এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১০:৫৫ | 122.178.240.245
  • সেদিন আমি শুচিস্মিতাদির রান্নার রেসিপির প্রিন্ট আউট নিয়ে, সেই দেখে দেখে কত যত্ন করে মাছ রাঁধলুম। আর ঋভুকে খেতে ডাকা মাত্রই থালা দেখেই "মাছ, আবার আমাকে মাছ দেওয়া হয়েছে!'' বলে এমন হুঙ্কার দিল যে রাগে আমার ব্রহ্মরন্ধ্র অব্দি চিড়বিড়িয়ে উঠল। আজকাল আমিও বুনো ওল হয়ে ভাতমাছ ছাড়া কিছু রাঁধি না, আর তিনিও বাঘা তেঁতুল হয়ে সাদা ভাত খেয়ে উঠে যান, তবু মাছ ছোঁন না। সেদিন ভাতে মাছ মেখে জোর করে মুখে ঠুসে দিয়েছিলাম বলে, ওয়াক তুলে বেসিনে গিয়ে ফেলে এল।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:৫৪ | 173.163.204.9
  • কে মশ-তানি করছে? পাই তো?
  • kc | ১৯ আগস্ট ২০১১ ১০:৫২ | 178.61.96.29
  • কি মস্তানি!! কি মস্তানি!! বাপ্রেবাপ
  • dd | ১৯ আগস্ট ২০১১ ১০:৫২ | 124.247.203.12
  • ব্যাং,

    এইধরনের এসেমেস বা উত্যক্ত করার ঘটনা এক টানে সবার সামনে নিয়ে এসে খুব ভালো করেছো।

    লজ্জায় বা অন্য কোনো কারনে এটা না পেরে প্রায় নির্বাসিতের জীবন বেছে নিতে হয় অনেক মেয়েকে। পুরুষটি বুক ফুলিয়েই ঘুড়ে বেড়ায়।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:৫১ | 173.163.204.9
  • হুতোদাকে বল্লেই এইটুকু করে দেবে দশের স্বার্থে। কিছু বাসি চিংড়ির খোসা, ইলিশের আঁশও সাথে রেখে আসুক।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৯ | 160.83.97.83
  • এখানে ম্যালেরিয়ার প্রকোপ আর এদিকে মশামাসি মশা স্মাগল কচ্চে! কেউ মশামাসির ল্যাবে এক কন্টেইনার শুঁটকির নির্যাস পাঠিয়ে দাও।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৯ | 122.178.240.245
  • ঋভু এবং তার মশামাসী দুজনকেই হুমকি দেওয়া হল যে তাদের দুজনকেই মেরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপর চেপে বসে তাদের মুখে মাছ ঠুসে দেওয়া হবে।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৮ | 173.163.204.9
  • ডিডিদা ভাটে আসছেন কি? তাইলে আরেট্টু পরেই ঘুমোতাম। দুয়েকটা পোস্ট পড়ে নিয়ে। ঃ-)
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৬ | 128.231.22.133
  • কিছু মশাও রইলো।
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৬ | 137.157.8.253
  • মনে হয় ব্লক করা যায়। একটু খোঁজ নাও।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৫ | 128.231.22.133
  • ঋভুর জন্য মশামাসির তরফে স্পেশাল আদর রইলো।
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৪ | 137.157.8.253
  • ভূত পতরীর দেশের পন্থা নাও। মুখ থেকে ফেলে দাও। ঠুসে খেয়ে নেবে।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৪ | 173.163.204.9
  • ঋভুকে মশা আর মাছের মধ্যে একটা বেছে নিতে বোলো। মাছই বেছে নেবে মনে হয়।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৪ | 122.178.240.245
  • ছোটাই, ইমেলে আগেই ব্লক করে ছিলাম। কিন্তু এসেমেস আর ফোন কী করে ব্লক করা যায়, জানি না।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:৪৩ | 160.83.97.83
  • সামসুঙের ফোনে স্পেসিফিক নাম্বার ব্লক করা যায়। মানে যেত। এখনও যাবে নির্ঘাত। অন্য মেক গুলো জানি না।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১০:৪২ | 122.178.240.245
  • ঋভুটারও আজকাল এরকম তীব্র অনীহা হয়েছে মাছে। কোনো মাছই খাবে না। জোর করে মুখে ঠুসে দিলে , অম্নি মুখ থেকে ফেলে দ্যায়!!
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:৪১ | 160.83.97.83
  • আমার পরোটা আর পাটালি থেকে এতজনকে ভাগ দেবো - কভি নহি।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৪১ | 128.231.22.133
  • আছোলা কিছু কিছু ব্যাপার ও।
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:৪১ | 137.157.8.253
  • আচ্ছা এই সব অবাঞ্ছিত ফোন নং ( ছোটো বাইরের কি বড় বাইরের যাই হোক না কেন)ব্লক করা যায় না?
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৪০ | 128.231.22.133
  • মাছ ? X-(
    কাটি। ঃ(
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৯ | 173.163.204.9
  • ছোলা সংক্রান্ত কিছু কিছু ব্যাপারও বিপজ্জনক।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৯ | 128.231.22.133
  • দিদি দাদার লড়াইয়ে কেউ কাটা পড়তো না বলছো ?
  • byang | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৮ | 122.178.240.245
  • আমার আবার মাছভাজা খেতে ইচ্ছে করছে। ফ্যাসা মাছভাজা।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৭ | 128.231.22.133
  • পরোটা, পাটালি, জিলিপি । আমিও আছি।

    আর ছোলা সংক্রান্ত যেকোন কিছুতেই।
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৬ | 123.242.248.130
  • কাটে না। এক্কালে ডিডিদা দাদা বলে ডাকা হত। কিছু কেটেছিল কি?
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৬ | 128.231.22.133
  • ছন্দ তো ?
    আর ওমনাথ এসে অপ করে যাবে।
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৬ | 123.242.248.130
  • পরোটা আর পাটালি বিলিবন্দোবস্ত করা হলে আমিও আছি। অনেকদিন খাই নি।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৫ | 173.163.204.9
  • এতগুলো দা, কেটে যাবে তো।
  • Netai | ১৯ আগস্ট ২০১১ ১০:৩৪ | 121.241.98.225
  • ফরিদাদাদাও লেখেন তো
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:৩২ | 160.83.97.83
  • ছোটাইদি', লিখছি তো। কিন্তু সেই সব নাদান টইরা ভেসে থাকতে পারে না, শুধু থেকে থেকে ডুবে যায়। আমি লিখি। ফাঁকিবাজ এই তিমি আর হুতো।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:৩১ | 128.231.22.133
  • তবে এবার কোলকাতা গিয়ে আমি আমার জীবনের প্রথম ও একমাত্র সেলখানি আবার হাতে নিলাম। সে যে কী সুখ ! কিন্তু সে দেখে সামসুমের কী আওয়াজ ! মামুর ও ! ঃ(
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:৩০ | 160.83.97.83
  • আইফোং ভাট। হাইপ। তাথ্‌থেকে হেইচটিসি অ্যান্ড্রয়েড যে কোনও মডেল উইথ এক গিগ্‌স প্রসেসর।
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:২৯ | 137.157.8.253
  • আহা জিলিপি! মনটা উদাস হয়ে গেল।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:২৯ | 160.83.97.83
  • টিম! *_* (ভস্ম করে দেওয়ার ইমো)
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:২৮ | 128.231.22.133
  • তিন বছরে সামসুমের তিনটি ফোন দেহ রাখার পর আমি এখন হাম্বা ফোনে।
    সেই যে তিন বছ আগে পাকিস্তানী ভায়া ফোন ফেরত দেবার পর, আর আরো দু'বার হারিয়ে ফেরত আসার পর লোকে আমার আর আমার ফোনের অটুট বন্ধন নিয়ে এমনি নজর দিতে থাকলো ! ঃ(
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:২৮ | 137.157.8.253
  • পরোটা আবার পায়েস... উফ।আচ্ছা, জন্মদিনে দেব।
    কবিতা লিখছ না আজকাল?
  • m | ১৯ আগস্ট ২০১১ ১০:২৬ | 117.194.32.70
  • ভেতরের ফোন ও কিছু সুবিধের না। ল্যান্ডলাইন গত দু-তিন হপ্তা ধরে কোমায়, ঘাঁটাই নি- পর্শু সন্ধ্যে থেকে নেট ও গেলো। কাল রেগেমেগে( কোমর বেঁধে) সকাল বেলা বহুখুঁজে ফোনের আপিসে গিয়ে হাজির- সে এক অন্ধকার, নোংরা আপিশ। খুব করে ফেলে দিলেও কেউ টের পাবে না সেক্টার ফাইভে অমন দেখবো আশা করিনি- সোজা বড়কর্তার কাছে হাজির হলাম।উরি বাবা,কম বয়সী ভদ্রলোক ,কি ভদ্র!!নিজেই সব শুনে কিসব লিখেটিখে বল্লেন, চিন্তা করবেন না, আজ ই বিকেলের মধ্যে ঠিক হয়ে যাবে। সত্যি ই গেছে।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১০:২৬ | 122.178.240.245
  • কোন একটা বইয়ে পড়েছিলাম যেন কাদের পোষা ঘোড়া রোজ সকালে এক সের করে টাটকা ভাজা জিলিপি খেত!
  • kc | ১৯ আগস্ট ২০১১ ১০:২৫ | 178.61.96.29
  • আইফোং, আইফোং, আইফোং। আইফোংএর কাছে সব শা.. হারে।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:২৫ | 173.163.204.9
  • কি ভালো ছেলে! নিজের জন্য ঘাস আর আমাদের জন্য পরোটা আর পায়েস চাইছে।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:২৩ | 160.83.97.83
  • মামি, ছালওঠা ফোন দেহ রেখেছে আর আমি হাসবো - এতো বড় পা-ষন্ড ভাবলে আমায়! ঃ-(
    আমি সামসুঙের লোক জানি কোলকাতায়। সামসুম। ঃ-)

    যাউগ্গিয়া, ছোটাইদি', ছোলা? দাও। আর গুড়? নিদেন এট্টু পাটালি। আর একদিস্তা পরোটা। আর একটু সেওয়াই এর পায়েস। ঃ-)
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১০:২১ | 123.242.248.130
  • জোরালো ফোন আবার কী?

    কিনে ফ্যালো একপিস, ঠকবে না। অন্তত সেন্সিটিভ ফোন্নং টিকানা বাঁচিয়ে রাখার জন্য এর থেকে ভালো উপায় তো আর নেই। মোবাইল চুরি হতে পারে, ওয়েবসাইট চুরি হবে না।
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:২০ | 137.157.8.253
  • খ্যাতির বিড়ম্বনা?
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১০:১৮ | 128.231.22.133
  • দেশের ফোনও হয়। কিছু লোকের।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:১৭ | 160.83.97.83
  • আমার সবেধন একটি সনি এরিকসন, গত ছয় বছর মুখ বুজে কাজ করে যাচ্ছে (কাঠ, কাঠ)। ভাবছিলাম ওটারে এবার রিটায়ার করিয়ে একখানি সামসুঙ নিবো। হ্যায় কোয়ি গ্যালাক্সি এস্টু ইউজ করনেওয়ালা ইঁহা? ফীডব্যাক চাই।
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:১৬ | 137.157.8.253
  • ঃ))
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১০:১৬ | 173.163.204.9
  • বাইরের ফোন সব সময়ই বিপজ্জনক। ব্যাঙদি হাড়ে হাড়ে টের পেয়েচে।
  • m | ১৯ আগস্ট ২০১১ ১০:১৫ | 117.194.32.70
  • শমীক, নোকিয়া আবার বিষম জোরালো ফোন- দেখি।
  • i | ১৯ আগস্ট ২০১১ ১০:১৪ | 137.157.8.253
  • ঘোড়া কাটা ঘাস খায়?
    ঘোড়ার ঘাস কাটছি তাহলে বলে কেন?
    মনে হয় খায় না। ছোলা দেব?
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১০:১৪ | 160.83.97.83
  • ঘাস, হোয়াই নট। সঙ্গে ছোলা আর গুড়'ও চাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত