এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aranya | ১৩ আগস্ট ২০১১ ০৭:০৭ | 144.160.226.53
  • ভাটপাড়া ফাঁকা ?
  • achintyarup | ১৩ আগস্ট ২০১১ ০৪:২৯ | 59.93.255.142
  • হুঁ
  • pi | ১৩ আগস্ট ২০১১ ০২:১৫ | 128.231.22.133
  • পিপির সাথে একটু গলা মিলিয়ে কিঁচকিঁচিয়ে গেলুম।
  • pipi | ১৩ আগস্ট ২০১১ ০২:১৩ | 66.205.169.50
  • নিনাদি, নতুন জায়গা, ঘরবাড়ি আর আছোলা বংশদণ্ডস্বরূপ একখানি ল্যাব নিয়ে বড়ই ল্যাজেগোবরে। তায় নিজের তো গাড়ি নাই আর তার ফলস্বরূপ যা চলছে সেটা প্রায় দুঃস্বপ্নের নামান্তর। এই ক'মাসে এ শহরের ক্যাবিগুলো বড়লোক হয়ে গেল আমার দৌলতে আর আমি ফতুরঃ-(
    এই সব কারণে আর আসা হয় না আর এলেও বহুমাস পরে ক্লাসে এলে ছাত্রের যা অবস্থা হয় আমারও তাই - থই পাই না ভাটেরঃ-(
  • Nina | ১৩ আগস্ট ২০১১ ০১:৫৩ | 12.149.39.84
  • এতদিন দেখা দাও নাই ক্যান, পিপি
  • pipi | ১৩ আগস্ট ২০১১ ০১:৪৩ | 66.205.169.50
  • ঝিঁঝি তাও ভাল। চলবে (রবি ঘোষ স্টাইলে)। কিন্তু মাছ? হ্যাঁ মাছ? কিঁচকিঁচ কিঁচকিঁচ...
  • pipi | ১৩ আগস্ট ২০১১ ০১:৩৫ | 66.205.169.50
  • কদ্দিন পরে একটু ভাটাতে এলাম। দেখি ঝিঁঝি আর মাছের আঁশটে গন্ধ ভত্তি উঠোন! ইইঁইইইক!
  • nyara | ১২ আগস্ট ২০১১ ২৩:৪৬ | 122.172.42.15
  • পিচের যা অবস্থা, তাতে কাল লাঞ্চের মধ্যে আমাদের মহারথীরা দোকান গুটিয়ে চলে গেলে আশ্চর্য হব না। আজ গম্ভীর একটা এলবি ডিসিশন থেকে বেঁচেছে। দ্রাবিড় ক্লাসিকাল লম্বা পা বাড়িয়ে প্যাডে খেলেও একটা-দুটো কনভিন্সিংলি বিটন হয়েছে। তার ওপর অড বল নিচু থাকছে। বৃষ্টি বা রায়ট ছাড়া কাল খেলা শেষ হয়ে যাবার পক্ষে বেট ধরলাম।
  • kc | ১২ আগস্ট ২০১১ ২৩:৩৪ | 178.61.96.29
  • রাহুলই একমাত্র ভরসা। এখন অবধিতো বেশ ভালো টেম্পারামেন্টই দেখাচ্ছে।
  • aka | ১২ আগস্ট ২০১১ ২৩:০২ | 168.26.215.13
  • শেবাগ কি শূন্য করল। তাইলে দিলীপ দোশি বলে ডাকা হোক। কত করে কইলাম ইংলন্ডে প্র্যাকটিস ছাড়া যাস না তো কে শোনে কার কথা। হত সিধু দেখিয়ে দিত চোট কাকে বলে।
  • nyara | ১২ আগস্ট ২০১১ ২২:৩৫ | 122.172.42.15
  • শেবাগ, শেবাগ ...
  • siki | ১২ আগস্ট ২০১১ ২২:১৪ | 122.162.75.39
  • পটাশম্যাম ক্ষী যে বলেন? এখানে মাছওলাদের ফোন্নং হোম ডেলিভারি সব আছে।

    সত্যি কথা বলব? নয়ডা গাজিয়াবাদ আধুনিক ফেসিলিটির মাপকাঠিতে দিল্লির থেকে অনেক বিষয়েই উৎকৃষ্ট।
  • nyara | ১২ আগস্ট ২০১১ ২২:১২ | 122.172.42.15
  • সন্দীপনের কোন একটা লেখায় ছিল দুটো স্কুলের ছেলে বাসে বসে বলচে, "নিকায় সালমা আগা দিল কি আরমান কী গেয়েছে! বাঁ* চোখে জল এসে যায়।"
  • agantuk | ১২ আগস্ট ২০১১ ২২:০১ | 128.48.44.220
  • লামাবাবুর 12 Aug 2011 -- 02:50 PM এর পোস্ট দেখে মনে পড়ে গেল, সেই কোন ছোটোবেলায় আমরা এম টেকের ইঞ্জিনিয়ারিং ল্যাব (যাতে লেদ মেশিন চালাতে শেখাত) কেটে হস্টেলে বসে টিভিতে মেঘে ঢাকা তারা দেখছি, প্রবাসী বাঙ্গালী অভিজিৎ চৌধুরী আপ্লুত হয়ে বারবার বলছে "বাঁ* ফাটিয়ে দিয়েছে, বাঁ* ফাটিয়ে দিয়েছে, দাদা আমি বাঁচতে চাই, বাঁ* ফাটিয়ে দিয়েছে...'
  • pi | ১২ আগস্ট ২০১১ ২০:৪৪ | 128.231.22.133
  • চারাপোনাদের জন্য কোটা। মাৎস্যন্যায় এর ঐতিহাসিক ভুল কে রিভার্স করার জন্য সংরক্ষণ বিনে গতি নাই।
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৯:২০ | 204.138.240.254
  • ক্ষী মুশকিল, বল্লাম তো কোটা।
  • kc | ১২ আগস্ট ২০১১ ১৯:১১ | 178.61.96.29
  • ঃ-))
  • aka | ১২ আগস্ট ২০১১ ১৯:০৭ | 168.26.215.13
  • হ্যাঁ আঁশও ছাড়ায়, তাতেও বঁটি লাগে। ও বঁটি ছোঁয়ালেই তাকে কাটা বলে? ডেফিনেশনে প্রবলেম হয়েছে কমরেড।
  • kc | ১২ আগস্ট ২০১১ ১৯:০৩ | 178.61.96.29
  • শ্যামনগরের লোকেরা চারাপোনার গলার কাছটা কেটে তারপর মাছের পেটের ভিতরটা পোস্কার করেনা?
  • aka | ১২ আগস্ট ২০১১ ১৯:০০ | 168.26.215.13
  • আস্ত খায়, ভেজে বা সর্ষে বাটা দিয়ে, অন্য মতে প্যাজ রসুন দিয়েও খেতে পারেন। চয়েজ আপনার।
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৮:৫৬ | 204.138.240.254
  • চারাপোনা কাটে না? তালে কী করে? কোটে?
  • amit | ১২ আগস্ট ২০১১ ১৮:৫২ | 128.103.93.150
  • টই ভাটিয়ালী তে পরিণত হইতেছে! ইহাও কি পরিবর্তন?
  • aka | ১২ আগস্ট ২০১১ ১৮:৪৮ | 168.26.215.13
  • আঃ সব মাছ কেউ কাটে না। যেমন চারাপোনা।
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৮:৪৭ | 204.138.240.254
  • বঁটি নিয়ে বোসো তালে।
  • pi | ১২ আগস্ট ২০১১ ১৮:৪৪ | 72.83.100.43
  • খালি খালি মাছ ? কাটি। ঃ(
  • aka | ১২ আগস্ট ২০১১ ১৮:৪৩ | 168.26.215.13
  • ও তাইলে কনসালটেন্সি দিন, সেরে যাবে।
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১৮:৪১ | 122.160.159.184
  • এ হল গে কন্যাদায়(??????)গ্রস্ত বাবার পেট,মশ্‌করা না করাই ভাল।
  • aka | ১২ আগস্ট ২০১১ ১৮:৩৮ | 168.26.215.13
  • পেট খারাপে কাঁচকলা দিলে ইয়ে হয় সেটা ঠিক না, রাগ ও ইয়ে বেড়িয়ে যেতে দিন। (দুই ইয়ের মানে আলাদা)
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৮:৩৪ | 204.138.240.254
  • ভাগ্যিস আপিসে এখন ক্ষেউ নাই।
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৮:৩৪ | 204.138.240.254
  • ঃ)))))
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১৮:২৮ | 122.160.114.85
  • মাছের অভাবে নাক্স ভমিকা থার্টি । তিন ঘণ্টা পরপর তিনবার দিন ।
  • Netai | ১২ আগস্ট ২০১১ ১৮:২২ | 121.241.98.225
  • আমি ক্ষী চাই?
    আমি কিছুই চাই না। শুধু বরাদ্দ হোক একটুখানি স্নেহ ভালোবাসা।
    তার বেশী মোর নাই আশা।

    এখান প্রশ্ন হল তুমি কি চাও। গাজিপুর নাকি সি আর পারক। যেমতি চাইবে সেমতি পাইবে।
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৮:২১ | 204.138.240.254
  • পেটের রুগী? কিছু না পেলে চাট্টি চারাপোনা নিয়ে যেও।
  • kumudini | ১২ আগস্ট ২০১১ ১৮:১৫ | 122.160.159.184
  • নেতাই,একে এত ঝামেলায় আমার মাথা গরম,তার ওপর আমায় চটিও না,বলে দিলাম।
    তুমি ক্ষী চাও?সেই গাজিপুরের বিশাল বাজারে আমি এখন দেড়-দু কেজি মাগুর মাছ কিন্তে যাই?
  • Netai | ১২ আগস্ট ২০১১ ১৮:১২ | 121.241.98.225
  • মধ্যরেতে কেন খুঁজবে। গুরগাঁওতে ভালো মাছের আড্ডা আমি দেখিনি। যেকটা জায়গা দেখেছি সেকটাতেই লোকে হাইব্রিড রাক্ষুসে মাগুর আর পাঙ্গাস মাছ নিয়ে বসে থাকে। তার চে নয়্‌ডা ঢের ভালো। হরলা আর ৬২ তে। সিকিদার ঘরের কাছে গাজিপুরে তো পাইকারি মাছের বিশাল আড্ডা বসে।
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১৮:০৭ | 122.160.159.184
  • ডাউনলোডেড মাগুরমাছ কি পেটের পক্ষে ভাল?থাগ্গে,সিআর্পার্কেই যাই।
    আর নেতাইএর প্রাণে দয়ামায়া নাই?সাড়ে সাতটায় আপিস থেকে বেইরে গুরগাঁও গিয়ে মধ্যরাতে মাগুরমাছ খুঁজবো?
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১৮:০৩ | 122.160.159.184
  • আমার অতিথিরা মেয়ের বিয়ের ব্যাপারে এসেছেন,ক্ষু-উ-ব টেনশনে সবাই।
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১৮:০৩ | 122.160.114.85
  • হোমডেলিভারি না থাক, ডাউনলোডও করা যায় না ? তাইলে আর বোসপুকুরের সঙ্গে তফাৎ কী হল ?
  • kumudini | ১২ আগস্ট ২০১১ ১৭:৫৫ | 122.160.159.184
  • দে,আমার বাড়ীতে অতিথি এসেছেন,তাঁদের একজনের পেটের গন্ডগোল,তাঁর জন্নেই, ঐ তুমি যা কইলে কাঁচকলা সহযোগে মাগুরের ঝোল।

    নেতাই, না,গুরগাঁওতে অচেনা দোকানবাজার খোঁজা সম্ভব না।
    অর্পণ,না,লুরুর হোমডেলিভারী সিস্টেম আমাদের দিকে নাই।
  • hno | ১২ আগস্ট ২০১১ ১৭:৫৪ | 42.108.96.23
  • প্রচণ্ড হাঁচি হচ্ছে। শালার কোলকাতা!
  • ppn | ১২ আগস্ট ২০১১ ১৭:৩১ | 204.138.240.254
  • মাছের দোকানে ফোন্নং নাই? ফ্রি হোম ডেলিভারি দেয় না?

    হাঃ, তালে আর এ এনসিআর লইয়া ক্ষী করিব? এই পোড়া লুরুই ভালো।
  • Netai | ১২ আগস্ট ২০১১ ১৭:৩০ | 121.241.98.225
  • আমরা মাঝে ক্‌খুব শিং মাছ খেয়েছি। মাছওলার বউ রুগ্ন হয়ে পড়ার কারনে মাছওলাকে নিয়মিত শিং মাছ ঘরে নিয়ে যেতে হত। সেই সুযোগে আমরাও খানিক রক্ত বাগিয়ে নিয়েছি।
  • Netai | ১২ আগস্ট ২০১১ ১৭:২৭ | 121.241.98.225
  • কাঁচকলা সহযোগে মাগুরের জিরে ঝোলে আমারো বিশেষ অভিজ্ঞতা আছে। কুমুদিকি সেই সুদুর গুরগাঁও থেকে মাছ কিনতে আসবে?
  • de | ১২ আগস্ট ২০১১ ১৭:১০ | 59.163.30.6
  • কুমুদি, মাগুর মাছ দিয়ে কি রান্না করবে? আমায় রেসিপি দিও! আমি শুধু কাঁচকলা দিয়ে শিং-মাগুর রাঁধতে জানি।
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১৭:০৮ | 122.160.159.184
  • ঘানি চলবে কতক্ষণ?
    কুমু চাইচে বিসজ্জন।
  • Lama | ১২ আগস্ট ২০১১ ১৭:০৫ | 203.132.214.11
  • ধিতাং নাচবে কতক্ষণ?
    ঠাকুর যাবে বিসজ্জন!
    কাঁটা বাছবে কতক্ষণ?
    মাগুর যাবে বিসজ্জন!
    বেল পাকবে কতক্ষণ?
    কাক যাবে বিসজ্জন!
    সাঁতার কাটবে কতক্ষণ?
    পুকুর যাবে বিসজ্জন!
  • dukhe | ১২ আগস্ট ২০১১ ১৭:০৩ | 122.160.114.85
  • সিকি যে কী ভাবেন ! কলকাতায় থাকলেই কি লোকে সিয়ার পার্ক কুড়ি মোনালি ঠাকুর গুলে খায় ?
  • kumu | ১২ আগস্ট ২০১১ ১৭:০০ | 122.160.159.184
  • নেতাই,দাম চড়া ?সেই চড়া দামের সাথে দু/তিনঘন্টা ড্রাইভের তেলের দামও জুড়ো।
    কিন্তু উপায় নাই,আপিস থেকে বেরিয়ে সেই মাগুর মাছই আনতে যেতে হবে।গিয়ে যদি দেখি বাজারে সেই পরম ধন নাই,তবে সে বড় দুক্কের কতা হবে,তাই জিগাচ্ছিলাম।
  • Netai | ১২ আগস্ট ২০১১ ১৬:৫৩ | 121.241.98.225
  • মোনালি ঠাকুর কি সাথে নাচার জন্য খুব চাপাচাপি করছে?
    সোমবার দিন বিকেলের দিকে কিছুক্ষণ ফ্রি থাকবো। তার আগে নাচতে পারবোনা। দুদিন একটু ব্যাস্ত আছি।
  • siki | ১২ আগস্ট ২০১১ ১৬:৫২ | 123.242.248.130
  • সেটা ঠিক। সব বড়লোক বাঙালিদের বাস যে ওখানে। আমাদের মতম গরীবগুর্বোরা নয়ডা গাজিয়াবাদে থাকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত