এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১১:৩৫ | 123.242.248.130
  • আমি শাঁখ বাজাতে পারব। কিন্তু বাজাব না।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১১:৩৪ | 122.160.114.85
  • আমি ঘণ্টা নাড়াতে/বাজাতে পারব । কিন্তু শাঁখ পারব না আগেই বলে দিচ্ছি ।
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১১:৩৩ | 123.242.248.130
  • আমার্তো সুপ্রাচীন কাল থেকেই দশটা করে হলিডে।

    বউয়ের (কেসচা) দশটা গেজেটেড হলিডে, আর দুটো রেস্ট্রিক্টেড হলিডে। সবশুদ্ধু বারোটা।
  • kumu | ০৪ আগস্ট ২০১১ ১১:৩২ | 122.160.159.184
  • কাজের কথা কইলাম,তার জবাব নাই।
    ছুটি,ছুটি সব করে হেদিয়ে গ্যালো!
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১১:২৬ | 121.244.209.245
  • নেতু ১২ কোথায় দেখলে? ১০ ই তো সব্বত্তর।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১১:২৫ | 121.244.209.245
  • আমাদেরও তাই। দুগ্গোপুজোতে চাট্টে গেছে। সেই ভালো শুক্কুর্বারের পর থেকে ছুটি-ই পাই নাই। ম্যাঞ্জারটাও এক নম্বরের (পিঁক)।
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১১:২২ | 121.241.98.225
  • আমার জানামতে সরকারী নিয়মানুসারে সব কোং ই বছরে মিনিমাম ১২ টা হলিডে দিতে বাধ্য।
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ১১:১৯ | 122.167.209.136
  • দুখে, আনন্দ পাবলিশার্স
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১১:১৮ | 123.242.248.130
  • দশটা হলিডে। বাইশটা লিভ।
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১১:১৫ | 121.241.98.225
  • ওয়াক্কাস মীরের লেখার নীচে কুলদাবাবুর আঁখোদেখা হাল চলছে তো পাকিস্থান টইতে। উপরেই রয়েছে।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১১:১৩ | 122.160.114.85
  • থ্যাংকু ব্যাং । পাবলিশার বলা যাবে ?
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১১:১২ | 59.163.201.173
  • কুমুদি শুধু আল্পনা পারেন, বাকিগুলো একদম না? পারলে আর বন্ধুর সাথে শেয়ার কত্তে হত না। একা দুহাতে ইনকাম। ;-)
  • dd | ০৪ আগস্ট ২০১১ ১১:০৭ | 124.247.203.12
  • আমার চাই, বুলবুল ভাজার টই যেখানে ওয়াক্কাস মীরের ল্যাখাটা নিয়ে আলোচনা হয়েছে। সেটাকে টেনে হিঁচড়ে উপরে তুলতে হবে।

    আমি সার্চ বাটন দাবালে গোল গোল হয়ে চাকা ঘুড়ে যায়, শেষটায় কেমন ঝাপসা মতন হয়ে এলিয়ে পরে। আমি আর ঘাঁটাতে চাই না।
  • Kaju | ০৪ আগস্ট ২০১১ ১১:০৬ | 59.163.201.173
  • সিঠুদের ডিঃ ছুটি কটা টোটাল?

    আমাদের (পিঁক) আজাদি কে দিন এতকাল পর একটা ছুটি, তারপর সেই দুগ্গোপুজো।
  • kumu | ০৪ আগস্ট ২০১১ ১১:০৬ | 122.160.159.184
  • অ ডিডিদা,ডিডিদা,ডিডিদা গো-ও-ও,
    আমি আল্পনা পারি,আমার এক ঘনিষ্ঠ বন্ধু আছে,সে বাকী সব কাজ পারে,পেরায় কুড়ি বচ্ছর ধরে করে আসচে।
    কোংটা খুলে দ্যান্না,আপনি সিইও।
    তাইলে রোজ রাত আট্টা অবদি আপিসে ঘষটাতে হয় না।
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ১১:০৬ | 122.167.209.136
  • দুখেকে একটা বই সাজেস্ট করলাম (জানি না, অলরেডি পড়া কিনা) - কিশলয় ঠাকুরের লেখা পথের কবি।
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ১১:০৫ | 122.167.209.136
  • ইতুপুজো তো এখনো হয় অনেক বাড়িতে কাত্তিক সংক্রান্তি থেকে অঘ্রান সংক্রান্তি।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১১:০৪ | 122.160.114.85
  • আঃ - অনুবর্তন, অনুবর্তন ।
    বিভূতিভূষণ লোকটা এই পৃথিবীর ছিল বলে মনে হয় না ।
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ১১:০৩ | 122.167.209.136
  • ঘন্টাকর্ণ পুজো শুনে সেই অনুবর্তনে মাস্টারদের ছুটি চাওয়ার গল্প মনে পড়ে গেল।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১১:০২ | 122.160.114.85
  • দিদি তো শ্রাদ্ধশত পুজোর ছুটি দিয়ে এ রাজ্যে তিনটে লং উইকেন্ড করে দিয়েছে ।
  • dd | ০৪ আগস্ট ২০১১ ১১:০০ | 124.247.203.12
  • গেরস্তো বাড়ীতে অতো পুজো আচ্ছার হ্যাঁপা কে সামলাবে ? তবে একটা যদি ইভেন্ট ম্যানেজমেন্ট কোং খুলতে পারো,যারা এসে আল্পনা দেওয়া,উলু দেওয়া,শাঁখ বাজানো, সিন্নি বানানো এসব ই আইটেম বাই আইটেম করে দেবে মায় সাষ্টাংগে প্রনাম ( এট্টু এক্সট্রা খচ্চা লাগবে) তাহলে গরস্তর আর কোনো ঝামেলি ই থাকে না।

    তেমন হলে মনসা পুজো,ইতু পুজো,ঘন্টাকর্ন সবেরই রিভাইভ্যাল সম্ভব।
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১১:০০ | 123.242.248.130
  • এমাসে তিন্টে ছুটি আছে। দুটো লং উইকেন্ড। জামা মসজিদের ইমাম দয়া করলে তিন্নংটাও লং উইকেন্ডে পড়ে যেতে পারে।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১০:৫৮ | 122.160.114.85
  • ছোটবেলায় মনসার পালা গাওয়া হত । মিনি যাত্রা গোছের । ভাড়া করে আনা হত । সেসব জীবিকা এখন উঠে গেছে বোধহয় । সুরের একটা প্যাটার্ন ছিল । আর যে ন্যাড়ার (চাঁদ সদাগরের চাকর?) পার্ট করত, সে বেশ বখশিস পেত মনে আছে । মানে জামায় টাকা গুঁজে দিত লোকে ।
  • Du | ০৪ আগস্ট ২০১১ ১০:৫১ | 14.96.154.206
  • ঃ)
    ব্যাপারটা হল সবই গেরস্ত বাড়ীতে কমেছে, কিন্তু পাইকিরি হারে বেড়েছে। তেমন মনে হয় না? তিনমাস আগে থেকে সল্লেকের সব পার্কে কুশ্রী বাঁশের প্যান্ডেল। সবেতেই একটা বাড়াবাড়ি রকমের জাঁকজমক।
  • dd | ০৪ আগস্ট ২০১১ ১০:৪৪ | 124.247.203.12
  • আমাদের ছোটোবেলাতেও গেরস্থ বাড়ীতে মনসার পুজো হতো। হাটে বাজারে মনসার ছাঁচের মুর্ত্তি বিক্রি হতো, পাঁচ মাথা সাপের মুর্ত্তি। এখন যেমন লক্ষী ও সরস্বতীর মুর্ত্তি বিক্কিরি হয়।

    কিন্তু তখনই ইট ওয়াজ ডিক্লাইনিং। নইলে আজ একটা ছুটি পেতেন পচ্চিম বংগে।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১০:৩৯ | 122.160.114.85
  • ফান্ডাটা কী ? কলিগকে দুধ ক্ষীর খাওয়াতে হয় নাকি ?
  • Du | ০৪ আগস্ট ২০১১ ১০:৩৮ | 14.96.86.56
  • ভোলেবাবা আজকাল বিশাল বিশাল যেন ভি শান্তারামের ছবির সেটের মতন ট্যাবলো নিয়ে পার হন।
    ডিডিদার স্বপ্ন শুনে আমি ছোট করে দীর্ঘশ্বাস ছাড়লাম । অনেক বছর পরের প্রবন্ধে মানবিকতার ঢপটাও থাকবে না, তখন প্রবন্ধ শুরু হবে ধর্মই সকল কিছুর সারাৎসার দিয়ে ঃ৫ দিয়ে
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১০:২১ | 123.242.248.130
  • ক্ষী ক্ষোরাক!!

    আমার থেকে থেকেই বেদের মেয়ে জোস্‌না সিনেমাটার কথা মনে পড়ে যাচ্ছে। ঃ-)
  • byaang | ০৪ আগস্ট ২০১১ ১০:১৯ | 122.167.210.110
  • ঃ-))
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১০:১৫ | 121.241.98.225
  • ঃ)
    সিকিদার কথা শুনে আমিও পাশের ডেস্কে জিগালাম-'স্যার, ক্ষীর বীর লায়ে হো কা?'
    -'ক্ষীর তো নেহী লায়ে পর দুধ লায়ে হ্যায়। পিয়োগে?'
    -'দুধ কিউ পিলা রহে হো?'
    -'আজ নাগপঞ্চমী।'
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১০:১০ | 123.242.248.130
  • ভোলেবাবা গত শুক্কুরবার লাস্ট পার করে গেছেন। আমরা হাঁফ ছেড়ে বেঁচেছি।
  • siki | ০৪ আগস্ট ২০১১ ১০:০৯ | 123.242.248.130
  • নেতাইকে নকুলদানা।

    ক্ষীর আনার কারণ শুনে আমি আরেকবার ধপাস করে পড়লাম। ছেলেটা কীরকম অবিশ্বাসীর চোখে তাকিয়ে ছিল আমার দিকে, যখন আমি বললাম, নাগপঞ্চমী কী কেন এবং কবে আর তার সাথে ক্ষীরের কী সম্পর্ক, আমি সত্যিই জানি না।
  • Netai | ০৪ আগস্ট ২০১১ ১০:০৮ | 121.241.98.225
  • আজ নাগপঞ্চমী।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ১০:০৬ | 122.160.114.85
  • ভোলে বাবা পার করেগা ?
  • siki | ০৪ আগস্ট ২০১১ ০৯:৫৭ | 123.242.248.130
  • হয় নি, হয় নি।

    এই ধাঁধায় কুড়ি নাই। গুগুল থাকতে পারে, উইকিপিসি থাকতে পারে।

    ক্লুঃ আজ একটি বিশেষ ফেস্টিভাল, মূলত নর্থ ইন্ডিয়াতে মানানো হয়।
  • dukhe | ০৪ আগস্ট ২০১১ ০৯:৫২ | 122.160.114.85
  • কুড়ির ফেয়ারওয়েল ? কিন্তু রাজমার বদলে ক্ষীর কেন ?
  • siki | ০৪ আগস্ট ২০১১ ০৯:৩৯ | 123.242.248.130
  • আজ আমার টিমের ছানা এসে আমার ওপর ঝাঁপিয়ে পড়ল, সার আজ ক্ষীর-বীর লায়ে হো কেয়া?

    আমি তো ধপাস! ক্ষীর আনতে যাবো কেন? (ক্ষীর মানে পায়েস)। কিশোরকুমারের জন্মদিন আজকে, আমার তো নয়!!

    বলেন দেখি, কেন আজ ক্ষীর আনতে হয় আপিসে? ... এইটাই আজগের ধাঁধা।

    সবাই মাথার চুল ছিঁড়ুন।
  • siki | ০৪ আগস্ট ২০১১ ০৮:৩৫ | 123.242.248.130
  • কোথায় কোথায়? পাইয়ের বাক্সে?
  • Paramita | ০৪ আগস্ট ২০১১ ০০:৫৪ | 198.95.226.40
  • অনুগত জনে শুনছি।
  • sayan | ০৪ আগস্ট ২০১১ ০০:৪৯ | 115.184.40.125
  • আরে জেগে আছো? ওটা হয়ে গেছে। লেট'স মীট টুমো। ফোনাবো।
  • Paramita | ০৪ আগস্ট ২০১১ ০০:৪৭ | 198.95.226.40
  • পাই-এর গানের লিংক-ট কেউ দাও না।
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ০০:৪৪ | 122.252.231.10
  • কাল ফোং করিস। এখন ঘুনু কত্তে যাই।
  • ppn | ০৪ আগস্ট ২০১১ ০০:৪৪ | 122.252.231.10
  • কী রে কেমন গেল?
  • sayan | ০৪ আগস্ট ২০১১ ০০:৩৭ | 115.184.40.125
  • কোথাও না কোথাও, কোনও না কোনও শহর সারারাত শুধু জেগে থাকে। এসব ছেড়ে পালালেই হয়!
    আপনারা সবাই খুশী থাকুন, সবাইকে খুশী রাখুন। আর, গান শুনুন --
  • siki | ০৩ আগস্ট ২০১১ ২৩:৪৩ | 80.239.243.126
  • সিকিনির আপিসে সবাই মিলিটারি ... সোনি কুড়িও নাই, সোনা মুন্ডাও নাই, সঅব তাসের দেশের দুরি তিরি নহলা দহলার দল, বুক চিতিয়ে হাঁটে, ডাইনে বাইনে চাইনে চাইনে।

    ণ্নাহ্‌, ঘুনু কত্তে যাই।
  • pi | ০৩ আগস্ট ২০১১ ২৩:৩৯ | 72.83.100.43
  • চোকের বালির নাকি একটা হিন্দি অনুবাদ বেরিয়েছে। 'আঁখ কি কির্কিরি' ? সত্যি ?
  • de | ০৩ আগস্ট ২০১১ ২৩:২৫ | 120.62.161.253
  • বৃক্ষ ও তার তলদেশ সম্বন্ধিত মিথটি মনে পড়িয়ে দিলো!
  • Nina | ০৩ আগস্ট ২০১১ ২৩:২২ | 12.149.39.84
  • ধ্যুততেরি তাইলে সিকিনির আপিসের সোণি-মুন্ডা কি করে ;-)
  • siki | ০৩ আগস্ট ২০১১ ২৩:২০ | 122.162.75.242
  • কী করে আবার কী? আমাদেরই আপিসে চাগ্রি করে!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত