এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৫ আগস্ট ২০১১ ০০:০৩ | 72.83.100.43
  • কিছু বলার নেই।
  • S | ১৪ আগস্ট ২০১১ ২৩:৪৯ | 90.200.14.201
  • just disgusting.
  • pi | ১৪ আগস্ট ২০১১ ২২:৩৪ | 72.83.100.43
  • শর্মিষ্ঠা শর্মিষ্ঠাই।
  • kiki | ১৪ আগস্ট ২০১১ ২২:১২ | 59.93.254.145
  • আমাদের স্বাধীনতা উৎসব এর ক্যাঁচোর ম্যাচোর এর সাময়িক বিরতি, আবার রাত বারোটা থেকে শুরু হবে শুনছি। ক্ষী আপদ!
  • kiki | ১৪ আগস্ট ২০১১ ২২:১১ | 59.93.254.145
  • শর্মিষ্ঠা কে?
  • byaang | ১৪ আগস্ট ২০১১ ১৬:২৯ | 122.167.71.194
  • মামুর লেখাটা বেশ সরেস হয়েছে। ইভ ইট্‌স অ্যাপল পড়ে খুব মজা পেলাম।
  • kumudi | ১৪ আগস্ট ২০১১ ১৩:৫০ | 59.161.105.41
  • সৈকত,আজকের রোববারে তোমার লেখা খুব উপভোগ করলাম।
    অন্য লেখাদুটি পড়ছি সময় করে।
  • siki | ১৪ আগস্ট ২০১১ ১১:২৫ | 80.239.243.208
  • শাম্মী কাপুর মারা গেলেন।
  • Sibu | ১৪ আগস্ট ২০১১ ১১:১১ | 174.145.241.156
  • যারা দেখেনি তারা কি মতামত জানাতে পারে?
  • Kaju | ১৪ আগস্ট ২০১১ ১১:০২ | 59.93.210.126
  • 'আমি সুভাষ বলছি' কেউ দেখলে একটু জানিও তো কেমোং হইচে?
  • pi | ১৪ আগস্ট ২০১১ ১০:৫৮ | 72.83.100.43
  • কুলুপ আর খিল কি একই ? নাকি, একটা হলে খিল, আর এমনি ক্রস করে দুটো হলে কুলুপ ?
    ওদিকে খিলের কথা মনে হতেই আমার বাড়ির দরজাটা মনে পড়ে গেলো আর বাড়ির জন্য মন কেমন করে উঠলো ঃ(
  • byaang | ১৪ আগস্ট ২০১১ ১০:৫২ | 122.167.71.194
  • মোটেই দাঁত খিঁচনো হয় নি। মুখে কুলুপ দেওয়া হয়েছে।
  • pi | ১৪ আগস্ট ২০১১ ১০:৩৫ | 72.83.100.43
  • স্মাইলিটা ভাল করে খেয়াল করছিলাম।
    যতই দাঁত খিঁচানো হোক না ক্যানো x শেপ টা আসা মুশকিল।
    x-( টা বেটার।
  • byaang | ১৪ আগস্ট ২০১১ ১০:১৭ | 122.167.71.194
  • আগে বলতে কী হয়েছিল?? ঃ-X
  • pi | ১৪ আগস্ট ২০১১ ১০:১৪ | 72.83.100.43
  • হুঁ।
  • byaang | ১৪ আগস্ট ২০১১ ১০:১৩ | 122.167.71.194
  • আজকের রোব্বারে ১৮ পাতায় কি মামুর লেখা বেরিয়েছে?

    http://www.ezinemart.com/robbar/14082011/home.aspx
  • nk | ১৪ আগস্ট ২০১১ ০০:৩৮ | 151.141.84.194
  • ডিডি,আরে যদুবংশের বংশলতিকা দেখে মাথা ভির্মি গেছিলো কালকূটেরই, আমি তো ছার। কিন্তু বইটা পড়বো, পেলেই পড়বো। ঃ-)
    কোথায় কাদের দ্বারা প্রকাশিত, কোন দোকানে পাওয়া যাবে, এসব জানলেই সংগ্রহ করবো।
    নৃসিংহ বাবুর "মহাভারতের ছয় প্রবীণ" পড়ছেন? আমার ও বইটা পড়ে নৃসিংহকে কেমন একটু বামুন বায়াসড লাগলো। ঃ-( কর্ণকে খুব বকে দিয়েছেন কর্ণ দ্রোণকে ব্যাটা বামুন যুদ্ধু কত্তে এয়েচ কেন এইসব বলতো বলে। কেজানে!
    সে যাক গে, বইটা একবার পেলেই হয়। ঃ-)
  • kiki | ১৪ আগস্ট ২০১১ ০০:৩৩ | 59.93.240.252
  • নিশি,
    ঃ)............:P

    যাই এবার ঘুমাই।
  • dd | ১৪ আগস্ট ২০১১ ০০:৩২ | 122.167.42.239
  • এটা নিশিকান্তোকে
    নৃ প্র ভা লিখলেন ভারতযুদ্ধ ও শ্রী কৃষ্ণ (বা কাছা কাছি কিছু নাম)। হোথায় উনি অ্যাডাম মানে (শ্রী কশ্যপ +অদিতি)থেকে শুরু করে ভরত বংশ +যাদব দের চৌদ্দ গুষ্ঠি, সবাই লিখেছেন। ফেমিলি ট্রি।

    অ্যাকচুয়ালি ওনার পরে আর কিছু ল্যাখার স্পেস নেই। উনি ১০০%।

    বলি মেয়ে? গোটাটাই পড়ে ন্যাও।
  • pi | ১৪ আগস্ট ২০১১ ০০:২৯ | 72.83.100.43
  • প্রগতিদির লেখা ক'দিন আগে বেরোলো তো।
  • nk | ১৪ আগস্ট ২০১১ ০০:২৩ | 151.141.84.194
  • কিকি, আগে দেখা হয় নি, শুনেছিলাম একবার একজনের কাছে কয়েক বছর আগে, এখানেই শুনেছিলাম। ঃ-)
    কাল ই মৃ খুঁজতে গিয়ে ই মৃ পেলাম না আর তবে এইটি পেয়ে গেলাম। নায়ক ও বেশ চমৎকার, রাফ অ্যান্ড টাফ টাইপ কিন্তু বেশ কাইন্ড। আমার যে টাইপটা সবচেয়ে ভালো লাগে। ঃ-)
  • kc | ১৪ আগস্ট ২০১১ ০০:২৩ | 178.61.96.29
  • ইন্দোর জন্য,
  • nk | ১৪ আগস্ট ২০১১ ০০:২১ | 151.141.84.194
  • আহা, প্রগতির লেখা খুব মিস করি। ওঁর লেখাগুলো ছিলো যাকে বলে তুলি দিয়ে আঁকা ছবির মতন, কখনো চাঁদের আলোয় সাদা সারসেরা উড়ে চলেছে, কখনো গোলমরিচের লতা জড়ানো নারকেল গাছ বৃষ্টিতে স্নান করছে মাথা দোলাতে দোলাতে, কখনো বৃষ্টিশেষের দিলদরিয়া নদী বয়ে চলেছে কন্যাসুন্দর আলোর ভিতর দিয়ে। ওরকম লেখা আর দেখলাম না। কবে আবার লিখবেন?
  • kiki | ১৪ আগস্ট ২০১১ ০০:২১ | 59.93.240.252
  • সেই ভালো।

    যাও বললে খুশী লাগবে।ঃ)

    ওটা আগে দেখোনি? কেন জানিনা কিছু সিনেমাতে বাস্তব কিছুটা দুরে থাকে, তবু তাকে খুব অবাস্তব লাগেনা। আর কিছু , অত্যন্ত বাস্তব ঘটনা নিয়েও অবাস্তব হয়ে যায়।
  • nk | ১৪ আগস্ট ২০১১ ০০:১৩ | 151.141.84.194
  • কিকি,
    "সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর"--- জীবনানন্দকে স্মরণ করে দারুচিনি দ্বীপে চলে যান/যাও। ঃ-)
    মিস্ট্রেস অব স্পাইসেস দেখলাম কাল। ঃ-)
  • kiki | ১৪ আগস্ট ২০১১ ০০:০৯ | 59.93.240.252
  • মাটির ময়না ও মাঝপথে আটকে গেলো।ঃ(

    তবে খুব ভালো লাগলো, সিডি পাওয়া যাবে নিশ্চয়।

    মৃনালিনী ও খোলেনি। ওটাও আরকদিন বাদে সিডি পাওয়া যাবে। কেবল আরেকটি প্রেমের গল্প পাচ্ছিনা।

    আদু দেখে খুব হতাশ,কেন জানিনা আমি যেহেতু খুব একটা বুঝিনা , তাই যেটা দেখছি তার সাথে সাথে সেই সময় টাতে না চলে যেতে পারলে ভাল্লাগেনা। এখানেও কিছু খুব ফাঁক আছে, যেটা বোঝাতে পারছিনা।কেমন বানানো টাইপ।খালি কিছু আবেগ খুব চেনা।
  • siki | ১৩ আগস্ট ২০১১ ২৩:৪৩ | 122.162.75.39
  • মনমোহন আন্না হাজারেকে বলেছে, কোনও অভিযোগ থাকলে অনশন না করে দিল্লি পুলিশকে কনট্যাক্ট করতে। ঃ)
  • siki | ১৩ আগস্ট ২০১১ ২৩:২৫ | 122.162.75.39
  • আমি নামিয়েছি।

    গুগুল টকে এলে ট্র্যান্সফার করে দিতে পারি।
  • kumu | ১৩ আগস্ট ২০১১ ২৩:১০ | 14.98.178.74
  • ১৬৮৬৩ পাতার ইমৃ আর খুলছে না,কপিরাইট অ্যাক্টের কারণে।
    কেউ কি ডাউনলোডিয়েছে?
  • kumu | ১৩ আগস্ট ২০১১ ২২:৫৯ | 14.98.178.74
  • দাঁড়াও,পুরোটা দেখি,তার্পর লিখব এখন।
  • I | ১৩ আগস্ট ২০১১ ২১:৫০ | 14.99.43.15
  • কেমোং লাগছে?
  • kumu | ১৩ আগস্ট ২০১১ ২১:৪০ | 14.98.249.244
  • কেউ রিভ্যু লিখল না,তাই আমি অল্প অল্প করে ই মৃ দেখছি।সিকিভাগ দেখা হয়েছে।
  • kiki | ১৩ আগস্ট ২০১১ ২১:২৪ | 59.93.240.252
  • নেই তো............ঃ((((

    আমি এখন আমি আদু দেখছি আর সেই সুন্দর দেখতে ছেলেটাকে দেখে খুব বিরক্ত হচ্ছি, এদিকে আমি আবার সুন্দর ছেলে দেখতে বেশ ভালোবাসি। ক্ষী গোলমেলে ব্যাপার!
  • Kaju | ১৩ আগস্ট ২০১১ ২০:১১ | 59.93.202.26
  • বম্ম, এই দেখো, উৎসাহ দিলুম তো ! কটিন বলেই তো বুঝতে পাল্লুম্না, বুঝতে পাল্লুম্না বলেই জিগেস কল্লুম, জিগেস কল্লুম মানেই উৎসাহ দেয়া হয়ে গেল। কিন্তু এত গরমে ভাপে ছাইয়ে কী আর গ্রাসল্যান্ডে গ্রাস থাকবে? সে তো তপ্ত ছাইয়ের গ্রাসে ছাই হয়ে যাবে।
  • pi | ১৩ আগস্ট ২০১১ ১৯:৪৩ | 72.83.100.43
  • এখানে পুরোটা আছে।



    সিনেমা ভাল কি খারাপ বোঝার লেভেলটুকু থাক বা না থাক, এই সিনেমাটা অসাধারণ লেগেছিলো, নির্দ্বিধায় বলতে পারি।
  • kiki | ১৩ আগস্ট ২০১১ ১৯:২১ | 59.93.254.226
  • ধন্যবাদ
  • kiki | ১৩ আগস্ট ২০১১ ১৯:১৮ | 59.93.254.226
  • এদিকে আমাদের এখেনে বিষ্টি আসার পর থেমে যাবার আগে, ইত্যাদি করে সারাদিনে ছাপ্পান্ন বার বাংলার মাটি, বাংলার জল বাজলো, এখনো বেজে চলেছে। আর তো পারা যায় না। এমন বর্ষায় ও লোকজন শান্তি দেবে না, হ্যাঁ?
  • pi | ১৩ আগস্ট ২০১১ ১৯:১৪ | 72.83.100.43
  • 'মাটির ময়না' র পরিচালক।
  • kiki | ১৩ আগস্ট ২০১১ ১৯:০৪ | 59.93.254.226
  • তারেক মাসুদের আত্মা শান্তি পান।

    (যদি ও ঠিক জানিনা তিনি কে, তাজ্জন্য লজ্জিত, মানে জানিনা বলে)
  • kiki | ১৩ আগস্ট ২০১১ ১৯:০১ | 59.93.254.226
  • আব্বে কাজু,
    একটু কঠিন লেখার চেষ্টা কচ্চি , কোথায় উৎসাহ দেবে, তা নয়!

    আর সবে ঘুমন্ত তো,ছাই ভস্মে একাক্কার অবস্থা।গরমের ভাপ ও চাট্টি আছে।
  • Kaju | ১৩ আগস্ট ২০১১ ১৮:৫১ | 59.93.202.26
  • আগ্নেয়গিরি বন্ধু ছিল বম্ম-র? তার কাছে আবার গ্রাসল্যান্ড? সেখেনে চরে বেড়িয়ে কী হবে? অবশ্য ঘুমন্ত হয়ে গেলে অসুবিধে নেই। অগ্ন্যুৎপাত তো হবে না।
  • pi | ১৩ আগস্ট ২০১১ ১৮:৪২ | 72.83.100.43
  • তারেক মাসুদ অ্যাক্সিডেন্টে মারা গেছেন !
  • kiki | ১৩ আগস্ট ২০১১ ১৮:১২ | 59.93.254.226
  • ইদিকে গুরু জ্যান্ত আগ্নেয়গীরি(কি হবে বানানটা , কেমন বাজে দেখতে লাগছে) আর বা লা ঘুমন্ত হয়ে গ্যালো।মাঝখান থেকে কত কত বন্ধু এদিক সেদিক হয়ে গেলো।

    কোথাও আর বড় বড় গাছে ঘেরা সবুজ গ্রাসল্যান্ড দেখা যায় না দাদা, আমি কোথায় চড়ে বেড়াই?

    যাগ্গে সবাইকে রাখীর বিষ্টি শুভেচ্ছা দিয়ে গেনু।সেটা ক্ষী আমায় জিগাবেন্না, আমিও জানিনা।
  • dukhe | ১৩ আগস্ট ২০১১ ১৬:১৬ | 117.194.227.228
  • ব্বাপস কী বৃষ্টি !
  • ppn | ১৩ আগস্ট ২০১১ ১০:০০ | 112.133.206.22
  • আর মেসি। ফ্যাব্রিগাস বড় দাগা দিল।
  • Du | ১৩ আগস্ট ২০১১ ০৯:৩৯ | 14.99.30.54
  • কলকাতায় কেউ কি মেসির খেলার টিকেট কাটছ ?
  • kumudi | ১৩ আগস্ট ২০১১ ০৯:১৮ | 115.241.149.222
  • রাখীপূর্ণিমা-

    সব গুরুভাইদের মণিবন্ধে সুন্দর রাখী,মুখে মিষ্টি।

    আন্তরিক ভালবাসা,শুভেচ্ছা,আদর।
    সকলের জীবন উঙ্কÄল হোক।
  • kaaThberaali | ১৩ আগস্ট ২০১১ ০৯:১০ | 80.239.243.158
  • কিঁচ কিঁচ কিঞ্চিৎ কাঁচাগোল্লা
  • kumu | ১৩ আগস্ট ২০১১ ০৯:০৭ | 115.241.149.222
  • রাখীপূর্ণিমা-
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত