এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • I | ২২ আগস্ট ২০১১ ১৩:১৪ | 59.93.209.131
  • ও কেসি,
    ল্যাপি খারাপ হয়েং গেছে ঃ( যদ্দিন না সারছে তদ্দিন লেখার সিন্নাই।
  • byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:১২ | 122.167.85.130
  • ও পাইবোন, ফেবুর গ্রুপের একজনকে এখানে লিখতে বল না? আমাকে আবার নিজের অরবিট থেকে টেনে নিয়ে গিয়ে ফেসবুকে বসানো কেন!!
  • byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:১১ | 122.167.85.130
  • আমার আবার পাইয়ের উল্টো কেস ছিল। ইস্কুলে পড়ার দিনগুলো প্রায় রোজই কারণে-অকারণে এমন হাসি পেত যে হাসতে হাসতে বেঞ্চ থেকে গড়িয়ে পড়ে যেতাম। আর টিচাররা তাতে অপমানিত হয়ে যখন কান ধরে ক্লাসের কোণে দাঁড় করিয়ে দিত, তখন আমার বন্ধুদের আমাকে দেখে না জানি কত হাসিই পাচ্ছে সেই ভেবে আবার অ্যাত্তো হাসি পেত যে হাসতে হাসতে মাটিতে বসে পড়তাম। তারপর বাকি দিনটা মাটিতে বসেই কাটাতে হত। ঃ-( কদ্দিনই বা আর বেঞ্চিতে বসতে পেয়েছি!! ঃ-(
  • pi | ২২ আগস্ট ২০১১ ১৩:০৭ | 72.83.74.17
  • ও ব্যাঙদি, কল্যাণী দত্তর ঐ বইটা নিয়ে ফেবুর গ্রুপে একজন লিখছেন।
    তুমি তো আর লিখলেনা ! x-(
  • byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:০৬ | 122.167.85.130
  • হ্যাঁ, কুমু বেশ করে কাঁটা লাগানো একটা মুগুর খুঁজে এনো তো!
  • pi | ২২ আগস্ট ২০১১ ১৩:০৬ | 72.83.74.17
  • আমাদের ইস্কুলে তো আবার বেঞ্চিই ছিলো না। মাটিতে চট পেতে বসতে হত। কুমুদিএ অমনি ইস্কুল চলবে ?
  • Kaju | ২২ আগস্ট ২০১১ ১৩:০৬ | 59.163.201.173
  • ব্যাঙদি কোন ইক্কুলে ভত্তি হবে, সেটা ঠিক করে ফেলেচে নাকি? সেটা তো ফেদার ফাদার ঠিক করবে না? আর ব্যাঙদি যখন নার্সারিতে ছিল, সেসব টিচাররা কি আজও সেই ইক্কুলেই আছেন?!
  • kumu | ২২ আগস্ট ২০১১ ১৩:০৫ | 122.160.159.184
  • কুমু রাগী!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
    আহত বিস্ময়ে কথা বন্ধ হওন,ইন্দোর বেবস্তা করার নিমিত্ত মুগুর খুঁজিতে যাওন।
  • byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:০১ | 122.167.85.130
  • আর আমিও একদম নার্সারি ওয়ান থেকে আবার পড়তে চাই, অনেকগুলো টিচারের উপর প্রতিশোধ নেওয়া বাকি আছে।
  • byaang | ২২ আগস্ট ২০১১ ১৩:০০ | 122.167.85.130
  • ব্যাং রাগী!!! ঃ-O
    এই অ্যাদ্দিন ধরে গুরু আর চন্ডালদের সেবা করার এই ফল!!!
  • kc | ২২ আগস্ট ২০১১ ১২:৫৭ | 194.126.37.78
  • ইন্দোদাদা, কোয়েটজিটা ক্ষি হল? এর আগে সেই কমোড যুগে, আপনি যে কোয়েটজিকে নিয়ে লেখাটি লিখেছিলেন সেটা কাল আবার পড়লাম। একটু হাত চলিয়ে দাদা আমার!
  • Kaju | ২২ আগস্ট ২০১১ ১২:৫৭ | 121.244.209.245
  • ইন্দোদা, আমি একদম রাগী নই, নার্সারি ওয়ান থেকে ভর্তি হতেও রাজি আছি, যদি নেয়। ইন ফ্যাক্ট, কদিন ধরেই ভাবছি, যদি আবার সবকিছু গোড়া থেকে শুরু করার মাত্র একটা চান্স পেতাম ...
  • I | ২২ আগস্ট ২০১১ ১২:৫৩ | 59.93.209.131
  • দেখলাম, ডিডিদা ভালো নাচ কত্তে পারে।
    আমার আবার নাচা-গানা করা হাস্যমুখ বাচ্চা ভাল্লাগে।
    আর ব্যাং-কুমু যা রাগী ! এক রাগী বাচ্চার হাত্থেকে পালাবো বলেই তো দত্তকের কথা। তারোপরে আরো দু-দুজন রাগী বাচ্চা(?) ?
  • kumu | ২২ আগস্ট ২০১১ ১২:৫৩ | 122.160.159.184
  • বসার জন্যি বেঞ্চি দিলেই আমি ইশকুল যেতে রাজী,এইবার লিটারেচার নিয়ে পড়ব।
  • Kaju | ২২ আগস্ট ২০১১ ১২:৫৩ | 59.163.201.173
  • ১২ঃ৪৭ থেকে কী শিক্ষা পেলাম আমরা?

    পদ্য কদাপি কাগজে লিখিবে না, গুরুতে লেখো, যাহাতে পরবর্তীকালে উহা উদ্ধার করা যায়। কাহারও পছন্দ হউক বা না হউক, তুমি তো অমর রহিবে।
  • kumu | ২২ আগস্ট ২০১১ ১২:৫০ | 122.160.159.184
  • বড়াই দত্তক নেবে কাকে?না,ডিডিদার মত এক বাঘা সিইও/ডিরেক্টরকে?
    ক্যানো,ব্যাং,কুমু-এদের নিতে ক্ষী অসুবিদে?
  • I | ২২ আগস্ট ২০১১ ১২:৫০ | 59.93.209.131
  • সব্বাইকে কিন্তু ইস্কুলে ভর্তি হতে হবে। সেই নার্সারি ওয়ান থেকে। হেব্বি চাপময় ইস্কুলে।
    এইটা আমাদের দিক থেকে শর্ত।
  • Kaju | ২২ আগস্ট ২০১১ ১২:৪৮ | 59.163.201.173
  • শুধু শিষ্যাদের নিতে হবে, আর শিষ্যরা কী দোষ কল্ল শুনি? কুমুদি কট্টর নারীবাদী।
  • kumu | ২২ আগস্ট ২০১১ ১২:৪৭ | 122.160.159.184
  • কাজু,যেটুকু বেঁচেছিল,সেতো লিকেই দিলুম।
  • Kaju | ২২ আগস্ট ২০১১ ১২:৪৫ | 59.163.201.173
  • কবি শুধু বাকি পদ্যটি ছিঁড়ে ফেলেছিলেন, পুরোটা নয়?
  • kumu | ২২ আগস্ট ২০১১ ১২:৪১ | 122.160.159.184
  • শর্ত ১।ডিডিদাকে দত্তক নিলে, তাঁর শিষ্যাদেরো দত্তকা নিতে হবে।
  • kumu | ২২ আগস্ট ২০১১ ১২:৩৮ | 122.160.159.184
  • কাজু,
    ছুর্টিদিনের্জন্য কবি লিখিয়াছিলেন,

    সিকি কয় সিকিনী,
    পাশে বসো, বিধুমুখ প্রাণ ভরে দেকেনী।

    কিন্তু ভাটিয়ালরা হাত্তালি না দেয়াতে ব্যথিত,আহত,বিষণ্ন কবি বাকী পদ্যটি ছিঁড়িয়া ফেলেন।
  • I | ২২ আগস্ট ২০১১ ১২:৩৭ | 59.93.209.131
  • আমরা না, দত্তক নিতে চাই। ডিডিদারে দত্তক নিতে হলে কী কত্তে হবে বলুন দেখি ! খুব কী হ্যাপা?
  • Kaju | ২২ আগস্ট ২০১১ ১২:৩৪ | 121.244.209.245
  • বাঃ, এই জন্যেই তো সিকি ! নইলে ৫ নয়া হয়ে যেতে। ;-)
  • siki | ২২ আগস্ট ২০১১ ১২:১৬ | 122.162.75.240
  • ছুটির্দিনে নো কুড়ি।
  • Kaju | ২২ আগস্ট ২০১১ ১২:০৭ | 121.244.209.245
  • ওনার গলায় বহুবার শোনা একটা গান সিঠুর জন্যে -

    তুমি খুশী থাকো
    কুড়ির পানে চেয়ে চেয়ে খুশী থাকো
    তোমার আঙিনাতে দেড়েল যখন আসে
    তাহার নাকে ঘুষি মেরে খুশী থাকো
  • siki | ২২ আগস্ট ২০১১ ১০:৩১ | 122.162.75.240
  • জর্জ বিশ্বাসের আজ জন্মশতবার্ষিকী।
  • Diptayan | ২২ আগস্ট ২০১১ ১০:২৪ | 115.113.42.194
  • থ্যাঙ্কু সিকি - ঃ)
  • ppn | ২২ আগস্ট ২০১১ ১০:২৩ | 112.133.206.22
  • আজ ছুটি! এইমাত্র বিছানা ছাড়লাম।
  • siki | ২২ আগস্ট ২০১১ ১০:১৯ | 122.162.75.240
  • দীপ্তজেঠুর জন্মদিন। হ্যাবাড্ডি দীপ্তজেঠু।
  • dukhe | ২২ আগস্ট ২০১১ ০৯:৫১ | 122.160.114.85
  • বাম্পার উড়েছে । কিন্তু একদিকের । চিংড়িঘাটা থেকে নিক্কো পার্কে আসতে হলে তাদের খপ্পরে পড়তে হবে । বাবু নাকি অন্য রাস্তায় ফিরেছেন । কী জ্বালা !
  • lcm | ২২ আগস্ট ২০১১ ০৮:৩৯ | 69.236.169.127
  • এ সপ্তাহের কলকাতার কড়চায়... সর্বপ্রথম বাঙালী ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র ...
    আর, উত্তমকুমারের ফটো নিয়ে নিমাই ঘোষের বই এর দাম ১৫০০!
    http://www.anandabazar.in/22karcha.html
  • pi | ২২ আগস্ট ২০১১ ০১:০৯ | 72.83.74.17
  • ?
  • ppn | ২২ আগস্ট ২০১১ ০০:১১ | 112.133.206.18
  • উড়ে গেছে? সত্যি?
  • dukhe | ২১ আগস্ট ২০১১ ২৩:২৫ | 117.194.224.210
  • জয় মনমোহন । এক যাত্রায় নিক্কো পার্ক আর চিংড়িঘাটার মধ্যের দশখানা ভয়ঙ্কর বাম্পার উড়িয়ে দিলি বাপ ! বেঁচে থাকো, শতায়ু হও, ধনেপুত্রে লক্ষ্মীলাভ হোক ।
  • kc | ২১ আগস্ট ২০১১ ২২:৫৫ | 178.61.96.29
  • উফ! ভারত হারলেও দুক্ষু হবেনা। একা রাহুল দ্রাবিড়ই মন প্রান সব ভরিয়ে দিল। ধেয়ে আসছে বিপক্ষের বিষাক্ত বাউন্সার, একটা ঠক করে স্ট্রেট ব্যাটে খেলার আওয়াজ, বল পায়ের কাছে লটাপটি খাচ্ছে। এই খেলার সঙ্গে তুলনা হয় একমাত্র আজ্জো ভট্‌চাজ্জের তক্কের। কেয়াব্বাত।
  • pi | ২১ আগস্ট ২০১১ ২২:৩৬ | 72.83.74.17
  • তাই দাও।
  • ppn | ২১ আগস্ট ২০১১ ২২:৩১ | 122.252.231.10
  • ফেসবুকে? মাপ কর। আমি এইখানে লিখতে পারি।

    আর দ্বিতীয়ত, লিখে কিছু হবে না। স্ক্রিনশট দিলে লোকে সহজে বুঝে যাবে। একটা ডকু বানিয়ে তোমাকে মেলে পাঠিয়ে দিতে পারি।
  • ppn | ২১ আগস্ট ২০১১ ২২:২৪ | 122.252.231.10
  • * যতবার
  • ppn | ২১ আগস্ট ২০১১ ২২:২৩ | 122.252.231.10
  • মোবাইল নিয়ে বাংলা লেখা বিষয়ে আমি কিছু জানি না। আমি যতবর লিখেছি, বালেনক দিয়ে লিখেছি। অবশ্যই ডানকানা হয়ে।

    কোন গ্রুপে লিখতে হবে?
  • pi | ২১ আগস্ট ২০১১ ২২:১৯ | 72.83.74.17
  • ঐ গ্রুপে একটু লিখে দেবে ? আর, মোবাইল থেকে বাংলা দেখা লেকা নিয়েও অনেকেরই সমস্যা হচ্ছে।
  • ppn | ২১ আগস্ট ২০১১ ২২:০৭ | 122.252.231.10
  • ফায়ারফক্সে সেটিংসে একটু নাড়াচাড়া করলে বাংলায় লেখা ছোট দেখাবে না।

    চৌকো বাক্সের অন্য প্রবলেম। ইউনিকোড ফন্ট কোন কারণে ব্রাউজারে লোড হচ্ছে না।
  • ppn | ২১ আগস্ট ২০১১ ২২:০৪ | 122.252.231.10
  • ১। The Janissary Tree - Jason Goodwin

    ২। Playing for India - Sujit Mukherjee
  • pi | ২১ আগস্ট ২০১১ ২১:৫৩ | 72.83.74.17
  • প্রতীকদা, সেটল করে গেছো ?
  • pi | ২১ আগস্ট ২০১১ ২১:৫২ | 72.83.74.17
  • কী কী বই ?
  • ppn | ২১ আগস্ট ২০১১ ২১:৪৯ | 112.133.206.18
  • পাড়ার অক্সফোর্ড বুকস্টোরে ৫০ থেকে ৮০% ছাড় দিচ্ছে কিছু সিলেক্টেড বইপত্তরে। দু'পিস ভালো বই তুললাম। রোব্বারের ট্রাফিক ঠেলে গাড়ি চালানোর ক্লান্তি নিমেষে উধাও।
  • pi | ২১ আগস্ট ২০১১ ২১:৩০ | 72.83.74.17
  • সোহাগ গলা ফাটিয়ে বকে যাচ্ছে ঃ)
  • pi | ২১ আগস্ট ২০১১ ২০:৪৮ | 72.83.74.17
  • কাব্লিদা, একটু মেইল দেখো।
  • kd | ২১ আগস্ট ২০১১ ২০:৪৩ | 59.93.195.200
  • সুকন্যা কচি সোহাগকে নিয়ে আমেরিকা পৌঁছলো।
    ওকে একটা অনুরোধ করবো - একটা টই খুলে ব্লগের মতো ওর পুরো এক্সপিরিএন্সটা লিখতে। মানে এখানের প্রিপারেশন, প্লেন জার্নি, একটা নতুন দেশে পা দিয়ে প্রথম ইম্প্রেশন, বরের ""সাজানো'' ফ্ল্যাটে ঢুকে ফার্স্ট রিঅ্যাকশন ইত্যাদি। তারপর ধরো হপ্তায় হপ্তায় একবার করে আপডেট - নতুন অভিজ্ঞতা, কী ভালো লাগলো, কী খারাপ লাগলো, এই সব। আর সোহাগ কেমন অ্যাডাপ্ট করছে, সেটা তো মাস্ট।

    অনুরোধের কারণ, একে সুকন্যা লেখে ভালো - বেশ মজা করে, তারপর সদ্য সদ্য ঘটনার রিপোর্টের মধ্যে কি যেন একটা আছে, পুরোনো জিনিস মনে করে লেখায় পাওয়া যায় না - হয়তো কোনো ছোট্টো ট্রিভিয়াল ব্যাপার-ট্যাপার তেমন মনে থাকে না।

    এই লেখার মাঝে মাঝে অবশ্যই অন্যেরাও টিপ্পনি কাটবে নিজেদের অভিজ্ঞতা লিখে।

    মোটের ওপর এমন একটা টই যেটা ভবিষ্যতে অনেকে রেফারেন্স হিসেবে ব্যবহার করবে।

    কি সুকন্যা, লিখবে তো? প্লিজ!!!!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত