এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Kaju | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪০ | 121.244.209.245
  • ঠিক যেন "বিষকুম্ভ পয়োমুখম্‌"।
  • Jhiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:২৯ | 182.253.0.98
  • দে, এক্ষুনি একটা ইন্দোনেশিয়ান স্ন্যাক্স খেলাম, "cassava" চিপস, তার গুড় আর লাল লঙ্কার প্রলেপ লাগানো, মুখে দিতে একটু মিস্টি লাগলো, এখন গলা অবধি জ্বলছে......
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:১১ | 123.242.248.130
  • ঃ))))))
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৪:১০ | 59.93.195.95
  • দে,
    অলরেডি বেশ কয়েকবার বলে ফেলেচি।ঃ(

    আজ মজলিশে সবুজ এর পোষ্ট পরে মনে হলো, ব্যাটা ঝ দিয়ে দু অক্ষর ওটাই মিন করলো কি?

    ক্ষী ক্ষেলো!

    সিকি,
    গর্‌র্‌র্‌র

    ব্যাঙটা কি পাজি,ফোন করে হ্যাহ্যা করে হেসেই চলেছে। আমি নজ্জায় মুখ লুকোনোর জায়গা পাচ্ছিনা।

    আমায় আর লজ্জা দিলে খেলবো নাআআআআআ।

    চল্লাম।
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৯ | 59.163.30.3
  • কিকি, তুমি ইহা উশ্চারণও করিও না :))
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৮ | 123.242.248.130
  • ঝাঁট একটি স্ল্যাং। অধিক জানিতে চাও?
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫৬ | 59.93.195.95
  • ইসে, ঝাঁট জ্বলা মানে মাথা গরম নয়? ঝাঁট কি গালি? সিরিয়াসলি জান্তে চাইছি।
  • de | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:৫২ | 203.199.33.2
  • আমি এক্ষুনি শুনে ভাটে দেখতে এলাম -- সবাই ভালো আছো তাইলে -- যা দিনকাল!
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:১২ | 123.242.248.130
  • স্বর্ণালী বলল, ৪ জন। টিভিতে বলছে ৯ জন। আপাতত এসব নিয়ে আলোচনা করার দরকার নেই। যে গেল, সে গেল।

    স্বর্ণালীদের অফিস থেকে হার্ডলি তিন-চার কিলোমিটার দূর। ইন্ডিয়া গেট থেকে পাঁচশো মিটারও হবে না। দেশের হায়েস্ট সিকিওরিটি জোন।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৯ | 123.242.248.130
  • আমার কাছেও ইন্দোদাদার নম্বর নেই।

    ইন্দোদাদা, সন্ধ্যেবেলায় খোমাখাতায় নম্বর পাঠিয়ে দেব।
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৫ | 61.16.232.26
  • হ্যাঁ - সেই নম্বর এতো পুরোনো হয়ে গেছিল যে "রঙ" করা হয়েছে ঃ))
    - নতুনটা (বছর ছয়েক হতে চল্ল) এখানেই থাক ৯৮৭৩১৫৯৮৮১
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১৩:০৩ | 121.241.98.225
  • খবরে পড়েছিলাম ৫ ইনজিওরড। টিভিতে দেখলাম ৯ ডেড।
  • I | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:৫৬ | 14.99.98.5
  • যাক, সব্বাই ঠিকঠাক আছো তালে। শুধু কুড়ির খবর পাওয়া গেল না।
    আমি তো অনেক খুঁজেখাঁজেও সিকি-র নম্বর পেলাম না। ফরিদা-র একটা নং ছিল, সেটায় ফোন করাতে বল্ল-you seem to have dialled a wrong number.
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:৪৬ | 123.242.248.130
  • ম্যায় আউর মেরি তনহাই।
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩ | 61.16.232.26
  • একা কোথায়? বল্লাম না স্কুটার ছিল ঃ))
  • Jhiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩ | 182.253.0.98
  • দুর পাগল, একা কেউ ঘোরে নাকি, রিং রোডে ঘুরলে আক্ষরিক অর্থেই জানা যাবে 'এই পথ যদি না শেষ হয় তবে কেমন হত'!!
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:৩১ | 61.16.232.26
  • ওহো, আমার ক্যালেন্ডার স্লো হয়ে গেছে - ২০০৯ এ আটকে ছিলাম ঃ))
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:৩০ | 121.241.98.225
  • একা একা?
    ঃ-)
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২৯ | 61.16.232.26
  • আমি একবার ঐ রুটে ঘুরেছিলাম, স্কুটারে।
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 121.241.98.225
  • ফরিদাদা, এখন আর প্রবলেম নেইক্কো। এখন আর খেতে যাওয়াও হয়না কলিবাড়ীতে। ৭ বছর আগে নেহেরু প্লেস ফ্লাইওভার (পাম্পোশ আর নেহেরু প্লেসের মাঝে) অবশ্যই ছিল।

    মুদ্রিকাটা ভালো দিয়েছো। ঃ)
    আইআইটি জিয়া সরাই হয়ে অবশ্য বাসগুলো যায়না।
  • Jhiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২৮ | 182.253.0.98
  • ছিল ছিল, ২০০৪ এর অক্টোবরে যখন দেশে গেছিলাম, তখন ছিল, আমার মনে আছে।
  • Jhiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২৫ | 182.253.0.98
  • আমাদের সেই প্রাকবিবাহকালীন ইচ্ছা ছিল মুদ্রিকা চেপে সারাদিন ঘুরব, হায় সেই দিন টা আর এল না...
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২১ | 61.16.232.26
  • btw, নেহেরু প্লেস ফ্লাইওভার কি ছিল ৬-৭ বছর আগে?
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:২০ | 61.16.232.26
  • নেতাই, মুদ্রিকা চাপলে তো ঐ ফুটপাথ থেকেই বাস পেয়ে যাবে ঃ))
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:১৫ | 121.241.98.225
  • ৬-৭ বছর আগে আমরা সি আর পার্ক কালিবাড়ীতে খেতে যেতাম। বাস নং ৭৬৪। পাম্পোশ এনক্লেভে নেমে হেঁটে রাস্তা পেরোতে হত। তখন ওভারব্রীজটা ছিলনা। রাস্তা পেরোনোটাই ছিল বহুত ঝামেলার। নেহেরু প্লেস ফ্লাইওভার থেকে নেমে আসা গাড়ীগুলো সাঁ সাঁ করে বেরোতো কোনো দয়ামায়া না করেই। আমরা প্রান হাতে করে ওই রাস্তা পেরোতাম তাও ১৫- ২০ মিনিট অপেক্ষা করার পর। এক দুবার তো শোনা যায় লোকে অনেক চেষ্টাতেও রাস্তা পেরোতে না পেরে ফিরতি বাসে চড়ে ফিরে এসেছে।

    ফিরতি বাসে কেমন করে চড়লো কে যানে। তার জন্যেও তো রাস্তা ক্রশ করতে হয়!!!!
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:১৪ | 61.16.232.26
  • সিকি সার দিলে ভালো কুঁড়ি আসে - সময় করে চন্দ্রবিন্দু ছেঁটে নিলেই হল ঃ))
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:০৩ | 123.242.248.130
  • জানি না। কুড়ি আর আসে না। ঃ(
  • dd | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১২:০১ | 124.247.203.12
  • কুরি? কুড়ি?
    আরে কুঢ়ি ক্যামোন আছে?
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৪ | 123.242.248.130
  • আমি তো সেটাই এতক্ষণ ধরে নেতাইকে বোঝাবার চেষ্টা করছি। আইআইটি যেতে পারলে সিআর পার্ক যাওয়া কেন চাপ হবে! ও তো আইআইটির আগেই পড়ে।
  • Jhiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৯ | 182.253.0.98
  • আউটার রিং রোডের পাশেই সি আর পার্ক, নয়ডা থেকে আই আই টি যাতায়াত রেগুলার হলে টুক করে সি আর পার্ক ঘুরেই আসা যায় ঃ)
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৯ | 122.178.197.36
  • দুখে ঃ-))
  • dukhe | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৮ | 122.160.114.85
  • মুনমুন সেন আজকাল বড়সড় ভুঁড়ি রেখেছেন ?
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৫ | 59.93.193.63
  • দুচ্ছাই, গড়িয়াহাট
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৩ | 59.93.193.63
  • কাল আমাদের রাসবেহারী স্পেন্সারে মুনমুন সেনকে দেখলুম, আমার থেকে এক হাত লম্বা মুনমুনকে আমার হাইটের একটা গাঁট্টা গোট্টা লোক এসকর্ট কচ্ছিলো। আর উনি আমার ট্রলিতে প্রায় ধাক্কা খাচ্ছিলেন, আর আমি তখন প্রায় ট্রলির উপর ঝুঁকে পরে জিনিস পত্রের দাম দেখছিলুম , সস্তায় পুস্টিকর কিছু নিচ্ছি না দামী কিছু নিচ্ছি এমন। তো এক বড়সর ভুঁড়ি দেখে ঘাবরিয়ে চোখ তুলে দেখি উনি, উনিও ঘাবরিয়ে আমাকে দেখলেন। তারপর মনে কল্লেন উনিতো দেখার মতন ই বটে তাই আমি দেখছি। কেমন একটা অবজ্ঞা ছুঁড়ে দিলেন, নাকি আমার কমপ্লেক্স হওয়া মনে তাই ভাবলো কে জানে!

    শান্তনুকে,
    গড়িয়ায় এখন ও অটোর মিটার সিস্টেম , বা ট্যাক্সির মতো গোটা অটো ভাড়া নিতে হবে এমন ব্যাপার শুরু হয়নি শুনলাম।কিন্তু তেমন কথা হচ্ছে। তবে সম্ভব হবে বলে মনে হয় না।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:২৯ | 123.242.248.130
  • রাজদীপও ভালো আছে। এসেমেস ব্যাক করল।
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:২১ | 59.93.193.63
  • আমার মোটা মাথায় এটা কিছুতে ঢোকে না, যে এই সাধারন লোক মেরে কি ঘন্টার বিপ্লব হয়?
    এ তো কেবল যাদের গেলো, তাদের গেলো। আর কিছু চেঞ্জ আদেও আসে কি? নাকি মেরেই আনন্দ তাই মেরে ফেলে!

    যাগ্গে আমি আদা বিক্কিরিতে যাই।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:১৮ | 123.242.248.130
  • গেঁজে গেছে ফরিদা। আমি তো নেতাইয়ের উত্তরে জিজ্ঞেস করলাম আইআইটি রিং রোডে পড়ে কিনা। নেতাই কেবল রিং রোড ধরেই হাঁটে কিনা! ওদিকে আইআইটিও প্রায়ই যায়।

    পটাশম্যাম ফোন করলেন। জানতেন না। বাইরে আছেন। নিরাপদে আছেন।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:১৫ | 123.242.248.130
  • রাজদীপের আপিস গুরগাঁওতে। আশা করি ঠিকই আছে। পটাশম্যাম সম্ভবত এখন ব্যস্ত আছেন। আমি এসেমেস করে দিচ্ছি।
  • kiki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:১১ | 59.93.193.63
  • এইরে! আবার!

    ফরিদা, সিকি, নেতাই ঠিকাছে।

    রাজদীপ আর কুমু ও নিশ্চয় ঠিকাছে।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০৩ | 122.178.197.36
  • সিকি, কুমুদির খোঁজ নিবি একটু?
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০২ | 121.241.98.225
  • এই ব্লাস্টের খবরের পরেও সেনসেক্স সলিড আছে সেই খবরও পাওয়া যাচ্ছে।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০২ | 122.178.197.36
  • কুমুদি?
  • Netai | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০১ | 121.241.98.225
  • গুগুল সার্চে শেষ ঘন্টার বা শেষ ২৪ ঘন্টা খবরে পাওয়া যাবে
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০০ | 61.16.232.26
  • বোঝো!!

    আই আই টি তো আউটার রিং রোডে। সিকি গেঁজে যাচ্ছে দিন দিন !
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০০ | 123.242.248.130
  • হুঁ। সব নিউজ সাইটেই আসছে একে একে। ২৮ জন ইনজিওর্ড।

    গেঁড়ির আপিস ওর কাছেই। সেফ আছে।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১১:০০ | 122.178.197.36
  • হাইকোর্টের পাঁচ নম্বর গেটে হয়েছে।
  • byaang | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৯ | 122.178.197.36
  • আমাকে এক বন্ধু ফোন করে বললো, দুজন মারা গেছে, এখন টিআইওতে দেখছি।
  • siki | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৭ | 123.242.248.130
  • নেতাই, আইআইটিও কি রিং রোডেই পড়ে? ঃ)

    ব্যাং, কোথায় পেলে খবর? গুগলে তো কিছু নেই!
  • pharida | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৭ | 61.16.232.26
  • সে কি!! জানিনা তো, অফিসেই আছি -
  • ppn | ০৭ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৬ | 202.91.136.3
  • দিল্লি হাই কোর্টে - ndtv.com
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত