মিতাদি, তোমাকে আবার ফোনে পাচ্ছি না। আসছো তো ? রাস্তাঘাটের অবস্থা কেমন ? আমাদের এদিকেও আশেপাশে পাওয়ার গন। অনেক গাছ পড়েছে। কিন্তু যাক, আমার ঐ পাইন গাছ এখনো নিজের পায়ে দাঁড়িয়ে। কালকে এখানে কোথায় একটা ৩০ ইঞ্চি গুঁড়িওয়ালা পাইন গাছ পুরো অদ্ধেক হয়ে গেছে।
নিনাদি, হুতো, অরণ্যদা,ভূমিকম্প শঙ্খবাবু ও বাকিরা সব ঠিকঠাক ?
এখন তো বোধহয় অমিতদের ওখানে ঢুঁ মেরেছে। তবে আইরিন আর সে আইরিন নাই।
aka | ২৮ আগস্ট ২০১১ ২০:০৩ | 75.76.118.96
মিতাদি গ্রেট মাইন্ডস থিংক অ্যালাইক। ঃ)
pi | ২৮ আগস্ট ২০১১ ২০:০১ | 72.83.92.218
যেকোন surveillance system ই শক্ত পোক্ত হওয়া খুব দরকার। disease surveillance ও। দেশে সেটারো অভাব। কোন কিছু হবার পরে তড়িঘড়ি অনেক কিছু করা হয়, আগে থেকে preparedness এর বালাই নেই। আয়লার পর আন্ত্রিক , কলেরার যে মহামারী হয়েছিল, তার অনেকটাই প্রিভেন্টেবল ছিল।
Kaju | ২৮ আগস্ট ২০১১ ১৯:৫৮ | 59.93.212.123
আমেরিকা জুড়ে দিকে দিগন্তে ভূতেরা পেয়েছে ছাড়া আইরিন এসে দানবীয় হাতে ঝুঁটি ধরে দিল নাড়া যেই না কাটিলো ভূমিকম্পের ভয় ভাবনার ঘোর কুজ্ঝটিকার তান্ডবলীলা সপাটে ভাঙিল দোর আমেরিকাবাসী ভ্রাতা ও ভগিনী চিড় ধরিল কি নীড়ে? এইবেলা সবে মানে মানে তবে স্বদেশে আইস ফিরে।
mita | ২৮ আগস্ট ২০১১ ১৯:৪৮ | 71.191.42.195
আকা, তোর কথাটাই আমি এখুনি আর একজন কে বলছিলাম। যে এইরকম তৎপরতা হলে আইলা তে হয়তো অনেক কম ক্ষতি হোতো।
aka | ২৮ আগস্ট ২০১১ ১৯:২১ | 75.76.118.96
পারাদীপ দিয়ে মনে হয় আইটা গিয়েছিল।
ppn | ২৮ আগস্ট ২০১১ ১৯:১৪ | 122.252.231.10
আসলে ঝড় আমার ওপর পড়েছিল। ভাগ্যিস তখন ভুবনেশ্বরে ছিলাম। পারাদীপে শুনেছি ট্রাক উড়িয়ে নিয়ে গেছিল ঝড়ে।
ppn | ২৮ আগস্ট ২০১১ ১৯:০৩ | 122.252.231.10
বোঝো! মৃত্যুমুখ লিখলাম কেন তালে?
aka | ২৮ আগস্ট ২০১১ ১৮:৪৯ | 75.76.118.96
সেকি তুমি ঝড়ের মধ্যে পড়েছিলে নাকি?
ppn | ২৮ আগস্ট ২০১১ ১৮:৪৫ | 122.252.231.10
ঝড়ের আটদিন পরে নানাপথ ঘুরে অবশেষে হাওড়া স্টেশনে পৌঁছে একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরি। বাড়িতে সবাই ধরে নিয়েছিল আমি আর নেই।
aka | ২৮ আগস্ট ২০১১ ১৮:৩১ | 75.76.118.96
ওটা মনে হয় ফাইভই ছিল। মনে আছে কলকাতায় আসার কথা ছিল। মিটিং করছি, তখন কে একটা বললে না ঊড়িষ্যার দিকে ঘুরে গেছে। ওটা ভয়ংকর।
ppn | ২৮ আগস্ট ২০১১ ১৮:২৬ | 122.252.231.10
এইটা ক্যাটেগরি ফাইভ না? মৃত্যুমুখ থেকে কীভাবে বেঁচে ফিরেছিলাম ভাবলেই এখনো মনে হয় স্বপ্ন দেখছি।
শেষ অবধি ক্যাটাগরি ওয়ান হারিকেন। আয়লার কথা ভাবছিলাম, ওটা ক্যাটাগরি থ্রি ছিল। এখানে ওয়ান নিয়ে যে পরিমাণ সাবধানতা, প্রচার চলল, এইটা যদি ভারতে শুরু করে তাহলে বেশ কিছু লোক কম মরে।
aka | ২৮ আগস্ট ২০১১ ১৮:০৪ | 75.76.118.96
বিগাই ইমেল দেখো।
mita | ২৮ আগস্ট ২০১১ ১৭:৫৪ | 71.191.42.195
ইন্দোদাদা, ভালো আছি রে। সারা রাত দাপিয়ে আইরিন দেবি গ্যাছেন। যতটা ভয় করছিল লোকে, সে তুলনায় কিছুই হয় নি, তবে এরকম ঝড় আগে NC তে দেখেছি, এই ঝড়গুলো অন্য ঝড়ের থেকে আলাদা হয়। আমার বাড়ির চারদিকে এতো গাছ তাদের প্রচুর ডাল ভেঙ্গে ছড়িয়ে আছে, কি ভাগ্যি গাছ গুলো শুদ্দু পড়ে যায়নি বা ডালগুলো বাড়ির জানলার ওপর পড়েনি, পাওয়ার ও যায়নি। আমি আবার দেশলাই বা টর্চ কিছুই কাল খুঁজে পাই নি, ভাবলাম আলো চলে গেলে কোনো রকমে রাত টা ঘুমিয়ে থাকবো নাহয়, কিন্তু তার আর দরকার হয় নি। এখন সকালে তো সব কিছুই দিব্বি ঠিক্ঠাক।
I | ২৮ আগস্ট ২০১১ ১৬:২৮ | 14.96.12.85
আইরিনের রাস্তায় কারা কারা আছেন? তাঁরা সবাই ভালো আছেন তো? মিতাদি থাকে আমি জানি। আর কেউ? মিতাদির কি খবর? অন্যদের?
siki | ২৮ আগস্ট ২০১১ ১৩:১৮ | 80.239.243.188
ei jemon aaj tv te dekhlam, anna hajare anashan bhanglen ekati dosh bachhorer 'dalit' bachcha meyer haate juice kheye. 'Dalit' kathaTaake katobaar ghuriye firiye bola holo, niche scroll kora holo, tobe anna juice khelen.
:-)
pi | ২৮ আগস্ট ২০১১ ১২:৪৩ | 72.83.92.218
এরকম সময়েই আমার ক্যামেরা খারাপ হতে হয় ঃ(
lens start error দেখাচ্ছে। এ ঝামেলা এখানে কারুর হয়েছে ? ক্যানন।
pi | ২৮ আগস্ট ২০১১ ১২:৪২ | 72.83.92.218
ঃ((
কিন্তু একী অদ্ভুত দৃশ্য ! কী জোর অদ্ভুত ধাতব আওয়াজ। আর আকাশের অর্ধেক জুড়ে সবুজ আলোর ঝলকানি। বিদ্যুৎ তো চমকাচ্ছেই। কিন্তু এ অমনি একফালি চেরা বিদ্যুতের মত না। পরপর দু'বার হলো !!
kd | ২৮ আগস্ট ২০১১ ১২:০২ | 59.93.192.198
ওই দশ টাকা ফাইন। এখানে এলে পাইএর দিনে শ'খানেক করে খসবে। ঃ)
পাই, যদ্দুর শুনেছি, নিউইয়র্ক শহরে জেওয়াকিংএর ফাইন একশো ডলার। সাবধান!!
santanu | ২৮ আগস্ট ২০১১ ১১:৫৪ | 95.141.130.90
শান্তনুদার কোন পোস্ট পাইকে চিন্তায় ফেলে দিল (গুলিয়েছে মনে হচ্ছে!)?
pi | ২৮ আগস্ট ২০১১ ১১:৪০ | 72.83.92.218
সে আসছে , সে আসছে হয়েই সে ছিল এতক্ষণ। এই এলো। তেমন বিপুল রাজসমারোহে নয়। আমাদের ভাগ্যে ঝড়ের ঝরোখা দর্শন মাত্র । কিন্তু তাই বা কম কী ? পাইন গাছগুলোকে পুরো বাঁশের মতন লটরপটর করিয়ে ছাড়ছে। হাঁকডাকও মন্দ না। ঘরের আলো থেকে থেকেই নিবু নিবু। অবশ্য আলো পুরো নিবিয়ে দেখার মতই ঝড়।
সবাই আশা করি ঠিকঠাক।
pi | ২৮ আগস্ট ২০১১ ১১:৩১ | 72.83.92.218
আমি তোমাকে ওদের নাম পরিচয় প্রকাশ করতে বলিইনি। সমাজের বিকৃতির কথাটাই বলছি।
pi | ২৮ আগস্ট ২০১১ ১১:০৯ | 72.83.92.218
আমি তো চাপাতে বলিনি। ব্র্যাকেটে ওটাই ফ্যাক্ট বলেছি তো।
Abhyu | ২৮ আগস্ট ২০১১ ১০:৩৮ | 97.81.96.16
অসহনীয় তো বটেই। কিন্তু মেয়েটি ও তার পরিবারকেও তো এই বিকৃত সমাজেই বাস করতে হবে। সে কাজটাকে আরো কঠিন করে দেওয়ার দরকার কী? আমার পোস্টের মেয়েদুটিও নিজে যদি লড়াই করে নিজের পরিচয় না লুকিয়ে চলতে চাইত তাহলে তাদের পরিচয় গোপন করার কোনো বাধ্যবাধকতা থাকত না, কিন্তু আমার প্রগ্রেসিভনেসের দায় আমি অন্যের ঘাড়ে চাপাতে অপারগ।
pi | ২৮ আগস্ট ২০১১ ১০:৩২ | 72.83.92.218
যাই হোক, আজ ঈদ না ? ঈদ মুবারক।
pi | ২৮ আগস্ট ২০১১ ১০:২৯ | 72.83.92.218
আসল নাম পরিচয় জানা গেলে তার সামাজিক জীবন অসহনীয় হয়ে উঠবে ( উঠবে, এটা ফ্যাক্ট), এই ব্যাপারটা ইটসেল্ফ খুব অসহনীয় নয় কি ? কেন তাকে বা তার পরিবারকে এটা লুকিয়ে বেড়াতে হবে ?
অভ্যুর টইয়ের লেখাটা দেখেও এই প্রশ্নটা মাথায় ঘুরছিল। এই পরিচয় তাকে লুকিয়ে চলতে হবে, তবেই আমাদের 'ভদ্র' সমাজে ঠাঁই হবে, 'ভদ্র' ভাবে সামাজিক জীবন যাপন করতে পারবে, এটাও ফ্যাক্ট। কিন্তু এটা আপত্তিকর নয় কি ? অমুক পাড়ার মেয়ে জানলে আমরা আমাদের মধ্যে অ্যাকসেপ্ট করতে পারবো না ? আমরা করেই লিখলাম। কারণ সবার মধ্যে তো আমরাও পড়ি।
Abhyu | ২৮ আগস্ট ২০১১ ১০:১০ | 97.81.96.16
* আসল নাম ও পরিচয়
Abhyu | ২৮ আগস্ট ২০১১ ১০:০৯ | 97.81.96.16
s, আশা করি আপনি এই বাচ্চাটির আসল নাম এই খোলা পাতায় লেখেন নি। ঘটনাটি খুব দুঃখের, কিন্তু আমরা আবেগবাহিত হয়ে তাকে যেন মেয়েটি ও তার পরিবারের পক্ষে আরো অসহনীয় করে না তুলি।
pi | ২৮ আগস্ট ২০১১ ০৭:৩৩ | 72.83.92.218
সামরানদি, সবচেয়ে অসহ্য এই লোকজনের প্রতিক্রিয়াগুলো। এই মেয়েটার চাল চলন ঠিক ছিল না ইত্যাদি ... একটা বারো বছরের শিশু এমন অত্যাচার থেকেও ছাড় পায় না,আর তারপর এসব কথা থেকেও ...
লোকটা তো অপরাধীই। শাস্তিও পাবে। কিন্তু সামাজিক লাঞ্ছনার ভয়, প্রশ্নের ভয়, ভবিষ্যতের ভয় ... এগুলো যাদের জন্য পেতে হচ্ছে, তারা তো নির্ভয়ে এগুলোই করে চলবে, এরকমই থেকে যাবে। সোশ্যাল স্টিগমার ট্র্যাডিশন চলছে , চলবে।
pi | ২৮ আগস্ট ২০১১ ০৭:১৮ | 72.83.92.218
নাঃ, কোন চিন্তা করার কিছু নেই। এক হপ্তাতেই আমি প্রচুর মোটা হয়ে গেছি।
আমি চিন্তায় পড়ে গেলাম শান্তনুদার পোস্ট পড়ে। কোলকাতায় গেলে তো আমাকে ফতুর হয়ে যেতে হবে !
s-এর 2.28-এর পোস্টঃ ঠিক কি ভাবে রিয়্যাক্ট করব বুঝতে পারি না। আজ দুপুরে যখন তুমি ঘটনাটা বললে, বুকের মধ্যে এসে লাগল। আগের রাতে আমার হাতে যখন খবরটা এসেছিল, আমি নিয়মমাফিক কুচি খবরের জায়গায় গুঁজে দিয়েছিলাম। শুধু যে কপিটি হ্যাণ্ডল করছিল, তাকে মনে করিয়ে দিয়েছিলাম, ভিক্টিমের নাম-পরিচয় যেন কোথাও না লেখা থাকে। নিয়মমাফিক। কাগজে বিজ্ঞাপন যদি আরও একটু বেশি থাকত, হয়ত ব্যবহারই করতাম না স্টোরিটা। এতটুকু কোনও বাড়তি আবেগ বোধ করিনি। করি না। কেবল যখন ঘটনা নিজের ঘাড়ে এসে পড়ে, নিজের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী পরিচিতজনেরা সে ঘটনার অংশ হয়ে পড়ে তখনই সেটা এসে ধাক্কা দেয়
til | ২৮ আগস্ট ২০১১ ০৩:১৮ | 114.198.33.150
আমেরিকার বন্ধুরা ভল থেকো। -- নিনা ও কুমুবেনের বক্তব্য অনুযায়ী মশামেসো = খাটের পায়া। সুতীব্র প্রতিবাদ জানিয়ে গেলাম, এই ঝড়ের বাজারে কেউ কি শুনতে পাচ্ছে?
s | ২৮ আগস্ট ২০১১ ০২:২৮ | 117.194.97.175
গতকাল মানে ২৬তারিখে আবাপ, টই, প্রতিদিন সহ আরো কিছু কাগজে একটা ছোট্ট খবর প্রকাশিত হয়, নিজের বাড়িতে একজন বহিরাগত দ্বারা একটি নাবালিকা মেয়ের শ্লীলতাহানির খবর। কীর্তিমানের ধরা পড়ার খবরও থাকে সেখানে।
ঘটনাটি ধর্ষণের। সামাজিক লাঞ্ছনার ভয়ে, পাড়া-প্রতিবেশির হাজারো প্রশ্ন, মেয়ের ভবিষ্যতের চিন্তায় মা শুধু শ্লীলতাহানির কথাই বলেন খবরোলাদের।
ঘটনাটি আমার বাড়ির। মানে আমাদের এই ফ্ল্যাটবাড়িটির একতলার।
১২বছরের একটি মেয়েকে বোধ হয় শিশু বলাটাই শ্রেয়। বাবা,মা, বছরখানেক বয়েসের ভাই জোজো আর ঠাকুমার সঙ্গে সুজানার বাস আমাদের একতলার একটি ফ্ল্যাটে। সেদিন, ২৩তারিখে সুজানার ঠাকুর্দার বাৎসরিক কাজ ছিল। ভাইকে নিয়ে সুজানা বাড়িতেই ছিল, বাবা, মা আর ঠাকুমা মিনিট তিনেকের দূরত্বে তাদের পুরনো বাড়িতে ব্যস্ত ছিল সেই কাজে।
চারতলায়, আমার পাশের ফ্ল্যাটের মালিক, এই বসত বাড়িতে একটি অফিস খুলে তাতে কাজ করেন সপ্তায় ছদিন। কোনো একটি ব্যাঙ্কের এজেন্ট তিনি, ঋণ নিয়ে যারা ফেরত দেন না, লোক দিয়ে তিনি সেই ঋণ দেওয়া টাকা উদ্ধার করেন। ১৫-২০জন লোক হপ্তায় ছদিন সকাল নটা থেকে রাত আটটা অব্দি যাতায়াত করে এই চারতলায়, দিনের যে কোনো সময় ঘরের দরজা খুললে অন্তত ৭-৮জনের সাক্ষাৎ পাওয়া যায় সামনের খোলা দরজা দিয়ে। এই বাড়ির প্রায় সকলের মাথাব্যথার কারণ এই এই অফিসখানি, আড়ালে অনেকেই অনেক কিছু বলে বটে কিন্তু সামনা সামনি কেউই কিছু বলে না, অফিস মালিক যদি ভেবে বসেন যে তিনি করে খাচ্ছেন বলে বাড়ির অন্যদের হিংসে হয়েছে। দিব্যি চলছিল সব। গড়বড় করে দিল সন্তোষ কুমার। চারতলায় ওঠা-নামার পথে তার নজর পড়ল সুজানার উপর।
বেশ কিছুদিন ধরেই সে সুজানার সঙ্গে ভাব জমানোর চেষ্টা করতে থাকে জোজোকে আদর করার ছলে। বাড়ির সামনের আঙিনায় ভাইকে নিয়ে প্রায় সময়েই ঘুরে বেড়ায় সুজানা। জানালার গ্রিলের বাইরে পা ঝুলিয়ে ভাই যখন বসে থাকে, সুজানাও সঙ্গে থাকে প্রায় সময়েই। সেদিনও জোজো জানালার গ্রীলেই বসেছিল, দিদি ছিল সঙ্গেই। লোকটি দাঁড়িয়ে খানিক বাচ্চাটির সঙ্গে খেলা করে, একসময় নিজের মোবাইল ফোনটি ধরিয়ে দেয় তার হাতে। ফোন হাতে পেয়ে সে জানালা থেকে নেমে যায়, লোকটি গিয়ে দরজায় বেল বাজায়, সুজানা দরজা খুলে ফোন দিতে গেলে সে তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়, এবং ভাইয়ের সামনে নিজের বাড়িতে, নিজের ঘরে ধর্ষিতা হয় সুজানা।
দু'দিন ঘটনাটি চেপে রেখে অবশেষে পুলিশের কাছে যান সুজানার বাবা-মা, হাসপাতালে গিয়ে মেডিক্যাল টেস্ট হয় সুজানার, বাড়িতে পুলিশ আর ক্যামেরা হাতে খবরোলারা এলে বাড়ির লোকজন জানতে পারে এবং নিয়মমাফিক মেয়েটির চাল-চলন নিয়ে কথা-আলোচনাও শুরু হয়ে যায় ফিসফিসিয়ে।
সুজানাদের ঘরের দরজায় কোলাপসিবলে এখন ডবল তালা। একটা অন্ধকার ঘরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিয়ে প্রায় সারাদিনই ঘুম পাড়িয়ে রাখা হচ্ছে সুজানাকে। ছোট্ট জোজো খানিক পরে পরেই চমকে চমকে ওঠে আর ছুট্টে যায় বন্ধ দরজার দিকে, দিয়া দিয়া বলে চেঁচিয়ে কাঁদে।
------------------------------------
এই সন্তোষ কুমার যেদিন এই কর্মটি করেন, তার ঠিক এক হপ্তা আগে তিনি পিতা হন একটি কন্যা সন্তানের। আপাতত তিনি পুলিশের হেফাজতে। যার অধীনে কাজ করতেন, তিনি পলাতক।
nk | ২৮ আগস্ট ২০১১ ০২:০৫ | 151.141.84.194
তাই মনে হয়। এখন ঝড়টা কোনখানে আছে ঠিক?
dri | ২৮ আগস্ট ২০১১ ০১:১১ | 117.194.236.9
আমার মনে হয় ঐ অঞ্চলে যারা থাকেন তাদের অনেকেরই পাওয়ার কাট হয়েছে।
nk | ২৮ আগস্ট ২০১১ ০০:৫৯ | 151.141.84.194
আগেরটাই স্মাইলি হবে না, টাইপো।
nk | ২৮ আগস্ট ২০১১ ০০:৫৫ | 151.141.84.194
আরে ঝড়ের আপডেট কী? কে কোথায় আছেন,কী দেখছেন আর কী করছেন জানান। ঃ-)
nk | ২৮ আগস্ট ২০১১ ০০:৫৪ | 151.141.84.194
সে সুপ্রাচীন কালের কথা। তখন কেবল বা লা তে লেখা যেতো। আর বিশেষ কিছুই ছিলো না। আমি অন্তর্হিত হয়েছে কিছুতেই লিখতে না পেরে শেষে অন্তর্ধান করেছে লিখলাম। ঃ-)
sayan | ২৮ আগস্ট ২০১১ ০০:৫১ | 115.241.36.78
এনিটাইম! ডিয়ার স্যার ঃ-)
achintyarup | ২৮ আগস্ট ২০১১ ০০:৪৩ | 121.241.214.34
থ্যাঙ্কিউ
sayan | ২৮ আগস্ট ২০১১ ০০:৪১ | 115.241.36.78
গর্হিত = ga`rhit
achintyarup | ২৮ আগস্ট ২০১১ ০০:৩৭ | 121.241.214.34
হ-য়ে রেফ কি করে দিতে হয়? মানে গর্হিত লিখতে গেলে কি করতে হবে?
dri | ২৭ আগস্ট ২০১১ ২৩:৫৭ | 117.194.236.9
নর্থ ক্যারোলাইনাতে অলরেডি তিনজন মারা গেছে। এরা ক্যাটেগরি ওয়ান, ক্যাটেগরি ওয়ান বলে যাচ্ছে, আমার কিন্তু সুবিধে ঠেকছে না।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন