এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ০৯:০২ | 122.178.202.115
  • লিভ গ্রুপ করলেও কিছুতেই ছাড়ছে না। গুরুচন্ডালির গ্রুপে কেউ পোস্ট করলেই সেই আপডেট পাঠাচ্ছে।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ০৮:৫৪ | 122.178.202.115
  • ঐ নেমন্তন্ন দুটো আমিও পেয়েছি, যতবারই বলি নট অ্যাটেন্ডিং, ততবার আবার নেমন্তন্ন পাঠায়। এখন বিরক্ত লাগছে।
    পাই, খুব ভয়ে ভয়ে একটা কথা বলি? রেগে যাস না বাপু। এই ফেসবুকের গুরুচন্ডালির গ্রুপটার থেকে পালাতে চাই, কেমন কর পালাব, একটু বলবি?
  • Nina | ৩০ আগস্ট ২০১১ ০৪:৫০ | 68.45.76.170
  • আমিও সব ডিলিট করলাম । কি জ্বালা এসেই যাচ্ছে ----কি সময় লোকজনের হাতে , আশ্চর্য্য!
  • i | ৩০ আগস্ট ২০১১ ০৪:৪১ | 137.157.8.253
  • আম্মো পেয়েছি ইনভিটেশন-ঐ আই এস আই আর কি একটা বড়দের। ডিলিট করে দিয়েছি না পড়েই।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ০২:৪৭ | 115.242.140.183
  • পাই মেল দেখো। শুদ্ধসত্ব'র স্টেপগুলো কাজের।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০২:৪১ | 128.231.22.133
  • মুশকিল হচ্ছে, প্রচুর লোক খুলে দেখছেন, পড়ছেন এবং সিরিয়াসলি নিচ্ছেন আর সবচেয়ে বড় মুশকিল হল , পুরো ঘেঁটে গিয়ে এনিয়ে প্রশ্ন করে চলেছেন ঃ(
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০২:৩৭ | 128.231.22.133
  • কিন্তু এই ফেকদের তাড়ানোর উপায়টা কী ?

    কী কায়দা করেছে কে জানে। নাম দিয়ে সার্চ করলে গ্রুপের মেম্বার লিস্টে আসেই না। এদিকে গ্রুপে দিব্বি পোস্ট করে চলেছে !
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০২:৩৫ | 128.231.22.133
  • তাও ভালো, কেসিদা এখন জানেন যে নিজের প্রোফাইলে কারা আছে আর কারা নেই ঃ)
  • aka | ৩০ আগস্ট ২০১১ ০২:৩১ | 168.26.215.13
  • আমি পেয়েছি, পেয়েই ডিলিট করেছি কারণটা কি জানেন?


    |
    |
    |
    |
    V

    ইন্টারনেটের অভিজ্ঞতা। দেখেই বুইতে পারি কোনটা ফেক, কোনটা আসল।
  • kc | ৩০ আগস্ট ২০১১ ০২:২৮ | 178.61.96.29
  • আমি কিন্তু পাইনি। কারণটা ক্ষি জানেন?




    V

    গুরুচন্ডালি প্রোফাইলটাকেই অ্যাডাইনি। যত্তসব অশান্তি।
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ০২:২০ | 122.252.231.10
  • আম্মো পেয়েছি। খুলে দেখারও প্রয়োজন বোধ করিনি।

    সত্যি লোকজনের ক্ষী সময় আর ডেডিকেশন। ঃ(
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০২:১৩ | 128.231.22.133
  • সত্যি !
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০২:১২ | 128.231.22.133
  • আরে ধুতে ধুতে মুছতে মুছতে সবার তো হাত ব্যথা !! প্রোফাইলগুলো কী কায়দা করে বানিয়েছে কে জানে যে মেম্বার লিস্টে দেখাচ্ছেই না, ফলে সরানোও যাচ্ছে না।
    একটা একটা করে পোস্ট ডিলিট করা ছাড়া উপায় নেই।

    এখন আবার নতুন চাল চেলেছে। নিজেরা ভালমানুষ সাজছে আর বলে কিনা, বলে এটা কিনা ISI এর কাজ। লোকজনকে যত ভাবে পারা যায়, বিভ্রান্ত করা যায় আর কি। সদস্যরা এই ইভেন্টের মেসেজ পেয়ে এমনিই বিভ্রান্ত। এতদিন ধরে কী চলছে, কারা কী করছে, থোড়াই সবাই জানে। এখন এই ইভেন্টের মেসেজ পেয়ে ঘাবড়ে যাচ্ছে ! উফ্‌ফ !

    ফ্যানাটিক যে কোন্ন লেভেলে হতে পারে কাছ থেকে না দেখলে কল্পনা করা যায় না।

    S দি, ঐ পোস্ট গ্রুপেই ছিল। কেউ বোধহয় এখন ডেল করেছে।
  • S | ৩০ আগস্ট ২০১১ ০২:০৮ | 90.200.14.85
  • আমি শুধু অবাক হয়ে ভাবি এদের কি সাংঘাতিক ডেডিকেসন আর অগাধ সময়।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ০১:৫১ | 115.242.140.183
  • ওহো, বড়োদের জোকস আম্মো পেয়েছিলাম। তারপর কী ভেবে কাটিয়ে দিলাম। বড়ো তো হয়েই গেছি। আর ওসব চাই না। ঃ-/
  • r2h | ৩০ আগস্ট ২০১১ ০১:৪৯ | 198.175.62.19
  • ঘ্রে মানে ঘুরে। গুরুর ফেসবুকে গেলে নিজেকে কেমন পথভোলা এক পথিক টাইপের মনে হয়। থই পাই না।
  • aka | ৩০ আগস্ট ২০১১ ০১:৪৮ | 168.26.215.13
  • এই দুটো আমিও পেয়েছি।
  • r2h | ৩০ আগস্ট ২০১১ ০১:৪৬ | 198.175.62.19
  • এইতো, আমিও পেয়ে গেছি আইয়েসাই বিষয়ক নিমন্ত্রন। শুধুশুধু রাগ করছিলাম আমাকে পাঠায়নি কেন ভেবে।
    এছাড়াও বড়দের মজার জোকস বিষয়ক একটা নেমন্তন্ন পেয়েছি। একবার ঘ্রে দেখে আসতে হবে।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ০১:৪৫ | 115.242.140.183
  • পাই, গুরুর ফেসবুক গ্রুপটি ধোয়া-মোছা করার যথেষ্ট প্রয়োজন আছে। জাস্ট, অসহ্য!
  • S | ৩০ আগস্ট ২০১১ ০১:২৬ | 90.200.14.85
  • হুম অমিও পেয়েছি ঐ sda যেটা বললেন। কিন্তু তোমার নমের টা কই পাই? ওটা কি তোমার ওয়ালে লিখে এসেছে বুঝি?
  • r2h | ৩০ আগস্ট ২০১১ ০১:১৪ | 198.175.62.19
  • কে আর কি বলবে। সিয়া টিয়া হলেও বোঝা যেত। শেষ পর্যন্ত ঘরের পাশে আইয়েসাই? আবার বলে কিনা ক্ষমতার কাছাকাছি। হুঁঃ।
  • kc | ৩০ আগস্ট ২০১১ ০১:১২ | 178.61.96.29
  • আল কায়দা অ্যাঙ্গেল আনার জন্য আমার নাম অ্যাডমিনে ঢোকানোর দাবী রাখলাম।
  • nk | ৩০ আগস্ট ২০১১ ০১:০৮ | 151.141.84.194
  • আল কেসি আল। এখনো আল কায়্‌দা বলে নি। ঃ-)
  • kc | ৩০ আগস্ট ২০১১ ০১:০২ | 178.61.96.29
  • সেদিন, মামু কইল আওয়ামী লিগ, আজ শুনছি আইএসাই। এদিকে সিয়া আর টিএমসিতো অলরেডি আছেই। মোসাডের নামটাই যা নেই দেখছি।
  • aka | ৩০ আগস্ট ২০১১ ০১:০০ | 168.26.215.13
  • আইএসাই দেখে ভাবলাম অন্য আইএসাই, নামটা অচেনা দেখে ভাবলাম স্প্যাম। তাই উড়িয়ে দিলাম।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০০:৪৬ | 72.83.92.218
  • কেউ কিছু বলেনা ঃ( x-(
  • r2h | ৩০ আগস্ট ২০১১ ০০:৩৫ | 198.175.62.19
  • এদিকে কুমুদি যে বলেছেন এখানে সবাই ভালো মানুষ, একেবারে খাঁটি সত্য কথা বলেছেন। বিশেষ করে আমার মতো ভালো মানুষ তো দেখাই যায় না। তবে মুগুর বিষয়ে একটু দ্বিমত আছে। হুম। হুম।
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ০০:৩৫ | 115.242.140.183
  • আইএসাইএর মিটিন্টা কোথায় অ্যাটেন্ড করবো বুঝতে না পেরে নট অ্যাটেন্ডিং বলে এলাম। এরা কি কম্যুনিটি মেম্বার্স ধরে ইনভাইটিজ ট্যাগাচ্ছে নাকি! কী সব যে না, ধুস! ঃ-((
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০০:৩৫ | 72.83.92.218
  • এবার এই পোস্ট টা এসেছে

    কী করবো ? ।fb এ অভিযোগ করি ?

    IPSITA PAL Ipsita Pal
    EI PROFILE TI EKTI MUSALMAN MEYER
    JE ACTUALLY BANGLADSI ISI AGENT nad owner of GORU-CHANDALI profile too...
    mane mane reputed profile er lokera ei grp theke sore porun..
    investigation started...
    this group is under scanner :))))))))))
  • r2h | ৩০ আগস্ট ২০১১ ০০:৩৪ | 198.175.62.19
  • যাঃ- সিয়া নয়?
  • sayan | ৩০ আগস্ট ২০১১ ০০:৩০ | 115.242.140.183
  • শুভ জন্মদিন, রাজদীপ।
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০০:২০ | 72.83.92.218
  • আচ্ছাঅ জ্বালাতন শুরু হয়েছে। কী করা যায় বুঝছি না।

    *বাংলাদেশী
  • pi | ৩০ আগস্ট ২০১১ ০০:১৩ | 72.83.92.218
  • RSS এর লোকজন আমাকে ( আর কিছু জনকে) আই এস আই এর এজেন্টের হোতা থেকে শুরু আর যা যা গাল পেড়েছে, সেগুলো আর ঠিক লেখার যোগ্য নয়।

    গ্রুপের বাংলাদের সব লোকজনও সব নাকি টেররিস্ট।

    এদিকে এরা পালে পালে যোগ দিয়েছে। কিন্তু কিছু একটা ট্রিক করেছে। স্ক্রিপ্ট চালিয়েছে হয়তো। কারণ গ্রুপের সদস্যদের লিস্টে এদের দেখাই যাচ্ছে না। ফলে সরানোরও উপায় নেই। যার নামে যা পারছে লিখে যাচ্ছে । গুচ্ছ গুচ্ছ হেট্রেড স্পিচ।

    এর আগে কোন দেবদেস্বীকে নিয়ে কী বলার জয় ওর্কুটের PIWB কম্যুনিটিটাকেই কমপ্লেইন করে পুরো উড়িয়ে দিয়েছিল। এখন গুরুর গ্রুপে নজর পড়েছে। সাইটেও পড়লো বলে।
  • aka | ৩০ আগস্ট ২০১১ ০০:০৩ | 168.26.215.13
  • আমার কাছেও এল এইমাত্র। ডিলিট করে দিলাম তো। ওটা যে গুরুচণ্ডালির সাইট তাও দেখি নি।
  • sda | ২৯ আগস্ট ২০১১ ২৩:৫৯ | 117.194.210.193
  • http://www.facebook.com/event.php?eid=229164793801476

    কিছুক্ষন আগে আমাকে এই ইভেন্ট এ যোগ দিতে অনুরোধ করেছেন কোন এক অচেনা ফেসবুক ইউজার (বাংলাদেশী) , ইভেন্টের উদ্দেশ্য গুরুচন্ডালি নামের ফেসবুক প্রোফাইলটি বয়কট করা , কারন সেটা নাকি আসলে কিছু ISI এর এজেন্ট দ্বারা পরিচালিত হয় , সরকার এই গ্রুপের মেম্বারদের উপর কড়া নজর রাখছে , ইত্যাদি ... ভয় পাওয়া উচিত হবে কি না ভাবছি।
  • dri | ২৯ আগস্ট ২০১১ ২৩:০৬ | 117.194.230.5
  • বেসিকালি, আমি যা বুঝলাম, ওম্বাডস্‌ম্যান/লোকপাল বলে একটা ইনস্টিচিউশান তৈরী হল, যাতে করে ফাইনান্সিয়াররা পলিটিশিয়ানদের বেটার ক®¾ট্রাল করতে পারে। এত এত পলিটিশিয়ানের সবাইকে বিগ মানি সবসময় বাগে আনতে পারে না। মোস্টলি সবাই কথা শোনে। কিন্তু যারা শোনে না, তাদের লোকপাল দিয়ে ফাঁসিয়ে দেওয়া হবে।

    ফাইনান্সিয়াররা সবসময় ছোট গ্রুপ ক®¾ট্রাল করতে ভালোবাসে। এই এতবড় মন্ত্রীসভার থেকে ছোট ১০ জন লোকপালের গ্রুপ ক®¾ট্রাল করা সোজা।

    জানেন কিনা জানিনা। এই সেদিন আম্রিকায় ডেট সিলিং বাড়ানো নিয়ে একটা বিরাট নাটক হল। সে এক ভীষণ 'কী হয়, কী হয়'। এই হল, তো এই হল না। লাস্টে বিল পাস হয়ে গেল। সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। (যদিও ঠিক তার পরেই আম্রিকার ক্রেডিট রেটিং কাট হল, সেটা অন্য কথা)।

    কিন্তু ঐ হট্টগোলে একটা জিনিষ অনেকেই খেয়াল করেন নি। 'সুপারকংগ্রেস' বলে একটা বস্তু তৈরী হল। ৬ জন সেনেটার আর ৬ জন কংগ্রেসম্যান, মোট ১২ জনের গ্রুপই সব বাজেট কাটের প্রোপোজাল তৈরী করবে। বাকিরা শুধু ইয়েস বা নো বলবে। এক কোপে বহু কংগ্রেসম্যানকে ডিসেনফ্র্যাঞ্চাইজ করে দেওয়া হল। সংবিধান বিরুদ্ধ ভাবে। কারণ কী? ঐ, ফাইনান্সিয়ারদের পক্ষে ১২ জনকে ক®¾ট্রাল করা অনেক ইজি, পুরো কংগ্রেস আর সেনেটের চেয়ে।
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২২:৫৮ | 151.141.84.194
  • বাহ, ভালো ব্যবস্থা তো! ১০০ কোটি চুরি করে ১ বছরের জেল। মাসপ্রতি আট কোটির বেশী করে লাভ থাকছে হে!
    ঃ-)
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২২:৫৫ | 178.61.96.29
  • তা তো বটেই, এর পরে দেখুন, আন্নার ক্রেডিবিলিটিকে একটু হলেও ছোট্ট করে কাঁচিয়ে দেওয়ার জন্য লোকটাকে অনশনের পরে ওইরকম একটা হাইফাই ফাইভস্টার হাসপাতালে ঢুকিয়ে দিল। নাঃ, একটা কনস্পিরেসি অ্যাঙ্গল কিন্তু থাকতেই পারে।
  • dri | ২৯ আগস্ট ২০১১ ২২:৪৭ | 117.194.230.5
  • করাপশান কমানোয় কেউই সিরিয়াসলি আগ্রহী বলে তো মনে হল না।

    ধরুন করাপশান ধরা পড়লে শাস্তি। দুটো বিলেই যা দেখলাম, উনিশ বিশ। কোনটাতে ৬ মাসের জেল। কোনটাতে এক বছরের জেল। কোন বিলেই কিন্তু যে টাকাটা তছরুপ করা হল সেটা ফেরত দেওয়ার কথা দেখলাম না।

    একজন ১০০ কোটি টাকা ঝেড়ে দিল। তারপর সে ধরা পড়ল। তারপর সে এক বছর একটি ফাইভ স্টার জেলে কাটিয়ে বাড়ি ফিরে গেল। তার ব্যাঙ্ক ব্যালেন্স অটুট রইল। এটা কি কোন শাস্তি হল?

    ১০০ কোটি টাকা ফেরত, প্লাস এক কোটি টাকা ফাইন। জেলের কথাটা পরে ভাবা যাবে।

    দুটো বিলের কোনটাতেই এটা অ্যাড্রেস করতে দেখলাম ন।
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২২:৩৪ | 178.61.96.29
  • আর এইসব লোকপাল, জনলোকপাল, জোকপাল দিয়ে কি আদৌ কিস্যু হবে? যদি হত তাইলে দুনিয়ার সবচেয়ে রোবাস্ট কনস্টিটিশন নিয়ে ভারতের এই হাল হতনা, হতে পারেনা।

    দ্রিবাউ, আমার মনে হয় এই আন্নার আন্দোলনটাকে নিয়ে কনস্পিরেটররা (?) ভারতের বাজারে একটা ছোট্ট রিহার্সাল দিল, নেকস্ট গেমটা ডিজাইন করতে কাজে দেবে।
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২২:২৬ | 151.141.84.194
  • মিডিয়া এক মারাত্মক জিনিস।
    আইরিন বিষয়েও অনেক প্রশ্ন খচখচ করছিলো।
  • dri | ২৯ আগস্ট ২০১১ ২২:২৪ | 117.194.230.5
  • নো, নো, নো কেসি।

    জাস্ট ধর্ণা দিলেই তো হবে না। ধর্ণা দেওয়ার সময়ের মিডিয়াকেও চাই।

    এর পেছনে অনেক হিডেন টাকাপয়সা আছে।

    ইজিপ্টের সেই ফেব্রুয়ারী বিপ্লব, প্রতিটা সেকেন্ড আল-জাজিরা কাভার করেছে।

    এখন, এই মুহুর্তে, ইজিপ্টে প্রচুর ঝামেলা চলছে। যেটাকে বলা হচ্ছে সেকেন্ড ইজিপশিয়ান রিভলিউশান। কিন্তু মিডিয়ার কোন দেখা।

    কেন প্রথমটাতে মিডিয়া ছিল, কেন এখন নেই।

    দিস কোয়েশ্চএন নীডস টু বি আস্কড।
  • siki | ২৯ আগস্ট ২০১১ ২২:১৯ | 122.162.75.228
  • এমনকি নর্থ ইস্টের এক বাঙালিও আন্না জ্বরে এতটাই কাবু যে সে শর্মিলাকে এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বলল, সব ইস্যু নয় সমান। কোথায় শর্মিলা আর কোথায় আন্না। কাশ্মীরেও নাকি আফস্পা চলছে, সেখানে কি লোকে এমন করে প্রতিবাদ করছে? কেমন সুন্দর বিনা বাক্যব্যয়ে সেখানে সেনাবাহিনীর গুলি খেয়ে লোকে জয় হিন্দ বলে মরে যাচ্ছে। আরে বাবা, দেশের নিরাপত্তার কারণে কোথাও কোথাও সরকারকে টাফ স্ট্যান্ড নিতে হয়। দেশশুদ্ধু লোক বুঝে গেল আর শর্মিলা বুঝল না।

    আমি তাকে কী উত্তর লিখব বুঝে পাচ্ছি না। বাকরহিত হয়ে আছি।
  • kc | ২৯ আগস্ট ২০১১ ২২:১৭ | 178.61.96.29
  • আরে আমি চাইছিলাম লোকে এক্কেবারে বেসিক প্রবলেম নিয়ে খেপে উঠে সরাসরি অভিযান করুক। ওসব কেন্দ্র রাজ্য তঙ্কÄ চুলোয় যাক। দেশের প্রতিটা আইনসভায় ধর্ণা শুরু হোক। লোহা কিন্তু বেশ গরমই ছিল। বড় বড় ইংরেজী বাত্তেলা নাদিয়ে বামপন্থিরা কিন্তু এটা শুরু করতেই পারতেন। তারপর সাড়া না পেলে কোটরে ঢুকতে আর কতক্ষণ লাগে?
  • dri | ২৯ আগস্ট ২০১১ ২২:১৬ | 117.194.230.5
  • তিনটে দাবী মেনেছে, কিন্তু লোকপাল বিলের ফাইনাল ফর্মটা কী হবে? আন্না যা প্রোপোজ করেছিল তাই? নাকি দুটোর মিলিজুলি কিছু?

    ফাইনাল বিলটাই আসল। ডিটেলের মধ্যেই ডেভিলের বাস। বিশেষ করে, এইরকম সিচুয়েশানে অনেক ভালো ভালো ক্লজের ফাঁকে একটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু কোয়েশ্চেনেব্‌ল ক্লজ গুঁজে দেওয়া খুব কমন।
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২২:১৫ | 151.141.84.194
  • আমি তো সেই বাঙালিনী বন্ধুনীর প্রতি চিঠিতে "জয় হিন্দ" দেখে চিন্তায় পড়ে গেছি। আরে সেই বিজেপি আমলের মন্দির মসজিদ কেস মারাত্মক দাঙ্গা তো আমাদের জন্মের আগের কথা নয়, সেসব কি ভুলে গেল সে?
  • nk | ২৯ আগস্ট ২০১১ ২২:১২ | 151.141.84.194
  • কেসি, মুভমেন্ট চাই মুভমেন্ট। ঃ-)
  • dri | ২৯ আগস্ট ২০১১ ২২:০৯ | 117.194.230.5
  • আন্নার মুভমেন্ট অন্য মুভমেন্ট। কেসিবাবু চাইছেন অন্ন মুভমেন্ট।
  • aka | ২৯ আগস্ট ২০১১ ২১:৪৮ | 168.26.215.13
  • পঃবয়ের ইলেকটোরাল রিফর্ম নিয়ে কল্লোলদা কোন টইতে লিখলেন? নাকি আন্না হাজারে নিয়ে বলছ?
  • pi | ২৯ আগস্ট ২০১১ ২১:৪৭ | 72.83.92.218
  • ধুর ! কিছু লিখতে পারছি না। ল্যাপীর কারসরের এই লাফালাফির বাঁদরামো আর
    বরদাস্ত করা যাচ্ছে না ঃ(
    যত্‌র্‌তত্র
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত