এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ০৬ আগস্ট ২০১১ ১৫:৫৪ | 178.61.96.29
  • সমরেশ মজুমদার সাধারণ লোক বলেই ওনার ভাল লেগেছে।

    আর জেনেগণকে সিঁফোর পোস্ট সম্পর্কে সতর্ক করে দেওয়াটা আমার চণ্ডালিয় কর্তব্য বলে মনে করি। মহায়রা, সিঁফো, তিমি, দীপু, অক্ষদা, ওমনাথ এরা যে লেভেলের সিনেমা দ্যাখে, ওই লেভেলে উঠতে গেলে বেশ সিরিয়াস সাধ্যসাধনার দরকার আছে বলেই মনে হয়। এই লাইনে এঁরা ৫% নয় এক্কেরে 0.৫%।

    সুতরাং সাধু সাবধান। ঃ-))
  • kumudini | ০৬ আগস্ট ২০১১ ১৫:২৫ | 122.160.159.184
  • সমরেশ মজুমদার তো আবাপতে ইতি মৃর ব্যাপক পোসোংশা কল্লেন।
  • ppn | ০৬ আগস্ট ২০১১ ১৫:০৭ | 112.133.206.18
  • যাক সিফোঁ গভীর মর্মপীড়া (সিনেমাটি দেখা থেকে নিজেকে বঞ্চিত করা) থেকে বাঁচিয়ে দিল। দেখা হলে ওই পয়সায় খাইয়ে দেব।
  • sayan | ০৬ আগস্ট ২০১১ ১৪:৫৭ | 115.242.132.82
  • দুখে ঃ-)))
  • dukhe | ০৬ আগস্ট ২০১১ ১৪:১৮ | 117.194.242.58
  • সিনেমায় এত কবিতা ঢোকাচ্ছে কেন লোকে । এবার তো কবিতার লিঙ্কও ইউটিউব থেকে দিতে হবে । শিগগিরি 'সব সিনেমাই একেকটি ঢপের চপ' বলে টই খুলতে হবে দেখছি ।
    পদে পদে মিল খুঁজে গুণে দেখি চোদ্দ -
  • kumu | ০৬ আগস্ট ২০১১ ১৪:০৭ | 122.160.159.184
  • সিকি,থাংকু।
  • lcm | ০৬ আগস্ট ২০১১ ১৩:৪৫ | 69.236.187.211
  • সেবার সেই যুগান্ত বলে একটা সিনেমা দেখতে শুরু করেছিলাম। কি ঘুম পেল, আর কি ঘুম ঘুমোলাম, ঘুম ভাঙতে দেখি অঞ্জন দত্ত সমুদ্রের কালো ঘোলা জলে মাছ ধরছে, আর কি সব মড়া পাখি টাখি। সিনেমাও শেষ। যুগান্তই বোধ হয়।
    জাপানিজ ওয়াইফ - একটুও দেখা হয় নি। বৌ ডিভিডি চালিয়েছিল, ব্যাকগ্রাউন্ডে জাপানি সুর, সিওর গভীর ঘুম হবে।
  • sayan | ০৬ আগস্ট ২০১১ ১৩:৩৪ | 115.242.132.82
  • সিঁফো, থ্যাঙ্ক্যু। রিলায়্যান্স নেটকানেক্টে আমার সাড়ে তিনশো এমবি বাঁচিয়ে দিলি। ঃ-)
  • lcm | ০৬ আগস্ট ২০১১ ১৩:০৬ | 69.236.187.211
  • দ্বিতীয়টাও কি তেমন খুঁজে পাওয়া গেছে।
  • siki | ০৬ আগস্ট ২০১১ ১৩:০৫ | 80.239.243.196
  • পটাশম্যাম, ইতি মৃণালিনী চলছে পিভুআর নারায়না বা রাজৌরি গার্ডেনে। পিভিআরের সাইটে একটু দেখে নিন।
  • sinfaut | ০৬ আগস্ট ২০১১ ১২:৫৬ | 117.194.244.204
  • ইঃ মৃ র মতন ন্যাকা ঢপের সিনেমা অটোগ্রাফও নয়। অপর্ণার একটা পরিচিতি আছে বুদ্ধিদীপ্ত এবং সুন্দরী বলে। আমি প্রথম গুণটি অনেক খুঁজেও পাইনি। সেই এক বস্তাপচা কচি নকশাল যুবকের পোর্ট্রেয়াল, যারা একবার অন্তত 'ব্যাটা বুর্জোয়া' কথাটা বলবেই। এবং ক্লিশে হয়ে যাওয়া মৃত্যু দৃশ্য - কুয়াশামাখা ময়দানে পুলিশের গাড়ি থাকিয়ে নামিয়ে পিছন থেকে গুলি। এবং সেই সময়ের কলেজ স্ট্রিটে এখনকার কম্পিটিটিভ এক্সামের বই বিক্রি হচ্ছে। শুধু শট গুলো সেপিয়াতে তোলা আর মাঝে মাঝে দেওয়ালে টকটকে লাল রঙে লেখা ঝকঝকে নতুন নক্সাল পোস্টার। মাগো আর কত দেখব। আর নিজের জীবন হল তিনটি পুরুষের সাথে সম্পক্কের জীবন। তাদের মধ্যে যারা শরীরী সম্পক্ক করেছে তারাই শেষমেষ বেশ বাজে, আর শুধু যে পুরুষ নানাসময় তাল মিলিয়ে কবিতা আউড়ে গেল এবং দায়িত্ববান থেকে গেল সে অরোভিল থেকে প্রায়ই 'আমি আসছি' জাতীয় প্রফেট বাণী দিয়ে চলে আসেন, সে ভালো। নাইকা কক্ষনো খারাপ না, প্রতিবারই পরিস্থিতির স্বীকার।

    পাই,
    অপর্ণার পিকনিক বা ৩৬ চৌ লেন ভালো লাগে বলে কাউকে একঘরে করে দেওয়া হচ্ছে বলে তো শুনিনি। আর কেউ যদি একঘরে করে দিতেও চায়, তো সে দেশে থাকার আকাঙ্খাও বা কেন বুঝলাম না।
  • kumu | ০৬ আগস্ট ২০১১ ১২:৪৮ | 122.160.159.184
  • দুখে,ওসব কিচুটি নাই।আজ আবাপতে রিভিউ আছে।
    ডাগদারকে বলা হোক রিভ্যু লিকতে।
  • Paramita | ০৬ আগস্ট ২০১১ ১১:৫১ | 122.172.37.246
  • থাগ্গে।
  • kc | ০৬ আগস্ট ২০১১ ১১:৪১ | 178.61.96.29
  • তাইলে এবার ফেসবুকের স্পয়লারটা পড়েই ফেলুন। ওটাও বেশ ভালো লেখা।
  • Paramita | ০৬ আগস্ট ২০১১ ১১:৩৭ | 122.172.37.246
  • ইঃ মৃঃ চলে গেছে। অতএব আরো দশ বছর অপেক্ষা।
  • dukhe | ০৬ আগস্ট ২০১১ ১১:০৭ | 117.194.241.90
  • মারপিট কেমন আছে ? নাম শুনে তো ভরসা হয় না । ধাঁই ধাঁই করে পিটিয়ে ছুঁড়ে ফেলছে, ফলের গাড়ি উলটে গড়াগড়ি যাচ্ছে - আছে ?
    গোবিন্দা আছে নাকি ? রজনীকান্ত ?
    ডাগদারের রিভিউয়ের অভাবে কিছুই জানা যাচ্ছে না ।
  • kumu | ০৬ আগস্ট ২০১১ ১০:৫০ | 122.160.159.184
  • এত কথা শুনে ইতি মৃঃ দেখতে বড্ড ইচ্ছে হল,দিল্লীতে এলে কেউ এইখানে এট্টূ লিখে যেও।
    তিক্লুট,বহু পুরোন ছবি হসপিটাল,অগ্নীশ্বর, ছুটি-সবই তো আপ্নার ক্রাইটেরিয়া মিট কর্বে।

    মিতিনমাসীকে একটু কৃত্রিম মনে হয়,আর নিজের স্বামীকে অকারণে বড্ড তুচ্ছতাচ্ছিল্য করে কথা কয়,সেটা ভাল লাগে না।
  • nk | ০৬ আগস্ট ২০১১ ০১:১১ | 151.141.84.114
  • রামায়ণের জাপানী অ্যানিমেশন, খুব ভালো অ্যানিমেশন, আর সংলাপ(সংলাপ ইংরেজীতে) ও চমৎকার।
  • nk | ০৬ আগস্ট ২০১১ ০০:৫৩ | 151.141.84.114
  • তিলকূট না তিক্লুট ? এসবের মানেই বা কী?
  • pipi | ০৬ আগস্ট ২০১১ ০০:৪৬ | 66.205.169.20
  • kc,
    A tale of love and darkness by Amos Oz
  • ppn | ০৬ আগস্ট ২০১১ ০০:২৬ | 112.133.206.22
  • হ্যাঁ, শৌন্ডিকের সাক্ষী হল মদ্যপায়ী।
  • aka | ০৬ আগস্ট ২০১১ ০০:২৩ | 168.26.215.13
  • বোঝো! এদের সিনেমা ভালো লাগলে প্রকৃত ল্যালা সমাজে কবেই একঘরে করে দেওয়া হত। এনারা না ঘরকা না ঘাটকা।
  • nyara | ০৬ আগস্ট ২০১১ ০০:২২ | 122.172.37.246
  • আবার বলব? মিতাদিকে এসে আবার ক দিতে হবে।
  • ppn | ০৬ আগস্ট ২০১১ ০০:১৯ | 112.133.206.22
  • কত্ত কাজ। চোদ্দ ঘন্টা অফিসে কাটিয়ে এই এলাম। মাস ছয়েক এইরকম চলবে।

    এর মধ্যে কোথায় আর মৃণালিনী কোথায় আর মিতিনমাসি। রিসেশন এসে দরজায় কড়া নাড়ছে তাই নিয়ে অব্দি দু দণ্ড দুশ্চিন্তা করব তার ফুরসত পাচ্ছি না।

    সেদিন আবার ন্যাড়াদা তৃতীয় বিশ্বের শ্রমিকদের নিয়ে যেন কী সব বক্তব্য রেখেছিল!
  • pi | ০৬ আগস্ট ২০১১ ০০:১৮ | 128.231.22.99
  • পিছনে কত্ত পাতা লেখা হয়ে গেছে !

    ফরিদাদা , ঃ)

    ন্যাড়াদা, থ্যাঙ্কু। কীর্তন নিয়ে একবার আলোচনা হয়েছিলো মনে পড়ছিল, কিন্তু কোথায় সেটা খুঁজে পাচ্ছিলাম না।

    আর সেদিন মামী ইঃমৃ র স্পয়লার দিয়ে দিলো, আজ আকাদারা ঃ(
    এনিয়ে অবশ্য আমারো কিছু বলার ছিল, কিন্তু বড় বড় বাঙালী সিনেমাবোদ্ধাদের ইঃমৃ ফোবিয়া আর রিতুদা-রীনাদি অ্যালার্জি নিয়ে তক্কো করতে গিয়ে হাঁপিয়ে পড়েছি ঃ(

    এদের কোনো সিনেমা কোনো কারণে ভাল লেগে গেলে প্রকৃত আঁতেল সমাজে একঘরে টরে করে টরে দেওয়া টেওয়া হচ্ছে টচ্ছে ঃ)
  • kc | ০৬ আগস্ট ২০১১ ০০:০৫ | 178.61.96.29
  • এইত্তো পিপি এয়েছে। সেদিন যে একটা বইয়ের নাম করলে, ইজরায়েলের লেখক বোধ হয়, আরেকবার বলবে? বইএর নামটা?
  • r2h | ০৬ আগস্ট ২০১১ ০০:০৪ | 198.175.62.19
  • পুজো সঙ্খ্যা বেরিয়ে গেছে? পুজো চলে এলো? জাহ।
  • tiklut | ০৬ আগস্ট ২০১১ ০০:০১ | 24.7.46.152
  • আমার তো বেশ লাগে। একটু সবজান্তা ভাব, সেটা গোয়েন্দার অ্যাসোশিয়েটিভ প্রোপর্টি বলে ধরে নেই।
  • pipi | ০৫ আগস্ট ২০১১ ২৩:৫৯ | 66.205.169.20
  • কাউবয়েস অ্যাণ্ড এলিয়েন দেখতে গিয়ে হ্যা হ্যা করে খুব হেসেছি বলে লোকজন বলেছে আমায় আর কখনো সিনেমা নে যাবে নাঃ-(
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:৫৩ | 122.167.220.93
  • সুচিত্রাভট্টাচার্য্যর মিতিনমাসিকে আর টলারেট করা যাচ্ছে না।
  • tiklut | ০৫ আগস্ট ২০১১ ২৩:৫১ | 24.7.46.152
  • কেন? আমার তো আনন্দমেলার তিন চার খানা উপন্যাস পড়া হয়ে গেল। সুচিত্রা ভট্টাচার্য্য, সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা ভালই লাগল। আপনাদের কথার মধ্যে বলে ফেললাম, আসলে এখনি আনন্দমেলই পড়ছি কিনা।
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৯ | 122.167.220.93
  • আমি আগের হপ্তার সিলেবাস প্রায় শেষ করে এনেছিলাম। ইঃমৃঃ, ট্রী অফ লাইফ, স্মার্ফস, হিটলার টু গান্ধী, কাউবয়েজ অ্যান্ড এলিয়েনস, লায়ন কিং থ্রিডি।
    এই হপ্তায় কম সিলেবাস। তবে বহু আগের একটা বাকি থেকে গেছে ডেল্লিবেলি।
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৬ | 122.167.220.93
  • রিক্লাইনার, কম্বল, পপকর্ণের গামলা তো গোল্ড ক্লাসেই দেয়।
  • Paramita | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 122.172.37.246
  • এ গোল্ড ক্লাস সে গোল্ড ক্লাস না।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 128.231.22.99
  • তিকলুটকে কাল বলা হয়নি। পুরানোর ক্রাইটেরিয়াটা মিট করছে না বটে, কিন্তু এখানে অমনি এক খাপে খাপ সিন আছে ঃ
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৪ | 122.167.220.93
  • ধোবিঘাটে আমার কম্প লাগে নি। গোল্ড ক্লাসে কম্প লেগেছে।
  • siki | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪৩ | 80.239.242.149
  • আমায় কেউ ভালো বলল না। আমি ঘুমোতে গেলাম।
  • pi | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪১ | 128.231.22.99
  • ধোবিঘাট তো ব্যাপক লেগেছে।
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:৪০ | 122.167.220.93
  • খুব খারাপ আনন্দমেলাটা সেই জন্য। যেটাই পড়তে শুরু করছি, কোনো একটাও শেষ করতে পারছি না, তার আগেই পড়ার ইচ্ছে চলে যাচ্ছে।
  • tiklut | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩৮ | 24.7.46.152
  • কাল লেখা হয়ে ওঠেনি। kd কে অনেক ধন্যবাদ। আপনার দেওয়া শাপমোচনের লিংক মনোনীত হয়েছে।
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩৭ | 122.167.220.93
  • পাতা উল্টে পড়া করতে গিয়ে কম্প দিয়ে জ্বর এল। পিভিআরের গোল্ড ক্লাসে ধোবিঘাত! উরে বাবারে!
    আমি অবিশ্যি আজ আইনক্সে টিকিট কাটতে গিয়ে কাউন্টারের লোকগুলোকে রিসেশনের ভয় দেখিয়ে এলাম।
  • nyara | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩৬ | 122.172.37.246
  • ক্যাঁও?
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩৩ | 122.167.220.93
  • আরেকটা কথা, খুব জরুরি, কেউ এবছরের পুজোসংখ্যা আনন্দমেলা কিনবেন না, প্লিজ।
  • nyara | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩৩ | 122.172.37.246
  • এই - আমি, তুই, আকা, অর্পণ প্রমুখ।

    মানে যাদের ডিডিদা, কেডিদা, রঞ্জনদারা আপনি-আজ্ঞে করে কথা বলেন।
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩২ | 12.149.39.84
  • ঠিকাছে ব্যাঙ দেখব।
    এবার সত্যি সত্যি টা টা বাই বাই আজকের মতন।
  • kc | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩১ | 178.61.96.29
  • এখানে বুড়ো বলতে কবি কাদের মিন করছেন?
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:৩১ | 12.149.39.84
  • বালাই ষাট---বুড়ো কেউ না---আমিও না
    ঃ-))
  • byaang | ০৫ আগস্ট ২০১১ ২৩:২৯ | 122.167.220.93
  • এটা একটা নতুন সিনেমা নীনাদি, একটা ছোট্ট ছেলেকে নিয়ে।
  • nyara | ০৫ আগস্ট ২০১১ ২৩:২৮ | 122.172.37.246
  • আর আমাদের মতন বুড়োগুলো?
  • Nina | ০৫ আগস্ট ২০১১ ২৩:২৭ | 12.149.39.84
  • মেয়েগুলো সবাই খুব ভাল--ছেলেগুলো মাঝে মাঝে একটু ট্যাঁড়া ;-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত