এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ২৭ আগস্ট ২০১১ ২০:২৪ | 68.45.76.170
  • ক্রমশ আকাশে ঘোর হচ্ছে ঘনঘটা---চারিদিকে সাজ সাজ রব---কি হয় কি হয়---আপাতত খিচুড়ি , কষা করে কিমা, আনারসের চাটনী নামিয়ে ফেলেছি---অনেক কিছু প্ল্যান এই সিনেমা সেই সিনেমা দেখবার--বেশ একটা রোমাঞ্চকর আবহওয়া---সব যেন ঠিকথাক থাকে ক্ষয়ক্ষতি যেন না হয় কারুর---সকলে আনন্দে কাটাক Ms আইরিনের সঙ্গে ----
    পাই বেশ শক্তমতন দড়ি দিয়ে নিজেকে বেঁধে রাখ খাটের পায়ায়---জোক্স অ্যাপার্ট সবাই সাবধানে থেক যাদের দোরে আইরিনের টোকা দেয়ার কথা---জয় গুরু!
  • kumu | ২৭ আগস্ট ২০১১ ১৬:১১ | 122.160.159.184
  • ইয়ে,বলছিলুম যে-
    থাগ্গে,
    পিজে টইয়ের কী হল,কেউ লেখে না কেন!
  • siki | ২৭ আগস্ট ২০১১ ১৫:১৪ | 217.212.230.57
  • tilubabu,
    Ami mobile theke online holaam. Ba-le-no-ko use korte parchhen na? Ote to java laage na.

    Problemta-r screenshot amaay mail-e paathiye deben? Dekhe janatam.
  • ppn | ২৭ আগস্ট ২০১১ ১৫:১০ | 122.252.231.10
  • তিলুদার কি জানলা মেশিন? ক®¾ট্রাল প্যানেলে গিয়ে দেখুন জাভা ইন্সটলিত আছে কিনা।
  • ppn | ২৭ আগস্ট ২০১১ ১৫:০৪ | 122.252.231.10
  • মাত্র ৫০০০ ডলার! সেদিন TOI-এ লিখেছে ৫০ বছরের পুরনো গ্লেন ইন্ডিয়াতে লোকে হুলিয়ে কিনছে। পেগপ্রতি দক্ষিণা মাত্র ৩০কে।
  • santanu | ২৭ আগস্ট ২০১১ ১৩:৪০ | 91.226.168.2
  • খানিকটা আগে আমার মেয়ে গড়িয়াহাটে সিগনাল না দেখে উদভ্রান্তের মতো রাস্তা পার হয়ে অপেক্ষমান পুলিশের কবলে পরেছে। ১০ টাকা ফাইন।

    তার বক্তব্য - সিগনাল সবুজ ছিল বটে কিন্তু গাড়ি গুলো নাকি দাঁড়িয়ে ছিল। ছাগল কাকে বলে!!

    এই ১০ টাকা ফাইন দিয়ে আমার চিন্তা যে কি পরিমান বাড়িয়ে দিল, উফ।
  • til | ২৭ আগস্ট ২০১১ ১২:৪০ | 114.198.33.150
  • ধ্যুস, কিছুতেই বাঙলা আনতে পারছিনে, আন্দাজে কি লেখা যায়!
    এখানে একটা বিশাল বটল-শপ আছে (মালের দোকান), কত কত বাহারী বোতল। গুদাম বলাই যায় তবে সাজানো। তার মধ্যে আবার কাঁচের ঘরে তালা চাবি লাগানো ইস্পেশ্যাল ওয়াইন, একটার দাম দেখি ৫০০০ ডলার, জানতে ইচ্ছে হয়, ওটা কি সাগর মন্থনে উঠেছিল?
  • kiki | ২৭ আগস্ট ২০১১ ১২:২৬ | 59.93.209.86
  • তিল,
    ঃ)........ হুইস্কি,রাম,স্কচ খুব বাজে জিনিস।এমনকি জিন ও।জঘন্ন গন্ন।আম্মো একমত আপনার সাথে, খেতে হলে ওয়াইন ই ভালো, নেহাত ভদকাও চলতে পারে।(আশা করা যায় ডিডিদাদা ধারে কাছে নেই, আর কাব্লিদা খুব রাগ করবেন্না)আর শ্যাম্পেন ও ভালোই হবে।একবার ই খেয়েছিলুম, তাও একজন নেমন্তো করে খাইয়েছিলো।
  • kiki | ২৭ আগস্ট ২০১১ ১২:২৩ | 59.93.209.86
  • আজ এক পদ্মার ইলিশ বলা ইলিশ এনেছিলুম, বিনস, আলু সব একজায়গায় করেছি কি আমার পেটুক ছেলে হাঁউ মাউ করে ছুটে এলো, তারপর নিজেই ভাপের ইলিশ রেডি করে মাইক্রোতে ঢুকিয়ে দিয়ে চলে গেলো। এদিকে আমার হাতে পরে রায়েছে ল্যাজা, মাথা, তেল আর ডিম। যাগ্গে দুঃখু না করে ডিমের টকটাই নামিয়ে ফেলি।

    এগুলো খুব গুরুত্বপুর্ন খবর কিনা, তাই জানিয়ে দিয়ে গেলাম।

    তবে ঝড়ের ব্যাপারে,বেশী মজা না করে জনগন একটু কেয়ারফুল থাকো বাবা, আমি ডিসকভারিতে সে জিনিস দেখেছি, বেশ ভয়ঙ্কর।
  • kumu | ২৭ আগস্ট ২০১১ ১২:২২ | 122.160.159.184
  • তাই তো বন্নু,উড়ে যাবেন কেন,মেসো থাগতে------------(মুচকি,বিচ্ছু হাসি)
  • til | ২৭ আগস্ট ২০১১ ১২:১৭ | 114.198.33.150
  • কিকিদিম্মনি, এ সে জিনিষ লউ গো, হুইস্কির ক্‌থা হছে।
    btw ছেলেকে কোকা কোলা ঘুষ দেন, আপনি মাছের মা?
  • kiki | ২৭ আগস্ট ২০১১ ১২:১৫ | 59.93.209.86
  • বারবান বিস্কুট খুব ভালো জিনিস। আমি ভালোবেসে খাই।
  • til | ২৭ আগস্ট ২০১১ ১২:০৭ | 114.198.33.150
  • আরে ঝড়ে না উড়ে যান আমার পাই দিদিমণি, উনি বিশাল বপু কিনা!
    ---
    আমি ওয়াইন ছড়া অন্যকিছুর টেস্ট পাই নে, HOGS3 লেখা আছে, Bourbon
  • kumu | ২৭ আগস্ট ২০১১ ১১:৫৩ | 122.160.159.184
  • দড়ি,ইঁট?ক্যানো,পাইমেসো কোথাও গেছে?
    (জিভ কাটন,আমি না এদের দিদি হই!)
  • kd | ২৭ আগস্ট ২০১১ ১১:২৭ | 59.93.254.18
  • তিল,
    Hoggs বলতে যদি Hogshead মীন করে থাকো, তাহ'লে (যদ্দুর মনে পড়ে, তেমন খাইনি) ওটার একটা বুনো গন্ধ/টেস্ট আছে ('বুনো'টা বোধহয় ঠিক না, 'ঘেসো' মতন)। খেয়ে ফ্যালো, জানাও।
    আমার এককালে সিঙ্গল মল্টে Macallan, ব্লেন্ডেডে JB, ক্যানাডিয়ানে VO, আমেরিকাতে JD সবচে' ভালো লাগতো। এখন কোনও স্বাদই মনে নেই, যা পাই, তাই খাই। ঃ))
  • til | ২৭ আগস্ট ২০১১ ১০:৫৩ | 114.198.33.150
  • ও পাইদি, দুটো ইঁটের সাথে দড়ি ও রাখবেন, ঝড় এলে পায়ে বেঁধে রাখতে আজ্ঞাহয়, নতুবা পাকীর পালকের ন্যায় ................, হি হি।

    (ডিঃ একটু মশকরা করলাম!)
  • til | ২৭ আগস্ট ২০১১ ১০:৪২ | 114.198.33.150
  • কাবলিদা,
    Hoggs কেমন, সঙ্গে দুটো হ্রী গেলাশ দিছে দেখে কিন্‌লাম, কিন্তু হায় আগের গ্লাশ দুটোর (চৌকো) মিললো না।
    ফেরৎ দেয়া ঝকমারি। খেয়েই নিই? কি বলেন?
    --
    বাঙলা আসে্‌ছ না , কি করি? রবিবার কি আর সিকিকে পাওয়া যাবে?
  • pi | ২৭ আগস্ট ২০১১ ১০:৩৬ | 72.83.92.218
  • কিন্তু কী বেআক্কেলে ঝড় রে বাপু। উইকডেগুলোতে হতে কী হয় ?
  • pi | ২৭ আগস্ট ২০১১ ১০:৩১ | 72.83.92.218
  • নাঃ, এটাকে তো কিছু পাত্তাই দিয় নি। কিন্তু যে রেটে ওয়ার্নিং মেসেজ আসছে ... কী কী না করে রাখলেই নয় ?
    হারিকেন কী আর পাবো ? খানকতক মোমবাতি দেশলাই বোধহয় কিনে রাখতে হবে।
    কলের জল টল ও চলে যায় নাকি ? লোকে যা রেটে জলের বোতল কিনছে শুনছি !
  • pi | ২৭ আগস্ট ২০১১ ১০:২২ | 72.83.92.218
  • কাব্লিদা, এখনো কিছু হয়নি। কাল দুপুর থেকে টের পাওয়া যাবে।
  • nyara | ২৭ আগস্ট ২০১১ ১০:২০ | 122.172.33.215
  • ঝড়-জলের আগে হুইস্কি-টুইস্কি খেয়ে নেওয়াই ভাল, বিশেষত যদি ভাল জাতের হয়। কাঁচের বোতল, ভেঙে-টেঙে গেলে জীবনের অস্তিত্বই বরবাদ।
  • kd | ২৭ আগস্ট ২০১১ ১০:১০ | 59.93.254.18
  • নিউ ইয়র্কের ঠিকঠাক হালচাল কিছু জানো কেউ? এদিকে সিএনেন ভয় দেখাচ্ছে ওদিকে ছেলে/ছেলের বৌ দু'জনেই ফোনে বলছে 'ডোন্ট ওয়ারি, বি হ্যাপি' (একটাও মানুষ হয় নি)। ঃ(
    ওরা ব্রুকলিনের প্রস্পেক্ট পার্ক এরিয়ায় থাকে (ওই ব্রুকলিনে ব্রিজের আশেপাশে)।
  • Lama | ২৭ আগস্ট ২০১১ ১০:০৫ | 117.194.238.50
  • হুইস্কি ভালো নয়। ও জিনিসে নেশা হয়
  • Lama | ২৭ আগস্ট ২০১১ ১০:০৩ | 117.194.238.50
  • তওবা তওবা
  • r2h | ২৭ আগস্ট ২০১১ ১০:০২ | 24.0.227.215
  • হেউ।
  • r2h | ২৭ আগস্ট ২০১১ ১০:০১ | 24.0.227.215
  • ঝড় বিষ্টি আসার আগে হুইস্কিলটা খেয়ে নিলাম। এবার সবাই সুখে থাকো বাপু।
  • pi | ২৭ আগস্ট ২০১১ ০৯:২০ | 72.83.92.218
  • বেলেডাঙ্গার লঙ্কায় ঝাল বেশি কেন ?
  • Sibu | ২৭ আগস্ট ২০১১ ০৪:৪৯ | 66.102.14.1
  • ফেসবুকে দেখলাম - has worked at student B)
  • kiki | ২৬ আগস্ট ২০১১ ২২:৪৮ | 59.94.2.206
  • আজ আমার ছেলের অ্যাঞ্জেলের পেয়ারের একটা বেঁচে ছিলো, সেটাও মরে গেলো।বেচারী চোখ ছলছল করে ঘুরে বেরাচ্ছিলো, এবার দুঃখু থেকে রেহাই পেতে ২০১২ চালিয়ে বসলো। কি উৎপাত।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ২০:১১ | 72.83.92.218
  • না না, ডিডিদাকে ঐ লিংক পাঠাইনি তো। লেখার তাড়া ঃ)

    তুমি তো ফেসবুক গ্রুপে আছ। ওখানে ডানদিকে 'সিনেমার সন্ধান' বলে একটা ডক আছে দ্যাখো। নৈলে একটু বাদে আমি ওটা উপরে তুলে দেবো।
  • S | ২৬ আগস্ট ২০১১ ২০:০৮ | 90.200.14.85
  • poor cow। শোনো না ডিডিদাকে যে সিনেমার লিংক এর কথা বললে আমায় একটু পাঠাবে গো ।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ২০:০২ | 72.83.92.218
  • কিন্তু এখন সে আর কই। আমার চারতলার বারান্দার টবের আলু নেই, সে নেই .. উফ্‌ফ, এই নেই এর লিস্টি দিনেদ্দিন বেড়েই চলেছে ঃ(
  • S | ২৬ আগস্ট ২০১১ ২০:০০ | 90.200.14.85
  • ওহ গ্রেট তাহলে তো কাজ এমনিতেই হয়ে যেতো বলো। luckyyou
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৯:৫৭ | 72.83.92.218
  • S দি। প্রবল।
    তবে কিনা ঠিক এরই মত দেখতে, কিম্বা এর চেয়ে একটু বেশিই ভাল হবে, একজন আমার ইনস্টিতেই ছিল ;-)
  • S | ২৬ আগস্ট ২০১১ ১৯:৩৭ | 90.200.14.85
  • কেন পাই ঐ হিরো তে বুঝি ব্যাথা। আমারো।
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৯:৩৫ | 122.160.159.184
  • আকাবাবুর অমর কীর্তি-
    প্রথম মানুষ যিনি কুমুর ওয়াইজনেস দুনিয়ার সামনে তুলে ধরেছেন-
    আরেকটু ধরে থাকেন,আমি কত্তারে ডাইক্যা দেখাই।
  • aka | ২৬ আগস্ট ২০১১ ১৯:৩১ | 168.26.215.13
  • আহা কুমুদির মতন এমন ওয়াইজ যদি আমার মাস্টারমশাইরাও হতেন আজ লাইব্রেরিতে দুচারটে বই আমারও থাকত। তবে লস কি আমার? এই পৃথিবীর দু চারটে অমর কীর্তি দেখতে পেল না।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৯:২৬ | 72.83.92.218
  • আমি কি হাত্তালি দেবো ? আমি যে আগেই জানতুম। কই, তার জন্য তো কেউ হাত্তালি দ্যায় নাই ঃ(
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৯:২৫ | 72.83.92.218
  • গোকুলে বাড়িছে ?
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৯:২৪ | 72.83.92.218
  • মামু, মল দ্যাখো আর যাই দ্যাখো, মেল দেখো ঃ)
  • kumu | ২৬ আগস্ট ২০১১ ১৯:১৪ | 122.160.159.184
  • শিবাংশুর টই/ছবি/কবিতাটা পড়ে কয়েকটা কোশ্নো পাচ্ছিল,কিন্তু টইটা নষ্ট না করে সংযম দেখালাম।
    হাত্তালি।
    কাজুর নাম বলে দিলাম,কিন্তু কেউ থাংকু দিল না,কাজুও না।
    দুক্ষু।
    আকার গোঁজামিল যে ধরবে,সে একনো-------
  • aka | ২৬ আগস্ট ২০১১ ১৮:২২ | 168.26.215.13
  • লোকে সিনেমা দেখে, মল দেখে, সেন্নাইও দেখে, আর আমি শুধু দেখি ঠাকা, ঢলার তাও আবার শত সহস্র সন্দিগ্‌ধ রক্তচক্ষুর সামনে বসে। কাল যে গোঁজামিল দিয়েছিলাম তা ধরতে না পারলেই হল।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৭:২৬ | 72.83.92.218
  • একটু মেইল দেখবেন, ডিডিদা।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৭:২১ | 72.83.92.218
  • মানে ঐ ল্যাপী নিয়ে মল দ্বারে বসে দেখার জন্যই।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৭:১৭ | 72.83.92.218
  • ডিডিদা, গুরুর ফেবু গ্রুপে ইউটিউবে আপলোডিত সব ভাষার সব ভাল সিনেমার লিং এর একটা লম্বা কালেকশন আছে। চান তো পাঠিয়ে দিতে পারি।
  • pi | ২৬ আগস্ট ২০১১ ১৭:১৫ | 72.83.92.218
  • আহা সকাল সকাল S দি কার কথা মনে করিয়ে দিল !
  • Kaju | ২৬ আগস্ট ২০১১ ১৬:৫৬ | 59.163.201.173
  • কুড়ি বুদ্ধিমতী বলতে হবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত