এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ২৫ আগস্ট ২০১১ ১১:৫৯ | 122.160.159.184
  • সাধারণের জ্ঞাতার্থে-
    মুগুর ও গদা লইয়া পেলেনে চড়া যায় না।
    অন্য উপায় ভাবিয়া দেখি।
  • til | ২৫ আগস্ট ২০১১ ১১:৫৯ | 165.12.252.211
  • আতা? চিতোরে দেখেছিলাম আতার জঙ্গল!
    ওহ, পাপুয়া নিউ গিনিতে (PNG) এক তামিল গিয়েছিলেন, অনেকদিন আগে। তখন সেখানে নাকি কেউ কাঁঠাল খেতে জানতৈ না। (জেমন আমরা কুমড়ো ফুল ভাজা খাই, অনেকে ভাবে তাই)
  • Jhiki | ২৫ আগস্ট ২০১১ ১১:৫৭ | 182.253.0.98
  • সস্তায় ধনেপাতা? কালকে পেলাম এক আঁটি 13500 রুপিয়াতে মানে 1.6$!!
    তাও কাল মাঝসপ্তাহে বাজার যাওয়ার সময় বের করতে পেয়েছিলাম তাই পেলাম, weekend -এ আসার আগেই সব শেষ হয়ে যায়।
  • til | ২৫ আগস্ট ২০১১ ১১:৫৫ | 165.12.252.211
  • আদা? সে তো দুর্মূল্য বস্তু, সম্প্রতি। তিনশো কিমি দূরের শনিবারের হাটে গিয়ে হামড়ে পড়ে কিনেছি। (ঐ জন্যে অবশ্যই যাইনি)
    --
    সোনার দাম কেন?
    দ্রঃ

    name: kumu mail: country:

    IP Address : 122.160.159.184 Date :25 Aug 2011 -- 11:36 AM
  • Kaju | ২৫ আগস্ট ২০১১ ১১:৫৪ | 121.244.209.245
  • সিকি জিগালো, আমি কি দুটি পাই?

    অর্থাৎ,

    ২ পাই = ২ X ২২/৭ = ৪৪/৭

    কিন্তু সিকি = ১/৪

    সুতরাং, ইহা সম্ভব নহে।

    মানে সিকি পায় না।
  • siki | ২৫ আগস্ট ২০১১ ১১:৫২ | 123.242.248.130
  • হ্যাঁ, কল্লোলদা কি অক্ষত ওয়ান পিস আছে এখনও?
  • Kaju | ২৫ আগস্ট ২০১১ ১১:৫১ | 121.244.209.245
  • কুমুদি, গত সন্ধ্যার লুরুযাত্রার কী হল শেষ অব্দি?
  • siki | ২৫ আগস্ট ২০১১ ১১:৫১ | 123.242.248.130
  • অ কিকি, আমি কি দুটি পাই? কত্তোদিন আতা খাইনাই। আমার বাড়িতে কেউ খায় না বলে বাজারে দেখলেও আনতে পারি না।
  • siki | ২৫ আগস্ট ২০১১ ১১:৫০ | 123.242.248.130
  • দাদা, আমি আদা বেচি। গ্রাপ দেখে কী করব?
  • kiki | ২৫ আগস্ট ২০১১ ১১:৫০ | 59.93.165.102
  • আমি একটা খুব দরকারী জানকারি দিতে এলাম,আমাদের ব্যায়লায় আতায় আতায় ছেয়ে গেছে। কি মিষ্টি খেতে সেসব।বীজদের পাত্তা না দিলে বালি বালি কিরকিরে আতা, আহা!

    চললাম।
  • til | ২৫ আগস্ট ২০১১ ১১:৪৯ | 165.12.252.211
  • ডানদিকের ওপরে কোনে গ্রাফ দেখুন।
  • siki | ২৫ আগস্ট ২০১১ ১১:৪৮ | 123.242.248.130
  • বাংলায় লিখুন্না মশয়।
  • til | ২৫ আগস্ট ২০১১ ১১:৪৮ | 165.12.252.211
  • সির্ফ কুমুবেনকে লিয়ে
    হ্‌ত্‌ত্‌পঃ//য়্‌ব্‌ব।পেরি্‌থ্‌মন্ত।ওম।অউ/মেতলরিএস।অস্‌প্‌ক্ষ
  • til | ২৫ আগস্ট ২০১১ ১১:৪৫ | 165.12.252.211
  • মৌরী ফুলের কি সুন্দর গন্ধ, আহা। আর মৌরী গাছের কান্ড, কি যেন নাম; ভাল তরকারী হয়।
  • kumu | ২৫ আগস্ট ২০১১ ১১:৩৬ | 122.160.159.184
  • সোনার দাম কমছে নাকি?কোথায়?
  • pharida | ২৫ আগস্ট ২০১১ ১১:৩৬ | 61.16.232.26
  • খ্যাল কর্বেন টবে দেওয়া সব জিনিসে কিন্তু গাছ হয় নি - জল গাছ, মাটি গাছ এমনকি টব গাছ।

    পাইদিদি চেষ্টা ছাড়বেন না ঃ))
  • dd | ২৫ আগস্ট ২০১১ ১১:৩৩ | 124.247.203.12
  • পেঁয়াজের দাম হু হু করে বাড়ছে আর সোনার দাম ধাঁ ধাঁ করে কমছে।

    বাড়ীতে একটাও পেঁয়াজ নেই অথচো কিলো কিলো সোনা।

    দুশ্চিন্তায় দাঁত ব্যাথা হয়ে গ্যালো।
  • dd | ২৫ আগস্ট ২০১১ ১১:১৯ | 124.247.203.12
  • ভাগ্গি পাইদির রান্নাঘরে আরশুল্লো, ইঁদুর,এঁয়ারা ছিলো না।

    ভাবুন, জল টল দিয়ে ভিজিয়ে টবে পুঁতে দিলে কি বিতিকিচ্ছিরি কান্ডোটাই না হতো এতোদিনে।
  • pi | ২৫ আগস্ট ২০১১ ১০:৪৮ | 72.83.74.17
  • ছোটোবেলায় আমি রান্নাঘরের মোটামুটি সব জিনিস ই টবে ফেলতুম। একফালি বারন্দার টবে একচিলতে মাটি। তাতেই গাছপালা গজিয়ে বড় টড় ও হয়ে যেত। যে গাছে যা হবার কথা তা হয়েও যেত। ছোলা , মটর , লাউ , কুমড়ো, লংকা, পেঁয়াজ , ধনে, আলু ... কী হয়নি ! কেবল আমার টবের আলুদের গায়ে খোসা প্রায় হতই না।
    তবে সব চেয়ে সুন্দর ছিল যোয়ান আর মৌরী। মৌরী ফুল যে কী সুন্দর, কী সুন্দর !
  • til | ২৫ আগস্ট ২০১১ ০৯:৪৬ | 165.12.252.211
  • কেন হবে না, আলবৎ হবে। বেশী ভেজাবার প্রয়োজন নেই, অল্প দু এক ফোঁটা জল দিয়ে রাত্তিরে রেখে দেবেন, ব্যস। আপনাদের তো ট্রপিক্যাল আবহাওয়া, বিন্দাস। চাই কি আমাদের গাছের বীজ পোষ্ট করে দিতে পারি, অবশ্য বাজারের ধনে তেও হবে, হয়ও।
    উফ, আমাদের তো প্রায় কোমর সমান গাছ হয়েছিল।
    ওখানে তো শস্তায় মিলবে, আবার কষ্ট করে লাগানো কেন!
  • kiki | ২৫ আগস্ট ২০১১ ০৯:৪৪ | 59.93.200.105
  • Jhiki | ২৫ আগস্ট ২০১১ ০৯:০৫ | 182.253.0.98
  • তিল, ফ্যাট এর বারন্দায় টবে ধনে গাছ হবে?আমি একবার ভিজিয়ে রাখা ধনে দিয়ে ট্রাই করেছি, কিচ্ছু লাভ হয় নি।
  • Nina | ২৫ আগস্ট ২০১১ ০৭:২৮ | 68.45.76.170
  • আজ সারাদিন সময় পাইনি নেটে বসার---এখন খেয়েদেয়ে তরিবৎ করে বসে এটা সেটা দেখছি---
    তা কত্তেই দেখি আকা বেশ আমার জন্য কি রেখে গেছে ভাটে----
    সব্বনাশ!! কি ভিষণ !ভয়ের চোটে ঘুমোতে চলে গেলুম ঃ-((
  • til | ২৫ আগস্ট ২০১১ ০৫:১২ | 165.12.252.211
  • কমলালেবু (অরেঞ্জ), গন্ধরাজ, হাওয়াইআন লাইম (পাতি লেবু) , ম্যান্ডারিন সব গাছের পাতা, কান্ড এবং ফুল একই ধরণের, রঙের সাদা + গন্ধও এক। বাগান ভুর ভুর করে।
    সবেরই এক্টি করে স্যাম্পল মম বাগানে।
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২৩:০৫ | 151.141.84.194
  • দাড়িদাদু সম্ভবত কইতেন সোনাঝুরি। ঃ-)
    আর, বোতলবুরুশ মানে বটলব্রাশ এর কথা কইছ? সুনীল এটারে জোরজার করে বোতলবুরুশ করেছেন। ঃ-)
  • pi | ২৪ আগস্ট ২০১১ ২৩:০২ | 128.231.22.133
  • হ্যাঁ, অমলতাস। এটা কি দাদুর দেওয়া নাম ?

    আর বোতলবুরুশ ? ওর ও অন্য কি এক নাম ছিলনা ?
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:৫৯ | 151.141.84.194
  • অমলতাস। অতসী না।
  • S | ২৪ আগস্ট ২০১১ ২২:৫৩ | 90.200.14.85
  • ঠিক ঠিক শিমুল খুব সুন্দরী আমি ওটা শীরিষের সাথে গুলিয়েছি। এন কে বাঁদর লাঠি বলে একটা ফুল হয় দেখেছেন? নামটা একটু কেমনতরো তবে লোকে বলে এর একটা sophisticated নামও নাকি আছে আর সেটা হলো গিয়ে অতসী
  • kiki | ২৪ আগস্ট ২০১১ ২২:৩০ | 59.93.246.144
  • আর আমি আবার তুতুল পড়লাম। আর ন্যাদোশের গল্প শুনে ছেলের তো হাসি আর থামেইনা।

    আর মাঝে মাঝেই মামা কাহিনী।উফ! হাসতে হাসতে জীবন গেলো।
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:২৪ | 151.141.84.194
  • বড়েস, শিমুল ফুল টকটকে লাল। একেবারে যারে খুনখারাপি লাল বলা যায়। ঃ-)
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:২৩ | 151.141.84.194
  • ভুতের নাম আক্কুশ আবার পড়লাম কদিন আগে, অনলাইন লাইব্রেরী থেকে নামিয়ে। ঃ-)
  • S | ২৪ আগস্ট ২০১১ ২২:২২ | 90.200.14.85
  • তবে ছাতিম ই হবে। সাদা সাদা ফুল হয়। আর শিমুল ফুল টা বোঅধহয় এক্টু পিংকিশ হয়।
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:২১ | 151.141.84.194
  • এদিকে আমি চিরকাল কমলালেবু ফুল দেখার জন্য হাপিত্যেশ করে মরলুম। কেন জানি আমার কল্পনায় কমলালেবুর ফুল উঙ্কÄল কমলা। লোকে বলে আরে না রে ও ফুল লেবুফুলের মত সাদা, আমি শুনি না। ঃ-)
  • kiki | ২৪ আগস্ট ২০১১ ২২:১৯ | 59.93.246.144
  • আরে আজ আমার বাড়ীর ভুতটা আবার একটা উপকার করলো, আমি জানলায় আমার চাকিটা ধুয়ে রেখেছিলুম, জানলাটা বৃষ্টি এলো কি ঘপাৎ করে বন্ধ হয়ে গেলো,এদিকে সেটা হুড়কো দিয়ে আটকানো ছিলো, নিজে বন্ধ হওয়া অসম্ভব।আমি আবার জানলা বন্ধ হলে খুব বিরক্ত হই।খুলতে গিয়ে দেখি চাকিটা রয়েছে।তাই থ্যাঙ্কু দিলুম, আর কি সুন্দর একটা ঠান্ডা হাওয়া আমার গাল ঘেঁষে চলে গেলো।

    ইসে এটাও তেনার কথা অনুযায়ী ভুত।আমি অবিশ্যি জেন্ডার নিয়ে ভাবিত ছিলাম না।উপকারী বন্ধু হচ্ছে।ওসব ভেবে কি হবে?
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:১৮ | 151.141.84.194
  • শিমুল ফুলে গন্ধ নেই, তবে ছাতিম ফুলের নেশা ধরানো গন্ধ।
  • S | ২৪ আগস্ট ২০১১ ২২:১৭ | 90.200.14.85
  • গরম কালে শিমুল না ছাতিম কি এক্টা গাছ থেকে খুব এক্টা মাতাল করা গন্ধ আসতো না? তার পর কৃষ্‌ন চুড়া রাধা চুড়া কতো কি যে মিস করি ইশ্‌শ্‌শ্‌শ
  • amit | ২৪ আগস্ট ২০১১ ২২:১৪ | 128.103.93.248
  • বাবলা কাঁটা পায়ে ফুটলে বুঝবে মজা!!
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:১০ | 151.141.84.194
  • এ তো অশ্বত্থ বলছে!
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:০৩ | 151.141.84.194
  • বাবলা গাছে কাঁটা থাকে, তবে ফুল সুন্দর, হাল্কা স্ফেরিকাল ফুল, বাসন্তী রঙ, উড়ে উড়ে পড়ে।
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২২:০১ | 151.141.84.194
  • হেই কেউ একটা শ্যাওড়া গাছের লিংক দিন তো! আশ-শ্যাওড়া আর এমনি শ্যাওড়া কি একই? যদি একই হয় কোনো কথা নাই, যদি আলাদা হয় দুইখান কথা আছে।
  • aka | ২৪ আগস্ট ২০১১ ২২:০০ | 168.26.215.13
  • হ্যাঁ মিলে গেছে, মানুষ ভুত হলে খুব সূক্ষ্ম রূপ ধরে, তাদের তখন শ্যাওড়া গাছের মতনই ছোট ছোট পাতা দরকার।
  • S | ২৪ আগস্ট ২০১১ ২১:৫৬ | 90.200.14.85
  • শ্যাওড়া গাছ দেখেছি তো খুব খুদে খুদে পাতা হয়। অবশ্যি খুব ছোটোবেলায় দেখেছিলাম এখন পাতা বদলে গেলে জানি না। বরং বাবলা গাছটা দেখতে ভালো হয়। কি সুন্দর গোল গোল হলুদ হলুদ ফুল
  • aka | ২৪ আগস্ট ২০১১ ২১:৫৫ | 168.26.215.13
  • ভুত সম্বন্ধে বিশেষ তথ্যাদি জানতে ত্রৈলোক্যনাথ রেফার করুন।

    মোটমাট (ভুত + মানুষ = ধ্রুবক)
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২১:৫৩ | 151.141.84.194
  • মা আর ছানা একসাথে ভূত হতে পারে ঠিকই। হতেই পারে। ঃ-)
  • kiki | ২৪ আগস্ট ২০১১ ২১:৫২ | 59.93.246.144
  • ইসে, তাতে ক্ষী হলো? মা থেকে ছানা হয়েছে এমন প্রমান তো নাই। এমন ও তো হতে পারে মা আর ছানা একসাথে ভুত হয়ে গেছে। মানে আটঘাট বাঁধার জন্য জানতে চাইছি আর কি।
  • kiki | ২৪ আগস্ট ২০১১ ২১:৪৯ | 59.93.246.144
  • আরে আমিও জানিনা সেটা আসলে কি। এইমাত্র শ্যাওড়া ট্রি বলে সার্চ মারলাম(গাছ বললে খুঁজে পাচ্ছেনা)তো তাতে মরে যাওয়া ধরনের কিছু গাছ, মাঠের মাঝখানে দেখলাম।
  • byaang | ২৪ আগস্ট ২০১১ ২১:৪৮ | 122.167.108.215
  • আবার আমার মা বলত - "কুকুরকে আদর দিলে কুকুর মাথায় চড়ে'', তাই আমাকে কখনো আদর দেওয়া হয় নি। তাই না আমি অ্যামোন ভদ্রসভ্য!
  • nk | ২৪ আগস্ট ২০১১ ২১:৪৬ | 151.141.84.194
  • তবে কিকি পান্তোভূতের জ্যান্তো ছানা বিষয়ে সুকুমারকে রেফার কত্তে পারো। সেখানে পস্টো চোখে বিনা চশমায় ভুতের ছানা মায়ের কোলে খেলছে এরকম দেখেছেন বলে দাবী কবির। ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত