থাকবে কি?
  • dd | ২৬ জুলাই ২০১১ ১২:৫৩ | 124.247.203.12
  • আর আপিসে এক দুঃসংবাদ।
    আগামী কাল কি এক অ্যানুয়াল ডে। খানা হবে পিনাও। সে তো ভালো খবর। কিন্তু বাবুরা বেশী রাত করে ফুত্তি টুত্তি করে পরের দিন ভোর ভোর বেলা আপিসে আসতে পারবে না। ন্যাকা কাত্তিকের দল।

    ফলে এই বেষ্পোতিবার ছুটি। কমপেন্সেটারিই কাজ হবে শনিবারে।

    আবার সপ্তার মধ্যে ছুটি? আবার সিনেমা দেখতে হবে?
  • k | ২৬ জুলাই ২০১১ ১২:২২ | 61.12.12.83
  • এই সব চলছে আরকি
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১২:১০ | 121.244.209.245
  • অ্যাঁ-আ-আ-আ-আ?????

    স্বয়ং নিধুবাবু কুড়িকে নিয়ে টপ্পা লিখে গেছেন? মানে, এই কুড়ি সেই সময়েও ছিল? কুড়ির বয়েস কত তাহলে? সব্বোনাশ ! ভাগ্যিস বল্লে। 'সত্যি, এ মামলায় বিস্ময়ের শেষ নেই ।'
  • siki | ২৬ জুলাই ২০১১ ১১:৫৪ | 123.242.248.130
  • এ ছেলে মাইরি তাসের দেশের বাসিন্দে।

    ওরে কাজুবাদাম, এটা নিধুবাবুর টপ্পা।
  • Kaju | ২৬ জুলাই ২০১১ ১১:৪৮ | 121.244.209.245
  • নেতুর স্বরবৃত্ত আর কুমুদির লাইনভাঙা উৎকৃষ্ট পয়ারের পাশে সিকির মূর্তিমান ধপাস !
  • siki | ২৬ জুলাই ২০১১ ১১:৪৪ | 123.242.248.130
  • অনুগতজনে কেন করে এত প্রবঞ্চনা
    কুড়ি মারিলে মারিতে পারে, তবে রাখিতে কে করে মানা ...
  • kumu | ২৬ জুলাই ২০১১ ১১:৪১ | 122.160.159.184
  • # --)
  • Netai | ২৬ জুলাই ২০১১ ১১:৩৯ | 121.241.98.225
  • আমি জানতাম কুমুদি ঠিক জ্বলে ঊঠবে সময়ে। কুমুদির কাব্যপ্রতিভার এই সাবলীল বিচ্ছুরণ সকালকে করে তোলে সুপ্রভাত।
  • Arpan | ২৬ জুলাই ২০১১ ১১:৩৮ | 202.91.136.71
  • সিকি যেন আজ অনুগত পার্টি কমরেডটি।
  • kumu | ২৬ জুলাই ২০১১ ১১:৩৫ | 122.160.159.184
  • শ্রাবণে সেজেছে লাল
    অকাল ফাগুন,
    হৃদয়ে নীরব জ্বলে
    গোপন আগুন।
  • siki | ২৬ জুলাই ২০১১ ১১:৩১ | 123.242.248.130
  • কিন্তু আজ আর কুড়িসুলভ বিনুনি নেই। বদলে খোঁপা। ঃ( তেমন জমছে না।
  • siki | ২৬ জুলাই ২০১১ ১১:২৭ | 123.242.248.130
  • ;ঃ)
  • Netai | ২৬ জুলাই ২০১১ ১১:২৪ | 121.241.98.225
  • আজকে কুড়ি লাল সেজেছে
    আজকে কুড়ি আগুন
    আজ দেড়েলের উপড়ে দাড়ি
    ভাগুন জলদি ভাগুন

    আমের সত্ব আছে। এই কবিতার নাই।
  • siki | ২৬ জুলাই ২০১১ ১১:১৬ | 123.242.248.130
  • সকাল থেকে এলসিএম-দার ইউরোপের অ্যালবাম দেখে শেষ করলাম। কিছু ঘ্যামা ছবি তোলে তো!!
  • siki | ২৬ জুলাই ২০১১ ১১:০৮ | 123.242.248.130
  • আম্মো ডিডিদাকে সাপোর্টালুম। আপিসে অনেক কষ্টে ইউটিউব খোলার কল পেয়েছি। তাই বলে যখন তখন তো আর শোনা যায় না। ইস্নিপ্‌স খোলে না।

    টইতে তুলে রাখতে কী হয়? অ্যাঁ? কী হয়?

    ...

    কুড়ি আজ ক্রিমসন লাল।
  • r2h | ২৬ জুলাই ২০১১ ১১:০৮ | 67.96.80.214
  • মর্মপীড়
  • dd | ২৬ জুলাই ২০১১ ১১:০৬ | 124.247.203.12
  • লিখে লিখে গলা ভেঙে গ্যাছে।
    তাও ও আবার লিখি।
    এই যে পছন্দের গান গুলান, সে গুলো ভাটপাতায় উড়ো খৈএর ছড়িয়ে না দিয়ে একটা টাইতে তুলতে কি হয়? অসুবিদে হয়?

    আপিসে তো আর গন শুনতে পারি না। বাড়ীতে গিয়ে শুন্তে গ্যালে দেখি লিং গুলো কোথায় হারিয়ে গ্যাছে।

    মর্মাহত হয়ে যাই।
  • pi | ২৬ জুলাই ২০১১ ১০:৫৫ | 72.83.102.200
  • নাঃ, হুতোর মত না হলেও একটু বড় তো হয়েই গেছে।
  • siki | ২৬ জুলাই ২০১১ ১০:৫৩ | 123.242.248.130
  • এফসি দিয়ে দেখতে পারো। সব্বয়েসে কাজে দ্যায়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত