এদিকে আমার আবার তৃণমূলের মন্ত্রীদের মধ্যে একমাত্র ভাল লাগছে ব্রাত্য বসুকেই। কথায় কথায় ""মুখ্যমন্ত্রীর নির্দেশ'' টাইপের ভাট দিচ্ছেননা। শিক্ষাব্যবস্থাটাকে নিয়ে একটু সিরিয়াস ভাবনাচিন্তা করছেন বলে মনে হচ্ছে। প্রেসিডেন্সি বাঁচাও আন্দোলনে লোকটা সামনে নেই। মোদ্দা ভাবে ব্রাত্যবসুকে বেশ ভাল লাগছে।
nyara | ৩০ জুলাই ২০১১ ১৪:০৫ | 122.167.172.70
বুদ্ধদেব ভটচায থাকা সত্বেও নাটক-টাটক লেখা, তৃণমূলের হয়ে কথা বলা ও মন্ত্রী হওয়া ইত্যাদি নানরকম গর্হিত কাজ করেছে, এটা মেনে নিয়েও ঠিক বুঝলাম এই ইন্সিডেন্টে দুকুরদি শিক্ষামন্ত্রীর ওপর এত চটে গেলেন কেন।
তবে দুকুরদির সঙ্গে একমত মাত্র মাস-দুয়েক এসে শিক্ষাক্ষেত্র একেবারে ভিশাস করে দিয়েছে তৃণমূল। তার আগে শিক্ষাক্ষেত্রে প্রকৃত ব্রহ্মচর্যাশ্রমের আবহাওয়া ছিল, স্যানস হরিণ। তিন মাস আগেও ক্যাম্পাসে পলিটিক্স, মারপিট এসবের কথা ভাবাও যেত না।
bb | ৩০ জুলাই ২০১১ ১৩:০৬ | 117.195.178.184
কুমুকে ডিটো। রাজনৈতিক রং না দেখে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়া হোক যাতে লোকে এই কাজ করার আগে দু'বার ভাবে। কোন মানুষকে যেন এইভাবে প্রিয়জন না হারাতে হয়।
kumu | ৩০ জুলাই ২০১১ ১২:২০ | 122.160.159.184
অদ্ভুত আঁধার। জনতার মন থেকে দুদিনেই মুছে যাবে,কিন্তু যার প্রিয়জন যায়,তার যায়।
Du | ৩০ জুলাই ২০১১ ১০:১৪ | 14.96.10.189
Chanda, the assistant professor, told The Telegraph that he was being falsely implicated. I was taking a viva exam on the first floor and came down after hearing a commotion. I tried to separate the two groups. But they are accusing me of carrying a gun and instigating the students. These are false allegations, Chanda said.
The students of our department do not participate in campus politics and this is not taken well by the union. Earlier also, we were never a part of the SFI-ruled union. Hence they have a grudge against us. We are being framed. Why would we want to kill someone? asked Subhojit Das, one of the accused. তার পরে
Rabindra Bharati has so far remained a Left stronghold despite the tectonic shift on the political landscape. A year ago, the campus was rocked by a clash between the Trinamul-led students wing and the SFI.
Nandi had been a leader of the Left-backed Rabindra Bharati University Karmi Sangstha but had recently switched to the Rabindra Bharati Karmachari Samity, a new union formed by rebel CPM members. তার পরে
State higher education minister Bratya Basu, who visited the campus after the arrests, voiced his concern on the growing incidence of violence and sought to depoliticise educational institutions.
Whether the students were SFI supporters or the victim a Trinamul supporter is immaterial. This is a shameful incident. We should rise above party politics and see that such incidents never recur, Basu said. মিনিস্টারের কথাটাই টিভিতে শোনা যাবে। কত মহান উনি।
Du | ৩০ জুলাই ২০১১ ১০:১১ | 14.96.10.189
অরন্য , এখন আমি রেনবো ফ্লীক ম্যাস্টার করে নিয়েছি ঃ)) এখানে পাড়ায়, স্কুলে তো খেলে। দেখি কমপিটিটিভ কিছু আছে কিনা ছোটদের, স্টেডিয়ামে বোধহয় কিছু একটা আছে ভর্তি করা যায় কিনা দেখবো।
http://www.anandabazar.in/30cal1.html ছাত্র না, শিক্ষাকর্মী। sfi হোক কি না হোক, ধরে নেওয়া যায় এটা অনিচ্ছাকৃত হত্যাই। কথায় কথায় আমরা যখন বলি অমুককে কেলিয়ে পাট করে দেওয়া উচিত, তমুককে.. সে আমাদের চোখে যাই অপরাধ করে থাকুক না কেন, এই পরিণতির সম্ভাবনা মাথায় রাখি কি ? এই পরিণতি নিশ্চয় চাই না।
হুঁকোদা নিশ্চয় গুরু পড়েন। প্রশ্ন ছিল। আপনি তো বন্দুক রাখার অধিকারের সপক্ষে। সেটা হলে এইরকম কেস আরো কত বেশি হত বা এই ধরণের কেসে আরো ফ্যাটালিটি আসতো বলে মনে হয় না কি?
pi | ৩০ জুলাই ২০১১ ০২:৪৩ | 128.231.22.99
চোখ ঠিকই আছে। ভোর হয়ে গেছে তো।
sayan | ৩০ জুলাই ২০১১ ০২:১৮ | 115.184.38.147
হয় আমার চোখ খারাপ হয়েছে নইলে এখন অলরেডি ভোর। দুদ্দুর!
ও আকা, যাও না একটু টইতে টুইয়ে এস--দেখি তোমায় কি নাম দেয় টইভুত ;-))
aka | ৩০ জুলাই ২০১১ ০২:০২ | 168.26.215.13
এ কোন শুক্কুরবার!!!! ওদিকে ডেট শিলিং আর এদিকে মিটিং মিছিল।
Nina | ৩০ জুলাই ২০১১ ০২:০০ | 12.149.39.84
হা হা হা হা তুই সভ , আর আমি গভ--হা হা হা আবার একটা গভ নই শত ঃ-))))))গভশত। বেদম ব্যস্ত, লেখার সময় পাচ্ছিন--কিন্তু রোব্বার থেকে মনে হয় সময় পাব---বুঝলি সভ ;-) আর কোথায় গান দিয়েছিস?
sayan | ৩০ জুলাই ২০১১ ০১:৫৯ | 115.184.38.147
আশা করি এখনও স্পেল কাটেনি। তাই আরও একটি রইল -
pi | ৩০ জুলাই ২০১১ ০১:১৯ | 128.231.22.99
আর তার জন্য আমিই দায়ী ঃ( আর ক'বার যে এই ভুল করবো ! ঃ((
আর কি, চলুক অক্ষমভঁড়। ঐ টইতে এখন লেখাও হবে। নামবে বলে মনে হয় না। আমিই লিখবো ঃ) তুমিও লিখো কিন্তু।
ও হ্যাঁ, ইস্নিপ্সে একটা জুড়েছি।
Nina | ৩০ জুলাই ২০১১ ০১:১৪ | 12.149.39.84
পাই, তোর নামের লিস্টির ডায়েরি নিয়ে টই পালিয়েছে আর কি করছে দেখ সব্বাইকে তার থেকে নাম দিচ্ছে ;-))
Nina | ৩০ জুলাই ২০১১ ০১:১২ | 12.149.39.84
এই রে আবার টই পেগেলেছে---
achintyarup | ৩০ জুলাই ২০১১ ০০:২৫ | 121.241.214.38
আরে ডাগদার শুভ জন্মদিন। একটুর জন্যে দেরি হয়ে গেল যদিও। কিন্তু সারা বছর ভালো থেকো, ভলো লেখো
pi | ২৯ জুলাই ২০১১ ২৩:০২ | 128.231.22.99
রবীন্দ্রভারতীর ছাত্র ( অনিচ্ছাকৃত হত্যা হতে পারে) হত্যা নিয়েও কিছু শুনলাম। মানে, হত্যাকারী সম্বন্ধে। গুজব কিনা ভাবছি।
aranya | ২৯ জুলাই ২০১১ ২২:২৬ | 144.160.226.53
দু, ছেলে এখনও ফাটাফাটি সকার খেলছে তো?
pi | ২৯ জুলাই ২০১১ ২২:০৬ | 128.231.22.99
তাদের ক'টা হাত, ক'টা পা, ক'টা নাক, কিছু জানা গেল কি ?
Du | ২৯ জুলাই ২০১১ ২২:০১ | 14.99.102.155
চারদিকে গুজব চলছে বিধান হাউসিং এর ডাকাতরা ধরা পড়ে গিয়েছে।
pi | ২৯ জুলাই ২০১১ ২১:৫২ | 128.231.22.99
নতুন টই উপস্থিত। এবার আপনারা ওখানে গিয়ে হাজিরা দিন ঃ)
Arpan | ২৯ জুলাই ২০১১ ২১:০১ | 112.133.206.18
কিছু তো করা অবশ্যই দরকার। ফার্স্ট সেকন্ড এইসব র্যাঙ্কিংও তুলে দেওয়া দরকার। বাকিটা বিশেষ-অজ্ঞরা বলবেন। ঃ)
rimi | ২৯ জুলাই ২০১১ ২০:৫২ | 168.26.215.135
ধুর ঐ টইতে আর কিছু লেখা যাচ্ছে না।
যাক, অপ্পন, এখানেই বলে দি, অবশ্যই শিশুর মতামতকে সম্মান জানানো উচিত। মায়েদের ক্লাস থ্রিতে ফাইভের পড়ানো বন্ধ হওয়া উচিত। কিন্তু কি ভাবে?
একটা খুব সহজ উপায় হল স্কুল থেকে একটা নিয়মাবলী ছাপানো। কিম্বা কি ভাবে বাচ্চাকে বাড়িতে পড়ানো হবে সে ব্যপারে ক্লাস টিচারও একটা গাইডলাইন দিতে পারেন। এসব কিছুই না হলে যেটা করা যায়, বাবা মা দুজনে একদিন একসঙ্গে বসে আলোচনা করে, পরস্পরকে দোষারোপ না করে, নিজেরাই একটা গাইডলাইন তৈরী করতে পারেন। দুশ্চিন্তা কমলেই বকাবকি কমবে - পিরিয়ড।
মোবা দিবসে মুখ্যমন্ত্রীর ভাষণে উল্লেখিত হলেন এক জনপ্রিয় খেলোয়াড়ের নাম। তার নাম ব্যারোটা।
ওই ভাষণেই আরো জানা গেল সৃঞ্জয় বসুর ডাক নাম টুম্পাই।
ঃ |
Netai | ২৯ জুলাই ২০১১ ১৮:১৫ | 121.241.98.225
একটা হাত আর একটা তলা ছেঁটে দিয়েছি।
Netai | ২৯ জুলাই ২০১১ ১৮:০৯ | 121.241.98.225
ধাঁধাটা টইতে তুলে দিলাম
Netai | ২৯ জুলাই ২০১১ ১৭:৫১ | 121.241.98.225
মিনিমান কত ট্রাই চাই সেটা বার করার জন্য ডিম ভাঙা জরুরি নয়। না নেত্যর। না আপনাদের।
Netai | ২৯ জুলাই ২০১১ ১৭:৪৭ | 121.241.98.225
ওহ। এখখানা হাত এক্সট্রা দেখছি। কেটে ফেলে দ্যান।
sayan | ২৯ জুলাই ২০১১ ১৭:৪৩ | 121.242.29.160
ঃ-)))))))) দেন সামওয়ান প্লিজ ক®¾ট্রাল+সি হিম।
rpn | ২৯ জুলাই ২০১১ ১৭:৪১ | 202.91.136.71
এক হাত দিয়ে অন্য হাতটা গুনলে প্রোগ্রাম উইল রান ইনটু ইনফাইনাইট লুপ।
sayan | ২৯ জুলাই ২০১১ ১৭:৩৮ | 121.242.29.160
এখনও নিজের হাত গুনতে ব্যস্ত! গুনুক। গোনা হলে, বিল্ডিঙে রুমহিটার অবশ্যই থাকবে, ওতে ফটাফট ডিম সেদ্ধ করে নাও। তাপ্পর আর কী, আমাকে ফোং কোরো, বাকি কাজটা নাহয় করে দেবো।
rpn | ২৯ জুলাই ২০১১ ১৭:৩৭ | 202.91.136.71
ডিম ভাঙলে রাজা ব্যাংভাজা খাবেন।
sayan | ২৯ জুলাই ২০১১ ১৭:৩০ | 121.242.29.160
শ্রীনিতাই'এর পোস্টের তিন্নং ছেন্টেন্ছ্ -- মোট কটা হাত?
kumu | ২৯ জুলাই ২০১১ ১৭:২৮ | 122.160.159.184
ডিম হাত থে পল্লেই ভেঙে ছেতড়ে যাবে,ওতে আর দেকাদেকির কী আচে। আর মাটিতে ফেলে ডিম ভাঙলে রাজামশাই কী খাবেন?তকোন ঐ এক্ষপেরিমেন্ট হয়তো নেত্যর মুন্ডু দিয়েই করা হবে।
ও হ্যাঁ, ২০/০৬ এ দুটো শূন্য। আমি বলেছি ৪টের ভেতর মাত্র একটা ডিজিট ০ এবং সেটা বাদ দেয়া যায় না। নিজে কোশ্নোটা আধখেঁচড়া পড়েছ সেটাই বলো।
Netai | ২৯ জুলাই ২০১১ ১৭:১২ | 121.241.98.225
রাজা খায় ডিমভাজা। ভৃত্য নেত্যহরি তাই লাফাতে লাফাতে আসচে। হাতে ধরা দুহাতে হাতে দুই ডিম। প্রাসাদে ঢোকার মুখে থমকে দাঁড়ালো নেত্য। রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ নেই নেই। রাজপ্রাসাদ এখন বদলে গিয়ে হয়েছে লেটেস টেকনোলোজির ১০০ তলা উঁচু বিল্ডিং। নেত্য বিস্ময়ে দুচোখ ভরে দেখলো বিল্ডিং খান। তার মনে হটাৎ উদয় হল অদ্ভুত প্রশ্ন। কত তলা উচু থেকে ডিম পড়লে ডিম ভাঙবেনা এটা সে জানতে পারবে সবচে কম কতবার ট্রাই নিয়ে। হাতে মাত্র দুটো ডিম।
Kaju | ২৯ জুলাই ২০১১ ১৭:১১ | 59.163.201.173
ওফ আর কতবার বলব চাট্টে ডিজিটই অপরিহার্য ! ২০/০৬ এ সেটা satisfy করছে?
২০/০৬ এ সেকেন্ড ০ টা কি অপরিহার্য? ওটা ২০/৬ করে লেখা যায় না? ওখানেই তো বাদ হয়ে গেল ওটা। পারোনি তাই বলো। দে-দি আজ ২৮ ধরেই ভুল বলেছিল। না হলে তো রাইট।
de | ২৯ জুলাই ২০১১ ১৭:০৮ | 59.163.30.2
আক্কা কাজুকে অ্যাতো ভয় পাওয়ার কি আচে? চাট্টি গাঁট্টা মারতে "কে কোথায় আছিস" বলে হাঁক পাড়তে হবে? :))
de | ২৯ জুলাই ২০১১ ১৭:০৪ | 203.197.30.4
কাজু য্যানো বাজারে ইলিশমাছ কিনছে আর নেতাই য্যানো মাছওলা :))
aka | ২৯ জুলাই ২০১১ ১৭:০৩ | 24.42.203.194
একে কাজু ভুল ধাঁধা দেছে তার ওপরে গলাবাজি করছে কে কোথায় আছিস কাজুকে চারটি গাঁট্টা মারো দেখি। বলি ২০/৬ এর ২০ র শূন্যটা কি উবে যাবে?
Kaju | ২৯ জুলাই ২০১১ ১৭:০২ | 59.163.201.173
হ্যাঁ ৪ঃ৪৯ পোস্ট হবার সময় লিখছিলাম। আমার কোচ্চেন ঠিক ছিল বাবা, হুঁ হুঁ, যতই বলো।
নেতু ভালো দেখে দাও একখানা।
de | ২৯ জুলাই ২০১১ ১৭:০০ | 59.163.30.3
নেতাই,
আমার মতো পাবলিককে তাজ অব্দি নে' যাওয়ার কতা বলেচে কুমুদি তাইতেই আমি ধন্য! :))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন