এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০১ সেপ্টেম্বর ২০১১ ০৯:০০ | 123.242.248.130
  • লোকাল কুরিয়ার ব্যবহার করে কিনা জানি না, তবে এখানে আমাদের এলাকায় ফ্লিপকার্টের ডেলিভারি ম্যান ঘোরে পিঠে ইয়া ঢাউস ব্যাগ নিয়ে, তার মোটরসাইকেলে লেখা ফ্লিপকার্ট, টিশার্টে ফ্লিপকার্ট, প্যান্টে ফ্লিপকার্ট, পিঠের ঢাউস ব্যাগে ফ্লিপকার্ট। মনে তো হয় এদের নিজস্ব ইউনিট।

    হতে পারে বড় বড় শহরে এদের নিজস্ব কুরিয়ার আছে, বাকি জায়গায় লোকাল কুরিয়ারকে দিয়ে কাজ চালায়। তবে কালেকশন ওয়াইজ, ফ্লিপকার্ট রক্‌স। দাম যে সবচেয়ে কম দেয় এমন নয়। এই তো কদিন আগে রিভার অফ স্মোক কিনলাম। তা দেখলাম ফ্লিপকার্টের থেকেও কম দিচ্ছে ইন্ডিয়াপ্লাজা ডট ইন। তাই ইন্ডিয়াপ্লাজা থেকেই অর্ডার দিয়ে আনালাম।
  • pi | ০১ সেপ্টেম্বর ২০১১ ০৭:০৮ | 128.231.22.133
  • এরা তো দেখছি নামের মানহানির মামলা ঠুকিয়ে ছাড়বে ! x-(
  • nk | ০১ সেপ্টেম্বর ২০১১ ০২:২৯ | 151.141.84.194
  • কেডি, শুতে পারবেন না কেন? সটাং চিত হয়ে শুয়ে পড়লেই তো কেল্লাফতে। ঃ-)
  • kd | ০১ সেপ্টেম্বর ২০১১ ০২:০২ | 59.93.246.209
  • এইমাত্তর ফিরলুম সাম্‌সুমের বাড়ী থেকে। এত খেয়েছি যে শুতে পারছি না (বুড়োবয়সে লুভি জিবটা ক®¾ট্রালের বাইরে চলে যায়)।

    বড়েসু,
    নামটার ক্রেডিট কম্পুটার জাতীয় কিছুর। আমি লিখতে গিয়েছিলুম বড়+এস+উ, সেটা দাঁড়ালো 'বড়েসু'। দেখে ভাল্লাগলো তাই জয় দুগ্গা বলে 'সাবমিট' টিপে দিলুম।

    তোমার লেখা বালায় পড়েছি, খুব ভালো লাগতো। ভাবতুম তুমি কবে এ'পাড়ায় লিখবে। এখন এখানেও লিখছো, খুব ভালো লাগছে।

    দু'পাড়াতেই অনেক বেশ উঁচুদরের লেখক আছেন কিন্তু ওঁদের লেখা আমার মতো নীচুদরের পাঠকের (সত্যি কথা, বিনয় নয়) মাথার ওপর দিয়ে বেরিয়ে যায়। তুমিও হয়তো ওঁদের মতোই উঁচুদরের লেখক, কিন্তু তোমার লেখা পড়তে ভালো লাগে, বুঝতে পারি (তুমি ছোট ছেলেমেয়েদের পড়াও, তাই হয়তো এমন পারো)। তা যাই হোক, আরও আরও লেখো, অন্ততঃ আমার মতো পাঠকের জন্যে।
    থ্যান্‌ক ইউ ফ্রম দা বটম অফ মাই হার্ট।
  • ppn | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৪ | 112.133.206.22
  • কী ডিসকাউন্ট দেয় রে ভাই!

    এবার থেকে অক্সফোর্ড বা ক্রসওয়ার্ডস গিয়ে শুদু বই পছন্দ করে চলে আসব।
  • ppn | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:৩৯ | 112.133.206.22
  • Flipcart সম্বন্ধে আরো জানতে হলে।

    http://en.wikipedia.org/wiki/Flipkart
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:২৫ | 168.26.215.13
  • ইন্টারেস্টিং লাগল খুবই।
  • nyara | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:১৮ | 122.166.161.65
  • ওরা লোকাল কুরিয়ার সার্ভিস ব্যবহার করে। উইথ আ কনস্ট্যান্ট ফিডব্যাক লুপ অ্যাবাউট কোয়ালিটি অফ সার্ভিস। এখন এরা নিশ্চয়ই এত রেগুলার বিজনেস দেয় কুরিয়ারগুলোকে, যে প্রেফেরেনশিয়াল রেট পায় আর সার্ভিস গ্যারান্টি। বরং লোকাল কুরিয়ারদের মধ্যে কম্পিটিশন হবে কে বেশি কনট্র্যাক্ট পাবে। শুরুতে হয়ত প্রবলেম ছিল। এখন থাকার কথা নয়।

    অ্যাকচুয়ালি কুরিয়ার আর রেন্ট-আ-কার - এই দুটো সেগমেন্টে দেখছি যে এত হাড্ডাহাড্ডি লড়াই আর এখানে লোকের সেরকম ব্র্যান্ড-কনশাসনেস নেই বলে, অত্যন্ত রিলায়েবল সার্ভিস। প্লেজেন্ট সারপ্রাইজ ইন আদারওয়াইজ অফুল রিটেল সার্ভিস-সেক্টর ইন ইন্ডিয়া।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:১২ | 168.26.215.13
  • ডেলিভারি যে দিচ্ছে সে নিশ্চয়ই লোকাল। আর নিশ্চয়ই ফ্লিপকার্টের এমপ্লয়ি নয়। এই ইনফরমাল ডেলিভারি মডেল ট্র্যাক করে লাভের টাকা তোলাই বেশ কঠিন কাজ তো। ওরা কি কোন ডিভাইস ইউজ করে? মানে ফ্লিপ্‌কার্টের ডেলিভারি ম্যান হতে হলে ওমুক একটা ডিভাইস লাগবে? যা দিয়ে কেনা বেচা, ডেলিভারি সব ট্র্যাক করা যায়?
  • nyara | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:০৭ | 122.166.161.65
  • আমি যা বুঝেছি flipkart-এর সাফল্য পুরো Distribution chain-টা ঠিকঠাক বানিয়ে ফেলা। এবং মোটমুটি একটা ফল্ট-টলারেন্ট সিস্টেম বানানো প্রচুর রিডান্ডেন্সি দিয়ে। শ্রমণা মিত্রর সাইটে ফ্লিপকার্টের সিইও-র একটা ইন্টারভিউ আছে, interesting। বেসিক ই-কমার্সের জিনিসগুলো ঠিকঠাক করেছে এখনও অব্দি।
  • aka | ০১ সেপ্টেম্বর ২০১১ ০০:০৩ | 168.26.215.13
  • ইন্টারেস্টিং মডেল। কি সাপ্লাই চেন বানিয়েছে। প্রফিটের টাকা নিশ্চয়ই ফেরত পায়। অথচ খবরের কাগজ, ম্যাগাজিন সবই চলে অ্যাডের টাকায়, কেউ বই বিক্রির একটা টাকাও ফেরত পায় না।
  • pinaki | ৩১ আগস্ট ২০১১ ২৩:৫৮ | 122.178.16.180
  • আমি সবসময়েই ফ্লিপকার্ট দিয়ে বই কিনি। খুব রিলায়েবল সার্ভিস।
  • siki | ৩১ আগস্ট ২০১১ ২৩:৫০ | 217.212.230.12
  • hu. Cash on delivery.
  • I | ৩১ আগস্ট ২০১১ ২৩:৫০ | 14.96.127.74
  • মনে কত পোশ্নো গিজগিজ করছে। ভপাই কি ইপ্পি? ইপ্পি কি ইপ্পি (yippie) পার্টির লোক ? তাই যদি হয়, তবে ভপাই কি কাউকে পাই ছুঁড়েছে? ইপিস্তা-ই বা তাহলে কে?
  • nyara | ৩১ আগস্ট ২০১১ ২৩:৪৯ | 122.166.161.65
  • হ্যাঁ, COD - Cash On Delivery
  • aka | ৩১ আগস্ট ২০১১ ২৩:৪৭ | 168.26.215.13
  • ক্রেডিট কার্ড লাগে না তো টাকা কখন নেয়? যে ডেলিভারি ম্যান সে?
  • nyara | ৩১ আগস্ট ২০১১ ২৩:৪৩ | 122.166.161.65
  • আমি flipkart-এর রেগুলার খদ্দের।
  • siki | ৩১ আগস্ট ২০১১ ২৩:৩৯ | 217.212.230.12
  • na na. Mobile theke likhchhi. Ghumote esechhi kina ...:-)
  • Tim | ৩১ আগস্ট ২০১১ ২৩:৩৪ | 198.82.21.189
  • সিকির কি কম্পু বিগড়েছে?
  • siki | ৩১ আগস্ট ২০১১ ২৩:৩৩ | 80.239.242.183
  • aami kinechhi to flupcart theke. Besh bhaalo service.
  • kiki | ৩১ আগস্ট ২০১১ ২৩:১২ | 59.93.193.219
  • আমি ও কিছু বলবো,

    আমি এখন লাল কচু শাক সিদ্ধ করছি। আর সেটা আমায় কাটতে হয়নি, মাসিরা কেটে কুটেই বিক্কিরি কচ্ছিলো। আমি বললাম ,হ্যাঁ গা আমায় বাড়ী গিয়ে আবার পরিস্কার করতে হবে নাতো! বলে কিনা নাগো মা, তোমাদের দ্বারা হবে না বলেই তো ছাড়িয়েই দি।গায়ে মাখলুম না।

    কাল কচু শাক,আর চাপড়া চিংড়ি দিয়ে মাদ্রাসি ওল।

    হুহাহাহাহা

    চললাম।
  • I | ৩১ আগস্ট ২০১১ ২৩:০৭ | 14.96.127.74
  • আপনারা কেউ flipcart.com-এ গিয়ে বই কেনেন? বেড়ে মজা দেখলাম। বাড়ি বয়ে দিয়ে যায়। ক্রেডিট কার্ড পজ্জন্ত লাগে না। কোথাও কোথাও ৩০% অবধি ছাড়। ডেলিভারি চার্জ নেই।
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ২২:০০ | 12.149.39.84
  • VI Pi ঃ-))
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ২১:৫৯ | 12.149.39.84
  • ব্যং ফোন তুলবি??!!
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ২১:৫৮ | 115.184.4.4
  • ভপাই > vopi > VoIP
    ভাবা যায়!
  • byaang | ৩১ আগস্ট ২০১১ ২১:৫৭ | 122.178.196.27
  • তিমি, মেল দেখবি?
  • Tim | ৩১ আগস্ট ২০১১ ২১:৩৮ | 198.82.21.189
  • ভপাইয়ের থেকে পাভই ভালো। মাভৈ এর মত, পাভৈ ও বলতে পারিস।
  • Su | ৩১ আগস্ট ২০১১ ২১:২৭ | 86.160.15.140
  • হ্যাঁ গো ! সারদা বলেও ডাকতে পারো
  • sayan | ৩১ আগস্ট ২০১১ ২১:০৩ | 115.184.4.4
  • যাদের কাল, সোমবার ছুটি, যারা লং ড্রাইভে যাবে, যারা ঘরে ল্যাদ খাবে - সবাইকে অনেকানেক হ্যাপ্পি আওয়ার উইশ করে গেলাম।

    ভপাই কই?
  • nk | ৩১ আগস্ট ২০১১ ২০:১২ | 151.141.84.194
  • আচ্ছা বিলেত থেকে যে সারদা লিখতো পুরাকালে সে কি তুমিই, বড়েসু ????
  • nk | ৩১ আগস্ট ২০১১ ২০:১১ | 151.141.84.194
  • তামাদি কি বলছো সে যে সোনাদি! ঃ-)
  • Su | ৩১ আগস্ট ২০১১ ২০:০৮ | 86.160.15.140
  • এনকে, আমার মনে হয় আম্মো চিনি তোমাকে ঃ)
    আর পাঁচকনে - সে বড়ো তামাদি হয়ে গেছে গা!
    নিনাবালি,
    থ্যাংকু, ঠেলেঠুলে বসে পড়ি গুরুগৃহে ঃ) তোমার পাশে গুটি সুটি মেরে ঃ)
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ২০:০৪ | 12.149.39.84
  • মিটিন করে আসছি আবার
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ২০:০৩ | 112.133.206.22
  • বিশ্বায়িত অর্থনীতি এট অল! ;-)
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ২০:০২ | 12.149.39.84
  • @প্পন
    :-X
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১৯:৫৯ | 112.133.206.22
  • সোংবার ছুটি জানি তো। ওইদিন আমাদের টিম বিল্ডিং এক্ষারসাইজ। খানা পিনা বোলিং ইত্যাদি। ঃ)
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ১৯:৫৮ | 12.149.39.84
  • আরে এনকে, বেশি যেতে পারিনা গো , আপিশে বসের হুমকি আর বাড়ীতে বরের
    ঃ-((
    আজকে আপিশ টাইম চুরি করছি--জয় গুরু
  • nk | ৩১ আগস্ট ২০১১ ১৯:৫৬ | 151.141.84.194
  • বড়েসু বিলাত, আপনাকেও আমি চিনতাম। সেই যে পঞ্চকন্যা যখন লিখতেন, সেই তখন থেকে। ঃ-)
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ১৯:৫৬ | 12.149.39.84
  • বেল্কাম বড়েসু, বেল্কাম---আমারও খুব পছন্দ হইছে নামটা--বড়েসু ঃ-))
    আর কুমুরে জিগা কে দিয়েছে তাকে কুমুদিনী নাম
  • nk | ৩১ আগস্ট ২০১১ ১৯:৫৫ | 151.141.84.194
  • নিনা, তোমাকে তো দেখাই যায় না! ঃ-)
    মুখবইয়ে আসো? একেবারেই দেখা পাই না।
  • Su | ৩১ আগস্ট ২০১১ ১৯:৫৩ | 86.160.15.140
  • কেডিদা,
    বড়েসু বিলেত টা খুব মিত্তি ডাক। বেশ ভাল্লাগলো।

    কুমুদিনি, (আজকাল বানাম মানেই হ্রস্বই)
    হ্যা গুরুবোনই বটে। নাড়া বাঁধলাম ঃ)
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ১৯:৫২ | 12.149.39.84
  • লেফ্‌ট টার্ন রাইট টার্নগুলো ঠিকঠাক নিও , প্পন।
    আমাদেরও সোমবার ছুটি---লং উইকএন্ড --হাহ হাহ হাহ--অমর হবে শুরু তোমার হবে সারা ঃ-))))
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১৯:৪৪ | 112.133.206.22
  • নীনাদিকে কি বলা ঠিক হবে যে কাল লং ড্রাইভে যাবো? ;-)
  • nk | ৩১ আগস্ট ২০১১ ১৯:৪২ | 151.141.84.194
  • ব্রিটিশরা সিরিয়াস সে বোঝা যায়। আর জার্মানরা? ওনারা তো শুনেছি আরো সিরিয়াস, সর্বদা ভুরু কুচকে থাকেন মানে থাকতেন। ঃ-)
    বিবেকানন্দের কোনো জার্মান শিষ্য বা শিষ্যা ছিলেন? আমেরিকান একজন মহিলা সেই যে জোসেফিন ম্যাকলাউড(যদ্দুর স্মরণে আসে) উনি কি বিবেকানন্দের শিষ্যা ছিলেন না? শুধু স্পনসর?
  • Su | ৩১ আগস্ট ২০১১ ১৯:৪০ | 86.160.15.140
  • ডিডিদা,
    লেখাটা টই তে দিলাম, সীমিত শব্দ সংখ্যার জন্যে এর বেশি কিছু বর্তমানে লিখতে পারিনি। এখানে বরং সময় করে লিখবো। সত্যি লন্ডনবাস নিয়ে তেমন কোনো কথা হয়নি কোনো রিসার্চ ও হয়নি। আরো অনেক কিছু লেখার রয়েছে। মহেন্দ্রনাথ দত্তের লেখা বই খুব প্রামাণ্য দলিল লন্ডন বাস নিয়ে।
    আপনি উত্তর দিলেন , খুব ভালো লাগলো।
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ১৯:৩০ | 12.149.39.84
  • প্পনকে এক হাঁড়ি হিংসে
  • ppn | ৩১ আগস্ট ২০১১ ১৯:২২ | 112.133.206.22
  • আজ দেখি কুমুদির আগে বাড়ি চলে এসেছি। কাল ছু-উ-উ-উ-টি।
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ১৯:১৬ | 12.149.39.84
  • কুমু উ উ উ
    আপিশ আবার নেই--গাধা লগ্নে জন্ম তো আমার ---চুরি কর্ছি গো আপিশের টেম--হি হি আর এক এক্বার এসে ভাটপাড়ায় টুকি করে যাই
    ;-))
  • kumu | ৩১ আগস্ট ২০১১ ১৯:০৯ | 122.160.159.184
  • নীনা,বাঃ আজ দেখা হয়ে গেল,বড় করে হাগ।
    আজ তোমার আপিস নেই?
    আমি এই বেরোব আপিসশেষে,গাড়ীর জন্য অপেক্ষা করছি।
  • Nina | ৩১ আগস্ট ২০১১ ১৮:৫৮ | 12.149.39.84
  • সামরুকে হ্যাপ্পি ঈদিঃ-))
    (সরি এট্টুস দেরি হয়ে গেল)
    আমার আর তোর দাদার নাম করে আরও কয়েক গাল বিরিয়ানি কাবাব খেয়ে নিস ---(আমাদের রেইন-চেক রইল, দেশে এসে খাব)
    সারা বছর সুন্দর কাটুক।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত