এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • til | ১১ আগস্ট ২০১১ ১৭:৩৯ | 165.12.252.211
  • একটা কথা নির্ভয়ে বলি? কুমুবেন বার বার ৮০ কেজি, ১/১০ ইত্যাদি বলেন; তা আমার মনশ্চক্ষে কুমুবেনের একটা ভাবমূর্তি তৈরী হয়েছে।
    কেমন শুনতে চান?
    একটা নতুন সিরিয়াল হচ্ছে- mises koushik ki paa`nch bahu`n". taa`nke dekhe aami kumubener saakaar rUp bhaabi.
    kumuben, aamaay doshhee karaben naa,pleej, aapanii to roj ei sab balen!
  • Kaju | ১১ আগস্ট ২০১১ ১৭:৩৭ | 121.244.209.245
  • জটায়ু*
  • Kaju | ১১ আগস্ট ২০১১ ১৭:৩৬ | 121.244.209.245
  • আচ্ছা ডাগদারবাবুর বর্ণিত দৃশ্যটি র একটি উপযুক্ত চিত্ররূপ আমরা পেতে পারি না কি? ইনক্লুডিং দ্য যটায়ুর নুকিয়ে পড়া।
  • ppn | ১১ আগস্ট ২০১১ ১৭:৩৫ | 216.52.215.232
  • তা অস্বীকার করে লাভ নেই আমিও ইদানীং ভরা সোসনসংসারে কুড়িসঙ্গলাভে বঞ্চিত নহি।

    কিন্তু মারাঠি কুড়িকে কী বলে কে জানে!
  • til | ১১ আগস্ট ২০১১ ১৭:৩৩ | 165.12.252.211
  • যাক এক্কেরে নির্বান্ধব নই তাহলে! দুখে আমার দুঃখ বোঝেন একটু আধটু।

    দে-দি, আপনার শাস্তি? ডিসেম্বরে বম্বে যাবার প্ল্যান হচ্ছী, আপনি দর্শনলাভে (আই মীন পামকিন সুপ ও নান প্রস্তুতির শিক্ষালাভে)বঞ্চিত হইবেন!
  • kumu | ১১ আগস্ট ২০১১ ১৭:৩২ | 122.160.159.184
  • জটায়ুরূপী ইন্দো একবার মাথা উঁচু করেই রাবণের সাইজ দেখে রোগীদের ভীড়ে লুকিয়ে পল্ল।
  • pi | ১১ আগস্ট ২০১১ ১৭:২৯ | 72.83.100.43
  • বুইলাম। তখন তুমি সাতে-পাঁচে থাকতে। আর থাকতে গেলেই ঝামেলা ঝঞ্ঝাট। ঝামেলা ঝঞ্ঝাট মানেই দৌড়ঝাঁপ, দৌড়ঝাঁপ মানেই রোগা। অঙ্ক কী সোজা।
  • I | ১১ আগস্ট ২০১১ ১৭:২৬ | 14.96.117.141
  • ভাবেন এগবার ! লেডি রাবণ কুমুদি সন্নেসিনী সেজে একটি কচিমত সতী সাধ্বী পুরুষ সীতাকে কলেজ ক্যান্টিন থেকে অপহরণ কচ্ছেন। আর সীতাটি কনতে কানতে মরে যাচ্ছে।

    আহা ! বেচারা সীতা ! তখনো ভালো করে গোঁপ গজায় নি !
  • pi | ১১ আগস্ট ২০১১ ১৭:২৬ | 72.83.100.43
  • হ্যাঁ, হ্যাঁ, সরি। এখন কুমুদির ঘাড়ে কি দশটা মাথা ?
  • kumu | ১১ আগস্ট ২০১১ ১৭:২৬ | 122.160.159.184
  • পাই,ন্না,ন্না,ফেবু-র ছবি তো আমার বড় ছেলের(৫ বছর) সাতে।ঐ ছবি=১/১০xএখনকার ছবি।
  • Kaju | ১১ আগস্ট ২০১১ ১৭:২৪ | 121.244.209.245
  • তা কী করে হবে? তখন ১/১০, অর্থাৎ এখন ১০ গুণ বর্ধিত হয়েছে। এখনই বরঞ্চ লেডি রাভানা হওয়া উচিৎ লজিকালি। ;-)
  • kumu | ১১ আগস্ট ২০১১ ১৭:২৩ | 122.160.159.184
  • ইকী রে,কাল ইন্দোকে কুড়ি দেয়া হল তো,সিকি আমার কত্ত পোশোংসা কল্ল তাই।

    জলজ্যান্ত নাইকা, তাও পছন্দ নয়?
  • pi | ১১ আগস্ট ২০১১ ১৭:২১ | 72.83.100.43
  • ১/১০ ? কুমুদি কি কলেজ জীবনে লেডি রাবণ ছিলে নাকি ?
  • pi | ১১ আগস্ট ২০১১ ১৭:২০ | 72.83.100.43
  • *আমার
  • kumu | ১১ আগস্ট ২০১১ ১৭:২০ | 122.160.159.184
  • সরল,নিষ্পাপ চ্যাহারা?ফেসবুকে আমার ছবি দেখো।
    এখনকার ১/১০ ভাগ।
  • pi | ১১ আগস্ট ২০১১ ১৭:২০ | 72.83.100.43
  • ঝুড়ি কেন, ভুঁড়ি বউন।
  • I | ১১ আগস্ট ২০১১ ১৭:১৯ | 14.96.117.141
  • কুড়িকারণে সিকি কেমন হাইলাইটেড হচ্ছেন। হায় ! মোদের জীবনে নাই কেন কোনো কুড়ি ! মোরা কী বহিব শুধু হতাশা'র ঝুড়ি?
  • pi | ১১ আগস্ট ২০১১ ১৭:১৪ | 72.83.100.43
  • এঃ ! আমার কলেজজীবনের শুরুতে আর মাথার চুল আর ওজন দুইই অনেক অনেক বেশি ছিল।
  • Kaju | ১১ আগস্ট ২০১১ ১৭:১২ | 121.244.209.245
  • বাড়িতে থাকলে সিকির আবার নাকি কুড়িকে মনেই পড়ে না। তখন সিকিনিকে তোয়াজ না করলে চলবে কেমন করে? শেখার মত জিনিস। এই কুড়িকেত্তন আমার আগগোড়া কবির কল্পনা বলে মনে হয়। স-চ-কা।
  • de | ১১ আগস্ট ২০১১ ১৭:০৮ | 59.163.30.6
  • কুমুদি, মানসপটে :))
  • kumu | ১১ আগস্ট ২০১১ ১৭:০৬ | 122.160.159.184
  • আচ্ছা,সিকি কুড়িকে না দেখে তিন্দিন কী করে থাকবে?

    বোন্ধু,তিন্দিন যে ছুটিত পইড়লো,দ্যাখা পাইলাম না,
    বোন্ধু ,তিন্দিন-----------
  • siki | ১১ আগস্ট ২০১১ ১৬:৫৪ | 123.242.248.130
  • হ্যাঁ, কুঁড়িঘোরে নিজের কুঁড়েঘরটি বেহাত হবার চান্স আছে।

    তাচ্চেয়ে এইই ভালো।

    তারে ধরি ধরি (মরি মরি) ধরিতে না পাআআআই (আমাদের পাই নয়)

    কথা কহিতে ডরাই
    না কহিতেও ডরাই
    ক্ষণে ক্ষণে ভয় হয়,
    বুঝি তোমায় হারাই
    হাআআরাআআই।
  • Kaju | ১১ আগস্ট ২০১১ ১৬:৩৩ | 59.163.201.173
  • আমাদের নেতু শিব্রামের একনিষ্ঠ ছাত্তর।
  • Netai | ১১ আগস্ট ২০১১ ১৬:৩১ | 121.241.98.225
  • এদিকে তিলস্যার এসে সিকিদাকে শাপ দিয়ে গেলেন কুড়ি ফুটুক। কুড়ি ফুটে গেলে আবার তো সেই মরুভুমি। অবশ্য কে বলতে পারে শাপে বর হয়নি। কুঁড়িঘোরে বেশী ঘোরাঘুরি করলে সিকিদা বেঘর হওয়ার চান্স ছিল একটা।
  • de | ১১ আগস্ট ২০১১ ১৬:৩১ | 203.197.30.2
  • তিলুবাবু, আইটিগাই বলে আমারে গালি দ্যান নাই আশা করি -- আমাদের এখেনে এম্বার্গো তে হেইচপি আটকায় আর ডেলের শুধু ল্যাপি ছাড়া কিছু ইউজ করি নাই!
  • Kaju | ১১ আগস্ট ২০১১ ১৬:২৮ | 121.244.209.245
  • উফ, এরা দেখছি বাঁচতে দেবে না আমায়। একটা দিন মোটে ছুটি চেইচি, তাও বলে কিনা যদি দরকার হয় ডেকে নেব। বোঝো ! এইভাবে ছুটিতে থাকা হয়? ছুটি নিয়েছি কি বাড়ি বসে থাকার জন্যে? আবার বলে কোথায় যাবে, দীঘা? আমি কোথায় যাব জেনে তোর কটা হাত-পা গজাবে রে ব্যাটা ম্যাঞ্জার? মরি এখন গলার কাঁটা নিয়ে খচ খচ করে।
  • de | ১১ আগস্ট ২০১১ ১৬:২৮ | 203.197.30.2
  • তাতে কি হয়েচে? আইটিনেরারি (আগের বার ভুল লিখলাম) বানানোর জন্য সেখানে যেতে হবে নাকি?
  • siki | ১১ আগস্ট ২০১১ ১৬:২৪ | 123.242.248.130
  • ইকী! কীসের আইটিনেরারি?

    দারজিলিং? ক্লাস থ্রি-তে গেছিলাম। তারপরে যাই নি।

    খাজুরাহো, এখনও যাই নি, বড় হয়ে গেছি কিনা!

    বালি, অনেকবার গেছি। ওখান থেকে নেমেই তো দক্ষিণেশ্বরের অটো ধত্তে হয়!
  • de | ১১ আগস্ট ২০১১ ১৬:২১ | 59.163.30.4
  • আরে কিছু সিলেক্টিভ ছবি আপলোডাও না! আইটিনারি এখানে সবথেকে ভালো বানায় সিকি -- কিন্তু সে তো কুঁড়িঘোরে!
  • dd | ১১ আগস্ট ২০১১ ১৬:১৭ | 124.247.203.12
  • তুলো পালক স্পঞ্জের রসোগোল্লা গলে যাওয়া আইসক্রীম পচা কলা ..... এগুলি খুব নরম পোস্ট।
  • Netai | ১১ আগস্ট ২০১১ ১৬:১৪ | 121.241.98.225
  • কাজুর সহজ পোষ্ট চাই?
    সহজ কিনা জানিনা তবে সহজ পাঠ থেকে দুলাইন পোষ্ট -
    অ এ অজগর আসছে তেড়ে
    আ এ আমটি আমি খাবো পেড়ে
  • dukhe | ১১ আগস্ট ২০১১ ১৬:১০ | 122.160.114.85
  • আহা তিল, চটেন ক্যান ?
    আমার আপিসের ডেল প্রিসিশন তিন বছর হল । দুবার মাদারবোর্ড, একবার মনিটর, একবার কীবোর্ড আর দুবার হার্ডডিস্ক বদল হয়েছে । কাজেই আমার ফিডব্যাক হল প্রোডাক্ট অতীব রদ্দি, কিন্তু সার্ভিস বেড়ে, সব পালটে দেয় । তবে সেটা আপিসের দৌলতেও হতে পারে । ইন্ডিভিজুয়াল বায়ারকে হয়তো পাত্তা দেয় না ।
    কাজেই এগুলো কার কপালে কী হবে বলা শক্ত ।
  • Jhiki | ১১ আগস্ট ২০১১ ১৬:১০ | 182.253.0.98
  • বালি, আঙ্কোরভাট, বরবুদুর, মাউন্ট ব্রোমো, লেক তোবা....... ছবি তো অনেক, কিন্তু আপলোডাবে কে?

    এখন আবার বালি যাওয়ার প্ল্যান চলছে। আর শীতের ছুটিতে দেশে গিয়ে দার্জিলিং বা খাজুরাহো।
    দার্জিলিং ঃ এখন জাস্ট ঝামেলা থেমেছে, তাই শান্তিতে ঘোরা যায়।
    খাজুরাহোঃ ছেলে বড় হয়ে যাচ্ছে!!!

    যাইহোক, কেউ যদি এই দুটো জায়গার ৪ দিনের ট্যুরের Itinerary দিতে পারেন তো খুব ভালো হয়।
  • Kaju | ১১ আগস্ট ২০১১ ১৬:০৬ | 121.244.209.245
  • কীসব শক্ত শক্ত পোস্ট। সকাল থেকে গাধার খাটনি খেটে এই এলুম তো দেখো...
  • til | ১১ আগস্ট ২০১১ ১৬:০২ | 165.12.252.211
  • থ্যাঙ্কু সিকি, হেইচপিই তাহলে কিনবো। আসলে আম্মো অফিসে সবই ডেল কিনা, তাই প্রভাবিত হয়েছিলাম, মোট ১৩০০x কদিন আগে ৪৮ ও হয়েছিল, ইন্‌ক্‌লু তিন বছরের ওয়ারান্টি (দামটা দেশের তুলনায় বেশীই?)। কি বিশ্রী কাস্টোমার সার্ভিস ডেলের!
    -
    এত এত আইটি ওয়ালারা কেউ আমার পোস্টকে পাত্তাই দিল না। ঠিক আছে, আমারও ভি দিন আয়েগা! সিকি তো মালও খান না, নতুবা। যাগগে আপনার কুঁড়ি ফুটুক এই আশায়

    ...
    ইতি
  • de | ১১ আগস্ট ২০১১ ১৫:৫৯ | 59.163.30.6
  • ঝিকি তুমি বালি আর আঙ্কোরভাটের ছবি দেখাও নি কিন্তু --
  • Jhiki | ১১ আগস্ট ২০১১ ১৫:৫৭ | 182.253.0.98
  • ৯ আহা রে) = (আহা রে)
  • Jhiki | ১১ আগস্ট ২০১১ ১৫:৫৭ | 182.253.0.98
  • দে, ব্যাপারটা এইভবে ভাবুন। কলেজে এরা কচি ছিল, পাপপুণ্যের ভেদাভেদ জানত না৯ আহা রে), তাই তথাকথিত পাপ করলেও মুখ নিস্পাপ।
  • de | ১১ আগস্ট ২০১১ ১৫:৫১ | 203.197.30.4
  • ক¾ট্রাডিক্টরি! নিষ্পাপ = অল্পস্বল্প পাপী ?
  • kc | ১১ আগস্ট ২০১১ ১৫:৪৮ | 194.126.37.78
  • অপ্পনের বক্তব্য আরও ভালো করে বুইঝলাম। ঃ-)
  • ppn | ১১ আগস্ট ২০১১ ১৫:৪২ | 204.138.240.254
  • লামার বক্তব্য বুইলাম। ঃ)
  • Lama | ১১ আগস্ট ২০১১ ১৫:৩৬ | 203.132.214.11
  • অল্পস্বল্প পাপ রোগা করে দেয়
  • de | ১১ আগস্ট ২০১১ ১৫:৩৫ | 59.163.30.6
  • নিষ্পাপ বুঝলাম -- কিন্তু রোগা ক্যানো থাকে? :))

    "সানলাইটের বার সোপ ভালো -- হাতে ঘষে তারপরে মেশিনে দিলে সাদা জামা ভালো পরিষ্কার হয়" -- মাতৃলব্ধ জ্ঞান, অ্যাপ্ল্যাই করিনি কখনো! :)
  • S | ১১ আগস্ট ২০১১ ১৫:২৮ | 90.200.14.201
  • বানার আবার পড়েছে। গ্রেট!
  • Lama | ১১ আগস্ট ২০১১ ১৫:২৫ | 203.132.214.11
  • ডানদিকে নাই বাংলা
    আমি তাই বুড়ো আংলা
  • Lama | ১১ আগস্ট ২০১১ ১৫:২৩ | 203.132.214.11
  • কলেজবেলা মে সব লোক নিষ্পাপ অওর রোগা হি হোত হ্যায়।

    ঝিকিকে জিগয়ে দেখো, নয়তো ব্যাংকে। নিদেন হুতোকে বা মামুকে বা অরিজিৎ কে

    আমি যা রোগা ছিলাম সেরকম রোগা হতে গেলে সাধনার দরকার (সেরকম নিষ্পাপ হতে গেলেও)
  • ppn | ১১ আগস্ট ২০১১ ১৫:১৯ | 216.52.215.232
  • কাল আমি মুখবইতে আমার কলেজদিনের ছবি দেখে অবাক হয়ে গেলাম। ক্ষী নিষ্পাপ (দেখতে) আর রোগা ছিলাম। ঃ(
  • dd | ১১ আগস্ট ২০১১ ১৫:১৩ | 124.247.203.12
  • তা হোক। ক্যামন আমরা এক পাড়ার দু জন, হেথায় আলাপ হয়ে গ্যালো। ভীল ঘেটস আর মামু মিলে বিশ্ব জোড়া কি কলই না বানালো।

    আচ্ছা, সাদা কলার আর ডোরা নীলচে শার্ট পরে হাঁটুর থেকেও ছোটো ছেলে পুলেদের সাথে ধেই নৃত্য করছি। দেখতে চান? তাহলে একটা শক্ত পোক্ত কম্পিউটারোয়ালা চাই। তাকে মেইল করবো আর সে পিকাসা ফিকাসা ঐ সব করে দেবে।
  • Jhiki | ১১ আগস্ট ২০১১ ১৫:০৪ | 182.253.0.98
  • আমি সাধনপুর হাউসিং এর ঠিক উল্টোদিকে রেল কলোনীতে বড় হয়েছি। তবে আমি মায়ের কোলে চেপে হাসপাতাল থেকে আমাদের কোয়ার্টারে এসেছিলাম সত্তর দশকের ঠিক মাঝামাঝি!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত