এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • de | ২৯ জুলাই ২০১১ ১৬:৫৭ | 59.163.30.3
  • না কাজু, সাতদিন আগের হলে ২২/০৭
    টোট্যাল ২৯

    ২(ক্ষ -১৬) = ২২
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৬:৫৭ | 121.241.98.225
  • কিসব কন্‌ফুওলা ধাঁধা। এরম করলে আমি সেই ডিমের ধাঁধাটা দিয়ে দেবো।
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১৬:৫২ | 121.244.209.245
  • এখেনে কিন্তু কনফু আছে।

    দিন মাসের যোগ মানে ৩৬।

    ২(x-১৬)=৩৬

    x তো ৩৪ হয়ে গেল। দিন ৩৪!!!

    এখেনে ডিজিট যোগ হবে ২+৯+০+৭=১৮

    তাহলে ২৫ হয়।
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৬:৫২ | 121.241.98.225
  • ৩০?
    দেদি কি তারিখ এখোনো ২৮ বলেই ভাবছো?
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৬:৫০ | 121.241.98.225
  • দেদি খ্যাল করো। তাজ অবধি যাওয়ার কথাই বলেচে। খাওয়ানোর কথা বলেনি কই।
  • de | ২৯ জুলাই ২০১১ ১৬:৪৯ | 59.163.30.3
  • কাজাতে কাজাতে ধাঁধাতে নেই ঐজন্যি!

    আজকের দিনের দিন-মাসের যোগফল নয় -- তার সাতদিন আগেরটা হয়! সরি :))
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৬:৪৭ | 121.241.98.225
  • ২৫?
  • de | ২৯ জুলাই ২০১১ ১৬:৪৪ | 59.163.30.2
  • ইস! কুমুদির মতো দিদি পাওয়া ভাগ্যের বিষয় -- তাজ!! বাপরে!
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১৬:৪৪ | 121.244.209.245
  • দে-দি আজকের ডেট ২৮ ভেবে ১৫ বলেছো? ঐজন্যেই। ঠিক বুঝে ঠিক বলেছে। কুমুদি যে লজিক দিল, একদম পার্ফেক্ট। আর কিচ্চু বলার নাই।

    সিকি ওরম কখন বললাম যে মাসের ডিজিট অ্যাড হবে। বলিচি গোটা গোটা মাস দিন যোগ হবে, বাড্ডের জন্যেও তাই।
  • de | ২৯ জুলাই ২০১১ ১৬:৪৩ | 59.163.30.2
  • আম্মো ধাঁধা দেবো! খুব সোজা যদিও!
    আমার বাড্ডে (শুদু দিন) থেকে কুমুদির বাড্ডে বাদ্দিলে যা হয় তার দ্বিগুণ করলে আজকের দিনের দিন-মাসের যোগফল হয়!
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১৬:৪২ | 122.160.159.184
  • ওসব তুশ্চু।

    দে চাইলে তাজ অব্দি যেতে পারি।
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৬:৪১ | 121.241.98.225
  • নাহ। কুমুদিও শেষে সস্তার নকুলদানার দিকেই ঝুঁকলো!!!
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৬:৪০ | 123.242.248.130
  • কিংবা ওহ্‌ ক্যালকাটা। ;-)
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৬:৩৯ | 121.241.98.225
  • কুমুদি নকুলদানায় বিশ্বাস রাখেনা। দিল্লীহাট চেয়ে দেখতে পারো।
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১৬:৩৯ | 122.160.159.184
  • হ্যাঁ,দে-র জন্যি নকুলদানা।
  • de | ২৯ জুলাই ২০১১ ১৬:৩৭ | 59.163.30.2
  • তাইলে আমি ঠিক বলেচি? ও কুমুদি, নকুলদানা দাও!
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১৬:৩৫ | 122.160.159.184
  • সিকি নাপাচ্চে কেন?
    কুড়িকে নিয়ে তো কিচু কই নাই আজ,ছড়াও কাটি নাই!!!!
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৬:৩৪ | 123.242.248.130
  • ইয়েস্‌স্‌স্‌স্‌স্‌স্‌। ইয়েস্‌স্‌স্‌স্‌স্‌স্‌স্‌।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৬:৩৩ | 123.242.248.130
  • এবার ইউনিকোড।

    তার নাম।অর্পণ।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৬:৩৩ | 123.242.248.130
  • তার নাম।র্পণ।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৬:৩২ | 123.242.248.130
  • যাক। কুড়ি বেঁচে গেল।

    মামী দুটো মাংসের চপ আর একটা ডিমেচ্চপ দাও
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৬:৩১ | 121.241.98.225
  • এই যে মামী, এদিকে দুটো!!!!!!!!!

    ইঃ। মামী যেনো পাঁশকুড়া লোকালে চপ বিক্কিরি করতে উঠেছে!!!!!
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১৬:৩০ | 122.160.159.184
  • আকার লিস্টি পশ্য।

    আমার মনে হয় কাজু বলতে চাইল, জিরো অপরিহাজ্জ- মাসের জিরো গুলো বাদ্দিয়েও লেখা চলে তো,২০-৬-২০১১ এইভাবে।
    তালে আকার লিস্টি অনুযায়ী ১৬-১০ ছাড়া আর কোন অপ্‌শন নাই।
    কুমুর বাড্ডে হল ১৬-১০।
  • ppn | ২৯ জুলাই ২০১১ ১৬:৩০ | 202.91.136.71
  • জিমেল অ্যাক্সেস ইল্লা। বাড়ি গিয়ে চেক করছি।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৬:২৮ | 123.242.248.130
  • পটাশম্যাম টেইমে টেইমে এমন লজ্জায় ফেলে দেন না আমাকে, আসল নামটাও সেই ক্লাস ইলেভেনের দিনগুলো মনে করিয়ে দেয়, এদিকে আজ কুড়ির ফ্যাকড়া বেরলো।

    কবি এখন কোথায় গিয়ে স্বস্তি পায়?
  • santanu | ২৯ জুলাই ২০১১ ১৬:১৯ | 91.226.168.2
  • আমি ক্যানো ভাবলাম প্রতি ডিজিট আলাদা হতে হবে? তাতে যদিও ২১/০৫ বা ২৫/০১ পরে থাকে।
  • de | ২৯ জুলাই ২০১১ ১৬:১৭ | 203.197.30.2
  • যা: কুমুদিও শেষে কুড়ি? :)) সামনের বছরের জন্যি মিষ্টির অপেক্ষা কত্তে হবে :((

    প্পন্দা কি অপ্পন? অ কিসে খেলো ?
  • sayan | ২৯ জুলাই ২০১১ ১৬:১৩ | 121.242.29.160
  • ইসে, আলুচ্চপ শুনলাম যেন। বিটনুনের গুঁড়ো ছড়ানো তো? এই যে মামি, ইদিকে দুটো।

    প্‌প্‌ন্দা, মেলিয়েছি। দেখিয়ো।
  • aka | ২৯ জুলাই ২০১১ ১৬:১২ | 24.42.203.194
  • ১৪/১২, ১৫/১১,১৬/১০,১৭/৯,১৮/০৮,১৯/০৭,২০/০৬,২১/০৫,২২/০৪,২৩/০৩,২৪/০২,২৫/০১।

    মাসের শূন্যগুলো ধরলে মনে হয় কাজু নিজেও কনফিউজড থাকত। তাই এটা দেবার সময়ে কাজু যে মাসের শূন্যর কথা ভাবে নি বোঝাই যাচ্ছে অতএব ওটা ইম্পর্ট্যান্ট নয়। পড়ে থাকে দিনে শূন্য যা কিনা একটা দিনেই আছে। কুমুদির জন্মডে হল ২০/০৬।
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৫:৫৮ | 123.242.248.130
  • আরো গোড়ায় কনফিউশন।

    ২৯ + ০৭ হবে, নাকি ২ + ৯ + ০ + ৭ হবে?
  • de | ২৯ জুলাই ২০১১ ১৫:৪৫ | 203.197.30.2
  • জিরো অপরিহাজ্জ বল্লো যে?

    আমি অবিশ্যি তারিখও ভুলে গেসলাম!
  • de | ২৯ জুলাই ২০১১ ১৫:৪৩ | 203.197.30.2
  • আজ আটাশ নয়? তাইলে অবিশ্যি ১৬ ই অক্টো --
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৫:৪৩ | 121.241.98.225
  • ২৫ oct
    ২৫ jan
    ২৪ feb ইত্যদি
  • santanu | ২৯ জুলাই ২০১১ ১৫:৪০ | 91.226.168.2
  • যোগ করে তো ২৯+৭-১০ = ২৬ হতে হবে।
    ২১/০৫, ২২/০৪, ২৩/০৩, ২৪/০২, ২৫/০১ ক্যনো হবে না? আবার সেই ভুল করছি কিছু
  • de | ২৯ জুলাই ২০১১ ১৫:৩৬ | 203.197.30.2
  • না:! ভুল বল্লাম -- ১৫-থ অক্টো হতে পারে -- ডিজিটের আগের জিরো ধল্লাম না --
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৫:৩৫ | 121.241.98.225
  • যাঃ। হলনা?
  • Netai | ২৯ জুলাই ২০১১ ১৫:৩৪ | 121.241.98.225
  • সাব্বাস দেদি
  • santanu | ২৯ জুলাই ২০১১ ১৫:৩৪ | 91.226.168.2
  • ডাক্তারকে অনেক শুভেচ্ছার একটা - রুগীপত্তর কম হোক!!!
    কি কান্ড!!
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১৫:৩৩ | 59.163.201.173
  • উঁহু, হইল না। খুব সোজা কিন্তু।

    আরেকটা ছোট্ট ক্লু দি, চাট্টে ডিজিটই অপরিহার্য।
  • de | ২৯ জুলাই ২০১১ ১৫:২৯ | 203.197.30.2
  • 25-th october??
  • til | ২৯ জুলাই ২০১১ ১৫:২৮ | 27.32.226.127
  • একটি এক বছরের মেয়ের ডাকনাম চাই। ভাল নাম অনুষ্কা।
  • de | ২৯ জুলাই ২০১১ ১৫:২৭ | 203.197.30.2
  • এই এট্টু আসতে সময় পেলাম -- ডাক্তারবাবুর জন্মদিন বুঝি? অনেক শুভেচ্ছা রইলো -- রুগীপত্তর এট্টু কম হোক, লেখার সময় বেশী হোক, চাঁপা আর কদমফুল রইলো ডালি ভরা :))

    পোচ্চুর এগিয়ে গ্যাছে ভাট -- পড়ার সময় নাই :(((
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১৫:২২ | 59.163.201.173
  • আজকের তারিখের দিন মাস যোগ করে যা হয়, তার থেকে দশ বাদ দিলে কুমুদির বাড্ডের দিন মাসের যোগফল হয়। দিন মাসের চাট্টে ডিজিটের ভেতর একটি শূন্য। বলো তো বাড্ডে কবে?
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১৫:১৪ | 122.160.159.184
  • ডান হাতে চপ খাওন ও বাঁ হাতে রুগী দেখনরত ডাগদার-ভাবা যায় না।হুতোলামা যদি এট্টু এঁকে দিত!

    যাগ্গে,মিঠু,আমার বাড্ডে জানিয়ে দেব যথাসময়ে।
  • pharida | ২৯ জুলাই ২০১১ ১৫:১০ | 220.227.148.193
  • ইন্ডিগো বুঝি টিথ্রিতে দোকান লাগাবে এবার? হায়, টিওয়ানে একা স্পাইসজেট!!
  • Kaju | ২৯ জুলাই ২০১১ ১৫:০৬ | 121.244.209.245
  • মাইমার পাড়ায় কোনো নতুন চপেদ্দোকান খুলেচে নাকি? তাই পোথোম পোথোম পাব্লিসিটির কারণে ফিরিতে শুধু চপ বিলিয়ে দিচ্ছে?
  • siki | ২৯ জুলাই ২০১১ ১৫:০২ | 123.242.248.130
  • এখানে অনেক নীপা আছে, তাই এখানে একবার লিখে দিই।

    ইন্ডিগো এয়ারলাইন্স গোটা দশেক ছেলেপুলে চায়, ডেটা এϾট্র পাঞ্চিং ইত্যাদির কাজে। বসতে হবে টিথ্রি টার্মিনালে, দশটা পাঁচটার ডিউটি, মাইনে কুল্যে দশ-বারো হাজার, কি চোদ্দ। কনট্র্যাক্ট বেসিসে নেওয়া হবে, পরে ভালো কাজ দেখলে পেরোলে নিয়ে নেওয়া হতেও পারে।

    যে ভদ্রলোক চাগ্রিটা দেবেন আর কি, তিনি বাঙালি, তাই বাঙালি পাতি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট ইত্যাদি খুঁজছেন। মানে বাঙালি প্রেফারেবল। আনঅফিসিয়ালি।

    কেউ ইচ্ছুক থাকলে আমাকে নাম আর ফোন্নং মেলে পাঠিও।
  • m | ২৯ জুলাই ২০১১ ১৪:৫৪ | 117.194.35.164
  • না না কুমু, ইন্দো গম্ভীরমুখে রুগি দেখতে দেখতে কটা চপ খাবেঃ)

    তুমি নিজের জম্মোদিন পর্যন্ত অপিক্ষে করো, পাঁচ ঝুড়ি চপ পাঠাবোখনঃ)
  • kumu | ২৯ জুলাই ২০১১ ১৪:৪৫ | 122.160.159.184
  • মিঠু,ইন্দোকে অত আলুচ্চপ দিওনি।
    ও গোটা দুয়েক খাক,বাকীটা যারা হেপি বাড্ডে বলচে তাদের।
  • m | ২৯ জুলাই ২০১১ ১৪:৩৩ | 117.194.35.164
  • রবীন্দ্রভারতীতে ছাত্রের হাতে একজন কর্মীর মৃত্যু। বিটিরোড ক্যাম্পাসে প্রচন্ড উত্তেজনা।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত