এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ১০:১০ | 160.83.97.83
  • ** বাঁ-দিক দিয়ে ওভারটেক করা
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ১০:০৮ | 160.83.97.83
  • রাইট লেন মাস্ট টার্ন রাইট বোর্ড প্রচুর জাংশানে আছে, সাচ অ্যাজ, রেস কোর্স রোড (আনন্দ রাও সার্কলের আগে), কাবন রোড (ইউবি সিটি'র সিগন্যাল), রিচমন্ড সার্কল সিগন্যাল, জিপিও, অনিল কুম্বলে সার্কল (চিন্নাস্বামীর সামনে)। আরও অনেক আছে। বাঁ-দিক দিয়ে অন্তত লুরুর রাস্তায় (তাও সিগন্যাল রেড থেকে গ্রীন হওয়ার সময়) অ্যাবসোল্যুট নো-নো।
  • Shn | ৩১ আগস্ট ২০১১ ০৯:৫৬ | 117.192.144.237
  • til, ধন্যযোগ। জানা রইল। বাড়ির লোকও অবশ্য এই মতোই বলার চেষ্টা করছিল। তাতে ঘাবড়ে গিয়ে আমি আর হুমকি ফোনের কমপ্লেন করাইনি ঃ(
  • Shn | ৩১ আগস্ট ২০১১ ০৯:৫১ | 117.192.144.237
  • যাক বাবা, বাঁচা গেল। এখন ভালোয় ভালোয় ২৩ তারিখের আগে মিটলে হয়।

    ব্যাংদি, ২৩ তারিখ স্পাইসজেট এ। রাত ৮ঃ০৫ এ। তোমরাও ওই দিন একই ফ্লাইটে? বেশ ভালো হয় তাহলে।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০৯:২৯ | 122.167.73.91
  • ন্যাড়ার কথায় মনে পড়ল, আমাদের কলেজে একবার একটা ছেলেকে আর এ করেছিলেন এক প্রফেসর। তিনি আবার বারস্যার ছিলেন, আর আমাদেরই কলেজের একটা হোস্টেলের সুপারও। সেইদিনই সন্ধ্যেবেলায় বেথুন কলেজের মেয়েদের তাদের হোস্টেলে টিউশন পড়িয়ে নিজের হোস্টেলে ফেরার সময়ে হেদুয়া দিয়ে শর্টকাট করছিলেন। কারা যেন অন্ধকারের মধ্যে বেশ কিছু চড়চাপড় লাগিয়ে আবার অন্ধকারেই মিশে গেছিল। তারপর থেকে উনি ইনভিজিলেশনে থাকলে ছেলেমেয়েরা বইখাতা খুলে লিখত। উনি দেখতে পেতেন না।
  • nyara | ৩১ আগস্ট ২০১১ ০৯:২৮ | 122.166.161.65
  • আমার লুরুতে যদি চেনাশুনো থাকত, সেরকম নেটওয়ার্ক থাকত, হত। আর নিজের হাতে খবরদার কিছু করতে যাবেন না।

    আপনার ক্ষেত্রে অবশ্য দরকারও নেই। ভাটে প্রকাশিত গল্পগুলো কানাড়ায় অনুবাদ করে স্বনামে পাঠিয়ে দিন, এমনিই হার্টফেল করে যাবে।
  • til | ৩১ আগস্ট ২০১১ ০৯:২৬ | 165.12.252.211
  • লাইটসের ঠিক আগে বা পরে লেন চেঞ্জ করা বারণ (অ্যাডভাইসরি, বেআইনী নয় যদিও)। ওভারটেকিং তো আসলে লেন চেঞ্জও, যে চেঞ্জ করবে দাইত্ব তার।
    এক্ষেত্রে এটা বেআইনী হয়েছে মানতেই হবে।
    যদি একটা মাত্র রাইট টার্নের লেন থাকে তবে টার্ন নিয়ে অন্য লেনে চোখ বুঁজে তো যাওয়া যায়।
    হুমকির জন্যে FIR উপযুক্ত কাজ, অন্য পার্টির কিছু খসবে, পুলিশের লাভ হবে
    --
    আচ্ছা সাউথ সিটিতে সেই কেসটার আর কোন সংবাদ? ব্যাঙদি চোট পেলেন, তারপর?
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০৯:২৩ | 122.167.73.91
  • ন্যাড়াবাবু, লুরুতেও কি এটা করা যায় না? ধরুন আপনার অ্যাসিস্ট্যান্ট আমি থাকলুম, মুখোশ-কালোচাদরের খরচাও আমার। আরো কিছু লোক লাগবে অবশ্য, তাদের ফিট করার দায়িত্ব আপনার। একটা সাইড বিজনেস হিসেবে এই প্রস্তাব কি আপনি গ্রহণ করবেন?
  • nyara | ৩১ আগস্ট ২০১১ ০৯:১৬ | 122.166.161.65
  • স্কুলে টিচারদের ক্যালানোর বাতিক দুদিনে ঠিক করে দেওয়া যায়। কলকাতায় হলে চেনাশুনো বেপাড়ার চারটে ছেলেকে ফিট করে অল্প চমকানো না হলে হাল্কা চড়-চাপড় দিলেই ছেলেপুলের গায়ে হাত তোলা বন্ধ হয়ে যাবে।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০৯:১৬ | 122.167.73.91
  • কোর্টে কী হবে? সুহাসিনীর দিকে অধীর আগ্রহে তাকিয়ে বলা হবে ""মিউচুয়াল মারি??'' আর সুহাসিনীও সেই কাতর অনুরোধ এড়াতে না পেরে মিউচুয়াল মেরে দেবে। ঃ-)
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ০৯:১৩ | 122.252.231.10
  • হ্যাঁ, লুরুর রাস্ততেই আছে।

    কোর্টে কী হবে (প্রকৃত প্রস্তাবে) সেটা জানি না। তবে যেটুকু বুঝলাম বাঁদিকের গাড়ি ওভারটেক করতে গিয়ে ধাক্কা খেলে দোষটা তারই। অবশ্যই হুমকি ফোন দুর্ব্যবাঅর ইত্যাদি এই আলোচনায় আনছি না। শুধু সেগুলোর জন্যই এফাইআর করা যায়।

    কাজাতে গেলুম। বাব্বাই।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০৯:০৮ | 122.167.73.91
  • প্পনের দেওয়া ঐ সাইনটা কি ভারতবর্ষের রাস্তাতেই দেওয়া থাকে? আমি আজ অব্দি দেখি নি। বলছিস যখন একদিন মুরুগেশপালিয়া বেড়াতে যেতে হবে, শুধু ঐ সাইনটা দেখে ফটো তুলে আনার জন্য।
    আর উল্টোদিকের লোক চেপে ধরার চান্সই পাবে না। রোজ এইধরণের দেড়শো-দুশো কেস কোর্টে ওঠে, জাজ ছুঁয়েও দেখে না। অপরপক্ষকে শুধু একটি উকিল লাগতে হবে। আর যেহেতু সুহাসিনী কেস করেছে ওর উকিলের খরচাও নাই, সরকার দেবে। জাজ কেস দেখেই দুইপক্ষের উকিলকে বলবে মিটিয়ে নিতে। সুহাসিনীর উপর হম্বিতম্বি-হুমকি এই সবের জন্য আইবিএমারকে শুধু একটু খরচা করতে হবে।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ০৯:০২ | 122.252.231.10
  • ওয়েল, এইটুকু বলতে পারি যে সিগন্যালে বাঁদিক থেকে ওভারটেক করাটা উচিত নয়। উল্টোদিকের লোকজন এই গ্রাউন্ডে চেপে ধরবেই।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০৯:০২ | 122.167.73.91
  • সামরান, আজ যা কিছু ভালোমন্দ খাবে, খাওয়ার সময়ে ভেব, আরেকজন লোভে-হিংসেয় জ্বলেপুড়ে মরছে, কারণ আজ তার বাড়িতে কুমড়োর ঘ্যাঁট, উচ্ছে ভাজা, মুসুরডাল আর পোনা মাছের ঝোল। ঃ-( খুব খুব আনন্দ কর আর ভালো থেক।
    সুহাসিনী তেইশ তারিখ কোন ফ্লাইট রে?
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০৮:৪৮ | 122.167.73.91
  • সুহাসিনী, চাপ নিস না, কেস অতদূর যাবেই না। সুতরাং এফ আই আর করে ভুল করেছিস না ঠিক এইটা নিয়ে চিন্তা করিস না। তবে হুমকি ফোন টা বেশ বিচ্ছিরি ব্যাপার, এই নালিশটা জানানোটা জরুরি।
  • Shn | ৩১ আগস্ট ২০১১ ০৮:৪১ | 117.192.144.237
  • নাঃ, এরকম কিছু ছিলো বলে তো মনে হচ্ছে না। তাহলে কী আমি এফআইআর করিয়ে ভুল করলাম?
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ০৮:১১ | 112.133.206.22
  • অনেকটা এরকম।



    এরকম সাইন থাকলে এক্সপেক্ট করা যায় ডানদিকের গাড়ি ডানদিকে বেঁকবে।
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ০৮:০৬ | 112.133.206.22
  • রাস্তায় ডানদিকের লেনে সাদা দিয়ে অ্যারো দেওয়া থাকে। ধরো যদি ডোমলুর থেকে হ্যালের দিকে আসো (ওল্ড এয়ারপোর্ট রোড) তাহলে মুর্গেশপালিয়ার মোড়টাতে ওরকম সাইন আছে (যদ্দূর মনে পড়ছে)।

    অথবা অনেক সময় সিগন্যালের কাছাকাছি বোর্ডেও অ্যারো দিয়ে দেখানো থাকে।
  • samran | ৩১ আগস্ট ২০১১ ০৮:০৫ | 117.194.96.125
  • সক্কাল সক্কাল ভাঙ্গা লিংক!

  • samran | ৩১ আগস্ট ২০১১ ০৮:০৪ | 117.194.96.125
  • সব্বাইকে ঈদের শুভেচ্ছা

    হ্‌ত্‌ত্‌পঃ//য়্‌ব্‌ব।য়ৌতুবে।ওম/য়ত্‌চ?=ক্ষ্‌ট৫ঈঈএঅতুরে=রেলতেদ
  • Shn | ৩১ আগস্ট ২০১১ ০৭:৩৭ | 117.192.144.237
  • অর্পণ, রাইট লেন মাস্ট টার্ন রাইট এমনি কোনও লেখা আমি কোনও সিগন্যালে এখনও দেখিনি। কী রকম সাইন থাকে বল তো? এইবারে খেয়াল করব। যদিও পুলিস এই ব্যাপারে আমাকে চিন্তা করতে মানা করল, কিন্তু আমার মনে হচ্ছে কোর্টে ডাকলে এটা একটা পয়েন্ট হতে পারে।

    ব্যাংদি/শমীক, কতদিন বাদে কোর্টে ডাকবে জানো? ২৩ সেপ্টেম্বর কলকাতা যাবো, তার আগে ঝামেলা মিটলে ভালো।
  • nk | ৩১ আগস্ট ২০১১ ০০:৩৭ | 151.141.84.194
  • ভারতমাতার সেবায় লাগতে জয় হিন্দ বলে যদি ফিরতে হয়, তবে সেসময় ছেলেপিলে যদি থাকে, তাদের দত্তক দিয়ে যাবো। তারপরে ঝাড়া হাত পায়ে জয় মা বলে ঝাঁপ দেবো। বাপরে, কী স্কুল সব!
    আর এদিকে নতুন ভারতের স্বপ্নে বিভোর আমার আন্নাপ্রেমী বন্ধুনী, নাকি সবাই নিজের আনন্দে কবিতা লিখবে ছবি আঁকবে গান গাইবে শিল্প ও বিজ্ঞানকে নিয়ে যাবে আকাশের উচ্চতায়।এমন হবে আন্নার ভারত!
    সিরিয়াসলি, এই সব স্কুলগুলোকে সবার আগে উচ্ছেদ করা দরকার! এগুলো তো অপরাধের সূতিকাগার!
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০০:৩৬ | 122.178.201.159
  • সব্বাইকে আমার প্রিয় এই গানটা শুনতে দিয়ে ঘুমোতে গেলাম।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০০:২৪ | 122.178.199.50
  • কারণ এটাই যে স্কুলে আস নি নোটস মিস করেছ, সেটা তোমার নিজের দোষ। আর তোর জন্য তোমাকে সাফারও করতে হবে। যে এসেছে, নোটস লিখেছে, তার থেকে নিচ্ছ কেন?
    কামাই করার শাস্তি - তাকে পিছিয়েই থাকতে হবে। যারা এসেছে তাদের সঙ্গে অ্যাট পার হওয়া চলবে না।
  • pi | ৩১ আগস্ট ২০১১ ০০:২৩ | 128.231.22.133
  • ইনি টীচার ? এঁর তো নিজের বেসিক প্রাইমারি স্বাস্থ্য শিক্ষাটুকুনিই নেই !!
  • pi | ৩১ আগস্ট ২০১১ ০০:২১ | 128.231.22.133
  • সে সমস্যা তো সর্বত্র। সেই ট্রেনের কনট্র্যাক্টর টাকলা শেঠের কথা একবার লিখেছিলাম না ? ট্রেনের কর্মীরা ঐ প্রচণ্ড ভাবে এক্সপ্লয়েটেড হন, ইউনিয়ন বানানোর চেষ্টা করলে বহিষ্কৃত হন, আর এটাই বলেন, এইভাবে এক্সপ্লয়েটেড হয়ে কাজ করার জন্যও একটা পদের জন্য হাজার জন বসে আছেন।
    সেখানে ওঁদের হাত পা ও বাঁধা। নিজেদেরও আর কোন অপশন প্রায় নেইই।
    এক্ষেত্রে বোধহয় একটু বেটার। নাকি, সব স্কুলেই এমনি ভাবে এইসব (অ)কারণে পেটায় ?

    নোট লিখে বাচ্চাটা কী দোষ করেছে, মানে টীচার তাকে কোন কারণ দর্শিয়ে মেরেছেন, সেটা আমিও বুঝলাম না। অজুহাত ও তো একটা চাই।
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০০:২০ | 122.178.199.50
  • টিচারের উত্তর - যাতে আর কখনো ওখানে দাঁড়াতে না হয়, সেইটা দেখুন। ছেলেকে দায়িত্ববান হতে শেখান। আমাদের শেখানোর পদ্ধতি এরকমই। এরপরে আর কখনো কিছু আনতে ভুল হবে না।
  • S | ৩১ আগস্ট ২০১১ ০০:১৮ | 90.200.14.85
  • dustbin এ দাঁড় করানো???। কি inovative punishment মাইরি। তা ব্যাং অপনি উল্টে চার্জ করলেন না কেন যে punish করবেন ঠিক আছে কিন্তু ওরকম unhygienic place এ দাঁড় করাবেন কেন? বাচ্চার যদি এরপর অসুখ বিসুখ হয় কে responsibility নেবে?
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ০০:১৫ | 12.149.39.84
  • http://bartamanpatrika.com/content/spl3.htm

    থ্যাঙ্কু চিন্টুবাবু। দেখত কিছু করা যায় নাকি!
  • Tim | ৩১ আগস্ট ২০১১ ০০:১৩ | 198.82.20.109
  • ইশকুল প্রসঙ্গেঃ একজন চলে গেলে একশোটা অ্যাপ্লিকেশন জমা পড়বে--- এইটাই আসল সমস্যা।
  • achintyarup | ৩১ আগস্ট ২০১১ ০০:০৫ | 121.241.214.34
  • মনে আছে। আপিসে কথা বলছি।

    গৌতম রায়ের লিঙ্কে কী আছে? আমর পুরোনো পাতা দেখা হয়নি
  • nk | ৩১ আগস্ট ২০১১ ০০:০৩ | 151.141.84.194
  • আমার প্রশ্ন জাগে এইসব স্কুলগুলো নিয়েই। এসব স্কুল তো একদিনও চলার কথা না দুর্নীতি আর বেআইনী ব্যাপার যে লেভেলে চলছে! অথচ হৈ হৈ করে চলছে! প্রচুর টাকাপয়সা আর ইনফ্লুয়েন্স মনে হয় ইনভলভড। নইলে এদের তো পুলিশ দিয়ে পিটিয়ে তুলে দেওয়া উচিত!
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ০০:০০ | 122.178.199.50
  • এনকে এই প্রশ্নগুলো আমারও। তবে এইগুলোর উত্তর চাইতে গেলে যেটা শুনতে হয়, সেটা হল আমরা এইভাবেই শিক্ষা দেব, বছরের পর বছর হাজার ছেলেকে এইভাবেই পার করেছি। তোমার পছন্দ হলে থাক, নয়তো কেটে পড়। একটা সিট খালি হলে একশোটা অ্যাপ্লিকেশন জমা পড়বে।
  • nk | ৩১ আগস্ট ২০১১ ০০:০০ | 151.141.84.194
  • ঐ টিচারের মাথায় মোটা অখন্ড মহাভারত দিয়ে ঠাই ঠাই করে দশবার মেরে বলা উচিত জাস্ট ক্যাজুয়াল ট্যাপ।
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫৮ | 112.133.206.22
  • * রাইট লেন মাস্ট টার্ন রাইট

    আর শমীকের সাথে একমত। একবার এক অটোর সাথে আমার বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমি রাইটমোস্ট লেন থেকে ডানদিকে টার্ন নিয়েছি আর সে আমাকে বাঁদিক থেকে ওভারটেক করে ইউ টার্ন নিতে গেছিল। লোকজন কেলাবার মুডে ছিল, কিন্তু আমি পুলিশ ডেকে তার হাতে তুলে দিয়েছিলাম।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫৮ | 122.178.199.50
  • তবে শোন আকা, সেদিন ছেলেকে মারা নিয়ে আমি বলতে যাওয়ায় টিচার উল্টে আমাকে ঝেড়ে দিল তিলকে তাল করছি বলে, ""ইট ওয়াজ জাস্ট আ ক্যাজুয়াল ট্যাপ'' বলে তিনি হাঁটা লাগালেন। ক্যাজুয়াল ট্যাপের নমুনা কী? না ভারি বই দিয়ে মাথায় দমাদ্দম মারা।
  • nk | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫৭ | 151.141.84.194
  • কেউ টিফিন খাবে কি খাবে না সেটাও তো তার নিজের ব্যাপার। তার জন্যে টিচার কীভাবে পানিশমেন্ট দিতে পারে? এতো মিলিটারি স্কুল নয়!
  • nk | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫৬ | 151.141.84.194
  • আশ্চর্য, একটা বাচ্চা আগের দুদিন আসতে পারে নি বলে সেই দুইদিনের নোটস লিখে নিচ্ছিলো, এটা কোন অর্থে অপরাধ এতো আমি কিছুই বুঝলাম না। এতো বরং মনোযোগী ছাত্রের লক্ষণ। যে টিচার এর জন্যে স্কেল দিয়ে পেটালো, সেই টিচারকেই তো শাস্তি দেওয়া দরকার!
  • aka | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫৫ | 168.26.215.13
  • সেটাই মুশকিল এই টীচার রা আইদার ইনএফিশিয়েন্ট বা প্রচণ্ড হতাশ। নিজেদের ত্রুটি বিচ্যুতি ঢাকতে মারে।

    ক্লাস সেভেনে অংক স্যার মেরে হাতে দাগ ফেলে দিয়েছিল। তারপর নিজেই কেঁদে কেটে কেলেংকারি ব্যপার। ক্যালানি খেলেও কখনোই মনে হয় নি ভালোবাসার অভাব আছে। তাই নিয়ে মনে কোন বিটারনেসও নেই।

    তবে এমনিতে মারামারির কোন দরকার নেই।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫২ | 122.178.199.50
  • দাঁড় করানোর আগে চুলের মুঠি ধরে দুই চড়ও মেরেছে।
  • ppn | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫২ | 112.133.206.22
  • সুহাসিনী, রাইট লেন মাস্ট টার্ন লেখা ছিল কি? অথবা সাইন ছিল এমনটি? না হলে গাড়িওলার ধাক্কা মারাতে কোন দোষ নেই। হলে আছে।

    হুমকি ফোন ইত্যাদি অবশ্যই পানিশেবল অফেন্স।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫০ | 122.178.199.50
  • আকা রে, এরা এসব দুষ্টুমির কথা কল্পনাও করতে পারে না। এদের এমন সব অপরাধের জন্য মারা হচ্ছে যেগুলো কতটা অপরাধ সে নিয়ে আমার ঘোর সন্দেহ আছে। ঋভু ক্লাস ওয়ানে উঠে একদিন টিফিন শেষ করতে পারে নি বলে বেত দিয়ে এমন মেরেছিল যে লম্বা কালশিটে পড়ে গেছিল। সেদিন ড্রইং খাতা নিয়ে যেতে ভুলে গেছিল বলে ডাস্টবিনে দাঁড়াতে হয়েছে।
  • nk | ৩০ আগস্ট ২০১১ ২৩:৫০ | 151.141.84.194
  • এসব তো আইন করে বন্ধ করা হয়েছিলো। আশ্চর্য এখনো এইরকম মারাত্মাক লেভেলে বাচ্চাদের মারধোর চলছে, তাও কিনা পশ পশ সব জায়গার স্কুলে!!!!
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ২৩:৪৬ | 122.178.199.50
  • নাঃ কীসব টাইপো যে হচ্ছে, মানসিক লিখতে গিয়ে দৈহিক লিখে বসলাম। ঃ-(
  • aka | ৩০ আগস্ট ২০১১ ২৩:৪৫ | 168.26.215.13
  • নিজে প্রচূর ক্যালানি খেয়েছি। কিন্তু ছেলেকে কেউ মারছে ভাবলেই কেমন জানি হয়। বিশেষত এইখানকার পরিবেশ থেকে কেউ গেলে তার বিরাট শক। আমাদের অত কিছু মনে হত না।

    একবার টিফিনে পুকুরে নেমে মাছ খাওয়াচ্ছিলাম। তখ ক্লাস টুতে পড়ি। নবাব ক্যালানে দৌড়তে পারত না মালিকের কাছে ধরা পড়ল। পুকুর মালিক নবাবের কান ধরে নিয়ে গেল। ক্যালানেটাও সবার নাম ধরে ধরে বলল। আমরা মোটামুটি তেল টেল মেখে ৫থ পিরিয়ডে বসলাম। মনের আনন্দে ক্যাল খেয়ে পরের দিন আবার মাছ খাওয়াতে গেলাম। নবাবকে পাহারাদার রাখা হল। এসব কতই হত।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ২৩:৩৯ | 122.178.199.50
  • সত্যি দু, আজকাল আমারও এই কথাটা খুব মনে হয়, বাচ্চারা যেখানে রোজ এইভাবে অসহিষ্ণুতা দেখছে, এবং তার এরকম হিংস্র বহিঃপ্রকাশ, দেখতে দেখতে বাচ্চাগুলো শিখছে টা কী? তাদের দৈহিক এবং শারীরিক কষ্টর কথা নাহয় বাদই দিলাম।
  • Du | ৩০ আগস্ট ২০১১ ২৩:৩৪ | 14.99.114.0
  • বাচ্চাদের চোখের সামনেই এরকম ভায়োলেন্স করা অপরাধ, মারাটা ইটসেল্ফ যে কি তা নিয়ে তো বলার দরকারই নেই।

    কিছু একতা করা দরকার।
  • byaang | ৩০ আগস্ট ২০১১ ২৩:৩১ | 122.178.199.50
  • দু, আজই ছেলে বাড়ি এসে বলল, তার এক বন্ধুকে স্কেল দিয়ে প্রচন্ড মারা হয়েছে, কারণ ছেলেটি দুইদিন অ্যাবসেন্ট ছিল, তারপর আজ এসে সে অন্য বন্ধুর খাতা থেকে আগের দুইদিনের নোটস টুকে নিচ্ছিল, সেই জন্য।
  • Du | ৩০ আগস্ট ২০১১ ২৩:২৩ | 14.99.114.0
  • কি আশ্চর্য, আজই আমার পরিচিত সেই বাচ্চাটির মা ফোন করে একই অনুরোধ জানিয়েছে, অচিন্ত্যকে বলবার জন্য, চার বছরের বাচ্চার মাথায় স্কেলের বাড়ি মারার শাস্তির উল্লেখ করে।
  • siki | ৩০ আগস্ট ২০১১ ২৩:১৬ | 122.162.75.251
  • ১। নোটিফিকেশন মিউট করলেই নোটিফিকেশন আসে না। ফেসবুক গ্রুপে গিয়ে Edit Settings করলেই অপশনগুলো চলে আসবে। এর জন্য গ্রুপ থেকে বেরোবার দরকার নেই।

    আমি গ্রুপেই আছি, বেরোই নি। ঐ দু তিনটি জীবের প্রোফাইলে গিয়ে তাদের ব্লক করেছি, এবং অ্যাবিউজ রিপোর্ট করেছি। যে কারুর প্রোফাইলে গিয়ে এটা করে আসা যায়। বন্দুক লিস্টে না থাকলেও।

    ২। সুহাসিনী। বাঁদিক দিয়ে ওভারটেক করা ভারতে বেআইনি। ওভারটেক সবসময়ে ডানদিক দিয়েই করতে হয়। ডানদিকে বাঁকার মুখে, তোমার ডানদিকে যদি কোনও গাড়ি থাকে, হয় তার সাথে সাথে ঘুরবে, নয় তো তার পেছনে ঘুরবে। বাঁ দিক দিয়ে ওভারটেকাবে না।

    যদি গাড়িটার বাঁ দিকে যাবার থাকে, তা হলে সে রাইটমোস্ট লেন থেকে বাঁ দিকে টার্ন নিতে পারে না। তাকে টার্নের আগেই লেন চেঞ্জ করে বাঁ দিকের লেনে চলে আসতে হবে। তখন তার ডান দিক দিয়ে যতখুশি ওভারটেক করা যাবে। সোজা যাও বা ডানদিকে বা বাঁ দিকে।

    তবে থাম্ব রুল, বাঁকের সময়ে ওভারটেক করতে নেই, যদিও প্রায় সবাইই করে। ওটা গাট ফিলিংসের ব্যাপার ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত