এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৮ | 173.163.204.9
  • টইয়ের নামে চশমা, মশা, এইসব আছে।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৬ | 122.178.240.245
  • সিকির ১১ঃ৩৩ পড়ে নদীর এপাড়-ওপাড়ের কথাটা মনে পড়ে গেল! দীর্ঘশ্বাস ফেলার কোনো ইমোটিকন হয় কি?
  • de | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৬ | 59.163.30.4
  • আমাদের গোটা বাড়ি ভনক মেছো -- মেয়ে ছোটবেলা মাছ পছন্দ করে খেতো না, এখন প্রচন্ড পছন্দ! অবশ্য পরপর দু'দিন এক আইটেম বাড়ির কেউই ভালোবেসে খায় না -- মাছ,চিকেন, মাটন, ডিম ইত্যাদী সব কিছুই নব-নব রূপে রাঁধতে হয়!

    যদিও আমার একটা ঘোর স্বৈরতন্ত্রিক অনুশাসন রয়েছে -- বাড়িতে যা রাঁধা হবে সেটা পছন্দ না হলেও প্লেট ফিনিশ করে তবেই টেবিল থেকে উঠতে পাবে। ফেলা চলবে না!
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৪ | 122.178.240.245
  • সিকি, টইটা খুঁজে দে শিগ্গিরি।
    আমি যেদিন থেকে মশামেসোর ছবি দেখেছি, সেদিন থেকেই জানি উনি ভালো লোক না হয়ে যানই না।
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১১:৩৩ | 123.242.248.130
  • ব্যাং, ও কথা বোলো না। খেয়ে নাও। আমি তো মেয়ে মাছ না খেলে উল্লসিত হই। কিন্তু আমায় হতাশ করে মেয়ে মাছ মাংস খেয়ে নেয়। ঝোলমাখা ভাত পড়ে থাকে।

    মেয়ের সামনে বসে আমার মাঝে মাঝে নিজেকে কপিল সিব্বাল মনে হয়, আর মেয়েকে আন্না হাজারে। সে অনশন করবেই, আর আমরা তাকে খাওয়াবোই। বকে ঠেঙিয়ে ভালোবেসে কোনওভাবেই যদিও আমরা তাকে আজ পর্যন্ত খাওয়ানো শেখাতে পারি নি।

    পিজা বার্গার খেলেও বর্তে যেতাম, মেয়ে হয়েছে পারফেক্ট বামুন। যেখানে যায় জন্মদিনের নেমন্তন্ন খেতে, ছাঁদা বেঁধে ফিরে আসে। ভাবো, ম্যাকডির বার্গার, একথালা চাউমিন, মিষ্টি, চিপ্‌স, চকলেট ইত্যাদি সাজিয়ে দেয় বন্ধুদের জন্মদিনে তাদের মায়েরা। আমি আড়াই ঘণ্টা বাদে আনতে গিয়ে দেখিসব ছেলেমেয়েগুলো চেটেপুটে খেয়ে দেয়ে হুল্লোড় করছে, আমার মেয়েও করছে, কেবল টেবিলের এক কোনায় আমার মেয়ের না-ছোঁয়া থালা একটা উল্টনো প্লেট দিয়ে ঢাকা। ... সাঁঝ না, কুছ নহি খায়ি হ্যায়। আপ লে জাইয়ে। বাড়ি এনেও খায় না, ঐ চাউমিন বার্গার অতএব আমাকেই খুশিমনে খেয়ে নিতে হয়। আর মেয়ের মা-কে মেয়ের জন্য আবার রাতের চাল নিতে হয়।

    বোমা *** জ্বলে তখন ঃ(
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১১:৩০ | 72.83.74.17
  • টইয়ের নাম আমি ভুলে গেছি। কোন একটা বদখত নাম ছিল। আমি দিয়েছিলাম থোড়াই। এই সিকি ব্যাটার কীর্তি !
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১১:২৯ | 160.83.97.83
  • "মাছেন নেশা, সর্বনাশা'
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১১:২৮ | 72.83.74.17
  • হুঁ! তাতে ঘণ্টা হবে !
    মৎস্যপ্রেমে মাখোমাখো মশামেসো আমার কী করতে পেরেছে শুনি !
    আলাপের পর প্রথম প্রথম কি মিষ্টি করে বলেছিল। তুমি মাছ খাওনা ? আমারো তেমন ভালো লাগেনা।
    পরে দেখি কী ঘোরতর রকমের মৎস্যভুক তিনি !
    প্রথম প্রথমের মিষ্টি কথাও উধাও। বলে কিনা, ঐ ফেজে ঐসব একটু আধটু মিথ্যে বলতে হয়। নইলে কেস কেঁচে যেতে পারে।
    বেশ হয়েছে, ভোগো এখন সারা জীবন।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:২৬ | 122.178.240.245
  • সেই টইয়ের নাম কী?
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১১:২৫ | 173.163.204.9
  • আমি তো কাজ কচ্ছি।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:২৫ | 122.178.240.245
  • ব্যাঙাচি আজকাল ওটাই করছে - সাদা ভাত, শুকনো পাঁউরুটি, শুকনো রুটি খেয়ে উঠে জাচ্ছে, কিন্তু নিরামিষ, আমিষ কোনোটাতেই হাত লাগচ্ছে না। সেই দেখে আমিও খেতে পারছি না।
    তবে বার্গার,পিজা, বিরিয়ানি, কাবাবে তার কোনো আপত্তি নেই।
  • kc | ১৯ আগস্ট ২০১১ ১১:২৫ | 178.61.96.29
  • পাই, টিম, এরা ঘুনু করেনা?
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১১:২৪ | 123.242.248.130
  • পটাশম্যাম ঘোরতর সামসুং প্রেমী। টিভি, মোবাইল ...

    এইবাজারে আরও একটা লং উইকেন্ড। আবার তিন্দিন ঘরে বসে ল্যাদ খাবো। ভাবলেই কেমন গায়ে পুলক লাগছে, চোখে ঘোর ঘনাচ্চে।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১১:২২ | 72.83.74.17
  • ব্যাংদি , ভাটেই লিখেছিলুম।
    জনতা সেটাকে টইতে তুলে গুছিয়ে খিল্লি করলো ! x-(
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১১:২২ | 123.242.248.130
  • ভূতোও সাদা ভাত, শুধু মুড়ি এসব খেতে খুব খুব ভালোবাসে। শুধু রুটিও।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:২২ | 122.178.240.245
  • ব্যাঙই হবে। আমি ঘোর মৎস্যপ্রেমী বউ আনবো। তিনি নিজে মৎস্যবিরোধী বউ আনার চেষ্টা করলে সেই বিয়েতে ভাঙচি দিয়ে আসবো। মাছ খাবে না কেন রে বাপু!!।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১১:২০ | 160.83.97.83
  • কুমুদি', না। আপনারও সামসুঙ এবং ছালওঠা নাকি! ঃ-)
  • pharida | ১৯ আগস্ট ২০১১ ১১:২০ | 61.16.232.26
  • তবে এটাও ঠিক জোর করা উচিত না। সেটা ছে্‌ড়ও দিয়েছি আমরা - এখন তার জন্য অন্য ব্যবস্থা রাখতে হয়।

    সেও রোজ রোজ হলে চলবে না। মাঝে মাঝে ভেজ খাওয়ার বায়না করে শুধু ডাল রুটি আর আচার খায় - দেখে মায়াও হয়।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১১:১৯ | 160.83.97.83
  • চিংড়ি খেলে অ্যালার্জি, তবু ঐটা, কাঁকড়া আর ডিম (ইন এনি ফর্ম সেভ কাঁচা) নিয়ে কোনও কথা হবে না।
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১১:১৯ | 72.83.74.17
  • ব্যাঙাচি বড় হলে তালে ব্যাঙ হবেনা। মশা হবে।
  • kumu | ১৯ আগস্ট ২০১১ ১১:১৮ | 122.160.159.184
  • আমি যে ক্যামোন গুছিয়ে বাজার কল্লুম সেটা কেউ দেখল না।
    সায়ন,দিল্লীর সাম্‌সুঙে চেনা কেউ আছে নাকি?
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:১৮ | 122.178.240.245
  • পাই কোথায় লিখেছিলি, কবে লিখেছিলি?
    দরকারি কথাগুলো ভাটে লেখা হয় ক্যানো?
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:১৬ | 122.178.240.245
  • ডিডিদা ঃ-))।
    তবে ডিডিদা আর দু দুজনেরই বুদ্ধিগুলো খুব ভালো লাগল। এবার এই পন্থাই নিতে হবে।
    কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি মশামাসি আর ব্যাঙাচির মিল দেখে। তিনিও চিংড়ি খুব ভালো খান। কিন্তু চিতলমাছ দেখলে থুথু করেন।
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১১:১৫ | 123.242.248.130
  • আমার মেয়ে কিছুই খায় না, মাছ মাংস ডিম ছাড়া। পোচ্চুর ঠ্যাঙাতে হয় খেতে বসিয়ে। আজকাল নিজে খেতে বসানো হচ্ছে, তাতে দেড় থেকে আড়াই ঘণ্টা লাগছে। টিভি চললে ওটা ইনফাইনাইট লুপে চলে যাচ্ছে। তাই মেয়ে খাবার সময়ে স্ট্রিক্টলি টিভি চালানো হয় না।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১১:১৫ | 173.163.204.9
  • এখন আর প্রিয় কবিতার টই খোঁজার সময় নাই। এখেনেই শেয়ার করে দি।

    ...I learned of the ruins,
    of your broad walls battered down, stone by stone,
    onto your fragile border of flowers in the garden
    on e terror filled day, a day of slaughter, of blood.
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১১:১৩ | 72.83.74.17
  • *কী
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১১:১৩ | 72.83.74.17
  • অত্যাচার করলে কি ফল হয় সে তো আমি লিখেইছিলুম। পড় নাই ?
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:১৩ | 122.178.240.245
  • কুমু, ফেসবুকে বাংলার নিরামিষ রান্না আর বাংলার আমিষ রান্না বলে দুটো গ্রুপ আছে, সেখানে শুচিস্মিতাদির অনেক রান্নার রেসিপি আছে। আর অর্কুটে রান্নাঘর কমিউনিটিতে।
  • Du | ১৯ আগস্ট ২০১১ ১১:১২ | 14.96.57.136
  • তাহলে কদিন ছাড়ান দিয়ে দেখতে পারো বা কারিপাতা জাতীয় টোটালি অন্যরকম কিছু দিয়ে দেখতে পারো মাঝে সাঝে।

    খুব জোর করলে বিতষ্ণা হবে। আমার বাড়িতে এক ভদ্রলোক ঝিরি করে ভাজা ঢ্যাড়শও খাননি তাকে ছোটবেলায় জোর করে ঢ্যাড়োশ সেদ্ধ খাওয়ানো হত বলে।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১১:১২ | 160.83.97.83
  • "মছলি জল কি রাণী হ্যায়, জীবন উসকা পানি হ্যায় ...' ঃ-)
  • dd | ১৯ আগস্ট ২০১১ ১১:১২ | 124.247.203.12
  • তাইলে বাপু ব্যাঙাচিকে জোরজার কোরো না।

    খালি অত্যাচার করতে পারো - যেমন মাছ আর ঢ্যাঁঢ়শের ছ্যাঁচাব্যাঁচা রাঁধলে একদিন। অন্যদিন মাছ আর লাউএর ল্যাগাব্যাগা। আর তৃতীয় দিনে মাছ আর চালকুমড়োর ছ্যাঁকাম্যাকা।

    কদ্দিন আর মাছ বাদ্দিয়ে শুধু এই সব অখাদ্য কুখাদ্য খে' থাকবে?
  • pi | ১৯ আগস্ট ২০১১ ১১:১২ | 72.83.74.17
  • হেঃ ! আমাকে চিংড়ীর ভয় দেখিয়ে লাভ নেই। ঐটি আমি খুব ভাল খাই। যবে থেকে জানি চিংড়ী মাছ নয়, পোকা, তবে থেকেই ভাল খাই।
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১১:১০ | 173.163.204.9
  • আচ্ছা। (ক্ষি অবস্থা!)
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:০৯ | 122.178.240.245
  • *বিভিন্ন রূপে
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:০৯ | 122.178.240.245
  • তিমি, হাওড়া ব্রিজটা লুরুর জেপিনগরে।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:০৮ | 122.178.240.245
  • ফরিদা, এটা আমিও দেখছি, যত্ত বড় হছে তার খাওয়ার ধরণ বদলে যাচ্ছে। আগে মাছ খেতে খুব ভালোবাসত, বছরখানেক হল মাছ দেখলেই তিনি পালান, আগে ডিম না হলে চলত না, আজকাল ডিম দিলেই আপত্তি। কোনোভাবেই তাকে খাওয়ানো যাচ্ছে না।
    দু, তার নাকি মাছ এবং ডিম দুটোতেই গন্ধ লাগছে এবং স্বাদও বিচ্ছিরি লাগছে। এবং এমন নাক হয়েছে, বিভিন্ন রুপে রান্না করে অন্য নাম দিয়েও চালানো যাচ্ছে না, গন্ধতেই ধরে ফেলছে। তার উপর সন্দেহবাতিক - এই বোধ হয় মা আমাকে মাছ আর ডিম খাইয়ে দিল!!
  • kc | ১৯ আগস্ট ২০১১ ১১:০৭ | 178.61.96.29
  • এখনকার বাচ্চাগুলো মাছ খেতে চায়না। আমার ছেলেও তাই। এখন অনেকটা বড় হয়ে গেছে তাই পাল্টা যুক্তি দ্যায়, ''দুনিয়ার অনেক লোকেই মাছ না খেয়েই থাকে''। আমরাও আর খেতে বলিনা। তবে মাছভাজা থাকলে দেখেছি, মাঝে মাঝে চেয়ে নেয়। কিন্তু এমনি দিয়ে দিলে খাবেনা।
  • sayan | ১৯ আগস্ট ২০১১ ১১:০৭ | 160.83.97.83
  • এই জোরজার করে মাছ খাওয়ানোর পন্থা আমার একদম না-পসন্দ। কারন এরকমগুলো (বার্গার ফার্গার নয়) আমার সঙ্গেও করা হয়েছিল। মাছ না-খেলো তো কী হয়েছে! ঃ-(
  • pharida | ১৯ আগস্ট ২০১১ ১১:০৭ | 61.16.232.26
  • পুরন্দার ভাট না?
  • wdo | ১৯ আগস্ট ২০১১ ১১:০৬ | 61.12.12.83
  • ঢং
    পাহাড়ের টং
    বসে আছে লামা
    ডাণ্ডাটি লং
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১১:০৫ | 173.163.204.9
  • হাওড়া ব্রিজে খেতে যাওয়া কিরকম? (সব পাল্টে যাচ্ছে)
  • Tim | ১৯ আগস্ট ২০১১ ১১:০৪ | 173.163.204.9
  • কোথাকার জল বলে দেওয়া উচিত। নানান সম্ভাবনা মাথায় আসে নইলে।
  • siki | ১৯ আগস্ট ২০১১ ১১:০৪ | 123.242.248.130
  • না। আমার মেয়ে টোটাল মেছো। ঠিক আমার মত। কাঁচা বাদে সব মাছই খায়। কাঁটা নিজেই বেছে নেয়। চিবিয়ে জিভে কাঁটা পড়লে বের করে নেয়। চেয়ে চেয়ে মাছ খায়।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১১:০৩ | 122.178.240.245
  • ডিডিদা, ঐসব পন্থা ফেল করেছে, মাছের চপ সন্দেহ করে আলুর চপ, ডালের বড়া, পোস্তর বড়া কিছুই খেতে চায় না। আর ফিশফ্রাই সন্দেহ করে চিকেন কাটলেটও ত্যাগ করেছে। এমনকী সেদিন হাওড়া ব্রিজে খেতে গিয়ে মোগলাই পরোটা অর্ডার করেও তাকে খাওয়ানো গেল না, তার সন্দেহ ভিতরে মাছ আছে।
  • pharida | ১৯ আগস্ট ২০১১ ১১:০২ | 61.16.232.26
  • অবিকল। পট্টও মাছ দেখলেই "ওয়াক আউট" করে। এদিকে আমরা জলে যা চলে বেড়ায় (জাহাজ আর নৌকা বাদে) সবই খেয়ে থাকি। খাদ্যাভ্যাস কি পারিপার্শিকের ওপরে এতটাই নির্ভরশীল? ভাবায়।
  • kumu | ১৯ আগস্ট ২০১১ ১১:০২ | 122.160.159.184
  • আমার আজকাল এট্টু রান্নায় মতি হয়েছে।ব্যাং,শুচিস্মিতার রেসিপি কোথায়?রেফারেন্স দাও,খুঁজে নেব।
  • Du | ১৯ আগস্ট ২০১১ ১১:০২ | 14.96.57.136
  • মাছের ঝোল না বানিএ ঝুরি করে দিলে। আপত্তিটা কিসে, গন্ধে না স্বাদে?
  • dd | ১৯ আগস্ট ২০১১ ১১:০০ | 124.247.203.12
  • ব্যাঙাচি যদি মাছ খেতে না চায় তাইলে রোজ ঝোল ঝাল রাঁধো ক্যানো ?

    ঠাকুর বলেছেন রইয়ে সইয়ে ভক্তি আনতে হয়। মাছের চপ করো, আর ফিশ বার্গার। ভেটকি মাছের ফিলে দিয়ে ফ্রাই করো। ইত্যাদি।
  • kumu | ১৯ আগস্ট ২০১১ ১০:৫৯ | 122.160.159.184

  • অর্পণ,সেদিন মাগুর,চিংড়ি,ইলিশ,রুই,ঘুগনি,সন্দেশ ইত্যাদি মিষ্টি,চাট্টি গানের সিডি,তিনটি ঘরে পরার পাজামা,পাঞ্জাবীর সেট ইঃকিনে ভয়ানক জ্যাম পেরিয়ে বাড়ী ফিরলাম রাত এগারোটা।

    ততক্ষণে কলির অতিথিরা ইনক্লুডিং কর্তা চমৎকার মুডে ড্রইংরুমে শোভা পাচ্ছেন।
  • byaang | ১৯ আগস্ট ২০১১ ১০:৫৭ | 122.178.240.245
  • ডিডিদা, খুব ভালো লাগছে তোমার পোস্ট দেখে। আমার প্রায় এরকমই অবস্থা, কারণ মানুষটির নাম বললে প্রায় কেউই বিশ্বাস করবে না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত