এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • du | ২৮ জুলাই ২০১১ ১৯:৪৮ | 14.99.16.53
  • আমার আইপি কোথাকার দেখি
  • aka | ২৮ জুলাই ২০১১ ১৯:৪৬ | 168.26.215.13
  • কমরেড অ্যারপন কি স্কটিশের অমলবাবুর কাছে পড়তেন? অমলবাবু আমার পিসির বাড়িতে গিয়ে থাকতেন মাঝে মাঝে। আমার দাদারে পড়াতেন। আর আমি পিসির বাড়ি গেলেই শক্ত শক্ত অংক দিয়ে টেস্ট করতেন কেমন। কোনদিনও একটাও পারি নি।
  • kd | ২৮ জুলাই ২০১১ ১৯:১৫ | 59.93.200.10
  • আরে কুমুদিদি যে! তোমার খোঁজ নিইনি বলে নাগ করেচো? এমন করে না। মোদো-মাতালেরা নিজের খোঁজই রাখতে পারে না, অন্যদের খোঁজ নেবে কী করে? হুঁ! ঃ-)
  • kiki | ২৮ জুলাই ২০১১ ১৯:০৩ | 59.93.255.253
  • আর পারা যাচ্ছে না, চিন্টুবাবুদের এক বাচ্চাদের কাগজ আছে, সেটা কিনিয়ে তো স্কুল এক বাঁশ দিয়েছে, তাতে গুচ্ছ ডিসকাউন্ট কুপন, আর রোজ রোজ অবাক খবর, কাল ছিলো হিউম্যান ব্রেন স্রিঙ্ক করে যাচ্ছে, আজ আছে অ্যাস্ট্রয়েডরা ধেয়ে আসছে।আর এইসব চলছে,তার ফাঁকে ফাঁকে আমাকে আমার মতো থাকতে দাও।

    কিন্তু দে কোথায়?
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:৫৪ | 122.172.229.74
  • আগেই সাবমিট করে দিলাম। গান গেয়ে বলতেন, যে ওরকম ভুল করে তাকে ঐ হিংলাজের গর্ততেই ফেলে দেওয়া উচিৎ। ঃ-))
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:৫৩ | 122.172.229.74
  • কেউ অঙ্ক ভুল করলে উনি মরুতীর্থ হিংলাজের তোমার ভুবনে মাগো এত পাপ গানটা গাইতেন। ঃ-) আর আমি হাসতে হাসতে গড়াগড়ি যেতুম।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:৪৮ | 122.172.229.74
  • হ্যাঁ অসম্ভব ভালো মানুষ ছিলেন। এবং ওরকম মানুষ সত্যিই দেখা যায় না। আমাদের ব্যাচে একটি ছেলে পড়ত, সে খড়দা থেকে পড়তে আসত। সেও ভয়ের চোটে আদ্ধেক অঙ্ক ভুলে যেত। একদিন সে কিছুতেই কমপ্লেক্স নাম্বার বুঝতে পারছে না, আর স্যারও তাকে বুঝিয়েই ছাড়বেন। প্রায় রাত সাড়ে দশটা বাজে, অনেক ধস্তাধস্তি করেও যখন তাকে শেখাতে পারলেন না, স্যারও তখন বেরিয়ে ছেলেটির সঙ্গে বাস ধরে উল্টোডাঙা গেলেন, তারপর ট্রেন ধরে ওর সঙ্গে খড়দা গেলেন। ট্রেনে-বাসে ওকে অঙ্ক বোঝাতে বোঝাতে। সেই রাতে ওদের বাড়িতেই থাকলেন। পরের দিন সকালে ফিরলেন। এরকম শিক্ষক আমি সত্যিই আর দেখি নি।
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৮:৪৪ | 204.138.240.254
  • ভিসার মেয়াদ শেষ। এইবার আবার লুরুতে ফিরি। ঃ)
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৮:৪২ | 204.138.240.254
  • তবে অজিত ঘটক লোক খারাপ ছিলেন না। দেড় মাস পড়ে ছেড়ে দেবার পরেও আমাকে মনে রেখেছিলেন। সেইবার হাপ-ইয়ার্লি পরীক্ষায় দারুণ শক্ত কোচ্চেন এল। অনেকটা চেন্নাইয়ের টার্নিং পিচে ফিফথ ডে খেলার মত। আমি ওনার ছাত্রদের টপকে অঙ্ক পরীক্ষায় এ সেকশনে টপ করেছিলাম। পরে শুনেছিলাম উনি জানতে পেরে খুশি হয়েছিলেন।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:৩৭ | 122.172.229.74
  • ঘটক স্যারের কাছে আমার ভাইকেও ভর্তি করা হয়েছিল। তো সে দাবী করে আমার ভাই হওয়ার কারণেই নাকি সে মাধ্যমিকে অঙ্কে একষট্টি পেয়েছিল। ঘটক স্যার নাকি এসেই সব চাইতে বেশি শক্ত অঙ্কটা ওকে ধরতেন, আর ও যখন পারত না, ওকে বলতেন ""ঐ দিদির এই ভাই!!'' এই মানসিক যন্ত্রণা সহ্য করতে গিয়ে নাকি ওর আর অঙ্ক শেখা হয় নি।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:৩৩ | 122.172.229.74
  • আমার মা-বাবা একবার সল্টলেকেই একটা বাড়িতে আমার ছোটোমাসীর বিয়ের ব্যাপারে কথা বলতে গেছে। গিয়ে দেখে হলের মধ্যে পাঁচটা সদ্য গোঁফ গজানো ছেলে কান ধরে দাঁড়িয়ে রয়েছে। কী ব্যাপার না, ঘটক স্যার ঐ বাড়িতেই ব্যাচ পড়াচ্ছেন। আমি তদ্দিনে কলেজে পড়ি। ঘটক স্যার তো আমার মা-বাবাকে দেখে চিনতে পেরেছেন, তারপর মা-বাবার ঐ বাড়িতে যাওয়ার হেতু শুনে বলেন কী - ""এই বাড়িতে বোনের বিয়ে দেবেন না, এই বাড়ির ছোট ছেলে ঐ দেখুন কান ধরে দাঁড়িয়ে রয়েছে, এটার দাদাটাও (হবু পাত্র) আমার ছাত্র ছিল, তিনি আরো বড় গবেট ছিলেন, এবাড়ির লোকদের মাথাটাই নিরেট'' ঃ-)
  • pi | ২৮ জুলাই ২০১১ ১৮:২৪ | 72.83.100.43
  • অজিতবাবুর কাছে পড়তে গিয়ে কত ক্ষী হইলো ! ঃ)
    আমার না, দাদাদের ব্যাচে।

    দাদাদের সব বন্ধুরাই প্রায় মাস্টারমশায়ের মেয়েদের বিয়ে করেছে। ইনক্লিডিং দাদা ঃ)
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৮:২৪ | 204.138.240.254
  • সেপ্টোপাসের খিদে মনে পড়ে গেল।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:১৮ | 122.172.229.74
  • *ছমছম
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:১৭ | 122.172.229.74
  • কলসী গাছও মাংস খাবে, কিন্তু আকার জন্য ঘাসপাতা। ঃ-))
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:১৫ | 122.172.229.74
  • রিমি টইয়ে এমন একটা পোস্ট করল। পড়ে থেকে গা ছমচাম করছে। কলসী গাছ পুঁততে যাচ্ছে, মাংস খাওয়া দেখবে বলে। এরপরে নাকি ব্যাংও পুষবে। আমি নিশ্চিত, রিমি আর সাম্পান ঘুমিয়ে পড়লে আকা কলসীগাছগুলোকে ব্যাঙ খেতে দেবে।
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৮:১৩ | 204.138.240.254
  • ক্ষী জানি! তবে অমলবাবু খুব হাসাতে পারতেন আর দিব্যি চাপমুক্ত হয়ে পড়তে যাওয়া যেত। স্বাতীকে ডাকতেন হাতি বলে (সে ছিপছিপে ছিল যদিও)। কিন্তু এমনভাবে ডাকতেন যে সে বেচারাও হাসত।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:১২ | 122.172.229.74
  • সিকি, কাজুর ২০০১য়ে উমা নয়, ২০০১য়ে মা।
  • Arpan | ২৮ জুলাই ২০১১ ১৮:১০ | 204.138.240.254
  • কাজুখোকা, এডির মাথার আঁবটা কি তখনো ছিল?
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:১০ | 122.172.229.74
  • দূদ্দূর, অজিত ঘটকও খুব মজার লোক ছিলেন, ওরকম হাসাতে পারতেন খুব কম মানুষ। বকাবকি করতেন বটে, কিন্তু সেই বকুনিগুলোতেও এমন মজা থাকত, আমি তো বকুনি খেয়েও হ্যা হ্যা করে হাসতাম। চার বছর পড়েছিলাম ওনার কাছে নাইন থেকে শুরু করে, অত হাসি খুব কম কোচিং ক্লাসে হেসেছি।
  • siki | ২৮ জুলাই ২০১১ ১৮:০৭ | 122.162.75.8
  • কাজু ২০০১ উমা? কাজু আমায় কাকু বলে ডাকিস।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৮:০৭ | 122.172.229.74
  • এডির ফিজিক্স প্র্যাক্টিকাল ক্লাসের গল্প মনে পড়ে গেল। সেই এসএইচএমের এক্সপেরিমেন্টটা হবে। তখনো এডি আসেন নি, ছেলেমেয়েরা আগেই চলে গেছে ল্যাবে। চারটে ছেলে পেন্ডুলামের বলটা নিয়ে ফুটবল খেলছিল। ভয়ানক উত্তেজনা। এমন সময়ে এডি ঢুকলেন, ঢুকেই দৃশ্য দেখে ""এসব কী হচ্ছে অ্যাঁ। কলেজের প্রপার্টি নিয়ে ফুটবল! যাও, নিজের বাবারটা নিয়ে খেল'' অকালপক্ক ছেলেরা বিতিকিচ্ছিরি করে খ্যাক খ্যাক করে হেসে উঠল। মেয়েরা খুব চেষ্টা করছে হাসি চাপতে। এডি খানিকটা সামলে নিয়ে, ""কেন যে এরকম কর, অন্য কিছুতে মন না দিয়ে, পড়ায় মন দাও, বড় হতে হবে''
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৮:০৩ | 204.138.240.254
  • অজিত ঘটকের কাছে ক্লাস নাইনে দেড় মাস পড়ার অভিজ্ঞতা হয়েছিল। গ্রেগ চ্যাপেলের মত হাবভাব ছিল। শেষে ছেড়ে অমলবাবুর কাছে গিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছিলাম।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৫৮ | 122.172.229.74
  • আমাদের কেপির ব্যাচ ছিল মঙ্গলবার আটটা থেকে দশটা। আর মানস গাঙ্গুলীর ছিল বুধবার আটটা থেকে দশটা। আর অজিত ঘটক শুক্রবার রাত আটটা থেকে দশটা।
  • pi | ২৮ জুলাই ২০১১ ১৭:৫৮ | 72.83.87.117
  • ফেবু গ্রুপে একজন লিখে গেছেন ঃ "ঈশ্বর বাঙালির ওপরে কিছু অতিরিক্ত মাত্রায় সদয়। পশ্চিমবঙ্গের ম্যাপ দেখুন। সম্মুখে দিয়েছেন কাফের নিধনকারী পবিত্র ইসলাম, ললাটে বাঙালি খেদানো অসমিয়া, ঘাড়ের ওপরে গোর্খা, পিঠে চাপিয়েছেন বিহার, পশ্চাতে গুঁজেছেন ওড়িয়া, এবং খোদ বুকের ওপরে সিপিএম তুলে দিয়েছেন। এর পরে যদি বেজায় অসহ্য লাগে, তখন অবশ্য ঝাঁপ দেওয়ার জন্য দক্ষিণে বঙ্গোপসাগরটা খোলা ছেড়েছেন!... "

    থেকে থেকেই এরকম বাণী দিয়ে যান। বেশ কয়েকজন। আদিবাসী, গোর্খা, মুসলমান ইত্যাদি ইত্যাদি কাউকে মাথায় চড়তে দেওয়া ঠিক নয়। 'বাঙ্গালী জাতি' নিজের পায়ে কুড়ুল মারছে । 'বাংলা বাঁচাও' ইত্যাদি। 'আমরা বাঙ্গালী' নাকি rss নাকি এরা একসাথে কাজ করছে কে জানে।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৫৭ | 122.172.229.74
  • রোব্বার সকালে কলেজ গেটে একটা ইনফর্মাল রিউনিয়ন হচ্ছে। পারলে চলে যাস, তবে তোদের ব্যাচের কেউ থাকবে কিনা জানি না। ১৯৮২ থেকে ১৯৯২ এর মধ্যে যারা যারা ঢুকেছিল, বেশিটাই বোধহয় তারা থাকবে। ফেসবুকে খুব শলাপরামর্শ চলছে।
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৭:৫৬ | 204.138.240.254
  • আমাদের ছিল সোংবার রাত আটটা থেকে দশটা। প্রায়ই সাড়ে দশ-এগারোটা অব্দি গড়াত।
  • Kaju | ২৮ জুলাই ২০১১ ১৭:৫৬ | 121.244.209.245
  • আচ্ছা এখন থেকে নাহয় ব্যাঙঠাকুমা-ই বলব 'খন। হল? ;-)
  • Kaju | ২৮ জুলাই ২০১১ ১৭:৫৩ | 121.244.209.245
  • আজও যখনি বিবেকানন্দ রোড দিয়ে যাই, বাস যেই ঘোরে আমহার্স্ট স্ট্রীট ধরার জন্যে, সেই বহুপরিচিত বিবেকানন্দের স্ট্যাচু সেই দোতলার জানলার সামনে, খুব দেখার চেষ্টা করি নতুন কোনো ব্যাচের হৈ হৈ শুনতে পাচ্ছি কিনা। বিশেষ করে সময়টা যদি হয় সোমবার বিকেল ৫ টা।
  • Netai | ২৮ জুলাই ২০১১ ১৭:৫০ | 121.241.98.225
  • আমার সাকুল্যে দুটো আইপি। একটা এইটা। আর একটা
    182.64.70.242
    ঃ)
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৪৯ | 122.172.229.74
  • এই যে বাবা কাজু, আজ থেকে নো ""দিদি'' বিজনেস। আমাকে মাসীমা বলে ডাকবি। আমি ঢুকেছিলুম এইচেসে ৯১ য়ে।
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৭:৪৮ | 204.138.240.254
  • আমি এখন ক্যালিফোর্নিয়া থেকে ভাটাচ্ছি কিনা। একটু আগে লুরুতে ছিলাম। ;-)
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৪৮ | 122.172.229.74
  • আমার সব ঘেঁটে যাচ্ছে আবার। কে অর্পন, কে অমিত, কে নেত্যপ্রকাশ! তাদের এরম ক্ষণে ক্ষণে আইপি নম্বরই বা বদলে যাচ্ছে কেন!!
  • Kaju | ২৮ জুলাই ২০১১ ১৭:৪৬ | 121.244.209.245
  • আমি উঃ মাঃ ২০০১-এ ঢুকিচিলুম।

    এইত্তো এইবার গপ্প জমবে।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৪৫ | 122.172.229.74
  • ভাগ্যিস, আগেভাগেই অশোক দাসকে নিয়ে কোনো ইয়ার্কি মারতে যাই নি এই ভাটের পাতায়।
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৭:৪৪ | 204.138.240.254
  • অশোক দাশের কাছে আমি পড়তাম।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৪৪ | 122.172.229.74
  • হ্যাঁ এই যে আমি চিনি। আমি স্কটিশে পাঁচ বছর পড়েছি কিনা। তুই কোন ব্যাচ রে কাজু?
  • Kaju | ২৮ জুলাই ২০১১ ১৭:৪২ | 59.163.201.173
  • কেপির কি একমাথা শ্বেতশুভ্র চুল?

    তাহলে এইবার আমারটা বলি।

    আমি পড়তুম স্কটিশ কলেজে, উঃ মাঃ র সময়ে। সেই হেইচেসের শেষ ব্যাচ ওখেনে। কেপি আমাদের থার্মোডাইনামিক্স পড়াতেন ১৪ নম্বর ঘরে। তবে পেরাইভেট পড়তাম অশোক দাশের কাছে। স্কটিশেরই। তাঁরে কেউ চেনো এখেনে?
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৪১ | 122.172.229.74
  • এই অমিত যদি সেই অমিত হয়, তাহলে আমি একে নিয়ে তিনটে গেস লাগাবো, এক্ষুনি। তবে আগে কনফার্ম করুক।
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:৩৫ | 122.172.229.74
  • ওমা, তাই নাকি তুইও কেপির কাছে পড়তিস!
  • pi | ২৮ জুলাই ২০১১ ১৭:৩৪ | 72.83.87.117
  • কেপির কাছে তো আমিও পড়তুম।
  • rpn | ২৮ জুলাই ২০১১ ১৭:৩৩ | 204.138.240.254
  • টাইপো! টাইপো!
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:২৯ | 122.172.229.74
  • পিছিয়ে পড়ে এলাম, লিংটা দিয়েছিল অমিত।
    অমিতকে অনেকদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম আজ অব্দি উত্তর দেয় নি।
  • Kaju | ২৮ জুলাই ২০১১ ১৭:২৬ | 59.163.201.173
  • র্পণ আবার রতন হইলে ক্যান? আর কটা নাম লিবা তুমি, অ্যাঁ?
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:২৬ | 122.172.229.74
  • এই আরটিএন আবার কে?
    আর পারি না বাপু ছেলেছোকরাদের এই এত লুকোছাপা সইতে।
  • rtn | ২৮ জুলাই ২০১১ ১৭:২২ | 202.91.136.71
  • এ ক্ষী রে, আমি কাল লিং দিলাম, নাম হল নেইত্যর। জালিম দুনিয়া। ঠিক আছে, বিভূতিবাবু আছেন।
  • kumu | ২৮ জুলাই ২০১১ ১৭:১৯ | 122.161.8.131
  • এবার আমাদের পুজোতে মনোজ মিত্রের পরবাস সিলেক্ট করে দিইচি।
  • kumu | ২৮ জুলাই ২০১১ ১৭:১৬ | 122.161.8.131
  • নিজ নাম??
  • byaang | ২৮ জুলাই ২০১১ ১৭:১৬ | 122.172.229.74
  • নেত্যর কাল রাত্তিরের দেওয়া ডাকাতির লিংয়ে আবাসনের কর্তা কাশীনাথ পালের উল্লেখ আছে, ওনার কাছে আমি আর পিনাকী ফিজিক্স পড়তে যেতাম। ভারি মজার লোক। আর ওনার পিছনে লাগতেন কিছু মানস গাঙ্গুলী। আমাদের বলতেন ""প্রতি বছর আমাদের পাড়ায় যে নাটক হয়, তাতে একটা না একটা যমদূত, দারোয়ান, ফাঁসুড়ে এই ধরণের রোল রাখতেই হয়, নয়তো কাশীবাবু অভিনয় করার সুযোগ পান না। আর ওনাকে পার্ট না দিলে উনি আবার চাঁদা দিতে চান না।'' ঃ-)) কাশীনাথবাবু প্রতিবছর পুজোর পরে আমাদের কিছু মিষ্টি খাওয়াতেন। পুরো কোলকাতা গাড়ি নিয়ে চষে বেড়িয়ে যে দোকানের যে মিষ্টি বিখ্যাত, সেই মিষ্টি আনতেন। প্রায় সাত-আট রকমের মিষ্টি খাওয়াতেন আমাদের।
  • Kaju | ২৮ জুলাই ২০১১ ১৭:১২ | 121.244.209.245
  • সবাই বদলে নিয়েছে নাম
    সবাই হেঁটে গেছে অন্য কোনো
    পরিচয়হীন সত্তায়
    চৌকাঠের ওইপারে দাঁড়িয়ে
    দেখছে আর কটা বাতির শিখা
    দপদপ করছে নিজেদের সঁপে দিতে
    অন্ধকার জলবিন্দুর ভীড়ে
    শুধু একা আমিই রয়ে গেছি
    নিজ নাম নিয়ে তীব্র আলোর নীচে
    শেষবার জ্বলে ওঠার আশায় ...
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত